PDA

View Full Version : ট্রেডিং কৌশল



Mahmudx84
2014-04-29, 07:26 AM
১. যেসব ব্যবসায়ীরা স্বল্পমেয়াদী ব্যবসা করতে চায় তারা প্রাথমিকভাবে ঝুঁকির মধ্যে থাকে, যা তাদেরকে ব্যর্থতার কাছাকাছি নিয়ে যায়। স্বল্পমেয়াদী ব্যবসায়ীদের ব্যর্থতার প্রধান কারন প্রশিক্ষনের অভাব এবং নির্দিষ্ট ট্রেডিং পরিকল্পনা অনুসরণ না করা, তাদের নির্ধারিত সময় ব্যর্থতার কারন নয়। অভিজ্ঞতা এবং জ্ঞানের অভাব তাদেরকে এমনকি একটি ছোট ভুল করা থেকে বিরত রাখে, একটি ছোট ভুল তাদের জমাকৃত অর্থের ক্ষতির কারন হতে পারে। একইসাথে, এসব ব্যবসায়ীর অ্যাকাউন্টে প্রচুর অর্থ নেই। বেশিরভাগ সফল ব্যবসায়ী মধ্যম এবং দীর্ঘমেয়াদী সময়ের ব্যবসা করে। পরিসংখ্যানগত দিক থেকে, মধ্যম এবং দীর্ঘমেয়াদী ব্যবসা বেশি সফল। একই বিষয় বিনিয়োগকৃত তহবিলের ক্ষেত্রে প্রযোজ্য, মার্কেটে অবস্থান করার ক্ষমতা নির্ভর করে প্রাথমিক পুঁজির উপর। ২. আগামীকাল মার্কেট কেমন হবে তা বিশ্লেষণ করে সময় নষ্ট করে ক্ষতির সম্মুখীন হওয়া ব্যবসায়ীরা, যেখানে সফলরা সিদ্ধান্ত গ্রহন করে বিভাবে বর্তমান পরিস্থতি মোকাবেলা করা যায় এবং সিদ্ধান্ত অনুযায়ী তাদের কৌশল প্রয়োগ করে। একজন ব্যবসায়ী যদি প্রতিক্রিয়ার জটলা দেখতে পায়, সে নিশ্চিতভাবে সফলতা অর্জন করবে। মুনাফা অর্জনের সম্ভাবনা অনেক বেশি হবে একজন গ্রাহক যদি ঐ জটলার অসঙ্গত ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে পরিকল্পিত সাড়া দিতে পারে। এজন্য, একজন সফল বিশ্লেষক হওয়া একজন সাধারণ ব্যবসায়ী হওয়ার থেকে বেশি কঠিন। একজন বিশ্লেষককে অনেক জটিল কাজ করতে হয়, কারন তাদের মার্কেট পরিস্থিতির পূর্বাভাস দিতে হয় এবং কিভাবে সর্বোচ্চ মুনাফা অর্জন করা যাবে তার সুপারিশ করতে হয়, যেখানে একজন সফল ব্যবসায়ী শুধু মার্কেটকে অনুসরণ করে। ৩. সফল ব্যবসায়ীরা ব্যর্থ ব্যবসায়ীদের প্রতি দৃষ্টি দেয় এবং মুনাফা এবং ক্ষতির মধ্যে একটি সম্পর্ক নির্ণয়ের চেষ্টা করে, কিন্তু ব্যর্থরা শুধু সফলদের সফল ব্যবসার প্রতি দৃষ্টি দেয়। আপনার মুনাফা কিংবা