PDA

View Full Version : ফরেক্স সিগন্যাল কি?



Mahmudx84
2014-04-27, 09:20 PM
ফরেক্স ট্রেডিং সিগন্যালগুলো হল লেনদেনের উপাদানের ক্রয়/বিক্রয় এর সংকেত( মুদ্রা,শেয়ার,সিএফডি, মূল্যবান ধাতু ইত্যাদি) এগুলো হল সময়মত ওপেনিং এবং ক্লোজিং অপশনের জন্য সংকেত। বর্তমানে ট্রেডিং সিগন্যাল হল খুব জনপ্রিয় সেবা ফরেক্স মার্কেটে । এই সিগন্যালগুলো একজন ট্রেডারকে কার্যকারী তথ্য প্রদান করে- কোন মুদ্রা এবং কত মূল্যে লেনদেন করতে হবে, ক্লোজিং পজিশনের সময়, স্টপ লস স্থাপন করা প্রয়োজন, ভুল অনুমানের ক্ষেত্রে অনেক বড় ক্ষতি এড়ানোর জন্য, অথবা মোট ফলাফল থেকে ভালো মুনাফা নেওয়ার জন্য ইত্যাদি।

islamshafiul87
2014-09-25, 07:06 PM
ফরেক্স সিগন্যাল হল আপনি কখন ট্রেড ওপেন করবেন তার একটা নিউজ। যা ভিবিন্ন ভাবে আপনি সংগ্রহ করতে পারবেন। এক্ষেত্রে দেখা যায় কিছু কিছু সিগন্যাল এ ট্রেড ওপেন করলে লাভ হয় আবার কিছু কিছু ক্ষেত্রে লস হয়।

monoronjan
2014-09-25, 11:34 PM
বর্তমানে ফরেক্স সিগন্যাল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এর দ্বারা আপনি আপনার ট্রেড পজিশন সহজেই নিতে পারবেন। এই সিগন্যাল আপনাকে কখন আপনার ট্রেড ওপেন করতে হবে র কখন ক্লোজ করতে হবে তার একটা সঙ্কেত আপনাকে দিয়ে দিবে।

Msjmoni
2014-10-12, 10:01 AM
সিগনাল হল আপনি কখন আপনার ট্রেড ওপেন করবেন বা কোন পজিশনে ট্রেড টি ক্লোজ করবেন বা কোন সময় ট্রেড গ্রহন বা ক্লোজ করলে তা প্রফিটেবল হবে সেই সংক্রান্ত কিছু নিউজ। ধন্যবাদ।

Sreepad2014
2014-11-05, 12:53 AM
ফরেক্স ট্রেডিং সিগন্যালগুলো হল লেনদেনের উপাদানের ক্রয়/বিক্রয় এর সংকেত( মুদ্রা,শেয়ার,সিএফডি, মূল্যবান ধাতু ইত্যাদি) এগুলো হল সময়মত ওপেনিং এবং ক্লোজিং অপশনের জন্য সংকেত। বর্তমানে ট্রেডিং সিগন্যাল হল খুব জনপ্রিয় সেবা ফরেক্স মার্কেটে । এই সিগন্যালগুলো একজন ট্রেডারকে কার্যকারী তথ্য প্রদান করে- কোন মুদ্রা এবং কত মূল্যে লেনদেন করতে হবে,

ali.kamal
2014-12-25, 04:22 PM
আপনি মার্কেটে ট্রেডরত অবস্থায় যে কারেন্সির পেয়ারে ট্রেড করছেন তা সম্পর্কে ব্রোকার আপনাকে কিছুক্ষন পর পর যে নির্দেশনা দিয়ে থাকে তাকে ফরেক্স সিগন্যাল বলে। ফরেক্স সিগন্যাল দেখে বুঝার পর মুদ্রার ক্রয় বা বিক্রয় কার্য সাধন করে লাভ করতে হয়।

uzzal86
2015-01-01, 10:32 PM
ফরেক্স মার্কেটে একজন ট্রেডারকে ট্রেড করার সুবিধার জন্য কিছু সিগন্যাল প্রেরণ করা হয়। এই সব সিগন্যাল একজন ট্রেডার কে ট্রেড ওপেন ও ক্লোজ করার জন্য সিগন্যাল প্রেরণ করে । কোন ট্রেডার যদি এই সিগন্যাল মেনে ট্রেড করে থাকে তা হলে সে নি:সন্দেহে ফরেক্স মার্কেটে ট্রেড করে লাভবান হতে পারবে। ভাল ট্রেডাররা এই সিগন্যাল মেনে চলে।

zaman
2015-01-12, 06:24 PM
যারা মূলত ভালো এনালাইসিস করতে পারেনা কিংবা এনালাইসিস করার সময় পায়না তারাই মূলত সিগন্যাল ফলো করে থাকে।কিছু সিগন্যাল আছে ফ্রী আবার কিছু পেইড।তবে পেইড সিগন্যাল একটু বেশী কার্যকরী।তবে যে সিগন্যালওই ব্যাবহার করেন না কেন আপনার উচিত হবে অবশ্যই সেটা ডেমোতে ভালোভাবে যাচাই করে নেয়া।অন্ধভাবে কারো সিগন্যাল ফলো করতে যাবেন না।সেক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে।

kumar1
2015-07-18, 09:52 PM
ফরেক্স সিগন্যাল হোল ফরেক্স সম্পরকে বিভিন্ন ওয়েবসাইট থেকে ট্রেড সম্পরকে সিগন্যাল এবং ট্রেড সম্পরকে ভাল একটি ধারনা নিয়ে লেখা লেখি করে বিভিন্ন সিগন্যাল প্রদান করে থাকে আর এই সিগন্যাল হোল ফরেক্স মার্কেট কন পর্যন্ত জেতে পারে সেই সম্পরকে ধারনা।

mamun93
2015-07-24, 02:08 AM
ফরেক্স সিগন্যাল হল ফরেক্স মার্কেটের কিছু নির্দেশক যা ফরেক্স মার্কেটের ট্রেডারদের ট্রেড কার্যক্রমে সহায়তার জন্য দেওয়া হয়ে থাকে।

sheikhbd05
2015-07-30, 09:14 PM
ফরেক্স সিগন্যাল একটি এম সিগন্যাল যা ফরেক্স মার্কেট সম্পর্কে ধারনা প্রদান করে। মার্কেটে ট্রেডারদের ব্যবসার অনেক সহায়তা করে থাকে। ধন্যবাদ

Imran1995
2015-07-30, 09:34 PM
বর্তমানে ট্রেডিং সিগন্যাল হল খুব জনপ্রিয় সেবা ফরেক্স মার্কেটে । এই সিগন্যাল আপনাকে কখন আপনার ট্রেড ওপেন করতে হবে র কখন ক্লোজ করতে হবে তার একটা সঙ্কেত আপনাকে দিয়ে দিবে।

Talha
2015-07-30, 10:12 PM
ফরেক্স সিগনাল হলো এই রকম য আপনি কোন এক জ্যোতিষ এর কাছে গেলেন আপনাকে উনি বলে দিল যে এটা করেন সফলতা পাবেন আপনি তার কথায় ঈমান এনে আপনি কাজ করলেন ফরেক্স মার্কেটে এই ধরনের কিছু মানুষ আছে যারা সিগনাল প্রোভাইডার তারা সিগনাল দিবে মাস শেষে কিছু ডলার নিবে এগুলোকে বলে সিগনাল।

raju0000
2015-07-30, 10:35 PM
ফরেক সিগাল হলো টাকার বিনিময়ে অথবা ফ্রি যদি আপনি অন্য কারো ট্রেড কে ফলো করে থাকেন তাহলে তা হলো সিগনাল. আপনি আমাদের এমটি৪ টার্মিনাল থেকে সিগনাল কিনতে পারেন, সেখানে ফ্রি সিগনাল ও অহরহ রয়েছে, আপনি যেকোনো সিগনাল বেবহার করে দখতে পারেন. তাছাড়া আপনার কাছে ২০ ডলার হলেই আপনি যেকোনো একটা সিগনাল এক মাসের জন্য কিনে নিতে পারেন.

maziz6989
2015-07-30, 10:38 PM
আসলে সিগন্যাল হল কোন সাকসেসফুল ট্রেডারের ট্রেড কপি সিস্টেম। এতে যেমন লাভ করা সহজ হয় ঠিক তেমনি লস করার হারও বেড়ে যায়। একজন সাকসেসফুল ট্রেডার জানেন কখন তাকে থামতে হবে। কিন্তু আমার মত অনেক ছোট ট্রেডার যারা মাত্র ট্রেডিং শিখছি তারা আসলে মার্কেট এর গেম প্লান সম্পর্কে আমাদের কোন ধারণাই নেই। এটার সব থেকে বড় দোষ হল এটা কখনও কাউকে নিজ পায়ে দাড়াতে দেয় না।

Marufa
2015-12-23, 06:39 PM
অন্য লোকের মতামত অনুযায়ী ট্রেড করাটাই হচ্ছে ফরেক্স সিগন্যাল । কউ আপনাকে বলে দিবে বাই নিতে আপনি বাই নিবেন । আবার কেউ আপনাকে বলে দিবে সেল নিতে আপনি সেল নিবেন । এভাবেই ফরেক্স সিগন্যাল বলে ।

uzzalbd
2015-12-26, 11:58 AM
ফরেক্স এ যারা নতুন আসেন তারা বুঝতে পারে না যে কোথায় মার্কেট এন্ট্রি নেবো আর কোথায় টেক প্রফিট দেবো। তো তাদের ত্রেড বুঝার জন্য অনেক ট্রেডার সিগ্নাল দিয়ে থাকেন। এটাই হছে ফরেক্স সিগ্নাল। আবার অনেকে টাকা দিয়ে ফরেক্স সিগ্নাল কিনে থাকেন আবার অনেকে টাকা দিয়ে সিগ্নাল বিক্রি করে থাকেন।

sharifulbaf
2015-12-26, 02:28 PM
ফরেক্স সিগনাল বলতে আমরা সেই সংকেত কে মনেকরি যে সংকেতের দারা আমরা ফরেক্স ট্রেডিং এ বাই বা সেল করে থাকি।কিছু কিছু সময় সিগনাল সঠিক সংকেত নাও দিতে পারে,তাই ফরেক্স মার্কেট এ এনালাইসিস করে ফরেক্স ট্রেড করলে সিগনালের দরকার হয়না।

AbuRaihan
2015-12-26, 05:16 PM
ফরেক্সে সিগন্যাল অনেক ধরনের হতে পারে ৤ সিগন্যাল মানে হল মূলত নির্দেশক কিংবা সংকেত ৤ অর্থ্যাৎ মার্কেট কোন দিকে যেতে পারে এবং কোন অবস্থায় ট্রেড দিলে লাভবান হওয়া যাবে তার একটা সংকেত হল বিভিন্ন ধরনের সিগন্যাল ৤ আমরা যারা নিউজ ট্রেডিং করি তাদের ক্ষেত্রে নিউজ হল একটা একটা সিগন্যালের মতই ৤ এছাড়া অনেক বড় বড় ব্রোকার নিজেদের এনালাইসিস অনুযায়ী ফরেক্সে সিগন্যাল দিয়ে থাকে ৤ তবে আমি মনে করি সিগন্যাল এর চেয়ে মেনুয়াল ট্রেডিং অনেক বেশি উপযুক্ত ৤

