PDA

View Full Version : ট্রেডিং মনস্তত্ত্ব কি?



Mahmudx84
2014-04-28, 08:05 AM
ট্রেডিংএ কাজের চেয়ে মনস্তাত্ত্বিক ব্যাপারটাই বেশি, যেটার উপর ফরেক্স বাজারে আপনার সফলতা অথবা বার্থতা নির্ভর করে। যদি আপনি একটি পদ্ধতিগত ট্রেডিংএ অভ্যস্ত হওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে এটা আপনাকে ট্রেডিংএ একটি সিদ্ধান্ত নিতে আদৌ আবেগী চাপ প্রয়োগ করবে না। স্বতঃস্ফূর্তভাবেফরেক্স ট্রেডারগনমতামত দেয় যে শুধুমাত্র আবেগের সম্পূর্ণ অনুপস্থিতিই আপনাকে উপকার করতে পারে। যদিও, ভয়, উদ্বেগ, লোভ, আশা, বিশ্বাস, অপমান এবং সুখ অবধারিতভাবে ট্রেডিংকালে আপনার সাথেই থাকে। প্রবল অনুভূতির মুহূর্তে আবেগকে দমন করা মানে আপনার ষষ্ঠইন্দ্রিয়কে, প্রবনতাকে এবং পরিশেষে অন্তর্দৃষ্টিকে দমন করা। এটা জানা আছে যে. আবেগগুলোও আমাদের মাঝে একটি তথ্যের প্রবাহ সরবরাহ করছে। আমরা এই তথ্যে মুগ্ধ হয়ে এটার অধিনেই কাজ করি। কিন্তু এটা আমাদেরকে দেয়া হয় আমাদের আবেগকে নিয়ন্ত্রণের জন্য এবং অপরের প্রতি মনোভাব পরিবর্তনের জন্য।

ful4x
2014-04-28, 09:35 AM
প্রবল অনুভূতির মুহূর্তে আবেগকে দমন করা মানে আপনার ষষ্ঠইন্দ্রিয়কে, প্রবনতাকে এবং পরিশেষে অন্তর্দৃষ্টিকে দমন করা। এটা জানা আছে যে. আবেগগুলোও আমাদের মাঝে একটি তথ্যের প্রবাহ সরবরাহ করছে। আমরা এই তথ্যে মুগ্ধ হয়ে এটার অধিনেই কাজ করি। কিন্তু এটা আমাদেরকে দেয়া হয় আমাদের আবেগকে নিয়ন্ত্রণের জন্য এবং অপরের প্রতি মনোভাব পরিবর্তনের জন্য।

mimi
2014-04-28, 09:46 AM
প্রবল অনুভূতির মুহূর্তে আবেগকে দমন করা মানে আপনার ষষ্ঠইন্দ্রিয়কে, প্রবনতাকে এবং পরিশেষে অন্তর্দৃষ্টিকে দমন করা। এটা জানা আছে যে. আবেগগুলোও আমাদের মাঝে একটি তথ্যের প্রবাহ সরবরাহ করছে। আমরা এই তথ্যে মুগ্ধ হয়ে এটার অধিনেই কাজ করি। কিন্তু এটা আমাদেরকে দেয়া হয় আমাদের আবেগকে নিয়ন্ত্রণের জন্য এবং অপরের প্রতি মনোভাব পরিবর্তনের জন্য।

sakib
2014-06-19, 09:06 AM
প্রবল অনুভূতির মুহূর্তে আবেগকে দমন করা মানে আপনার ষষ্ঠইন্দ্রিয়কে, প্রবনতাকে এবং পরিশেষে অন্তর্দৃষ্টিকে দমন করা। এটা জানা আছে যে. আবেগগুলোও আমাদের মাঝে একটি তথ্যের প্রবাহ সরবরাহ করছে। আমরা এই তথ্যে মুগ্ধ হয়ে এটার অধিনেই কাজ করি। কিন্তু এটা আমাদেরকে দেয়া হয় আমাদের আবেগকে নিয়ন্ত্রণের জন্য এবং অপরের প্রতি মনোভাব পরিবর্তনের জন্য।

