PDA

View Full Version : ইন্সটাফরেক্স এ মিনিমাম কত ডলার ?



Hoshen
2017-07-16, 11:30 AM
ইন্সটাফরেক্স এ মিনিমাম কত ডলার উইথড্র করা যায় নেটেলার এর মাধ্যমে .

FxShuvo
2017-07-16, 02:45 PM
ইন্সটাফরেক্স এ মিনিমাম কত ডলার উইথড্র করা যায় নেটেলার এর মাধ্যমে .

নেটেলার দিয়ে আপনি সর্বনিম্ম ১ ডলার উইথড্র করতে পারবেন। আর মনে রাখবেন আপনার যদি আপনার উইথড্র এর পরিমান ৫০ ডলারের কম হয় থাহলে আপনাকে ১ ডলার অতিরিক্ত চার্জ দিতে হবে।
ধন্যবাদ

zahid4x
2017-07-16, 10:52 PM
ইন্সটাফরেক্স থেকে ব্যাংক ব্যতিত যে কোন সিস্টেম এ সর্বনিম্ন ১ ডলার উত্তোলন করা যায় আর নেটেলারাও আপনি সর্বনিম্ন ১ ডলার উত্তোলন করতে পারবেন এবং উত্তোলনের সময় আপনাকে ২% ফি দিতে হবে। কিন্তু আপনি যদি ৫০ ডলার এর কম উত্তোলন করেন তাহলে আপনাকে অতিরিক্ত ১ ডলার ফি দিতে হবে। তারমানে ২% + ১ ডলার ফি। আর উত্তোলন সম্পূর্ণ হতে ১-৭ কর্মঘন্টা সময় লাগবে।

Momen
2017-07-22, 09:56 AM
ইনস্টা ফরেক্স থেকে আপনি সর্বোনিন্ম ১ ডলার অথবা এর থেকেও কম উত্তলন করতে পারেন। তবে আপনাকে এর চার্জ দিতে হবে। আপনি যদি ৫০ ডলার এর কম উত্তলন করে থাকেন তাহলে আপনাকে ১ ডলার চার্জ হিসেবে দিতে হবে। কার্য দিবসের ১-৭ ঘন্টার মাঝে আপনি আপনার পেমেন্ট পেয়ে যাবেন।

mahbubhb
2017-08-19, 08:08 PM
ইনস্টা ফরেক্সের একাউন্ট থেকে নেটেলার একাউন্টে ১ ডলার উইড্র করা যাবে সেক্ষেত্রে আপনার বেশী সার্ভিস চার্জ দিতে হবে। যেমন ধরুণ নেটেলার এ মানি উইড্র চার্জ হচ্ছে ২% আর যদি তা মিনিমাম ৫০ ডলারের কম হয় তাহলে অতিরিক্ত আরও ১ ডলার চার্জ দিতে হবে। সুতরাং এমাউন্ট বেশির হলে উইড্র দেওয়া উচিত তাহলে শুধুই ২% সার্ভিস চার্জই কাটবে। আর মানি উইড্র দেওয়ার পর ৭/৮ ঘন্টার ভিতরে আপনার নেটেলার একাউন্টে টাকা ডিপোজিট হবে।

Grimm
2018-01-30, 02:38 PM
আমার জানামতে আপনি সর্বনিম্ন ১ ডলার উত্তোলন করতে পারবেন। আর আপনার যদি এই বিষয়ে বুঝতে কোন রকম সমস্যা হয় তাহলে আপনি ইন্সটাফরেক্স এর উত্তোলন পেইজে ঢুকে দেখতে পারেন সেখানে সব লিখা আছে। আপনি কত উত্তোলন করতে পারবেন, সময় কত লাগবে, চার্জ কত লাগবে এই সবই সেখানে পাবেন, তাছাড়া আপনার যদি কোন প্রকার সমস্যা হয় তাহলে আপনি অবশ্যই সার্পোটে যোগাযোগ করবেন।