PDA

View Full Version : মাসের প্রথমে একাউন্ট ভেরিফাই না হলে



mahbubhb
2017-08-22, 07:21 AM
ফরেক্স ফোরামের নিয়মে দেখলাম মাসের শুরুতে যদি ফোরামে একাউন্ট এড করা অথবা মাসের শুরুতে ট্রেডিং একাউন্ট ভেরিফাই না করালে সেই মাসের বোনাস যোগ হবে না। তাহলে আমি আমার ফোরামে একাউন্ট করেছি ৬/৮/১৭ তারিখে এবং সেই দিনই ট্রেডিং একাউন্ট এড করেছি। আর একাউন্ট ভেরিফাই করা সম্পন্ন করেছি ২১/৮/১৭ তারিখে। আমি কি আগস্টের বোনাস পাব। কেউ এই ব্যাপারে জানাবেন

InstaForex Sushantay
2017-08-24, 12:51 PM
ফরেক্স ফোরামের নিয়মে দেখলাম মাসের শুরুতে যদি ফোরামে একাউন্ট এড করা অথবা মাসের শুরুতে ট্রেডিং একাউন্ট ভেরিফাই না করালে সেই মাসের বোনাস যোগ হবে না। তাহলে আমি আমার ফোরামে একাউন্ট করেছি ৬/৮/১৭ তারিখে এবং সেই দিনই ট্রেডিং একাউন্ট এড করেছি। আর একাউন্ট ভেরিফাই করা সম্পন্ন করেছি ২১/৮/১৭ তারিখে। আমি কি আগস্টের বোনাস পাব। কেউ এই ব্যাপারে জানাবেন

প্রিয় ফোরাম সদস্য,
ফরেক্সবাংলা ফোরাম এর শর্ত অনুসারে এই ফোরামে যদি আপনি ১৫ তারিখের পূর্বে নিবন্ধন ও অ্যাকাউন্ট যুক্ত করে থাকেন, তাহলে চলতি মাসের বোনাস আগামী মাসের ৮ তারিখের মধ্যেই আপনার অ্যাকাউন্ট পৌচে যাবে। ধন্যবাদ

mahbubhb
2017-08-25, 11:51 AM
ভাইয়া আমি বলেছিলাম যদি একাউন্ট ভেরিফাই ১৫ তারিখের পরে হয় তাহলে কি ফোরামের বোনাস আসবে কিনা।

InstaForex Sushantay
2017-08-27, 12:03 PM
ভাইয়া আমি বলেছিলাম যদি একাউন্ট ভেরিফাই ১৫ তারিখের পরে হয় তাহলে কি ফোরামের বোনাস আসবে কিনা।

প্রিয় ফোরাম সদস্য,
ফোরাম বোনাস গ্রহনের জন্য ভেরিফিকেশনের কোন প্রয়োজন নেই, মুলত ফোরাম বোনাস দিয়ে ট্রেডিং করার পর কোন ট্রেডার প্রফিট করার পর, সেই প্রফিট বা লাভ অ্যাকাউন্ট থেকে উত্তোলনের জন্য ইন্সটাফরেক্স অ্যাকাউন্ট ২য় লেভেল পর্যন্ত ভেরিফিকেশন থাকতে হয়।
ধন্যবাদ

mahbubhb
2017-08-27, 04:21 PM
বুঝতে পেরেছি। ধন্যবাদ ভাইয়া।

Parvejdu
2017-09-29, 08:55 PM
ফোরাম একাউন্ট আপনার ভেরিফাই করার প্রযোজন নাই। কিন্তু ফরেক্স একাউন্ট আপনাকে অবশ্যই ভেরিফাই করে নিতে হবে। প্রথমে যে ভেরিফাই করতে হবে এমন কোন কথা নেই। ভেরিফাই ছাড়াই আপনার একাউন্টে বোনাস পৌঁছে যাবে কিন্তু বোনাস দিয়ে যখন ট্রেড করে লাভ করবেন এই লাভের টাকা উত্তোলনের জন্য তখন ভেরিফাই করে নিতে হবে। তা না হলে ব্রোকার টাকা উত্তোলন করতে দিবে না।

souravkumarhazra6763
2018-06-25, 09:29 AM
আমার জানা মতে আপনি যদি ট্রেডিং একাউন্ট ভেরিফাই না করে ফোরাম এ এটাচ করেন তাহলে প্রবলেম নেই,একাউন্ট টি মাস শেষ এর ২৮ তারিখ এর ভিতর করতে হবে,আর আপনি তার পর ভেরিফাই ছাড়া ট্রেড করততে পারবেন,কিন্তু আপনি যখন মুনাফা উঠাতে যাবেন তার আগে অবশই থার্ড লেভেল ভেরিফাই করতে হবে বর্তমান নিয়ম অনুসারে।

rafiuqlislam
2018-06-25, 12:19 PM
আমি একজন নবীন সদস্য গত মাসের শেষের দিকে আমার একাউন্ট না খুলেই ফোরামে অংশ গ্রহন করি।মাসের শেষে একাউন্ট খোলার জন্য বলেছিলেন কর্তৃপক্ষ কিন্ত আমার গাফিলতির কারনে করি নাই ।সে কারনে গত মাসের বোনাস আমার একাউন্ট থেকে হারিয়ে যায়।এতে করে জানলাম মাসের শেষে একাউন্ট ভেরিফাই করা প্রয়োজন।

