PDA

View Full Version : অনেক সিস্টেম



hasan019
2017-06-24, 02:11 AM
অনেক সিস্টেম আছে ফরেক্স এ আপনি যদি নেটে সার্চ দেন তাহলে অনেক সিস্টেম পাবেন। কিন্তু সবাই কপি করে না কেউ কেউ নিজের মতো করে বানায়। নিজের অজান্তেই অনেকে সিস্টেম বানিয়ে ফেলে সে নিজেয় জানে না।

এখন কাজের ক্তহায় আসি।

এখানে কেউ কি আছেন যে নিজের সিস্তেম এ ট্রেড করে সফল, হলে সেটা সেয়ার করেন আর বোনাস পান।

maziz6989
2017-06-29, 09:58 PM
অনেক সিস্টেম আছে ফরেক্স এ আপনি যদি নেটে সার্চ দেন তাহলে অনেক সিস্টেম পাবেন। কিন্তু সবাই কপি করে না কেউ কেউ নিজের মতো করে বানায়। নিজের অজান্তেই অনেকে সিস্টেম বানিয়ে ফেলে সে নিজেয় জানে না।

এখন কাজের ক্তহায় আসি।

এখানে কেউ কি আছেন যে নিজের সিস্তেম এ ট্রেড করে সফল, হলে সেটা সেয়ার করেন আর বোনাস পান।

ভাই এত ধোয়াশা করে লিখেন কেন? ট্রেডিং সিস্টেম সবারই আছে কম বেশি। কেননা এখানে ট্রেডিং সিস্টেম ছাড়া কেউই ট্রেড করতে আসে না বা করে না। তাই আপনি যদি আজ অবদি নিজের সিস্টেম বিল্ড আপ না করতে পারেন সে ক্ষেত্রে অন্যের সিস্টেম দেখে নিজের সিস্টেম এর দোষ ত্রুটি খুজে বের করে এটাকে ত্রুটি মুক্ত করেন।

Momen
2017-07-24, 12:18 PM
ফরেক্স এ ট্রেড করার জন্য অনেক সিস্টেম বা স্ট্রেটেজি আছে। আমরা এক এক জন এক এক স্ট্রেটেজি ফলো করে ট্রেড করে থাকি। আমি মনে করি আপনি আপনার যেকোন একটি স্ট্রেটেজিকে ডেভলপ করার চেষ্টা করুন। কেননা, ফরেক্স এ অনেক ট্রেডার দেখা যায় যারা প্রতিনিয়ত এক এক স্ট্রেটেজি ফলো করে ট্রেড করে। ফলে তারা অনেক সময় লসে স্মমূখীন হয়। তাই, আপনার কাছে যেটা সব থেকে ভালো স্ট্রেটেজি বলে মনে হয় আপনি তাতেই ট্রেড ওপেন করুন। দেখবেন মার্কেট আপনার দিকেই যাচ্ছে।

Mamun13
2017-08-27, 12:31 AM
ফরেক্স মার্কেটে ব্যাবসা করার জন্য অসংখ্য স্ট্র্যাটেজী রয়েছে,এক্সপার্ট এডভাইজার রয়েছে,রোবোট রয়েছে,কমার্শিয়াল ইনডিকেটরও আছে৷তবে এখানেই আমাদের নতুন ট্রেডারদের সবচেয়ে বড় সমস্যা৷আমরা কোনো নির্দিষ্ট ও কার্যকরী স্ট্র্যাটেজী ধীর-স্হির ভাবে ধৈর্য্য ধরে ব্যাবহার করি না৷বরং এক স্ট্র্যাটেজী দিয়ে কয়েকদিন ট্রেড করেই আরোও ভালো স্ট্র্যাটেজী খুঁজতে অস্হির হয়ে যাই৷এভাবে একসময় আমরা হোলী গ্রেইল খুঁজে আধা-পাগল হয়ে পড়ি৷অথচ এই ফরেক্স মার্কেট থেকে পর্যাপ্ত ও নিয়মিত প্রফিট করার জন্য একমাত্র প্রাইস একশান স্ট্র্যাটেজী-ই যথেষ্ট৷অন্য কোনোও সিস্টেমের প্রয়োজনই নাই৷