Log in

View Full Version : স্টপ লস ছাড়া ট্রেড কি নিরাপদ ?



Pages : 1 [2]

DIGITALBABU2020
2020-03-27, 11:20 PM
স্টপ লস ছাড়া ট্রেড নিরাপদ নয়। কারণ ফরেক্স খুবই ঝুঁকিপূর্ণ ব্যবসা। সব সময় এলাইসিস অনুযায়ী মার্কেটের মুভমেন্ট বোঝা যায় না। কিছু কিছু সময় মার্কেট আপন গতিতে ওঠা-নামা করে। তাই ঝুঁকি না নিয়ে টেক প্রফিট এর পাশাপাশি স্টপ লস ব্যবহার করা উচিত। মার্কেট যদি বেশি বিপরীতে চলে যায় এবং আপনি যদি স্টপ লস ব্যবহার করেন তাহলে অল্প লসে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে। অন্তত ব্যালেন্সটা আপনার শূন্য হচ্ছে না। পরবর্তীতে আপনি সেটা রিকভারি করে নিতে পারবেন। কিন্তু আপনার ব্যালেন্স যদি একবার শূন্য হয়ে যায় তাহলে সেটা রিকভারি করা খুবই পেইনফুল। তাই ঝুঁকি না নিয়ে স্টপ লস ব্যবহার করা উচিত।

Mdsofizuddin
2020-03-27, 11:35 PM
ফরেক্স মার্কেট স্টপ লস অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়।আমাদেরকে সবসময় কম্পিউটার এর সামনে বসে থাকা সম্ভব হয় না।আমরা যদি ফরেক্স মার্কেট ট্রেড করার পরে স্টপলস এবং টেকপ্রফিট ব্যবহার করি তাহলে তার নির্দিষ্ট যায়গায় গিয়ে ক্লোজ হয়ে যাবে।স্টপ লস আমাদের একাউন্ট কে টিকে থাকতে সহায়তা করে অনেক সময় নিউজ এর কারনে মার্কেট অনেক বেশি মুভ করে থাকে এতে করে আমরা অনেক বেশি টাকা লসের মুখে পড়ে থাকি তাই আমাদের অবশ্যই স্টপলস ব্যবহার করা উচিত বলে আমার মনে হয়।

Lubna1212
2020-03-27, 11:42 PM
আমি উল্লেখ করব যে এক্সচেঞ্জ খোলার পরে আপনি যখন বাজারে ধারাবাহিকভাবে বসে থাকেন সেই মুহুর্তে আপনি যে বাজারে নেই সে ক্ষেত্রে সুরক্ষা আশ্রয় দেওয়া হয় না। যেহেতু ফরেক্স বিজ্ঞাপনে প্রচুর বিকাশ ঘটে, আপনি যদি বাজারে না থাকেন এমন ইভেন্টে, আপনি যে বাজারে উপস্থিত না হন, সেই সুযোগে আপনি একটি দুর্দান্ত দুর্ভাগ্যজনক ঘটনা তৈরি করতে পারেন। কোনও দুর্ভাগ্য না খাওয়ার চেষ্টা করুন এবং আপনার রেকর্ড নিষ্পত্তি না করা ইভেন্টটি শূন্য হতে পারে। সুতরাং আপনি যে দুর্ঘটনা থামিয়ে দিয়েছেন, আপনার বিনিময়টি আশ্রয় পাবে।

KF84
2020-04-28, 10:35 PM
স্টপ লস হলো ট্রেড করার পর একটা মার্জিন নেওয়া যার মাধ্যমে ট্রেডার ট্রেড করার পর কাছে না থাকলেও একটা নিদির্ষ্ট সময় পর সেই ট্রেড বন্ধ হয়ে যায় । এতে ট্রেডারের সব সময় কাছে থাকা লাগে না । স্টপ লস ব্যবহার করে ট্রেড করা হলে অনেক সুবিধা হয় । ফরেক্স মার্কেট সব সময় পরিবর্তন হয় , তাই অনাকাংক্ষিত লসের হাত থেকে ট্রেড ও একাউন্ট বাচানোর জন্য স্টপ লস ব্যবহার করা ভাল । আর স্টপ লস মানি ম্যনেজমেন্টের একটি অংশ ।

Rokibul7
2020-04-28, 10:58 PM
ফরেক্স মাকেট এর সকল টেডাররাই স্টপ লস সম্পকে ধারনা আছে।তবপ ধারনা থাকলে কি হবে সবাই স্টপ লস ব্যাবহার করে না।স্টপ লস ব্যাবহারে আমরা আমাদের একাউন্টটিকে জিরো হওয়া থেকে রক্ষা৷ করতে পারি বা অনাকাঙ্ক্ষিত লস ঠেকাতে পারি।কিন্তু সকল দক্ষ টেডাররা স্পট লস টিপি ব্যাবহার করে টেড পরিচালনা করে থাকে

SR12
2020-04-28, 11:51 PM
যদি ক্যাপিটাল অনেক বেশি থাকে এবং অল্প রিস্ক নিয়ে ট্রেড করা হয় সেক্ষেত্রে স্টপলস ব্যাবহার না করলেও চলে। কিন্তু ছোট ক্যাপিটাল নিয়ে ট্রেড করলে আর স্টপলস ব্যাবহার না করলে সেক্ষেত্রে একাউন্ট জিরো হয়ে যাওয়ার আশন্কা থাকে।

rakib.r
2020-04-28, 11:53 PM
স্টপ লস দিলে আপনার হয়তো ২/৪ ডলার ই লস হবে কিন্তু আপনাকে অনেক বড় এমাউন্ট লস করা থেকে তো বাঁচাবে । আমি একবার একটা ট্রেডে স্টপ লস দিতে ভুলে গিয়েছিলাম যার জন্য আমার ১৪০ ডলার লস হয়ে গিয়েছিলো। আমি যদি স্টপ লস দিতাম আমার বড়জোর ৫ ডলার ই স্টপ লসে চলে যেতো কিন্তু বাকি ১৩৫ ডলার আমার বেচে যেতো। তাই আমি বলবো স্টপ লস ইউজ করুন। সামান্য লস হলেও অনেক বড় কিছু থেকে বাচতে পারবেন

KGF3010
2020-05-04, 10:15 PM
ফরেক্স ট্রেড করতে হলে একজন সুদক্ষ ট্রেডার হতে হলে আপনাকে ট্রেড নিয়ে প্রথমেই ট্রেডের স্টপ লস এবং টেইক প্রফিট ব্যবহার করতে হবে।নাহলে যে কোন সময় আপনার ট্রেডের বড় ধরনের ক্ষতি হতে পারে। তাই আমিও স্টপ লস এবং টেইক প্রফিট ব্যবহার করি। এছাড়া যারা নতুন তারা যেন অবশ্যই স্টপ - লস ও টেক প্রফিত ব্যবহার করে ।

Rion83
2020-05-04, 10:23 PM
সকল ট্রেড এর ক্ষেত্রেই স্টপ লস ব্যাবহার করে থাকি কারন স্টপ লস আমাদের একাউন্ট এ নিরাপত্তার জন্য অনেক ঝুকি কমিয়ে দিতে সাহায্য করে থাকে আমরা চাইলেই যে কেউ পারি আমাদের টার্মিনাল এ স্টপ লস ও টেক প্রফিট এর ব্যাবহার করতে কারন এর মাধ্যমে যে কোন ধরনের মার্কেট এর বড় রকম এর মুভমেন্ট এর সময় আমাদের একাউন্ট সব সময় নিরাপদ থেকে যায়।

Fardin02
2020-05-04, 10:30 PM
স্টপ লস ছাড়া ট্রেড করা কখনই নিরাপদ হতে পারে না । স্টপ লস ছাড়া ট্রেড করলে অনেক বড় ধরনের লস হবার সম্ভাবনা থাকে । বিশেষ করে নিউজ এর প্রভাবে মার্কেট যখন মুভ করে তখন মার্কেট কয়েকশ পিপস পর্যন্ত মুভ করে । তখন যদি আমাদের ট্রেড এ স্টপ লস দেয়া না থাকে তাহলে
মুহুর্তেই আমাদের একাউন্ট জিরো হয়ে যেতে পারে ।