ক্ষতির হিসেবের চেয়ে ঝুঁকি নির্ণয় করা বেশি গুরুত্বপূর্ণ। পেশাদার ব্যবসায়ীরা সবসময়েই ধারনা করতে পারে তারা কতটা উপার্জন করতে পারবে এবং কতটা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ৪. সাধারণত যেসব ব্যবসায়ীরা তাদের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয় তারা কখনওই সফল হয় না। পেশাদার এবং অভিজ্ঞতাসম্পন্ন ব্যবসায়ীরা তাদের আবেগের বাইরে থেকে মার্কেটকে বিশ্লেষণ করে। যদি কোন ব্যবসায়ী শুধু তার আবেগের উপর ভিত্তি করে পজিশন খোলে এবং বন্ধ করে তাহলে তার এই সিদ্ধান্তকে বিবেচনাযোগ্য অথবা যৌক্তিক বলা যায় না। যাহোক, আবেগককে সম্পূর্ণরুপে অবজ্ঞা করাও ভুল। মাঝে মাঝে অতিরিক্ত চাপ মানসিক রোগের কারন হতে পারে এবং ব্যবসায়ী তার ব্যবসায়ীক দক্ষতা হারাতে পারে। সবচেয়ে ভাল উপায় হচ্ছে প্রতিটি আবেগকে চিহ্নিত করা এবং খুঁজে দেখা এই সিদ্ধান্তটি যৌক্তিক নাকি অন্য কোন সিদ্ধান্ত নেওয়া ভাল। ৫. একজন অভিজ্ঞতাহীন ব্যবসায়ী তার সঠিক সিদ্ধান্তের প্রতি যত্নশীল, কিন্তু একজন পেশাদার তাদের আবেগকে উন্নত মানসিকতায় রুপান্তরিত করে। সফল ব্যবসায়ীরা শুধু ঐসব বিষয়ে খোঁজখবর রাখে যা তাকে মুনাফা অর্জন করতে সাহায্য করে অথবা বাধা প্রদান করে। মার্কেটের কার্যক্রম সম্পর্কে জ্ঞান রাখা খুবই গুরুত্বপূর্ণ; ব্যবসা থেকে ব্যক্তিগত জীবন আলাদা রাখা জরুরী। উল্লেখযোগ্য পরিমান উদ্যম মানসিক অসুস্থতা এবং শারীরিক অবসাদগ্রস্থতার কারন হতে পারে। পেশাদার ব্যবসায়ীরা মার্কেট প্রক্রিয়ার প্রতি দ্রুত প্রতিক্রিয়াশীল হয়, কারন এগুলোর উপর ভিত্তি করে অর্থ উপার্জন করার এটাই একমাত্র উপায়। ৬. ব্যবসা করার অর্থ হারানোর পর একজন ব্যর্থ ব্যবসায়ী নতুন বই অথবা ব্যবসায়ীক পদ্ধতি ক্রয় শুরু করে এবং তাদের পদ্ধতি অনুসরণ করতে শুরু করে। ইতোমধ্যে, পেশাদারগণ ঘটনাটিকে বিশ্লেষণ করে এবং বিশ্লেষণের ফলাফল অনুযায়ী তার পদ্ধতিসমূহ পরিবর্তন করে। অধিকতর সফল ব্যবসায়ীরা তাৎক্ষণিক অন্য ট্রেডিং পদ্ধতিতে চলে যায় না; সে এটা তখনই করে যখন সে বুঝতে পারে যে