Msjmoni
2014-10-29, 06:38 PM
একটা ট্রেড গ্রহন এর আগে বা পরে প্রায় সব ট্রেডারদের মাঝেই কিছু বিষয় কাজ করে যেমন আবেগ, লোভ, ভয় ইত্যাদি আর ট্রেডের সাথে ট্রেডারের এই সমস্যাগুলো নিয়ে যে মানসিক ক্রিয়া-প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাই ই আমার মতে ট্রেডিং মনস্তত্ব। ধন্যবাদ্

ali.kamal
2014-12-27, 02:40 PM
যে ট্রেডাররের মন-মানসিকতা যত ভাল বা যার ইমোশন নিয়ন্ত্রনের ক্ষমতা বেশি থাকে তিনি এই ব্যবসায়ে বা এই ফরেক্স বাজারে অনেক দিন টিকে থেকে লাভ অর্জন করতে পারেন। আপনি এই ব্যবসায়ে সফলতা পেতে চাইলে আগে থেকে ভাল মন- মানসিকতা অর্জন করুন।

mahadihasan0001
2014-12-29, 12:16 PM
আমরা ট্রেডিং মানস্তত্ব বলতে যা বুঝি তা হল ট্রেড করার সময় আমাদের আবেগ,লোভ, ভয় ইত্যাদি যে মানসিক বিষয় গুলো আছে তা নিয়ন্তন করে একটি পদ্ধতি গত ভাবে ট্রেড পরিচালনা করার মত অবস্থায় নিজেকে আনার জন্য যে মানসিক প্রস্তুতি নেওয়া হয় সেটাই ট্রেডিং মনস্তত্ব। ধন্যবাদ।

uzzal86
2014-12-29, 03:08 PM
ফরেক্স মার্কেটে ব্যবসায় বাহ্যিক ভাবে তেমন কিছুই ধরা বা ছুয়া যায়না। এখানে সম্পূর্ণ অর্থের বিনিময় ঘটে থাকে কম্পিউটারে অনলাইনের মাধ্যমে। বিষয়টি আমাদের মনোজগতে খেলা করার মতই। যে কোন ট্রেড করার আগে মানসিকভাবে স্বত:স্ফূর্ত হয়ে মেধা ও জ্ঞান প্রয়োগ করে প্রতিটি ট্রেড করতে হয়। এই জন্য অনেক ফরেক্স ব্যবসাকে মনস্তত্ত্ব ব্যবসাও বলে থাকে।

jjamin84
2015-06-01, 07:35 PM
একটি বিষয়ে মনোনিবেশ করে আপনার আবেগ গুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন। নিয়ম হিসাবে এই পদ্ধতিটা বেশ কার্যকরী। যে বিষয়টা আপনাকে সচেতন দৃষ্টি আকর্ষণ করে, সেটায় আপনার কাছে বাস্তবে পরিণত হয়। আপনি লোকসানকে মেনে নিতে পারেন অথবা বিপরীতে মুনাফা অর্জনের সুযোগ পেতে পারেন। আপনি আপনার আবেগগুলোকে পরিবর্তন করতে পারবেন।

shohag101
2015-06-01, 07:49 PM
ভাই ১০০% ঠিক কথা বলছেন। ট্রেডিং এর জন্য আভেগ কন্ট্রোল করা অতি প্রয়োজনীয় বিষয়। অন্তত আমার বেশির ভাগ ট্রেড লস হওয়ার কারন হল আবেগ এবং তারা হুরা। এটা থেকে বের হওয়ার উপায় কি? আমি যদি এটা কন্ট্রোল করতে পারতাম তাহলে মনে হয় আমার ভুল ট্রেড এর সংখ্যা কমে যেত।

Talha
2015-06-02, 05:26 PM
মন মনসিকতা যারযার ব্যক্তিগত ব্যাপার যারটা সে নিজেই ভালো বুযে আবেগ ভয় ভীতি সবার থাকবে কারন মানুষকা বানানো হয়েছে এই ভাবে। একটু চেষ্টা করলে এগুলো নিজের নিয়ন্ত্রনে আনা সম্ভব