HASIBURRAHMAN
2020-05-04, 11:06 PM
স্টপ লস অপশনটি খুবই কার্যকরী একটি অপশন। এর মাধ্যমে অবশ্যই একটু সচেতন থাকলে বড় লস এর হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব।

FATEMAKHATUN
2020-05-05, 10:56 AM
স্টপ লস অপশনটি খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। এর মাধ্যমে বড় লস এর হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব।

TJWORLD777
2020-05-05, 12:40 PM
আসলে এটা নির্ভর করে আপনার ট্রেডিং করার উপর আপনি যদি ফরেক্স ট্রেডিং এ ভালো দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার হয়ে থাকেন এবং মানি ম্যানেজমেন্ট ও নিউজ অনুযায়ী ট্রেড করতে পারেন তাহলে স্টপ লস ব্যবহার না করলেও হবে এতে ট্রেডিং এর কোনো ঝুঁকি থাকে না। অপরদিকে আপনি যদি ফরেক্স ট্রেডিংয়ে অদক্ষ ও অনভিজ্ঞ হয়ে থাকেন তাহলে অবশ্যই স্টপ লস ব্যবহার করে ট্রেড করা উচিত । এবং মানি ম্যানেজমেন্ট ও নিউজ অনুসারে ট্রেড করা উচিত । ধন্যবাদ

DEARMUM100
2020-05-05, 01:04 PM
ফরেক্স মার্কেট এর ট্রেডিং প্ল্যাটফর্ম এর সব থেকে ২ টি গুরুত্বপূর্ণ টুলস হয়ছে স্টপ লস এবং টেক প্রফিট।,এই স্টপ লস এবং টেক প্রফিট এর উপকারীতা অনেক,ফরেক্স মার্কেট এর ট্রেডিং প্ল্যাটফর্ম এ আপনি সব সময় বসে থাকতে পারবেন না,তাই কোন এন্ট্রি এর সাথে আপনি যদি স্টপ লস এবং টেক প্রফিট সেট করে দেন তাহলে চিন্তামুক্ত থাকবেন এবং অটোমেটিক সব কাজ হয়ে যাবে।আর স্টপলস সেট নিরাপদে আপনি ট্রেডিং করতে পারবেন। আপনার মূলধন যদি কম তবে স্টপ লস ব্যবহার করা ভালো।আর যদি মূলধন বেশী হয় তবে স্টপ লস ছাড়াও ট্রেডিং করা যায়।তবে আমি মনে করি স্টপ লস ছাড়া ট্রেডিং করা নিরাপদ নয়।এতে লস হওয়ার সম্ভবনা বেশী থাকে।ট্রেডকে নিরাপদে রাখার জন্য স্টপ লসের বিকল্প কিছু নাই

sanjida
2020-05-06, 04:08 PM
স্টপ লস আসলে আমাদের জন্য অনেক বেশি উপকারি। স্টপ লসের জন্য হয়তো আমাদের সামান্য পরিমান কিছু লস হয়ে থাকতে পারে কিন্তু স্টপ লস না দেওয়ার কারনে আমাদের অনেক বেশি লস হয়ে যায় অনেক সময়। অনেক সময় একাউন্টের সব টাকাও চলে যেতে পারে। তাই স্টপ লস ইউজ করুন আর সাবধানে ট্রেড করুন

sanjida
2020-05-06, 04:13 PM
স্টপ লস আমাদের জন্য অনেক বেশি উপকারি। স্টপ লস যদি আমরা ব্যাবহার করি তাহলে আমাদের স্মান্য পরিমান লস হবে কিন্তু আমরা অনেক বড় লস থেকে বাচতে পারবো । অনেকের এমন ও হয়েছে যে পুরো ব্যালেন্স চলে গিয়েছে স্টপ লস ইউজ না করার জন্য। তাই আমাদের স্টপ লস ইউজ করতে হবে আর সাবধানে ট্রেড করতে হবে

Dibakar Biswas
2020-05-08, 12:57 PM
স্টপলসই পারে আমাদের লসের মধ্যেও ব্যালেন্স টিকিয়ে রাখতে। এ্যাকাউন্টকে জিরোর হাত থেকে রক্ষা করতে । স্টপলস বিহীন একটা ট্রেডই পারে আপনার ব্যালেন্স জিরো করে দিতে । তাই শুধু মাত্র লস কম করার জন্যই নয় বরং এ্যাকাউন্টকে জিরোর হাত থেকে সেফ রাখার জন্য ও আমাদের স্টপলস ব্যবহার করা উচিত। আপনি যদি স্টপলস ব্যবহার করে ট্রেড করেন তবে আপনি ফরেক্সে সফল হবেনই । এটা আমার মতামত।

Ross
2020-05-08, 01:14 PM
আমার সকল ট্রেড এর ক্ষেত্রেই স্টপ লস ব্যাবহার করে থাকি কারন স্টপ লস আমাদের একাউন্ট এ নিরাপত্তার জন্য অনেক ঝুকি কমিয়ে দিতে সাহায্য করে থাকে আমরা চাইলেই যে কেউ পারি আমাদের টার্মিনাল এ স্টপ লস ও টেক প্রফিট এর ব্যাবহার করতে কারন এর মাধ্যম ,

zakia
2020-06-15, 08:09 PM
ফরেক্স মাকেটে করার আগে স্টপ লস এর উপকারিতা কি তা জানা দরকার আপনি যদি স্টপ লস সেট করে দেন তবে আপনি ফরেক্স থেকে অনেকটা নিরাপদ থাকবেন | ফরেক্স থেকে লস করা অনেক সহজ আপনি যদি স্টপ লস সেট করে রাখেন তবে আপনি লস কম করবেন আবার লাভ করার জন্য ট্রেড করতে পারবেন স্টপ লস ছারা ট্রেড করা নিরাপদ না | তাই দি আপনি আপনার মূলধন নিরাপধ রাখতে চান তাহলে আপনি অবশ্যই আপনাকে স্টপ লস ব্যবহার জানতে হবে , এটা নিয়ে কোন সন্দেহ নাই ।

Pavel66
2020-06-15, 08:29 PM
আমি বলবে যে যদি আপনি ট্রেড ওপের করার পর সবসময় মার্কেটে থাকেন তাহলে নিরাপন আর যদি আপনি মার্কেটে না থাকেন তাহলে নিরাপদ না। কারন ফরেক্স মের্কেটে মুভমেন্ট প্রচুর হয়ে থাকে তাই আপনি যদি মার্কেটে না থাকেন তা হলে আপনি মার্কেট যদি আপনার বিপরিতে যায় তাহলে আপনি বিরাট লস ক্ষেত্রে পারেন।লস এর মাধ্যমে অনেক কিছু শিখার আছে।

Pavel66
2020-06-15, 08:30 PM
স্টপ লস আমাদের জন্য অনেক বেশি উপকারি। স্টপ লস যদি আমরা ব্যাবহার করি তাহলে আমাদের স্মান্য পরিমান লস হবে কিন্তু আমরা অনেক বড় লস থেকে বাচতে পারবো । অনেকের এমন ও হয়েছে যে পুরো ব্যালেন্স চলে গিয়েছে স্টপ লস ইউজ না করার জন্য। তাই আমাদের স্টপ লস ইউজ করতে হবে আর সাবধানে ট্রেড করতে হবে

