PDA

View Full Version : ফরেক্স শিখি সবাই একসাথে (ধারাবাহিক)/পর্ব-৪



Mamun13
2017-08-08, 07:41 PM
###সঠিক ভাবে এনালাইসিস করতে হবে-
ট্রেড করার পূর্বে অবশ্যই যথাসম্ভব সঠিক ও নিখুঁত ভাবে এনালাইসিস করে নিশ্চিত হতে হবে যে আপনি ক্রয় করবেন নাকি বিক্রয় করবেন ? মার্কেটে এখন কি অবস্হা রয়েছে ? বুলিশ সেন্টিমেন্ট না বিয়ারিশ সেন্টিমেন্ট ? ১# প্রথমেই লক্ষ্য করবেন ফান্ডামেন্টাল এনালাইসিস বা মৌলিক পরিস্হিতি৷এরজন্য নির্দিষ্ট কারেন্সী পেয়ারের নির্দিষ্ট সেশন অনুযায়ী মার্কেট দেখতে হবে৷যেই কারেন্সী পেয়ারে ট্রেড করতে চাইবেন সেই পেয়ারের নির্দিষ্ট সেশনে ছোট/বড় নিউজগুলো অবশ্যই প্রতিদিনই নিয়মিত দেখতে হবে,বুঝতে হবে৷ঐ দেশের সার্বিক অর্থনৈতিক,রাজনৈতিক,প্রাকৃতিক পরিস্হিতি এবং তাদের মূদ্রার মূল্য,তাদের কারেন্সী মার্কেটের পরিস্হিতি এনালাইসিসের জন্য নিয়মিত b.b.c বা c.n.n সংবাদ দেখেও জানতে পারবেন,বুঝতে পারবেন৷এগুলো নিয়মিত অভ্যাসে পরিণত করতে হবে৷এই ফান্ডামেন্টাল এনালাইসিসের উপর ফরেক্স ট্রেডের 10% সফলতা নির্ভর করে থাকে৷ ২#টেকনিক্যাল এনালাইসিস হলো আমরা যে ট্রেডিং চার্টে ট্রেড করি তাতে গুরুত্বপূর্ণ অনেককিছু দেখে-বুঝে সেল/বাই এন্ট্রী করে থাকি৷টেকনিক্যাল এনালাইসিসের জন্য প্রথমেই আমাদের প্রত্যেকের নিজেদের ট্রেডিং চার্টে ট্রেন্ড নিশ্চিত হতে হয় এবং পাশাপাশি সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলো নিশ্চিত হতে হয়৷এই "টেকনিক্যাল এনালাইসিসের মূল বিষয় এবং ফরেক্স মার্কেটের চাবিকাঠি-ই হচ্ছে এই ট্রেন্ড এবং সাপোর্ট/রেসিসট্যান্স লেভেল নিশ্চিতকরণ৷"ফরেক্স ট্রেডিংয়ের 20% সফলতা নির্ভর করে এই টেকনিক্যাল এনালাইসিসের উপর৷ ৩# আর বাকী 70% সফলতা নির্ভর করে মার্কেট সেন্টিমেন্টাল এনালাইসিসের উপর৷এই সেন্টিমেন্টাল এনালাইসিস হচ্ছে মার্কেটের সার্বিক পরিস্হিতি অর্থাৎ বুলিশ মুড বা বিয়ারিশ মুড নিশ্চিত হয়ে নিজের সেন্টিমেন্টকে মার্কেটের সাথে সাথে রেখে ট্রেড করে যাওয়া৷ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল সিস্টেম সমন্বয়ে মার্কেট সেন্টিমেন্ট অনুযায়ী দেখে-বুঝে ট্রেড করে যাওয়াই হলো ফরেক্স মার্কেটের সফলতার 70% কাজ৷এই তিনভাবে এনালাইজ করেই বিশ্বের সকল দক্ষ ট্রেডারগণ ট্রেড করছেন নিশ্চিন্তে,নিরাপদে এবং নিয়মিত প্রফিট করছেন৷তাই "সঠিক এনালাইসিসই হলো ফরেক্স মার্কেটের মূল বিষয়৷"আপনার এনালাইসিস যত সঠিক হবে প্রফিট আপনার পকেটে তত বেশি আসবে আর এনালাইসিস ভূল তো আপনার ব্যালেন্সও ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে থাকবে এবং অবশেষে সবই শুন্য !!! (চলবে)

mahbubhb
2017-08-09, 03:19 PM
আমি আপনার এই লেখা থেকে অনেক কিছু যানতে পেরেছি যা আমি আগে এত যানতাম না। আপনার এই তথ্য আমাদের সামনের দিনগুলোতে কাজে লাগানোর চেষ্টা করবো। আশা করি আপনি ভবিষ্যতে আমাদের জন্যে ফরেক্স শিক্ষার আরো অনেক অনেক পাঠ নিয়ে আসবেন। এভাবেই আপনারা যারা অভিজ্ঞ আছে তারা আমাদের জন্য আপনাদেত মুল্যবান অভিজ্ঞতা শেয়ার করবেন তাহলে আমরা অনেক কিছু শিখতে পারব।

Rokibul7
2020-05-31, 02:31 PM
টেড করার পূবে অবশ্যই সকল এনালাইসিস করতে হ। প্রথম প্রথম বিনা এনালাইসিস এ টেড ওপেন করে নতুন টেডাররা,লাভ লস হয় তবে অজান্তে। তবে কিছুদিন পর আর বিনা এনালাইসিস এ চলে না,সব লস ই হয়।তার পর আর কেউ এ মাকেটে বিনা এনালাইসিস এ টেড ধরতে চায় না।তাই ফরেক্স এর সাথে জারা জড়িত থাকতে চাই তারা আমরা সবাই ফরেক্স এ সময় দিবো ও শিখবো।