PDA

View Full Version : ফরেক্স হচ্ছে একটি লোভী ব্যবসা?



Mahidul84
2017-07-25, 06:34 PM
আমি মনে করি ফরেক্স একটি লোভী ব্যবসা কারণ এটি আমাদের সব সময় লোভ করতে পারে, সর্বাধিক ব্যবসায়ী এই ঘটনা ঘটাচ্ছে। এখানে প্রত্যেকে দ্রুত অর্থ উপার্জন করতে এবং ধনী হতে চায়। কিন্তু এটি ভাল নয়, কারণ একজন দক্ষত বা প্রকৃত ব্যবসায়ী সব সময় তার আবেগ নিয়ন্ত্রণ করেন এবং তাকে অনেক অবাঞ্চিত পরিস্থিতি থেকে রক্ষা করেন। আপনার সম্পর্কে এটা কি এবং আপনি এটি কতটুকু বিশ্বাস করেন?

01797733223
2018-01-14, 08:32 PM
ভাই ফরেক্স একটি উন্নত মানের ব্যবসা। আর এখানে যেহেতু পৃথিবীর সকল মানুষ এই ব্যবসার সাথে জড়িত সেহেতু এখানে আপনি মানুষকে লোভী বলতে পারেন। কারন আমাদের একটা বদঅভ্যাস আছে সেটা হল আমরা সহজে এই মার্কেটে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনা বিধায় ফরেক্সের নানারকম রটনা, ঘটনা প্রকাশ করে বেড়াই ইভেনকি নিজের সব দোষগুলো নিজের ব্যর্থতার কারনে আমরা ফরেক্সের উপরে চাপিয়ে দেই, এটা ঠিক না। সুতরাং আমার মতামত হচ্ছে এটা একটা ভাল ব্যবসা।

Grimm
2018-01-14, 10:52 PM
লোভ নির্ভর করে সম্পূর্ণ আমাদের উপর। আমরা যদি লোভ করি তাহলেই সমস্যা কিন্তু যদি লোভ না করে ট্রেড করি তাহলে কোন সমস্যা নাই। তবে হ্যা ফরেক্স ব্যবসা হতে আমরা অনেক উপার্জন করতে পারি। যদি আমরা এই উপার্জন একটি নির্দিষ্ট করে ট্রেড করি তাহলে মনে হয় আমরা নিরাপদেই মুনাফা অর্জন করতে পারবো আর সফলভাবেও ট্রেড পরিচালনা করতে পারবো।

iloveyou
2018-02-19, 09:38 PM
হ্যা ভাই আপনি ঠিক কথাই বলেছেন। ফরেক্স মার্কেটে মানুষ আসলে তার লোভকে সামলাতে পারে না। দু একটা ট্রেডে লাভ হলেই যেন নিজেকে অনেক কিছু ভেবে বসে, আর এ জায়গাতেই সে আসল ভুলটা করে বসে। ইমোশোনাল ভাবে মার্কেটের উপর তার নিজের কতৃত্ব স্থাপন করতে চায়। সুতরাং আমাদেরকে এখানে নিজের লোভকে নিয়ন্ত্রণ করে কাজ করতে হবে। কারন অতী লোভে তাতী নষ্ট। লোভ মানুষের প্রধাণ শত্রু।

maziz6989
2018-02-19, 10:26 PM
ক্যামনে কি কিছুই বুঝলাম না। এখানে লোভের কোন সুযোগ আছে বলে আমি মনে করি না। কারণ এখানে আপনি যখনই লোভ করে ১০ ডলার কে ১০০০ ডলার করতে চাইবেন এক মাসে তখনই আপনি আপনার আম ছালা দুটোই যাবে। ধন্যবাদ

riponinsta
2018-02-20, 10:34 AM
আমি মনে করি না ফরেক্স মার্কেট এ ট্রেড করা একটা লোভী বাবশা । তবে ফরেক্স মার্কেট এ অনেক ট্রেডার বেশি বেশি লোভ করে অ্যাকাউন্ট জিরো করে ফেলে তাই আমি ফরেক্স মার্কেট এ তাই লোভ না করে ট্রেড করার চেচটা করি তাই আমি ফরেক্স মার্কেট ১% থেকে ২% রিস্ক নিয়ে ট্রেড করি তাই আমার লস কম হয় আর লাভ ফরেক্স মার্কেট থেকে ভাল হয়

Mamun13
2018-02-21, 09:36 PM
নগদ ডলারের লোভ কার না নয়-বলুন৷ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়৷এগুলোর একটি হচ্ছে বেশী লোভে পড়ে দ্রুত ধনী হওয়ার জন্য এলোমেলো অযৌক্তিক ট্রেড করা যাবে না৷অনেকেই এই লোভ সামলাতে না পেরে প্রচুর লস দিয়ে অবশেষে পালিয়ে যান৷ আর কিছু সংখ্যক ট্রেডার তাদের লোভ নিয়ন্ত্রন করে সঠিক ভাবে ট্রেড চালিয়ে যেতে পারেন৷লোভ আমার নিজেরই একটা বড় রিপু যাকে নিয়ন্ত্রন করা আমার পক্ষে খুব কঠিন হয়ে যায়৷তাই তো প্রচুর লস করি !!!

sofi
2018-04-26, 08:14 PM
লোভ নির্ভর করে সম্পূর্ণ আমাদের উপর। আমরা যদি লোভ করি তাহলেই সমস্যা কিন্তু যদি লোভ না করে ট্রেড করি তাহলে কোন সমস্যা নাই। তবে হ্যা ফরেক্স ব্যবসা হতে আমরা অনেক উপার্জন করতে পারি। যদি আমরা এই উপার্জন একটি নির্দিষ্ট করে ট্রেড করি তাহলে মনে হয় আমরা নিরাপদেই মুনাফা অর্জন করতে পারবো আর সফলভাবেও ট্রেড পরিচালনা করতে পারবো।

expkhaled
2018-05-04, 11:41 AM
আসলে কি আমরা অত্যান্ত অভাবী যার কারনে কোন সুযোগ পেলে সেটা যত তারাতারি করে নেওয়া যায় সেই চেষ্টা করি। তাই তো ফরেক্স এ ট্রেড শেখার আগেই আমরা লোভ করে রিয়েল করি বেশী বেশী লাভ করার জন্য বড় বড় লটে ট্রেড করি। কিন্তু দু:খের বিষয় আমার তাড়ায় তো মার্কেট চলে না, মার্কেট চলে মার্কেট এর গতিতে। আমাদের সবসময় মার্কেট এর সঙ্গে থাকতে হবে তাহলে আমরা ফরেক্স থেকে ভাল কিছু অর্জন করতে পারবো। সুতরাং ধৈর্য্য ধারন পূর্বক মার্কেট দেখতে হবে এবং মার্কেট এর সঙ্গে লেগে থাকার অভ্যাস গড়তে হবে।

uzzal05
2018-05-31, 09:55 AM
ফরেক্স মার্কট এ এটাই সবচেয়ে বড় সমস্যা। লোভ ত্যাগ না করতে পারলে মার্কেট এ টিকে থাকা কষ্টকর। কারন একবার প্রফিট করার পর সাথে সাথে আবার ট্রেড করাটা বোকামী ছাড়া আর কিছুই না। সুতরাং যথািসম্ভব লোভ পরিহার করতে হবে।

jyotibiswas000035
2018-06-01, 02:33 AM
ফরেক্স ট্রেডিং একটি লোভী ব্যাবসা আমার মনে হয় এমনটি ভাবার কোন কারন নেই তার কারন হল আপনি আমি একানে লোভ দেখাছি মার্কেটের এখানে কোন দোষ নেই। অতি প্রফিট লাবের আশায় আমরাই ট্রেডিং জ্ঞান,অভিজ্ঞতা,অ্য ানালাইসিস ইত্যাদির তোয়াক্কা না করেই ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করছি।

Mahidul84
2018-08-12, 07:16 PM
হ্যা আমি মনে করি ফরেক্স একটি অবশ্যই লোভী ব্যবসা, কেননা এটি এমন একটি ব্যবসা এখানে লাভের কোন সীমাবদ্ধতা নেই। তাই এই লাভের অবস্থা দেখে অনেক ট্রেডার প্রথম অবস্থায় অধিক লাভের উদ্দেশ্য লোভের বশে পড়ে ট্রেডিং কৌশল পরিকল্পনা না করে ওভার ট্রেডার করে বেশি লাভ করতে চায়, কিন্তু ফলাফল এসে দাড়ায় ব্যালেন্স শূন্যতে। অতএব ফরেক্স মার্কেটে আপনাকে ট্রেড করতে হলে অবশ্যই লোভ বিহীন কাজ করার মত মন মানসিকতা আগে তৈরি করতে হবে। তারপর আপনাকে ট্রেডিং এবং অন্যান্য বিষয়গুলো সম্পর্কে দক্ষতা ও অভিজ্ঞতা সহকারে মার্কেট এনালাইসিস করার মত জ্ঞান অর্জন করতে হবে। তারপর এই মার্কেটে ট্রেড করে সফলতা অর্জন করতে হবে।

edottc
2019-03-25, 07:47 AM
মানুষের টাকার প্রতি লোভ আছে তাই সে যে টাকাই হোক না কেন । ফরেক্সেও মানুষ লোভ করে ।কিন্তু ফরেক্সে লোভ করে অধিক মানুষ লাভ করতে পারে না বরং লস করে ।ফরেক্স কলে লাভ বা উন্নতি করতে হলে লোভকে বাদ দিতে হবে ।

babubd
2019-04-16, 03:00 PM
আমি মনে ফরেক্স কোন লোভী ব্যবসা না । কারন লোভ করা বা না করা এটা আমাদের নিজেদের উপর নির্ভর করে । তাছাড়া ফরেক্সে লোভ করে কেউ কখনও লাভ করতে পারে না । আপনি লোভ করে একটা এন্টিতে বেশি করে ট্রেড করলেন আর মার্কেট আপনার অনুকুলে থাকল না এতে আপনার লসের পরিমান বেড়ে গেলো । তাই লোভ করা ঠিক নয় কারন লোভ কখনও কারো জন্য সুফল বয়ে আনে না ।

bdunity
2019-04-16, 03:14 PM
ফরেক্স একটি লোভি ব্যাবসা ,কথাঠি একবারে অযৈক্তিক না । কারন : ফরেক্সে বিভিন্ন ব্রকার থেকে আপনাকে বিভিন্ন লোভনীয় অফার দিবে শর্ত সাপেক্ষে । আর আপনি অদক্ষ হওয়ার কারনে শরত না বুঝে ফাদে পড়ে যাবেন । ফরেক্স লোভনীয় ব্যাবসা হওয়া সর্তেও যারা লোভকে সামলিয়ে আগাতে পারে তারা সফল হয় ।

shohagbd
2019-04-16, 05:13 PM
সব ব্যবসায় লোভ আছে লোভ না থাকলে কেউ কোন ব্যবসা করতে পারে না।যে কোন ব্যবসায় আপনি যদি লাভের আশা না করেন তাহলে ব্যবসা কেন করবেন। কিন্তু অতিরিক্ত লোভ করলে সব জিনিসই লস হয়। তাই কোন ব্যবসায় লাভ করা যাবে না। লোভ করলে আপনি হারিয়ে যাবেন মার্কেট থেকে