Shole33
2020-06-15, 08:30 PM
স্টপ লস ব্যবহার করে ট্রেড দিলে ট্রেড অনেক বেশি নিরাপদ হয় ৤ অর্থ্যৎ ট্রেডের ঝুঁকি অনেক কমে যায় এবং মূল ব্যালেন্সের নিরাপত্তা অনেকোংশে বৃদ্ধি করে ৤ তাই ট্রেড ওপের করার সময় খেয়াল রাখতে হবে যাতে করে স্টপ লস দেয়া থাকে ৤ কারণ আমরা সবাই জানি যে ফরেক্স মার্কেটের আচার প্রতিনিয়ত পরিবর্তনশীল ৤ তাই কোন কোন সময় এমন হতে পারে যে মার্কেট অনেক বেশি প্রতিকূলে চলে যায় এত যদি আমাদের ট্রেড ওপেন করা থাকে তবে আমরা মারাত্নকভাবে ক্ষতিগ্রস্থ হই ৤তাই যদি আপনার একাউন্ট ১০ কে বা ৫০ কে হয় এবং আপনি ছোট লটে ট্রেড করতে পারেন তবে স্টপলস ব্যবহার না করলেও চলবে।তাই যদি আপনার একাউন্ট ১০ কে বা ৫০ কে হয় এবং আপনি ছোট লটে ট্রেড করতে পারেন তবে স্টপলস ব্যবহার না করলেও চলবে।

milu
2020-06-15, 08:48 PM
ফরেক্স মার্কেটে স্টপ লস এবং টেক প্রফিট একটি গুরুত্বপূর্ণ বিষয় । স্টপ লস ব্যবহারের মাধ্যমে আপনি আপনার একাউন্ট ব্যালেন্স শূন্য হওয়া থেকে বিরত রাখতে পারেন । অভিজ্ঞ ট্রেডাররা সব সময় স্টপ লস ব্যবহার করে ট্রেড করে থাকে । আমাদের মত ক্ষুদ্র ট্রেডাররা স্টপ লস ব্যবহার না করলে ব্যালেন্স শূন্য হতে সময় লাগবে না । আর আমাদের একাউন্ট জিরো হওয়ার প্রধান কারনই হলো স্টপলস ব্যবহার না করা। সুতরাং যদি ট্রেডিং এ বেশীদিন টিকে থাকতে হয় তাহলে স্টপলস অবশ্যই ব্যবহার করা উচিত।

muslima
2020-06-19, 03:14 AM
যেকোনো সময় মার্কেটের বড় ধরনের পরিবর্তন হলে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স শূন্য হয়ে যেতে পারে। আর এই ধরনের ঝুকিকে পুরোপুরি ভাবে পরিহার করতে হলে ট্রেড ওপেন করার পর অবশ্যই স্টপ লস ব্যবহার করে ঝুকিকে অনেকাংশে হ্রাস করা সম্ভব। একটা জিনিস মাথায় রাখতে হবে এটা বিশ্ব ব্যাপী চলিত মুদ্রা বিনিময় মার্কেট উঠা নামা করতে পারে যে কোন মূহুর্তে আমরা যদি স্টপ লস ব্যবহার না করি আমাদের বড় ধরনের লস হওয়ার সম্ববনা থেকে যাবে ।

Md.shohag
2020-06-19, 02:58 PM
আমি আমার সকল ট্রেড এর ক্ষেত্রেই স্টপ লস ব্যাবহার করে থাকি কারন স্টপ লস আমাদের একাউন্ট এ নিরাপত্তার জন্য অনেক ঝুকি কমিয়ে দিতে সাহায্য করে থাকে আমরা চাইলেই যে কেউ পারি আমাদের টার্মিনাল এ স্টপ লস ও টেক প্রফিট এর ব্যাবহার করতে কারন এর মাধ্যম ,

FREEDOM
2020-06-19, 03:20 PM
আমি আমার সকল ট্রেড এর ক্ষেত্রেই স্টপ লস ব্যাবহার করে থাকি কারন স্টপ লস আমাদের একাউন্ট এ নিরাপত্তার জন্য অনেক ঝুকি কমিয়ে দিতে সাহায্য করে থাকে আমরা চাইলেই যে কেউ পারি আমাদের টার্মিনাল এ স্টপ লস ও টেক প্রফিট এর ব্যাবহার করতে কারন এর মাধ্যমে যে কোন ধরনের মার্কেট এর বড় রকম এর মুভমেন্ট এর সময় আমাদের একাউন্ট সব সময় নিরাপদ থেকে যায় নির্দিষ্ট অবস্থানে মার্কেট গেলে তা অটো বন্ধ হয়ে যায় তাই এই টুলস এর ব্যাবহার সম্পর্কে আমাদের সকল ট্রেডার এর জানা উচিত ও এর ব্যাবহার করা উচিত ।

স্টপলস ছারা ট্রেড আমার কাছেও রিস্কি মনে হয় তবে সেটা শর্ট ট্রেডারদের ক্ষেত্রে। কারন আপনি যদি লং ট্রেডার হন এবং আপনার মুলধন অনেক বেশি থাকে সেক্ষেত্রে অল্প লটে ট্রেড করলে খুব বেশি রিস্কে পড়তে হবে না। আবার লস পড়লেও মুলধন বেশি থাকার কারনে তা ব্যাকআপ হিসেবে যথেষ্ট হবে। তবে ট্রেডারদের উচিত স্টপলস ব্যাবহার করা বিশেষ করে শর্ট ট্রেডারদের স্টপ লস অবশ্যই ব্যাবহার করা উচিত।

Soh1952
2020-06-19, 03:30 PM
কখনোই না, স্টপ লস ব্যবহার না করে ট্রেটড কটা উচিত নয়।কেননা মার্কেট কখন কোন দিকে চলে যাবে তা বলা যায় না তাই সকল ট্রেডারের উচিত স্টপ লস ব্যবহার করে ট্রেড করা।স্টপলস ব্যবহার করলে একাউন্ট নিরাপদ থাকে। স্টপ লস ব্যবহার না করলে যেকোম সময় একাউন্ট জিরো হয়ে যেতে পারে। তাই আমি সকলকে বলবো স্টপলস ব্যবহার করে ট্রেড করতে।

konok
2020-06-26, 06:27 PM
আমি আমার সকল ট্রেড এর ক্ষেত্রেই স্টপ লস ব্যাবহার করে থাকি । স্টপ লস আমাদের একাউন্ট এ নিরাপত্তার জন্য অনেক ঝুকি কমিয়ে দিতে সাহায্য করে থাকে আমরা চাইলেই যে কেউ পারি আমাদের টার্মিনাল এ স্টপ লস ও টেক প্রফিট এর ব্যাবহার করতে কারন এর মাধ্যম । আপনি যদি স্টপ লস ব্যাবহার না করেন তাহলে আপনার অ্যাকাউন্ট ০০ হওয়ার শম্ববনা খুব বেশি তাই স্টপ লস ব্যাবহার করা খুব প্রয়োজন।

samun
2020-06-26, 06:33 PM
ফরেক্স মার্কেট একটি অনিশ্চয়তার জায়গা। এখানে ট্রেড করে নিশ্চিন্তে থাকা যায় না । কখন কি হয় সে বিষয়গুলো পর্যবেক্ষণ করার জন্য সব সময় মার্কেটে থাকতে হয়। কিন্তু সব সময় মার্কেট দেখা সম্ভব নয় । একাউন্ট ভালো রাখতে এসএল ব্যবহার অপরিহার্য। এসএল ব্যবহার করার ফলে একাউন্ট সুরক্ষিত থাকে। কারণ মার্কেট অধিক নেমে গেলে একাউন্ট শূন্য হয়ে যেতে পারে ফলে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যায় যেন পড়তে না হয় সে জন্য sl ব্যবহার নিশ্চিত করতে হবে।

zakia
2020-07-03, 09:47 AM
স্টপ লস হলো ট্রেড করার পর একটা মার্জিন নেওয়া যার মাধ্যমে ট্রেডার ট্রেড করার পর কাছে না থাকলেও একটা নিদির্ষ্ট সময় পর সেই ট্রেড বন্ধ হয়ে যায় । এতে ট্রেডারের সব সময় কাছে থাকা লাগে না । স্টপ লস ব্যবহার করে ট্রেড করা হলে অনেক সুবিধা হয় । ফরেক্স মার্কেট সব সময় পরিবর্তন হয় , তাই অনাকাংক্ষিত লসের হাত থেকে ট্রেড ও একাউন্ট বাচানোর জন্য স্টপ লস ব্যবহার করা ভাল । এছারা আপনি ভাল ট্রেড কখনই করতে পারবেন নাহ । যদি আপনি আপনার মূলধন নিরাপধ রাখতে চান তাহলে আপনি অবশ্যই আপনাকে স্টপ লস ব্যবহার জানতে হবে , এটা নিয়ে কোন সন্দেহ নাই ।

