PDA

View Full Version : ফরেক্স শিখি সবাই একসাথে (ধারাবাহিক)/পর্ব-৭



Mamun13
2017-08-14, 08:06 PM
###ফরেক্স মার্কেটে ট্রেডিং সাইকোলোজী সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়-
আমরা ট্রেডারগণ অনেকেই বিশেষ করে নতুন ট্রেডার "ট্রেডিং সাইকোলোজী" সম্পর্কে পরিষ্কার ধারণা রাখিনা৷অথচ আপনার সঠিক ট্রেডিং সাইকোলোজী না থাকলে আপনি কখোনোও ফরেক্স মার্কেটে নিয়মিত প্রফিটেড ট্রেডার হতে পারবেন না৷"ফরেক্স মার্কেটে সফলতার 70% নির্ভর করে এই সঠিক ট্রেডিং সাইকোলোজীর উপর"৷তাই সর্বাধিক গুরুত্ব দিতে হবে ট্রেডিং সাইকোলোজীর উপর৷আমরা নতুন অদক্ষ ট্রেডারগণ যখনই ট্রেড করি মনের মধ্যে তখন অবশ্যই আমাদের নগদ ক্যাশ বা পুজিঁ বা ব্যালেন্স লস করার একটা সাংঘাতিক ভয় সৃষ্টি হয়৷যথাসময়ে ট্রেড করার সুযোগ হাত-ছাড়া করতে চাইনা কেউ,তাই প্রফিটের জন্য মনের মধ্যে ছটফট শুরু হয়ে যায়৷আবার ভয় পাই-যদি ভূল এন্ট্রী করে ফেলি তাহলে কী হবে ? আবার অনেকের অতি আত্নবিশ্বাসের ফলেও ভূল এন্ট্রী হয় এবং লস আর লস !এসব কারনে ক্রমাগত কিছুদিন লস দিয়ে অধিকাংশ নতুন ট্রেডার মনের সাহস-শক্তি-ইচ্ছা হারিয়ে ফেলে, হতাশ হয়ে মার্কেট থেকে পালিয়ে বেড়ায় ফেরারী আসামীর মতো৷এসব সমস্যাগুলো হচ্ছে ট্রেডিং সাইকোলোজীর অন্তর্গত৷এসব সমস্যার যথাযথ ও বাস্তব সমাধান অবশ্যই আছে৷প্রথমত আমাদের মন-মানষিকতাকে ফরেক্স মার্কেটের সাথে সামঞ্জস্য বা সংগতিপূর্ণ করে নিতে হবে৷আমাদেরকে সুদৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে যে-ফরেক্স ব্যাবসা আমার নিয়মিত পেশা,এখানেই আমার স্টাডি করতে হবে,নিয়মিত প্র্যাকটিস করতে হবে,নিয়মিত সময় দিতে হবে,খুঁটিনাটি সব বিষয় আয়ত্ব করতে হবে৷আমরা অবশ্যই কয়েকটা নির্দিষ্ট পেয়ারে নিয়মিত দীর্ঘদিন প্র্যাকটিস করবো,একটি নির্দিষ্ট এবং বড় টাইম ফ্রেমে ট্রেড করার অভ্যাস করবো,কখন ও কেন আমরা বাই/সেল করবো ? কখন কোনো ট্রেডই করবো না ?এই ধরনের একটা সুন্দর ট্রেডিং প্লান আমাদের নিয়মিত ফলো করে করে অভ্যাসে পরিনত করা খুবই গুরুত্বপূর্ণ৷বিশ্বের সকল দক্ষ ও পেশাদার ট্রেডারগণ এই ভাবে নিজেদেরকে ফরেক্স ট্রেডে অভ্যস্ত করেছেন৷(চলবে)

Rokibul7
2020-07-16, 10:28 PM
ভাই ঠিকই বলছেন।নতুনদের অবস্থা কোও জানে না।আপনি ফরেক্স শিক্ষা কিভাবে সহজে দেওয়া যায় সেটা বুঝেন।আপনার ধারাবাহিক পোষ্ট গুলো খুবই সুন্দর ও গোছানো।বুঝতে সহজ হয় এবং নিজের ভিতরে এক ধরনের ট্রটেজি তৈরি হয়।

md mehedi hasan
2020-11-20, 07:30 AM
একা একা ফরেক্স মার্কেটে ট্রেড করাই চাইতে গ্রুপ করে ট্রেড করলে ফরেক্স মার্কেটে ভালো ফল পাওয়া যায়।ধরুন আপনি একটি সেল এন্ট্রি নিবো আর এক জন বিশ্লেষণ করে দেখে য এন্ট্রি টি নিলে লস হবে।সে তার যুক্তি দিয়ে ট্রেড টি করা থেকে বিরত রাখলো।আমি আমার এনালাইসিস এর ভুল থেকে শিখতে পারলাম।