PDA

View Full Version : শক্তিশালী ক্যাঙ্গারু টেইল দীর্ঘ সময়ের জন



Nishpap Papi
2017-09-19, 09:33 AM
যারা ক্যান্ডেলস্টিক দিয়ে ট্রেড করেন তাদের কাছে একটি জনপ্রিয় ক্যান্ডল হলো ক্যাঙ্গারু টেইল (অনেকে একে হ্যামার/হ্যাঙ্গিং ম্যান বলে থাকেন কিন্তু এদের মাঝে কিছুটা পার্থক্য আছে)কারণ একটি শক্তিশালী ক্যাঙ্গারু টেইল দীর্ঘ সময়ের জন্য মার্কেট রিভার্সাল এর সিগন্যাল দিয়ে থাকে|
আগে আমরা জানি ক্যাঙ্গারু টেইল কি? যদি কোনো ক্যান্ডল এর টেইল তার বডি এর ২/৩ অংশ লম্বা হয় এবং ক্যাডলটির ওপেন এবং ক্লোজ আগের ক্যান্ডলটির রেঞ্জ(এখানে রেঞ্জ হলো আগের ক্যান্ডল এর হাই এবং লো এর মধ্যবর্তি দূরত্ব) এর মধ্যে থাকে তবে এটি হবে একটি বৈধ ক্যাঙ্গারু টেইল|
সুতরাং ক্যাঙ্গারু টেইল = টেইল>বডি
কনসেপ্ট ক্লিয়ার করার জন্য ছবিটা দেখেন 4186
আদর্শ কাগার টেইল এর কিছু বৈশিষ্ট
১. টেইল বডির চেয়ে লম্বা হবে
২. টেলটি আশেপাশের সব ক্যান্ডল গুলো থেকে কিছুটা লম্বা হবে
৩. লম্বা ক্যাঙ্গারু টেইল এর বডি হবে ছোট এবং টেইল হবে লম্বা
৪. ক্যাঙ্গারু টেইল ক্যান্ডল এর পাশের ক্যান্ডলটি ছোট হতে হবে
৫. অবশ্যই সাপোর্ট অথবা রেসিস্টেন্স এলাকায় প্রিন্ট হবে
পরবর্তীতে আমরা আলোচনা করবো বুলিশ এবং বেয়ারিশ ক্যাঙ্গারু টেইল সম্পর্কে যাতে আমরা বোঝতে পারবো ক্যাঙ্গারু টেইল দেখে কখন বাই/সেল দিতে হবে|
ক্যাঙ্গারু টেইল এর আরো কিছু ছবি দেখুন
1. http://kimechanic.com/OoZ
2. http://kimechanic.com/OqM
3. http://kimechanic.com/OsK