NasirMollah739
2019-04-16, 09:27 PM
ফরেক্স একটি আন্তর্জাতিক মার্কেটপ্লেস। এই প্লাটফর্মে বিভিন্ন দেশের ট্রেডাররা তাদের অর্থ বিনিময়ের মাধ্যমে প্রফিট অর্জন করে থাকে। কিন্তু বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন নতুন ট্রেডাররা পরিবর্তে ক্ষতির সম্মুখীন হতে পারে। প্রকৃতপক্ষে ফরেক্স যেহেতু একটি ব্যবসা সেহেতু লাভ ও ক্ষতি দুটি এই ব্যবসায়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রকৃতপক্ষে ফরেক্স ট্রেডিং করতে পরিপূর্ণ ট্রেডিং স্ট্রাটেজি অর্জন করতে হয়।হিসেব করলে দেখা যায় কেবলমাত্র যারা অভিজ্ঞতা ছাড়া লোভের বশবর্তী হয়ে অতিরিক্ত ট্রেড করে তারাই কেবল বেশি ক্ষতির সম্মুখীন হতে হয়। ফরেক্স তাদের জন্য লাভজনক ব্যবসা, যদি কেউ তার লোভকে নিয়ন্ত্রণে রেখে পরিপূর্ণভাবে অভিজ্ঞতা অর্জন করে ট্রেড করতে পারে।

MdPiashHasan6080892
2019-04-16, 10:15 PM
ফরেক্স হচ্ছে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম এবং পৃথিবীর সবচেয়ে বড় অর্থ বাজার।যেখানে কোটি কোটি মানুষ তাদের অর্থ বিনিয়োগের মাধ্যমে ব্যবসা করে থাকে।ফরেক্স এমন একটি মার্কেট যেখানে প্রতি সেকেন্ডে আপনার বিনিয়োগকৃত অর্থের লাভ বা লোকসান হয়ে থাকে। দক্ষ ট্রেডার ট্রেডিং করার আগে মার্কেট ভালো ভাবে এনালাইসিস করে ট্রেড ওপেন করে কিন্তু অনেক নতুন ফরেক্স আছে যারা বেশি লাভের আশায় অতিরিক্ত ট্রেড ওপেন করে থাকে তারা বেশিরভাগ ক্ষেত্রেই লস এ পড়ে যায়। ফরেক্স মার্কেটে লোভ কে নিয়ন্ত্রণে রেখে দক্ষতার সাথে অভিজ্ঞতা অর্জন করলে অবশ্যই সফলতা পাওয়া সম্ভব।

ARIFULISLAM1996
2019-05-04, 09:02 PM
যেখানেই অর্থের লেনদেন থাকবে সেখানে অবশ্যই একটু হলেও লোভ থাকাটা অস্বাভাবিক কিছু না।আমাদের সবার মাঝেই অর্থের লোভ কাজ করে।আর এই লোভ ক্ষনিকের জন্য আপনাকে লাভবান করলেও পরবর্তীতে আপনি এই লোভের তাড়নায় পড়ে ধ্বংস হয়ে যাবেন।আপনি ঠিক ততটাই লোভ করবেন যতটা আপনি মানিয়ে নিতে পারবেন।ফরেক্স আপনাকে রাতারাতি যেমন ধনী বানাতে পারে,তেমনি গরীবও বানাতে পারে।অন্যের কথায় কান দিয়ে ঝুঁকি নিতে যাবেন না।বুঝে শুনে কাজ করুন দেখবেন সফলতা আসবে।

sujauddinctg
2019-05-04, 09:53 PM
আসলে ফরেক্স একটি লোভনীয় ব্যবসা. এ ব্যবসা রাতারাতি ধনী হওয়া যায় আবার রাতারাতি ফকিরও হওয়া যায়। তবে এ ধনী বা ফকির হওয়ার বিষয়টি সম্পূর্ণ নিজের উপর নির্ভন। এতে কোন কোম্পানী বা ব্রোকারের উপর নির্ভরশীল নয় বা কোন ব্রোকারের দোষও নই। উদাহরণ স্বরূপ বলা যায়; আপনি 5কোটি টাকা দিয়ে একটি এসি বাস কিনলেন; যদি আপনি গাড়ীটিকে প্রথম দিন চালাতে গিয়ে ইচ্ছে করে কোন একটা গাড়ী বা গাছ বা পিলারের সাথে ধাক্কা লাগিয়ে দূর্ঘটনা ঘটান, তাহলে 5কোটি টাকা শেষ। এতে গাড়ী কোম্পানী বা সাপ্লাইয়ারের কোন দোষ নেই। ঠিক তেমনই ফরেক্স ব্যবসা নিজের উপর নির্ভর। লাভ লস নিজের উপর। ভালভাবে শিখে তারপর অল্প অল্প লাভে ফরেক্স ট্রেড করতে হবে। তাহলেই ফরেক্স আপনার জন্য প্রযোজ্য হবে।

AMIRSHIKDER976
2019-05-04, 11:06 PM
ফরেক্সে একটু সময় দিয়ে কাজ করলে মোটামুটি অধিক লাভ করা সম্ভব। তাই যারা ফরেক্স এর নতুন ট্রেডার তারা লাভের আশায় বেশি পাওয়ায় তারা অধিক লাভের জন্যই লোভী হয়ে পড়ে । তবে লোভ করলে ফরেক্সে টিকে থাকা সম্ভব নয়। লোভকে বর্জন করে সঠিক নিয়মে কাজ করলেই সাফল্য আসবে।

MONASONA77
2019-05-06, 01:12 PM
কথায় বলে, লোভে পাপ আর পাপে মৃত্যু। মানুষ ব্যবসা করে অবশ্যই লাভের কথা ভেবে। কিন্তু একটা সময় দেখা যায়, লাভের কথা ভাবতে গিয়ে আমরা লোভে পড়ে যায়। আর ঠিক তখনই লোভের ফেলে লসে পরিনত হয়। আমরা সবাই জানি, ধৈর্যের গায়ে অনেক কাটা থাকে। কিন্তু এর ফল অত্যাধিক সুমিষ্ট হয়। আর ফরেক্স এমনই একটি ব্যবসা যা করলে ,,ডলার উপার্জন করা যায়। তাই শুধু শুধু লোভে পড়ে লস না করে একটু ধৈর্য্য ধরে, সময় নিয়ে, এনালাইসিস করে ট্রেড করলে লাভবান হওয়া সম্ভব বলে আমি মনে করি।

princeeyasin
2019-05-06, 04:11 PM
আমরা সকলে জানি ফরেক্স হল লুভি ব্যাবসা প্রতিষ্ঠানএখানে এসে কিছু শ্রেণীর মানুষ আছে তারা অলপ্পো দিন এর মধ্যে বড়ো লোক হতে চাই যার কারনে তারা ফরেক্স থেকে নিঃশো হয়ে যায় একটা জিনিস মাথায় রাকতে হবে লোভ ছাড়া কিছু হয় না আবার বেশি লোভ করলে কিছু থাকে না।

princeeyasin
2019-05-06, 04:19 PM
ফরেক্সে মার্কেট প্লেজে কাজ করতে পারলে অলপো সময় অনেক টাকা আয় করা সম্ভব । তবে লোভ করলে ফরেক্সে টিকে থাকা সম্ভব নয়। লোভকে বর্জন করে সঠিক নিয়ম পদ্যেতি মেনে কাজ করলেই সফলতা অর্জন করা যাবে ।

babubd
2019-05-07, 12:31 PM
আমি মনে করি লোভ নির্ভর করে ট্রেডারের উপর । যে ফরেক্সে ট্রেড করে সে যদি লোভ করে তাহলে ফরেক্স তার কাছে লোভী । কিন্তু আমার জানা মতে ফরেক্স একটি ব্যবসা । এখানে যে কেউ ট্রেড করে মুনাফা অর্জন করতে পারে । তবে ফরেক্সে কখনও লোভ করা ভালো না । লোভ করলে লাভের চেয়ে লস বেশি হয় ।

Hridoy6763
2019-05-07, 07:32 PM
ফরেক্স মোটেও লোভী ব্যবসা না কিন্তু যারা ফরেক্স মার্কেট এ ট্রেড করে থাকে তারা লোভী হতে পারে,বেশিভাগ ট্রেডারগন মনে করেন ফরেক্স একটি মানি মেকিং বিজিনেস,তাই তারা অধিক ইনকাম এর লোভ এ বড় বড় লট এ ট্রেড করে থাকে ফলে তারা লস এর স্বীকার হয়ে থাকে,তাই ফরেক্স লোভী বিজিনেস নয়,লোভী হয়ে থাকে ট্রেডারগন।

Ziarul
2019-05-07, 10:00 PM
হ্যা ফরেক্স একটি লোভি ব্যাবসা। বলে আমি মনে করি। কারন কম সময়ে অধিক টাকা পাওয়ার লোভ করে থাকে মানুষ এই ব্যাবসায়। কিছু কিছু ব্রোকার আছে যারা ফরেক্সে নতুন তারা ফরেক্স সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করতে পারিনি। তারা অধিক লাভের আশায় ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে এবং তাদের অনেক লস খেতে হয়। আমিও প্রথমে এই ভুল করেছিলাম এবং আমার অনেক লস হতে শুরু করে এবং আমি যখন নিজের ভুল বুঝতে পারলাম তখন থেকেয় ভেবে চিন্তে ট্রেড করতে শুরু করেছিলাম। এখন আমি তেমন লস খায় না। ফরেক্স একটি লোভের মার্কেট। এ মার্কেটে বেশি লোভ না করে অল্প অল্প করে লাভ করলে বেশি আয় করা সম্ভব।..এ জন্য আমিও বলতে পারি ফরেক্স একটি লোভের ব্যাবসা।

KaziBayzid162
2019-05-23, 03:33 PM
আমি কোন ভাবেই আপনার সাথে একমত হতে পারছি না,কারন ফরেক্স মার্কেটে লোভের কোন স্থান নেই,যারাই ফরেক্সে লোভ করেছে তারাই লস করে ব্যলেন্স শুন্য করে ফরেক্স থেকে হাত গুটিয়ে নিয়েছে,কেননা ফরেক্সে ক্জ করতে হলে অভশ্যই আপনাকে ফরেক্স সম্পর্কে ভালভাবে জানতে হবে,ফরেক্স সমন্ধে নিজেকে অভিজ্ঞ ও দক্ষ করে তুলতে হবে,সেই সাথে ইমোশোন ও লোভকে নিয়ন্ত্রন করে ট্রেড করতে হবে,কিন্তুু আপনি যদি কোন ভাবেই লোভ করে অধিক লাভের আশায় বড়লটে ট্রেড করে থাকেন, তাহলে বড় ধরনের ক্ষতিতে পড়ে যেতে পারেন,এবং ফল স্বরুপ আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না,তাই বলব যদি আপনি ফরেক্সে টিকে থেকে ব্যাবসা করতে চান,তাহলে লোভকে পরিহার করে, ট্রেড করুন।

SOMARANITHAKUR1995
2019-05-23, 08:54 PM
লোভ নিয়ে কখনো ব্যবসা করা যায় না। বরং লোভ করে মানুষের পতন হয়। ফরেক্সের প্রত্যকটি সিদ্ধান্ত সতর্কতার সাথে নিতে হয়। সেখানে লোভের বশে বেশি প্রফিটের আশায় বেশি লট নিয়ে ট্রেড করলে ব্যালেন্স শূন্য হয়েও যেতে পারে। যেসব ট্রেডারগণ লোভকে নিয়ন্ত্রণে আনতে পারেন না কেবল তারাই লস করেন। তাই তাদের কাছেই ফরেক্স লোভী ব্যবসা হতে পারে। আসলে তারা এক ধরনের লুজার এবং তারা কখনো ট্রেডিং এর নিয়ম মেনে ট্রেড করেন না।

