Log in

View Full Version : Euraud পেয়ার এনালাইসিস।



uzzal05
2017-08-18, 01:01 AM
এখানে আমরা EurAUd পেয়ারটিতে ডেইলি চার্ট দেখতে পাচ্ছি। এই পেয়ারটি উইক্লী এবং ডেইলী চার্টে সম্পূর্ন আপ্ট্রেন্ড অবস্থান করছে। এখানে আমরা একটি historical area দেখতে পাচ্ছি যা ১.৪৮৩৭।
এবং এই লেভেল টিতে হাই প্রব্যালিটি একটি পিনবার ক্রিয়েট করছে। সেই সাথে ৫০ এক্সপনেনশিয়াল মুভিং এভারেজ রিজেক্ট করছে যা আমাদের স্ট্রং আপ্ট্রেন্ড এবং বাই সিগ্নাল দিচ্ছে। আমি এই পেয়ারটিতে ডেইলি ক্যান্ডল ক্লোজ হওয়ার সাথে সাথে বাই এবং পিন বার এর নিচে স্টপ লস সেট করে দিব। আমার ১ম টার্গেট থাকবে ১.৫০৭৮ এবং ২য় টার্গেট থাকবে ১.৫২২৯।
(বিদ্রঃ এটি আমার টেকনিক্যাল এনালাইসিস। ফান্ডামেন্টলা নিউজ যে কোন সময় মার্কেট এর গতিবিধি পরিবর্তন করতে পারে। তাই নিজ দায়িত্তে ট্রেড করুন।)
4015:bravo:

Tofazzal Mia
2019-06-13, 05:01 PM
Euraud 50 % ফিবোনাক্কি লেভেল ভেঙ্গেছে । বিক্রয় নিশ্চিতকরণ এর জন্য h4 / d1 চার্ট দেখা যাক ।
8213
দ্রষ্টব্য: দৃশ্যত, aud-এ কর্মসংস্থানের পরিবর্তনের কারণে এটি চলে গেছে এবং ধীরে ধীরে নেমে যাচ্ছে ।

Tofazzal Mia
2019-06-16, 04:31 PM
8226
EurAud পেয়ারটি বর্তমানে ১.৬৩৫৬ এরিয়াতে অবস্থান করছে । যদিও পেয়ারটির ডেইলি এবং উইকলি চার্টে খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি পেয়ারটি বেশ কিছুদিন ধরেই টানা আপট্রেন্ডে আছে। সম্প্রতি পেয়ারটি শক্তিশালি রেজিস্ট্যান্স এরিয়াতে অবস্থান করছে । অতীতে বেশ কয়েকবার আমরা বর্তমান এরিয়া থেকে পেয়ারটিকে ডাউন হতে দেখেছি । যদিও ফ্ল্যাশ ক্রাশের দিনে মার্কেট এই রেজিস্ট্যান্স এরিয়া ভেংগে উঠে গিয়েছিলো , কিন্তু মার্কেট রেজিস্ট্যান্স এরিয়ার উপরে স্ট্যাবল হতে পারে নাই । যেহেতু অতীতে বেশ কয়েকবার বর্তমান এরিয়াটা শক্তিশালী রেজিস্ট্যান্স এরিয়া হিসেবে কাজ করেছে , তাই EurAud তে যারা বাই মুডে ছিলেন তাদের জন্য এই এরিয়াটা হতে পারে ভালো একটা প্রোফিট টেকিং জোন । যদিও বর্তমানে ট্যারিফ ইস্যু নিয়ে চাইনিজ ইকোনোমি বেশ কিছুটা চাপে আছে। আর আমরা সবাই জানি যে অস্ট্রেলিয়ান ডলার মার্কেট চাইনিজ ইকোনোমিক্যাল মার্কেটের সাথে প্রত্যক্ষভাবে সম্পর্কিত । তারপরেও যেহেতু ডেইলি চার্টে পেয়ারটি বেশ ওভারবট অবস্থানে আছে এবং বর্তমান পজিশনটা অতীতে অনেক বেশি শক্তিশালী রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে তাই আশা করা যেতে পারে প্রোফিট টেকিং এর জন্য হলেও বর্তমান পজিশন থেকে পেয়ারটির রিভার্স করার সম্ভাবনা অনেক বেশি ।

