PDA

View Full Version : ফরেক্সে কারো ফাঁদে পড়ছেন না তো ?



Competitor
2017-06-25, 04:50 AM
ফরেক্সে নতুন ট্রেডাররা আসলে তখন তারা ফরেক্স সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান না থাকায় বিভিন্ন জনের কাছ থেকে ফরেক্স বিভিন্ন বিষয়ে পরামর্শ নিয়ে থাকে তখন অনেক অভিজ্ঞ অসৎ ট্রেডার নতুন ট্রেডারদের দুর্বলতা বুঝে তাদের ঠকাই । আমি এমন একজন নতুন ট্রেডারকে চিনি যিনি ফরেক্স শিখার জন্য একজন নামকেওয়াস্তে ট্রেডারকে বিশ হাজার টাকা দিয়েছেণ এবং পরিশেষে ঠকেছেন ! এভাবে অনেক নতুন ট্রেডার অনেক বিষয়ে ঠকে চলেছে । তাই নতুন ট্রেডারদেরকে এ বিষয়ে সর্বদা সতর্ক থাকতে হবে । কোন পদক্ষেপ নেওয়ার পূর্বে নিজের গন্তব্য সম্পর্কে সঠিক জ্ঞান থাকতে হবে ।

RUBEL MIAH
2017-06-30, 04:37 PM
আমি এমন একজন নতুন ট্রেডারকে চিনি যিনি ফরেক্স শিখার জন্য একজন নামকেওয়াস্তে ট্রেডারকে বিশ হাজার টাকা দিয়েছেণ এবং পরিশেষে ঠকেছেন ! এভাবে অনেক নতুন ট্রেডার অনেক বিষয়ে ঠকে চলেছে । তাই নতুন ট্রেডারদেরকে এ বিষয়ে সর্বদা সতর্ক থাকতে হবে । কোন পদক্ষেপ নেওয়ার পূর্বে নিজের গন্তব্য সম্পর্কে সঠিক জ্ঞান থাকতে হবে ।

new man
2017-07-08, 09:58 AM
ফরেক্স ব্যবসা তো হারাম বা ফাকিবাজি ব্যবসা না যে, আমরা ফাদে পড়বো । আমি মনে করি ফরেক্স এর থেকে আর ভাল ব্যবসা এই পৃথীবীতে নাই । এই জন্য আমি ফরেক্সকে এত ভালবাসি । ফরেক্স ব্যবসা মানেই হলো ইনভেষ্ট । ফরেক্স ব্যবসা মানে টাকা নষ্ট করার ব্যবসা ও বটে । তাই আমাদের সব সময়ে সতর্ক থাকতে হবে ।

01797733223
2018-01-09, 12:27 PM
ভাই ঘটনা হচ্ছে ফরেক্স শেখার জন্য আপনি যদি আগেই কাউকে কোন ধরনের টাকা দেন এটা আমি বলব একেবারে বোকামীর পরিচয়। কারন আপনি আগে ভালভাবে জানেন যে ফরেক্সটা আসলে কোন টাইপের বিজনেজ। এখানে কিভাবে বিনিয়োগ করে কাজ করতে পারি বা কিকি লাগতে পারে এই ব্যবসাটাকে প্রপারলী করতে গেলে কারো সহযোগিতার প্রয়োজন আছে কিনা অথবা লাগবে কিনা আপনার এ সবকিছু বিবেচনা করে তারপর আপনাকে মাঠে নামতে হবে এটাই হল ফরেক্স ব্যবসা। তানা করে আপনি অন্য জায়গায় ইনভেস্ট করে বসে আছেন। আপনার এই কার্যক্রম দেখে আমারই আফসোস লাগছে। যাই হোক আপনি এই ফোরামের সাথে লেগে থাকেন কাজ করেন, পাশাপাশি ট্রেড করেন এবং এখান থেকে ফরেক্সের যাবতীয় সকল জ্ঞান আহরণ করার চেষ্টা করে যান। তবে কখনই ধৈর্যহারা হবেন না, তানাহলে সফলতা পাওয়া মুশকিল হয়ে দাঁড়াবে।

expkhaled
2018-01-09, 03:04 PM
আমাদের দেশের জনগন ফরেক্স এর ব্যপারে অজ্ঞ। যে কারনে কিছু অসাধু ব্যক্তি আছেন ফরেক্স এর নাম করে মানুষকে ঠকায়। আর বেশী দিন আসলে ঠকাতে পারবে না কারণ মানুষ জানতে শুরু করেছে ফরেক্স এর ব্যপারে। আমার মনে হয় ফরেক্স শেখার জন্য কারও কাছে যাওয়ার প্রয়োজন নেই। যদি আপনি একটু কষ্ট করে ইন্টারনেসে সার্চ করেন তাহলে বাংলা-ইংলিশ সাইট বহু অাছে যেগুলো থেকে অাপনি প্রাথমিক ধারনা নিতে পারবেন। তারপর শুরু করবেন ডেমো ট্রেড। এই ডেমো ট্রেডকে ব্যবহার করবেন রিয়েল ট্রেড এর মত তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। আর যেটাকা অন্য মানুষকে দিবেন শেখার জন্য সেটাকা ইনভেস্ট করুন ১বছর পর তাহলেই হলো।

