PDA

View Full Version : ফরেক্স এ লস করলে আপনি তখন কী করেন?



sujon30
2017-09-01, 11:11 AM
ফরেক্স মার্কেট এ যখন লস হয় তখন আামার অনেকটা খারাপ লাগে। মনে হয় যে আমি সবচাইতে বোকা যে আমি ফরেক্স থেকে অনেকটা লস করলাম এবং আমি ফরেক্স থেকে আয় করতে পারব না। তবে আমি শুনেছি যে ফরেক্স মার্কেট থেকে লস করাটাই স্বাভাবিক। লস করতে করতে এক সময় লাভ হবেই। আপনার লস হলে আপনি তখন কী করেন?:woo:

01797733223
2017-09-03, 01:26 PM
ফরেক্স ব্যাবসায় লাভ লস হওয়াটা স্বাভাবিক। এক্ষেত্রে আমি বলবো মন খারাপ করার কিছুই নেই,কেননা আপনি শুধু লাভ করবেন,লস করবেন না এটা কোনো ব্যাবসায় সম্ভব না। আর ফরেক্সতো কোনোদিনই সম্ভব নয়,তবে যদি কোনো ট্রেডে আপনার লস হয় তাহলে সেখান থেকে আপনার ভুল গুলো সংশোধন করে নতুন ট্রেডের পরিকল্পনা করা উচিৎ।

maziz6989
2017-09-05, 08:25 PM
কে কি করে জানি না তবে আমি পিসি বন্ধ করে উঠে পড়ি। এবং পরের দিন বা তার পরের দিন আবারও মার্কেট এ হাজির হই নিজের লস রিকভার করার জন্য। তবে সব সময় যে রিকভার করতে পরি তা নয়। মাঝে মধ্যে আরও বেশি লস হয়ে যায়। তবে যাই হোক মেজাজ কিন্তু যার পর নাই খারাপ হয়।

Mamun13
2017-09-06, 12:39 PM
আজিজ ভাইয়ের মতো আমারও মেজাজ খারাপ হয়ে যায় কিনতু পিসি বন্ধ করে আমি কখোনোও চেয়ার থেকে উঠে পড়ি না বরং কেনো লস হলো ? কোথায় আমার ভূল হয়েছে ? কী করলে আমার এন্ট্রী সঠিক হতো ? আমার ত্রুটি কোথায় ? কী আমি বুঝতে পারি নাই ? ইত্যাদি মনোযোগের সাথে গভীর ভাবে এনালাইজ করি এবং একটা নোট খাতায় নিয়মিত লিখে চোখের সামনে রেখে দেই৷সেগুলো মুখস্হ করি এবং খুবই সতর্কতার সাথে লক্ষ্য করি যেন এই ভূল আর না হয়৷তারপর মাথায় ঠান্ডা তেল মেখে ঘুমাই,বাইরে নদীর পাড়ে খোলা বাতাসে ঘুরে বেড়াই,আড্ডা দেই,ভালো খাবার খাই,মুভি দেখি,গান শুনি...অর্থাৎ নিজেকে পুণরায় সতেজ ও প্রস্তুত করি৷

Grimm
2018-01-19, 11:49 PM
আমার জানামতে কেউ কখনও ইচ্ছা করে ক্ষতি করতে চায় না। যেহেতু ফরেক্স একটা ব্যবসা আর ক্ষতি এর একটি অংশ সেহেতু এই ক্ষতিটাকে আপনাকে সাধারণভাবেই নিতে হবে। আমি যখন এই বাজারে ক্ষতি করে থাকি তখন আমি আমার ট্রেড বন্ধ রাখি আর চিন্তা করি ঠিক কি কারণে আমার ক্ষতিটা হলো। যখন এটি বের করতে পারি তখন এটি আমি লিপিবদ্ধ করে রাখি যাতে ভবিষ্যত ট্রেডে একই ভুল যাতে না হয়। তারপর আমি আবার ট্রেড শুরু করি আর চেষ্টা করি পূর্ববর্তী ক্ষতিটাকে ভুলে যেতে। কারণ সেটা যদি আমি আবার পুষিয়ে নেওয়ার চিন্তা করি তখন আমার মন ঠিক থাকে না আর সেই সময়টাতে আমি অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি।

