Log in

View Full Version : পেশাজীবীদের জন্য ফরেক্স ট্রেডিং



Profxt
2017-08-12, 08:08 PM
ধরুন আপনি জব করছেন, কিংবা ব্যবসা করছেন। অথবা কিছুই করছেন না, বেকার বসে আছেন। ফরেক্স নিয়ে পড়াশোনা করে ভাবছেন ফরেক্স ট্রেডিংকেই পেশা হিসাবে বেছে নিবেন কিনা। এই সিদ্ধান্তটি নেয়া এই পর্যায়ের মানুষগুলোর জন্য কঠিন। ফরেক্স ট্রেডিং সবসময় ঝুঁকিপূর্ণ। আপনি যতই ভাল ওস্তাদ ট্রেডার হন না কেন, লস আপনি এড়িয়ে চলতে পারবেন না। ফরেক্স এ সবসময় লাভ হবে এমন কোন কথা নেই। একজন ভাল ট্রেডারেরও খারাপ সময় যেতে পারে এবং সেতা খুব স্বাভাবিক। বরং সবসময় যদি লাভই করে যায় সেতাই অস্বাভাবিক। যদি আপনি ফরেক্সকেই মূল পেশা হিসাবে বেছে নিয়ে থাকেন, আর কোন কাজ করা থেকে বিরত থাকেন, তবে লসের সময় কি করবেন? ধরুন কোন কারনে আপনি টানা ৩ মাস লসে আছেন। ফ্যামিলি চালাবেন কি করে? তখন টেনশনে পরে যাবেন। মনে হবে লস জত দ্রুত সম্ভব পুনরুদ্ধার করতেই হবে। এই প্রেসারে দিয়ে বসবেন আরও বড় লতে রিস্কি ট্রেড। ফলাফল হয় লস পুনরুদ্ধার বা আরও বেশি লস বা অ্যাকাউন্ট জিরো।

01797733223
2018-01-17, 01:08 PM
এক্ষেত্রে আমি বলব যে পেশাজীবিরা, তারা যদি মনে করেন যে তারা এই সেক্টরে তাদের শ্রম ও মেধাকে প্রপারলী সঠিকভাবে প্রয়োগ করতে পারবেন, তাহলে আমি বলব যে আসেন স্বগতম। কারন এখানে ব্যবসা করতে হলে আপনার মনের সাহসটাই হল প্রধান। এছাড়া এখানকার যাবতীয় সবকিছু আপনি আস্তে আস্তে শিখে যাবেন, তবে অনেক ধৈর্য নিয়ে কাজ করার মনমানসিকতা থাকতে হবে তাহলেই আর কোন সমস্যা হবে না।

expkhaled
2018-01-17, 06:14 PM
প্রাথমিক ভাবে ফরেক্স ট্রেড এ ব্যবসা করে সংসার চালানোর চিন্তা করাটা বোকামী। আপনার উচিত হবে প্রথমে ফরেক্স ভালভাবে জানা তারপর আপনি কিভাবে ট্রেড করবেন সিদ্ধান্ত নেওয়া। ফরেক্স নতুনদের ১০০ ভাগ রিস্কি ব্যবসা সুতরাং প্রথম ৫ বছর টানা ধরে নিতেই হবে আপনার কোন আয় হবে না। এটা এমন একটা বিদ্যা যদি একবার আয়ত্ব করতে পারেন তাহলে আপনার জন্য টাকা আয় করা ব্যপার না কিন্তু যদি আপনি জ্ঞান বা অভিজ্ঞতা অর্জন করার আগেই যদি টাকা বিনিয়োগ করে রিয়েল ট্রেড করা শুরু করেন তাহলে আপনার লস কেউ ঠেকাতে পারবে না।

Mamun13
2018-01-19, 12:39 AM
ফরেক্স ট্রেড আসলে অন্য যে কোনোও পেশার পাশাপাশি করা সম্ভব৷যেমন আপনি যে কোনো পেশায় নিয়োজিত থাকেন না কেন ফরেক্স মার্কেটে আপনি আপনার সময় সুযোগ বুঝে সপ্তাহে এক দুই বার করে অল্প সময় দিয়েই ট্রেডে এন্ট্রী করে রাখতে পারবেন৷ফরেক্স মার্কেটে সারাদিন বা ঘন্টার পর ঘন্টা বসে থাকার কোনো যুক্তি বা প্রয়োজন নাই৷