পুরনো পদ্ধতি ঠিকমত কাজ করছে না। সফল ব্যবসায়ীরা মাত্র কয়েকটি ট্রেডিং কৌশল ব্যবহার করে তাদের উন্নয়ন করা পদ্ধতির সাথে লেগে থাকে। ৭. কম অভিজ্ঞতাসম্পন্নন ব্যবসায়ীরা বিখ্যাত ব্যবসায়ীদের ট্রেডিং কৌশল বার বার অবলম্বন করে। কিন্তু পেশাদারগণ বিখ্যাত ব্যবসায়ীদের ব্যবহার করা পদ্ধতিসহ সব কৌশল বিবেচনায় আনে, কিন্তু তাদের ব্যবসার সাথে মানানসই আছে এমন কৌশল শুধু ব্যবহার করে। বিখ্যাত ব্যবসায়ীদের অর্জনের তুলনায় ব্যবসায়ীর স্বাতন্ত্র্য, মার্কেট সম্পর্কে জ্ঞান এবং ব্যবসায়ীক পদ্ধতি অনেক বেশি গুরুত্বপূর্ণ। ৮. প্রায়ই অভিজ্ঞতাহীন ব্যবসায়ীরা অসংখ্য বিষয়ের প্রতি লক্ষ্য করে না যেগুলো তাদের মুনাফা অর্জন করতে সহায়তা করতে পারে। প্রত্যেকটি ব্যবসায়ীর মুনাফা পরিভ্রমনের মধ্যে অর্থের পরিমান নির্ধারণ করে এবং এটা সব অভিজ্ঞতাসম্পন্ন ব্যবসায়ীরা ভালমত বুঝতে পারে। ফরেক্সের মধ্যে যত অর্থ আসছে তা ফরেক্স থেকে বাইরে যাওয়া অর্থের তুলনায় বেশি, তাই প্রত্যক ব্যবসায়ীকে এই বিষয়টি মনে বিবেচনায় রাখতে হবে। ৯. সাধারণত, সকল নবাগত ব্যবসায়ী মুনাফা অর্জন করার কোন সুযোগ হাতছাড়া হলে তা কঠোরভাবে নেয়, কিন্তু অধিকতর সফল ব্যবসায়ীরা এটাকে সহজভাবে নেয়। ব্যবসা করা তাদের কাছে আনন্দের বিষয়; যাহোক তারা এটাকে গুরুত্বের সাথে নেয়। মনোবিজ্ঞানীরা মনে করেন অতিরিক্তি কঠোরতা একজন ব্যক্তিকে রোগ থেকে দূরে রাখে। সফল এবং ব্যর্থ উভয় ব্যবসায়ী ফরেক্স ব্যবসাকে খেলা মনে করে। আমরা যদি ব্যবসাকে খেলার সাথে তুলনা করি, উদাহরণস্বরুপ, বোলিং, নবাগতরা বুঝতে পারে যে কোন দৃশ্যমান প্রচেষ্টা ছাড়াই অভিজ্ঞতাসম্পন্নদের স্ট্রাইক হচ্ছে "বিগ গেম" এর বাইরে থেকে সময়ের সঠিক ব্যবহারের ফল। খেলাধুলার মত, ব্যবসার সাথে অসংখ্য অভ্যান্তরিন এবং বহিরাগত বিষয় যুক্ত। আপনাকে প্রতিটি ব্যবসার প্রতি গুরুত্ব দিতে হবে। একজন পেশাদার ব্যবসায়ী এবং একজন নবাগতের মধ্যে পার্থক্য হচ্ছে পেশাদার ব্যবসায়ী সঠিক ব্যবসায়ীক কৌশল অবলম্বন করে আর নবাগত ব্যবসায়ী এটাকে খেলা হিসেবে নেয়।