Selim BU
2015-12-26, 08:18 PM
অনেক ফরেক্স ট্রেডারই সিগন্যাল ব্যবহার করে ট্রেড করেন। আমি ব্যক্তিগতভাবে এই সিগন্যাল ব্যবহার কে অসমর্থন করি। এতে হয়তো একজন ট্রেডারের লাভ হয়। কিন্তু আল্টিমেটলি সে সিগ্ন্যালের প্রতি নির্ভরশীল হয়ে যায়। যেটা অবশ্যই ক্ষতিকর।

sumekus
2015-12-31, 12:31 AM
ফরেক্স সিগন্যাল হল আপনি কখন ট্রেড ওপেন করবেন তার একটা নিউজ। যা ভিবিন্ন ভাবে আপনি সংগ্রহ করতে পারবেন। এক্ষেত্রে দেখা যায় কিছু কিছু সিগন্যাল এ ট্রেড ওপেন করলে লাভ হয় আবার কিছু কিছু ক্ষেত্রে লস হয়।

anita
2015-12-31, 08:04 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য অনেকে অনেক সিগন্যাল নিয়ে বা অনেকে অনেক সিগন্যাল ব্যবহার করে ফরেক্স মার্কেটে ট্রেড করে ফরেক্স মার্কেটে সিগন্যাল বলতে বঝায় যে ফরেক্স মার্কেটে যখন ট্রেড করবো কি ট্রেড করবো কন ট্রেড করবো তাই এই সকল তত্ত পাওয়ার জন্য যে সিগন্যাল পাওয়ায়া জায় তাকে ফরেক্স মার্কেটে সিগন্যাল বলে ।

uzzalbd
2015-12-31, 08:07 AM
ফরেক্স এ অনেক ভালো ট্রেডার আছেন যারা ফরেক্স সিগ্ন্যল দিয়ে থাকেন। অনেকে আবার টাকা দিয়ে সিগ্ন্যল কিনে থাকেন। যারা নতুন ট্রেডার তারা এ সিগ্ন্যল ফলো করে থাকে। নতুন ট্রেডার রা বুঝতে পারে না। কোথায় ট্রেড ওপেন করতে হবে। তাই তারা এই সিগ্ন্যল তারা ট্রেড ওপেন করে থাকে।

razu4th
2016-04-26, 12:35 AM
আমরা জানি ফরেক্স ট্রেডিং সিগন্যালগুলো হল লেনদেনের উপাদানের ক্রয়/বিক্রয় এর সংকেত( মুদ্রা,শেয়ার,সিএফডি, মূল্যবান ধাতু ইত্যাদি) এগুলো হল সময়মত ওপেনিং এবং ক্লোজিং অপশনের জন্য সংকেত। বর্তমানে ট্রেডিং সিগন্যাল হল খুব জনপ্রিয় সেবা ফরেক্স মার্কেটে । এই সিগন্যালগুলো একজন ট্রেডারকে কার্যকারী তথ্য প্রদান করে- কোন মুদ্রা এবং কত মূল্যে লেনদেন করতে হবে।

Realifat
2016-04-26, 05:16 PM
হ্যা, আপনি ঠিকই বলেছেন।ফরেক্স সিগনালে ট্রেড এন্ট্রি ওপেনের প্রাইসের নির্দেশনা অথবা ট্রেড ক্লোজের নির্দেশনা পাওয়া সম্ভব হবে।এজন্য আমরা ফরেক্স সিগনালের কারনে একটা ভালো ধারনা পেতে পারি।সুতরাং ফরেক্স সিগনাল হচ্ছে ট্রেড ওপেন অথবা ক্লোজের নির্দেশনা। তবে সবসময়ই কিন্তু সিগনাল বুঝে মার্কেটের মুভমেন্ট নাও হতে পারে।

জ্যাক কয়েন
2016-07-30, 07:36 PM
ফরেক্স সিগন্যাল হল আপনি কখন কোন পেয়ারে ট্রেড ওপেন এবং টেক প্রফিট কত দিবেন তার একটা নিউজ। বর্তমানে ফরেক্স সিগন্যাল অনেক জনপ্রিয় হয়ে উঠেছে, আজকাল নতুন ট্রেডআররা ফরেক্স সিগন্যাল এর মাধ্যমে ট্রেড করে অনেক ডলার প্রফিট করছে। ফরেক্স সিগন্যাল বিভিন্ন ভাবে সংগ্রহ করা যায় এ ক্ষেত্রে অনেকে সিগন্যাল এর মাধ্যমে প্রফিট করে থাকে আবার কেউ লস করে থাকে।

fatema begum
2016-07-30, 09:47 PM
ফরেক্স সিগনাল হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখান থেকে আপনি মার্কেট বাই দিবেন নাকি সেল দিবেন তা জানতে পারবেন।বিভিন্ন সিগনাল প্রোভাইডাররা সিগনাল প্রমোট করে থাকে ।এতে আপনারা ট্রেডিং এর বিভিন্ন ডিভাইসে সেসব সিগনাল পেতে পারেন।তবে এসব প্রোভাইডারেয় উপর নির্ভর না করে নিজের একটা স্ট্রাটেজি থাকা অনেক ভাল।

alamin6969
2016-07-30, 11:32 PM
আমার জানামতে বর্তমানে ফরেক্স সিগন্যাল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এর দ্বারা আপনি আপনার ট্রেড পজিশন সহজেই নিতে পারবেন। এই সিগন্যাল আপনাকে কখন আপনার ট্রেড ওপেন করতে হবে র কখন ক্লোজ করতে হবে তার একটা সঙ্কেত আপনাকে দিয়ে দিবে।

SAHADAT
2016-08-12, 10:53 PM
মার্কেট কোন দিকে যেতে পারে এবং কোন অবস্থায় ট্রেড দিলে লাভবান হওয়া যাবে তার একটা সংকেত হল বিভিন্ন ধরনের সিগন্যাল ৤ আমরা যারা নিউজ ট্রেডিং করি তাদের ক্ষেত্রে নিউজ হল একটা একটা সিগন্যালের মতই ৤ এছাড়া অনেক বড় বড় ব্রোকার নিজেদের এনালাইসিস অনুযায়ী ফরেক্সে সিগন্যাল দিয়ে থাকে ৤ তবে আমি মনে করি সিগন্যাল এর চেয়ে মেনুয়াল ট্রেডিং অনেক বেশি উপযুক্ত ৤

uzzal05
2016-08-13, 10:43 AM
অনেক ওয়েবসাইট কোম্পানি আছে যারা ফরেক্স সিগ্নাল প্রদান করে থাকে। এর মধ্য অনেক আছে যেটা ফ্রিতে পাওয়া যায়। আবার অনেক আছে যেটা টাকা দিয়ে কিনতে হয়। ফরেক্স এ আপনি এই সিগানল ফলো করে ট্রেড করতে পারেন। কিন্তু এটা করে কোন লাভবান হওয়া যাবে ঠিক কিন্তু আপনি ফরেক্স শিখতে পারবেন না। সারা জীবন সিগ্নালের জন্য অপেক্ষা করতে হবে।

Achraf
2016-08-31, 07:40 AM
ফরেক্স ট্রেডিং সিগন্যালগুলো হল লেনদেনের উপাদানের ক্রয়/বিক্রয় এর সংকেত( মুদ্রা,শেয়ার,সিএফডি, মূল্যবান ধাতু ইত্যাদি) এগুলো হল সময়মত ওপেনিং এবং ক্লোজিং অপশনের জন্য সংকেত। বর্তমানে ট্রেডিং সিগন্যাল হল খুব জনপ্রিয় সেবা ফরেক্স মার্কেটে । এই সিগন্যালগুলো একজন ট্রেডারকে কার্যকারী তথ্য প্রদান করে- কোন মুদ্রা এবং কত মূল্যে লেনদেন করতে হবে,

aida
2016-09-30, 05:14 AM
ফরেক্স সিগন্যাল হল আপনি কখন ট্রেড ওপেন করবেন তার একটা নিউজ। যা ভিবিন্ন ভাবে আপনি সংগ্রহ করতে পারবেন। এক্ষেত্রে দেখা যায় কিছু কিছু সিগন্যাল এ ট্রেড ওপেন করলে লাভ হয় আবার কিছু কিছু ক্ষেত্রে লস হয়।

motiar
2016-09-30, 08:07 AM
ফরেক্সে সিগন্যাল যেটাই ইন্ডিকেট করুক না কেন তার উপর ১০০ ভাগ নিসচিত হয়া যাবে না । সবচাইতে বড় মুল্য বান বিশয় হলো নিজের এনালাইসেস সেটাকে মুল্যায়ন করে ট্রেড করাই লাভজনক ।

Forex Boy
2016-09-30, 09:59 AM
ফরেক্স মার্কেট আপনাকে কিছু প্রয়োজনিয় তথ্য বরাবর প্রেরন করতে থাকবে। আপনাকে তার াোপরে ভিত্তি করে ফরেক্স এ ব্যবসা করতে হবে। এটাই হোল ফরেক্স সিগনাল। কিন্তু এর অর্থ কিন্তু এটা দাড়ায় না যে ফরেক্র ব্রকার আপনাকে বলে দিবে যে কখন বাই করতে হবে আর কখন সেল করতে হবে। এর জন্য আপনাকে নিজেকে প্রস্তুত করতে হবে।

SHOYEB
2016-09-30, 10:29 AM
ফরেক্স সিগন্যাল হল কখন ট্রেড বা্ই/সেল ওপেন করবেন তার একটা পূর্বসংকেত । এই সিগনাল বিভিন্ন ভাবে সংগ্রহ করা যায় এবং কিছু কিছু সিগনাল আছে যেগুলো ট্রেডিং সফটওয়ারের সাথে বিল্ট ইন করা যায় তবে এইগুলো অনেক সময় ভাল সিগনাল দেয় অনেক সময় ভাল হয় না তো আমি মনে করি নিজে এনালাইসিস করে ট্রেড করলে ভাল হয় ।

currency
2016-09-30, 10:36 AM
আমি যতদূর জানি আপনি মার্কেটে ট্রেডরত অবস্থায় যে কারেন্সির পেয়ারে ট্রেড করছেন তা সম্পর্কে ব্রোকার আপনাকে কিছুক্ষন পর পর যে নির্দেশনা দিয়ে থাকে তাকে ফরেক্স সিগন্যাল বলে। ফরেক্স সিগন্যাল দেখে বুঝার পর মুদ্রার ক্রয় বা বিক্রয় কার্য সাধন করে লাভ করতে হয়।

kholil
2016-09-30, 10:55 AM
ফরেক্সে কাজ করতে হলে ফরেক্সে বিভিন্ন সিগ্ন্যাল দেওয়া হয় সেই সিগন্যাল অনুযায়ী ট্রেড করা হলে ফরেক্সে ভাল কিছু করা যাবে । ফরেক্সের সিগন্যাল মুলত ফরেক্সের ট্রেড ওপেন করা বা ক্লোজ করার জন্য সিগন্যাল দেওয়া হয়ে থাকে । সেই অনুযায়ী ফরেক্সের ট্রেড করা হলে ফরেক্সের ত্রেড থেকে ভাল কিছু করা যাবে । তাই ফরেক্সের বিভিন্ন সিগন্যাল ফলো করে কাজ করতে পারলে ফরেক্সে ভাল কিছু করা যাবে ।

Ajobja12
2016-09-30, 12:46 PM
অভিজ্ঞতা ছাড়া ফরেক্স মার্কেটে টিকে থাকা যায় না । ফরেক্স মার্কেটে ইনভেস্ট করার আগে এর সম্পর্কে দক্ষতা অর্জন করতে হয় তাহলে সে সফলতা অর্জন করতে পারবে ।ফরেক্স এ অভিজ্ঞতা অর্জনের অনেক গুলো মাধ্যম আছে যার মধ্যে অনলাইনে ডিডিও লার্নিং অন্যতম।আপনি ডেমোতে ট্রেডিং না করে রিয়েলে ট্রেড করলে আপনি আপনার মূলদন হারিয়ে ফেলতে পারেন।

