PDA

View Full Version : স্ট্রাটেজি!



maziz6989
2017-07-01, 06:02 PM
ফোরামে এমন কোন ভাই ভ্রাদার আছেন *যিনি কম পক্ষে গত এক বছর ধরে নিজের স্ট্রাটেজিতে কনস্টেন্ট প্রফিট করছেন, তাকলে একটু আমাদের আপনার স্ট্রাটেজির সিক্রেটটা একটু বলেন যাতে আমরাও আশান্বিত হতে পারি। আমি গত তিন/চার বছর থেকে লস করতে করতে হাপিয়ে উঠেছি। আর পারছি না সত্যিই। এবার মনে হয় - হয় মার্কেট কে বিদায় জানাব নতুবা শিখার মত করে শিখব।
সবাইকে আগাম ধন্যবাদ।:tie:

new man
2017-07-06, 12:24 PM
অনেকে অনেক প্রকার স্ট্রাটেজি করে ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকে । আমি মনে করি অনেক প্রকার স্ট্রাটেজি দরকার আর তা হল টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ভাল ভাল ইন্ডিকেটর, ও বড় এমাউন্ট ইনভেষ্ট । অনেকে এই ছাড়া ও অনেক প্রকার স্ট্রাটেজি করে থাকে ।

MoinFX
2017-07-06, 01:06 PM
ফরেক্স মার্কেটে কাজ করতে হলে আপনাকে একটা নিয়ম মেনে ট্রেড করতে হবে তাহলে ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবেন।তারজন্য আপনাকে একটা স্ট্রেটেজি তৈরি করতে হবে।তাহলে এইজগতে আপনি সফলতার সাথে ট্রেড করতে পারবেন।

Mahidul84
2017-07-06, 06:45 PM
আপনি যদি এই মার্কেটে দীর্ঘ সময় টিকে থাকতে চান তাহলে আপনাকে অবশ্যই ফরেক্স মার্কেট এর নিয়ম মেনে চলতে হবে নতুবা আপনি আপনার ব্যবসার সমুদয় মূলধন হারাতে পারেন। তার জন্য আপনাকে অবশ্যই একটা নিয়ম বা স্ট্যাটেজি তৈরি করতে হবে। এতে করে আপনি আপনার ব্যবসায় সফলতা খুব সহজেই অর্জন করতে পারবেন।

maziz6989
2017-07-07, 09:06 AM
অনেকে অনেক প্রকার স্ট্রাটেজি করে ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকে । আমি মনে করি অনেক প্রকার স্ট্রাটেজি দরকার আর তা হল টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ভাল ভাল ইন্ডিকেটর, ও বড় এমাউন্ট ইনভেষ্ট । অনেকে এই ছাড়া ও অনেক প্রকার স্ট্রাটেজি করে থাকে ।

ভাই দেখছি নতুন মেম্বার। ভাল উদ্যোগ। কিন্তু কোন মন্তব্য করার আগে পড়ে নেওয়াটা কি উচিত নয়? আমি জানতে চাইলাম কারো কোন ভাল স্ট্রাটেজি আর আপনি আমারে শিখালেন টেকনিক্যাল, ফান্ডা, প্রাইস একশান, মানি ম্যানেজমেন্ট,ট্রেড ম্যানেজমেন্ট , রিক্স ম্যানেজমেন্ট, ইন্ডিকেটর আর বড় বড় এমাউন্ট। কিছু মনে করবেন না - আমার থ্রেড এর সাথে কি আপনার এত সুন্দর রিপ্লাই টা কি খাপ খায় একটু চিন্তা করে দেখবেন। রিপ্লাই করার জন্য ধন্যবাদ।

riponinsta
2017-10-26, 01:05 PM
ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে একটা ট্রেডিং সিস্টেম থাকা জরুরী আপনি ফরেক্স মার্কেট এ ডিপোজিট করার আগে ভাববেন আমি কোন ট্রেডিং সিস্টেম এ ডিপোজিট করছি আর আমি সেই ট্রেডিং সিস্টেম এ লাভ করতে পারবো কি পরিমান আপনি যদি এই ভাবে ভেবে ট্রেড করেন তা হলে আপনি ফরেক্স মার্কেট এ অনেক অনেক ডলার লাভ করতে পারবেন