iloveyou
2018-08-02, 10:54 AM
ভাই এখানে এই মার্কেটে লস হওয়াটা এটা খুব সাধারন একটা বিষয়। তাই লস হলে কখনই কারও উত্তেজিত না হয়ে সেখান সেখানে থেকে বরং অনেক কিছু শেখার রয়েছে। সুতরাং কোন চিন্তা/ মন খারাপ করে ট্রেডিং থেকে পিছিয়ে পড়বেন না। সেজন্য সেরকম বড় ধরনের লস যাতে কম হয় সেভাবেই সাবধানতার সাথে ট্রেড করতে হবে। তবে বর্তমানে আমার লস হলে তাতে আমার কোন ইফেক্ট হয় না, কারন আমার কনফিডেন্স আছে যে আমি সামনে গিযে প্রফিট নিব।

alamsat
2018-08-02, 11:01 AM
ট্রেড করে লস হলে অবশ্য মন অনেক খারাপ থাকে কিছু করতে ভাল লাগে না। তাই আমি ঐ সময় ট্রেড করা সম্পূর্ণ বন্ধ রাখি। এরপর বিভিন্ন কাজ কর্মে মনযোগ দিয়ে থাকি। যখন আবার ট্রেডিং এর প্রতি মনস্থির হয় ঠিক তখনই আবার ট্রেডিং এ ফিরে আসি। তবে হ্যা লসের টাকা তোলার জন্য কখনও বড় লটে ট্রেড করি না। যে লটে ট্রেড করতাম ঠিক সেই লটে ট্রেড করে যায়। একসময় ঠিকই লস তুলে আনতে পারি। কিন্তু অনেকে বড় বড় লটে ট্রেড করে লস তাড়াতাড়ি তুলে আনতে যায় ফলে আরও বেশি লস করে বসে। তাই কোনমতে মাথা গরমকরা যাবে না। নিয়ম মত ট্রেড করে লস তুলে আনতে হবে।

SHARIFfx
2018-08-02, 02:11 PM
আপনি যদি ফরেক্স মার্কেট এ লস করেন তাহলে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে লস এর কারন খুজে বের করতে হবে। যেই সাপ্তাহে আপনার লস বেশি হবে সেই সাপ্তাহে আপনাকে ট্রেড থেকে বিরত থাকতে হবে। আর আপনার সেন্টিমেন্টাল এনালাইসিস থিক করতে হবে। লস করলে উত্তেজিত হওয়া মোটেও উচিত নয়। মনেরাখবেন আজ লস করলেন তো কাল লাভ করতে পারেন হতাশ হবেন না।

rafiuqlislam
2018-08-02, 04:25 PM
ফরেক্স মার্কেট শুধু লাভ করার জায়গা নয়। এখানে ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই লস মেনে নে্ওয়ার মন মানষিকতা থাকতে হবে।আপনি যদি ধৈর্য ধরে সঠিকভাবে ট্রেড পরিচালনা করতে পারেন তাহলে অবশ্যই লস সামলিয়ে প্রফিটের আশা করতে পারেন।

Sid
2020-12-10, 03:37 PM
কে কি করে জানি না তবে আমি পিসি বন্ধ করে উঠে পড়ি। এবং পরের দিন বা তার পরের দিন আবারও মার্কেট এ হাজির হই নিজের লস রিকভার করার জন্য। তবে সব সময় যে রিকভার করতে পরি তা নয়। মাঝে মধ্যে আরও বেশি লস হয়ে যায়। তবে যাই হোক মেজাজ কিন্তু যার পর নাই খারাপ হয়।

Md.shohag
2020-12-12, 06:08 AM
ফরেক্স মার্কেট শুধু লাভ করার জায়গা নয়। এখানে ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই লস মেনে নে্ওয়ার মন মানষিকতা থাকতে হবে।আপনি যদি ধৈর্য ধরে সঠিকভাবে ট্রেড পরিচালনা করতে পারেন তাহলে অবশ্যই লস সামলিয়ে প্রফিটের আশা করতে পারেন।

KF84
2021-01-28, 04:04 PM
ফরেক্স মার্কেট এ যখন লস হয় তখন আামার অনেকটা খারাপ লাগে। মনে হয় যে আমি সবচাইতে বোকা যে আমি ফরেক্স থেকে অনেকটা লস করলাম এবং আমি ফরেক্স থেকে আয় করতে পারব না। তবে আমি শুনেছি যে ফরেক্স মার্কেট থেকে লস করাটাই স্বাভাবিক। লস করতে করতে এক সময় লাভ হবেই। আপনার লস হলে আপনি তখন কী করেন?:woo:
ফরেক্স এ অধিকাংশ লস আমার নিজের ভুলেই হয় তাই ভুল করার পর নিজের উপর আমারও অনেক রাগ হয় । আর বেশিরভাগ ভুলগুলি হয় লোভের কারনে তাই প্রত্যেকবার লস করার পর নিজের কাছে নিজেই প্রতিজ্ঞা করি যে আর আমি লোভ করবো না । কিন্তু পরবর্তী ট্রেডে দেখা যায় যে আমার সেই ভুল করে বসে আছি । আমার ট্রেডিং স্ট্রেটেজি অনেকটাই কার্যকর কিন্তু আমি নিজেকে ট্রেডিং এর সময় নিয়ন্ত্রন করতে পারি না বলে আমার লস অনেক বেশি হয় ।