Mamun13
2017-08-20, 12:27 AM
ফরেক্স মার্কেটের প্রাইস সবসময়ই চলমান থাকে৷হয়তো আপট্রেন্ডে বা ডাউনট্রেন্ডে অথবা কখোনো দেখি সাইড ওয়ে ট্রেন্ডে চলছে৷বর্তমান চলতি ট্রেন্ড দেখে-বুঝে পরবর্তী ট্রেন্ড শুরু হওয়ার পূর্বেই এনালাইসিস করতে হয় যে পরবর্তী ট্রেন্ড কী ধরনের হতে পারে৷তাই সেটা এনালাইসিস করে একটা অগ্রীম সিগনাল অনেকেই প্রকাশ করে থাকেন বিভিন্ন উপায়ে এবং বিভিন্ন সাইটে৷ট্রেন্ডের এই আগাম সিগনাল দেখে অনেক নতুন-অদক্ষ ট্রেডারগণ ট্রেড করে থাকেন৷আর অভিজ্ঞ-দক্ষ ট্রেডারগণ এই সব সিগনাল প্রোভাইড করে থাকেন৷

01797733223
2018-01-17, 01:29 PM
ভাই ফরেক্স মার্কেটে একজন ট্রেডার তার ট্রেড করার জন্য, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হয়ে থাকে, বিভিন্ন মাধ্যম হতে কিছু সিগন্যাল প্রেরণ করা হয়ে থাকে। এখন সেটা নিউজও হতে পারে আবার কোন ব্যক্তির নিকট থেকে পারসোনালভাবে নেওয়াও হতে পারে, মানে বিবিন্ন নির্দেশনার মাধ্যমে ট্রেডারদের সিগন্যাল প্রেরণ করাই হল এখানে ফরেক্স সিগন্যাল।

expkhaled
2018-01-17, 06:06 PM
ফরেক্স সিগন্যাল বলতে আমরা যা বুঝি তা হলো ট্রেড এ এন্ট্রি করার একটি পূর্বাভাস। আমরা সব সময় নিজস্ব সিস্টেমের সিগন্যাল এর নির্ভর করে ট্রেড করে থাকি আবার অনেকে ফরেক্স এক্সপার্ট এডভাইজার এর কাছ থেকে সিগন্যাল নিয়ে ট্রেড করি। ফরেক্স সব সময় নিজস্ব আইডিয়া দিয়ে করতে হয়। আমাদের মার্কেট বুঝার মত অভিজ্ঞতা অর্জন করার জন্য দীর্ঘদিন মার্কেট পর্যবেক্ষন করা দরকার। আসলে ফরেক্স ব্যবসা দীর্ঘমেয়াদী পরিকল্পনার নাম। সুতরাং ধৈর্য্য ধারন পূর্বক যিনি মার্কেট এর সঙ্গে লেগে থাকবেন তিনিই ফরেক্স ব্যবসায় লাভবান হতে পারবেন।

riponinsta
2018-02-22, 03:30 PM
ফরেক্স সিগন্যাল হল কেও আপনাকে বাই বা সেল করতে বল্ল টিপি স্টপ লস বলে দিল সেই মত আপনি ট্রেড করে লাভ বা লস করলেন ফরেক্স মার্কেট এ অনেক ট্রেডার আছে যারা সিগন্যাল নিয়ে ট্রেড করে আপনি ও চাইলে সিগন্যাল নিয়ে ট্রেড করতে পারেন তবে ফরেক্স মার্কেট এ নিজে ট্রেড করা সব থেকে ভাল কারন আপনি নিজে ট্রেড করলে শিখতে পারবেন আর সিগন্যাল নিলে অন্যর উপর নির্ভর হওয়া লাগে

Md_MhorroM
2018-11-15, 01:34 AM
আমরা প্রত্যেকেই জানি ফরেক্স মার্কেটের প্রাইস সবসময়ই চলমান থাকে৷হয়তো আপট্রেন্ডে বা ডাউনট্রেন্ডে অথবা কখোনো দেখি সাইড ওয়ে ট্রেন্ডে চলছে৷বর্তমান চলতি ট্রেন্ড দেখে-বুঝে পরবর্তী ট্রেন্ড শুরু হওয়ার পূর্বেই এনালাইসিস করতে হয় যে পরবর্তী ট্রেন্ড কী ধরনের হতে পারে৷তাই সেটা এনালাইসিস করে একটা অগ্রীম সিগনাল অনেকেই প্রকাশ করে থাকেন বিভিন্ন উপায়ে এবং বিভিন্ন সাইটে৷ট্রেন্ডের এই আগাম সিগনাল দেখে অনেক নতুন-অদক্ষ ট্রেডারগণ ট্রেড করে থাকেন৷আর অভিজ্ঞ-দক্ষ ট্রেডারগণ এই সব সিগনাল প্রোভাইড করে থাকেন৷

sumon918
2018-11-15, 01:51 AM
ফরেক্স সিগনাল মুলত ফরেক্স মার্কেটের আপনি কখন ট্রেড ওপেন করবেন আর কখন ট্রেড ক্লোজ করবেন তার নির্দেশনা।সিগন্য ল অনুযায়ী ট্রেড করলে ভাল ফলাফল পাওয়া যায়।তবে এ বিষয়েও হুশিয়ার থাকা দরকার।

sr ritu
2018-11-21, 04:01 PM
অনেক ফরেক্স ট্রেডারই সিগন্যাল ব্যবহার করে ট্রেড করেন। আমি ব্যক্তিগতভাবে এই সিগন্যাল ব্যবহার কে অসমর্থন করি। এতে হয়তো একজন ট্রেডারের লাভ হয়। কিন্তু আল্টিমেটলি সে সিগ্ন্যালের প্রতি নির্ভরশীল হয়ে যায়। যেটা অবশ্যই ক্ষতিকর।

expkhaled
2018-11-21, 05:32 PM
অনেকেই ফরেক্স এর সিগ্ন্যাল নিয়ে ট্রেড করেন আবার টাকা দিয়ে কিনতে হয় এই সব সিগ্ন্যাল। আচ্ছা একটা ব্যপার আপনারা বঝেন না কেন যদি সেই সিগ্ন্যাল ভ্যালিড হয় তাহলে সেই সিগ্ন্যাল দিয়ে ট্রেড করে নিজেই লাভবান হতে পারেন অন্য কারও কাছে বিক্রি করে টাকা নিতে হবে কেন? আসলে সিগ্ন্যাল হলো এক ধরনের ব্যবসা যদি হয় তাহলে ভাল না হলে আপনি কিছুই বলতে পারবেন না তাকে। তাই আমার মনে হয় যদি নিজে এনালাইসিস করে ট্রেড না করতে পারেন সিগ্ন্যাল নিয়ে ট্রেড করার প্রয়োজন নেই কারন আপনার লস হওয়ার সম্ভাবনা বেশী।

Mdsofizuddin
2018-11-28, 10:57 PM
আমার জানামতে বর্তমানে ফরেক্স সিগন্যাল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এর দ্বারা আপনি আপনার ট্রেড পজিশন সহজেই নিতে পারবেন। এই সিগন্যাল আপনাকে কখন আপনার ট্রেড ওপেন করতে হবে র কখন ক্লোজ করতে হবে তার একটা সঙ্কেত আপনাকে দিয়ে দিবে।

Mamun13
2018-11-29, 05:22 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদেরকে মার্কেট এনালাইসিস করতে হয়,টেকনিক্যাল এনালাইসিস করতে হয় এবং ফান্ডামেন্টাল এনালাইসিস করতে হয়৷টেকনিক্যাল এনালাইসিস এর জন্য আমরা বেশ কিছু ইন্ডিকেটর বা টুলস ব্যবহার করে থাকি৷এসব ইন্ডিকেটর বা টুলস দিয়ে আমরা মার্কেটে সংশ্লিষ্ট পেয়ারগুলোর ট্রেন্ড এবং সাপোর্ট ও রেজিস্টেন্স লেভেল গুলো চিহ্নিত করে থাকি৷আমরা কখন কোথায় Buy এন্ট্রি করবো ? সেগুলো কোথায় ক্লোজ করবো ? অথবা কোথায় কখন Sell এন্ট্রি করবো ? এবং সেগুলো কখন ক্লোজ করবো ?... ইত্যাদি বিষয়গুলো সিগন্যাল বা সংকেত আকারে আমরা অনেকেই এনালাইসিস করি এবং সেগুলোকে প্রকাশ করে থাকি৷এগুলোকে ফরেক্স সিগনাল বলা হয়৷

reser
2018-12-09, 11:46 PM
যদি আপনি অন্য কারো ট্রেড কে ফলো করে থাকেন তাহলে তা হলো সিগনাল. আপনি আমাদের এমটি৪ টার্মিনাল থেকে সিগনাল কিনতে পারেন, সেখানে ফ্রি সিগনাল ও অহরহ রয়েছে, আপনি যেকোনো সিগনাল বেবহার করে দখতে পারেন. তাছাড়া আপনার কাছে ২০ ডলার হলেই আপনি যেকোনো একটা সিগনাল এক মাসের জন্য কিনে নিতে পারেন.

jakaria991
2018-12-10, 12:15 AM
আসসালামুয়ালাইকুম, ভাই সিগন্যাল এমন একটি জিনিস যা একজন ট্রেডারকে মার্কেট এর বরতমান অবস্থা এবং ভবিসৎ অবস্থা সম্পকে দিক নিরদেশনা প্রদানে সহায়তা করে । বর্তমানে ফরেক্স সিগন্যাল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এর দ্বারা আপনি আপনার ট্রেড পজিশন সহজেই নিতে পারবেন। এই সব সিগন্যাল একজন ট্রেডার কে ট্রেড ওপেন ও ক্লোজ করার জন্য সিগন্যাল প্রেরণ করে । তবে একজন দক্ষ ট্রেডারের কখনই সিগন্যাল এর উপর ভরষা করা উচিৎ না, কারন সিগন্যাল যদি এত কাজের হত তবে যারা বা যেসব কোম্পানি সিগন্যাল দেয় তারা নিজেরাও ত সিগন্যাল ব্যবহার করে কোটি কোটি টাকা ইনকাম করতে পারত । যারা সিগন্যাল ব্যবহার করে লাভবান আমি তাদের বলব তারা সিগন্যাল এর পাশাপাশি মার্কেট এনালাইসিস শিখুন ।

marjahan
2018-12-10, 09:54 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য অনেকে অনেক সিগন্যাল নিয়ে বা অনেকে অনেক সিগন্যাল ব্যবহার করে ফরেক্স মার্কেটে ট্রেড করে ফরেক্স মার্কেটে সিগন্যাল বলতে বঝায় যে ফরেক্স মার্কেটে যখন ট্রেড করবো কি ট্রেড করবো কন ট্রেড করবো তাই এই সকল তত্ত পাওয়ার জন্য যে সিগন্যাল পাওয়ায়া জায় তাকে ফরেক্স মার্কেটে সিগন্যাল বলে ।

samirarman
2019-09-13, 02:20 AM
ট্রেডিং সিগন্যাল খুব জনপ্রিয় সেবা ফরেক্স মার্কেটে । ফরেক্স ট্রেডিং সিগন্যালগুলো হল লেনদেনের উপাদানের ক্রয়/বিক্রয় এর সংকেত( মুদ্রা,শেয়ার,সিএফড ি, মূল্যবান ধাতু ইত্যাদি) এগুলো হল সময়মত ওপেনিং এবং ক্লোজিং অপশনের জন্য সংকেত।