Mahidul84
2017-10-26, 06:50 PM
আসলে স্ট্যাটেজি হচ্ছে ফরেক্স মার্কেটে আপনার অভিজ্ঞতা দিয়ে যদি নতুন কোন কৌশল তৈরি করে সফলতা অর্জন করা। তাই আমি মনে করি ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আগে আপনাকে অবশ্যই কোন না কোন স্ট্যাটেজি ব্যবহার করতে হবে। এবং সেই সিস্টেম তৈরি করার জন্য আপনাকে প্রচুর পরিমাণে ফরেক্স মার্কেট সম্পর্কে পড়াশোনা করতে হবে স্ট্যাটেজির উপর। তবে আপনি নতুন ভাবে তৈরি করতে পারবেন আপনার নিজের স্ট্যাটেজি এবং আমার বিশ্বাস আপনার নিজের তৈরি কৌশল এর উপর একসময় অবশ্যই লাভবান হতে পারবেন।

iloveyou
2018-02-10, 08:37 PM
ফরেক্স মার্কেটে স্ট্রাটিজি বলতে একটা পদ্ধতিকে বোঝায়। এখন যারা মনে করেন এই অনেকদিন ধরে ট্রেড করছেন, তো ট্রেড করার জন্য এখানে সিগনাল হিসেবে অনেক ইন্ডিকেটর বা মুভিং এভারেজ আপনি এখানে টুলস গুলো থেকে আপনার পছন্দ অনুযায়ী একটা দুইটা করে অনেকে দেখবেন যে আরও বেশি পরিমাণে ব্যবহার করে ট্রেড করে থাকেন, অর্থাৎ* এখান থেকে সবকিছু নিয়ে নিজের একটা সিস্টেম বানানো আরকি এটাকেই এখানে স্ট্রাটিজি বলা হয়।

Mamun13
2018-03-31, 11:24 PM
ফোরামে আমরা যারা সদস্য রয়েছি তারা যদি ফরেক্স মার্কেটে নিয়মিত কমপক্ষে এক বছর প্রফিট করতে পারতাম তাহলে অবশ্যই প্রফেশনাল ট্রেডার রূপে প্রতিষ্ঠিত হয়ে যেতাম৷ আমার মনে হয় না ফোরামে এখন এই মুহূর্তে এমন কোন ট্রেডার আছেন যিনি গত এক বছর নিয়মিত প্রফিট করেছেন৷আমরা কমবেশি সবাই লুজার হয়েই ফোরামে আসি এবং বিভিন্ন বিষয় নিয়ে লেখাপড়া করে কিছু কিছু ভুল-ত্রুটি সংশোধন সহ অনেক অভিজ্ঞতা অর্জন করে থাকি৷আর পাশাপাশি প্রতিমাসেই বেশকিছু পুঁজি পেয়ে থাকি৷যদি আমি বা আমরা অন্য কেউ নিয়মিত প্রফিট করতে পারতাম তাহলে হয়তো ফোরামে আসার তেমন একটা প্রয়োজন বোধ করতাম না-এটা 100% সত্য কথা৷আমাদের স্ট্রাটিজি গুলো এখনও এত মজবুত হয় নাই বিধায় আমরা এখনো কমবেশি লসই করছি৷লস করতে করতে আমরা সবাই আপনার মতই হাঁপিয়ে উঠেছি৷