Mahidul84
2018-01-09, 06:44 PM
আমার জানা মতে বর্তমানে এখন আর কেউ ফরেক্স শেখার জন্য কারো ফাদে পা রাখছে না বরং নিজেকে অনেক বেশি সচেতন করে ফরেক্স মার্কেটে ট্রেড করতে সক্ষম হচ্ছে। কেননা এখন ফরেক্স সম্পর্কে অনেক বেশি ছড়াছড়ি হচ্ছে বিশেষ করে আপনি অনলাইনের মাধ্যমে ফরেক্স সম্পর্কে অনেক বেশি গুরুত্বপূর্ণ তথ্য ও অভিজ্ঞতা অর্জনে সক্ষম হতে পারবেন এটা আমার বিশ্বাস। আর বিশেষ করে ডেমো ট্রেডিং এ আপনি এ্যাকাউন্ট খোলে সেখানে ট্রেড করতে পারেন। আশা করি ডেমো ট্রেডের মা্ধ্যমে আপনি ফরেক্স সম্পর্কে অনেক বেশি দক্ষ ও অভিজ্ঞ হয়ে উঠবেন। যখন আপনি ডেমো ট্রেড থেকে ভাল কিছু অর্জনে সক্ষম হতে পারবেন তখন আপনি আপনার রিয়েল এ্যাকাউন্টে গিয়ে ট্রেড করে সফলতা অর্জন করুন।

Mamun13
2018-05-17, 08:16 AM
আমি মনে করি ফরেক্স ট্রেডিং শিখতে হলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিজের পকেটের টাকা দিয়ে মন ভরানোর কোনো প্রয়োজন নাই৷কারন আপনি যার কাছ থেকে ফরেক্স ট্রেডিং শিখবেন তিনি আপনাকে কেন শিখাবেন ? তিনি নিজেই যদি প্রকৃতপক্ষে অভিজ্ঞ এবং দক্ষ ট্রেডার হয়ে থাকেন তাহলে আপনার এই সামান্য কিছু টাকার বিনিময়ে তিনি কেন আপনাকে শিখাতে চাইবেন ? তিনি নিজেইতো ফরেক্স মার্কেট থেকে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন৷আমাদের দেশে মূলত বাস্তব অভিজ্ঞ এবং দক্ষ ফরেক্স ট্রেডার তেমন একটা বসবাস করেন না৷তারা উন্নত দেশগুলোতে বসবাস করেন৷আমাদের দেশে যে সকল ট্রেডার রয়েছেন তাদের প্রায় সবাই হয়তো নতুন শিক্ষার্থী ট্রেডার অথবা দীর্ঘদিনের লুজার ট্রেডার৷এই লুজার ট্রেডারগণই তাদের ট্রেডিং অ্যাকাউন্টের লস হওয়া balance কে পুনরুদ্ধার করার উদ্দেশ্যে আমাদের মতো একদম নতুন শিক্ষার্থী ট্রেডারদেরকে নিয়মিত পর্যাপ্ত প্রফিটের আশ্বাস দিয়ে মিথ্যা প্রবঞ্চনা করে থাকে৷তাই সবাই অবশ্যই এ বিষয়ে সাবধান থাকবেন৷অনলাইন থেকে ঘেঁটে ঘেঁটে আপনি নিজেই ফরেক্স মার্কেটে পেশাদার ট্রেডার রূপে প্রতিষ্ঠিত হতে পারবেন-এতে কোনোও সন্দেহ নাই৷তাই অন্যের দ্বারস্থ না হয়ে আপনি নিজে চেষ্টা করুন-একসময় আপনার লক্ষ্যে আপনি ঠিকই পৌঁছে যাবেন৷

expkhaled
2018-05-17, 12:04 PM
এখন ফরেক্স ট্রেড শেখার জন্য অন্য কারও দারস্থ হওয়ার দরকার আছে বলে আমার মনে হয় না। একটু নিজে আন্তরিকতার সহিত চেষ্টা করলেই নিজেই শিখা যায়। আর অভিজ্ঞতা অর্জন করার জন্য ডেমো ট্রেড করবেন আর ফোরাম গুলোর সাথে সংযুক্ত থেকে নিজের পারফরমেন্স বুঝতে চেষ্টা করবেন। যদি কেউ ভাল ফরেক্স ট্রেডার হয়ে থাকেন তার কিন্তু সময় নেই যে, আপনাকে হাতে কলমে শিখাবেন কারণ যারা ফরেক্স ট্রেড করেন তারা অনেক ব্যস্ত থাকেন। তাই বাস্তব শিক্ষা নিতে হলে নিজেকেই চেষ্টা চালিয়ে যেতে হবে। যদি আন্তরিকতা থাকে আপনি অবশ্যই পারবেন সফল হতে।