MANIK6642
2019-09-13, 02:37 AM
সিগন্যাল হল ফরেক্স মার্কেটের কিছু নির্দেশক যা ট্রেডিং এর সময় ট্রেডারদের সহায়তার জন্য দেয়া হয়।ফরেক্স সিগন্যাল হল পুরোপুরি ফরেক্স সম্পর্কে বিভিন্ন ওয়েবসাইট থেকে প্রাপ্ত নির্দেশক যা ট্রেডারদের কাছে পৌছিয়ে দেয়া সেই অনুসারে ট্রেডাররা ট্রেডিং করে থাকে।ফরেক্স এ কিছু কিছু সিগন্যাল আছে ফ্রি আর কিছু কিছু আছে পেইড।পেইড সিগন্যালগুলো শুনেছি ভালোই নাকি কার্যকরী।আমি কখনো সিগন্যাল ব্যবহার করিনি।আমরা বাঙালী জাতিরা অলস। মার্কেট এনালাইসিস না করে সিগন্যাল ব্যবহার করে ট্রেড করি।আরে ভাই আপনি কেন অন্যর দেওয়া সিগন্যাল ফলো করবেন।আপনি নিজের বুদ্ধি খরচ করে মার্কেট এবালাইসিস করে ট্রেড করুন একদিন আপনি নিজেই সফল হতে পারবেন।অন্যর সিগন্যাল এ সবসময়ই লাভ হবে এমন হলে যারা সিগন্যাল বিক্রি করে ওরা তো সব ট্রেড ওরাই করত সব ট্রেড করে প্রফিট নিতে পারত।এজন্য আমার মনে হয় সব থেকে বেটার নিজে এনালাইসিস করে ট্রেডিং করা।

KANIZFATEMA1997
2019-09-23, 07:54 PM
সিগন্যাল মানে হলো কখন ট্রেড করলে ভালো হবে সেই টাকে বলে।আর ফরেক্স মাকের্টে অনেক ট্রেডার অন্যের দেওয়া সিগন্যালের ওপর ভরসা করে ট্রেড করে থাকে।নতুন যারা ট্রেডার তারা বেশীর ভাগ ই সিগন্যালের ওপর নির্ভর শীল।তারা না জেনে, না এনালাইসিস করে সিগন্যালের ওপর ভিত্তি করে ট্রেড ওপেন করে।ফলে লসের মুখে পড়তে হয় বেশীর ভাগ সময়।যার ফলপ্রশ্রুতিতে ফরেক্স মাকের্ট থেকে ছিড়কে পড়ে

nurulazim
2019-09-24, 05:23 PM
সিগনাল হল আপনি কখন আপনার ট্রেড ওপেন করবেন বা কোন পজিশনে ট্রেড টি ক্লোজ করবেন বা কোন সময় ট্রেড গ্রহন বা ক্লোজ করলে তা প্রফিটেবল হবে সেই সংক্রান্ত কিছু নিউজ। ধন্যবাদ।

TanjirKhandokar1994
2019-09-24, 05:46 PM
ফরেক্স ট্রেডিং এ সিগনাল হলো ট্রেডিং এর দিকনির্দেশনা। এবং এটা নির্দিষ্ট সময় পরে পরে প্রকাশিত হয়ে থাকে। নিউজ এর উপর নির্ভর করে এই সিগনাল হয়ে থাকে। আর ফরেক্স ট্রেডিং এ সিগনাল একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর আমি মনে করি ফরেক্স ট্রেডিং সম্পর্কে যারা অবিজ্ঞ তারা সবসময়ই সিগনাল অনুসারে ট্রেড করে থাকেন।

Fxhuman
2019-09-28, 05:16 PM
ফরেক্স বিষয়ে যারা ভালো এনালাইসিস করতে পারেনা কিংবা এনালাইসিস করার সময় পায়না তারাই মূলত সিগন্যাল ফলো করে থাকে।কিছু সিগন্যাল আছে ফ্রী আবার কিছু পেইড।তবে পেইড সিগন্যাল একটু বেশী কার্যকরী।তবে যে সিগন্যালওই ব্যাবহার করেন না কেন আপনার উচিত হবে অবশ্যই সেটা ডেমোতে ভালোভাবে যাচাই করে নেয়া।অন্ধভাবে কারো সিগন্যাল ফলো করতে যাবেন না।সেক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে।

1998am
2019-09-30, 11:24 PM
ফরেক্স এ অনেক ভালো ট্রেডার আছেন যারা ফরেক্স সিগ্ন্যল দিয়ে থাকেন। অনেকে আবার টাকা দিয়ে সিগ্ন্যল কিনে থাকেন। যারা নতুন ট্রেডার তারা এ সিগ্ন্যল ফলো করে থাকে। নতুন ট্রেডার রা বুঝতে পারে না। কোথায় ট্রেড ওপেন করতে হবে। তাই তারা এই সিগ্ন্যল তারা ট্রেড ওপেন করে থাকে।

Rion
2019-10-13, 10:17 AM
বর্তমানে ট্রেডিং সিগন্যাল হল খুব জনপ্রিয় সেবা ফরেক্স মার্কেটে । এই সিগন্যাল আপনাকে কখন আপনার ট্রেড ওপেন করতে হবে র কখন ক্লোজ করতে হবে তার একটা সঙ্কেত আপনাকে দিয়ে দিবে।

Hredy
2019-10-13, 12:41 PM
ফরেক্স সিগন্যাল হল ফরেক্স মার্কেটের কিছু নির্দেশক যা ফরেক্স মার্কেটের ট্রেডারদের ট্রেড কার্যক্রমে সহায়তার জন্য দেওয়া হয়ে থাকে।ফরেক্স ট্রেডিংয়ে সিগন্যাল হল লেনদেনের উপাদানের ক্রয়/বিক্রয় এর সংকেত( মুদ্রা,শেয়ার,সিএফড ি, মূল্যবান ধাতু ইত্যাদি) সিগন্যাল হল সময়মত ট্রেড ওপেনিং এবং ক্লোজিং অপশনের জন্য সংকেত। বর্তমানে ট্রেডিং সিগন্যাল খুব জনপ্রিয় সেবা হয়ে উঠেছে ফরেক্স মার্কেটে । এই সিগন্যালগুলো একজন ট্রেডারকে কার্যকারী তথ্য প্রদান করে- কোন মুদ্রা এবং কত মূল্যে লেনদেন করতে হবে, ক্লোজিং পজিশনের সময়, স্টপ লস স্থাপন করা প্রয়োজন, ভুল অনুমানের ক্ষেত্রে অনেক বড় ক্ষতি এড়ানোর জন্য, অথবা মোট ফলাফল থেকে ভালো মুনাফা নেওয়ার জন্য ইত্যাদি।

Rajib_Biswas
2020-02-05, 11:15 AM
ফরেক্স সিগনাল বলতে এক ধরনের স্বয়ংক্রিয় প্রোগ্রামেবল সিস্টেম কে বোঝায় যার মাধ্যমে ফরেক্সে অটোমেটিক্যালি ট্রেডে এন্ট্রি নেওয়া যায় অথবা ট্রেডে এন্ট্রি নেওয়ার জন্য সংকেত পাওয়া যায়। এ ধরনের ফরেক্স সিগনাল গুলো বিভিন্ন এনালাইসিস এর মাধ্যমে তৈরি করা হয় এবং সিগনালগুলো সেই এনালাইসিস অনুযায়ী বাই বা সেল এন্ট্রি প্রদান করে থাকে। তবে এ ধরনের সিগনাল ব্যবহার করে ফরেক্স ট্রেডিং করা উচিত নয়। কারণ এ ধরনের সিগনাল সব সময় সঠিক সংকেত প্রদান করতে ব্যর্থ হয়। ফলে একটি ভুল সংকেত আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো করে দিতে পারে যেকোনো সময়। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ব্লগে স্ক্যামাররা এ সকল সিগনালের লোভ দেখিয়ে ট্রেডারদের কে আকৃষ্ট করে থাকে। অনেক ট্রেডার টাকার বিনিময়ে এ ধরনের সিগনাল কিনে ট্রেড করে থাকেন।

Shohedulla
2020-02-05, 01:23 PM
ফরেক্স সিগনাল কে আপনার সুবিধা কেটে প্রদান করা হয়ে থাকে। এ সিগনাল দ্বারা কিছু নিউজ দেওয়া হয়। যে নিউজ গুলো আপনার জন্য হয়। যে আপনি যদি নিউজ ফলো করে ট্রেডিং করেন তাহলে আপনার লাভার সম্ভাবনা বেশি থাকে। *নিউ যে অনেক সময় বলা থাকে যে এখন লাভ হতে পারে আবার অনেক সময় বলে এখান লস হতে পারে এরকম নয়।নিউজে বলা হয় হয়তো আজকে মার্কেটে দাম থাকবে আর হয়তো বলা হয় আজকেই মার্কেট করতে পারে এরকম এর বলা থাকে আপনার সেই ধারণা অনুযায়ী আপনার জ্ঞান খাটিয়ে মার্কেটে ট্রেডিং করতে হবে এবং নিউজ এর জন্য আপনার কমপক্ষে 80 পার্সেন্ট সিওর হতে পারেন যে আজকে মার্কেটে দিকেই থাকবে।

Rad96
2020-02-05, 05:02 PM
ফরেক্স ট্রেডিং সিগন্যালগুলো হল লেনদেনের উপাদানের ক্রয়/বিক্রয় এর সংকেত( মুদ্রা,শেয়ার,সিএফড ি, মূল্যবান ধাতু ইত্যাদি) এগুলো হল সময়মত ওপেনিং এবং ক্লোজিং অপশনের জন্য সংকেত। বর্তমানে ট্রেডিং সিগন্যাল হল খুব জনপ্রিয় সেবা ফরেক্স মার্কেটে । এই সিগন্যালগুলো একজন ট্রেডারকে কার্যকারী তথ্য প্রদান করে- কোন মুদ্রা এবং কত মূল্যে লেনদেন করতে হবে,

KAZIMAJHARULISLAM
2020-02-05, 08:04 PM
ফরেক্স মার্কেটে সিগন্যাল বলতে এক ধরনের নির্দেশনা কে বোঝানো হয়ে থাকে। যার মাধ্যমে একজন ট্রেডার কে যথা সময়ে ট্রেড ওপেন ও ক্লোজ করার ব্যাপারে পরামর্শ প্রদান করা হয়। বর্তমান সময়ে সিগনাল খুবই জনপ্রিয় হয়ে উঠেছে কারণ অনেকেই আছে যারা সিগন্যাল ব্যবহার করে ট্রেডিং করে মোটামুটি ভাল প্রফিট করতে সক্ষম হচ্ছে। তবে পার্সোনাল আমি কখনোই সিগন্যাল ব্যবহার করে ট্রেডিং করিনা।কারণ সিগন্যাল ব্যবহার করে ট্রেডিং করতে হলে নিজের দক্ষতা ও অভিজ্ঞতা কে বাদ দিয়ে অন্যের উপর নির্ভর করার প্রয়োজন হয়।তাই আমি সিগন্যাল ব্যবহার করে ট্রেডিং করার পরিবর্তে নিজের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ট্রেডিং করে থাকি এবং এখান থেকে লাভ লস যেটাই হোক আমি সেটাই মেনে নিতে স্বাচ্ছন্দ্যবোধ করি।