Hredy
2019-12-07, 08:57 AM
সব ব্যবসায় লোভ আছে। লোভ না থাকলে কেউ কোন ব্যবসা করতে পারে না। যে কোন ব্যবসায় আপনি যদি লাভের আশা না করেন তাহলে ব্যবসা কেন করবেন। কিন্তু অতিরিক্ত লোভ করলে সব জিনিসই লস হয়। তাই কোন ব্যবসায় লাভ করা যাবে না। লোভ করলে আপনি হারিয়ে যাবেন মার্কেট থেকে।

samun
2019-12-07, 10:57 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়৷এগুলোর একটি হচ্ছে বেশী লোভে পড়ে দ্রুত ধনী হওয়ার জন্য এলোমেলো অযৌক্তিক ট্রেড করা যাবে না৷অনেকেই এই লোভ সামলাতে না পেরে প্রচুর লস দিয়ে অবশেষে পালিয়ে যান৷ আর কিছু সংখ্যক ট্রেডার তাদের লোভ নিয়ন্ত্রন করে সঠিক ভাবে ট্রেড চালিয়ে যেতে পারেন৷লোভ আমার নিজেরই একটা বড় রিপু যাকে নিয়ন্ত্রন করা আমার পক্ষে খুব কঠিন হয়ে যায়৷তাই তো প্রচুর লস করি।

ARD1
2019-12-07, 01:16 PM
এর সাফল্যের মূল চাবিকাঠি এই ক্ষেত্রে একটি ভবিষ্যত তৈরি করা। জ্ঞান এবং অভিজ্ঞতা ব্যতীত আপনি কোনও কাজে বিকাশ করতে পারবেন না। সুতরাং জ্ঞান ফরেক্সের মূল প্রথম অংশ, কারণ ফরেক্স সহজ ব্যবসা নয় এবং সাফল্য অর্জনের জন্য আরও জ্ঞান এবং তথ্যের জন্য যথাযথ শিক্ষা এবং বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। এগুলি ছিল তাদের অর্থ এবং ইন্টারনেট সংযোগ, দালালের সাথে নিবন্ধভুক্ত ছিল।

PK_SHIKDER
2019-12-07, 11:04 PM
ফরেক্স মার্কেট যেহেতু একটা আন্তর্জাতিক অনলাইন ব্যবসা,,, তারপর আবার এই ব্যবসা করে ভালো অর্থ উপার্জন করা সম্ভব হয়,,,,সেহেতু এই ব্যবসায় মানুষের লোভটা অনেক বেশি থাকে । কিন্তু এই ফরেক্স ব্যবসাতে যারা লোভ করে থাকবে,,,,তারা কখনো ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জন করতে পারবে না,,, তারা কিছুদিন বাদেই ফরেক্স মার্কেট থেকে হারিয়ে যাবে । তাই আমাদের সকলের উচিত ফরেক্স মার্কেটে কখনো লোভ না করা ।

IFXmehedi
2019-12-16, 11:20 PM
ভাই ব্যবসা তো লোভের হয় না বলে আমার মনে হয় । লোভ নির্ভর করে আপনার মানসিকতার উপরে । ফরেক্স ট্রেডিং হল খুবই লাভবান একটা ব্যবসা । আর এটাতে যদি আপনি লোভ করেন তাহলে তো ফরেক্স ট্রেডিং লোভই ব্যবসা হল না । আপনি ফরেক্স থেকে বেশি লাভের আশা করছেন জন্যই ফরেক্স ট্রেডইকে আপনার লোভী ব্যবসা বলে মনে হচ্ছে । অনেক ট্রেডার আছে যারা ফরেক্স ট্রেডিংকে অন্য সব ব্যবসার মত মনে করেই নিয়মিত লাভ করে যাচ্ছে ।

abilkis7
2019-12-16, 11:26 PM
হ্যাঁ ফরেক্স অবশ্যই লোভী ব্যবসা। কারন এটি এমন একটি ব্যবসা এখানে লাভের কোন সীমাবদ্ধতা নেই। তাই এই লাভের অবস্থা দেখে অনেক ট্রেডার প্রথম অবস্থায় অধিক লাভের উদ্দেশ্যে লোভের বশবর্তি হয়ে পড়ে। ট্রেডিং কৌশল পরিকল্পনা না করে ওভার ট্রেড করে বেশি লাভ করতে চায়। কিন্তু ফলাফল এসে দাড়ায় ব্যালেন্স শূন্যতে। অতএব ফরেক্স মার্কেটে আপনাকে ট্রেড করতে হলে অবশ্যই লোভ বিহীন কাজ করার মত মন মানসিকতা আগে তৈরি করতে হবে। তারপর আপনাকে ট্রেডিং এবং অন্যান্য বিষয়গুলো সম্পর্কে দক্ষতা ও অভিজ্ঞতা সহকারে মার্কেট এ্যানালাইসিস করার মত জ্ঞান অর্জন করতে হবে। তারপর এই মার্কেটে ট্রেড করে সফলতা অর্জন করতে পারবেন।

uzzal05
2019-12-19, 07:58 AM
ফরেক্স এমন একটি ব্যবসা যেখানে আপনি সারাদিন ট্রেড করতে মন চাইবে। আর ট্রেড না করলেও আপনার ভালো লাগবে না। সত্যি এটা একটা লোভী ব্যবসা। ফরেক্স মার্কেট থেকে সবাই প্রফিট করতে পারেনা। এখানে খুব কমই লোকই বিজয়ী লাভ করতে পারে। আমি অনেক বছর ধরে করেও তেমন ভালো কিছু করতে পারি না।

MINARULRFL100
2019-12-19, 07:17 PM
ফরেক্স ট্রেডিং মার্কেট এ যারা কাজ করবে তাদের আগে লোভ সংবরণ করতে হবে।কারন লোভ আপনাকে ধংস করবে।মাঝে মাঝে আপনার মনে হবে আপনি এখনি অনেক লাভ করতে পারবেন।এই ভেবে বড় বড় ট্রেড অপেন করলেন এবং লাভ ও করলেন।এই রকম ২-৩ বার করলেন তখন ও আপনি লাভ করলেন।পরে মনে করলেন লাভ তো করতেছি তাহলে আরো বড় ট্রেড অপেন করি তাহলে আরো বেশি বেশি লাভ করতে পারবো আর ঠিক যখনি আপনি বড় ট্রেড অপেন করলেন আর তখন যদি মার্কেট আপনার অনুকূলে না থাকে তাহলে আপনার ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে আর আপনি ফরেক্স ট্রেডিং মার্কেট কাজ করতে পারবেন না।অনেক বড় লস নিয়ে মনে করবেন ফরেক্স মানুষকে ধংস করতেছে কিন্তু এই ধংসের পিছনে যে আপনি নিজেই দোষী এই টা ভেবে দেখবেন না কারন আপনার মাথায় কাজ করবে আপনার অনেক লস হয়েছে।তাই আমরা লোভ থেকে নিজেকে বিরত রাখবো তাহলে আমরা ভাল আয় করতে পারবো।

SHARIFfx
2019-12-19, 07:34 PM
আমার মতে আপনার উচিত ফরেক্স মারকেট এ সেন্টিমেন্ট এনালাইসিস করা। কারন আপনার লোভ অটোমেটিক ছলে আসবেই। আপনি পুরানো দক্ষ ট্রেড্রার হলেও এমনটি হয়ে থাকবে। তাই লোভ কে বাদ দিয়ে ডেইলি ট্রেড করুন। টেক প্রফিট আর স্টোপ লস ব্যাবহার করুন।

TanjirKhandokar1994
2019-12-19, 09:17 PM
ফরেক্স ট্রেডিং হচ্ছে একটি অনলাইন বিজনেস তবে এটাকে যদি আপনি লোভনীয় মনে করেন তাহলে লোভনীয় ব্যাবসা আর না হলে সাধারণ ব্যাবসা। তবে আমি মনে করি সাধারণ ব্যাবসা হিসেবে মনে করে এখানে কাজ করলে দির্ঘ দিন টিকে থাকা যায়। আর যদি লোভনীয় ব্যাবসা মনে করেন আর লোভ করে ট্রেড করেন তাহলে অকালেই ঝরে পড়তে হবে। এখানে লোভ আছে তবে সেটা সামলিয়ে কাজ করতে হবে তবেই সফলতা পাওয়া যায়। আর লোভ করলে সব হারিয়ে বিদায় নিতে হয় এটাই স্বাভাবিক বিষয়।

KF84
2019-12-19, 11:03 PM
ফরেক্স কেন কোন ব্যবসায় আসলে লোভী বা ক্ষতির হতে পারে না । এটা শুধুমাত্র একজন ব্যবসায়ীর দৃষ্টিভঙ্গির মাধ্যমেই গৃহীত হয় । আমরা মানুষই আসলে এই লোভ বা ক্ষতির অস্তিত্ব সৃষ্টি করেছি এবং আমাদের বেশী চাওয়ার যে রিপু আছে তাই আমাদের প্রভাবিত করে লোভের দিকে । তাই ব্যবসার দিকে আঙ্গুল না তুলে বরং আমাদের আচরনের উপর খেয়াল করা উচিত । আমাদের মনকে নিয়ন্ত্রন করতে হবে লোভ থেকে কারণ লোভ করার সময় একজন মানুষের বুদ্ধি এবং বিশ্লেষণের কার্যকারিতা লোভ পায় ।

Fxhuman
2019-12-24, 01:13 AM
ফরেক্স মার্কট এ এটাই সবচেয়ে বড় সমস্যা। লোভ ত্যাগ না করতে পারলে মার্কেট এ টিকে থাকা কষ্টকর। কারন একবার প্রফিট করার পর সাথে সাথে আবার ট্রেড করাটা বোকামী ছাড়া আর কিছুই না। সুতরাং যথািসম্ভব লোভ পরিহার করতে হবে।

amreta
2020-03-22, 10:46 AM
হতে পারেন এবং আরও বেশি লাভ অর্জন করতে পারেন তবে আপনাকে কঠোর এবং সততার সাথে কাজ করতে হবে। এবং আমি মনে করি আপনার লাভ করার জন্য আপনার প্রচুর পরিশ্রম এবং দুর্দান্ত পোস্ট করা উচিত you আপনি যদি ভাল পোস্ট করেন এবং পোস্ট করেন তবে আপনি সফল হবেন এবং আপনি এই ব্যবসায় একটি সাফল্য

saraa
2020-03-22, 11:22 AM
নির্ধারণ হ'ল এমন একটি জিনিস যা আপনাকে আশা এবং শক্তি দেয়, কেবল এই বাণিজ্যে অর্থোপার্জন করা নয়, বরং বেঁচে থাকাও গ পরিচালনা এবং সমস্ত ব্যবসায়ের জন্য ক্ষতি বন্ধ করুন যা কেবল ক্ষয়কে হ্রাস করে না তবে লাভের দিকেও নিয়ে যায়।হ্যাঁ ফরেক্স সকল লোকের জন্য খুব ভাল এবং সফল ব্যবসা যারা অনলাইনে যে কোনও সময় এবং যে কোনও জায়গায় অনলাইনে কাজ করতে চায় তাই ফরেক্স ট্রেডিং মানুষের পক্ষে সবচেয়ে শক্তিশালী এবং মূল্যবান ব্যবসা এবং এই ব্যবসায়ের মাধ্যমে ভাল উপার্জন অর্জন করে।

Kane
2020-03-22, 12:22 PM
ভাই ফরেক্স একটি উন্নত মানের ব্যবসা। আর এখানে যেহেতু পৃথিবীর সকল মানুষ এই ব্যবসার সাথে জড়িত সেহেতু এখানে আপনি মানুষকে লোভী বলতে পারেন। কারন আমাদের একটা বদঅভ্যাস আছে সেটা হল আমরা সহজে এই মার্কেটে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনা বিধায় ফরেক্সের নানারকম রটনা, ঘটনা প্রকাশ করে বেড়াই ইভেনকি নিজের সব দোষগুলো নিজের ব্যর্থতার কারনে আমরা ফরেক্সের উপরে চাপিয়ে দেই, এটা ঠিক না। সুতরাং আমার মতামত হচ্ছে এটা একটা ভাল ব্যবসা।

