PDA

View Full Version : AUDJPY Daily ট্রেড সেটাপ ১৯ সেপ্ট ২০১৭



uzzal05
2017-09-19, 09:41 AM
এই পেয়ারটি বর্তমানে রেসিস্ট্যান্স লাইন কে রেজেক্ট করেছে। এখানে আমরা হাই প্রব্যালিটি একটি পিন বার দেখতে পাচ্ছি। যা মার্কেট কে ডাউন ট্রেন্ড এর ইঙ্গিত করছে। এটা শুধু ডেইল চার্ট এর পাওয়া সিগ্নাল। এখানে আমরা পিন বার এ ৫০% রিট্রেচমেন্ট এ সেল লিমিট অর্ডার দিতে পারি। ট্রেড সেটাপ দেখতে ইমেজ এ ক্লিক করুন।
4189
(যদি পোস্টটি উপকৃত মনে করেন তাহলে থ্যাঙ্ক এবং লাইক বাটন এ ক্লিক করতে ভুলবেন না)

Nishpap Papi
2017-09-19, 10:29 AM
মার্কেট ফল করবে মনে হয়

Montu Zaman
2019-09-19, 02:41 PM
8897
audjpy পেয়ারের d1 চার্টে দেখা যাচ্ছে ট্রেন্ড লাইন ব্রেক করে রিটেস্ট করেছে যদিও এখনো কনফার্মেশন দেয় নাই।কনফার্মেশন দিলে ভালো একটা বায় এন্ট্রি হতে পারে।আপনার এনালাইসিস এর সাথে মিলিয়ে নিবেন।হ্যাপি ট্রেডিং

Rassel Vuiya
2020-05-14, 12:39 PM
10964
aud/jpy কোরেন্সী পেয়ারটির h4 চার্ট অনুসারে প্রথমে বাটারফ্লাই প্যার্টাণতৈরী হয়েছে, ফলে মার্কেট কিছুটা ডাউনে গিয়ে উঠানামা করে ডাবল টপ তৈরী করেছে রেজিস্টেন্স জোন থেকে বেয়ারিশ ইনসাইড বার পাওয়া গেছে। যার কারনে সেল করার সুযোগ খুঁজে দেখুন।

Montu Zaman
2020-07-27, 06:27 PM
AudJpy পেয়ারটি একটা এসসেন্ডিং ট্রেন্ডলাইন মেইনটেইন করে আপ হচ্ছে। সম্প্রতি পেয়ারটি আবারো লাইনে বাধাঁ পেয়ে বুলিশ সাইন দিয়ে আপ হচ্ছে। যেহেতু রিসেন্ট কট ডাটা অনুযায়ী নন কমার্শিয়ালদের অবস্থান এখনো বাই মুডে বেশি তাই আশা করা যাচ্ছে পেয়ারটি বর্তমান পজিশন থেকে আপ হয়ে পরবর্তী রেজিস্ট্যান্স 76.70 এবং এই লাইন ব্রেক হলে 79.20 পর্যন্ত আপ হতে পারে।যেহেতু পেয়ারটির এসসেন্ডিং লাইনটি সাপ্লাইজোন হিসেবে কাজ করছে এবং লাইনের কিছুটা নিচেই সাপোর্ট এরিয়া আছে, তাই পেয়ারটি যদি এই লাইন এবং সাপোর্ট ব্রেক করে নিচে স্ট্যাবল না হয় তবে পেয়ারটিতে বাই মুডে থাকা যেতে পারে। সেক্ষেত্রে চ্যানেল এবং সাপোর্ট লাইনের কিছুটা নিচে স্টপলস দিয়ে প্রাথমিকভাবে 76.50 এবং এই এরিয়াটা সাকসেসফুললি ব্রেকআউট হলে পরবর্তীতে 79.20 পর্যন্ত বাই মুডে থাকা যেতে পারে।
11730