PDA

View Full Version : ফরেক্স শিখি সবাই একসাথে (ধারাবাহিক)/পর্ব-৬



Mamun13
2017-08-13, 04:48 PM
### গুরুত্বপূর্ণ মানি মেনেজমেন্ট -
ফরেক্স মার্কেটে ব্যাবসা করতে চাইলে অবশ্যই আমাদেরকে "মানি মেনেজমেন্ট" সঠিক ভাবে ফলো করতে হবে,এর কোনো বিকল্প নাই৷আপনার মানি মেনেজমেন্ট ভূল তো টোটাল ট্রেডই ভূল অর্থাৎ লস আর লস৷নিয়মিত ডেমোতে প্র্যাকটিস করে করে এই মানি মেনেজমেন্টের সঠিক প্রয়োগ শিখতে হবে ৷প্রথমত আপনার লিভারেজ কমিয়ে 1:20 বা 1:33 তে সেট করা উচিৎ৷লিভারেজ কম থাকলে আপনি কখোনোও বড় ট্রেড এবং ওভার ট্রেডিং করতে পারবেন না৷তাই আপনার একাউন্টের ব্যালেন্স থাকবে মজবুত এবং ব্যালেন্সের পরিমান ক্রমাগত বৃদ্ধি পেতে থাকবে যদি নিয়মিত প্রফিট করতে পারেন৷লিভারেজ যত বেশি নিবেন আপনার ব্যালেন্স ততই রিস্কের মধ্যে থাকবে৷কারন আপনি একদম নতুন ট্রেডার!!আপনার প্রত্যেক ট্রেডের রিস্ক রেশিও 1:3 রাখা ভালো৷অর্থাৎ আপনার প্রতি ট্রেডে টার্গেট থাকবে লস পিপস: প্রফিট পিপস=1:3 বা লসের অনুপাতের তিনগুণ থাকবে প্রফিটের পিপস৷তাই আপনার ট্রেডিং চার্টে ভালো করে এনালাইসিস করে প্রফিট পিপস বনাম লস পিপস অর্থাৎ সবার পরিচিত টেকপ্রফিট ও স্টপলস সেট করে নিবেন৷"ফরেক্স মার্কেটে নিয়মিত প্রফিটের অন্যতম প্রয়োজনীয় বিষয় হলো সঠিক মানি মেনেজমেন্ট প্রয়োগ করা৷"(চলবে)

Rokibul7
2020-05-29, 02:00 PM
ফরেক্স টেডিং এ মানি ম্যানেজ মেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা এনালাইসি। যেটা আপনাকে মেনে চলতে হবে,এটা একটা রুলস।ফরেক্স মাকেটে টিকে থাকতে সবপ্রথম আপনাকে মানিম্যানেজমেন্ট জানতে হবে এবং এর সঠিক প্রয়গ করতে হবে।নইলে টিকতে পারবেন না,পালাতে হবে।