PDA

View Full Version : আসুন,ফরেক্স ট্রেড নিজে শিখি ও অন্যদেরও শিõ



Mamun13
2017-07-15, 11:55 AM
আসুন ফোরামে আমরা সবাই নিয়মিত স্টাডি করে করে ট্রেডিং কৌশলগুলো a-z আয়্ত্ব করি৷ফরেক্স স্টাডির জন্য অবশ্য্ই ফোরামে লেখাপড়া করে খুটিনাটি সব বিষয় শিখতে হবে ৷আমাদের ফোরামে পোষ্টিং বাবদ এখন থেকে ৩০ সেন্ট দেওয়া হবে ! মাসে ২৫০ ডলার ! দারুন সংবাদ পেলাম৷আরেকটা দারুন সংবাদ হলো সদস্যদের উপস্হিতির উপর ও ভালো পোষ্টিংয়ের জন্য বোনাস বা প্রাইজমানি !!এতে আমাদের সকলের পোষ্টিং বাবদ বোনাস দিয়ে একটা ভালো পুজিঁ পাওয়া যাবে যেন পকেটের টাকা দিয়ে ট্রেড করার প্রয়োজন না পড়ে৷দারুন সহযোগিতা !! অবশ্যই এই পুজিঁকে কাজে লাগাতে হবে৷বোনাস ডলার দিয়ে রিয়েল একাউন্টে ট্রেড করার জন্য সুযোগ করে দেয়ার ফলে আমরা অবশ্যই কৃতজ্ঞ থাকবো ৷ফোরামের নিয়ম ও শৃঙ্খলার প্রতি সকলেরই আন্তরিক ও শ্রদ্ধাশীল থাকা বান্হনীয়৷

Momen
2017-07-24, 08:28 AM
ফরেক্স এ ট্রেড নিজে শিখে অন্যদের শেখানোর মাঝে একটা আনন্দ কাজ করে। তাছাড়াও এর মাধ্যমে আপনি নিজের কৌশলকে আরো একবার যাচাই করে নিতে পারছে। অন্যকে শেখানোর মাঝে বার বার আপনি ফরেক্স মার্কেট এর সমস্ত ডাটা সম্পর্কে ধারনা পাচ্ছে। এতে যেমন আপনার লাভ হচ্ছে, সেই সাথে যাকে শিখাচ্ছেন সেও ফরেক্স মার্কেট এর প্রতি মনোবল ব্যক্ত করতে পারবে এবং মার্কেট এর উপর ভরসা রেখে নিজের জীবনকে স্বাচ্ছন্ধময় করে তুলতে সক্ষম হবে।