Romjan1989
2020-02-05, 08:27 PM
ফরেক্স ট্রেডিং ব্যবসা ফরেক্স সিগন্যাল বলতে আমরা বুঝি থাকি কোন সময় ট্রেডিং ওপেন করলে আমাদের মুল্যবান সময় টা কাজে লাগিয়ে লাভবান হতে পারব। এই ফরেক্স ট্রেডিং সিগন্যাল গুলো সাধারনত আসে যারা ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভালো অভিজ্ঞতা আছে তাদের মাধ্যমে। সিগন্যাল গুলো অনুসরণ করলে কোন সময় লাভবান হওয়া যায় আবার কোন সময় লস ও হয়।

SHARIFfx
2020-02-06, 01:21 PM
আসলে সিগনাল মুলত এনালাইসিস এর উপরে দেওয়া হয়ে থাকে। তাই এই সিগনাল ১০০% কাজ নাও হতে পারে। আবার সিগনাল দেওয়ার পরে মারকেটে গেমলর এসে সিগনাল এর বিপরিতে মারকেট নিয়ে যেতে পারে। তাই সিগনাল বাদ দিয়ে নিজে এনালাইসিস শিখুন। মনে রাখবেন নিজে নিজে সফল হলে সেটাই বড়ো বেপার। পরের উপরে নির্ভর হয়ে ট্রেড করা ভালো কাজ নয়।

Rion83
2020-02-06, 02:28 PM
ফরেক্স এ অনেক ভালো ট্রেডার আছেন যারা ফরেক্স সিগ্ন্যল দিয়ে থাকেন। অনেকে আবার টাকা দিয়ে সিগ্ন্যল কিনে থাকেন। যারা নতুন ট্রেডার তারা এ সিগ্ন্যল ফলো করে থাকে। নতুন ট্রেডার রা বুঝতে পারে না। কোথায় ট্রেড ওপেন করতে হবে। তাই তারা এই সিগ্ন্যল তারা ট্রেড ওপেন করে থাকে।

Fardin02
2020-02-06, 02:47 PM
বর্তমানে ফরেক্স সিগন্যাল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এর দ্বারা আপনি আপনার ট্রেড পজিশন সহজেই নিতে পারবেন। এই সিগন্যাল আপনাকে কখন আপনার ট্রেড ওপেন করতে হবে র কখন ক্লোজ করতে হবে তার একটা সঙ্কেত আপনাকে দিয়ে দিবে

FREEDOM
2020-04-10, 12:34 PM
সিগন্যাল হলো কোনো অভিজ্ঞ ট্রেডারকে ফলো করা। ফরেক্সে এমন অনেক অভিজ্ঞ ট্রেডার রয়েছে যারা তাদের অভিজ্ঞতার আলোকে সিগন্যাল শেয়ার করে তবে তার বেশিরভাগই পেইড সিগন্যাল। অনেকের সিগন্যাল ভালো আবার অনেকে সিগন্যাল নিয়ে ভাওতাবাজি করছে। তবে ফরেক্সে ভালো করতে হলে সিগন্যালের পিছনে দৌড়ালে হবে না ফরেক্স ভালো করে শিখে নিজেকেই দক্ষ করে তুলতে হবে কারন অন্যের ভরসায় ট্রেড করলে যখন তখন বিপদ হতেই পারে।

Md.Moniruzzaman
2020-04-10, 02:39 PM
ফরেক্স মার্কেটের সিগন্যাল বলতে ক্রয় বিক্রয়ের নির্দেশক বা সংকেত।এই সিগন্যাল একজন ট্রেডার কে সঠিক দিক নির্দেশনা দিয়ে থাকে।এই তথ্যের ভিত্তিতে মুদ্রা এবং কোন মূল্যের উপর ট্রেড করবে তার সহায়তা করে।

smbiplob
2020-04-10, 03:22 PM
আমার মতে ফরেক্স সিগন্যাল বলতে আমরা যা বুঝি সেটা হলো ট্রেড করার জন্য একটি পূর্বাভাস। অনেক ট্রেডার নিজস্ব সিস্টেমের সিগন্যাল এর নির্ভর করে ট্রেড করে আবার অনেকে ফরেক্স এক্সপার্ট এডভাইজার এর কাছ থেকে সিগন্যাল নিয়ে ট্রেড করে থাকে , যার যেমন ইচ্ছে হয় সে সেভাবেই ট্রেড করতে পারে । কারণ ফরেক্স মার্কেটে সব সময় নিজস্ব আইডিয়া দিয়ে ট্রেড করতে হয়। ফরেক্স মার্কেট বুঝার মত অভিজ্ঞতা অর্জন করার জন্য আমাদের দীর্ঘদিন মার্কেট পর্যবেক্ষন করা দরকার হয় ।

XXXTentacion
2020-04-10, 03:23 PM
সময় ভেঙে পেইন্টিংস করা হ্যায় বিনা কেসে তেনশিওন কা আগর হম আমাদের মা সাহি কাজ করতা হৈ তুই হুমারা লী সুন্দর হো গা বা হুমা আছা বনসু ভে কমা না কো মিলতা হা বা হুমা আছা বোনাস ভেড় বেথা হম হাসিল কর সখ্তা হাইন-ফরেক্স মার্কেট মাই ডেমো অ্যাকাউন্ট একা অ্যাকাউন্টের জ্ঞান অর্জন করছে হাই এসএইচ অ্যাকাউন্ট মাই হুম মার্কেটপ্লেস ক্রিয়ে হ্যায় অর মার্কেটপ্লেসের জ্ঞান অর্জন করা সঠিক শিক্ষণ ক্র্যাণ হাইটো এস কী লাই এপি কো

KF84
2020-04-18, 11:35 PM
ফরেক্স সিগন্যাল হল পুরোপুরি ফরেক্স সম্পর্কে বিভিন্ন ওয়েবসাইট থেকে প্রাপ্ত নির্দেশক যা ট্রেডারদের কাছে পৌছিয়ে দেয়া সেই অনুসারে ট্রেডাররা ট্রেডিং করে থাকে ।ফরেক্স এ কিছু কিছু সিগন্যাল আছে ফ্রি আর কিছু কিছু আছে পেইড । পেইড সিগন্যালগুলো শুনেছি ভালোই নাকি কার্যকরী । আমি কখনো সিগন্যাল ব্যবহার করিনি । তবে ভবিষ্যতে আমি সিগ্নাল কতটা কার্যকরী সেই বিষয়ে একটু পরখ করে দেখতে চাই ।

DEARMUM100
2020-04-20, 08:25 AM
ফরেক্স মাকের্টের কিছু নির্দেশক যা ফরেক্স মার্কেটের ট্রেডারদের ট্রেড কার্যক্রমে সহায়তা করে থাকে তাকে ফরেক্স সিগন্যাল বলে।
।সিগন্যাল ফরেক্স ট্রেডিং এর জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করে থাকি সঠিক সিগন্যাল ডিরেকশন যেমন একজন ট্রেডারকে অনেক ভালো সফলতা অর্জন করতে সহায়তা করতে পারে ঠিক তেমনি একটি ভুল সিগন্যালের কারণে একজন ট্রেডার ফরেক্স মার্কেটে সর্বস্ব হারিয়ে দেউলিয়া হয়ে যেতে পারে। ফলে প্রত্যেক ট্রেডারের উচিত সিগন্যাল ব্যবহারের পূর্বে তার গ্রহণযোগ্যতা যাচাই করে নেওয়া। ইদানিং দেখছি সিগন্যাল সরবরাহকারী প্রতিষ্ঠানের সংখ্যা কেমন যেন দিনকে দিন বহুগুণে বেড়ে যাচ্ছে ফলে অবশ্যই দুশ্চিন্তা বেড়ে যাওয়ার যথেষ্ট কারণ রয়েছে। কারণ যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান সমূহ ইদানীংকালে আমাদেরকে নামমাত্র মূল্যে সিগন্যাল প্রদান করার লোভনীয় অফার প্রদান করছে আসলে আদৌ কি তাদের সিগনালগুলো কোন কাজে আসবে। এমন অনেক সিগনাল প্রোভাইডার বা স্ক্যাম রয়েছে যারা বিভিন্ন সাইট থেকে তথ্য সংগ্রহ করে নিজেরা সিগন্যাল তৈরি করছে অনেকেই আবার সিগন্যাল তৈরি করার জ্ঞান না থাকা সত্বেও কিছুসংখ্যক সিগনাল তৈরি করে ট্রেডারদের শতভাগ মার্কেট সিগন্যাল অনুযায়ী কাজ করবে এই লোভনীয় প্রলোভন দেখিয়ে বহু অর্থ তাদের নিকট থেকে হাতিয়ে নেওয়ার অপচেষ্ঠা করছে।ফলে যারা যারা ইতিমধ্যে এমন লোভনীয় অফার পেয়েছেন তাদের উদ্দেশ্যে বলব সিগন্যাল ব্যবহার করার পূর্বে অবশ্যই সিগন্যালের গ্রহণযোগ্যতা যাচাই করে নেন নিজস্ব ট্রেডিং জ্ঞানের আলোকে মার্কেট এনালাইসিস করে সিগন্যালের সঙ্গে কম্পেয়ার করে দেখতে পারেন পাশাপাশি ফরেক্স এক্সপার্টদের প্রদত্ত এনালাইসিস গুলো নিয়মিতভাবে ফলো করুন তবেই আপনি সিগন্যাল কতটা সঠিক বা বাস্তবায়নযোগ্য হবে তা সহজেই অনুমান করতে পারবে।

KGF3010
2020-04-20, 11:21 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য অনেকে অনেক সিগন্যাল নিয়ে বা অনেকে অনেক সিগন্যাল ব্যবহার করে ফরেক্স মার্কেটে ট্রেড করে ফরেক্স মার্কেটে সিগন্যাল বলতে বঝায় যে ফরেক্স মার্কেটে যখন ট্রেড করবো কি ট্রেড করবো কন ট্রেড করবো তাই এই সকল তত্ত পাওয়ার জন্য যে সিগন্যাল পাওয়ায়া জায় তাকে ফরেক্স মার্কেটে সিগন্যাল বলে ।

Hredy
2020-04-27, 09:30 AM
সিগনাল হল আপনি কখন আপনার ট্রেড ওপেন করবেন বা কোন পজিশনে ট্রেড টি ক্লোজ করবেন বা কোন সময় ট্রেড গ্রহন বা ক্লোজ করলে তা প্রফিটেবল হবে সেই সংক্রান্ত কিছু নিউজ। ধন্যবাদ।

Rokibul7
2020-04-27, 11:16 AM
ফরেক্স সিগনাল হল আর একজনের টেড কপি করা,মানে আপনাকে কেও বলবে টেড ধরতে ক্লোজ করতে ওপেন করতে আর আপনাকে তাই করতে হবে।ফরেক্স মাকেটে এমন অনেক দক্ষ টেডাররা আছে যারা টাকার বিনিময়ে সিগলান প্রদান করে থাকে।যারা সিগনাল প্রদান করে তাদের ফরেক্স মাকেটে যথেষ্ট দক্ষতা অভিজ্ঞতা থাকে

Fxxx
2020-04-27, 01:08 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য অনেকে অনেক সিগন্যাল নিয়ে বা অনেকে অনেক সিগন্যাল ব্যবহার করে ফরেক্স মার্কেটে ট্রেড করে ফরেক্স মার্কেটে সিগন্যাল বলতে বঝায় যে ফরেক্স মার্কেটে যখন ট্রেড করবো কি ট্রেড করবো কন ট্রেড করবো তাই এই সকল তত্ত পাওয়ার জন্য যে সিগন্যাল পাওয়ায়া জায় তাকে ফরেক্স মার্কেটে সিগন্যাল বলে ।

