PDA

View Full Version : ফরেক্স শিখি সবাই একসাথে (ধারাবাহিক)/পর্ব-৩



Mamun13
2017-08-07, 11:09 PM
###ফরেক্স মার্কেটে যেভাবে ক্রয়/বিক্রয় হয়ে থাকে-
আমরা ফরেক্স মার্কেটে সবসময়ই দেখি যে প্রাইস ক্রমাগত উঠা-নামা করছে,কখোনো ধীরে আবার কখোনোও দ্রুত-খুব দ্রুত৷এই প্রইস উঠানামা করে সাধারণত মার্কেটে যখন লেনদেন হয় অর্থাৎ এই লেনদেনের ফলেই প্রাইসের উঠানামা হয়ে থাকে৷
সারা বিশ্বব্যাপী ট্রেডারগণ যখন মার্কেটে লেনদেন বা ক্রয়/বিক্রয় করেন তখনই প্রাইসের উঠা-নামা হয়ে থাকে৷যখন ক্রেতাগণ ক্রয় করতে থাকেন তখনই মার্কেটে বুলিশ ট্রেন্ড তৈরি হয় এবং যখন বিক্রেতাগণ বিক্রয় করতে থাকেন তখনই মার্কেটে বিয়ারিশ ট্রেন্ড তৈরি হয়৷তাহলে মূলবিষয় হচ্ছে -"ট্রেডারগণই ফরেক্স মার্কেটের প্রাইসকে উপরে উঠায় বা নীচে নামায়৷" মার্কেটে ক্রেতাগণ ক্রমাগত ক্রয় করতে থাকলে প্রাইসের উর্ধগতি এবং বিক্রেতাগণ বিক্রয় করতে থাকলে প্রাইসের নিম্নগতি সৃষ্টি হয়৷স্বাভাবিক প্রশ্ন হলো-মার্কে্টের এই প্রাইসকে ট্রেডারগণ কেন এবং কীভাবে উপরে উঠায় বা নিচে নামায় অর্থাৎ কখন ও কেন ক্রেতাগণ ক্রয় করবে অথবা বিক্রেতাগণ কখন ও কেন বিক্রয় করবে ? সহজ উত্তর হলো-তিনটি পদ্ধতির এনালাইসিসের দ্বারা ট্রেডারগণ মার্কেটে নিয়মিত ক্রয়/বিক্রয় করে থাকেন৷10% হচ্ছে ফান্ডামেনটাল,20% হচ্ছে টেকনিক্যাল আর বাকী 70% হচ্ছে সেন্টিমেন্টাল এনালাইসিস৷এই তিনটি এনালইসিসের সমন্বয় সাধনেই বিশ্বের সকল দক্ষ ট্রেডারগণ ট্রেড করছেন এবং তারা নিয়মিত প্রফিট করছেন৷(চলবে)

Rokibul7
2020-05-31, 02:14 PM
আরও বিসতারিত বললে পুরাটা বুঝতে পারতাম। ক্রয়বিক্রয়ের মাধ্যমে তো প্রাইজ উঠানাম করে বুঝলাম তবে কিভাবে এই ক্রয়বিক্রয় ঘটে সেটা প্রশ্ন তৈরি হল মনে।