Romjan1989
2020-07-03, 09:56 AM
ফরেক্স ট্রেডিং ব্যবসায় স্টপ লস কোবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ট্রেডিং করার সময় যদি স্টপ লস ব্যবহার করি তাহলে আমাদের একাউন্টটি অনেক নিরাপদ রাখা যাবে বলে আমার ধারণা। কারণ স্টপ লস যদি ব্যবহার করা না হয় তাহলে একাউন্ট যে কোন সময় জিরো হওয়ার সম্ভাবনা আছে। তাই ফরেক্স ট্রেডিং ব্যবসায় স্টপ লস কোব উপযোগী একটি পন্তা যা আপনার একাউন্ট ব্যালেন্স কে নিরাপদ রাখতে পারে।

Mahmud1984fx
2020-07-03, 10:29 AM
স্টপ লস ছাড়া আসলেই ট্রেড নিরাপদ নয়। বিশ্ব অর্থনীতি প্রতিনিয়ত উঠানামা করে। সব সময় এক রকম থাকে না। অনেক সময় হঠাৎ করে মার্কেট অনেক উপরে বা অনেক নীচে নেমে যায় । ফরেক্স মার্কেট যেহেতু অনলাইন ভিত্তিক সফ্টওয়ারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় যার কারণে ফরেক্স ব্যবসা নিয়ন্ত্রণেরও বেশ কিছু নিয়ম নীতি রয়েছে। তার মধ্যে একটি হলো স্টপ লস । স্টপ লস হলো আপনি ট্রেড এ্যান্ট্রি দেয়ার পরে নিজের ব্যালেন্স সেভ করার জন্য সর্বোচ্চ কত লসে ট্রেড ক্লোজ করতে চান সেই প্রাইসে সেট করা , ঐ প্রাইসে হিট কররে অটোমেটিক সিস্টেমে ট্রেড ক্লোজ হয়ে যাবে। এটা খুবই জরুরী।

Hasinapx
2020-07-03, 07:32 PM
ফরেক্স যেমন স্বাধীন ব্যবসা,তেমনি এখানে আনলিমিটেড ইনভেস্ট করা যায়, আনলিমিটেড প্রফিট অর্জন আবার আনলিমিটেড লসও করা যায়। ফরেক্স বিজনেসের গতিপথ বাধাহীন নদীর স্রোতের মত বা সময়ের গতির মত। আপনি এ্যান্ট্রি দিয়ে ছেড়ে দিন , উক্ত ট্রেডে লাভও হতে পারে আবার লস হতে পারে অথবা একসময় ব্যালেন্স জিরো হবে- এটা ১০০% নিশ্চিত । কিন্তু ট্রেডে যখন টেক প্রফিট বা স্টপ লস ব্যবহার হবে তখন ১০০% নিশ্চিত বলা যায়, যদি লসও হয় তাহলে আপনার ব্যালেন্স কমপক্ষে জিরো হবে না, আর প্রফিট হলে তো ব্যালেন্স বৃদ্ধি পাবে।

NEWVISION2020
2020-07-03, 07:40 PM
আশাকরি আপনাদের কারো কাছেই ব্রেক ছাড়া গাড়ি চালানো টা নিরাপদ বলে মনে হয় না। তাই বলবো যদি ব্রেক ছাড়া গাড়ি চালানো নিরাপদ বলে মনে না হয়ে থাকে তাহলে stop-loss ছাড়া ট্রেড করাটাও কোনোভাবেই নিরাপদ না।কেননা যখন মার্কেট আমাদের বিপরীত দিকে যেতে থাকে তখন আমরা কেউ বলতে পারিনা যে এইটা সর্বোচ্চ কি পরিমাণ বিপরীত দিকে গিয়ে পুনরায় ফিরে আসবে।আর এসব ক্ষেত্রে যদি কখনও আমরা stop-loss ব্যবহার করা ছাড়া ট্রেড ওপেন করে থাকি এবং সেই ট্রেড যদি আমাদের বিপরীত দিকে যেতে শুরু করে পাশাপাশি আমাদের ব্যালেন্সের পরিমাণ যদি কম হয়ে থাকে তাহলে সম্পূর্ণ ব্যালেন্স লস করার মাধ্যমে অ্যাকাউন্ট জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য বলবো কখনোই স্টপ লস ব্যবহার করা ছাড়া ট্রেড করাটা আমাদের জন্য নিরাপদ হবে না।তাছাড়া stop-loss ব্যবহার করে ট্রেড করার মাধ্যমে আমরা যেমন দুশ্চিন্তা থেকে দূরে থাকতে পারি ঠিক তেমনি অ্যাকাউন্টকে অনাকাঙ্ক্ষিত লসের হাত থেকে রক্ষা করতে পারি।তাই বলব আমাদের উচিত হবে প্রত্যেকটা ট্রেড ওপেন করার সময় স্টপ লস ব্যবহার করে ট্রেড ওপেন করা।

mamunjd97
2020-07-03, 08:26 PM
স্টপ লস ছাড়া অবশ্যই কোন ট্রেডই নিরাপদ নয়। কারণ ফরেক্স মার্কেট কখনো একরকম থাকে না । প্রতিনিয়ত উঠানামা করে। কোন ট্রেডে যদি স্টপ লস না থাকে তাহলে যে কোন সময় ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে। স্টপ লস হলো আপনি যেখানে ট্রেড ক্লোজ করতে চাচ্ছেন সেখানে ব্যবহার করা , এটা অটোমেটিক সিস্টেমে ক্লোজ হয়ে যায়। ব্যালেন্স টিকিয়ে রাখতে গেলে অবশ্যই স্টপ লস ব্যবহার করতে হবে।

zakia
2020-07-09, 08:35 PM
ফরেক্স মাকেটে করার আগে স্টপ লস এর উপকারিতা কি তা জানা দরকার আপনি যদি স্টপ লস সেট করে দেন তবে আপনি ফরেক্স থেকে অনেকটা নিরাপদ থাকবেন | ফরেক্স থেকে লস করা অনেক সহজ আপনি যদি স্টপ লস সেট করে রাখেন তবে আপনি লস কম করবেন আবার লাভ করার জন্য ট্রেড করতে পারবেন স্টপ লস ছারা ট্রেড করা নিরাপদ না | আর আপনি যদি দক্ষতার সাথে ট্রেড পরিচালনা করতে না পারেন আপনার ব্যালেনশ জিরো হবার সম্ভাবনা থাকে তাহলে আপনাকে স্টপ লস ব্যবহার করতে হবে না। দক্ষতার সাথে ট্রেদ করলে স্টপ লস ছাড়া ও ট্রেড নিরাপদ।