TselimRezaa
2015-06-24, 01:28 PM
আপনি খুব গুরুত্বপূর্ন কথা বলেছেন। ট্রেডিং এ যে মনস্তাত্বিক ব্যপার কাজ করে সেটা তুলে ধরেছেন একারনে আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। ট্রেডিং এর সফলতা ব্যর্থতা অনেকাংশেই মনস্তাত্বিক ব্যপারের উপর নির্ভর করে। কারন প্রতিটা সিদ্ধান্ত নেয়ার পিছনেই মনস্তাত্বিক ব্যপার আছে। এগুলো ভয়, উদ্বেগ, আশা, আকাঙ্খা, লোভ ইত্যাদী বিষয়ের উপর নির্ভরশিল। এটাই ট্রেডিং মনস্তত্ব।

shuvo01
2015-06-24, 06:05 PM
ট্রেডিং মননস্তন্ত্র আমাাদের সফলতা অর্জের উপর নির্ভর করে। আমরা অনেক সময় লকেন কাজ করে থাকি। সেখানে মনস্তস্ত্র কাজ করে। মনস্তন্ত্রের উপর ট্রেড মাকের্টের সফলতা নির্ভর করে। ট্রেড মনস্তন্ত্র আমাদের কাজের সফলতা অর্জনের চাবী কাঠি বলা হয়। তাই কাজের সফলতা আমাদের মনস্তন্ত্র এর উপর বিবেচনা করে।

RichMahfuz
2015-06-24, 06:07 PM
ট্রেড করার আগে যে বিষয় গুলো আপনাকে মাথায় রেখে ট্রেড করতে হবে। সেগুলোই একত্রে ট্রেডিং মনস্তত্ত। এটা ট্রেডিং এর জন্য অনেক বেশি গুরুত্ব পূর্ণ।

raju0000
2015-06-24, 09:53 PM
আসলে ট্রেডিং ও অনেক বেপার এ মনের উপর নির্ভর করে, বিশেষ করে, আসলে একবার ট্রেড ওপেন করার পর,আমাদের ট্রেডিং মার্কেট নিয়ন্ত্রণে কোনো ধরনের হাত থাকে না, সুতরাং সেই সময়ে আমাদের অত মাত্র কর্তব্য হলো ধর্য ধরা অস্থির না হব, সঠিক মানি ম্যানেজমেন্ট বুঝে স্টপ লস বেবহার করা, একাউন্ট শূন্য হবার চেয়ে একাউন্ট অ কিছু লস খাওব ভালো, এ বেপারটা সর্বদা বুঝতে হবে.

azizulhaque
2015-08-25, 03:25 PM
ট্রেডিং ও অনেক বেপার এ মনের উপর নির্ভর করে, বিশেষ করে, আসলে একবার ট্রেড ওপেন করার পর,আমাদের ট্রেডিং মার্কেট নিয়ন্ত্রণে কোনো ধরনের হাত থাকে না, সুতরাং সেই সময়ে আমাদের অত মাত্র কর্তব্য হলো ধর্য ধরা অস্থির না হব, সঠিক মানি ম্যানেজমেন্ট বুঝে স্টপ লস বেবহার করা, একাউন্ট শূন্য হবার চেয়ে একাউন্ট অ কিছু লস খাওব ভালো, এ বেপারটা সর্বদা বুঝতে হবে.

maziz6989
2015-08-28, 11:52 AM
খুবই গুরুত্বপুর্ণ একটা বিষয় হল ট্রেডার সাইকোলজি । কোন ট্রেডার যদি মানসিক প্রস্তুতি ছাড়া ট্রেড করে তবে তার লাভের থেকে লস হবার সমুহ সম্ভাবনা আছে। তাই ট্রেড করার আগে মনকে ঠান্ডা করুন এবং বলুন ,আমি এখন ট্রেডিং এ বসেছি। তাই কখনও মন ঠান্ডা না করে ট্রেড এ বসবেন না।

pips
2015-09-19, 12:22 AM
ট্রেডিং এ মনসবত্ত বলতে সহজ কথায় বলতে গেলে ট্রেডিং এ মনোযোগ কে বোঝায়। আপনি ট্রেডিং করার সময় যদি মনোযোগী না হন তাইলে ট্রেড এ সফল হওয়া অনেক কঠিন ব্যাপার হয়ে পরে। আর আপনি যদি কোন টেনশন ছাড়াই স্স্তস্ফতভাবে ট্রেড করেন তাইলে সেই ট্রেডে আপনার সফল হওয়ার সম্ভাবনা ও অনেক বেশি থাকে। তাই ট্রেড এ মনোযোগী হওয়া জরুরী।

