View Full Version : ফরেক্স সাইক্লোজিক্যাল সমস্যা?
uzzal05
2017-08-17, 11:58 PM
অনেক ফরেক্স ট্রেডারগন আছেন যারা দীর্ঘ চার পাছ বচ্ছর ধরে ফরেক্স ট্রেড করচ্ছেন। কিন্তু সফলতার মুখ দেখতে পারচ্ছেন না। আসলে ফরেক্স মানে এই নয় যে এখানে ট্রেড করলেই লাভবান হওয়া যায়। এই ধরনের মেন্টালিটি যাদের আছে তারা কখনোই ফরেক্স এ টিকে থাকতে পারবে না। ফরেক্স একটি ব্যবসা। এখানে আপনি আপনার পছন্দ সয়ী যেকোণ একটি বা অধিক কারনেসি তে ট্রেড করতে পারবেন । কিন্তু আপনাকে তার আগে কিভাবে ট্রেড করবেন এবং তা মেনেজ করবেন আগেই ভেবে নিতে হবে। সাধারন্ত ফরেক্স এ আপনার ভাগ্যর চাকা ঘুরে যদি আপনি ট্রেড করে হাইয়ার টাইম্ফ্রেমে সপ্তহে ৩-৫ টি ট্রেড নেন। এতে আপনার অনেক রিস্ক কমে যাবে। আর হাই টাইম্ফ্রেম এ ভুল সিগ্নাল কম পাওয়া যায় তা আপনি যে কোন ট্রেডিং সিস্টেম ই অনুসরন করুন না কেন। আর প্রফিট রেশীও অব্যশিওই ১ঃ২ এর উপরে রাখতে হবে। আর একটি বিষয় হলো ট্রেড প্রফিট রানিং হলে ব্রেক করে ট্রেড ধরে রাখার চেষ্টা করতে হবে। কারন আমরা লস ট্রেড ধরে রাখতে পারি কিন্তু লাভ এর ট্রেড গুলো কখনোই রানিং রাখতে পারি না। যার কারনে আমাদের ব্যালেন্স ফরেক্স মারকেটে আস্তে আস্তে কমতে থাকে। :bravo:
Mamun13
2017-08-19, 05:23 PM
ট্রেড করার সময় আমরা লস করার খুব ভয়ে থাকি, সময় মতো এন্ট্রী এবং ক্লোজ করতে বুঝিনা৷তাই একধরনের সাইকোলোজিক্যাল সমস্যা আমাদের মাঝে কাজ করে৷আমরা কত পিপসে টার্গেট নিবো আর কত পিপসে এস.এল সেট করবো,রিস্ক-রিওয়ার্ড রেশিও কত নিবো-তা পরিষ্কার ভাবে না বুঝার কারনেই এই সমস্যাগুলো হবে৷
01797733223
2018-01-17, 12:23 PM
আসলে কথা হচ্ছে কি শুরুতেই আমরা সামান্য ধারনা নিয়ে নিজেকে ফরেক্স মার্কেটের গুরু মনে করে বসি। আমরা আমাদের লেকিংগুলোকে ওভারটেক করে সামনে এগিয়ে যেতে চাই, বলেই কিন্তু আজ আমরা কিংবা আমাদের মধ্যে অনেকেই আছেন, যারা মনে করেন যে মার্কেটের সবকিছুই বোঝেন, কিন্তু তারপরেও দেখা যায় যে তারা মার্কেটের সাইকোলোজি বোঝেননা। সুতরাং আমার মতামত হল আমাদের শুরুতেই একটু গুরুত্ব দিয়ে ফরেক্সের সব বিষয়কে অতি সাবধানতার সহিত ভালভাবে আয়ত্ব করা।
expkhaled
2018-01-19, 11:32 AM