Jid13
2020-04-27, 01:19 PM
ফরেক্স সিগন্যাল বলতে আমরা যা বুঝি তা হলো ট্রেড এ এন্ট্রি করার একটি পূর্বাভাস। আমরা সব সময় নিজস্ব সিস্টেমের সিগন্যাল এর নির্ভর করে ট্রেড করে থাকি আবার অনেকে ফরেক্স এক্সপার্ট এডভাইজার এর কাছ থেকে সিগন্যাল নিয়ে ট্রেড করি। ফরেক্স সব সময় নিজস্ব আইডিয়া দিয়ে করতে হয়। আমাদের মার্কেট বুঝার মত অভিজ্ঞতা অর্জন করার জন্য দীর্ঘদিন মার্কেট পর্যবেক্ষন করা দরকার। আসলে ফরেক্স ব্যবসা দীর্ঘমেয়াদী পরিকল্পনার নাম। সুতরাং ধৈর্য্য ধারন পূর্বক যিনি মার্কেট এর সঙ্গে লেগে থাকবেন তিনিই ফরেক্স ব্যবসায় লাভবান হতে পারবেন।

BAYE1902
2020-04-27, 01:31 PM
ফরেক্স ট্রেডিং সিগন্যালগুলো হল লেনদেনের উপাদানের ক্রয়/বিক্রয় এর সংকেত( মুদ্রা,শেয়ার,সিএফড ি, মূল্যবান ধাতু ইত্যাদি) এগুলো হল সময়মত ওপেনিং এবং ক্লোজিং অপশনের জন্য সংকেত। বর্তমানে ট্রেডিং সিগন্যাল হল খুব জনপ্রিয় সেবা ফরেক্স মার্কেটে । এই সিগন্যালগুলো একজন ট্রেডারকে কার্যকারী তথ্য প্রদান করে- কোন মুদ্রা এবং কত মূল্যে লেনদেন করতে হবে,

martin
2020-04-30, 02:28 AM
ফরেক্স ট্রেডিং সিগন্যালগুলো হল লেনদেনের উপাদানের ক্রয়/বিক্রয় এর সংকেত( মুদ্রা,শেয়ার,সিএফড ি, মূল্যবান ধাতু ইত্যাদি) এগুলো হল সময়মত ওপেনিং এবং ক্লোজিং অপশনের জন্য সংকেত। বর্তমানে ট্রেডিং সিগন্যাল হল খুব জনপ্রিয় সেবা ফরেক্স মার্কেটে । এই সিগন্যালগুলো একজন ট্রেডারকে কার্যকারী তথ্য প্রদান করে- কোন মুদ্রা এবং কত মূল্যে লেনদেন করতে হবে,

HASIBURRAHMAN
2020-04-30, 06:47 AM
সিগন্যাল মেনে ট্রেড করতে পারলে বড় লস এড়িয়ে চলা সম্ভব। তবে ছোটখাটো লস হতেই পারে। কেননা সব সিগন্যাল সবসময় সঠিকভাবে বোঝা আমাদের পক্ষে কঠিন হয়ে পড়ে।

Kane
2020-04-30, 08:06 AM
বর্তমানে ফরেক্স সিগন্যাল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এর দ্বারা আপনি আপনার ট্রেড পজিশন সহজেই নিতে পারবেন। এই সিগন্যাল আপনাকে কখন আপনার ট্রেড ওপেন করতে হবে র কখন ক্লোজ করতে হবে তার একটা সঙ্কেত আপনাকে দিয়ে দিবে।

uzzal05
2020-04-30, 06:04 PM
ফরেক্স সিগন্যাল বলতে যে জিনিস আমরা বুঝি সেটা হচ্ছে ফরেক্স এ কখন বাই বা সেল করব তার দিক নির্দেশনা। ফরেক্স মার্কেট থেকে প্রফিট করার জন্য আপনার নিজেরই সিগন্যাল তৈরি করে নিতে হবে। কেননা আপনি কখন বািই বা সেল করবেন এটাই হচ্ছে ফরেক্স এর ভাষায় সিগন্যাল। আবার অনেকেই টাকার বিনিময়ে সিগন্যাল সেল করে থাকে।

Lubna1212
2020-05-24, 09:28 PM
সত্যি কথা বলতে গেলে, সাইন হ'ল কোনও কার্যকর বণিকের বিনিময় সদৃশ বিন্যাস। এটি উপকারী হওয়ার পক্ষে যার পক্ষে সহজ, এটি একইভাবে দুর্ভাগ্যের গতি বাড়ায়। একটি ফলবান বণিক বুঝতে পারে কখন থামবে। এটি যেমন হউক না কেন, আমার মতো অসংখ্য ছোট ছোট ব্রোকার যারা কেবল কীভাবে বিনিময় করবেন তা বাজারের কৌশল সম্পর্কে কোনও ধারণা নেই কেবলএর বৃহত্তম অসম্পূর্ণতা হ'ল এটি কখনই কাউকে নিজের যত্ন নিতে দেয় না।

uzzal05
2020-05-29, 06:20 AM
যারা ফরেক্স মার্কেট এ দ্ক্ষ তারা ফরেক্স সিগন্যাল সেল করে থাকেন। এবং যারা কম বুঝেন তারা ফরেক্স সিগন্যাল কিনে ভালো ট্রেড করতে পারেন। কেননা বিশেষ করে নতুন যারা তারা অনেকে ফরেক্স সম্পর্কে জানলেও ভালো ট্রেড করতে পারেন না।

konok
2020-07-30, 12:04 PM
ফরেক্স মার্কেট আপনাকে কিছু প্রয়োজনিয় তথ্য বরাবর প্রেরন করতে থাকবে। আপনাকে তার ওপরে ভিত্তি করে ফরেক্স এ ব্যবসা করতে হবে। এটাই হোল ফরেক্স সিগনাল। কিন্তু এর অর্থ কিন্তু এটা দাড়ায় না যে ফরেক্র ব্রকার আপনাকে বলে দিবে যে কখন বাই করতে হবে আর কখন সেল করতে হবে। সিগন্যাল আপনাকে কখন আপনার ট্রেড ওপেন করতে হবে র কখন ক্লোজ করতে হবে তার একটা সঙ্কেত আপনাকে দিয়ে দিবে।

milu
2020-07-31, 05:55 PM
ফরেক্স সিগন্যাল হল আপনি কখন কোন পেয়ারে ট্রেড ওপেন এবং টেক প্রফিট কত দিবেন তার একটা নিউজ। বর্তমানে ফরেক্স সিগন্যাল অনেক জনপ্রিয় হয়ে উঠেছে, আজকাল নতুন ট্রেডআররা ফরেক্স সিগন্যাল এর মাধ্যমে ট্রেড করে অনেক ডলার প্রফিট করছে। ফরেক্স সিগন্যাল বিভিন্ন ভাবে সংগ্রহ করা যায়।কিছু কিছু সিগনাল আছে যেগুলো ট্রেডিং সফটওয়ারের সাথে বিল্ট ইন করা যায় তবে এইগুলো অনেক সময় ভাল সিগনাল দেয় অনেক সময় ভাল হয় না তো আমি মনে করি নিজে এনালাইসিস করে ট্রেড করলে ভাল হয়।

muslima
2020-07-31, 08:57 PM
এই সিগনাল বিভিন্ন ভাবে সংগ্রহ করা যায় এবং কিছু কিছু সিগনাল আছে যেগুলো ট্রেডিং সফটওয়ারের সাথে বিল্ট ইন করা যায় তবে এইগুলো অনেক সময় ভাল সিগনাল দেয় অনেক সময় ভাল হয় না তো আমি মনে করি নিজে এনালাইসিস করে ট্রেড করলে ভাল হয় । ফরেক্স ট্রেডিং সিগন্যালগুলো হল লেনদেনের উপাদানের ক্রয়/বিক্রয় এর সংকেত( মুদ্রা,শেয়ার, মূল্যবান ধাতু ইত্যাদি) এগুলো হল সময়মত ওপেনিং এবং ক্লোজিং অপশনের জন্য সংকেত।

IFXmehedi
2020-08-01, 02:11 AM
বর্তমানে ফরেক্স সিগন্যাল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এর দ্বারা আপনি আপনার ট্রেড পজিশন সহজেই নিতে পারবেন। এই সিগন্যাল আপনাকে কখন আপনার ট্রেড ওপেন করতে হবে র কখন ক্লোজ করতে হবে তার একটা সঙ্কেত আপনাকে দিয়ে দিবে।

ভাই ফরেসমান কেটে সিগন্যাল বলতে মূলত বোঝায় কেউ একজন আপনাকে ট্রেড করতে বলল আপনি তার কথা শুনে ট্রেড করলেন এটা হচ্ছে সহজ কথা । ভাই ফরেক্স মার্কেটে ট্রেড করার ক্ষেত্রে অনেকেই অনেক কথা বলে যে তার সিগনাল ভালো কিংবা তার এনালাইসিস ভালো । কিন্তু আপনি কি কখনো তা ট্রেডিং এনালাইসিস বিশ্বাস করে ট্রেডিং করতে পারবেন আমি হয়তো পারবো না যার কারণে আমি কখনোই অন্যের থেকে সিগনাল নিয়ে চ্যাটিং করিনা তাই আপনিও যদি পারেন নিজের জ্ঞানে ট্রেডিং করুন ।

samun
2020-08-27, 11:25 PM
ফরেক্স মার্কেটের প্রাইস সবসময়ই চলমান থাকে৷হয়তো আপট্রেন্ডে বা ডাউনট্রেন্ডে অথবা কখোনো দেখি সাইড ওয়ে ট্রেন্ডে চলছে৷বর্তমান চলতি ট্রেন্ড দেখে-বুঝে পরবর্তী ট্রেন্ড শুরু হওয়ার পূর্বেই এনালাইসিস করতে হয় যে পরবর্তী ট্রেন্ড কী ধরনের হতে পারে৷তাই সেটা এনালাইসিস করে একটা অগ্রীম সিগনাল অনেকেই প্রকাশ করে থাকেন বিভিন্ন উপায়ে এবং বিভিন্ন সাইটে৷ট্রেন্ডের এই আগাম সিগনাল দেখে অনেক নতুন-অদক্ষ ট্রেডারগণ ট্রেড করে থাকেন৷আর অভিজ্ঞ-দক্ষ ট্রেডারগণ এই সব সিগনাল প্রোভাইড করে থাকেন৷

Soh1952
2020-08-28, 09:00 PM
আপনি অন্য কারো ট্রেড কে ফলো করে থাকেন তাহলে তা হলো সিগনাল. আপনি আমাদের এমটি৪ টার্মিনাল থেকে সিগনাল কিনতে পারেন, সেখানে ফ্রি সিগনাল ও অহরহ রয়েছে, আপনি যেকোনো সিগনাল বেবহার করে দখতে পারেন. তাছাড়া আপনার কাছে ২০ ডলার হলেই আপনি যেকোনো একটা সিগনাল এক মাসের জন্য কিনে নিতে পারেন.