KGF3010
2020-03-22, 11:02 PM
যেখানেই অর্থের লেনদেন থাকবে সেখানে অবশ্যই একটু হলেও লোভ থাকাটা অস্বাভাবিক কিছু না।আমাদের সবার মাঝেই অর্থের লোভ কাজ করে।আর এই লোভ ক্ষনিকের জন্য আপনাকে লাভবান করলেও পরবর্তীতে আপনি এই লোভের তাড়নায় পড়ে ধ্বংস হয়ে যাবেন।আপনি ঠিক ততটাই লোভ করবেন যতটা আপনি মানিয়ে নিতে পারবেন।ফরেক্স আপনাকে রাতারাতি যেমন ধনী বানাতে পারে,তেমনি গরীবও বানাতে পারে।অন্যের কথায় কান দিয়ে ঝুঁকি নিতে যাবেন না।বুঝে শুনে কাজ করুন দেখবেন সফলতা আসবে।

martin
2020-03-22, 11:12 PM
আমি মনে ফরেক্স কোন লোভী ব্যবসা না । কারন লোভ করা বা না করা এটা আমাদের নিজেদের উপর নির্ভর করে । তাছাড়া ফরেক্সে লোভ করে কেউ কখনও লাভ করতে পারে না । আপনি লোভ করে একটা এন্টিতে বেশি করে ট্রেড করলেন আর মার্কেট আপনার অনুকুলে থাকল না এতে আপনার লসের পরিমান বেড়ে গেলো । তাই লোভ করা ঠিক নয় কারন লোভ কখনও কারো জন্য সুফল বয়ে আনে না ।

rakib.r
2020-04-04, 06:51 PM
ফরেক্স আসলে লোভনীয় একটা ব্যাবসা কারন হলো এটা সব সময় মুভ করতে থাকে। আপনি যদি রানিং পেয়ার যেগুলো আছে সেগুলোর দিকে তাকান তাহলে দেখবেন যে ১ সেকেন্ডের জন্য ও এরা থেমে নেই। সারাক্ষন দৌড়ের উপর ই আছে। আপনি একটা ট্রেড নিলেন সেটা লাভ বা লস কিছু একটা হবে এটাই স্বাভাবিক। কিন্তু সেই ট্রেড টা শেষ হবার পর পর ই আপনার মনে হবে তাইলে আরো একটা ট্রেড নিয়ে নেই না দেখি কি হয় আরেক টু চেষ্টা করে যদি কিছু বেশি লাভ করা যায় বা যদি লস টা উঠে আসে

black-hill
2020-04-04, 10:28 PM
ফরেক্স ব্যবসায় ভাগ্য দিলে খুবই অল্প সময়ে জীবন এর চাকা বদলে যেতে পারে। এটি এমন একটি ব্যবস্যা যে খানে লোভের বসবাস কিন্তু এই ব্যবসায় লোভ করলে নিজের বিপদ নিজেই পরতে হবে। হ্যাঁ আমার মতেও এটি একটি লোভি ব্যবস্যা।

XXXTentacion
2020-04-10, 04:48 PM
অ্যাকাউন্টকে প্রতিরোধ করার জন্য আরও ক্ষতি অর্জন করতে হবে এবং বেশি লাভ অর্জন করতে হবে। মনে হচ্ছে। তবে আমি স্বর্ণের ব্যবসায়ের জন্য অত্যন্ত প্রয়োজনীয় প্রয়োজনীয়তা হিসাবে অনেক পরীক্ষক এবং জ্ঞান অর্জনের পরে ভবিষ্যতে সোনায় বাণিজ্য করব। মূল্যবান ধাতু ছাড়াও বৈদেশিক মুদ্রার ফ্রেমের দামগুলি আমরা আবিষ্কার করেছি যে এই আন্দোলনটি আবিষ্কার করা হবে এমন একমাত্র একক যা তারা সাধারণত অবধি ঠিক উল্টে যায় this দিনের মধ্যেই সবচেয়ে শক্ত মূল্যবান ধাতু হতে পারে এটি অবশ্যই

HASIBURRAHMAN
2020-04-10, 05:00 PM
আমি মনে করি ফরেক্স একটি লোভী ব্যবসা কারণ এটি আমাদের সব সময় লোভ করতে পারে, সর্বাধিক ব্যবসায়ী এই ঘটনা ঘটাচ্ছে। এখানে প্রত্যেকে দ্রুত অর্থ উপার্জন করতে এবং ধনী হতে চায়। কিন্তু এটি ভাল নয়, কারণ একজন দক্ষত বা প্রকৃত ব্যবসায়ী সব সময় তার আবেগ নিয়ন্ত্রণ করেন এবং তাকে অনেক অবাঞ্চিত পরিস্থিতি থেকে রক্ষা করেন। আপনার সম্পর্কে এটা কি এবং আপনি এটি কতটুকু বিশ্বাস করেন?

লোভ মানুষকে কাজের প্রতি আকৃষ্ট করে। লোভ বা কাজের প্রতি আকর্ষণ অবশ্যই সফলতার জন্য গুরুত্বপূর্ণ। আর কাজের প্রতি আকর্ষণ না থাকলে সফলতা আসার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। লোভ না থাকলে কাজের প্রতি মানুষের আকর্ষন থাকেনা। তবে অতিরিক্ত লোভ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, অতিরিক্ত লোভ মানুষকে অনিয়মের দিকে ধাবিত করে। সুতরাং লোভ থাকা ভালো তবে অতিরিক্ত নয়।

zakia
2020-04-10, 07:32 PM
ফরেক্স একটি ব্যবসা তবে এটা লোভী ব্যবসা কিনা সেটা নির্ভর করবে সম্পূর্ণ আপনার নিজের উপর । হ্যাঁ এটা ঠিক যে ফরেক্স মার্কেট থেকে প্রচুর পরিমানে অর্থ আয় করা যায় আর সেক্ষেত্রে ফরেক্স আপনার কাছে লোভী ব্যবসা মনে হতেই পারে । কিন্তু আপনি যদি ফরেক্স ভালভাবে বুঝে, শিখে, জেনে তারপর ফরেক্স মার্কেট এ ট্রেড দেন তাহলে আপনার জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বাড়বে এবং এর সাথে আপনি প্রচুর অর্থ ও আয় করতে পারবেন বলে আমি মনে করি ।

smbiplob
2020-04-11, 12:11 AM
না ভাই ফরেক্স ট্রেডিং কোন লোভী ব্যবসা বলে আমি মনে করি না । তবে অনেকেই কম সময়ে অধিক টাকা উপার্জনের ফরেক্স ট্রেডিং এ লোভ করে থাকে । আসলে আমরা যদি বুঝে শুনে ফরেক্স মার্কেটে ট্রেড করা শুরু করি তাহলে আমার বিশ্বাস ফরেক্স মার্কেট সম্পর্কে আমাদের ধারণা পরিবর্তন হবে এবং আমরা বাস্তবতা বুঝে তখন ফরেক্স মার্কেটে ট্রেড করব ।

DIGITALBABU2020
2020-04-11, 05:19 AM
লোভ কম-বেশি সবারই আছে। ফরেক্স মার্কেটে লোভ কখনো ভাল ফলাফল বয়ে আনে না। অতিরিক্ত লোভের কারণে লস হবে নয়তো বেশি ঝুঁকি নিয়ে ট্রেড করার কারণে ব্যালেন্স শূন্য হয়ে যেতে পারে। তাই ফরেক্স মার্কেটে টিকে থাকার জন্য লোভকে নিয়ন্ত্রণে রাখতে হবে। ফরেক্স মার্কেটে এমন বহু ট্রেডার আছেন যাদের অনেক দক্ষতা থাকা শর্তেও লোভকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি। যার কারণে প্রতিনিয়ত তাদেরকে লস করতে হয়। ফরেক্স মার্কেট স্থির নয়। প্রতিনিয়ত এখানে কারেন্সির মার্কেট প্রাইস উঠানামা করছে। কখনো কখনো এত বেশি ওঠানামা করে যা এনালাইসিস করেও অনেক সময় বোঝা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু আপনি বেশি প্রফিট করার আশায় ঝুঁকি বেশি নিয়ে বেশি বেশি লট নিয়ে ট্রেড করলেন এবং দেখা গেল মার্কেট অতিরিক্ত বিপরীতে চলে গেল। আপনার ব্যালেন্স অন্যদের আর বেশি দেরী লাগবে না। তাই লোভকে না বলুন।

FREEDOM
2020-04-11, 01:17 PM
ফরেক্সের মত লোভী ব্যাবসা খুব কমই আছে বলে আমার ধারনা কারন ফরেক্স মার্কেট দেখলে খুবই সোজা মনে হয়, আমাদের মনে হয় শুধু বাই আর সেল করবো আর লাভ চলে আসবে। কিন্তু যখন ট্রেডিং করা শুরু করি তখন দেখি যা ট্রেড করছি তাই উল্টোদিকে যাচ্ছে আর লস হচ্ছে। এভাবে কিছুদিন যাওয়ার পরই নিজেদের ভুল বুজতে পারি এবং তা থেকে যারা নিজেদেরকে শুধরে নিতে পারি তারাই একসময় ফরেক্সে টিকে থাকতে পারি৷

souravkumarhazra6763
2020-04-11, 05:22 PM
ফরেক্স লোভনীয় বিজিনেস নয়,ফরেক্স যারা করে থাকে তার ৮০% ট্রেডার লোভী হয়ে থাকে তাই ভাই ধারনা বদলান ফরেক্স কে লোভনীয় বিজিনেস না বলে,ফরেক্স ট্রেডারদের লোভী বলেন,আর আপনি এই টা মনে রাখবেন ফরেক্স এ ৯০ পারসেন্ট ট্রেডার তাদের ব্যালেন্স হারিয়ে থাকে তাদের লোভ এর জন্য।

rakib.r
2020-04-12, 02:57 PM
আগে শুনতাম টাকা নাকি বাতাসে উড়ে শুধু ধরতে জানতে হয়। ফরেক্স মার্কেট এমনি একটা মার্কেট যেখানে টাকা আকাশে উড়ে। টাকার নেশা সবার ই আছে। যে এক টাকা ধরতে পারছে সে চাইবে আরো এক টাকা যদি হাতে আসে তাহলে তো দুই টাকা হয়ে যাবে। অন্য দিকে যে ধরতে পারলো না বরং লস করলো সে চাইবে আরেক বার চেষ্টা করে দেখি ই যদি ধরতে পারি ই । মার্কেটের রেনডম মুভমেন্ট এর জন্য আমাদের আসলে এমন ভাবনা হয়ে থাকে।

sanjida
2020-04-12, 07:34 PM
ফরেক্সে এই যে ৯০% মানুষ ঝড়ে যায় তারা সবাই কোন না কোন ভাবে লোভের স্বীকার। মানে একবার না একবার তারা লোভ করেছেই। কেও হয়তো শুরুতেই লোভ করেছে। যেমন কিছু দিন ডেমো করেই চলে আসছে রিয়েল ট্রেডে এইটাও এক ধরনের লোভ। মুটামুটি এখন বুঝতে পারে , সাকসেস রেট ৫০/৫০। কল লটে একটা ট্টেড প্রফিট কইরা বড় লটে একটা ট্রেড নিয়ে ধরা খায়। এটাও লোভ ই । লোভ কে আসলে কন্ট্রোল করতে হবে

Fardin02
2020-04-14, 10:35 AM
ফরেক্স ট্রেডিং একটি লোভী ব্যাবসা আমার মনে হয় এমনটি ভাবার কোন কারন নেই তার কারন হল আপনি আমি একানে লোভ দেখাছি মার্কেটের এখানে কোন দোষ নেই। অতি প্রফিট লাবের আশায় আমরাই ট্রেডিং জ্ঞান,অভিজ্ঞতা,অ্য ানালাইসিস ইত্যাদির তোয়াক্কা না করেই ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করছি।