ফরেক্স ট্রেডিং লসের জন্য সাইকোলজিক্যাল সমস্যা বড় একটা কারন। ট্রেড নেওয়ার সময় পজিশন ঠিক করতে না পারা এটা এক ধরনের সাইকোলজিক্যাল সমস্যা তেমনি ট্রেড নেওয়ার পর ভয়ে ভয়ে থাকা যে ট্রেডটি কি উল্টা দিকে যায় কিনা আবার লাভ হওয়া ট্রেড একটু লাভ হলেই তারাতারি ক্লোজ করে দেওয়া আবার যদি উল্টা দিকে চলে যায় এবং লস হওয়া ট্রেডকে দীর্ঘ সময় ধরে রাখা মার্কেট আবার যদি ঘুরে দাড়ায় দেখা যায় মার্কেট আর ঘুরে না এবং আপনার বড় লস হয়ে যায় ইত্যাদি। যদি ফরেক্স মার্কেট এ সফলতা পেতে চাই তাহলে আমাদের ধৈর্য্য ধারন করতে হবে এবং দীর্ঘ দিন ডেমো ট্রেড করে অভিজ্ঞ হতে হবে।
iloveyou
2018-08-02, 11:24 AM
ভাই আপনি ঠিকি বলেছেন। এখানে এরকম অনেক ট্রেডার আছেন যারা ৫ থেকে ১০ বছর ধরে ট্রেড করে চলেছেন কিন্তু, মার্কেটের সাইকোলোজি আজ পর্যন্ত বুঝতে পারেননি। এটা আসলে এক ধরনের অপূর্ণতা বলা যায়। সুতরাং ফরেক্সের সাইকোলোজিক্যাল বিষয়গুলোকে বুঝতে হলে, আপনাকে শুরু থেকেই এই মার্কেটকে প্রচুর সময় দিতে হবে তা না হলে কোন মতেই এর গভীরে আপনি প্রবেশ করতে পারবেন না।
SHARIFfx
2018-08-02, 01:50 PM
আসলে ফরেক্স মার্কেট এমন একটি মার্কেট জেটি বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন রুপ দারন করে। তাই আপনাকে ফরেক্স মার্কেট থেকে অনেক এক্সপেরিয়েন্স লাভ করতে হবে, সাইকোলজিক্যাল প্রবলেম খুজে বের করতে হবে। আমরা জানি অর্থ নীতির চাকা গতিশীল তাই যে কন সময়ে মার্কেট পরিবর্তন হতে পারে তাই আমাদের কে বুঝে ট্রেড নিতে হবে আর ফরেক্স মার্কেট এর শাতে রাগ করা যাবে না।
shohedullaearn
2023-07-27, 06:32 PM
মার্কেটে আসলে কোন সাইকোলজিক্যাল ওয়েতে কাজ করে সেটা বুঝে ওঠা সবার কম্মো না বিশেষ করে আমার মতন লোক উত্তর নাই। আমি এই মার্কেটে অনেক নতুন যার জন্য মার্কেট সম্পর্কে ধারণা অনেক।
Ajifakhan18
2024-11-08, 02:00 AM
ফরেক্স ট্রেডিংয়ে সাইকোলজিক্যাল সমস্যা হলো মানসিক চ্যালেঞ্জ যা ট্রেডাররা অভিজ্ঞতা করে। লোভ, ভয়, হতাশা, এবং অতিরিক্ত আত্মবিশ্বাস এসব সাধারণ সমস্যা। লোকসানের ভয়ে তাড়াতাড়ি পজিশন বন্ধ করা বা লাভের আশায় বেশিক্ষণ ধরে রাখা অনেক সময় ক্ষতির কারণ হতে পারে। এ ধরনের মানসিক চাপ নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে এবং এতে ভুল সিদ্ধান্তের সম্ভাবনা বাড়ে। ট্রেডিংয়ে সফল হতে হলে সাইকোলজিক্যাল স্থিরতা এবং নিয়ন্ত্রিত মনোভাব রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত বিরতি, বাস্তবসম্মত লক্ষ্য স্থির করা, এবং একটি সুসংহত ট্রেডিং পরিকল্পনা মানসিক চাপ কমাতে সহায়ক।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.