PDA

View Full Version : ফরেক্স শিখি সবাই একসাথে(ধারাবাহিক)/পর্ব-১



Mamun13
2017-08-25, 10:27 PM
###ট্রেডিং চার্ট নির্ধারণ করুন-
আপনার পছন্দ ও সুবিধা মতো ব্রোকার নির্বাচন করার পর প্রথমেই আমাদেরকে আমাদের ট্রেডিং চার্ট বা ট্রেডিং টাইম ফ্রেম বা ট্রেডিং গ্রাউন্ড নির্ধারণ করতে হবে৷আমরা যদি শর্ট ট্রেড বা স্ক্যাল্পিং করতে চাই তাহলে-H4,H1,30M,15M, 5M ইত্যাদি টাইমফ্রেম দেখে ট্রেড করতে হবে৷শর্ট ট্রেড বা স্ক্যালপিং করে যেমন প্রচুর প্রফিট করা যায় তেমনি তা খুবই রিস্কি বিষয়৷নতুন ট্রেডারগণ ফরেক্স ব্যাবসার কলা কৌশল কিছুই না জেনে না বুঝেই এবং লোভ ও অতি আত্নবিশ্বাসের কারনে এই শর্ট ট্রেড বা স্ক্যাল্পিং করে৷ফলে দুই/চারবার প্রফিট করার পর পরই আরোও বেশি লাভের আশায় তাদের পুরো ব্যালেন্সটাই জিরো করে ফেলে৷আর এভাবে কয়েকবার পুঁজি হারিয়ে তারা অর্থাৎ 90% এই নতুন ফেইক ট্রেডারগণ ফরেক্স মার্কেট থেকে পালিয়ে যায়৷বাকী 10% রিয়েল ট্রেডারগণ MN,W1,D1 চার্ট দেখে লং টার্ম ট্রেড করে মার্কেটে নিয়মিত প্রফিট করে করে দক্ষ্য পেশাদার ট্রেডার রূপে প্রতিষ্ঠিত হয়ে যান৷তাই সর্বদা Large বা বড় বড় টাইম ফ্রেমে ট্রেড করার অভ্যাস করে অভিজ্ঞতা অর্জন করে নিবেন৷মনে রাখা উচিৎ-"ছোট ছোট টাইম ফ্রেমগুলি সবসময়ই তার তুলনায় বড় টাইমফ্রেম গুলিকে ফলো করেই চলে"৷এজন্য বড় টাইমফ্রেমে ট্রেড করা নিরাপদ ও উত্তম৷বড় টাইমফ্রেমে সঠিকভাবে এনালাইসিস করা সহজ হয় আর ছোটো ছোট টাইমফ্রেমে এনালাইসিস প্রায়ই ভূল ও রিস্কি হয়ে থাকে৷তাই নতুন ট্রেডারদের জন্য ছোট ছোট টাইমফ্রেমে শর্ট ট্রেড বা স্ক্যালপিং করা নিষিদ্ধই বলবো৷শর্ট ট্রেড বা স্ক্যালপিং করেন শুধুমাত্র দীর্ঘদিনের দক্ষ-অভিজ্ঞ ট্রেডারগণ৷কারন তারাই মার্কেটে সঠিক এনালাইসিস করতে পারেন এবং প্রাইসের আগাম গতিবিধি পরিষ্কার বুঝতে পারেন৷আর কখোনোও বার বার একাধিক টাইম ফ্রেম দেখে ট্রেড করবেন নাহ্৷তাহলে এনালাইসিস ভূল হবে৷তাই "একটা নির্ধারিত লং চার্টে বা বড় টইম ফ্রেমে স্হির হয়ে এনালাইসিস করে ট্রেড করবেন"৷"বিশ্বের প্রায় সকল অভিজ্ঞ ট্রেডারগণ W1 চার্ট দেখে ভালো ভাবে এনালাইসিস করে D1 চার্টে ট্রেড বা এন্ট্রী করেন"৷আমাদেরও এইভাবে লং চার্টে ট্রেড করার অভ্যাস করা উচিৎ৷(চলবে)

Rokibul7
2020-05-29, 02:41 PM
ধন্যবাদ মামুন ভাই,আপনি সতি অসাধারন লেখেন।আপনার লেখার উদ্দেশ্যে পরিষ্কার।আপনার শেয়ার করা পোষ্টগুলো অনেক শিক্ষনিয়ও। আমি মনে করি আপনার পোষ্ট গুলো ভাল ভাবে পড়লে ফরেক্স এর বেশ ভাল একটা স্ট্রটেজি তৈরি হবে।তাই আমি আপনার পোষ্ট গুলো পড়া শুরু করেছি।ধন্যবাদ ভাই আপনাকে,আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের উদ্দেশ্যে পোষ্ট শেয়ার করার জন্য