KF84
2020-07-27, 09:56 PM
আমি সব ট্রেড এ স্টপ লস টুলস ব্যাবহার করি না । আমি যখন ৩০ মিনিট বা ১ ঘণ্টার টাইম ফ্রেমে একটি ট্রেড ওপেন করি তখন স্টপ লস ব্যাবহার করিনা । আর যখন লংট্রেড ওপেন করি যেমন ৪ ঘণ্টা বা তার চেয়েও বেশি টাইম ফেম নিয়ে ওপেন করলাম তখন তো অবশ্যই স্টপ লস ব্যাবহার করি । আপনি যতটুকু লস বেয়ার করতে পারবেন, সেই অনুযায়ী স্টপ লস সেট করে রাখলে আপনার ট্রেড টি যদি লসের দিকে যায় তাহলে আপনার স্টপ লস সেট করা প্রাইস এ গিয়ে ট্রেড টি ক্লোজ হয়ে যাবে ।

zakia
2020-07-28, 01:13 PM
মার্কেট এ কখন বড় ধরনের মুভ করতেই পারে এতে স্টপলস সেট করা না থাকলে একাউন্ট জিরো হতেই পারে।এজন্যই স্টপলস সেট করে ট্রেড করা আমার মনে হয় অনেক বেশি নিরাপদ।স্টপলস ছাড়া ট্রেড আমার কাছে নিরাপদ মনে হয়না কারণ আমি একজন নতুন ট্রেডার। আপনি যদি মনে করেন আপনি কম্পিউটারের সামনে না থাকলে লস হয়ার সম্ভাবনা আছে তাহলে স্টপ লস ব্যবহার করা ভালো কারন আপনি যখন কম্পিউটারের সামনে না থাকবেন তখন স্টপ লসে জত টাকা বলে দিবেন সেখানে আসা মাত্র ট্রেড ক্লোজ হয়ে যাবে।

jimislam
2020-08-06, 09:24 AM
স্টপলস ছাড়া ট্রেড কোন ভাবেই নিরাপদ না। কারন স্টপলস হলো একধরনের সীমারেখা যন্ত্রের মত যা ট্রেড করার সময় আপনি যত টুকু ট্রেড করবেন তত টুকু সীমারেখা দেওয়া যাতে আপনার লাভ লস ঐ সীমারেখার মধ্যে হয় আর যদি আপনি স্টপলস ছাড়া ট্রেড করেন তাহলে আপনার একাউন্ট জিরো হয়ে যাবে। ট্রেড করার পরে এমন কোন নিউজ রিলিজ হলো যা আপনার ট্রেডের বিপরীতে গেলো এতে করে আপনর যেন বড় ধরনের লস না হয় সেজন্য স্টপ লস সেট করে নেওয়াটা নিরাপদ।

Starship
2020-08-08, 12:18 AM
ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেড করে থাকি স্টপ লস টেক প্রফিট সম্পর্কে সবারই সুস্পষ্ট ধারণা রয়েছে। আমাদের একাউন্ট যাতে বড় ধরনের কোন লস না হয় তা রোধ করার জন্য স্টপ লস ব্যবহার করা হয়। স্টপ লস ব্যবহার না করার কারণে এমন অনেক রয়েছেন যারা ফরেক্স এ একাউন্টে জিরো হয়ে গেছে। আমরা ট্রেড করার সময় অতিরিক্ত মূল্য নিয়ন্ত্রণ রেখে ট্রেড করতে হবে। স্টপ লস ফর টেক প্রফিট সেট করে ট্রেড করা উচিত।

sss21
2020-11-09, 05:54 PM
ফরেক্স এ স্টপ লস ছাড়া ট্রেড করা একদম পিরাপদ না। কারন ফরেক্স আপনি যদি স্টপ লস ছাড়া ট্রেড করেন আপনার অনেক বড় লস হওয়াটা খুব সাভাবিক ট্রেডে স্টপ লস না দিলে আপনার মার্কেট যেখানে ইচ্ছা সেখানে জাবে আর এর ফলে একাউন্ট জিরো হয়ে যেতে পারে। তাই সবার উচিত স্টপ লস দিয়ে ট্রেড করা এবং স্টপ লসটা আপনার টার্গেট অনুযায়ি দেয়া দরকার তাহলে আপনার ট্রেডও নিরাপদ থাকবে আর ট্রেডে লাভবানও হয়ে যাবেন

Sun
2020-11-09, 05:58 PM
আপনি যদি পারেন স্টপ লস ব্যবহার না করে ব্যবসা পরিচালনা করতে তা হলে ভালো আবার আপনি যদি মনে করেন আপনি কম্পিউটারের সামনে না থাকলে লস হয়ার সম্ভাবনা আছে তাহলে স্টপ লস ব্যবহার করা ভালো কারন আপনি যখন কম্পিউটারের সামনে না থাকবেন তখন স্টপ লসে জত টাকা বলে দিবেন সেখানে আসা মাত্র ট্রেড ক্লোজ হয়ে যাবে।

OLIYOURRAHMAN2021
2020-11-09, 07:59 PM
স্টপ লস ছাড়া নিজের একাউন্ট ঝুঁকির মধ্যে থাকে৷ এই স্টপ লস নিজের একাউন্টে ঝুঁকি থেকে মুক্ত রাখে৷ তাই এ স্টপ লস প্রতিটা ট্রেডারের ব্যবহার করা প্রয়োজন৷ নিজের একাউন্টে ঝুঁকিমুক্ত রাখতে হলে এই স্টপ লসের গুরুত্ব অপরিসীম৷ মার্কেট যখন বেশি উঠানামা করবে তখন এই স্টপ লস এর দ্বারা অটোমেটিক ট্রেড ক্লোজ হয়ে যাবে৷ তাই প্রতিটা ট্রেডারের উচিত স্টপ লস ব্যবহার করা৷

FRK75
2020-11-09, 08:27 PM
স্টপ লস ব্যবহার করে ট্রেড করা বেশি নিরাপদ। কারন স্টপ লস আমাদের একাউন্ট এর নিরাপত্তা দিতে অনেকাংশ এই সহায়ক। স্টপ লস ব্যবহার করলে একাউন্ট জিরো হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তাই আমি মনে করি কেউ যদি স্টপ লস ব্যবহার করে ফরেক্স এ ট্রেড করেন তাইলে তার লস এর সম্ভাবনা অনেক কম থাকে।

Sid
2020-12-09, 04:13 PM
স্টপ লস ছারা লিস ছাড়া ট্রেড নিরাপদ না।করা হবে এবং ভাল ঢ্রেডার হওয়া যাবে। স্টপ লস ব্যাবহার করার অভ্যাস খুব কম নতুন ত্রেদার এর আছে। কারন লস করলেই সেখান থেকে আসলটা শিখা যায় ! ফরেক্স এ ভুল হবেই আর অই ভুল থেকেই আমাদের উচিত শিক্ষা নেওয়া । লস এর মাধ্যমে অনেক কিছু শিখার আছে।

EmonFX
2020-12-09, 07:41 PM
একজন নতুন ট্রেডারকে অবশ্যই শুরুতে স্টপ লস অর্ডার ব্যবহার করে ট্রেড করা উচিত। শুরুতে ট্রেডিং সম্পর্কে সবারই অভিজ্ঞতা কম থাকে। তাই এ সময় লস করার সম্ভাবনা খুব বেশি থাকে। কোন ট্রেড আপনার এগেনস্টে চলে গেলে অনেক বেশি লস হয়ে যেতে পারে। তাই স্টপ লস অর্ডার ব্যবহার করলে লস হলেও তার পরিমাণ কম হবে। তবে ধীরে ধীরে ট্রেডিং সম্পর্কে দক্ষতা এবং অভিজ্ঞতা বৃদ্ধি পেলে তখন স্টপ লস অর্ডার ব্যবহার না করলেও চলে। একজন অভিজ্ঞ ট্রেডার ভালো করেই জানে কোথায় ট্রেড ওপেন করতে হবে এবং কোথায় ক্লোজ করতে হবে। সে মার্কেটের গতি পর্যালোচনা করে মার্কেট বিপরীতমুখী যাওয়ার সম্ভাবনা তৈরি হলে কম লস নিয়ে পূর্বেই ট্রেড ক্লোজ করে দিতে পারে।

ABDUSSALAM2020
2020-12-10, 01:03 AM
স্টপ লস ছাড়া ট্রেড কি নিরাপদ ?সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
আমি আমার সকল ট্রেড এর ক্ষেত্রেই স্টপ লস ব্যাবহার করে থাকি কারন স্টপ লস আমাদের একাউন্ট এ নিরাপত্তার জন্য অনেক ঝুকি কমিয়ে দিতে সাহায্য করে থাকে আমরা চাইলেই যে কেউ পারি আমাদের টার্মিনাল এ স্টপ লস ও টেক প্রফিট এর ব্যাবহার করতে কারন এর মাধ্যমে যে কোন ধরনের মার্কেট এর বড় রকম এর মুভমেন্ট এর সময় আমাদের একাউন্ট সব সময় নিরাপদ থেকে যায় নির্দিষ্ট অবস্থানে মার্কেট গেলে তা অটো বন্ধ হয়ে যায় তাই এই টুলস এর ব্যাবহার সম্পর্কে আমাদের সকল ট্রেডার এর জানা উচিত ও এর ব্যাবহার করা উচিত