Jobless
2015-09-19, 09:10 AM
একজন ট্রেডার ট্রেড করার সমসয় তার মাঝে নানা রকম দূরচিন্তা হয় যে লাভ লস ইত্যাদি মাঝে মাঝে ট্রেডার রা লোভ করে নানা প্রকার ভয় ও পেয়ে থাকে এই সব গুলাকে একসাথে ট্রেডিং মনস্তত্ত্ব বলা হয়।কারন ট্রেদিং এর সময় আমাদের মাঝে লোভ লালসা,আশা ,বিশবাস,ভয় নানা রকম কাজ করে তাই আমাদের আবেগ কে নিয়ন্ত্রন করা আমাদের ট্রেডিং এর সাথে সম্পর্ক যুক্ত।

Defender
2015-09-19, 09:21 AM
আমি এটাতে কাজ করেএকটাই ধারনা পাই সেটা হল ফরেক্স বাংলা ফোরামে পোষ্ট হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনি ফরেক্স বাংলা ফোরামে পোষ্ট দিয়ে বোনাস ডলার আয় করে ট্রেড করতে পারবেন।

onlyfx
2015-11-01, 08:56 AM
আপনি যদি ফরেক্সে ট্রেড করেসফল হতে চান তাহলে আপনার কিছু মানসিক বদ অভ্যাস ত্যাগ করতে হবে । আপনি তখনই সফল হতে প,আরবেন যখন আপনি এই বদ অভ্যাস গুলো ত্যাগ করে ফরেক্স ট্রেড করতে পারবেন।আপনি যদি ফরেক্সে সফল হতে চান তাহলে আপনাকে অবশ্যই লোভ পরিহার করে ট্রেড করতে হবে । আপনি যদি লোভ ত্যাগ করতে না পারেন তাহলে কখনই ফরেক্সে সফল হতে পারবেন না ।

Realifat
2015-12-19, 03:18 PM
ট্রেডিং মনস্তত্ত্ব বলতে নিজের মনকে সকল প্রকার মানসিক অশান্তি, ভয়, লোভ, হিংসা ইত্যাদি থেকে দূরে রেখে শুধুমাত্র ফরেক্স ট্রেডিংয়ের চিন্তা আত্বমগ্ন হওয়াকে ট্রেডিং মনস্তত্ত্ব বলে। সুতরাং ট্রেডিংয়ে মনস্তত্ত্ব বলতে শুধুমাত্র ভালোভাবে ট্রেড করার ওপর মন দেওয়াকে বোঝানো হয়ে থাকে।

Harun1650
2015-12-19, 05:25 PM
ফরেক্স মার্কেটে অনেক বেশি কাজ করে লোভ, আবেগ এবং ভয় এই তিনটা জিনিসকে যে অভারকাম করতে পারবে সেই এই মার্কেটে টিকে থাকতে পারবে। আর এটা বলা কঠিন যে এই তিনটা কাজ করা থেকে নিজেকে সামলানো অনেক কটিন হয়ে পরে। আর আপনার আবেগকে দমন করা মানে ট্রেডিং প্রবনতা এবং অন্তদৃশটিকে দমন করা। ট্রেডিং মনস্তত্ত্ব ঠিক করতে হলে এই কাজগুলা করা অনেক জরুরি হয়ে পরে।