Fxxx
2020-04-29, 02:41 PM
ফরেক্স মোটেও লোভী ব্যবসা না কিন্তু যারা ফরেক্স মার্কেট এ ট্রেড করে থাকে তারা লোভী হতে পারে,বেশিভাগ ট্রেডারগন মনে করেন ফরেক্স একটি মানি মেকিং বিজিনেস,তাই তারা অধিক ইনকাম এর লোভ এ বড় বড় লট এ ট্রেড করে থাকে ফলে তারা লস এর স্বীকার হয়ে থাকে,তাই ফরেক্স লোভী বিজিনেস নয়,লোভী হয়ে থাকে ট্রেডারগন।

rakib.r
2020-04-29, 04:36 PM
সম্মানিত ফোরাম সদস্য গন আশা করি ভালো আছেন। হ্যা আপনি ঠিকি বলেছেন, ফরেক্স একটি লোভী ব্যাবসা। ফরেক্সে আসলে ২৫ ঘন্টাইম মুভমেন্ট হতেই থাকে। আর এই মুভমেন্ট এর কারনে আমাদের মনে হয় যে আসলে আর একটু ট্রেড করে নেই না কি হবে আর। কিন্তু না এটাই আসলে আমাদের ভুল। ফরেক্সে কিছু কিছু এন্ট্রি লেভেল থাকে যার বাইরে এসে আপনি যদি এন্ট্রি নিয়ে থাকেন তাহলে আপনার লস হবার খুব বেশি সম্ভবনা থেকে যাবে।

Rokibul7
2020-04-29, 04:42 PM
প্রথম প্রথম যখন ট্রেড দিতাম তখন কম লটে ট্রেড ওপেন করতাম প্রথমে আমার ভালই লাভ হচ্ছিল এরকম চলতে চলতে আমি একবার উইথড্র পেলাম তারপর থেকে শুরু হয়ে গেল আমার লোভ তারপর থেকে বেশি ট্রেড ওপেন করতাম প্রথমে দু-একটা উইন হইছে পরে আমার লোক আরো বেড়ে গেল তারপরে আমি আরো বেশি ট্রেড ওপেন করা শুরু করলাম তারপর থেকে বাংলা ছায়াছবির মত আমার জীবনে নেমে আসলো লস এবার দু-একটা লস্ট নিয়ে আমি ঝুলে থাকলাম কিছুদিনের ভিতরেই আমি জিরো হয়ে নক আউট হয়ে গেলাম তারপরও মাথায় তেমন কোনো চিন্তা ঢুকলো না আবার বোনাস নিলাম আবার বেশি লটারি ট্রেড ওপেন শুরু করলাম আবার জিরো হয়ে গেলাম তারপর আমার মাথায় নতুন টেনশন কাজ করা শুরু করল যে তুই বড় হয়েছি সেই দুইবার আমি পরে টাকা ছাপানোর মেশিন ভাবছিলাম তাই ও আমাকে বুঝিয়ে দিলো এটা টাকা ছাপানোর মেশিন দক্ষতা প্রমাণ করার জায়গা তাই এখনই মাসের বোনাস নিয়ে আমার অনেক স্বপ্ন আমি এ মাসের বোনাস দিয়ে ট্রেড পরিচালনা করার কথা ভাবতেছি তাই এবার আর লোভে পা দিব না

rakib.r
2020-04-29, 11:56 PM
আমার কাছে যে জিনিস টা মনে হয় সেটা হলো লোভ করা আর না করাটা নিজের মধ্যে। আপনার যদি লোভ করতে ইচ্ছে হয় তবেই মাত্র লোভে আপনি সাড়া দিবেন। যদি আপনার লোভ করতে ইচ্ছা না হয় তাহলে মার্কেটের লোভ দেখানোতে আপনি সাড়া দিবেন না। মার্কেট সব সময় মুভ করতেই থাকে। তাই এইটা নয় যে আপনার জন্য সব টা সময় ই একদম পার্ফেক্ট সময় একটা এন্ট্রি নেওয়ার। এন্ট্রি নেওয়ার জন্য কিছু লেভেল খুজে বের করতে হবে আপনাকে যে লেভেল গুলো সেইফ। তারপর ট্রেড নিতে হবে

DEARMUM100
2020-05-14, 04:44 AM
ফরেক্স লোভণীয় বিজনেস বলে আমি মনে করিনা।তবে
অনেকেই মনে করে ফরেক্স দিয়ে কোটিপতি হওয়া যায়। এটা তাদের ভুল ধারণা। কারন লোভে পড়ে ভলিউম বেশি নিয়ে উল্টো পুজি হারায়। তাই আমাদের উচিত এনালাইসিস করে ট্রেড ওপেন করা। রিস্ক ম্যানেজম্যান্ট করা। আর প্রতিটি ট্রেডে টেক প্রফিট আর স্টপ লস ইউজ করা।বেশী ইমোশনাল হয়ে ট্রেড করা থেকে বিরত থাকা

Mahmud1984fx
2020-05-14, 09:12 AM
আমি মনে করি ফরেক্স একটি লোভী ব্যবসা কারণ এটি আমাদের সব সময় লোভ করতে পারে, সর্বাধিক ব্যবসায়ী এই ঘটনা ঘটাচ্ছে। এখানে প্রত্যেকে দ্রুত অর্থ উপার্জন করতে এবং ধনী হতে চায়। কিন্তু এটি ভাল নয়, কারণ একজন দক্ষত বা প্রকৃত ব্যবসায়ী সব সময় তার আবেগ নিয়ন্ত্রণ করেন এবং তাকে অনেক অবাঞ্চিত পরিস্থিতি থেকে রক্ষা করেন। আপনার সম্পর্কে এটা কি এবং আপনি এটি কতটুকু বিশ্বাস করেন?

পৃথিবী একটি লোভনীয় এবং আকর্ষনীয় স্থান। মানুষ পৃথিবীর বস্তুগত জিনিস দিয়ে তৈরী তাই প্রথিবীর যে কোন জিনিসের প্রতি দূর্বল। আর পৃথিবীর যে কোন জিনিস পেতেই অর্থ প্রয়োজন। মৌলিক চাহিদাসহ ভোগ-বিলাসের যে কোন জিনিসই পেতে হলে প্রয়োজন অর্থ। অর্থ উপার্জনের অনেক মাধ্যম যেমন চাকুরী,ব্যবসা ইত্যাদি। ফরেক্স যেহেতু আন্তর্জাতিক মানের বিশাল বিজনেস মার্কেট। সেহেতু এখানে যারা ব্যবসা করেন তাদের অনেক চাহিদা থাকে। অতিরিক্ত লোভ যেমন মারাত্মক ক্ষতি তেমনি জীবনে সফল হওয়ার প্রতি বা ইনকামের প্রতি লোভ না থাকলেও চেষ্ট-প্রচেষ্টা এবং পরিশ্রম বৃদ্ধি পায় না।

Dibakar Biswas
2020-05-14, 07:05 PM
যেকোন কাজে সফলতার প্রধান বাধা হলো লোভ ও অজ্ঞতা। তেমনি ফরেক্সে ও এই কথাটি ঠিক । লোভ থাকলে কেউ এখানে সফল হতে পারবে না। আবার এটাও ঠিক আমাদের প্রত্যেকের মধ্যেই লোভ আছে। আপনাকে আপনার লোভ ত্যাগ করতে হবে । যদি না পারেন তবে ফরেক্সকে অবশ্যই আপনার লোভী ব্যবসা বলে মনে হবে। আমার মতে যারা ফরেক্স ভালো জানে বা অভিজ্ঞ তাদের কাছে সবচেয়ে ভালো ব্যবসা হলো ফরেক্স ।

Md.shohag
2020-05-14, 07:31 PM
এর সাফল্যের মূল চাবিকাঠি এই ক্ষেত্রে একটি ভবিষ্যত তৈরি করা। জ্ঞান এবং অভিজ্ঞতা ব্যতীত আপনি কোনও কাজে বিকাশ করতে পারবেন না। সুতরাং জ্ঞান ফরেক্সের মূল প্রথম অংশ, কারণ ফরেক্স সহজ ব্যবসা নয় এবং সাফল্য অর্জনের জন্য আরও জ্ঞান এবং তথ্যের জন্য যথাযথ শিক্ষা এবং বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। এগুলি ছিল তাদের অর্থ এবং ইন্টারনেট সংযোগ, দালালের সাথে নিবন্ধভুক্ত ছিল।

FATEMAKHATUN
2020-05-15, 03:57 AM
ফরেক্স একটি লোভী ব্যবসা। যদিও অতিরিক্ত লোভ ফরেক্সে ধ্বংসের অন্যতম কারণ। তারপরও অনেকেই লোভের বশবর্তী হয়ে অনিয়ন্ত্রিত ট্রেড করতে থাকেন যার ফলে বেশির ভাগ মানুষই ফরেক্সে ব্যর্থ।

Mas26
2020-05-15, 09:29 AM
ভাই ফরেক্স একটি উন্নত মানের ব্যবসা। আর এখানে যেহেতু পৃথিবীর সকল মানুষ এই ব্যবসার সাথে জড়িত সেহেতু এখানে আপনি মানুষকে লোভী বলতে পারেন। কারন আমাদের একটা বদঅভ্যাস আছে সেটা হল আমরা সহজে এই মার্কেটে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনা বিধায় ফরেক্সের নানারকম রটনা, ঘটনা প্রকাশ করে বেড়াই ইভেনকি নিজের সব দোষগুলো নিজের ব্যর্থতার কারনে আমরা ফরেক্সের উপরে চাপিয়ে দেই, এটা ঠিক না। সুতরাং আমার মতামত হচ্ছে এটা একটা ভাল ব্যবসা।

Lubna1212
2020-05-19, 08:57 PM
আমি মনে করি ফরেক্স একটি লোভী ব্যবসা কারণ এটি আমাদের সব সময় লোভ করতে পারে, সর্বাধিক ব্যবসায়ী এই ঘটনা ঘটাচ্ছে। এখানে প্রত্যেকে দ্রুত অর্থ উপার্জন করতে এবং ধনী হতে চায়। কিন্তু এটি ভাল নয়, কারণ একজন দক্ষত বা প্রকৃত ব্যবসায়ী সব সময় তার আবেগ নিয়ন্ত্রণ করেন এবং তাকে অনেক অবাঞ্চিত পরিস্থিতি থেকে রক্ষা করেন। আপনার সম্পর্কে এটা কি এবং আপনি এটি কতটুকু বিশ্বাস করেন?