Saykat5279
2019-02-24, 09:08 AM
অ্যাকাউন্ট যুক্ত করে দেন, আপনার অ্যাকাউন্ট এ ডলার এড হইয়ে যাবে। তবে তা মাসের ২৮ তারিখ এর আগে হতে হবে, নাইলে ফোরাম এর বোনাস এর ডলার পাবেন না। ঐ বোনাস ডলার দিয়ে ট্রেড করে যদি আপনি প্রফিট করেন, তাইলে ঐ টাকা তুলার জন্য আপনাকে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে, নাইলে প্রফিট এর টাকা পাবেন না। তাই আপনাকে ব্রোকার এর অ্যাকাউন্ট ভেরিফাই করে নেওয়া দরকার।

habibi
2019-03-03, 07:20 PM
ফোরামের বোনাস দিয়ে ট্রেড করার জন্য অ্যাকাউন্ট ভেরিফিকেশনের কোন প্রয়োজন নেই। আপনি ভেরিফিকেশন ছাড়া লাইভ ট্রেডিং করতে পারবেন। তবে ফোরাম বোনাস দিয়ে যদি প্রফিট করেন এবং সেই প্রফিট যদি উত্তোলন করতে চান তাহলে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হয়। আর যদি আপনি সম্পূর্ণ নিজের থেকে ডিপোজিট করে ট্রেড করেন সেক্ষেত্রে লাইভ ট্রেডিং বা উইথড্র করার জন্য কোন ধরনের ভেরিফিকেশনের প্রয়োজন নেই। তবে আমার মতে অ্যাকাউন্টের নিরাপত্তার স্বার্থে অ্যাকাউন্ট ভেরিফাই করা ভাল। অ্যাকাউন্ট ভেরিফাই করলে অ্যাকাউন্টের নিরাপদ থেকে এবং যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়।

Hasib50115
2019-04-10, 09:26 PM
আমি সবেমাত্র একাউন্ট খুলেছি।কিভাবে ফোরামে অংশগ্রহনকরবো?

kohit
2019-04-16, 05:38 PM
যদি আপনি এই ফোরামে রেজিস্ট্রেশন করে থেকেন তারমানে আপনি ইতিমধ্যে ফোরামে অংশগ্রহন করে ফেলেছেন। এরপর আপনাকে যা করতে হবে তাহল আপনি ফোরামে ফরেক্স সম্পর্কিত গুরুত্বপূর্ণ আর্টিকেল পোস্ট করতে হবে। দিনে আপনি ১০ টার মত আর্টিকেল পোস্ট করতে পারবেন। আর আপনার পোস্টগুলো যদি ভাল হয় এবং অন্যান্য সদস্যরা যদি এটাকে গুরুত্বপূর্ণ বা শিক্ষণীয় পোস্ট মনে করে তাহলে আপনি প্রতি পোস্টের জন্য ৫০ ডলার পর্যন্ত বোনাস পেতে পারেন।

এখন কথা হচ্ছে বোনাস দিয়ে কি করবেন?
এই ফোরামটি স্পন্সার করেছে ইন্সটাফরেক্স। তাই আপনি যে বোনাস পাবেন তা প্রতি সপ্তাহে ইন্সটাফরেক্সের অ্যাকাউন্টে জমা হবে। এর জন্য ইন্সটাফরেক্স ব্রোকারে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। কিভাবে ইন্সটাফরেক্সের ফোরাম ট্রেডিং অ্যাকাউন্ট খুলবেন তা এই ফোরামে পেয়ে যাবেন। ইন্সটাফরেক্সে অ্যাকাউন্ট খোলার পর ট্রেডিং অ্যাকাউন্টটি ফোরামে যুক্ত করতে হবে যা আপনি ফরেক্স বাংলা ফোরামে লগইন করলে দেখতে পাবেন । এর পর উক্ত বোনাস দিয়ে ট্রেড করে যদি প্রফিট করতে পারেন তাহলে আপনি সেই প্রফিট উঠাতে পারবেন। সম্পূর্ণ প্রক্রিয়াটি এটাই। বাস এরপর রিতিমত পোস্ট করতে থাকেন আর বোনাস নিতে থাকেন।