uzzal05
2018-05-24, 11:42 AM
আমার দৃষ্টিকোন থেকে ফরেক্স সম্পর্কে একমাত্র ভালো এবং নির্ভরযোগ্য জায়গা হচ্ছে অনলাইন। ইন্টারনেট থেকে নির্ভূলভাবে সবকিছেু শেখা যেতে পারে। কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের চাইতে সঠিকভাবে এখন ফরেক্স সম্পর্কে জানা যায়। এবং ডিপোজিট ও অনলাইন এ মাধ্যমে করতে পারবেন।

souravkumarhazra6763
2018-05-24, 01:28 PM
জী না আমি ফরেক্স এ এখনো কারো ফাদে পরিনি,অনেক এ টাকার বিনিময় ট্রেডিং শিখায়,এবং সিগনাল সেল করে থাকে,অনেক ট্রেডারগন এই ফাদে পরে অনেক লস করেছে,তাই আমি মনে করি কার ফাদে না পরে নিজের মত ট্রেড করেন,আর এখন অনেক ব্রোকাত ফ্রী তে ফরেক্স ট্রেনিং প্রদান করে থাকে তাই কারো ফাদে না পরে অনলাইন দিয়ে খুব সহজে ফরেক্স আয়ও করুণ।

edottc
2019-03-28, 07:23 AM
অনেক দুষ্টু লোক আছে যাদের কাজ হল মানুষকে ধোকা দেওয়া ।আমি মানে ফরেক্সেও এরকম অনেক লোক আছে ।নতুন ট্রেডারদের সবসময় এদের থেকে সতর্ক থাকতে হবে ।ফরেক্স এ ডিপোজিট ছাড়া কোন টাকা লাগে না এ সম্পর্কে আপনার কাছে কেউ টাকা চেলে আপনি টাকা দিবেনা ।আপনি মনে করবেন এটা ঠকবাজ ।

bdunity11
2019-03-28, 07:29 AM
ফরেক্স এ ডিপোজিট ছাড়া কোন টাকা লাগে না এ সম্পর্কে আপনার কাছে কেউ টাকা চেলে আপনি টাকা দিবেনা ফরেক্স অনেক অনেক ধরনের ঠকবাজ লোক আছে এদের কাছ থেকে নিজেকে সব সময় বিরত থাকতে হবে

bdunity
2019-04-06, 12:48 PM
ফরেক্সে নতুনদের ক্ষেত্রে এ সমস্যাটা বেশি দেখা যায় । কারন অনাভিজ্ঞতার কারনে অভিজ্ঞ কোন অসৎ ট্রেডারের কাছে পরপামর্শের জন্য যায় । আর এই দুর্বলতার সুজোগকে কাঝে লাগিয়ে তাকে ঠকানোর চেষ্টা করে । তাই ফরেক্স এ ট্রেড করতে আগে ফরেক্স সম্পর্কে বিস্তারিত জেনে তারপর ফরেক্স ট্রেড করতে আশাই ভাল।

RASELRANA562917
2019-04-06, 03:09 PM
ফরেক্স এমন একটি ব্যবসা যে ব্যবসাটাতে লাভ লস দুটোই রয়েছে।তবে আপনি সব থেকে বোকামি করবেন যদি আপনি ফরেক্স শেখার জন্য কাউকে নগদ অর্থ দিয়ে থাকেন।আজকাল অনেকেউ ফরেক্সের ফাদে ফেলে টাকা ইনকাম করছে।নতুন ট্রেডারদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়।তাদের অনভিজ্ঞতার সুযোগ নিয়ে অসৎ অভিজ্ঞ কিছু লোক আছে যারা হাজার হাজাররটাকা হাতিয়ে নিচ্ছে।আপনাকে ফরেক্স এ ট্রেড করতে হলে আগে ফরেক্স সম্পর্কে জানতে হবে বুঝতে হবে।ফরেক্স এ ফোরামে যে পোস্ট গুলো আছে ওগুলো ভালভাবে আয়ত্বে নিন।নিয়মিত ডেমো প্র্যাকটিস করুন একসময় নিজেই অভিজ্ঞ হয়ে যাবেন।ফরেক্স এ অন্য কারো কাছে প্রতারিত না হয়ে নিজে চেষ্টা করেন কোন সমস্যা হলে অভিজ্ঞ সৎ ভাইদের কাছে পরামর্শ নিন অসৎ হতে দুরে থাকুন।

