PDA

View Full Version : মিনিমাম ৫০০ পিপ্স



hasan019
2017-06-24, 02:07 AM
আপনি যদি ওয়ীক্লি হাই বা লো থেকে ট্রেড নেন তাহলে আপনি মিনিমাম ৫০০ পিপ্স আয় করবেন। তবে এর জন্য আপনাকে অনেক স্ম্য দিতে হবে আজ ট্রেড দিবেন কাল প্রফিট উথাবেন তা হলে হবে না। সব পেয়ার এই একি রুলস।

maziz6989
2017-06-29, 09:55 PM
আপনি যদি ওয়ীক্লি হাই বা লো থেকে ট্রেড নেন তাহলে আপনি মিনিমাম ৫০০ পিপ্স আয় করবেন। তবে এর জন্য আপনাকে অনেক স্ম্য দিতে হবে আজ ট্রেড দিবেন কাল প্রফিট উথাবেন তা হলে হবে না। সব পেয়ার এই একি রুলস।

ভাই আরও একটু ক্লিয়ার করলে ভাল হত। আপনার এই থ্রেড থেকে আমি যা বুঝতে পারলাম তা হল সাপ্তাহিক হাই বা লো থেকে ট্রেড নিলে মিনিমাম ৫০০ পিপ আয় করা যেতে পারে তবে এর জন্য আপনাকে বা আমাকে অনেক সময় দিতে হবে। এখানে একটা এন্ট্রি নিয়ে বসে থাকতে হবে দিনের পর দিন অথবা মাসের পর মাস। সব পেয়ারে একই নিয়ম প্রযোজ্য - আমার কাছে এটাই মনে হয়!
তবে এখানে আমার কিছু প্রশ্ন আছে-
১। হাই বা লো নির্ধারণ করব কিভাবে?
২। স্টপ নির্ধারিত হবে কোথায়?
৩। অর্ডার পেন্ডিং না সিএমপি হবে?
৪। আজ এই পর্যন্ত------

Mamun13
2017-07-31, 07:18 PM
হাসান ভাইয়ের কথাগুলোর সম্ভাব্য ব্যাখ্যা হবে-" w1 ট্রেডিং চার্টের সাপোর্ট/রেসিসট্যান্স এরিয়াতে কিছু টেইল/উইক/পিন নিয়ে যখন কোনো কেন্ডেল ক্লোজ হয় অর্থাৎ মার্কেট প্রাইস 'রিজেকশান পিনবার' তৈরি করে তখন ঐ লেভেলে এন্ট্রী করতে পারলে পরবর্তীতে ৪০০/৫০০ পিপস প্রফিট করার একটা দারুন সুযোগ থাকে৷যারা লংটার্ম ট্রেডার এবং w1 টাইমফ্রেমে নিয়মিত ট্রেড করেন তারাই এ বিষয়টা পরিষ্কার বুঝবেন৷তারা অনায়াসেই ৫০০ পিপস প্রফিট করে থাকেন৷# এখানে হাই/লো নির্ধারণ হবে ঐ কেন্ডেলটির ফর্মেশান দেখে,# স্টপলস নির্ধারিত হবে নিকটতম s/r লেভেলের ২০ পিপস উপরে/নিচে,# অর্ডার হবে অবশ্যই c.m.p এবং কেন্ডেলটি ক্লোজ হওয়ার সাথে সাথেই...