PDA

View Full Version : ব্যবসা না ক্রাস!



maziz6989
2017-07-07, 04:33 PM
আমরা অনেকেই ফরেক্স কে নিজের ক্রাস বানিয়ে ফেলি। এমন ও হয় বা* রুমে বসেও আমরা চার্ট দেখি। এটা এক পর্যায়ে চরম ক্ষতির কারণ হয়ে দাড়ায়। ঘুমের ঘোরেও হাজার হাজার ডলার এবং চার্ট দেখি। এটা কোন ভাল কিছু নয়। এটাকে স্রেফ ব্যবসা হিসেবে দেখতে এবং ব্যবহার করতে শিখুন নতুবা আপনার পরিণতি খুবই খারাপ হতে পারে। মনে রাখবেন প্রফেশনালিজম অনেক বড় বিষয়। আপনাকে তা ভাল ভাবে মেইনটেইন করতেই হবে। নতুবা সফলতা পরের কথা, আপনাকে খুজেও পাওয়া যাবে না। সবাইকে ধন্যবাদ।

new man
2017-07-08, 02:24 PM
ফরেক্স ব্যবসা করতে হলে অনেক প্রয়াকার এনালাইসিস করে তাই করতে হয় । যারা এই এনালাইসিস করে ফরেক্স করে তাদের জন্য ফরেক্স ব্যবসা খুব ভাল আর যারা এনানালসিস না করে ফরেক্স ব্যবসা করে তাদের ফন্য ফরেক্স ক্রাস । ফরেক্স আমার জন্য ভাল ব্যবসা নয় ক্রাস । তবে অনেকের জন্য ফরেক্স ব্যবসা ক্রাস ।

01797733223
2018-01-10, 01:17 PM
ভাই এখানে ফরেক্স মার্কেটকে নিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে হবে না। এখানে সফলতা পাবার জন্যে আপনাকে প্রচুর জ্ঞান অর্জন করতে হবে, পরিশ্রম ছাড়া কোন মানুষ সফলতার দুয়ারে পৌঁছাতে পারবেনা। তাকে এই ফরেক্স মার্কেটে হাঁটু হাঁটু, পা পা করে অর্থাৎ* একটু একটু করে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের ফাঁকে দিয়ে ডেমোতেও তার অনুশীলন চালিয়ে যেতে হবে, তারপর সে তার লক্ষ অর্জনে সামনে অগ্রসর হবে। সুতরাং না বুঝে শুনে কাজ করলে সবকিছু ক্রাস বানিয়ে ফেলবেন।

expkhaled
2018-01-10, 05:58 PM
ফরেক্স কে নিয়ে স্বপ্ন দেখতে নেই যদি কেউ স্বপ্ন দেখেনে তাহলে চরম সতত্যার সাথে যুদ্ধ করতে হবে। বাস্তবে ফরেক্স অত্যান্ত কঠিন এবং জটিল সুতরাং এটার ব্যপারে কেউ যদি ডিসিশন নিয়ে থাকেন যে, লাভবান হবেন তাহলে এটা প্রতিদিন একটু একটু করে দেখতে হবে এবং শিখতে হবে । অনেক কিছু একবারে দেখা যাবে না তাহলেই সমস্যা। আমাদের অত্যান্ত বাস্তববাদী হতে হবে ফরেক্স এ। জানার শেষ নেই এ পেশায় তাই সবসময় জানার চেষ্টা করতে হবে।

Mamun13
2018-01-17, 12:04 AM
ফরেক্স আন্তর্জাতিক বিশ্বব্যাপী মূদ্রা বাজার যেখানে প্রতিদিনই ৫ ট্রিলিয়ন usd লেনদেন হচ্ছে৷এটা তো কোনো স্বপ্ন দেখার বিষয় নয়৷এখানে সময় দিয়ে দিয়ে একটু একটু করে শিখতে হয়,কৌশলগুলো আয়ত্ব করতে হয়৷স্বপ্নে আমরা অনেকেই কলা খাই,মাছ ধরি,হাওয়ায় ভেসে বেড়াই...আর ফরেক্স মার্কেটে প্রফিটেবল ট্রেড করতে হলে কঠিন বাস্তববাদী হতে হবে৷এখানে নগদ ডলারের ব্যাবসা !!! একটু ভূল হলে কোনোও ওঁঝা নাই...লস দিতে বাধ্য৷

iloveyou
2018-09-18, 02:49 PM
ভাই প্রথমত বলবে যে কোন ব্যবসাকে অত্যন্ত্য সিরিয়াসলীভাবে নিতে। ব্যবাসকে ব্যবসার দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। এবং একটা কথা সমসময় মনে রাখতে হবে যে এখানে আপনাকে কারও সহানভূতি কিংবা কারও কাছ থেকে কোন প্রকার ফিডবেকের আশাও করতে পারবেন না। কারন এই ব্যবসাটাই হলো এরকম, তাই এখানে আপনাকে সর্বাধিক সতর্কতার মাধ্যমে হিসাব নিকাশ করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জন করতে হবে।