bdunity
2019-04-06, 03:16 PM
ফরেক্স এ কারো ফাদে পড়া যাবে না।ফোরেক্স শিখতে হলে আপনাকে ফরেক্স বাংলা ফরাম থেকে অনেক কিছু শিখতে পারেন এবং ফরেক্স স্কুল থেকে আপনি ফরেক্স সম্পর্কে জানতে পারেন।আর আপনর পারসোনাল যদি কেউ থাকে ভালো ফরেক্স ট্রেডার তাহলে তার কাছে থেকে পরামর্শ নিতে পারেন।অনেকেই ফরেক্স আপনাকে ফাদে ফেলানোর চেষ্টা করবে।আপনি কারো ফাদে পা দিবেন না।আপনি আগে ভালোভাবে ফরেক্স সম্পর্কে জানবেন তারপর ফরেক্স এ ট্রেড করবেন।

uzzal05
2019-04-06, 06:29 PM
একজন নতুন ট্রেডার ফরেক্স সম্পর্কে কিছই জানে না। অনেক সময় অদক্ষ ট্রেডারদের কাছ থেকে শুনে টাকা ইনেভেস্ট করে। আবার অনেক আছেন যারা নিজেদের অ্যাফিলিয়েট লিংক থেকে একাউন্ট করিয়ে ট্রেড করতে বলে। কিন্তু এসমস্ত ব্যাপার থেকে এড়িয়ে চলার জন্য একমাত্র ইন্টারনেট ই হচ্ছে সবচেয়ে বিশ্বাসযোগ্য মাধ্যম।

NasirMollah739
2019-04-06, 07:04 PM
ফরেক্স একটি আন্তর্জাতিক মার্কেট প্লেস যেখানে প্রতিদিন নতুন নতুন ট্রেডার ট্রেডিং এর জন্য অংশগ্রহণ করে থাকে।প্রফিট অর্জনের জন্য প্রতিটি নতুন ট্রেডারকে অবশ্যই অভিজ্ঞ ট্রেডার দের কাছ থেকে অভিজ্ঞতা ও বাস্তব জ্ঞান অর্জনের প্রয়োজন পড়ে।এজন্য অবশ্যই নতুন ট্রেডার কে কিছু কিছু বিষয় বিবেচনা করে সতর্কতার সাথে পরামর্শ ও মতামত শেয়ার করার প্রয়োজন।কারণ আমাদের আশেপাশে এমন অনেক ব্যক্তিত্ব আছে যারা কেবলমাত্র ধোকাবাজির জন্য বা আমার আপনার ক্ষতি করার জন্য ওত পেতে থাকে। ফরেক্স মার্কেট প্লেসে অবশ্যই অভিজ্ঞতার প্রয়োজন আছে কিন্তু বিচক্ষণতার সাথে অন্যান্যদের সাথে লেনদেন থেকে বিরত থাকা খুবই ভালো।কেবলমাত্র বিশ্বস্ত লোকদের সাথে লেনদেন করা সুবিধাজনক।

fxjaman
2019-04-06, 07:20 PM
আপনি ঠিকি বলেছেন। নতুনদের উচিত আগে এই ব্যবসা সম্পর্কে সবদিক থেকে যাচাই-বাছাই, তারপর ইনভেষ্ট করা। এরপর তাদের কাজ হবে সবার পরামর্শের উপর সঠিকভাবে বিবেচনা করা। কিন্তু কেউ আপনাকে যখন কোন প্রকার ইনভেষ্টের কথা বলবে সেটা থেকে বিরত থাকা আপনার প্রধান কর্তব্য।কারন এই কাজগুলো আপনি নিজেই করতে পারবেন। তাই শুধু জেনে নিলেই হবে যে, কিভাবে কি করতে হয়।

AMIRSHIKDER976
2019-04-06, 08:24 PM
ফরেক্স ট্রেড এ যারা কাজ করে আয় করে। তারাতো এসেই পারেছে ট্রেডে। আর যারা নতুন ভাবে যোগ দিচ্ছে তারা হয়তো ফরেক্স ট্রেড সম্পর্কে ভাল জানে না তারা ভয় পেতে পারে৷ এবং উক্ত বিষয় নিয়ে অনেকের কাছ থেকে তথ্য জানার চেষ্টা করবে এটা সাব্ভাবিক বিষয়। কিন্তু এখানে ফাদে পরার কিছু নাই৷ ভয়ের ও কিছু নাই।

babubd
2019-04-09, 06:01 PM
আমি মনে করি ফরেক্স কারো ফাঁদে পড়ার মতো ব্যবসা না ।তবে আপনি যদি ফরেক্স শিখতে প্রথমে কাউকে টাকা দেন সেটা ভুল করবেন । আমার মতে ফরেক্স শিকতে কোন টাকা লাগে না ।তাই কারো ফাঁদে পড়ার কোন প্রশ্ন উঠে না । ফরেক্স শিখতে নিজের ইচ্ছায় যথেষ্ট ।আপনি একটু চেষ্টা করলে নিজে নিজে ফরেক্স শিখতে পারেন ।

