PDA

View Full Version : বিটকয়েন



zahid4x
2017-09-07, 11:48 PM
ক্রিপ্টোকারেন্সির মধ্যে বর্তমানে বিটকয়েন অনেক মূল্যবান এবং দিন দিন এর মূল্য বৃদ্ধি পাচ্ছে। আমার মনে হয় এই বৎসর এর শেষের দিকে এর মূল্য ১০,০০০ ডলার ছাড়িয়ে যেতে পারে। কারণ দিন দিন এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং বর্তমানে বিভিন্ন বিক্রয় প্রতিষ্ঠানেও বিটকয়েন এর মাধ্যমে লেনদেন হচ্ছে। আর এখন অনেকে ফরেক্স এর পাশাপাশি বিটকয়েন এ ট্রেড করছে। বিটকয়েনের এইরকম উন্নতি দেখে গত ১ আগস্ট ২০১৭ তারিখে বিটকয়েন দুটি ভাগে ভাগ হয়ে বিটকয়েন ক্যাশ নামে আরও একটি ডিজিটাল কারেন্সি তৈরি হয়েছে। আমার মনে হয় ভবিশ্যতে এই বিটকয়েন এর চাহিদা আরও অনেক বৃদ্ধি পাবে।

hasan019
2017-10-16, 01:05 PM
এখন তো আবার নতুন ফরক হচ্চে বিতকয়েন গোল্ড আসছে মানে ২৫ তারিখ আসবে এই মাসের। ১০,০০০ ডলার হবে না বিটকয়েন এর ৭০০০ ডলার হবে। বিটকয়েন এর চাহিদা আরও অনেক বৃদ্ধি পাবে এখনি মাইক্রসফত বিটকয়েন মেনে নিয়েছে। আমাজন ও নাকি চালু করবে পেমেন্ট হিসেবে।

Mahidul84
2017-10-16, 08:40 PM
বর্তমানে বিটকয়েন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এমনকি শোনা যাচ্ছে বিটকয়েনের চাহিদা দিন দিন বেড়েই চলছে বাজারের। আর বিশেষ করে এর চাহিদা বৃদ্ধি পাওয়াতে মাইক্রোসফট এর মত কোম্পানি বিটকয়েনকে মেনে নিতে বাধ্য হচ্ছে।