Log in

View Full Version : ফরেক্স শিখি সবাই একসাথে (ধারাবাহিক)/পর্ব-৮



Mamun13
2017-08-15, 11:03 PM
### আপনার মন-মানষিকতা তৈরী করুন-
ফরেক্স বর্তমান বিশ্বের সর্বাধুনিক ব্যাবসা তাই নিয়মিত দীর্ঘদিন খুঁটিনাটি সবকিছু বিষয় এবং ট্রেডিং কৌশলগুলো শিখে ও প্র্যাকটিস করে করে আপনি মার্কেটে নিজেকে অভ্যস্ত করতে পারবেন,এতে কোনোও সন্দেহ নাই৷প্রয়োজন শুধু সুদৃঢ় মন-মানষিকতা৷"আমার মতে ফরেক্স ট্রেড কখোনোই অসম্ভব কিছু নয়"৷অন্যান্য ব্যাবসার মতো ফরেক্স মার্কেটেও ট্রেডিং কলা-কৌশল আছে যা শিখাটাই সর্বাধিক গুরুত্বপূর্ণ৷আপনার মতো একই ভাবে অন্য সবাই এই ব্যাবসায় লাভ/লস করতে পারবেনা৷আপনার চেয়ে কেউ ভালো প্রফিট করবে আবার কেউ কেউ লস করে করে মার্কেট থেকে পালিয়ে যাবে,এটা অতি স্বাভাবিক বিষয়৷সকলের ধৈর্য্য ও মন-মানষিকতা এক নয়৷তাই সকলর জন্য কখোনোও ফরেক্স ব্যাবসা সম্ভব হয় না৷অবশ্যই প্রত্যেক মানুষের জন্য ভিন্ন ভিন্ন পেশা নির্ধারিত থাকে৷এটা সৃষ্টি জগতের বিধি-বিধান৷রিয়েল মানি দিয়ে আপনি নতুন অবস্হায় কখোনোও ট্রেড করবেন নাহ্৷সমস্ত পুঁজি ধীরে ধীরে জিরো করে ফেলবেন,এটা নিশ্চিত৷আপনি ডেমোতে ক্রমাগত কিছু ব্যালেন্স নিয়ে নিয়ে প্র্যাকটিস করে দেখুন,কত দিন লাগে আপনার টোটাল ব্যালেন্স লস করতে৷যাচাই করে দেখতে পারেন, তখন আমার এই কথার 100% সত্যতা পাবেন৷কিন্তু সাবধান ! আপনি ভালো করে আয়ত্ব না করে কখোনোও নিজের পকেটের ডলার ইনভেষ্ট করে ট্রেড করবেন নাহ্৷ফরেক্স ব্যাবসায় আপনার পুজি কোনোও ভাইটাল ফেক্টর নয়৷অভিজ্ঞতাই মূল পুঁজি৷ফরেক্স ট্রেড অনেকেই ৫ বছরে শিখে,অনেকেই ৪ বছরে শিখে আবার অনেকেই ৩ বছরেই আয়ত্ব করে ফেলতে পারে৷ফরেক্স শিখা এবং ভালো করে আয়ত্ব করা যার যার ব্যাক্তিগত ধৈর্য্য,অধ্যাবসায়,মেধা, মন-মানষিকতা...ইত্যাদির উপর নির্ভর করে৷অবশ্যই আমাদের সকলের মনে রাখা উচিৎ-"দূরন্ত,চালাক,বেশি স্মার্ট খরগোশ পরাজিত হয় আর তুচ্ছ-সাধারণ একটা কচ্ছপ তার ধৈর্য্য ও দৃঢ়তার কারনে জয়ের মালা গলায় পড়ে৷"

Rokibul7
2020-07-16, 10:22 PM
ভাই আমি আপনার পোষ্ট গুলো পড়ে অনেক কিছু জেনেছি।আমি আপনাট পোষ্ট গুলো ধারাবাহিক ভাবে পড়ি।দুতিনটা ট্রটেজি মনে রাখতপ পেরেছি আরও পড়ার চেষ্টা করছি।ধন্যবাদ ভাই আপনাকে