samun
2022-06-19, 03:49 PM
ফরেক্স মার্কেটে একজন ট্রেডারের সর্বপ্রথম দক্ষতা হল তার নিজস্ব ট্রেডিং স্ট্রাটেজি। ট্রেডিং স্ট্রাটেজি হলো একজন দক্ষ ট্রেডারের মূল হাতিয়ার এই ট্রেডিং স্ট্রাটেজি এর মাধ্যমে একজন ট্রেডার খুব সহজেই মার্কেটের মুভি এনালাইসিস দক্ষতার সাথে করতে পারে। যা তাকে ট্রেডিং এর ক্ষেত্রে খুবই সহায়তা প্রদান করে থাকে। ট্রেডিং স্ট্রাটেজির দ্বারা একজন ট্রেডার তার মূল লক্ষ্যে পৌঁছাতে পারে। মার্কেটের মুভমেন্ট মার্কেট এর আকৃতি মার্কেটের চার্ট প্যাটার্ন এবং মার্কেটের টাইমিং এনালাইসিস এর সকল কিছুর সমন্বয়ে একটি সুনির্দিষ্ট স্ট্রেটেজি তৈরি করে একজন ট্রেডার দক্ষতার সাথে ট্রেড করতে পারে।

Mas26
2024-04-14, 01:07 PM
ফোরামে আমরা যারা সদস্য রয়েছি তারা যদি ফরেক্স মার্কেটে নিয়মিত কমপক্ষে এক বছর প্রফিট করতে পারতাম তাহলে অবশ্যই প্রফেশনাল ট্রেডার রূপে প্রতিষ্ঠিত হয়ে যেতাম৷ আমার মনে হয় না ফোরামে এখন এই মুহূর্তে এমন কোন ট্রেডার আছেন যিনি গত এক বছর নিয়মিত প্রফিট করেছেন৷আমরা কমবেশি সবাই লুজার হয়েই ফোরামে আসি এবং বিভিন্ন বিষয় নিয়ে লেখাপড়া করে কিছু কিছু ভুল-ত্রুটি সংশোধন সহ অনেক অভিজ্ঞতা অর্জন করে থাকি৷আর পাশাপাশি প্রতিমাসেই বেশকিছু পুঁজি পেয়ে থাকি৷যদি আমি বা আমরা অন্য কেউ নিয়মিত প্রফিট করতে পারতাম তাহলে হয়তো ফোরামে আসার তেমন একটা প্রয়োজন বোধ করতাম না-এটা 100% সত্য কথা৷আমাদের স্ট্রাটিজি গুলো এখনও এত মজবুত হয় নাই বিধায় আমরা এখনো কমবেশি লসই করছি৷লস করতে করতে আমরা সবাই আপনার মতই হাঁপিয়ে উঠেছি৷

Mas26
2024-04-25, 01:50 PM
ফোরামে আমরা যারা সদস্য রয়েছি তারা যদি ফরেক্স মার্কেটে নিয়মিত কমপক্ষে এক বছর প্রফিট করতে পারতাম তাহলে অবশ্যই প্রফেশনাল ট্রেডার রূপে প্রতিষ্ঠিত হয়ে যেতাম৷ আমার মনে হয় না ফোরামে এখন এই মুহূর্তে এমন কোন ট্রেডার আছেন যিনি গত এক বছর নিয়মিত প্রফিট করেছেন৷আমরা কমবেশি সবাই লুজার হয়েই ফোরামে আসি এবং বিভিন্ন বিষয় নিয়ে লেখাপড়া করে কিছু কিছু ভুল-ত্রুটি সংশোধন সহ অনেক অভিজ্ঞতা অর্জন করে থাকি৷আর পাশাপাশি প্রতিমাসেই বেশকিছু পুঁজি পেয়ে থাকি৷যদি আমি বা আমরা অন্য কেউ নিয়মিত প্রফিট করতে পারতাম তাহলে হয়তো ফোরামে আসার তেমন একটা প্রয়োজন বোধ করতাম না-এটা 100% সত্য কথা৷আমাদের স্ট্রাটিজি গুলো এখনও এত মজবুত হয় নাই বিধায় আমরা এখনো কমবেশি লসই করছি৷লস করতে করতে আমরা সবাই আপনার মতই হাঁপিয়ে উঠেছি৷