raihanchowdhury
2014-06-08, 11:18 PM
স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা অধিক গুরুত্বপূর্ণ। তেমনিভাবে কৌশনের অপূর্ণতার কারণে জমাকৃত অর্থ রক্ষা করা সম্ভব হয় না।

kazal77
2014-06-23, 03:39 PM
আমিও এ যাবত যা বুঝলাম স্বল্প মেয়াদি বেবসায়িরাই এখানে ক্ষতিগ্রস্ত হই বেশি । যারা দীর্ঘ মেয়াদি বেবসা করে তারা লাভবান হয় । আর দীর্ঘ মেয়াদি বেবসা তারায় করে যারা এই বেবসা সম্পর্কে অনেক বেশি অভিজ্ঞতা অর্জন করতে পেরেছে । কাজেই আমি মনে করি সকল বেবসায়ি দেরকে স্বল্প রিস্ক নিয়ে দীর্ঘ মেয়াদি বেবসা শুরু করা । তাহলে সবারি ক্ষতির পরিমান কমে যাবে ।

Sazzad Hossen
2014-09-12, 08:47 PM
তথ্য গুলো বেশ কাযে আসবে । আপনাদের ধন্যবাদ । আমিও মনে করি ধৈর্য ধরে ট্রেড করতে পারলে লাভবান হওয়া সম্ভব ।

Meeralamin
2014-09-17, 12:41 AM
সব থেকে বড় কথা হলো নিজেকে ট্রেডিং এর জন্য উন্নত মানসিকতা সম্পন্ন মানুষে পরিনত করতে হবে। এবং ৫০% ট্রেডিং লস করবেন এ ধারনায় বিশ্বাস করতে হবে। তাহলে আপনি ঐ লস থেকে নিজেকে বাচাতে বিভিন্ন ট্রেডিং প্লান সম্পর্কে জ্ঞান অর্জন করবেন এবং আরো সুন্দর করে নিজের মানি ম্যানেজমেন্ট কে তৈরী করবেন। যেহেতু একটি ভূল সিদ্ধান্ত আপনার পুজির ক্ষতির কারণ হতে পারে সে অনুযায়ী আপনার সকল বিবেচনা ও সিদ্ধান্ত গ্রহন করতে হবে। ধন্যবাদ।

Mehediaff
2014-09-17, 01:08 AM
অসাধারন বিশ্লেষন পড়ে উপকৃত হলাম ।

rimu
2014-11-05, 01:05 AM
ভাই আমি আপনার সাথে একমত যেকোনো বেবসাই হক না কেন দীর্ঘ মেয়াদি না হলে লস এর পাল্লা ভারি হয়ে যায় সেটা ফরেক্স হক আর যে বেবসাই হক না কেন । তার চাইতে বড় কথা হল ধৈর্য থাকতে হবে ফরেক্স এ ধৈর্য না ধরতে পারলে লস গুন্তে হবে ।

fh.ratul
2014-11-23, 07:52 PM
যাই করেন ভাল করে বুঝে করেন কারন একবার লস করলে সব শেষ । নতুন করে আগ্রহ তৈরি করতে করতে জিবন শেষ ।

gangchil
2014-12-12, 02:27 AM
সাধারণ আলোচনা করলে ট্রেডিং কৌশল বলতে যা বোঝায় তা হল ফরেক্স ট্রেডিং এর কলা কৌশল সমূহ। আমরা কিভাবে ফরেক্স ট্রেডিং করবো তা নিয়ে আলোচনা। ফরেক্স করতে হলে আপনাকে প্রথমে ফরেক্স এর নিওম কানুন গুলি জানতে হবে। তার পর এর থেকে কিভাবে আয় করবেন তা শিখতে হবে। মুলত আমরা তো আয় করার জন্যই এখানে এসেছি।

khairul
2015-01-16, 12:37 PM
ট্রেড করতে হলে আপনাকে লোভহীন এবং ধৈর্য ধারন করতে হবে

shuvo2014
2015-02-08, 02:05 PM
আপনাকে লোভহীন এবং ধৈর্য ধারন করতে হবে যদি আপনি ট্রেড করতে চান।

shuvo2014
2015-02-08, 02:07 PM
আমি মনে করি ট্রেড করতে হলে আপনাকে লোভহীন এবং ধৈর্য ধারন করতে হবে।

shuvo2014
2015-02-15, 06:38 PM
তেমনিভাবে কৌশনের অপূর্ণতার কারণে জমাকৃত অর্থ রক্ষা করা সম্ভব হয় না। স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা অধিক গুরুত্বপূর্ণ।