sss21
2021-01-28, 08:57 PM
ফরেক্সে লস হলে আমার খুব খারাপ লাগে। তবে লস হলে আমি পূনরায় ভালো ট্রেড করার চেষ্টা করি।

Starship
2021-01-28, 10:14 PM
একজন সুস্থ স্বাভাবিক মানুষের মত অন্য দশজনের মানুষের মত হলে আমার নিজেরও খারাপ লাগে। তবে মন খারাপ হলেই ফরেক্সে তা সমাধান নয়। আমি সাধারণত পরবর্তীতে ট্রেড করার সময় পর্যাপ্ত সময় নেই। ট্রেড করার পূর্বে পর্যাপ্ত সময় নিয়ে টেকনিক্যাল এনালাইসিস করে থাকি পাশাপাশি ফরেক্স ক্যালেন্ডারের কোন হাই ইম্পেক্ট সম্পৃক্ত রয়েছে কিনা তা অনুসরণ করি। ফরেক্সে কেউ লস ব্যতীত প্রফিট করতে পারে না তাই লস ফরেক্স মার্কেটে একটি অংশ হিসেবে বিবেচিত। লস থেকেই প্রফিট এর উৎপত্তি হবে পরবর্তী সময়ে।

Mkhan0924
2021-01-28, 10:29 PM
ফরেক্স ব্যবসা পরিচালনা করা দুই বছর বন্ধ রেখেছিলাম তাই অনেক দিন ধরে ট্রেডিং করা হয় না যদিও তারপরেও আমার অতীত অভিজ্ঞতা এটাই বলে যে কোন ট্রেড লস হলে ট্রেডিং থেকে কিছুটা সময় বিরতি দেয়া উচিত। কারণ ওই সময়ে আমরা মানসিকভাবে অনেকটা ভেঙে পরি।

EmonFX
2021-01-28, 11:27 PM
ফরেক্স মার্কেট এ যখন লস হয় তখন আামার অনেকটা খারাপ লাগে। মনে হয় যে আমি সবচাইতে বোকা যে আমি ফরেক্স থেকে অনেকটা লস করলাম এবং আমি ফরেক্স থেকে আয় করতে পারব না। তবে আমি শুনেছি যে ফরেক্স মার্কেট থেকে লস করাটাই স্বাভাবিক। লস করতে করতে এক সময় লাভ হবেই। আপনার লস হলে আপনি তখন কী করেন?:woo:

লস করলে আপনার আমার মতো প্রত্যেকেরই খারাপ লাগে। তবে লস মেনে নেয়ার মানসিকতা থাকতে হবে। ফরেক্স যেহেতু একটি বিজনেস সেহেতু লাভ-লস থাকরবেই। দু’একটি ট্রেডে আপনি ব্যর্থ হতে পারেন তাই বলে ভেঙ্গে পড়া যাবে না, হতাশ হওয়া যাবে না। একটি ট্রেডে ব্যর্থ হলে বুঝতে হবে আপনার ট্রেডিং সাইক্লোজিতে যথেষ্ঠ ভুল আছে। নিজের ভুল গুলো খুঁজে খুঁজে নোটডাউন করতে হবে। ভুলের কারন অনুসন্ধান করতে হবে। পরবর্তি ট্রেডে যাওয়ার আগে পূর্বতর্তী ভুলের কারন অনু্সন্ধার করে সেই অনুযায়ী সংশোধন আনতে হবে। এতে করে দেখা যাবে পুর্ববর্তী ভূল আর করেছেন না। এর পরেও যদি আপনি প্রতিনিয়ত লস করেন তাহলে বুঝতে হবে আপনার স্ট্রাটেজিতে যথেষ্ঠ ভুল রয়েছে, আপনাকে আরো আপগ্রেড করতে হবে। এরপরে আপনাকে আবার চেস্টা করতে হবে। মনে রাখবেন, আপনি যখন প্রথম হাটা শিখেত শুরু করেছেন বার বার হোচট খেয়ে পড়ে গেছেন, আবার উঠে দাড়িয়েছেন আবার হোচট খেয়েছেন আবার দাড়িয়েছেন। এভাবে করেই আজ আপনি ভালো ভাবে হাটতে শিখেছেন।