সিলিং ফরেক্স একটি শীর্ষস্থানীয় ব্যবসা। এছাড়াও, যেহেতু গ্রহটির সমস্ত ব্যক্তি এই ব্যবসায়ের সাথে জড়িত, আপনি এখানে ব্যক্তিদেরকে অভদ্র হিসাবে অভিহিত করতে পারেন। আমাদের নেতিবাচক আচরণের ধরণ সম্পর্কে যে ব্যাখ্যা রয়েছে তা হ'ল আমরা কেবল এই বাজারে উল্লেখযোগ্য প্রচেষ্টা দিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি। সুতরাং আমার অনুভূতিটি এটি একটি শালীন ব্যবসা।

JUHAIRJABIR2
2020-05-19, 09:04 PM
যারা লোভী তাদের কাছে ফরেক্স লোভী ব্যবসা। শর্টকাট এ ধনী হওয়ার কোনো ব্যবসা এই জগতে নেই। তবে শর্টকাট এ ফকির হওয়া যায় যদি ফরেক্স এ লোভ সামলাতে না পারা যায়।

Hasinapx
2020-05-20, 12:30 PM
কথাটা সঠিক নয়। ফরেক্স ব্যবসা লোভী নয় বরং আমরাই লোভী। অতিরিক্ত লোভ না করে স্বাভাবিক গতিতে ব্যবসা করলে প্রফিট হতে পারে আর আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারলে নিজের দোষেই ব্যালেন্স জিরো হতে পারে। এজন্য ফরেক্স ব্যবসাকে দায়ী করে কোন লাভ নেই। ফরেক্স ব্যবসা এখন সবচেয়ে জনপ্রিয় ব্যবসা বিশ্বব্যাপী।

konok
2020-08-20, 12:28 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়৷এগুলোর একটি হচ্ছে বেশী লোভে পড়ে দ্রুত ধনী হওয়ার জন্য এলোমেলো অযৌক্তিক ট্রেড করা যাবে না৷ অনেকেই এই লোভ সামলাতে না পেরে প্রচুর লস দিয়ে অবশেষে পালিয়ে যান৷ এই মুভমেন্ট এর কারনে আমাদের মনে হয় যে আসলে আর একটু ট্রেড করে নেই না কি হবে আর। কিন্তু না এটাই আসলে আমাদের ভুল। ফরেক্সে কিছু কিছু এন্ট্রি লেভেল থাকে যার বাইরে এসে আপনি যদি এন্ট্রি নিয়ে থাকেন তাহলে আপনার লস হবার খুব বেশি সম্ভবনা থেকে যাবে।

milu
2020-08-20, 01:54 PM
কথায় বলে, লোভে পাপ আর পাপে মৃত্যু। মানুষ ব্যবসা করে অবশ্যই লাভের কথা ভেবে। কিন্তু একটা সময় দেখা যায়, লাভের কথা ভাবতে গিয়ে আমরা লোভে পড়ে যায়। আর ঠিক তখনই লোভের ফেলে লসে পরিনত হয়। আমরা সবাই জানি, ধৈর্যের গায়ে অনেক কাটা থাকে। কিন্তু এর ফল অত্যাধিক সুমিষ্ট হয়।ফরেক্স একটি লোভের মার্কেট। এ মার্কেটে বেশি লোভ না করে অল্প অল্প করে লাভ করলে বেশি আয় করা সম্ভব।..এ জন্য আমিও বলতে পারি ফরেক্স একটি লোভের ব্যাবসা।

Starship
2020-08-20, 04:52 PM
ফরেক্স মার্কেট এমন একটি ব্যবসা যেখানে ডলার চোখের সামনে দেখা দেয়। অনেকে অতিরিক্ত লোভ নিয়ে ধরতে চায় কিন্তু তা পারে না। এগুলো অর্জন করার জন্য রুলস ও অনুশীলন মেনে যদি কেউ ফরেক্স দক্ষতা অর্জন করে তাহলে সহজে পাওয়া যায়। ফরেক্স একটি লোভনীয় বাজার। এখানে ডলার প্রফিট করতে হলে প্রতিটা নিয়ম কানুন মেনে চলতে হবে। তাহলে ফরেক্স থেকে আয় সম্ভব।

Sid
2020-08-20, 04:53 PM
লোভ নির্ভর করে সম্পূর্ণ আমাদের উপর। আমরা যদি লোভ করি তাহলেই সমস্যা কিন্তু যদি লোভ না করে ট্রেড করি তাহলে কোন সমস্যা নাই। তবে হ্যা ফরেক্স ব্যবসা হতে আমরা অনেক উপার্জন করতে পারি। যদি আমরা এই উপার্জন একটি নির্দিষ্ট করে ট্রেড করি তাহলে মনে হয় আমরা নিরাপদেই মুনাফা অর্জন করতে পারবো আর সফলভাবেও ট্রেড পরিচালনা করতে পারবো।

muslima
2020-08-27, 02:08 AM
জ্ঞান এবং অভিজ্ঞতা ব্যতীত আপনি কোনও কাজে বিকাশ করতে পারবেন না। সুতরাং জ্ঞান ফরেক্সের মূল প্রথম অংশ, কারণ ফরেক্স সহজ ব্যবসা নয় এবং সাফল্য অর্জনের জন্য আরও জ্ঞান এবং তথ্যের জন্য যথাযথ শিক্ষা এবং বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। আপনি যদি ফরেক্স ভালভাবে বুঝে, শিখে, জেনে তারপর ফরেক্স মার্কেট এ ট্রেড দেন তাহলে আপনার জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বাড়বে এবং এর সাথে আপনি প্রচুর অর্থ ও আয় করতে পারবেন বলে আমি মনে করি ।

gpsohag
2020-08-27, 10:16 AM
ফরেক্স একটা ডিজিটাল ব্যাবসা, যার দ্বারা মানুষ কেবল তার ব্যাক্তিগত ব্যাবসা হিসেবে গনিত হতে পারে। তাই এখানে লোভ না করে ধৈর্য্যসহিত এগোনা কাম্য।

jimislam
2020-08-27, 11:13 AM
নির্ধারণ হ'ল এমন একটি জিনিস যা আপনাকে আশা এবং শক্তি দেয়, কেবল এই বাণিজ্যে অর্থোপার্জন করা নয়, বরং বেঁচে থাকাও গ পরিচালনা এবং সমস্ত ব্যবসায়ের জন্য ক্ষতি বন্ধ করুন যা কেবল ক্ষয়কে হ্রাস করে না, ইভেনকি নিজের সব দোষগুলো নিজের ব্যর্থতার কারনে আমরা ফরেক্সের উপরে চাপিয়ে দেই, এটা ঠিক না। সুতরাং আমার মতামত হচ্ছে এটা একটা ভাল ব্যবসা।

robinsheikh
2020-08-27, 11:30 AM
অতি লোভে তাতি নস্ট তাই ফরেক্সএ এসে টাকা ইনকাম করা সহজ তাই বলে বেশি লোভ করা ভালো না,,

akashkhalifa
2020-08-27, 11:45 AM
হ্যা আপনি ঠিকই বলেছেন ফরেক্স হলো একটা লোভী ব্যাবাসা এ ব্যাবসায় এসে লোভ করে আনেক মানুষ তার প্রোপার্টি হারিয়েছে।

akashkhalifa
2020-08-27, 11:50 AM
ব্রো আপনি ঠিকই বলেছেন ফরেক্স এ এসে অনেক মানুষ তার সর্বস হারিয়েছে। তাই ফরেক্স এ আসার আগে আপনাকে আগে ভেবে নিতে হবে।

Shole33
2020-08-27, 11:51 AM
ফরেক্স হচ্ছে একটি লোভী ব্যবসা
,,,,,,,,,,,,,,,,প্রথম প্রথম যখন ট্রেড দিতাম তখন কম লটে ট্রেড ওপেন করতাম প্রথমে আমার ভালই লাভ হচ্ছিল এরকম চলতে চলতে আমি একবার উইথড্র পেলাম তারপর থেকে শুরু হয়ে গেল আমার লোভ তারপর থেকে বেশি ট্রেড ওপেন করতাম প্রথমে দু-একটা উইন হইছে পরে আমার লোক আরো বেড়ে গেল তারপরে আমি আরো বেশি ট্রেড ওপেন করা শুরু করলাম তারপর থেকে বাংলা ছায়াছবির মত আমার জীবনে নেমে আসলো লস এবার দু-একটা লস্ট নিয়ে আমি ঝুলে থাকলাম কিছুদিনের ভিতরেই আমি জিরো হয়ে নক আউট হয়ে গেলাম তারপরও মাথায় তেমন কোনো চিন্তা ঢুকলো না আবার বোনাস নিলাম আবার বেশি লটারি ট্রেড ওপেন শুরু করলাম আবার জিরো হয়ে গেলাম তারপর আমার মাথায় নতুন টেনশন কাজ করা শুরু করল যে তুই বড় হয়েছি সেই দুইবার আমি পরে টাকা ছাপানোর মেশিন ভাবছিলাম তাই ও আমাকে বুঝিয়ে দিলো এটা টাকা ছাপানোর মেশিন দক্ষতা প্রমাণ করার জায়গা তাই এখনই মাসের বোনাস নিয়ে আমার অনেক স্বপ্ন আমি এ মাসের বোনাস দিয়ে ট্রেড পরিচালনা করার কথা ভাবতেছি তাই এবার আর লোভে পা দিব না।।

robinsheikh
2020-08-27, 11:58 AM
কোন কিছু করতে গেলে লোভ করা ঠিক না তাই জার ধনী হওয়ার ইচ্ছেনাই বা ধনী হওয়ার জন্য ফরেক্সএ আসেন নি তারা ফরেক্স এ এসে কাজ করতে পারেন

Akib
2020-08-27, 03:12 PM
আমি মনে করি ফরেক্স একটি লোভী ব্যবসা কারণ এটি আমাদের সব সময় লোভ করতে পারে, সর্বাধিক ব্যবসায়ী এই ঘটনা ঘটাচ্ছে। এখানে প্রত্যেকে দ্রুত অর্থ উপার্জন করতে এবং ধনী হতে চায়। কিন্তু এটি ভাল নয়, কারণ একজন দক্ষত বা প্রকৃত ব্যবসায়ী সব সময় তার আবেগ নিয়ন্ত্রণ করেন এবং তাকে অনেক অবাঞ্চিত পরিস্থিতি থেকে রক্ষা করেন। আপনার সম্পর্কে এটা কি এবং আপনি এটি কতটুকু বিশ্বাস করেন?

ফরেক্স একটি উন্নত মানের ব্যবসা। আর এখানে যেহেতু পৃথিবীর সকল মানুষ এই ব্যবসার সাথে জড়িত সেহেতু এখানে আপনি মানুষকে লোভী বলতে পারেন। কারন আমাদের একটা বদঅভ্যাস আছে সেটা হল আমরা সহজে এই মার্কেটে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনা বিধায় ফরেক্সের নানারকম রটনা, ঘটনা প্রকাশ করে বেড়াই ইভেনকি নিজের সব দোষগুলো নিজের ব্যর্থতার কারনে আমরা ফরেক্সের উপরে চাপিয়ে দেই, এটা ঠিক না। সুতরাং আমার মতামত হচ্ছে এটা একটা ভাল ব্যবসা

KAZIMAJHARULISLAM
2020-08-27, 03:17 PM
ব্যবসা কখনোই লোভী হতে পারে না,এটা সম্পূর্ণ নির্ভর করে ব্যবসায়ীর মানসিকতার ওপর। কেননা ব্যবসায়ী লোভী হয়ে থাকে।অধিকাংশ নবীন ট্রেডার অতিরিক্ত লোভ করে। এবং দ্রুত বড়লোক হতে গিয়ে,ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে।এবং ফরেক্স থেকে পরাজিত সৈনিক হয়ে ফিরে যায়।কিন্তু একজন দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার কখনোই লোভ করেনা। এবং সে তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে, ধৈর্যধারণের মাধ্যমে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করে।এবং মার্কেটের যে কোন পরিবর্তনকে মেনে নেয়ার মত মানসিকতা রাখে। তাই বলব ফরেক্স থেকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে অবশ্যই লোভকে উপেক্ষা করতে হবে।

Soh1952
2020-08-27, 03:17 PM
ফরেক্স মার্কট এ এটাই সবচেয়ে বড় সমস্যা। লোভ ত্যাগ না করতে পারলে মার্কেট এ টিকে থাকা কষ্টকর। কারন একবার প্রফিট করার পর সাথে সাথে আবার ট্রেড করাটা বোকামী ছাড়া আর কিছুই না। সুতরাং যথািসম্ভব লোভ পরিহার করতে হবে।তবে অতিরিক্ত লোভ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, অতিরিক্ত লোভ মানুষকে অনিয়মের দিকে ধাবিত করে। সুতরাং লোভ থাকা ভালো তবে অতিরিক্ত নয়।