আজ সকালে অস্ট্রেলিয়ান ডলারের লেবার মার্কেট নিউজ ছিলো । বেকারত্বের হার ( ৫.২% ) না কমলেও নতুন জব(৪২.৩কে) ক্রিয়েট এর সংখ্যা বেশ ভালো । যেহেতু বেকারত্বের হার আগের মতই আছে , সেই হিসেবেও নিউট রিপোর্ট মোটামুটি ভালোই বলা চলে । অপরদিকে জার্মানীর অর্থনৈতিক গ্রোথ অনেক বেশি কমে যাওয়াতে ইউরো খুব বেশি ভালো অবস্থানে নেই । গতকালের ইসিবি মিটিং ও আশানুরুপ ফলপ্রসু হয়নি ।

যদিও পেয়ারটিতে সেল এন্ট্রি নেবার জন্য ফান্ডামেন্টাললি শক্তিশালী লজিক নেই তারপরেও বর্তমানে পেয়ারটি যে অবস্থানে আছে তাতে সেন্টিমেন্টাললি পেয়ারটি কিছুটা হলেও সেলিং পাওয়ার পাবে । তাই বর্তমান পজিশন থেকে ১.৬৪০০ স্টপলস ব্যবহার করে পেয়ারটিতে আমরা সেল এন্ট্রি নিতে পারি । প্রাথমিকভাবে আমাদের টার্গেট হতে পারে ১.৬১৫০ - ১.৬০৫০ এরিয়া পর্যন্ত , পরিস্থিতি বিচারে টার্গেট পরে মোডিফাই করা যেতে পারে ।

ট্রেডটিকে রিস্ক-রিওয়ার্ড রেসিও অনেক পজেটিভ । অল্প রিস্কে অনেক ভালো প্রোফিট পাবার সম্ভাবনা আছে । যদি পেয়ারটি ডেইলি ক্যান্ডেল শক্তিশালী বুলিশ সাইন দিয়ে ১.৬৪০০ এরিয়া ব্রেক করে এর উপরে স্ট্যাবল হয় তবে সেটাপটি ইনভ্যালিড বিবেচিত হবে ।।

দিন শেষে ফরেক্স মার্কেট তার আপন গতিতেই চলবে। মাঝে মাঝে ফ্ল্যাশ ক্রাশ , ব্রেক্সিট ইস্যুর মত ঝড় তো থাকবেই। তাই অবশ্যই সঠিক মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করা উচিৎ এবং ভালো সেটাপ এবং ভালো ট্রেড কনফার্মেশন এর জন্য ধৈর্য ধারণ করে অপেক্ষা করা উচিৎ।

DhakaFX
2019-08-22, 02:51 PM
86868687
euraud পেয়ারটির ডে চার্টে দেখতে পাচ্ছি ১.৬৩৪০০এরিয়াটা বিগত বেশ কয়েকমাস বেশ স্ট্রং রেসিস্ট্যান্স হিসেবে ছিলো যেটা সম্প্রতি ব্রেক করে রিটেস্টও করে ফেলেছে এবং কনফার্মেশনও দিয়ে ফেলেছে।আর ফিবোর ৫০.০ তে ও হিট করার পর কনফার্মেশন দিয়ে দিয়েছে।আপনার স্ট্রাটেজির সাথে মিলে গেলে এন্ট্রি একটা নিতেই পারেন।শুভকামনা রইলো আপনার জন্য
বিঃ দ্রঃ মোবাইল এনালাইসিস এর জন্য আন্তরিক ভাবে দুঃখিত।এনালাইসিস শেয়ার করাই ছিলো মূল উদ্দেশ্য