Selim BU
2015-12-19, 05:51 PM
ট্রেডিং মনস্তত্ব বলতে ট্রেড করার সময় আপনার মানসিক অবস্থা কে বোঝায়। কোনো ট্রেড নেয়ার আগে মানসিক ব্যপার অনেক প্রভাব ফেলে। আপনি যতই মার্কেট এনালাইসিস করেন না কেন, আপনার মনের ভিতর উদয় হবে মার্কেট হয়তো এদিকে যাবে। ট্রেডিং মনস্তত্বের দ্বারাই আপনি ঠিক করেন কত লটে ট্রেড নিবেন। কত লাভে ক্লোজ করবেন বা কত লসে করবেন।

AbuRaihan
2015-12-24, 12:29 AM
ট্রেডিং মনস্তত্ত বিষয়টা নিয়ে আমার পূর্ণাঙ্গ ধারণা নেই তবে অনেক বেশি আগ্রহ আছে৤ আমি মনে করি যে প্রত্যক ট্রেডার যখন তাদের একটা বিশাল ফান্ড(ডিপোজিট) নিয়ে ফরেক্স মার্কেটের সামনে বসে তখন তারা অনেক বেশি উদ্বেগ,উৎকণ্ঠা, ভয় ,লোভ , আশা এবং হতাশা ইত্যাদির মধ্য দিয়ে যায় ৤ বেশিরভাগ ট্রেডারই এটা অনুভব করে ৤ তবে যখন আমরা আমাদের আবেগকে নিয়ন্ত্রন করার মধ্য দিয়ে যথার্থ সিদ্ধান্তটা নিতে পারি তখন মার্কেটেও বেশিরভাগ ক্ষেতে আমাদের সাথে ইতিবাচক হয়ে থাকে ৤ কারণ ফরেক্স বিবেক এবং মেধার জায়গা কোন আবেগের নয়!!!

uzzalbd
2015-12-24, 08:34 AM
প্রতিটি ট্রেড ওপেন করার পেছনে আপনার কারন থাকতে হবে কেনো আপনি ট্রেড নিছেন। ট্রেড করার আগে আপনাকে পরিকল্পকনা করতে হবে আপনি কত পিপ্স টারগেট করবেন। কতো সময় ফরেক্স এ থাক্তে পারবেন। লং টড়েড করবেন না শট ট্রেড করবেন তা আগে থেকে পরিকল্পনা করা উচিত।

Marufa
2016-02-23, 06:05 PM
আমিও তাই মনে করি যে আপনি ট্রেডিং এ যতটাই দক্ষ হোন না কেন আপনাকে অবশ্যই কিছু মানসিক গুনাবলীর অধিকারী হতে হবে এই মার্কেট এ টিকে থাকতে হলে । না হলে কিছুতেই আপনি ভাল ফলাফল পাবেন না । আমি মনে করি ট্রেডিং এর সফলতার পেছনে ট্রেডিং মনতত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ।

Vision
2016-02-23, 06:57 PM
মনস্তত্ব ব্যাপারটা আসলে অনেক বেশি রহস্যময় । আমি একজন নতুন ট্রেডার তাই ট্রেডের ক্ষেত্রে মনস্তাত্বিক ব্যাপারগুলো ঠিক কিভাবে কাজ করে সেটা সম্পর্কে পূর্ণাঙ্গ না জানলে আমি অবশ্যই এটা জানি যে মনই হল আমাদের পুরো দেহের চালক । সে যেভাবে দেহকে অাদেশ করে দেহ সেভাবেই মনের নির্দেশে কাজ করে । আর আমি এটাও মনে করি যে এ ক্ষেত্রে আবেগ আমাদের অনেক বেশি ক্ষতি করে । অতি আবেগ এর কারণে ট্রেডিং এর মধ্য নেতিবাচক প্রভাব পড়ে ।

tanzilfx
2016-02-23, 10:40 PM
একটা ট্রেড গ্রহন এর আগে বা পরে প্রায় সব ট্রেডারদের মাঝেই কিছু বিষয় কাজ করে যেমন আবেগ, লোভ, ভয় ইত্যাদি আর ট্রেডের সাথে ট্রেডারের এই সমস্যাগুলো নিয়ে যে মানসিক ক্রিয়া-প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাই ই আমার মতে ট্রেডিং মনস্তত্ব।