Esan Islam
2015-02-20, 07:36 PM
কৌশল বিষয়টা এমন একটা বিষয় যা ব্যক্তি ভেদে আলাদা হতে পারে।এক এক জনের কৌশল এক এক রকম হতে পারে।আমি যে কৌশলে ট্রেডিং করছি আপনি সে কৌশলে ট্রেড নাউ করতে পারেন।আবার আপনির কৌশলে আমি ট্রেডিং নাউ করতে পারে।মোট কথা এক এক জনের কৌশল এক এক রকম।তবে সাধরন কিছু কৌশল থাকে যা সবাই শিখতে পারে।যেমন ট্রেডিং শুরুর পূর্বে কি করণীয়। ট্রেডিং এর লসে কি করনীয়।ট্রেডিং এর লাভে কি করনীয়।এক কথায় সাধরন কিছু কৌশল ছাড়া।যার যার কৌশল তার তার।

NaimurRahman
2015-02-22, 07:24 PM
এ যাবত আমি যা বুজলাম, আমরা অল্প মূলধন নিয়ে ফরেক্স এ আসি, তাহলে স্কাল্পিং করা ছাড়া উপায় নেই। কারন লং ট্রেড করতে গেলে অনেক মূলধনের প্রয়জন। কি বুজলেন না? বুজিয়ে দিচ্ছি, ধরুন আপনি ডাউন ত্রেন্দ দেখে সেল ট্রেড নিলেন কিন্তু এর মধ্যেই অনেক উপরে উঠবে, নিচে নামবে। এখন আপনার মূলধন কম হলে, মার্কেট বিপরীত দিকে বেশি গেলে আপনার ট্রেড টি লজে ক্লোজ হয়ে যাবে।

FxAhsan
2015-09-09, 11:17 PM
ফরেক্সে শুধু ট্রেড করাই মেন বিষয় নয়,ট্রেড থেকে বিরত থাকাও একটা স্ট্রেটিজী।আপনাকে সবসময় ট্রেড নিয়ে ভাবার দরকার নেই,আপনি অপেক্ষায় থাকুন প্রতি সপ্তাহেই এমন একটা সুযোগ পাবেন যেটা দিয়ে আপনার পুরো সপ্তাহের ইনকাম হয়ে যাবে।তাই অপেক্ষা করুন সুযোগের।

Defender
2015-09-10, 12:10 AM
এটার কৈাশল বলে আমি মনে করি্একজন ভাল ট্রেনার এবং শেখার একান্ত ইচ্ছা এই দুটা হলেই হবে তাই এটা নিয়ে কিছু শিখলাম এটা কাজে না লাগিয়ে সেটা ভুলে জাওয় এটা কোন কাজ না আর এটা কনো কৈাশল ও না ।

Imran1995
2015-09-10, 12:20 AM
এ যাবত আমি যা বুজলাম, আমরা অল্প মূলধন নিয়ে ফরেক্স এ আসি, তাহলে স্কাল্পিং করা ছাড়া উপায় নেই। কারন লং ট্রেড করতে গেলে অনেক মূলধনের প্রয়জন। কি বুজলেন না? বুজিয়ে দিচ্ছি, ধরুন আপনি ডাউন ত্রেন্দ দেখে সেল ট্রেড নিলেন কিন্তু এর মধ্যেই অনেক উপরে উঠবে, নিচে নামবে। এখন আপনার মূলধন কম হলে, মার্কেট বিপরীত দিকে বেশি গেলে আপনার ট্রেড টি লজে ক্লোজ হয়ে যাবে।

HasanXM
2015-11-03, 01:12 PM
এখানে একটি বিষয় খুবিই জানা দরকার ফরেক্স ট্রেডিং এর কলা কৌশল সমূহ। আমরা কিভাবে ফরেক্স ট্রেডিং করবো তা নিয়ে আলোচনা। ফরেক্স করতে হলে আপনাকে প্রথমে ফরেক্স এর নিওম কানুন গুলি জানতে হবে। যেমন ডেমো ট্রেডিং করে জানতে পারেন , আনেক ব্রোকার আছে যারা আপনাকে ডেমো ট্রেড করতে সুযোগ দিবে.