FRK75
2021-03-29, 03:24 PM
ফরেক্স ব্যবসা তো হারাম বা ফাকিবাজি ব্যবসা না যে, আমরা ফাদে পড়বো । আমি মনে করি ফরেক্স এর থেকে আর ভাল ব্যবসা এই পৃথীবীতে নাই । এই জন্য আমি ফরেক্সকে এত ভালবাসি । ফরেক্স ব্যবসা মানেই হলো ইনভেষ্ট । ফরেক্স ব্যবসা মানে টাকা নষ্ট করার ব্যবসা ও বটে । তাই আমি মনে করি কার ফাদে না পরে নিজের মত ট্রেড করেন,আর এখন অনেক ব্রোকাত ফ্রী তে ফরেক্স ট্রেনিং প্রদান করে থাকে তাই কারো ফাদে না পরে অনলাইন দিয়ে খুব সহজে ফরেক্স আয়ও করুণ।

Mas26
2021-03-30, 05:44 AM
আমি মনে করি ফরেক্স মার্কেটে একজন ভালো ট্রেডার আপনাকে কখনোই ঠকাবেনা। কারণ সে হয়তোবা আপনাকে শিখাবে না কিন্তু আপনাকে ঠকাবে না। কারণ তিনি যদি একজন ভাল ট্রেডার হয়ে থাকেন তাহলে ফরেক্স মার্কেট থেকে অনেক প্রফিট করতে পারবে। যার কারণে তাঁর আপনাকে কোন ভাবে প্রতারিত করার প্রয়োজন পড়বে না।এজন্য তিনি আপনাকে ঠকাবে না। কিন্তু যদি সে অভিজ্ঞ ট্রেডার না হয়ে থাকে তাহলে হয়তোবা আপনাকে ঠকানোর একটা সুযোগ নিতে পারে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই মানুষকে জেনে বুঝে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে আসলে প্রত্যেকটা ক্ষেত্রেই আপনার জেনে শুনে কাজ করা উচিত।আপনার যদি এই অভিজ্ঞতাটাই না থাকে তাহলে আপনি ফরেক্স এ কিভাবে কাজ করবেন। কারণ ফরেক্সে অনেক অভিজ্ঞতার প্রয়োজন হয়। অভিজ্ঞতা অর্জন ছাড়া ফরেক্স মার্কেটে সফলতা অর্জন সম্ভব নয়।

KAZIMAJHARULISLAM
2021-03-30, 06:35 AM
ফরেক্স উপার্জনের একটি উন্মুক্ত ও স্বাধীন মাধ্যম হওয়া সত্বেও,বেশ কিছু অসাধু ট্রেডার, নতুন ট্রেডারদের ফরেক্স সম্পর্কিত জ্ঞান অর্জনের জন্য,একাউন্ট খোলার জন্য টাকা পয়সা বা অন্য সুযোগ-সুবিধা নিয়ে থাকে।তাই কখনোই একান্তই বিশ্বস্ত লোক ছাড়া,অন্য কোন ট্রেডারের মিষ্টি কথায় গলে যাবেন না। কেননা ফরেক্স এমন একটি মাধ্যম,যেখানে আপনি শিখতে চাইলে কোন টাকা পয়সার দরকার নেই,শুধু দরকার অদম্য ইচ্ছাশক্তি এবং কিছুদিন প্রশিক্ষণের।আপনি যদি নিয়মিত ডেমো ট্রেডিং প্র্যাকটিস করেন এবং ফোরাম ফলো করেন,তাহলে কিছুদিনের মধ্যেই ফরেক্স সম্পর্কে জ্ঞানী হয়ে উঠবেন।এবং আরো কিছুদিন এই প্র্যাকটিস করার পরে, আপনি নিজের প্রতি আত্মবিশ্বাসি হয়ে উঠবেন।এবং বুঝতে পারবেন যে ,এখনই সময় রিয়েল ট্রেডিং করার। তাই মিষ্টভাষী অসাধু ব্যবসায়ী থেকে দূরে থাকুন।কেননা ফরেক্স সম্পর্কিত অভিজ্ঞতা একদিনেই আসে না।

EmonFX
2021-03-31, 06:09 AM
ফরেক্সে নতুন ট্রেডাররা আসলে তখন তারা ফরেক্স সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান না থাকায় বিভিন্ন জনের কাছ থেকে ফরেক্স বিভিন্ন বিষয়ে পরামর্শ নিয়ে থাকে তখন অনেক অভিজ্ঞ অসৎ ট্রেডার নতুন ট্রেডারদের দুর্বলতা বুঝে তাদের ঠকাই । আমি এমন একজন নতুন ট্রেডারকে চিনি যিনি ফরেক্স শিখার জন্য একজন নামকেওয়াস্তে ট্রেডারকে বিশ হাজার টাকা দিয়েছেণ এবং পরিশেষে ঠকেছেন ! এভাবে অনেক নতুন ট্রেডার অনেক বিষয়ে ঠকে চলেছে । তাই নতুন ট্রেডারদেরকে এ বিষয়ে সর্বদা সতর্ক থাকতে হবে । কোন পদক্ষেপ নেওয়ার পূর্বে নিজের গন্তব্য সম্পর্কে সঠিক জ্ঞান থাকতে হবে ।

আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে অনেক প্রতারক রয়েছে। তারা টাকা নিয়ে আসলে তেমন কিছুই শেখান না। তাই অবশ্যই এ ব্যাপারে সতর্ক হতে হবে। ফরেক্স শেখার সবচেয়ে ভালো উপায় হলো কোনো অভিজ্ঞ ট্রেডারের কাছে ফরেক্স শেখা। একজন অভিজ্ঞ ট্রেডার আপনাকে যতটা ভালো ভাবে ফরেক্সে শেখাতে পারবেন সেটা কোন ট্রেনিং সেন্টার কখনোই পারবে না। একজন অভিজ্ঞ ট্রেডার তার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আপনাকে অনেক কিছুই শেখাতে পারে। সে দীর্ঘ কয়েক বছর যাবৎ যে ভুলগুলো বারবার করেছে, কখন কোথায় বাই এবং সেল নিতে হবে সেটা আপনাকে দু-তিন মাসের মধ্যেই শিখিয়ে দিতে পারেন। পাশাপাশি forex-forum থেকেও অনেক কিছু শেখার আছে। এখানে অনেক অভিজ্ঞ ট্রেডার আছেন যারা তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা শেয়ার করে থাকেন যেটা একজন নতুন ট্রেডারের এর জন্য অনেক উপকারী।

মূলত বাংলাদেশে এখন পর্যন্ত ভাল মানের কোন ফরেক্স ট্রেনিং সেন্টার গড়ে ওঠেনি। দু-একটি যা আছে তা শুধু কমার্শিয়াল পারপাসে গড়ে উঠেছে। শুধু টাকা কামানোর ধান্দা। তাদের কাছ থেকে ট্রেনিং নিয়ে আপনি ভালভাবে ফরেক্স ট্রেডিং করতে পারবেন না। তারা যেটা শিখাবে সেটা আপনি বিভিন্ন সাইটে ভিডিও টিউট্রিয়াল দেখে তার থেকেও বেশি শিখতে পারবেন।

Starship
2021-03-31, 01:59 PM
নিঃসন্দেহে ফরেক্স শেখানোর জন্য এমন অনেক প্রতারক রয়েছে যাহারা ফরেক্স শেখানোর নাম করে অনেক টাকা হাতিয়ে নেয়। সে সকল প্রতারক চক্র থেকে নতুনদের কাছে থেকে লোভ দেখিয়ে অর্থ নিয়ে থাকে। অবশ্যই সাবধানে থাকতে হবে ও সজাগ থাকবে হবে। ফরেক্স যদিও জটিল বিষয় এ জন্য ভালো ও দক্ষতা সম্পন্ন ট্রেডারের গাইড লাইনের মাধ্যমে আপনি ফরেক্স শিখতে পারেন। কেননা এখানে সঠিক গাইড লাইনের উপর নির্ভর করে আপনার সাফল্য। আর সকল ধারণা সমস্যা ও পরামর্শে দক্ষ ট্রেডারের কাছে সুপরামর্শ ও সমাধান পাবেন যা অনয়াসে আপনার অনেক কাজে লাগবে।

Smd
2021-03-31, 07:17 PM
আমার মনে হয় ফরেক্স শেখার জন্য কারও কাছে যাওয়ার প্রয়োজন নেই। যদি আপনি একটু কষ্ট করে ইন্টারনেসে সার্চ করেন তাহলে বাংলা-ইংলিশ সাইট বহু অাছে যেগুলো থেকে আপনি প্রাথমিক ধারনা নিতে পারবেন। তারপর শুরু করবেন ডেমো ট্রেড। ইন্টারনেট থেকে নির্ভূলভাবে সবকিছেু শেখা যেতে পারে। কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের চাইতে সঠিকভাবে এখন ফরেক্স সম্পর্কে জানা যায়।

FRK75
2021-07-19, 11:16 AM
নতুনদের ক্ষেত্রে এ সমস্যাটা বেশি দেখা যায় । কারন অনাভিজ্ঞতার কারনে অভিজ্ঞ কোন অসৎ ট্রেডারের কাছে পরপামর্শের জন্য যায় । আর এই দুর্বলতার সুজোগকে কাঝে লাগিয়ে তাকে ঠকানোর চেষ্টা করে । তাই ফরেক্স এ ট্রেড করতে আগে ফরেক্স সম্পর্কে বিস্তারিত জেনে তারপর ফরেক্স ট্রেড করতে আশাই ভাল।

