PDA

View Full Version : ফরেক্স শিখি সবাই একসাথে (ধারাবাহিক)/পর্ব-১&



Mamun13
2017-08-23, 10:09 PM
###সঠিক ব্রোকার নির্বাচন করুন-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই আমাদের নিজেদের সুবিধামতো সঠিক ব্রোকার নির্বাচন করা অতি গুরুত্বপূর্ণ প্রধান বিষয়৷ব্রোকার হচ্ছে আমাদের জন্য পরম সহযোগী ও নির্ভরযোগ্য ট্রেডিং ফ্লাটফর্ম৷যেখানে আমরা আমাদের সমুদয় পুজিঁ বা ক্যাশ ব্যালেন্স নিরাপদে রেখে নিশ্চিন্তে ব্যাবসা করতে পারবো৷আমরা সঠিক ব্রোকার কীভাবে জানবো,চিনবো,বুঝবো ? "যেকোনো ব্রোকারের রেগুলেটেড সার্টিফিকেট দেখেই ব্রোকারটির প্রকৃত পরিচয় জেনে নিবেন,এটা খুবই গুরুত্বপূর্ণ"৷প্রত্যেক ব্রোকারেরই রেগুলেটেড সার্টিফিকেট রয়েছে৷রেগুলেশান দুই প্রকার-স্ট্রং ও দূর্বল রেগুলেশন৷বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য,সঠিক,নিরাপদ ও হেল্পফুল ব্রোকারগণ স্ট্রং রেগুলেটেড সার্টিফাইড৷তারা অবশ্যই N.F.A বা F.C.A বা C.F.T.C ইত্যাদি কর্তৃক স্ট্রং রেগুলেটেড সার্টিফাইড৷USA,UK,AUSTRALIA,JAPAN ও SWITZERLAND প্রদত্ব এই সব স্ট্রং রেগুলেটেড ব্রোকার নির্বাচন করা উচিৎ৷আর দূর্বল রেগুলেশন সার্টিফিকেট দেয় CYPRUS.PANAMA NEW ZEALAND... ইত্যাদি৷প্রত্যেক ব্রোকারের মেইন সাইটের পেইজের একবারে নীচে তার এই রেগুলেশন সার্টিফিকেট উল্লেখ করা থাকে৷এভাবে উল্লেখ করা না থাকলে তাদের সাপোর্ট টীমের সাথে যোগাযোগ করে তাদের রেগুলেশন সার্টিফিকেট সম্পর্কে পরিষ্কার জেনে নিতে হবে৷যেমন-আমাদের "ইন্সটা ফরেক্সের N.F.A এর I.D নাম্বার হচ্ছে-0428063 এবং এটি C.F.T.C প্রদত্ত একটি E.C.N ব্রোকার"৷গুগলে সার্চ করে আন্তর্জাতিক রেগুলেশন সার্টিফিকেট প্রদানকারী সংস্হা-N.F.A সাইটে প্রত্যেক ব্রোকারের নাম লিখে যাচাই করে নিবেন৷সেখানেই তার নিবন্ধন I.D ও রেগুলেশন নিশ্চিত হতে পারবেন৷ব্রোকারের আরোও পরিচয় জানার জন্য তাদের সকল প্রকার যোগাযোগ মাধ্যমগুলো যাচাই করতে হবে,তারা তাৎক্ষনিক যোগাযোগের জন্য কতটুকু তৎপর ও দায়িত্বশীল৷স্ট্রং রেগুলেটেড ভালো ব্রোকারগুলো সপ্তাহের ৭ দিন ও ২৪ ঘন্টাই সার্ভিস দিতে সক্ষম ও তৎপর থাকে৷ব্রোকারের বিভিন্ন একাউন্ট টাইপ,স্প্রেড,মিনিমাম ডিপোজিট,তাদের ট্রেডিং টুলস পদ্ধতির সুবিধা,সার্ভার স্পীড,উইথড্রো ও ডিপোজিট পেমেন্ট সিস্টেম,তাদের লাইভ সাপোর্ট টীম,ডেইলী এনালাইটিক মেইল সিস্টেম,ডেইলী নিউজ ফীড,ডিপোজিট বোনাস/নন ডিপোজিট বোনাস,ডেমো প্রতিযোগিতা ও প্রাইজমানি,বিভিন্ন এডুকেশন টুলস,তাদের লোকাল অফিস,রিবেট,বিভিন্ন প্রমো অফার,এফিলিয়েট প্রোগ্রাম,ই-ওয়ালেট সুবিধা,প্যাম একাউন্ট...ইত্যাদি খুঁটিনাটি সববিষয় খুব ভালো করে যাচাই বাছাই করেই আমাদেরকে কাংখিত সঠিক ও নিরাপদ ব্রোকার নিশ্চিত হতে হবে৷রেগুলেটেড ব্রোকারদের মধ্যে আবার কয়েক ধরনের ব্রোকার আছে যেমন-E.C.N,S.T.P,Market Maker,Dealing Desk,Non Dealing Desk ইত্যাদি৷তাদের মধ্যে অবশ্যই E.C.N ব্রোকারই সর্বোত্তম৷E.C.N ব্রোকার ট্রেডারদের সরাসরি মার্কেটের একচুয়াল প্রাইসে ট্রেড করার সুযোগ সুবিধা দেয়৷আমাদের কে এইসব বিষয়গুলো ভালো ভাবে দেখে জেনে বুঝে তারপরেই সেখানে একাউন্ট খোলা এবং ট্রেড করা উচিৎ৷(চলবে)