sss21
2020-08-28, 09:29 PM
ফরেক্স এ অনেক ভালো ট্রেডার আছেন যারা ফরেক্স সিগ্ন্যল দিয়ে থাকেন। অনেকে আবার টাকা দিয়ে সিগ্ন্যল কিনে থাকেন। যারা নতুন ট্রেডার তারা এ সিগ্ন্যল ফলো করে থাকে। নতুন ট্রেডার রা বুঝতে পারে না। কোথায় ট্রেড ওপেন করতে হবে। তাই তারা এই সিগ্ন্যল তারা ট্রেড ওপেন করে থাকে।

Shole33
2020-08-28, 09:30 PM
ফরেক্স সিগন্যাল কি
,,,,,,,,,,,,আসসালামুয়ালা কুম, ভাই সিগন্যাল এমন একটি জিনিস যা একজন ট্রেডারকে মার্কেট এর বরতমান অবস্থা এবং ভবিসৎ অবস্থা সম্পকে দিক নিরদেশনা প্রদানে সহায়তা করে । বর্তমানে ফরেক্স সিগন্যাল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এর দ্বারা আপনি আপনার ট্রেড পজিশন সহজেই নিতে পারবেন। এই সব সিগন্যাল একজন ট্রেডার কে ট্রেড ওপেন ও ক্লোজ করার জন্য সিগন্যাল প্রেরণ করে । তবে একজন দক্ষ ট্রেডারের কখনই সিগন্যাল এর উপর ভরষা করা উচিৎ না, কারন সিগন্যাল যদি এত কাজের হত তবে যারা বা যেসব কোম্পানি সিগন্যাল দেয় তারা নিজেরাও ত সিগন্যাল ব্যবহার করে কোটি কোটি টাকা ইনকাম করতে পারত । যারা সিগন্যাল ব্যবহার করে লাভবান আমি তাদের বলব তারা সিগন্যাল এর পাশাপাশি মার্কেট এনালাইসিস শিখুন।।

jimislam
2020-09-03, 04:00 PM
আমরা জানি ফরেক্স ট্রেডিং সিগন্যালগুলো হল লেনদেনের উপাদানের ক্রয়/বিক্রয় এর সংকেত( মুদ্রা,শেয়ার,সিএফ ডি, মূল্যবান ধাতু ইত্যাদি) এগুলো হল সময়মত ওপেনিং এবং ক্লোজিং অপশনের জন্য সংকেত। বর্তমানে ট্রেডিং সিগন্যাল হল খুব জনপ্রিয় সেবা ফরেক্স মার্কেটে । কোটি কোটি টাকা ইনকাম করতে পারত । যারা সিগন্যাল ব্যবহার করে লাভবান আমি তাদের বলব তারা সিগন্যাল এর পাশাপাশি মার্কেট এনালাইসিস শিখুন ।

Starship
2020-09-03, 04:15 PM
ফরেক্স মার্কেটে সিগন্যাল হলো ট্রেড করার জন্য কোন পেয়ারে ট্রেড করবেন? মার্কেট কোন দিকে মুভমেন্ট করবে? কত প্রফিট হতে পারে? কখন ট্রেড ওপেন করব কখন ক্লোজ করবো? এর সকল প্রশ্নের উত্তর যে লিংকের মাধ্যমে পাওয়া যায় বা যার মাধ্যমে পাওয়া যায় সেটাই হল ফরেক্স সিগন্যাল। ফরেক্স মার্কেট এ ফরেক্স সিগন্যাল একটি গুরুত্বপূর্ণ ইস্যু।
ফরেক্স মার্কেটে এমন অনেকে আছেন যারা ফরেক্স সিগনালস ফলো করে থাকেন। তবে পুরোপুরি ভাবে পড়েছে কিনা নির্দেশনা মেনে চলা ঠিক নয়। এতে হয়তো বা আপনি সামরিক সুবিধার জন্য সুবিধা ভোগ করতে পারেন কিন্তু পরবর্তীতে তা সমস্যা দেখা দিবে।

FREEDOM
2020-11-25, 06:50 PM
ফরেক্স সিগন্যাল হল কেও আপনাকে বাই বা সেল করতে বল্ল টিপি স্টপ লস বলে দিল সেই মত আপনি ট্রেড করে লাভ বা লস করলেন ফরেক্স মার্কেট এ অনেক ট্রেডার আছে যারা সিগন্যাল নিয়ে ট্রেড করে আপনি ও চাইলে সিগন্যাল নিয়ে ট্রেড করতে পারেন তবে ফরেক্স মার্কেট এ নিজে ট্রেড করা সব থেকে ভাল কারন আপনি নিজে ট্রেড করলে শিখতে পারবেন আর সিগন্যাল নিলে অন্যর উপর নির্ভর হওয়া লাগে

Mas26
2020-11-25, 07:38 PM
বর্তমানে ফরেক্স সিগন্যাল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এর দ্বারা আপনি আপনার ট্রেড পজিশন সহজেই নিতে পারবেন। এই সিগন্যাল আপনাকে কখন আপনার ট্রেড ওপেন করতে হবে র কখন ক্লোজ করতে হবে তার একটা সঙ্কেত আপনাকে দিয়ে দিবে

ABDUSSALAM2020
2020-11-25, 11:21 PM
ফরেক্স সিগন্যাল কি?
ফরেক্স ট্রেডিং সিগন্যালগুলো হল লেনদেনের উপাদানের ক্রয়/বিক্রয় এর সংকেত( মুদ্রা,শেয়ার,সিএফড ি, মূল্যবান ধাতু ইত্যাদি) এগুলো হল সময়মত ওপেনিং এবং ক্লোজিং অপশনের জন্য সংকেত। বর্তমানে ট্রেডিং সিগন্যাল হল খুব জনপ্রিয় সেবা ফরেক্স মার্কেটে । এই সিগন্যালগুলো একজন ট্রেডারকে কার্যকারী তথ্য প্রদান করে- কোন মুদ্রা এবং কত মূল্যে লেনদেন করতে হবে, ক্লোজিং পজিশনের সময়, স্টপ লস স্থাপন করা প্রয়োজন, ভুল অনুমানের ক্ষেত্রে অনেক বড় ক্ষতি এড়ানোর জন্য, অথবা মোট ফলাফল থেকে ভালো মুনাফা নেওয়ার জন্য ইত্যাদি।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

Smd
2020-11-25, 11:47 PM
একজন ট্রেডারকে ট্রেড করার সুবিধার জন্য কিছু সিগন্যাল প্রেরণ করা হয়। এই সব সিগন্যাল একজন ট্রেডার কে ট্রেড ওপেন ও ক্লোজ করার জন্য সিগন্যাল প্রেরণ করে । কোন ট্রেডার যদি এই সিগন্যাল মেনে ট্রেড করে থাকে। তবে যে সিগন্যালওই ব্যাবহার করেন না কেন আপনার উচিত হবে অবশ্যই সেটা ডেমোতে ভালোভাবে যাচাই করে নেয়া।অন্ধভাবে কারো সিগন্যাল ফলো করতে যাবেন না।

FRK75
2020-11-26, 09:52 PM
ফরেক্স সিগন্যাল বলতে আমরা যা বুঝি তা হলো ট্রেড এ এন্ট্রি করার একটি পূর্বাভাস। আমরা সব সময় নিজস্ব সিস্টেমের সিগন্যাল এর নির্ভর করে ট্রেড করে থাকি আবার অনেকে ফরেক্স এক্সপার্ট এডভাইজার এর কাছ থেকে সিগন্যাল নিয়ে ট্রেড করি। ফরেক্স সব সময় নিজস্ব আইডিয়া দিয়ে করতে হয়। আমাদের মার্কেট বুঝার মত অভিজ্ঞতা অর্জন করার জন্য দীর্ঘদিন মার্কেট পর্যবেক্ষন করা দরকার।

Md.shohag
2020-11-26, 10:37 PM
ফরেক্স সিগন্যাল হল আপনি কখন ট্রেড ওপেন করবেন তার একটা নিউজ। যা ভিবিন্ন ভাবে আপনি সংগ্রহ করতে পারবেন। এক্ষেত্রে দেখা যায় কিছু কিছু সিগন্যাল এ ট্রেড ওপেন করলে লাভ হয় আবার কিছু কিছু ক্ষেত্রে লস হয়।

micky1212
2020-11-27, 04:26 PM
ফরেক্স এক্সচেঞ্জিং সংকেতগুলি এক্সচেঞ্জিং উপাদানগুলি ক্রয় / বিক্রয় করার লক্ষণ হবে (আর্থিক মান, শেয়ার, সিএফডি, মূল্যবান ধাতু এবং আরও অনেক কিছু) এগুলি সুবিধাজনক খোলার এবং বন্ধ করার বিকল্পগুলির সংকেত। এখন পর্যন্ত ট্রেডিং সিগন্যালগুলি ফরেক্স মার্কেটের একটি মূলধারার প্রশাসন। এই লক্ষণগুলি কোনও ডিলারকে শক্তিশালী ডেটা সরবরাহ করে - কোন নগদ এবং কী বিনিময় করতে হবে,

Sid
2020-12-18, 09:23 AM
সিগনাল হল আপনি কখন আপনার ট্রেড ওপেন করবেন বা কোন পজিশনে ট্রেড টি ক্লোজ করবেন বা কোন সময় ট্রেড গ্রহন বা ক্লোজ করলে তা প্রফিটেবল হবে সেই সংক্রান্ত কিছু নিউজ। ধন্যবাদ।

sss21
2021-02-21, 10:13 PM
ফরেক্স সিগন্যাল বলতে আমরা যা বুঝি তা হলো ট্রেড এ এন্ট্রি করার একটি নিউজ । আমরা সব সময় নিজস্ব সিস্টেমের সিগন্যাল এর উপর নির্ভর করে ট্রেড করি। আবার অনেকে ফরেক্স এক্সপার্ট এডভাইজার এর কাছ থেকে সিগন্যাল নিয়ে ট্রেড করি। ফরেক্স সব সময় নিজস্ব আইডিয়া দিয়ে করতে হয়। আমাদের মার্কেট বুঝার মত অভিজ্ঞতা অর্জন করার জন্য দীর্ঘদিন মার্কেট পর্যবেক্ষন করা প্রয়োজন।আর মার্কেট বুজে উঠতে পারলে সঠিক ভাবে কাজ করা সম্ভব।

ENGR:SUZON
2021-02-22, 02:14 AM
ফরেক্স মার্কেটে যারা এনালাইসিস করতে পারে না তারাই মুলত সিগন্যাল ফলো করে থাকে। কত প্রাইসে ট্রেড ওপেন করবেন এবংং কত প্রাইসে ক্লোজ করবেন তা নিউজ আকারে পাবলিশ হয়। এটাই ফরেক্স সিগনাল। তবে সিগনালগুলি সবসময় সঠিক আপডেট প্রদান করে না। যার কারণে লস করার সম্ভবনা থাকে। তাই আমার পরামর্শ হল নিজে নিজেই মার্কেট এনলাইসিস করুন এবং কখন ট্রেড করা উচিত বা কখন ট্রেড ক্লোজ করা উচিত তা নিজের এনালাইসিস অনুযায়ী সিদ্ধান্ত নিন। যদি এনালাইসিস করতে না পারেন তাহলে প্রয়োজনে ফরেক্স এনালাইসিসের ওপর আরো স্টাডি করুন কিন্তু পুরোপুরি সিগনালের ওপর ঝুঁকে পড়বেন না।