Montu Zaman
2020-02-11, 04:25 PM
10050
eur/aud কমোডিটি কারেন্সি হওয়ায় যতক্ষন পর্যন্ত রিস্ক-অন(করোনাভাইরাস নিয়ে সমাধান হবে না) হবে না তত দিন অডি দূর্বল থাকবে। এট শূধু আমার এক্সপেকট্যাশন।১০ % সিউর দিয়ে বলতে পারব না তবে আমি এক্ষেএে ৭০% সিউর অডি রিস্ক অন হওয়া না পর্যন্ত সেলমুডে থাকবে।যদিও আরবিএর রেট কাটের সম্ভবনা মাএ ১৩% এ এসে ঠেকেছে ইনপ্লশন ডাটা পাবলিশ হওয়ার পর।যা অডির জন্য ভাল দিক তবে অডি রিস্ক-অফ এর কারনে সুবিধা করতে পারেনি।

Tofazzal Mia
2020-02-12, 05:39 PM
10067
eur/aud পেয়ারটির নিম্নমুখী মুভমেন্ট বিক্রেতাদের কিছুটা আনন্দিত করেছে। আপনি যেমন চার্টটিতে দেখতে পাচ্ছেন পেয়ারটি বর্তমানে পিভট লেভেলের নীচে এবং রেসিস্টেন্স লেভেল 1.62213 এর নিচে হ্রাস পেয়েছে যা ডাউনওয়ার্ড মুভমেন্ট এর সম্ভাব্য ধারাবাহিকতার নির্দেশ করছে। চার ঘন্টার চার্টে টেকনিকাল ইন্ডকেটরগুলি সেল করার জন্য সিগন্যাল দিচ্ছে। আমি 1.61665 এবং 1.61112 এর রেসিস্টেন্স লেভেল ধরে 1.62213 এর নীচে শর্ট পজিশন নেবার সিন্ধান্ত নিয়েছি।

Rassel Vuiya
2020-04-23, 05:39 PM
Eur/aud পেয়ারের টেকনিক্যাল এনালাইসিস
সবাই কেমন আছেন.
Eur/aud কারেন্সী পেয়ারটির হিসাবে আমি বিশ্বাস করি যে রেজিস্টেন্স লেভেল 1.7140 এবং 1.7160 স্তর থেকে সেল ডিল খোলা সম্ভব। মুভিং এভারেজ ইন্ডকেটরটি অনুসারে প্রাইস উপরের পজিশনে নির্দেশ করছে, যেটা এই পেয়ারটিকে অতিরিক্ত দামে বাই করছে। লক্ষ্য হিসাবে, আমরা কাছের সাপোর্টম লেভেলটি 1.7100 বিবেচনা করতে পারি, যখন একটি স্টপ লস অর্ডার 1.7180 তে এন্ট্রি নেয়া যেতে পারে। প্যারাবোলিক এসএআর ইন্ডিকেটরও বাই ডিল এর নির্দেশ নিশ্চিত করেছে।
10716
পনের মিনিটের চার্ট অনুসারে সেলস করার নির্দেশ করে। মুভিং এভারেজ ইন্ডকেটরটি অনুসারে প্রাইস উপরের পজিশনে সেল করার নির্দেশ করছে। তাই আমরা 1.7150 এর লেভেলটি বিবেচনা করতে পারি। সেল করার জন্য টেক প্রফিট অর্ডারটি প্রায় 1.7160 এ স্টপ লস অর্ডার সহ 1.7110 এর লেভেলে সেট করা যেতে পারে।
10717