Smd
2021-10-24, 09:35 AM
আমি মনে করি ফরেক্স এর থেকে আর ভাল ব্যবসা এই পৃথীবীতে নাই । এই জন্য আমি ফরেক্সকে এত ভালবাসি । ফরেক্স ব্যবসা মানেই হলো ইনভেষ্ট । ফরেক্স ব্যবসা মানে টাকা নষ্ট করার ব্যবসা ও বটে ।আর অভিজ্ঞতা অর্জন করার জন্য ডেমো ট্রেড করবেন আর ফোরাম গুলোর সাথে সংযুক্ত থেকে নিজের পারফরমেন্স বুঝতে চেষ্টা করবেন। যদি কেউ ভাল ফরেক্স ট্রেডার হয়ে থাকেন তার কিন্তু সময় নেই যে, আপনাকে হাতে কলমে শিখাবেন কারণ যারা ফরেক্স ট্রেড করেন তারা অনেক ব্যস্ত থাকেন। তাই বাস্তব শিক্ষা নিতে হলে নিজেকেই চেষ্টা চালিয়ে যেতে হবে।

Mas26
2021-10-24, 12:11 PM
ফরেক্স ট্রেডিং শিখতে হলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিজের পকেটের টাকা দিয়ে মন ভরানোর কোনো প্রয়োজন নাই৷কারন আপনি যার কাছ থেকে ফরেক্স ট্রেডিং শিখবেন তিনি আপনাকে কেন শিখাবেন।আমার দৃষ্টিকোন থেকে ফরেক্স সম্পর্কে একমাত্র ভালো এবং নির্ভরযোগ্য জায়গা হচ্ছে অনলাইন। আপনার এই কার্যক্রম দেখে আমারই আফসোস লাগছে। যাই হোক আপনি এই ফোরামের সাথে লেগে থাকেন কাজ করেন, পাশাপাশি ট্রেড করেন এবং এখান থেকে ফরেক্সের যাবতীয় সকল জ্ঞান আহরণ করার চেষ্টা করে যান। তবে কখনই ধৈর্যহারা হবেন না, তানাহলে সফলতা পাওয়া মুশকিল হয়ে দাঁড়াবে। ইন্টারনেট থেকে নির্ভূলভাবে সবকিছেু শেখা যেতে পারে। কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের চাইতে সঠিকভাবে এখন ফরেক্স সম্পর্কে জানা যায়। এবং ডিপোজিট ও অনলাইন এ মাধ্যমে করতে পারবেন।

Smd
2022-01-24, 11:42 AM
ইন্টারনেট থেকে নির্ভূলভাবে সবকিছেু শেখা যেতে পারে। কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের চাইতে সঠিকভাবে এখন ফরেক্স সম্পর্কে জানা যায়। একটু নিজে আন্তরিকতার সহিত চেষ্টা করলেই নিজেই শিখা যায়। আর অভিজ্ঞতা অর্জন করার জন্য ডেমো ট্রেড করবেন আর ফোরাম গুলোর সাথে সংযুক্ত থেকে নিজের পারফরমেন্স বুঝতে চেষ্টা করবেন। যদি কেউ ভাল ফরেক্স ট্রেডার হয়ে থাকেন তার কিন্তু সময় নেই যে, আপনাকে হাতে কলমে শিখাবেন কারণ যারা ফরেক্স ট্রেড করেন তারা অনেক ব্যস্ত থাকেন।

samun
2022-04-13, 12:18 PM
ফরেক্স কে কিভাবে শিখবে সেটা তার একান্ত বেক্তিগত ব্যাপার। কিন্তু সাধারণত ফরেক্স এর ব্যপক প্রসারের পিছনে বন্ধুদের হাত সবথেকে বেশি বলে আমি মনে করি। যেমন আমাকে আমার বন্ধু শিখিয়েছে। ফরেক্স কিভাবে করতে হয় ? কিভাবে টাকা উপার্জন করতে হয়? সেক্ষেত্রে আমাকে কোন টাকা দিতে হয় নি। কিন্তু অবস্থা বিশেষ যদি কেউ এমন লোকের ক্ষপ্পরে পড়ে তবে তার আর কি করার থাকবে। তবে বর্তমানে আধুনিক যুগে সকলেই খুবই স্মার্ট। অনলাইনের মাধ্যমে ঘরে বসে আমরা অনেক তথ্য জানতে পারি। তাই আমি মনে করি ফরেক্স েএকাউন্ট খুলতেও আপনিচাইলে কোন ব্যক্তির সাহায্য ছাড়া খুলতে পারবেন অনলাইনের মাধ্যমে। সেখানে সকল তথ্য দেওয়া রয়েছে। বাকিটা ব্যক্তি বিশেষ মেধা বলে আমি মনে করি।

md mehedi hasan
2022-04-13, 06:19 PM
ফরেক্স মার্কেটে থেকে এ পর্জন্ত যা কিছু অর্জন করেছি সব নিজের চেষ্টায়।তবে অনেকে আমাকে তাদের প্লাটফর্মে ফরেক্স করতে বলেছি।এই সুবিধা সেই সুবিধা নানা ধরনের আফার দিয়ে ছিল।আমি কখনো তাদের ডাকে সরা দেই নি।অনেকে আবার তাদের সিগনাল কেনার জন্য বলেছিলো।প্রথমে ফ্রি সিগনাল দিবে এর পর পেইড সিগনাল দিবে।আমি যদি সিগনাল কিনে ট্রেড করতাম তাহলে নিজে থেকে ফরেক্স মার্কেটে কিছুই শিখতে পারতাম না।এজন্য এই সকল অফার নামে ফাদ থেকে নিজেকে সব সময়ই দূরে রাখতাম।