EmonFX
2021-02-22, 09:26 AM
ফরেক্স মার্কেটে আমরা সিগন্যাল বলতে ট্রেড বা এন্ট্রি নেয়ার পূর্বাভাস কে বুঝে থাকি। ফরেক্সে কেউ হয়তো ফান্ডামেন্টাল নিউজ রিলেটেড সিগন্যাল ব্যবহার করেন আবার কেউ হয়তো এক্সপার্টদের কাছ থেকে সিগনাল ক্রয় করে ট্রেডিং করে থাকেন। তবে আমি সিগন্যাল ট্রেডিংকে কোনভাবেই সমর্থন করি না। যারা সিগন্যাল বিক্রয় করেন তারা শুধু তাদের ব্যবসায়িক উদ্দেশ্যেই সিগন্যাল বিক্রয় করে থাকেন। সিগনাল দিয়ে ট্রেড করে প্রফিট করার আর খুবই নগণ্য। আর অন্যের সিগন্যালের পিছনে না দৌড়িয়ে নিজের ট্রেডিং স্ট্রাটেজি বিপ্লব করার প্রতি গুরুত্ব দেয়া উচিত। অন্যের সিগন্যাল নির্ভর ট্রেডিং নিজের প্রতিভাকে ধ্বংস করার নামান্তর। তাতে করে নিজের অর্থ ও সময় শুধু অযথাই নষ্ট হয়।

সবথেকে বেশি ভালো হয় নিজের ট্রেডিং স্ট্রাটেজি এবং এনালাইসিস দ্বারা ট্রেড করতে পারলে। তাতে করে শুরুর দিকে কিছু ট্রেডে লস করলেও ধীরে ধীরে আপনার ট্রেডিং স্ট্রাটেজির যথেষ্ট পরিবর্তন আসবে, যা দ্বারা আপনি পরবর্তিতে ট্রেড করে সফলতা পেতে পারেন। আর যারা সিগনাল বিক্রয় করেন তাদের স্ট্রাটেজি যদি শতভাগ কাজ করতো তাহলে তারা সিগন্যাল বিক্রয়ের পিছে না দৌড়িয়ে নিজের এনালাইসিস দ্বারা ট্রেড করে অনেক উপার্জন করতে পারতেন। তাই বলবো সিগন্যাল ক্রয় নয় নিজের স্ট্রাটেজি ডেভলপ করে সে অনুযায়ী ট্রেডিং করুন।

mohd.Salahuddin
2021-02-22, 12:21 PM
আমাদের বিশ্বে বর্তমানে ফরেক্স সিগন্যাল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এর দ্বারা আপনি আপনার ট্রেড পজিশন সহজেই নিতে পারবেন। কোন ট্রেডার যদি এই সিগন্যাল মেনে ট্রেড করে থাকে তা হলে সে নি:সন্দেহে ফরেক্স মার্কেটে ট্রেড করে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ।

Smd
2021-05-06, 06:05 PM
ফরেক্স সিগন্যাল হলো অপরের এনালাইসিসের উপর নির্ভর করে ট্রেড করা। তারা যখন বলবে বাই বা সেল সেই সাথে ট্রেড নেয়াকে সিগন্যাল ফলোয়ার বলে। এতে যেমন লাভ করা সহজ হয় ঠিক তেমনি লস করার হারও বেড়ে যায়। একজন সাকসেসফুল ট্রেডার জানেন কখন তাকে থামতে হবে। কিন্তু আমার মত অনেক ছোট ট্রেডার যারা মাত্র ট্রেডিং শিখছি তারা আসলে মার্কেট এর গেম প্লান সম্পর্কে আমাদের কোন ধারণাই নেই।

FRK75
2021-09-12, 11:03 AM
ফরেক্স সিগন্যাল বলতে আমরা যা বুঝি তা হলো ট্রেড এ এন্ট্রি করার একটি পূর্বাভাস। আমরা সব সময় নিজস্ব সিস্টেমের সিগন্যাল এর নির্ভর করে ট্রেড করে থাকি আবার অনেকে ফরেক্স এক্সপার্ট এডভাইজার এর কাছ থেকে সিগন্যাল নিয়ে ট্রেড করি। ফরেক্স সব সময় নিজস্ব আইডিয়া দিয়ে করতে হয়। আমাদের মার্কেট বুঝার মত অভিজ্ঞতা অর্জন করার জন্য দীর্ঘদিন মার্কেট পর্যবেক্ষন করা দরকার। আসলে ফরেক্স ব্যবসা দীর্ঘমেয়াদী পরিকল্পনার নাম। সুতরাং ধৈর্য্য ধারন পূর্বক যিনি মার্কেট এর সঙ্গে লেগে থাকবেন তিনিই ফরেক্স ব্যবসায় লাভবান হতে পারবেন।

FRK75
2021-12-19, 01:45 PM
সিগন্যালগুলো হল লেনদেনের উপাদানের ক্রয়/বিক্রয় এর সংকেত( মুদ্রা,শেয়ার,সিএফড ি, মূল্যবান ধাতু ইত্যাদি) এগুলো হল সময়মত ওপেনিং এবং ক্লোজিং অপশনের জন্য সংকেত। বর্তমানে ট্রেডিং সিগন্যাল হল খুব জনপ্রিয় সেবা ফরেক্স মার্কেটে । এই সিগন্যালগুলো একজন ট্রেডারকে কার্যকারী তথ্য প্রদান করে- কোন মুদ্রা এবং কত মূল্যে লেনদেন করতে হবে,

FRK75
2022-02-01, 10:02 PM
ফরেক্স মার্কেটের কিছু নির্দেশক যা ট্রেডিং এর সময় ট্রেডারদের সহায়তার জন্য দেয়া হয়।ফরেক্স সিগন্যাল হল পুরোপুরি ফরেক্স সম্পর্কে বিভিন্ন ওয়েবসাইট থেকে প্রাপ্ত নির্দেশক যা ট্রেডারদের কাছে পৌছিয়ে দেয়া সেই অনুসারে ট্রেডাররা ট্রেডিং করে থাকে।ফরেক্স এ কিছু কিছু সিগন্যাল আছে ফ্রি আর কিছু কিছু আছে পেইড।পেইড সিগন্যালগুলো শুনেছি ভালোই নাকি কার্যকরী।আমি কখনো সিগন্যাল ব্যবহার করিনি।আমরা বাঙালী জাতিরা অলস। মার্কেট এনালাইসিস না করে সিগন্যাল ব্যবহার করে ট্রেড করি।আরে ভাই আপনি কেন অন্যর দেওয়া সিগন্যাল ফলো করবেন।আপনি নিজের বুদ্ধি খরচ করে মার্কেট এবালাইসিস করে ট্রেড করুন একদিন আপনি নিজেই সফল হতে পারবেন।অন্যর সিগন্যাল এ সবসময়ই লাভ হবে এমন হলে যারা সিগন্যাল বিক্রি করে ওরা তো সব ট্রেড ওরাই করত সব ট্রেড করে প্রফিট নিতে পারত।

FREEDOM
2022-04-04, 02:15 PM
ফরেক্স সিগন্যাল হল আপনি কখন ট্রেড ওপেন করবেন তার একটা নিউজ। যা ভিবিন্ন ভাবে আপনি সংগ্রহ করতে পারবেন। এক্ষেত্রে দেখা যায় কিছু কিছু সিগন্যাল এ ট্রেড ওপেন করলে লাভ হয় আবার কিছু কিছু ক্ষেত্রে লস হয়।

FRK75
2022-09-17, 09:59 PM
ফরেক্স সিগন্যাল বলতে আমরা যা বুঝি তা হলো ট্রেড এ এন্ট্রি করার একটি পূর্বাভাস। আমরা সব সময় নিজস্ব সিস্টেমের সিগন্যাল এর নির্ভর করে ট্রেড করে থাকি আবার অনেকে ফরেক্স এক্সপার্ট এডভাইজার এর কাছ থেকে সিগন্যাল নিয়ে ট্রেড করি। ফরেক্স সব সময় নিজস্ব আইডিয়া দিয়ে করতে হয়। আমাদের মার্কেট বুঝার মত অভিজ্ঞতা অর্জন করার জন্য দীর্ঘদিন মার্কেট পর্যবেক্ষন করা দরকার। আসলে ফরেক্স ব্যবসা দীর্ঘমেয়াদী পরিকল্পনার নাম। সুতরাং ধৈর্য্য ধারন পূর্বক যিনি মার্কেট এর সঙ্গে লেগে থাকবেন তিনিই ফরেক্স ব্যবসায় লাভবান হতে পারবেন।ভাই সিগন্যাল এমন একটি জিনিস যা একজন ট্রেডারকে মার্কেট এর বরতমান অবস্থা এবং ভবিসৎ অবস্থা সম্পকে দিক নিরদেশনা প্রদানে সহায়তা করে । বর্তমানে ফরেক্স সিগন্যাল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এর দ্বারা আপনি আপনার ট্রেড পজিশন সহজেই নিতে পারবেন। এই সব সিগন্যাল একজন ট্রেডার কে ট্রেড ওপেন ও ক্লোজ করার জন্য সিগন্যাল প্রেরণ করে । তবে একজন দক্ষ ট্রেডারের কখনই সিগন্যাল এর উপর ভরষা করা উচিৎ না, কারন সিগন্যাল যদি এত কাজের হত তবে যারা বা যেসব কোম্পানি সিগন্যাল দেয় তারা নিজেরাও ত সিগন্যাল ব্যবহার করে কোটি কোটি টাকা ইনকাম করতে পারত । যারা সিগন্যাল ব্যবহার করে লাভবান আমি তাদের বলব তারা সিগন্যাল এর পাশাপাশি মার্কেট এনালাইসিস শিখুন ।

FRK75
2023-12-04, 10:55 PM
অনেক ফরেক্স ট্রেডারই সিগন্যাল ব্যবহার করে ট্রেড করেন। আমি ব্যক্তিগতভাবে এই সিগন্যাল ব্যবহার কে অসমর্থন করি। এতে হয়তো একজন ট্রেডারের লাভ হয়। কিন্তু আল্টিমেটলি সে সিগ্ন্যালের প্রতি নির্ভরশীল হয়ে যায়। যেটা অবশ্যই ক্ষতিকর। সিগন্যাল এমন একটি জিনিস যা একজন ট্রেডারকে মার্কেট এর বরতমান অবস্থা এবং ভবিসৎ অবস্থা সম্পকে দিক নিরদেশনা প্রদানে সহায়তা করে । বর্তমানে ফরেক্স সিগন্যাল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এর দ্বারা আপনি আপনার ট্রেড পজিশন সহজেই নিতে পারবেন। এই সব সিগন্যাল একজন ট্রেডার কে ট্রেড ওপেন ও ক্লোজ করার জন্য সিগন্যাল প্রেরণ করে । তবে একজন দক্ষ ট্রেডারের কখনই সিগন্যাল এর উপর ভরষা করা উচিৎ না, কারন সিগন্যাল যদি এত কাজের হত তবে যারা বা যেসব কোম্পানি সিগন্যাল দেয় তারা নিজেরাও ত সিগন্যাল ব্যবহার করে কোটি কোটি টাকা ইনকাম করতে পারত । যারা সিগন্যাল ব্যবহার করে লাভবান আমি তাদের বলব তারা সিগন্যাল এর পাশাপাশি মার্কেট এনালাইসিস শিখুন ।

creativeifx
2023-12-05, 12:29 AM
ফরেক্স মার্কেট যারা এনাল্যসিস করে তারা ই আমার মনে হয় সিগন্যাল দিতে পারে। নেক্সট মভমেন্ট কি হতে পারে। eur/usd আগামি কাল কি আপ এ থাকবে নাকি ডওন এ যাবে, এই টা আমরা ২ ভাগে জানতে পারি।
১তা হচ্ছে টেকনিক্যাল এনালিস্যস আর এক্টা ফান্ডামেন্টাল এনাল্যসিস করে।