jedi1212
2021-01-29, 10:12 PM
বৈদেশিক মুদ্রার ব্যবসার পক্ষে লাভ এবং লোকসান হওয়া সাধারণ। আমি বলব এই পরিস্থিতিতে বিরক্ত হওয়ার মতো কিছুই নেই, কারণ আপনি কোনও লাভের জন্যই হচ্ছেন, ক্ষতি নয়, কোনও ব্যবসায়েই এটি সম্ভব নয়। এবং ফরেক্স কখনই বাস্তববাদী নয়, তবে আপনি আপনার ত্রুটিগুলি সংশোধন করতে পারেন এবং যদি আপনার কোনও ব্যবসায় ক্ষতি হয় তবে সেখান থেকে একটি নতুন বাণিজ্য প্রস্তুত করতে পারেন।

samun
2021-02-24, 03:41 PM
প্রথম প্রথম ফরেক্সে আমি লস করলে লস কেটে দিয়ে আবার পুনরায় মার্কেট ভালোভাবে এনালাইসিস না করে ট্রেড করতাম ফলে আরো বেশী ক্ষতি হতো কিন্তু এখন আমি নতুন করে এমন ভুল আর করিনা আমি যদি লাভ করতে না পারি তবে কিছু সময় নিজেকে কন্ট্রোল করে নিজেকে ধীর-স্থির গতিতে নিয়ে আসো মস্তিষ্ককে সুন্দরভাবে একটি রেস্ট দিয়ে মার্কেট ভালো ভাবে এনালাইসিস করি এবং মার্কেট এর যাবতীয় নিউজ দেখার জন্য অপেক্ষা করি এবং পরবর্তীতে আশানুরূপ একটি ভালো এনালাইসিস করতে পারলে আমি পুনরায় ট্রেড করে থাকি

Mas26
2021-02-24, 04:09 PM
ফরেক্স এ লস করার পরে আমি ফরেক্স কি কারণে লস করলাম সেই ভ্রান্ত ধারণা টা খুজে বের করতে চেষ্টা করি ।আসলে আমরা অনেকেই জানিনা যে কিভাবে আমরা ফরেক্সের লস করে ফেলে সাধারণত আমরা যে কারণগুলো তোলা হচ্ছে অতিরিক্ত লোভ এনালাইসিস না করে একটা ট্রেড করা বিভিন্ন ধরনের ট্রেড নিয়ে থাকি,, না বুঝেশুনে ট্রেড খানেও আমরা অনেক সময় লস এর সম্মুখীন হয় যেটা আমাদেরকে বারবার লসের সম্মুখীন হতে হয়।

Smd
2021-05-07, 07:07 PM
যেহেতু ফরেক্স একটা ব্যবসা আর ক্ষতি এর একটি অংশ সেহেতু এই ক্ষতিটাকে আপনাকে সাধারণভাবেই নিতে হবে। আমি যখন এই বাজারে ক্ষতি করে থাকি তখন আমি আমার ট্রেড বন্ধ রাখি আর চিন্তা করি ঠিক কি কারণে আমার ক্ষতিটা হলো। যখন এটি বের করতে পারি তখন এটি আমি লিপিবদ্ধ করে রাখি যাতে ভবিষ্যত ট্রেডে একই ভুল যাতে না হয়।এখানে ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই লস মেনে নে্ওয়ার মন মানষিকতা থাকতে হবে।আপনি যদি ধৈর্য ধরে সঠিকভাবে ট্রেড পরিচালনা করতে পারেন।

FRK75
2021-09-07, 02:06 PM
ফরেক্স মার্কেট শুধু লাভ করার জায়গা নয়। এখানে ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই লস মেনে নে্ওয়ার মন মানষিকতা থাকতে হবে।আপনি যদি ধৈর্য ধরে সঠিকভাবে ট্রেড পরিচালনা করতে পারেন তাহলে অবশ্যই লস সামলিয়ে প্রফিটের আশা করতে পারেন।