IFXmehedi
2020-08-27, 05:44 PM
ফরেক্স মার্কট এ এটাই সবচেয়ে বড় সমস্যা। লোভ ত্যাগ না করতে পারলে মার্কেট এ টিকে থাকা কষ্টকর। কারন একবার প্রফিট করার পর সাথে সাথে আবার ট্রেড করাটা বোকামী ছাড়া আর কিছুই না। সুতরাং যথািসম্ভব লোভ পরিহার করতে হবে।

ভাই ফরেক্স ট্রেডিং লোভী ব্যবসা লোভী হচ্ছে আমরা । আপনি যদি নিজের লোভকে না নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি কখনই কোন কাজে সফল হতে পারবেন না । আপনি সফল হতে চাইলে আপনাকে অবশ্যই লোভ কে নিয়ন্ত্রণ করতে হবে । আসলে ফরেক্স মার্কেটে প্রচুর অর্থ উপার্জনের হাতছানি থাকে বলে আমরা হয়তো এই মার্কেটে ঢুকে নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারি না যার কারণে লোভের বশবর্তী হয়ে ট্রেডিং করে আমরা আমাদের অর্থ লস করে ফেলি ।

forexmastersharif
2020-08-27, 06:00 PM
ফরেক্স লোভী না লোভী আমরা। আমরা যদি লোভ করি তাহলে সমস্যা আর যদি লোভ না করি তাহলে কোন সমস্যা নাই। লোভ না করলে ফরেক্স মার্কেট থেকে আমরা অনেক উপার্জন করতে পারি। আমরা যদি অল্প লাভের আসায় ট্রেড করে তাহলে কখনোই আসরা লুজার হব না। বেশি উপার্জন করার আসায় আসাদের বেশি লস হয়। তাই লোভী না হয়ে নিরাপদে উপার্জন করি।

sss21
2020-08-27, 06:14 PM
ফরেক্স হচ্ছে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম এবং পৃথিবীর সবচেয়ে বড় অর্থ বাজার।যেখানে কোটি কোটি মানুষ তাদের অর্থ বিনিয়োগের মাধ্যমে ব্যবসা করে থাকে।ফরেক্স এমন একটি মার্কেট যেখানে প্রতি সেকেন্ডে আপনার বিনিয়োগকৃত অর্থের লাভ বা লোকসান হয়ে থাকে। দক্ষ ট্রেডার ট্রেডিং করার আগে মার্কেট ভালো ভাবে এনালাইসিস করে ট্রেড ওপেন করে কিন্তু অনেক নতুন ফরেক্স আছে যারা বেশি লাভের আশায় অতিরিক্ত ট্রেড ওপেন করে থাকে তারা বেশিরভাগ ক্ষেত্রেই লস এ পড়ে যায়। ফরেক্স মার্কেটে লোভ কে নিয়ন্ত্রণে রেখে দক্ষতার সাথে অভিজ্ঞতা অর্জন করলে অবশ্যই সফলতা পাওয়া সম্ভব।

IFXmehedi
2020-08-31, 12:20 PM
ক্যামনে কি কিছুই বুঝলাম না। এখানে লোভের কোন সুযোগ আছে বলে আমি মনে করি না। কারণ এখানে আপনি যখনই লোভ করে ১০ ডলার কে ১০০০ ডলার করতে চাইবেন এক মাসে তখনই আপনি আপনার আম ছালা দুটোই যাবে। ধন্যবাদ

ভাই ফরেক্স ট্রেডিং কখনোই লোভী ব্যবসা নয় কিন্তু আপনি যদি ১০ ডলার থেকে ১০০০ ডলার কামাই করতে চান সেক্ষেত্রে আপনার লোভের কোন সীমারেখায় থাকবে না । আমরা যদি ফরেক্স মার্কেটে ট্রেডিং করে প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে চাই তাহলে আমাদেরকে অনেক বেশি পরিশ্রম এবং ধৈর্যধারণ করতে হবে । আসলে ফরেক্স মার্কেটে ট্রেডিং করে কেউ রাতারাতি কোটিপতি হতে পারেনা । কিন্তু আপনি যদি নিজে ভালোভাবে ফরেক্স ট্রেডিং শিখে ধৈর্য ধারণ করে এই মার্কেটের ট্রেডিং করেন । তাহলে আপনি ফরেক্স মার্কেট এ সফল হবেন ।

FRK75
2020-12-17, 06:59 PM
ফরেক্সে একটু সময় দিয়ে কাজ করলে মোটামুটি অধিক লাভ করা সম্ভব। তাই যারা ফরেক্স এর নতুন ট্রেডার তারা লাভের আশায় বেশি পাওয়ায় তারা অধিক লাভের জন্যই লোভী হয়ে পড়ে । তবে লোভ করলে ফরেক্সে টিকে থাকা সম্ভব নয়। লোভকে বর্জন করে সঠিক নিয়মে কাজ করলেই সাফল্য আসবে।কিন্তু অতিরিক্ত লোভ করলে সব জিনিসই লস হয়। তাই কোন ব্যবসায় লাভ করা যাবে না। লোভ করলে আপনি হারিয়ে যাবেন মার্কেট থেকে।

samun
2020-12-27, 10:30 AM
আমি মনে করি অর্থের লেনদেন থাকা মানে সেখানে অবশ্যই একটু হলেও লোভ থাকাটা স্বাভাবিক। আমাদের সবার মাঝেই অর্থের লোভ কাজ করে।আর এই লোভ ক্ষনিকের জন্য আপনাকে লাভবান করলেও পরবর্তীতে আপনি এই লোভের তাড়নায় পড়ে ধ্বংস হয়ে যাবেন।আপনি ঠিক ততটাই লোভ করবেন যতটা আপনি মানিয়ে নিতে পারবেন।ফরেক্স আপনাকে রাতারাতি যেমন ধনী বানাতে পারে,তেমনি গরীবও বানাতে পারে।অন্যের কথায় কান দিয়ে ঝুঁকি নিতে যাবেন না।বুঝে শুনে কাজ করুন দেখবেন সফলতা আসবে।

FRK75
2021-06-08, 05:46 PM
একটি জিনিস যা আপনাকে আশা এবং শক্তি দেয়, কেবল এই বাণিজ্যে অর্থোপার্জন করা নয়, বরং বেঁচে থাকাও গ পরিচালনা এবং সমস্ত ব্যবসায়ের জন্য ক্ষতি বন্ধ করুন যা কেবল ক্ষয়কে হ্রাস করে না তবে লাভের দিকেও নিয়ে যায়।হ্যাঁ ফরেক্স সকল লোকের জন্য খুব ভাল এবং সফল ব্যবসা যারা অনলাইনে যে কোনও সময় এবং যে কোনও জায়গায় অনলাইনে কাজ করতে চায় তাই ফরেক্স ট্রেডিং মানুষের পক্ষে সবচেয়ে শক্তিশালী এবং মূল্যবান ব্যবসা এবং এই ব্যবসায়ের মাধ্যমে ভাল উপার্জন অর্জন করে।

EmonFX
2021-06-08, 06:27 PM
আমি মনে করি ফরেক্স একটি লোভী ব্যবসা কারণ এটি আমাদের সব সময় লোভ করতে পারে, সর্বাধিক ব্যবসায়ী এই ঘটনা ঘটাচ্ছে। এখানে প্রত্যেকে দ্রুত অর্থ উপার্জন করতে এবং ধনী হতে চায়। কিন্তু এটি ভাল নয়, কারণ একজন দক্ষত বা প্রকৃত ব্যবসায়ী সব সময় তার আবেগ নিয়ন্ত্রণ করেন এবং তাকে অনেক অবাঞ্চিত পরিস্থিতি থেকে রক্ষা করেন। আপনার সম্পর্কে এটা কি এবং আপনি এটি কতটুকু বিশ্বাস করেন?

আপনার কথায় যথেষ্ট যুক্তি আছে। তবে ফরেক্স মার্কেটে লোভকে নিয়ন্ত্রন না করতে পারলে তার জন্য ফরেক্স ব্যবসা নয়। ফরেক্সে হতাশান মূল কারন হলো লোভকে কন্ট্রোল করতে না পারা। যে যত বেশি লোভকে নিয়ন্ত্রন করতে পারবে ফরেক্সে সে ততবেশি সফলতা অর্জন করবে। ফরেক্সে ৯০% ট্রেডার ঝরে যায় শুধুমাত্র লোভকে নিয়ন্ত্র করতে না পেরে। দেখা যায় অনেকেই সপ্তাহের ৪ দিন ভালো প্রফিট করছেন ভেবে ৫ম দিন বড় ট্রেডে লট কিনতে গিয়ে লস করে ব্যলেন্স শুন্য করে ফেলেন। ৪ দিনে যা প্রফিট করছেন তা একদিনেই হারিয়ে হতাশ হয়ে পড়েন। আবার দেখা যায় কেউ কেউ দ’একটি ট্রেডে লস করে তা পুষিয়ে নেয়ার জন্য বড় লট কিনে বসেন। ফলাফল ঐ একই, আবারো লস এবং ব্যালেন্স জিরো। তাই বলবো অবশ্যই ট্রেড করার আগে লোভ নিয়ন্ত্রন করে, অনেক এনালাইসিস ও ডেমো প্রাকটিস করে অভিজ্ঞতা অর্জন করে ট্রেড করুন। তাহলেই আপনি একদিন সফল ট্রেডারে পরিণত হবেন।

Sakib42
2021-06-15, 11:39 PM
এখানে যেহেতু পৃথিবীর সকল মানুষ এই ব্যবসার সাথে জড়িত সেহেতু এখানে আপনি মানুষকে লোভী বলতে পারেন। লোভ ছাড়া কোনো ব্যাবসা হয় না আর হবে না, কিন্তু আমাদের লোভ কে নিয়ন্ত্রন করতে হবে। আমরা যেন অতিরিক্ত লোভ না করে কোন কিছু না করে সেদিকে খেয়াল রাখতে হবে কেননা অতিরিক্ত লোভ আমাদের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে। যে ব্যবসায়ী সবসময় লাভের কথা চিন্তা করে লাভ করে সে সব সময় টিকে থাকতে পারে না।লোভ ত্যাগ না করতে পারলে মার্কেট এ টিকে থাকা কষ্টকর। কেননা লোভ সবকিছু নষ্ট করে দেয়।

Devdas
2021-07-19, 09:18 PM
ফরেক্স কোন প্রকার লোভনীয় ব্যবসা নয় বরং ফরেক্স করে যে আমরা অনেক টাকা আয় করি এতেই আমাদেরকে লোভ করে দেয়। ফরেক্স এ লোভীদের কোন স্থান নেই। ফরেক্স এ যারা লোভ করে ফরেক্স করে থাকনে তাহলে সে ফরেক্স থেকে লস করবেন এবং ফরেক্স এ বেশী দিন টিকে থাকতে পারে না। তাই ফরেক্স করার আগে লোভকে নিয়ন্ত্রন করে তারপর ফরেক্স করলে ফরেক্স থেকে সুফল পাওয়া যায়।

Mas26
2021-07-19, 10:49 PM
ফরেক্স মার্কট এ এটাই সবচেয়ে বড় সমস্যা।লোভ ত্যাগ না করতে পারলে মার্কেট এ টিকে থাকা কষ্টকর।ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়৷এগুলোর একটি হচ্ছে বেশী লোভে পড়ে দ্রুত ধনী হওয়ার জন্য এলোমেলো অযৌক্তিক ট্রেড করা যাবে না৷অনেকেই এই লোভ সামলাতে না পেরে প্রচুর লস দিয়ে অবশেষে পালিয়ে যান৷কারন একবার প্রফিট করার পর সাথে সাথে আবার ট্রেড করাটা বোকামী ছাড়া আর কিছুই না। সুতরাং যথািসম্ভব লোভ পরিহার করতে হবে। ধৈর্য্য ধারন পূর্বক মার্কেট দেখতে হবে এবং মার্কেট এর সঙ্গে লেগে থাকার অভ্যাস গড়তে হবে।