shihab
2015-12-10, 11:59 AM
আমরা সবাই খুব অল্প মুল্ধন দিয়ে এই বেবসা আরাম্ভ করি, বাংলাদেসের ৯০ ভাগ ত্রেদার এর ইনভেস্ত থাকে ১০০ থেকে ৫০০ এর মধ্যে, যেখানে অন্ন দেসের ত্রেদার দের ইনভেস্ত হয়ে থাকে ৫০০০ ডলার এর উপর। মার্কেট এ বড় মাছ সর্বদাই ছোট মাছটিকে ফেলবে এতাই স্বাভাবিক। তাই আমরা যারা অল্প পুজি নিয়ে এই বেবসা করতে চাচ্ছি তাদের উচিত প্রতি অর্ডার এ ৩% এর বেশি রিস্ক না নেয়া।

HKProduction
2015-12-12, 07:07 PM
যদি লাভ করতে না পারি তবে আমাদের সব কৌশলই বৃথা। তাই আমাদের প্রতিটি চিন্তা চেতনায় লাভের বিষয়টি মাথায় রেখে ক্রমাগত প্রশিক্ষণ চালিয়ে যেতে হবে। একবার না পারিলে করিব না আর। এ কথাটি বলিব না আর। এখানে ট্রেড করা এতই জটিল যে আমাদেরকে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করে কাজে নামতে হয়। তাই অলস মন নিয়ে পড়ে থাকলে চলবে না।

sharifulbaf
2015-12-13, 02:12 PM
ফরেক্স মার্কেট এ ভাল ট্রেডিং করে প্রফিট করতে হলে ট্রেডিং কৌশল জানতে হবে, ফরেক্স মার্কেট এ ট্রেডিং কৌশল না জানলে ট্রেড করে প্রফিট করা যায়না।আমার মতে ট্রেডিং কৌশল হল মাথা ঠান্ডা রেখে ট্রেড করতে হবে,অভার ট্রেডিং করা যাবে না।এনালাইসিস করতে হবে,নিউজ দেখতে হবে,মানিম্যানেজমেন্ট ঠিক রাখা।

basaki
2016-03-15, 12:50 PM
একেকজন একেক রকম ট্রেড পদ্ধতি ব্যবহার করে ফরেক্স মার্কেটে ট্রেড জরে থাকে। আর আপিনি কোন টা ব্যবহার করে ফরেক্স মার্কেটে ট্রেড করবেন তা নির্বর করবে একান্তই আপনার নিজের উপর। আমি ফরেক্স মার্কেটে ট্রেড করি একমাত্র কেন্ডেল স্টিক ব্যবহার করে আপনারা কি করেন।

yasir arafat
2016-04-06, 01:32 PM
আমাদের মূল সমস্যা আমরা লোভ করি ।এর ফলে আমরা আমাদের ট্রেডগুলো বড় লটে খুলছি আর একাউন্ট জিরো করে ফেলছি।তাই আমাদেরকে এ ধরণের সমস্যাগুলো থেকে সতর্ক থাকতে হবে।তাই আমাদেরকে রিয়েল ট্রেড সর্ম্পকে সঠিক পন্থা অবলম্বন করতে হবে।যেমন স্টপলস ব্যবহার করা এবং টেক প্রফিট বা ট্রেইলিং স্টপ অনুযায়ী ট্রেড বন্ধ করা।

Fxaziz
2016-04-17, 01:16 PM
কোন কাজ করতে চাইলে সে সম্পর্কে ভাল ধারণা থাকতে হবে । ফরেক্স ট্রেডিং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় , যারা ফরেক্সের সাথে জড়িত আছে তাদেরকে অবশ্যই ট্রেডিং দিতে হবে । ফরেক্স সম্পর্কে সাধারণ ধারণা আমরা ফরেক্সের প্রথম পর্ব থেকে জানতে পারি । আর বাকি অজানা তথ্যগুলো আমরা ট্রেডিং এর মাধ্যমে শিখতে পারব ।