Hridoy6763
2022-04-13, 09:49 PM
ফরেক্স বিজিনেস আমি যখন শুনেছি আমি তখন এক বড় ভাই এর ফাদে পড়ি,সে আমার কাছ থেকে ১০০০০ টাকা নিয়ে থাকে এই ট্রেডিং বিজিনেস শেখানোর জন্য,আমিও তাকে দিই,কিন্তু টাকা নেবার পর সে আমাকে আর ট্রেডিং শিখায় না,আর তখন আমি জেদ করে বিভিন্ন সাইট দিয়ে ফরেক্স ট্রেডিং শিখি আর আমার ফরেক্স বিজিনেস করার জন্য এই বাংলা ফরেক্স ফোরাম এর ভূমিকা অনেক বেশি।

sss21
2022-06-23, 12:54 PM
আমার দৃষ্টিকোন থেকে ফরেক্স সম্পর্কে একমাত্র ভালো এবং নির্ভরযোগ্য জায়গা হচ্ছে অনলাইন। ইন্টারনেট থেকে নির্ভূলভাবে সবকিছেু শেখা যেতে পারে। কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের চাইতে সঠিকভাবে এখন ফরেক্স সম্পর্কে জানা যায়। এবং ডিপোজিট ও অনলাইন এ মাধ্যমে করতে পারবেন।

Mas26
2024-04-14, 01:02 PM
ফরেক্স শেখার জন্য আপনি যদি আগেই কাউকে কোন ধরনের টাকা দেন এটা আমি বলব একেবারে বোকামীর পরিচয়। কারন আপনি আগে ভালভাবে জানেন যে ফরেক্সটা আসলে কোন টাইপের বিজনেজ। এখানে কিভাবে বিনিয়োগ করে কাজ করতে পারি বা কিকি লাগতে পারে এই ব্যবসাটাকে প্রপারলী করতে গেলে কারো সহযোগিতার প্রয়োজন আছে কিনা অথবা লাগবে কিনা আপনার এ সবকিছু বিবেচনা করে তারপর আপনাকে মাঠে নামতে হবে এটাই হল ফরেক্স ব্যবসা। তানা করে আপনি অন্য জায়গায় ইনভেস্ট করে বসে আছেন। আপনার এই কার্যক্রম দেখে আমারই আফসোস লাগছে। যাই হোক আপনি এই ফোরামের সাথে লেগে থাকেন কাজ করেন, পাশাপাশি ট্রেড করেন এবং এখান থেকে ফরেক্সের যাবতীয় সকল জ্ঞান আহরণ করার চেষ্টা করে যান। তবে কখনই ধৈর্যহারা হবেন না, তানাহলে সফলতা পাওয়া মুশকিল হয়ে দাঁড়াবে।

Mas26
2024-04-25, 01:53 PM
ভাই ঘটনা হচ্ছে ফরেক্স শেখার জন্য আপনি যদি আগেই কাউকে কোন ধরনের টাকা দেন এটা আমি বলব একেবারে বোকামীর পরিচয়। কারন আপনি আগে ভালভাবে জানেন যে ফরেক্সটা আসলে কোন টাইপের বিজনেজ। এখানে কিভাবে বিনিয়োগ করে কাজ করতে পারি বা কিকি লাগতে পারে এই ব্যবসাটাকে প্রপারলী করতে গেলে কারো সহযোগিতার প্রয়োজন আছে কিনা অথবা লাগবে কিনা আপনার এ সবকিছু বিবেচনা করে তারপর আপনাকে মাঠে নামতে হবে এটাই হল ফরেক্স ব্যবসা। তানা করে আপনি অন্য জায়গায় ইনভেস্ট করে বসে আছেন। আপনার এই কার্যক্রম দেখে আমারই আফসোস লাগছে। যাই হোক আপনি এই ফোরামের সাথে লেগে থাকেন কাজ করেন, পাশাপাশি ট্রেড করেন এবং এখান থেকে ফরেক্সের যাবতীয় সকল জ্ঞান আহরণ করার চেষ্টা করে যান। তবে কখনই ধৈর্যহারা হবেন না, তানাহলে সফলতা পাওয়া মুশকিল হয়ে দাঁড়াবে।