Devdas
2021-08-11, 11:31 PM
আমার মতে ফরেক্স কোন প্রকার লোভী ব্যবসা নয়। কিন্তু ফরেক্স মার্কেট এ যাদের লোভ করার অভ্যাস আসে তারাই লোভ করে ফরেক্স করতে আসে। কিন্তু এটা ঠিক যে ফরেক্স আমাদেরকে অনেকটা লোভ বাড়ায়। কিন্তু ফরেক্স মার্কেট এ লোভীদের কোন স্থান নেই। যারা ফরেক্স মার্কেট এ লোভ করে আসবে তারা ফরেক্স মার্কেট থেকে বেশী দিন টিকে থাকতে পারে না। তাই নিজের লোভকে নিয়ন্ত্রন করে ফরেক্স করতে পারলে ফরেক্স মার্কেট থেকে সাফলতা অর্জন করা যাবে।

FREEDOM
2021-08-21, 06:07 PM
আমি মনে করি ফরেক্স একটি লোভী ব্যবসা কারণ এটি আমাদের সব সময় লোভ করতে পারে, সর্বাধিক ব্যবসায়ী এই ঘটনা ঘটাচ্ছে। এখানে প্রত্যেকে দ্রুত অর্থ উপার্জন করতে এবং ধনী হতে চায়। কিন্তু এটি ভাল নয়, কারণ একজন দক্ষত বা প্রকৃত ব্যবসায়ী সব সময় তার আবেগ নিয়ন্ত্রণ করেন এবং তাকে অনেক অবাঞ্চিত পরিস্থিতি থেকে রক্ষা করেন। আপনার সম্পর্কে এটা কি এবং আপনি এটি কতটুকু বিশ্বাস করেন?

Smd
2021-11-09, 05:09 PM
এখানে যেহেতু পৃথিবীর সকল মানুষ এই ব্যবসার সাথে জড়িত সেহেতু এখানে আপনি মানুষকে লোভী বলতে পারেন। কারন আমাদের একটা বদঅভ্যাস আছে সেটা হল আমরা সহজে এই মার্কেটে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনা বিধায় ফরেক্সের নানারকম রটনা, ঘটনা প্রকাশ করে। তবে আমি স্বর্ণের ব্যবসায়ের জন্য অত্যন্ত প্রয়োজনীয় প্রয়োজনীয়তা হিসাবে অনেক পরীক্ষক এবং জ্ঞান অর্জনের পরে ভবিষ্যতে সোনায় বাণিজ্য করব। মূল্যবান ধাতু ছাড়াও বৈদেশিক মুদ্রার ফ্রেমের দামগুলি আমরা আবিষ্কার করেছি যে এই আন্দোলনটি আবিষ্কার করা হবে।

samun
2022-07-17, 09:07 PM
ফরেক্স মার্কেটে লোভ কখনো ভাল ফলাফল বয়ে আনে না। অতিরিক্ত লোভের কারণে লস হবে নয়তো বেশি ঝুঁকি নিয়ে ট্রেড করার কারণে ব্যালেন্স শূন্য হয়ে যেতে পারে। তাই ফরেক্স মার্কেটে টিকে থাকার জন্য লোভকে নিয়ন্ত্রণে রাখতে হবে। ফরেক্স মার্কেটে এমন বহু ট্রেডার আছেন যাদের অনেক দক্ষতা থাকা শর্তেও লোভকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি। যার কারণে প্রতিনিয়ত তাদেরকে লস করতে হয়। ফরেক্সে আসলে ২৫ ঘন্টাইম মুভমেন্ট হতেই থাকে। আর এই মুভমেন্ট এর কারনে আমাদের মনে হয় যে আসলে আর একটু ট্রেড করে নেই না কি হবে আর। কিন্তু না এটাই আসলে আমাদের ভুল। ফরেক্সে কিছু কিছু এন্ট্রি লেভেল থাকে যার বাইরে এসে আপনি যদি এন্ট্রি নিয়ে থাকেন তাহলে আপনার লস হবার খুব বেশি সম্ভবনা থেকে যাবে।

Rexon
2022-07-17, 10:13 PM
ফরেক্স একটি ব্যৱসা | এটি কোনো লোভনীয় ব্যৱসা নয় | লোভ আমাদের মধ্যে থাকে এর জন্য এই ফরেক্স কে দশ দেয়া যাবে না | আপনি অন্য কোনো ব্যৱসা করলেও আপনার মধ্যে লোভ কাজ করবে অতিরিক্ত প্রফিট করার | তবে ফরেক্স এর ক্ষেত্রে এটি একটু বেশি কাজ করে থাকে তাই আমাদের একটি সীমাবদ্ধ বজায় রেখে ট্রেডিং করতে হবে অতিরিক্ত আশা করলে যেমন প্রফিট হতে পারে তেমন লস ও হতে পারে তাই বুঝে ট্রেড করতে হবে |

Mas26
2022-07-17, 11:20 PM
ফরেক্স একটি উন্নত মানের ব্যবসা। আর এখানে যেহেতু পৃথিবীর সকল মানুষ এই ব্যবসার সাথে জড়িত সেহেতু এখানে আপনি মানুষকে লোভী বলতে পারেন। কারন আমাদের একটা বদঅভ্যাস আছে সেটা হল আমরা সহজে এই মার্কেটে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনা বিধায় ফরেক্সের নানারকম রটনা, ঘটনা প্রকাশ করে বেড়াই ইভেনকি নিজের সব দোষগুলো নিজের ব্যর্থতার কারনে আমরা ফরেক্সের উপরে চাপিয়ে দেই, এটা ঠিক না। সুতরাং আমার মতামত হচ্ছে এটা একটা ভাল ব্যবসা।নগদ ডলারের লোভ কার না নয়-বলুন৷ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়৷এগুলোর একটি হচ্ছে বেশী লোভে পড়ে দ্রুত ধনী হওয়ার জন্য এলোমেলো অযৌক্তিক ট্রেড করা যাবে না৷অনেকেই এই লোভ সামলাতে না পেরে প্রচুর লস দিয়ে অবশেষে পালিয়ে যান৷ আর কিছু সংখ্যক ট্রেডার তাদের লোভ নিয়ন্ত্রন করে সঠিক ভাবে ট্রেড চালিয়ে যেতে পারেন৷লোভ আমার নিজেরই একটা বড় রিপু যাকে নিয়ন্ত্রন করা আমার পক্ষে খুব কঠিন হয়ে যায়৷তাই তো প্রচুর লস করি।

FRK75
2023-01-30, 11:58 AM
ফরেক্স ট্রেডিং কোন লোভী ব্যবসা বলে আমি মনে করি না । তবে অনেকেই কম সময়ে অধিক টাকা উপার্জনের ফরেক্স ট্রেডিং এ লোভ করে থাকে । আসলে আমরা যদি বুঝে শুনে ফরেক্স মার্কেটে ট্রেড করা শুরু করি তাহলে আমার বিশ্বাস ফরেক্স মার্কেট সম্পর্কে আমাদের ধারণা পরিবর্তন হবে এবং আমরা বাস্তবতা বুঝে তখন ফরেক্স মার্কেটে ট্রেড করব ।সম্মানিত ফোরাম সদস্য গন আশা করি ভালো আছেন। হ্যা আপনি ঠিকি বলেছেন, ফরেক্স একটি লোভী ব্যাবসা। ফরেক্সে আসলে ২৫ ঘন্টাইম মুভমেন্ট হতেই থাকে। আর এই মুভমেন্ট এর কারনে আমাদের মনে হয় যে আসলে আর একটু ট্রেড করে নেই না কি হবে আর। কিন্তু না এটাই আসলে আমাদের ভুল। ফরেক্সে কিছু কিছু এন্ট্রি লেভেল থাকে যার বাইরে এসে আপনি যদি এন্ট্রি নিয়ে থাকেন তাহলে আপনার লস হবার খুব বেশি সম্ভবনা থেকে যাবে।ফরেক্স মোটেও লোভী ব্যবসা না কিন্তু যারা ফরেক্স মার্কেট এ ট্রেড করে থাকে তারা লোভী হতে পারে,বেশিভাগ ট্রেডারগন মনে করেন ফরেক্স একটি মানি মেকিং বিজিনেস,তাই তারা অধিক ইনকাম এর লোভ এ বড় বড় লট এ ট্রেড করে থাকে ফলে তারা লস এর স্বীকার হয়ে থাকে,তাই ফরেক্স লোভী বিজিনেস নয়,লোভী হয়ে থাকে ট্রেডারগন।

samun
2023-05-15, 09:52 AM
ফরেক্স মার্কেট এমন একটি ব্যবসা যেখানে ডলার চোখের সামনে দেখা দেয়। অনেকে অতিরিক্ত লোভ নিয়ে ধরতে চায় কিন্তু তা পারে না। এগুলো অর্জন করার জন্য রুলস ও অনুশীলন মেনে যদি কেউ ফরেক্স দক্ষতা অর্জন করে তাহলে সহজে পাওয়া যায়। জ্ঞান ফরেক্সের মূল প্রথম অংশ, কারণ ফরেক্স সহজ ব্যবসা নয় এবং সাফল্য অর্জনের জন্য আরও জ্ঞান এবং তথ্যের জন্য যথাযথ শিক্ষা এবং বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। আপনি যদি ফরেক্স ভালভাবে বুঝে, শিখে, জেনে তারপর ফরেক্স মার্কেট এ ট্রেড দেন তাহলে আপনার জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বাড়বে।

kazitanzib
2023-05-19, 04:25 PM
ফরেক্স ট্রেডিং সহজাতভাবে লোভী নয়। লোভ একটি ব্যক্তিগত বৈশিষ্ট্য যা যেকোনো ব্যবসা বা প্রচেষ্টায় প্রকাশ পেতে পারে। সফল ট্রেডাররা ঝুঁকি ব্যবস্থাপনা এবং সুশৃঙ্খল সিদ্ধান্ত গ্রহণকে অগ্রাধিকার দেন। একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গির সাথে ট্রেডিংয়ের সাথে যোগাযোগ করা এবং লোভ দ্বারা চালিত অত্যধিক ঝুঁকি গ্রহণ করা এড়ানো গুরুত্বপূর্ণ।

Mas26
2023-05-19, 04:55 PM
ফরেক্স একটি উন্নত মানের ব্যবসা। আর এখানে যেহেতু পৃথিবীর সকল মানুষ এই ব্যবসার সাথে জড়িত সেহেতু এখানে আপনি মানুষকে লোভী বলতে পারেন। কারন আমাদের একটা বদঅভ্যাস আছে সেটা হল আমরা সহজে এই মার্কেটে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনা বিধায় ফরেক্সের নানারকম রটনা, ঘটনা প্রকাশ করে বেড়াই ইভেনকি নিজের সব দোষগুলো নিজের ব্যর্থতার কারনে আমরা ফরেক্সের উপরে চাপিয়ে দেই, এটা ঠিক না। সুতরাং আমার মতামত হচ্ছে এটা একটা ভাল ব্যবসা।

Ronaldray
2023-05-26, 12:50 PM
ফরেক্স ট্রেডিং সহজাতভাবে লোভী নয়, তবে স্বতন্ত্র ট্রারেডারা লোভের কাছে আত্মসমর্পণ করতে পারে। দায়িত্বশীল ট্রেডিং অনুশীলন, বাস্তবসম্মত লক্ষ্য এবং ঝুঁকি ব্যবস্থাপনার কৌশল লোভের প্রভাব প্রশমিত করতে সাহায্য করে।