Smd
2020-12-10, 06:59 AM
আপনি যদি মনে করেন আপনি কম্পিউটারের সামনে না থাকলে লস হয়ার সম্ভাবনা আছে তাহলে স্টপ লস ব্যবহার করা ভালো কারন আপনি যখন কম্পিউটারের সামনে না। কারণ আমাদের যদি অনেক লস হয় আর আমরা যদি তা না বন্ধ করতে পারি । তাহলে এক সময় আমাদের ফরেক্স এর সব টাকা শেষ হয়ে যাবে ।

ashik94
2021-01-22, 01:38 AM
স্টপ লস হলো , ট্রেড করার পর একটা মার্জিন নেওয়া যার মাধ্যমে ট্রেডার ট্রেড করার পর কাছে না থাকলেও একটা নিদির্ষ্ট সময় পর সেই ট্রেড বন্ধ হয়ে যায় । এতে ট্রেডারের সব সময় কাছে থাকা লাগে না । স্টপ লস ব্যবহার করে ট্রেড করা হলে অনেক সুবিধা হয় । ফরেক্স মার্কেট সব সময় পরিবর্তন হয় , তাই অনাকাংক্ষিত লসের হাত থেকে ট্রেড ও একাউন্ট বাচানোর জন্য স্টপ লস ব্যবহার করা ভাল ।

KAZIMAJHARULISLAM
2021-01-22, 09:05 AM
অবশ্যই ফরেক্স এ স্টপ লস ও টেক প্রফিট দুটি চমৎকার উপকারী টুলস।যা ব্যবহার করে খুব সহজেই, একাউন্ট নিরাপদে রেখে ট্রেডিং করতে পারবেন। কেননা একজন ট্রেডারের পক্ষে, সবসময় মার্কেটে খেয়াল রাখা সম্ভব হয়না।আর ফরেক্স মার্কেট প্রতিটা মুহূর্তেই পরিবর্তিত হয়। তাই আপনি যদি ফরেক্স সিগন্যাল দেখে, মার্কেটর ট্রেন্ড বুঝে, সঠিক জায়গায় টেক প্রফিট ও স্টপ লস সেট করতে পারেন, তাহলে একাউন্ট নিরাপদে রেখেই, প্রতিনিয়ত একটা ভালো মাপের উপার্জন করতে পারবেন।তবে আপনি যদি তূখড় ট্রেডার হন, তাহলে এই টুলস ছাড়াই অনেক বেশি উপার্জন করতে পারবেন।

Bossking
2021-01-22, 01:19 PM
স্টপ লস এবং টেক প্রফিট ফরেক্স মার্কেটে একটি উল্লেখযোগ্য বিষয়। স্টপ লস ব্যবহার করে আপনি শূন্য হওয়া থেকে আপনার রেকর্ড ভারসাম্য বজায় রাখতে পারেন। অভিজ্ঞ দালালরা বিরতিহীন স্টপ দুর্ভাগ্য ব্যবহার করে বিনিময় করে। আমাদের মতো ছোট্ট ডিলাররা বন্ধ দুর্ভাগ্য কাজে লাগায় না এমন অফ সুযোগে, ভারসাম্যটি শূন্য পাওয়ার জন্য কিছু প্রচেষ্টা সরিয়ে রাখবে না। বিজ্ঞাপন পরীক্ষা করে, আপনার বাজারের উন্নয়ন দেখে এবং আপনি যখন ব্যবসায়ের উদ্বোধন করেন তখন একটি নিয়মিত ধারাবাহিক স্টপ দুর্ভাগ্য কাজে লাগিয়ে আপনার এক্সচেঞ্জটি খোলার দরকার stop আমি মনে করি যে বন্ধের দুর্ভাগ্যটি ব্যবহার না করে আপনি কোনও ব্যবসা বজায় রাখতে পারবেন chance আপনি পিসির আগে নন যে অফ সুযোগে আপনি পিসির আগে নন যে অফস অব দ্য আফসোস অব স্টক দুর্ভাগ্যকে কাজে লাগানো আরও স্মার্ট, পয়েন্ট পিসির আগে না থাকাকালীন স্টপ দুর্ভাগ্যকে কাজে লাগানো স্মার্ট হবে এক্সচেঞ্জ হবে আপনি সেখানে এসে বন্ধ করুন।

Rony1122
2021-01-22, 01:32 PM
sl. এর কারনে দেখা যায় আমাদের একাউন্ট মাঝে মধ্যে বিরাট ঝুকির মধ্যে পড়ে যায়।এমন কি ব্যালেন্স জিরোও হয়ে যায়।তাই আমরা প্রতিটা টেডই sl ব্যাবহার করবো।

AbdulRazzak
2021-01-22, 06:32 PM
আমি মনে করি ব্যবসায়ের পরে যদি তিনি সর্বদা বাজারে থাকেন তবে এটি নিরাপদ এবং তিনি বাজারে না থাকলে নিরাপদ। ফরেক্স মার্কেটে এমন অনেকগুলি পদক্ষেপ রয়েছে যে আপনি যদি বাজারে না থাকেন এবং বাজার আপনার বিরোধিতা করে তবে আপনি বিশাল ক্ষতির সম্মুখীন হতে পারেন। ক্ষতি খাবেন না। যদি আপনি না খান তবে আপনার স্কোর শূন্য হবে। তাই থামার ক্ষতি সহ, আমি মনে করি আপনার লেনদেন নিরাপদ।

Smd
2021-04-14, 04:59 PM
ফরেক্স মের্কেটে মুভমেন্ট প্রচুর হয়ে থাকে তাই আপনি যদি মার্কেটে না থাকেন তা হলে আপনি মার্কেট যদি আপনার বিপরিতে যায় তাহলে আপনি বিরাট লস ক্ষেত্রে পারেন তাই আপনি যখন মাার্কেটে থাকবে না তখন আপনি আপনার মূলবান ট্রেডে স্টপ লস বসাবেন তাহলে মার্কেট যদি আপনার বিপরিতে চাই তাহলে আপনি বেশি একটা লস খাবেনা আর যদি না বসান তাহলে আপনার একাউন্ট জিরো হয়ে যেতে পারে । আমাদের যদি অনেক লস হয় আর আমরা যদি তা না বন্ধ করতে পারি । তাহলে এক সময় আমাদের ফরেক্স এর সব টাকা শেষ হয়ে যাবে ।

Devdas
2021-04-15, 12:15 PM
ফরেক্স এ স্টপ লস ছাড়া ট্রেড করা মোটেও ট্রেড করা উচিত নয়। কেননা, ফরেক্স এ স্টপ লস আছে বিধায় একাউন্ট জিরোর হাত থেকে মুক্ত রাখে। এছাড়া ঝুকি মুক্ত এড়াতে এই স্টপ লস ব্যবহার করা হয়ে থাকে। আমি প্রতিটি ট্রেড এর সময় স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করে থাকি। এতে করে আমি আমার একাউন্ট এ ঝুকি মুক্ত থাকে। তাই আমি বলব যে সবাই ট্রেড করার সময় স্টপ লস ব্যবহার করবেন তাহলে আপনি একাউন্ট জিরো হওয়ার থেকে মুক্ত থাকবেন।

muslima
2021-04-17, 06:41 PM
আপনি যদি স্টপ লস ছাড়া ট্রেড করেন তাহলে ট্রেড হতে কোন বাধাহিন তাতে আপনার একাউন্ট জিরো হওয়ার সম্ভাবনা থাকবে খুব বেশি আর আপনি একদিনে ফতুর হয়ে যেতে পারেন। তাই আমাদের সবার উচিত ফরেক্স এ স্টপ লস ছাড়া ট্রেড না করা যখনই ট্রেড করবেন তখনই স্টপ লস দিয়ে ট্রেড করবেন। যেকোনো সময় মার্কেটের বড় ধরনের পরিবর্তন হলে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স শূন্য হয়ে যেতে পারে। আর এই ধরনের ঝুকিকে পুরোপুরি ভাবে পরিহার করতে হলে ট্রেড ওপেন করার পর অবশ্যই স্টপ লস ব্যবহার করে ঝুকিকে অনেকাংশে হ্রাস করা সম্ভব।

