PDA

View Full Version : সকলেরই প্রাসঙ্গিক মন্তব্য করা উচিৎ



Mamun13
2017-09-06, 10:07 AM
অবাক হলামঃ আপনাদের জন্য অনেকটা সময়,মেধা,শ্রম দিয়ে কষ্ট করে এই ধারাবাহিক ফ্রী লেসন গুলো লিখে দিচ্ছি৷নতুনদের জন্য ফরেক্স ট্রেডিং সহজ করে দিচ্ছি... বিনা পয়সায় আপনারা এখান থেকে অনেকিছুই জানতে ও শিখতে পারছেন,পারবেন 100%নিশ্চিৎ৷অথচ দুঃখের বিষয় আমি গত ১১টা পর্বের একটিতেও কোনোও ধন্যবাদ পাইনি বা কোনোও প্রশ্ন-মন্তব্য কিছুই পাইনি..আমি অবাক হয়ে ভাবি-আমাদের মন-মানষিকতা এতই দূর্বল,যে সামান্য একটা ছোটো ধন্যবাদ দিতেও কার্পণ্য করি..আর আন্তর্জাতিক ফরেক্স মার্কেটে এসেছি ফাও কিছু প্রফিট নিয়ে যাওয়ার জন্য ? হাস্যকর !! বিশ্বব্যাপী এই সর্বোবৃহৎ মার্কেটে নিয়মিত ব্যাবসা করার প্রথম শর্তই হলো আপনার মন-মানষিকতার ব্যাপক পরিবর্তন,ব্যাপক উদারতা,বিশাল ত্যাগ,কঠিন ধৈর্য্য,সহনশীলতা...এই জন্যই ফরেক্স ট্রেডিংএ আমরা বাঙ্গালীরা অনেক অনেক পিছিয়ে আছি,আবার নেগেটিভ-বাজে কথা বলার খুব ওস্তাদ৷আমরা বাঙ্গালীদের মন মানষিকতার পরিবর্তন কবে হবে ? এখানে অনেক সদস্য আছেন-আমার লেখাগুলো অবশ্যই প্রতিদিন পড়ছেন,কিন্তু কোনোও মন্তব্য নাই কেনো ? আমার ভূলগুলো সংশোধন,বা নতুন তথ্য দিয়ে আরো সমৃদ্ধ করা,বা প্রাসঙ্গিক কোনোও নেগেটিভ/পজেটিভ মন্তব্য করা উচিৎ নয় কী ? আমি কোথায় লিখছি,কেন লিখছি -কার জন্য লিখছি বা লিখবো-যদি কোনোও সারাই না-পাই,কারো কোনও আগ্রহও দেখছিনা...এটা অবশ্যই অপ্রত্যাশিত এবং অশোভনীয়,দুঃখের বিষয়৷

Mike_Wah
2018-02-20, 01:06 AM
কি আর করবেন ভাই আমাদের রক্তের দোষ কিভাবে ঘুচবে?