PDA

View Full Version : ফরেক্স স্ক্যালপিং কৌশল!!!



Mahidul84
2017-09-18, 08:27 PM
ফরেক্স স্ক্যালপিং কৌশল আপনাকে ফরেক্স ট্রেডিং থেকে দ্রুত মুনাফা অর্জন করতে সাহায্য করে, যদিও আপনি জানেন যে আপনি কি করছেন। ফরেক্স শুরু করার পদ্ধতি পর থেকে আপনি নিয়মিত ট্রেডিং বা আপনার অনুভূতিকে জাগিয়ে তুলুন। আমি মনে করি স্ক্যালপিং হল একটি স্বল্পমেয়াদী পরিকল্পনা যা আপনি জয় করেন বা হারান কিনা তা পরিবর্তন করেন না।

01797733223
2017-09-18, 10:51 PM
স্কাল্পিং নতুন ট্রেডার দের জন্য অনেক টা সুফল হলেও স্কাল্পিং করে মার্কেট এ টিকে থাকা খুবই দুরুহ্ ব্যাপার কারন আপনি স্কাল্পিং করে সঠিক মানি ম্যানেজমেন্ট করতে পারবেন না । আর মানি ম্যানেজমেন্ট কে ফরেক্স মার্কেটের প্রাণ বলা হয় তাই দীর্ঘমেয়াদী ট্রেডিং এর চেষ্টা করুন । যারা স্কাল্পার তারা হয়তো কিছু সময়ের জন্য প্রফিট করে বটেও কিন্তু কখনই প্রফেশনাল হতে পারে না ।

Mahidul84
2017-10-28, 08:35 PM
আমি মনে করি স্ক্যালপিং তাদের জন্য প্রযোজ্য যারা ফরেক্স মার্কেট সম্পর্কে নিয়মিত জ্ঞান চর্চা করে এমনকি মার্কেট নিউজগুলো সঠিকভাবে বুঝার এবং দক্ষতা অর্জনের সক্ষম। স্ক্যালপিং দ্বারা যে সকল ট্রেডারগণ সঠিকভাবে মানি ম্যনেজমেন্ট এর মত বিষয়গুলো সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে পাশাপাশি দীর্ঘমেয়াদী ট্রেডিং পদ্ধতি পরিচালনা করার মত আত্মবিশ্বাস সৃষ্টি করতে পারে তারাই এই ধরনের স্ক্যালপিং এর চিন্তা করতে পারবেন ফরেক্স মার্কেটে। অন্যথায় নতুন কোন ট্রেডারগণ এই ধরনের স্ক্যালপিং ট্রেড করে ফরেক্স মার্কেটে টিক থাকতে পারবে না। এজন্য আমি মনে করি স্ক্যালপিং সবার জন্য উপযুক্ত নয়, শুধু তাদের জন্যই উপযুক্ত যারা ফরেক্স মার্কেটে প্রফেশনাল ট্রেডার।

Amiforex
2018-02-13, 10:45 PM
ফরেক্সে বিভিন্ন কৌশল দিয়ে ট্রেডাররা ট্রেড করে থাকে বিভিন্ন কৌশলের ভিতর একটি হচ্ছে স্ক্যাল্পিং করা যা খুব স্বল্প সময়ের জন্য করা হয়ে থাকে। স্ক্যাল্পাররা তাদের ট্রেডিং চার্টে বিভিন্ন ইন্ডিকেটর দিয়ে মার্কেটের বর্তমান অবস্থা বোঝার চেষ্টা করে আর মার্কেটে এন্ট্রি নিয়ে থাকে এবং তারা কিছু সময় পর মার্কেট থেকে বের হয়ে যায়। স্ক্যাল্পাররা আরো একটি কাজ করে তারা স্বল্প সময়ের চার্ট অনুসরন করে ট্রেড করে থাকে বলে আমার মনে হয়।

Mamun13
2018-02-22, 07:45 PM
নতুন অনভিজ্ঞ ট্রেডারদের জন্য শর্ট ট্রেডিং বা স্ক্যালপিং কখোনোই সুফল বয়ে আনে না বরং তাদের ব্যালেন্সগুলো খুব দ্রূত শুন্য করে দেয়৷স্বাভাবিকভাবেই নতুন অবস্হায় ট্রেডারগণ শর্ট ট্রেডিং বা স্ক্যালপিং করে খুব অল্প সময়ে বেশি প্রফিট করে দ্রূত ধনী হতে চায় যা সাংঘাতিক ভূল৷আপনি নতুন তাই ট্রেডিং কৌশল কিছুই জানেন না তাহলে দ্রূত প্রফিট করা টা বোকামী নয় কী ? অবশ্যই নতুন অবস্হায় আপনারা শর্ট ট্রেডিং বা স্ক্যালপিং এড়িয়ে চলুন৷

iloveyou
2018-02-22, 08:58 PM
ভাই ফরেক্স মার্কেটে স্ক্যালপিং কৌশল অবলম্বন আপনাকে এই ব্যবসাতে অনেক দ্রুত মুনাফা অর্জন করতে সাহায্য করবে। স্ক্যালপিং মানে হলো শর্ট টাইম ফ্রেম নিয়ে কাজ করা। কারন আমরা সবাই এখানে খুব অল্প সময়ে প্রফিট করার জন্য এরকম সব সময় একটা চিন্তা ভাবনা করে থাকি। এটা খুব ভাল একটা লক্ষণ। কারন এই বিজনেজটাই হলো এরকম তাহলে সমস্যাই নেই। তবে নতুদের জন্য একটু কঠিণ হবে কিন্তু তার পরেও বলব, আপনার সিস্টেম যদি ভাল হয় তাহলে নতুন বলেন আর পুরাতন ট্রেডার সবাই স্ক্যালপিং করে প্রফিট করতে পারবে।

samun
2021-12-25, 09:49 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করার পূর্বে আমি অবশ্যই দীর্ঘ সময় যাবত এনালাইসিস করে থাকে এছাড়াও স্ক্যাল্পিং করার আমার সবথেকে উত্তম সময় হল নিউজ টাইম এই নিউজ টাইম এর সময় সাধারণত মার্কেটের মুভমেন্ট বেড়ে যায় বিধায় আমি ওই সময়টুকুতে ট্রেড করলে ইনস্ট্যান্ট একটি ফলাফল অর্জন করতে পারি ।