Mas26
2021-04-17, 07:53 PM
আমি মনে করি স্টপ লস ছাড়া ট্রেড করা আসলেই নিরাপদ নয়। স্টপ লস ছাড়া ট্রেড করা অনেক ঝুঁকিপূর্ণ যদিও কিছু কিছু ক্ষেত্রে স্টপ লস ব্যবহার করার ফলে আপনার কিছুটা লস হয় কিন্তু তারপরেও এই লসটা আপনার জন্য খুবই গ্রহণযোগ্য বলে আমি মনে করি কারণ আপনি একটা ট্রেড নেয়ার কারণে আপনার অনেক সময় ভুল সিদ্ধান্তের কারনে একাউন্ট জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু একটা সটপ লস ব্যবহার করে ট্রেড করলে আপনার সেই ঝুকিটা কমে যায়। এবং আপনার মূলধনটা নিরাপদ থাকে বলে আমি মনে করি।তাই প্রত্যেকটা ট্রেডারেরস্টপ লস ব্যবহার করা উত্তম।

Sakib42
2021-04-22, 11:51 PM
অবশ্যই স্টপ লস একটি কার্যকরী ভূমিকা পালন করে ট্রেডিং এর সময়। এটি একটি ট্রেড এর ঝুঁকি কমাতে সাহায্য করে থাকে। আমি আমার সকল ট্রেড এর ক্ষেত্রেই স্টপ লস ব্যাবহার করে থাকি কারন স্টপ লস আমাদের একাউন্ট এ ঝুকি কমিয়ে দিতে সাহায্য করে থাকে এবং আমাদের অতিরিক্ত ক্ষতি থেকে রক্ষা করে থাকে। স্টপ লস ব্যাবহার করে অনেক বড় বড় ট্রেডার,কেননা তারা জানে এটি আসলে কত উপকারী।

muslima
2021-04-25, 12:00 PM
ফরেক্স মার্কেটে স্টপ লস এবং টেক প্রফিট একটি গুরুত্বপূর্ণ বিষয় । স্টপ লস ব্যবহারের মাধ্যমে আপনি আপনার একাউন্ট ব্যালেন্স শূন্য হওয়া থেকে বিরত রাখতে পারেন । অভিজ্ঞ ট্রেডাররা সব সময় স্টপ লস ব্যবহার করে ট্রেড করে থাকে । আমি মনে করি স্টপ লস এবং টেকপ্রপিট ফরেক্স মার্কেটের খুব প্রয়োজনীয় উপদান ট্রেড করার আগে আমাকে ঠিক করতে হবে কোথায় স্টপ লস ব্যাবহার করব এবং কোথায় টেক প্রপিট ব্যাবহার করব।

Smd
2021-08-24, 06:45 PM
একটা জিনিস মাথায় রাখতে হবে এটা বিশ্ব ব্যাপী চলিত মুদ্রা বিনিময় মার্কেট উঠা নামা করতে পারে যে কোন মূহুর্তে আমরা যদি স্টপ লস ব্যবহার না করি আমাদের বড় ধরনের লস হওয়ার সম্ববনা থেকে যাবে। আপনি নিসচই চাইবেন না কিছুর জন্য সব হারাতে । ফরেক্স মার্কেট এর মভমন্ট যদি খুব বেশি হয় তাহলে আপনার স্টপ লস ইউজ না করার কারনে আপনার একাউন্ট জিরো হয়ে জেতে পারে । আমি মনে করি স্টপ লস ছাড়া ট্রাডিং নিরাপদ নয় ।

Mas26
2021-08-24, 07:26 PM
ফরেক্স মের্কেটে মুভমেন্ট প্রচুর হয়ে থাকে তাই আপনি যদি মার্কেটে না থাকেন তা হলে আপনি মার্কেট যদি আপনার বিপরিতে যায় তাহলে আপনি বিরাট লস ক্ষেত্রে পারেন তাই আপনি যখন মাার্কেটে থাকবে না।স্টপ লস ছারা লিস ছাড়া ট্রেড নিরাপদ না।করা হবে এবং ভাল ঢ্রেডার হওয়া যাবে। তাই ফরেক্স মার্কেট এ আবেগ পুরোপুরি ত্যাগ করতে হবে।স্টপ লস ব্যাবহার করার অভ্যাস খুব কম নতুন ত্রেদার এর আছে। কারন লস করলেই সেখান থেকে আসলটা শিখা যায়।ফরেক্স এ ভুল হবেই আর অই ভুল থেকেই আমাদের উচিত শিক্ষা নেওয়া। লস এর মাধ্যমে অনেক কিছু শিখার আছে।কারণ আমাদের যদি অনেক লস হয় আর আমরা যদি তা না বন্ধ করতে পারি।তাহলে এক সময় আমাদের ফরেক্স এর সব টাকা শেষ হয়ে যাবে।তাই স্টপ লস ছাড়া ট্রেড মোটেও নিরাপদ না।

Smd
2021-11-16, 04:53 PM
একজন দক্ষ ট্রেডারও অনেক অ্যানালাইসিস করে ট্রেড করার পরও তা বিপরীত দিকে যেতে পারে। তাই স্টপ লস দেয়ার মাধ্যমে ট্রেডাররা অনাবশ্যকীয় বিপদ থেকে রক্ষা পায়। কারণ একজন মানুষের পক্ষে সব সময় ট্রেড ওপেন করে ট্রেডের সামনে বসে থাকা সম্ভব নয় । তাই যদি আপনি স্টপ লস ব্যবহার করেন তাহলে আপনার লস হলেও কম লস হবে ।

FRK75
2022-06-26, 11:21 PM
স্টপ লস এবং টেক প্রফিট খুবই গুরত্বপূর্ন। এর মাধ্যমে আপনি আপনার ট্রেডে লস কিংবা প্রফিট নিয়ন্ত্রন করতে পারবেন। যা কিনা সম্পূর্ন আপনার উপর নির্ভরশীল
তবে যেকোন ট্রেড করার জন্য স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করা ভালো। এখানে আমি নতুন হওয়ায় স্টপ লস এবং টেক প্রফিট কত সেট করা ব্যবহার করা ভালো সেই সম্পর্কে খুব ভালো ধারনা নেই কেউ যদি জানাতেন তাহলে খুব উপকার হত।স্টপ লস ছাড়া ট্রেড করা কখনো নিরাপদ না কারন মার্কেটের উপর সব সময় নজর রাখা সম্ভব হয় না। স্টপ লস ট্রেডের নিরাপত্তা বজায় রাখে এবং একাউন্টকেও নিরাপত্তা দেয়। ফরেক্সে মুল্যের উঠা নামা সবসময় হয়, কখন বেশি হবে কখন কম হবে তা বলা যায় না। তাই স্টপ লস ব্যবহারে লসে থাকা ট্রেডটি কোন প্রাইস এ বন্ধ করে দিতে হবে তা ঠিক করে দেয়া হয়। ট্রেডে স্টপ লসের ভুমিকা অনেক।স্টপলস ছাড়া ট্রেড কখনোই নিরাপদ হতে পারে না । যে যত বেশী এই ইন্টিগেটর ব্যবহার করবে সে তত বেশী সফলকাম হতে পারবে । অামরা যে সময়েই ট্রেড করি না কেন স্টপ লস ছাড়া ট্রেড করব না তাহলেই আমরা লাভবান হতে পারব ।