Montu Zaman
2020-04-28, 05:23 PM
সবাই কেমন আছেন,
বর্তমান পরিস্থিতিতে eur/aud পেয়ারের টেকনিক্য্যাল অ্যানালাইসিস তুলে ধরছি, আমি মনে করি আমাদের eur/aud পেয়ারটি সেল করা উচিত। h1 চার্টে আমরা সেল লেভেলগুলি নির্ধারণ করতে পারি - 1.6810 এবং 1.6840। এটি মুভিং এভারেজ দ্বারা নিশ্চিত করা যেতে পারে যা প্রতি ঘন্টার চার্টের থেকে দাম বেশি। লক্ষ্য হিসাবে, আমরা 1.6880 এর লেভেলটিতে স্টপ লস অর্ডার রেখে 1.6780 ট্রেড করতে পারি। এমএসিডি ইন্ডিকেটরটি অতিরিক্ত বাই জোনে রয়েছে, যা বর্তমানে সেল এন্ট্রি অনেকটা প্রাসঙ্গিক বলেও নিশ্চিত করছে।
10781
পনের মিনিটের টাইমফ্রেমেও সেল এন্ট্রি নির্দেশ করঠে। m15 চার্টে মুভিং এভারেজ দামের চার্টের উপরে অবস্থিত। সেল করার জন্য আমরা 1.6820 রেজিস্টেন্স লেভেলটি বিবেচনা করতে পারি। সেল এন্ট্রি নিলে টেক প্রফিট অর্ডারটি 1.6840 এর স্থানে স্টপ লস অর্ডার সহ 1.6790 লেভেলে সেট করা যেতে পারে। সমস্ত কিছুই ইঙ্গিত দেয় যে এই পেয়ারটি ডাউন ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং, আমাদের কাছে সেল ডিল খোলার সুযোগ রয়েছে।
10782

SUROZ Islam
2020-05-05, 05:35 PM
Eur/aud পেয়ারটির রেজিস্টেন্স লেভেলগুলো হল 1.6920 এবং 1.6950, যেখান থেকে পেয়ারটি সেল করলে ভাল প্রফিট পাওয়া যাবে। মুভিং এভারেজে দাম উপরের দিকে যাচ্ছে, যা শুধুমাত্র অতিরিক্ত বাই ডিল এর পরিমানকে নির্দেশ করছে। এই পেয়ারটি সম্ভবত 1.6890 এর কাছাকাছি সাপোর্ট লেভেল পরীক্ষা করতে পারে। 1.6970 তে স্টপ লস অর্ডার দেওয়া ভাল। প্যারাবোলিক এসএআর ইন্ডিকেটরটিও এই পেয়ারটিকে বাই করার বিষয়টি নিশ্চিত করেছে।
10870
15 মিনিটের চার্টে সেল সংক্রান্ত সিগন্যাল দেয়। মুভিং এভারেজ অনুসারে দাম চার্টের চেয়ে বেশি। এই পেয়ারটি 1.6930 লেভেল থেকে সেল করা ভাল এবং যথাক্রমে 1.6900 এবং 1.6950 তে টেক প্রফিট এবং স্টপ লস সেট করে একটি অর্ডার দিন। প্রতি ঘন্টা চার্ট এবং m15 উভয়ই টাইমফ্রেমই সিগন্যাল দিচ্ছে যে পেয়ারটি সেল করা আরও ভাল সিন্ধান্ত।
10871

SaifulRahman
2020-07-30, 05:23 PM
হ্যালো প্রিয় ট্রেডার ভাইয়োরা,
eur / aud পেয়ারটি 1.6380 এর সাপোর্ট লেভেল এবং 1.6450 এর রেজিস্টেন্স লেভেলের নীচে ট্রেডিং করছে।
11776
এই লেভেলটি ট্রেডিং এর জন্য ব্যবহার করা যেতে পারে। অতএব, নিকটতম সাপোর্ট থেকে 1.6380 এ বাই ডিলগুলি বিবেচনা করা ভাল। ব্রেকআউট হওয়ার ক্ষেত্রে, সেল ডিল 1.6360 লেভেলের তুলনায় সেরা। আমি নিকটতম রেজিস্টেন্স থেকে 1.6450 এ পেয়ারটি সেল করতে যাচ্ছি। যদি দামটি রেজিস্টেন্স লেভেলে মাধ্যমে ব্রেক করে এবং একীভূত করতে পরিচালিত হয়, তবে আমি এই কারেন্সী পেয়ারটি 1.6470 সিগন্যালে বাই করবো।
11777
একটি ভলিউম ইন্ডিকেটরটি আমাকে সিদ্ধান্ত নিতে সহায়তা করতে পারে কারণ এটি হিস্টগ্রাম বারগুলির আকারে বড় মার্কেটের জমা ভলিউম দেখায়।