Mas26
2021-09-07, 10:06 PM
ফরেক্স মার্কেটে আমার যখন লস হয় তখন আমি শুধু ঘুমাই কারণ ঘুমাইলে আমার টেনশন দূর হয়। ফরেক্স মার্কেটে ট্রেনিং একাউন্টে খুব কম ঢুকি কারণ লস দেখতে আর ভাল লাগে না এজন্য আমি লস দেখতে চাই না। তাই যখন লস হয় ফরেক্স মার্কেটে আমার তখন আমি ঘুমিয়ে থাকি বেশিরভাগ সময় এবং অন্য কাজ করি।তারপরে যেটা করি সেটা আমি লস রিকভার করার চেষ্টা করি এবং কিভাবে লস রিকভার করা যায় সেই প্রচেষ্টা চালিয়ে যাই।

Sakib42
2021-09-07, 11:26 PM
ফরেক্স মার্কেট এ যখন লস হয় তখন আামার অনেকটা খারাপ লাগে। মনে হয় যে আমি সবচাইতে বোকা যে আমি ফরেক্স থেকে অনেকটা লস করলাম এবং আমি ফরেক্স থেকে আয় করতে পারব না। তবে আমি শুনেছি যে ফরেক্স মার্কেট থেকে লস করাটাই স্বাভাবিক। লস করতে করতে এক সময় লাভ হবেই। আপনার লস হলে আপনি তখন কী করেন?:woo:

সাধারণত ফরেক্সে লস করলে সবার ই খারাপ লাগার কথা ঠিক তেমনি ভাবে আমারও খারাপ লাগে যখন আমি ফরেক্সে লস করি। কিন্তু এই খারাপ লাগার সময় কে বেশিক্ষণ সঙ্গে নিয়ে থাকে না কেননা এতে করে আমার মানসিক একটা চাপ পড়ে এবং সেই চাপ থেকে অন্যান্য কাজে আমি মনোযোগ দিতে পারিনা। লস এর কারণগুলো প্রথমে খুঁজে বের করি এবং ডেমো একাউন্ট এ কিছু সময় প্র্যাকটিস করে পুনরায় নিজেকে সংশোধন করার চেষ্টা করি। একই ভুল বারবার না হয় সেদিকে লক্ষ্য রাখার চেষ্টা করি। ফরেক্স ব্যবসায় লস এর মোকাবেলা করতেই হয় তাই নিজেকে সেই ভাবে প্রস্তুত করা জরুরি এবং লস হলে ভেঙ্গে পড়া যাবে না এতে করে আমাদের চারপাশের অন্যান্য কাজের উপর চাপ পড়ে এবং সেই কাজগুলো নষ্ট হয়ে যায়।

FRK75
2021-11-02, 10:15 PM
কেউ কখনও ইচ্ছা করে ক্ষতি করতে চায় না। যেহেতু ফরেক্স একটা ব্যবসা আর ক্ষতি এর একটি অংশ সেহেতু এই ক্ষতিটাকে আপনাকে সাধারণভাবেই নিতে হবে। আমি যখন এই বাজারে ক্ষতি করে থাকি তখন আমি আমার ট্রেড বন্ধ রাখি আর চিন্তা করি ঠিক কি কারণে আমার ক্ষতিটা হলো। যখন এটি বের করতে পারি তখন এটি আমি লিপিবদ্ধ করে রাখি যাতে ভবিষ্যত ট্রেডে একই ভুল যাতে না হয়। তারপর আমি আবার ট্রেড শুরু করি আর চেষ্টা করি পূর্ববর্তী ক্ষতিটাকে ভুলে যেতে।

Smd
2022-02-20, 09:44 PM
বেশিরভাগ ভুলগুলি হয় লোভের কারনে তাই প্রত্যেকবার লস করার পর নিজের কাছে নিজেই প্রতিজ্ঞা করি যে আর আমি লোভ করবো না । কিন্তু পরবর্তী ট্রেডে দেখা যায় যে আমার সেই ভুল করে বসে আছি । আমার ট্রেডিং স্ট্রেটেজি অনেকটাই কার্যকর কিন্তু আমি নিজেকে ট্রেডিং এর সময় নিয়ন্ত্রন করতে পারি না। আপনি কোনও লাভের জন্যই হচ্ছেন, ক্ষতি নয়, কোনও ব্যবসায়েই এটি সম্ভব নয়। এবং ফরেক্স কখনই বাস্তববাদী নয়, তবে আপনি আপনার ত্রুটিগুলি সংশোধন করতে পারেন এবং যদি আপনার কোনও ব্যবসায় ক্ষতি হয়।তাহলেও লাভ করা সম্ভব।