razu777
2016-02-23, 11:06 PM
আমি বলবো একটি বিষয়ে মনোনিবেশ করে আপনার আবেগ গুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন। নিয়ম হিসাবে এই পদ্ধতিটা বেশ কার্যকরী। যে বিষয়টা আপনাকে সচেতন দৃষ্টি আকর্ষণ করে, সেটায় আপনার কাছে বাস্তবে পরিণত হয়। আপনি লোকসানকে মেনে নিতে পারেন অথবা বিপরীতে মুনাফা অর্জনের সুযোগ পেতে পারেন। আপনি আপনার আবেগগুলোকে পরিবর্তন করতে পারবেন।

sharifulbaf
2016-03-27, 10:35 AM
ফরেক্স মার্কেটে ট্রেডিং করার জন্য আমরা যে সিদ্ধান্ত নিয়ে থাকি তাকে আমরা মনিস্তাত্তিক বলে থাকি,আবার একে আমরা সেন্টিমেন্টাল ট্রেডিং বলতে পারি,আমরা এনালাইসিস করার পরে আমাদের মনস্তাত্ত্বিক কি বলে মার্কেটের মুভমেন্ট কোন দিকে যেতে পারে তার জন্য আমরা মার্কেটে যে ট্রেডিং করে থাকি সেই ট্রেডিং করার সময় স্টপ লস ব্যাবহার করতে হবে।

rafiqul islam
2016-03-27, 10:43 AM
প্রবল অনুভূতির মুহূর্তে আবেগকে দমন করা মানে আপনার ষষ্ঠইন্দ্রিয়কে, প্রবনতাকে এবং পরিশেষে অন্তর্দৃষ্টিকে দমন করা। এটা জানা আছে যে. আবেগগুলোও আমাদের মাঝে একটি তথ্যের প্রবাহ সরবরাহ করছে। আমরা এই তথ্যে মুগ্ধ হয়ে এটার অধিনেই কাজ করি। কিন্তু এটা আমাদেরকে দেয়া হয় আমাদের আবেগকে নিয়ন্ত্রণের জন্য এবং অপরের প্রতি মনোভাব পরিবর্তনের জন্য।

RUBEL MIAH
2016-05-26, 12:26 PM
ট্রেডিংয়ের আগে মনস্তত করলেই কাজ হবে না । ফরেক্স মার্কেট অঅগে বুঝতে হবে যে কোন দিকে অগ্রসার হতে পারে । সেই দিক যদি আগে বোঝা যায় তাহলে অবশ্যই ফরেক্স ব্যবসা দিয়ে সফলতা অর্জন করা যায় । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য এ্যানালাইসিস করার চেষ্টা করব ।

aida
2016-11-30, 10:42 PM
আমি এটাতে কাজ করেএকটাই ধারনা পাই সেটা হল ফরেক্স বাংলা ফোরামে পোষ্ট হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনি ফরেক্স বাংলা ফোরামে পোষ্ট দিয়ে বোনাস ডলার আয় করে ট্রেড করতে পারবেন।

ONLINE IT
2016-12-03, 12:59 PM
ট্রেডিং করতে গেলে আপনাকে প্রতি মুহুর্তেই স্নায়ু চাপে ভুগতে হবে। আপনাকে ধৈর্য্য ধরে সেই চাপ মোকাবিলা করতে হবে। তাই মার্কেটে বেশি সময় বসে থাকা চলবে না। আপনার এ্যানালাইসিস শেষ হয়ে গেলে এবং ট্রেডিং ওপেন করার পরে যদি দেখেন যে বার বার মার্কেট ওপেন করে আপনার ট্রেড দেখছেন এবং ট্রেডটি লসে গেলে আবার ট্রেড করতে ইচ্ছে করছে তখন আপনার উচিত ট্রেডিং ছেড়ে উঠে পড়া। এতে আপনার এ্যাকাউন্টের জন্য মঙ্গল হবে।