Mas26
2022-06-26, 11:36 PM
আমি বলবে যে যদি আপনি ট্রেড ওপের করার পর সবসময় মার্কেটে থাকেন তাহলে নিরাপন আর যদি আপনি মার্কেটে না থাকেন তাহলে নিরাপদ না। কারন ফরেক্স মের্কেটে মুভমেন্ট প্রচুর হয়ে থাকে তাই আপনি যদি মার্কেটে না থাকেন তা হলে আপনি মার্কেট যদি আপনার বিপরিতে যায় তাহলে আপনি বিরাট লস ক্ষেত্রে পারেন তাই আপনি যখন মাার্কেটে থাকবে না তখন আপনি আপনার মূলবান ট্রেডে স্টপ লস বসাবেন তাহলে মার্কেট যদি আপনার বিপরিতে চাই তাহলে আপনি বেশি একটা লস খাবেনা আর যদি না বসান তাহলে আপনার একাউন্ট জিরো হয়ে যেতে পারে । তাই স্টপ লস বসালে আপনার ট্রেড নিরাপদ থাকবে আমি বলবো।

FRK75
2023-05-05, 11:07 PM
স্টপ লস ছাড়া ট্রেড কখনোই নিরাপদ হতে পারে না । আমরা সব সময় স্টপ লস ব্যবহার করার চেষ্টা করব । যে ট্রেডার স্টপ লস ছাড়া ট্রেড করে সে হাল ছাড়া নৌকার মত ট্রেড করে । অতএব আমরা বেশী বেশী এ্যানালাইসিস করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । অতএব বেশী বেশী স্টপ লস ব্যবহার করার চিন্তা ভাবনা করতে হবে তাহলেই আমরা লস থেকে দূরে থাকব । এতে অনাকাঙ্ক্ষিত ভাবে কারও অ্যাকাউন্টে ব্যালেন্স জিরো হবেনা। কেননা আপনি সর্বোচ্চ যেখানে লস গেলে ক্লোজ করতে চাইবেন মার্কেট সেখানে গেলে স্টপলস এর কল্যানে ট্রেড অটোমেটিক ক্লোজ করে দিয়য়ে আপনার ঝুকি কমিয়ে দেবে। তাই স্টপলস ব্যবহার করে ট্রেড করা নিরাপদ।স্টপ লস ছাড়া মোটামুটি নিরাপদে ট্রেড করা যায় আর সেটা নির্ভর করে একাইন্ট ব্যালেন্স এর উপর আমি অনেককে দেখেছি যাদের একাউন্ট ১০০০০ ডলারের তাদের কে স্টপ লস ব্যবহার না করতে । যদি একাউন্ট ব্যালেন্স বেশী থাকে আর যদি ফরেক্স এ ভাল দক্ষ হওয়া যায় তাহলে স্টপ লস ব্যবহার না করে ট্রেড করা যায় । তবে আমি বলব ফরেক্স মাকেট এ নিশ্চিত বলে কিছু নাই তাই আমাদের উচিত স্টপ লস দিয়ে ট্রেড করতে তাতে করে আমাদের একাউন্ট ১০০ ভাগ নিরাপদ থাকে । আর ফরেক্স এ দক্ষ না হয়ে কোন রিয়েল ট্রেড নয় ।

Ronaldray
2023-05-23, 01:22 PM
স্টপ লস ছাড়া ট্রেডিংকে সাধারণত ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয় এবং সুপারিশ করা হয় না। একটি স্টপ লস সম্ভাব্য ক্ষতি সীমিত করতে সাহায্য করে এবং আপনার ট্রেডিং মূলধন রক্ষা করে। এটি ছাড়া, আপনি সীমাহীন ঝুঁকি এবং সম্ভাব্য বড় ক্ষতির মুখোমুখি হন। যদিও স্টপ লস ক্ষতি এড়ানোর গ্যারান্টি দেয় না, তারা একটি গুরুত্বপূর্ণ ঝুঁকি ব্যবস্থাপনা টুল। বাজারের অবস্থার উপর ভিত্তি করে উপযুক্ত স্টপ লস মাত্রা নির্ধারণ করুন এবং আপনার ব্যবসার নিরাপত্তা বাড়ানোর জন্য আপনার ঝুঁকি সহনশীলতা।

Mas26
2023-07-31, 08:16 PM
আপনি যদি পারেন স্টপ লস ব্যবহার না করে ব্যবসা পরিচালনা করতে তা হলে ভালো আবার আপনি যদি মনে করেন আপনি কম্পিউটারের সামনে না থাকলে লস হয়ার সম্ভাবনা আছে তাহলে স্টপ লস ব্যবহার করা ভালো কারন আপনি যখন কম্পিউটারের সামনে না থাকবেন তখন স্টপ লসে জত টাকা বলে দিবেন সেখানে আসা মাত্র ট্রেড ক্লোজ হয়ে যাবে।

Mas26
2023-07-31, 08:18 PM
আমি বলবে যে যদি আপনি ট্রেড ওপের করার পর সবসময় মার্কেটে থাকেন তাহলে নিরাপন আর যদি আপনি মার্কেটে না থাকেন তাহলে নিরাপদ না। কারন ফরেক্স মের্কেটে মুভমেন্ট প্রচুর হয়ে থাকে তাই আপনি যদি মার্কেটে না থাকেন তা হলে আপনি মার্কেট যদি আপনার বিপরিতে যায় তাহলে আপনি বিরাট লস ক্ষেত্রে পারেন তাই আপনি যখন মাার্কেটে থাকবে না তখন আপনি আপনার মূলবান ট্রেডে স্টপ লস বসাবেন তাহলে মার্কেট যদি আপনার বিপরিতে চাই তাহলে আপনি বেশি একটা লস খাবেনা আর যদি না বসান তাহলে আপনার একাউন্ট জিরো হয়ে যেতে পারে । তাই স্টপ লস বসালে আপনার ট্রেড নিরাপদ থাকবে আমি বলবো।

IFXmehedi
2023-07-31, 10:36 PM
আপনি যদি পারেন স্টপ লস ব্যবহার না করে ব্যবসা পরিচালনা করতে তা হলে ভালো আবার আপনি যদি মনে করেন আপনি কম্পিউটারের সামনে না থাকলে লস হয়ার সম্ভাবনা আছে তাহলে স্টপ লস ব্যবহার করা ভালো কারন আপনি যখন কম্পিউটারের সামনে না থাকবেন তখন স্টপ লসে জত টাকা বলে দিবেন সেখানে আসা মাত্র ট্রেড ক্লোজ হয়ে যাবে।

ফরেক্স মার্কেট খুবই ঝুঁকিপূর্ণ একটি মার্কেট । অনেকেই হয়তো ভাবে ফরেক্স মার্কেটে মনে হয় ট্রেডি করলেই অর্থ উপার্জন করা যায় কিন্তু যখন সে ফরেক্স মার্কেটে ঢুকে রিয়েল ট্রেড শুরু করে তখনই সে বাস্তবতাটা বুঝতে পারবে । ফরেক্স মার্কেটে সর্তকতার সাথে ট্রেড করা খুবই জরুরী এবং সেই জন্য টেক প্রফেট এবং স্টপ লস ইউজ করা আমি মনে করি প্রত্যেকটা ট্রেডার এর আবশ্যিক দায়িত্ব । কারণ অনেক সময় স্টপ লস আমাদেরকে অনেক বড় রকমের লস থেকে বাঁচিয়ে দেয় ।

FRK75
2024-09-06, 05:55 AM
ফরেক্স মার্কেট এ ট্রেড করা যায় যেকোন সময়ে। তবে লনডন সময়ে আমাদের
ট্রেড করা ভালো। যা বংলাদেশ সময় দুপুর ১ টা। আপনারা কি মনে করেন? কখন ট্রেড করলে আমাদের সবচেয়ে ভালো প্রফিট আসতে পারে।আপনারা কোন সময়ে ট্রেড করেন। আমি দুপুর ১ টার পর ট্রেড করে থাকি।ফরেক্স মার্কেটে সবসময়ই মুভমেন্ট সমান থাকে না। কোনো সময় মুভমেন্ট বেশি হয় আবার কোনো সময় মুভমেন্ট কম হয়।যে সময়গুলোতে মুভমেন্ট বেশি হয় সেই সময়গুলোকে ট্ররড করার উপযুক্ত সময় বলা যেতে পারে।বাংলাদেশ সময় দুপুর ১২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত মার্কেটের ভালো মুভমেন্ট হয় বলে ওই সময়গুলোতে ট্রেড করা যেতে পারে।