PDA

View Full Version : গোল্ড এবং অয়েল ট্রেডিং জার্নাল!!!



Mahidul84
2017-09-18, 08:42 PM
অনেক ব্যবসায়ী সবসময় এই ব্যবসা থেকে দ্রুত মুনাফা অর্জন করার চেষ্টা করছেন। আর আমরা যদি ঝুকি নিয়ে করতে পারি তাহলে অল্প সময়ের মধ্যে বড় লাভ করতে পারবো। তাই আমি বড় ঝুকি নিয়ে সিদ্ধান্ত নিয়েছি যেহেতু আমি স্বর্ণ ও তেল বাণিজ্য অধিক বেশি পছন্দ করি।
খুব অল্প সময়ের মধ্যে একটি বড় মুনাফা অর্জনের করার জন্য একটি বিকল্প পথ। আমি জানি স্বর্ণ ও তেলের বাণিজ্য করাটা খুব সতর্কতা অবলম্বন করা বেশি জরুরি কিন্তু আমার বিশ্বাস স্বর্ণ ও তেলেরে মধ্যে থেকে অনেক বেশি মুনাফা উপার্জন করতে পারবো। আর এই জন্যই স্বর্ণ ও তেলেরে মধ্যে বেশি সময় ট্রেড ও সুদৃঢ় ভাবে অপেক্ষা করি বেশি লাভ উপার্জনের জন্য।

Mamun13
2017-11-20, 06:11 PM
আমরা নতুন অবস্হায় বেশি লোভে পড়ে অল্প সময়ে দ্রূত লাভ করে ধনী হতে চাই৷তাই অধিকাংশ নতুন অনভিজ্ঞ ও অদক্ষ ট্রেডারগণ নতুন অবস্হায় গোল্ড ও অয়েলের ট্রেড করতে শুরু করেন৷গোল্ড ও অয়েল ট্রেড করতে হলে পর্যাপ্ত পুঁজি ও কয়েক বছরের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হয়৷ফরেক্স মার্কেটে অল্প সময়ে বেশি প্রফিট করার কোনোও বিকল্প পথ নাই৷আর যদি থাকতো তাহলে 95% ট্রেডার লুজার হয়ে মার্কেট থেকে পালিয়ে যেত না৷নতুন ট্রেডারদের জন্য এধরনের চিন্তা খুবই ঝুঁকিপূর্ণ৷দ্রূত ফকির হওয়ার একটা সহজ ও স্বাভাবিক ফাঁদ৷

expkhaled
2018-01-09, 12:58 PM
আসলে ফরেক্স মার্কেট প্রফিট করাটা যার যার নিজস্ব অভিজ্ঞতা। যেযত বেশী মার্কেট রিসার্চ করতে পারবেন তিনি তত বেশী লাভবান হবেন। সবাই একই জায়গা থেকে প্রফিট করতে পারেন না। কেউ স্বর্ন থেকে লাভবান হন আবার কেউ কেউ লস ও করেন। তবে আমার মনে হয় সুযোগ বলে একটা কথা থাকে, যদি মার্কেট এনলাইসিস করে বুঝতে পারেন যে, ট্রেড আপনার পক্ষে যেতে পারে তাহলে আপনি রিস্ক নিতে পারেন। কারণ ব্যবসা মানেই রিস্ক, যেকোন ব্যবসায় রিস্ক নিতে হয়, তবে রিস্কটা নিবেন হিসাব করে। না হলে আবার ব্যবসার একাউন্ট যদি জিরো হয় তাহলে তো আর ব্যবসায় টিকে থাকা যাবে না।

maziz6989
2018-02-23, 11:04 AM
এক সময় এই জিনিসগুলোর চরম ভক্ত ছিলাম। বর্তমানে এই দুইটা জিনস ভূল করেও চার্টে এড করি না বা দেখিও না। বেশ বড় অংকের লস দিয়েছি এই গুলোতে ট্রেড করতে গিয়ে। লাভও যে একেবারে কম করেছি তাও নয়। কিন্তু লস অনুপাতে তা খুবই নগন্য। আমি বলব এই জিনিসের চক্করে না পড়াই ভাল। কারন আমাদের যে পরিমাণ ব্যালান্স থাকে তাতে আর যা হোক একবার শুয়ে পড়লে উঠে দাড়ানোর শক্তি সব সময় নাও থাকতে পারে।

Tofazzal Mia
2018-02-25, 05:42 PM
বৈশ্বিক অর্থনৈতিতে মুদ্রার মত সবচেয়ে প্রভাবশালী বিনিয়োগগুলোর মধ্যে স্বর্ণ ও অপরিশোধিত তেল একটি প্রধান মাধ্যম। সাধারনত স্বর্ণ ও তেলের দামের ওঠানামা অর্থনৈতিক এবং রাজনৈতিক ঘটনাসমূহের উপর নির্ভরশীল। যাহোক স্বর্ণ ও তেলের নিজ নিজ কিছু বৈশিষ্ট্য থাকার কারনে বিনিয়োগকারীদের কাছে সবসময় চাহিদা থাকে।কেননা এখানে থেকে যেমন অধিক পরিমাণ মুনাফা আসতে পারে আবার এর জটিলতায় তেমনি লোকসান হতে পারে।

alamsat
2018-03-10, 10:51 AM
ব্যালেন্স মোটা মুটি ৫০০ থেকে ১০০০ ডলার থাকলে একটা রিস্ক নেওয়া যাই. নতুবা অল্প পুঁজি নিয়া ট্রেড করলে মুহুতে ব্যালেন্স ০ হয়ে যেতে পারে. তাই আমি বলবো বেশি লাভ যেমন হয় তেমন লস হলে তার দ্বিগুন লস হয়. মোটা মুটি ৩০ দিনের কামায় ১ দিনের লস খেয়ে ফেলবে. তাই এটি না করা ভালো.

riponinsta
2018-03-18, 11:20 AM
আমার কাছে মনে হয় গোল্ড অনেক ভাল পেয়ার কারন ফরেক্স মার্কেট এ গোল্ড অনেক বেশি মুভ করে আর আমার দেখা যে কোন ট্রেডিং সিস্টেম এ গোল্ড এ ভুল সিগন্যাল অনেক কম আসে সেই কারন এ গোল্ড এ লাভ ও করা যায় অনেক বেশি ফরেক্স মার্কেট এ এমন অনেক ট্রেডার আছে যারা শুধু গোল্ড এ ট্রেড করে থাকে আমিও গোল্ড এ ট্রেড করে অনেক অনেক ডলার লাভ করছি