Grimm
2018-01-19, 12:46 AM
আমার জানামতে ফরেক্স ট্রেড সকল ধরনের মানুষের জন্য ভাল। আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে আপনি এই ব্যবসাতে আপনার সম্পূর্ণ সময় ব্যয় করতে পারেন যার ফলে খুব অল্প সময়ে আপনি অনেক কিছু জানতে পারবেন, যার ফলে আপানার সফল হতে বেশি সময় লাগবে না। আর আপনি যদি কোন চাকুরী বা ব্যবসার পাশাপাশি এই ব্যবসা করতে চান তাহলে তাও পারবেন কারণ এই ব্যবসা ২৪ ঘণ্টাই খোলা থাকে। তারমানে আপনি যখন তখন এই ব্যবসা হতে মুনাফা উপার্জন করতে পারবেন। তবে হ্যা মুনাফা উপার্জনের পূর্বে অবশ্যই জ্ঞান আর অভিজ্ঞতা উপার্জন করবেন কারণ এটি ব্যতিত এই ব্যবসায় টিকে থাকা অসম্ভব।

maziz6989
2018-02-24, 10:26 PM
আসলে আমার মতে যার অন্য একটা ইনকাম সোর্স আছে তার জন্যই এই ফরেক্স ট্রেডিং বেশ উত্তম। প্রশ্ন হতে পারে, কেন? এটাকে ফুল টাইম পেশা হিসেবে এস্টাব্লিশ করতে পারা যার পর নাই টাফ। আর একটা বিষয় হল এখানে ঝুকির ব্যাপারটাতো আছেই। তাই এটাকে যারা প্যাসিভ ইনকাম হিসেবে নিয়েছে তারাই গেইনার - আমার বিচারে। আপনার অভিমত ভিন্ন হতেই পারে।

riponinsta
2018-02-25, 11:45 AM
আমি মনে করি যারা ফরেক্স মার্কেট এ চাকরী করে তারা চাকরীর পাশাপাশি ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারে আমি নিজেই ফরেক্স মার্কেট এ চাকরীর পাশাপাশি ফরেক্স মার্কেট এ ট্রেড করি চাকরীর পাশাপাশি ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে শুধু বড় টাইম এ ট্রেড এ ট্রেড করলেই হল তাহলে প্রতিদিন সকাল এ মার্কেট দেখলেন আর রাত এ মার্কেট দেখলেন তাহলেই হবে আপনি ফরেক্স মার্কেট এ লাভ করতে পারবেন

iloveyou
2018-02-25, 12:53 PM
পেশাজীবিদের জন্য ফরেক্স ট্রেডিং নয়। কেননা তারা অলরেডি অন্য পেশায় নিজেকে নিয়োজিত করেছেন খুব ভালভাবে। তাদের সব পরিশ্রম দিয়ে তারা অনেক কষ্ট সহ্য করে একটা অবস্থানে দাঁড়িয়েছেন। কাজেই তাদের সেই আগের মত এনার্জি তারা এখানে রাখতে পারবেন না। এখানে তারা শুধু তাদের এক্সট্রা ঘাটতিটা পূরণের উদ্দেশ্যেই এই পেশায় নিয়োজিত হতে চান। তবে তারা যদি একান্তই এখান থেকে ইনকাম চান, তাহলে আমি বলব আপনি কমপক্ষে দুটো বছর ফরেক্সের সবকিছু শিখেন এবং ভালভাবে জানেন, তারপর অন্যকিছু বা ইনভেস্টের চিন্তা করবেন।

saraa
2020-03-16, 01:52 PM
কঠোর পরিশ্রম এমন একটি জিনিস যা আমাদের উজ্জ্বল এবং সফল পথে পরিচালিত করে Gশ্বর আমাদের কঠোর পরিশ্রমের ফল দান করেন we mustশ্বর অবশ্যই কঠোর পরিশ্রমের ফল পান so তাই আপনার জীবনে এটি কখনও উপেক্ষা করবেন না l সর্বদা কঠোর পরিশ্রমী হন I এটি আপনাকে বাঁচতে সহায়তা করবে আপনার জীবন আনন্দের সাথে আমাদের কঠোর পরিশ্রম করা বন্ধ করা উচিত নয় কারণ কঠোর পরিশ্রম একমাত্র জিনিস যা ফরেক্স থেকে আমাদের লাভ করতে পারে যদি আমরা কঠোর পরিশ্রম না করি তবে আমরা ফরেক্স ট্রেডিং মার্কেট থেকে ভাল অর্থ উপার্জন করতে সক্ষম হতে পারি না আমাদের সর্বদা কঠোর পরিশ্রম করা উচিত আমাদের জন্য এবং ফরেক্স থেকে লাভ পেতে