nazib72
2016-12-22, 07:53 PM
এটা প্রমানিত যে আমাদের শরীর আমাদের আবেগগুলোকে নিয়ন্ত্রণ করে এবং আবেগগুলো চিন্তাসমূহকে নিয়ন্ত্রণ করে। আবেগী অবস্থা পরিবর্তনের সবচেয়ে সহজ এবং সঠিক উপায় হল আপনার মনস্তাত্ত্বিক অর্থাৎ আপনার স্বর এবং নিশ্বাসের গভীরতা, কণ্ঠ অথবা আপনার অঙ্গভঙ্গির পরিবর্তন করা। আপনার অঙ্গভঙ্গিতে মনোনিবেশ করুন, অর্থাৎ আপনি কিভাবে বসেন, নিঃশ্বাস নেন, কিভাবে আপনার মুখমণ্ডল, কাঁধ এবং সমস্ত শরীরের পেশিগুলো কাজকরে সেগুলো নিয়ন্ত্রণ করুন। যদি আপনি অসস্থিবোধ করেন, তবে শুধু আরামদায়ক ভাবেই বসা উচিৎ। অবশ্যই সাধারণ মনস্তাত্ত্বিক দক্ষতা আপনার অনুভূতিকে নিয়ন্ত্রণের একটি কার্যকরী উপাদান।

Competitor
2016-12-29, 10:04 PM
ট্রেডিং করতে গেলে একজন ট্রেডারে মনস্ততাত্বিক অবস্থা ঠিক কিরুপ তা র্নিণয় করা গুরুত্বপূর্ণ হয়ে উঠে । ফরেক্সে আমরা যারা ট্রেডিং করি তারা জানি যে ফরেক্স মার্কেটে একটা সিস্টেমে যদি আমরা অভ্যস্ত হতে পারি তবে সেই সিস্টেমটাই আমাদেরেকে অনেক বেশি পরিমাণে স্বতস্ফূর্ত সিদ্ধান্ত নিতে সাহায্য করে । আবেগ যদি বেশি হয় তবে ট্রেডিং সিদ্ধান্ত হবে পারে নিতিবাচক যা অবশ্যেই আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর ।

asaa
2017-03-18, 02:26 AM
আমার মতে যে ট্রেডাররের মন-মানসিকতা যত ভাল বা যার ইমোশন নিয়ন্ত্রনের ক্ষমতা বেশি থাকে তিনি এই ব্যবসায়ে বা এই ফরেক্স বাজারে অনেক দিন টিকে থেকে লাভ অর্জন করতে পারেন। আপনি এই ব্যবসায়ে সফলতা পেতে চাইলে আগে থেকে ভাল মন- মানসিকতা অর্জন করুন।

Md Masud
2017-05-30, 11:17 PM
আবেগগুলোও আমাদের মাঝে একটি তথ্যের প্রবাহ সরবরাহ করছে । আমরা এই তথ্যে মুগ্ধ হয়ে এটার অধিনেই কাজ করি । আমার বেশির ভাগ ট্রেড লস হওয়ার কারন হল আবেগ এবং তারা হুড়া । এই ব্যবসায়ে সফলতা পেতে চাইলে আগে থেকে ভালো মন মানসিকতা অর্জন করুন । আমাদেরকে দেয়া হয় আমাদের আবেগকে নিয়ন্ত্রণের জন্য এবং অপরের প্রতি মনোভাব পরিবর্তনের জন্য ।

expkhaled
2017-12-20, 05:56 PM
ট্রেডিং মনস্তত্ব হচ্ছে বায়ার এবং সেলার যে একটি প্রতিযোগিতা থাকে সেটাকে বলে। আমরা যখন টেডিং করি তখন আমাদের সঙ্গে দুনিয়ার সকল ট্রেডার একসঙ্গে ট্রেড করি কেউ বাই করি কেউ বা সেল করি এখানে বায়ার সংখ্যা বেশী হয়ে মার্কেট বুলিশ আর যদি সেলার এর সংখ্যা যদি বেশী হয় তাহলে মার্কেট হবে বেয়ারিশ। আমাদের এই টেডিং সাইকোলজির উপর ভিত্তি করেই ট্রেড করতে হবে তাহলে আমরা ট্রেডিং এ প্রফিট করতে পারবো।