Royal
2016-04-20, 10:08 AM
হাই আমি রয়েল,,, আমি আপনার ট্রপিক্সটা খুব ভালো মতো পড়লাম আর পড়ে যা শিখলাম তা হলো অল্পোতেই হার মানলে হবে না । কিছু পাওয়ার জন্য যেমন অপেক্ষা করতে হয় এই ব্যবসা করতে হলেও দীর্ঘদিন যাবৎ এর কার্যক্রম চালিয়ে যেতে হবে ধৈর্য সহকারে তাহলেই ব্যবসায় সফল্যতা অর্জন করা সম্ভব।

fardin222333
2016-04-23, 10:19 AM
ট্রেড করতে গেলে লাভ লস হবেই তা মাথায় রেখে কাজ করতে হবে। তাহলে আপনি লস থেকে নিজেকে বাচাতে বিভিন্ন ট্রেডিং প্লান সম্পর্কে জ্ঞান অর্জন করবেন এবং আরো সুন্দর করে নিজের মানি ম্যানেজমেন্ট তৈরী করবেন একটু ভুল সিদ্ধান্ত আপনার পুজির ক্ষতির কারন হতে পারে সে জন্য আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে।

RUBEL MIAH
2016-04-26, 11:00 PM
একজন ফরেক্স ব্যবসায়ীকে অবশ্যই ট্রেডিং কৌশল সর্ম্পকে সম্যক জ্ঞান থাকা প্রয়োজন । যার যত বেশী সফলতা সে তত বেশী কৌশলি । সুতরাং আমরা সকলেই ট্রেড করার জন্য কৌশল অবলম্বন করব তাহলেই জীবনে উন্নতি করতে পারব ।

dwipFX
2016-05-06, 04:40 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কে ট্রেডিং কৌশল তৈরি করতে হবে তাহলে ফরেক্স মার্কেটে আমরা দীর্ঘ দিন টিকে থাকতে পারব কারন ফরেক্স মার্কেটে টিকে থাকার জন্য আপনাকে অনেক বিচক্ষন হতে হবে। দক্ষতাারর সাথে ট্রেডিং স্ট্রেটেজি তৈরি করতে হবে।

basaki
2016-05-08, 10:13 AM
আদলে একেক জনের ট্রেডিং একেক রখমের হয়ে থাকে কেউ ঘন্টার কেন্ডেল ফলো করে ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকে আবার কেউ অন্য কোন কিছু করে ফরেক্স মার্কেটে ট্রেড করে করতে পারে। তাই আপনি যদি ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনি ভাল করে ফরেক্স শিখে ট্রেড করুন।

Sahed
2016-07-29, 05:34 PM
ফরেক্স মার্কেটে একটি ভাল ট্রেডিং প্লান আপনাকে মার্কেটে সফলতা লাভে অনেক সহায়তা করে । কথায় আছে একটি ভাল প্লান একটি কাজের অর্ধেক । আপনি যদি মার্কেটে আপনার প্লান মোতাবেক চলতে পারেন তাহলে আমার মনে হয় মার্কেটে আপনার লস করাটা অনেকাংশে কমে আসবে । তাই আমাদের উচিত একটি সুন্দর প্লান তৈরী করে নেওয়া । ধন্যবাদ।।

milonkhanfx1993
2016-09-24, 05:37 PM
ফরেক্স ট্রেডিং দ্বারা অনেক কিছুই সম্ভব কিন্তু সামনে টিকে থাকতে হলে মানি ম্যনেজমেন্ট এর সাথে থাকতে হবে আর লোভ করলেই সমস্যা। তাই সব কিছু মাথায় রেখেই আগাইতে হবে,নাইলে এই মার্কেট আমাদের জন্য না।

Rahamat123
2016-11-09, 09:35 AM
ফরেক্স মার্কেটে দক্ষতা অর্জন করতে হলে অবশ্যই অামরা লাভবান হতে পারব । সুতরাং আমরা সব সময় ট্রেড ব্যবসা করে লাভবান হতে চাই । এই লাভ করতে হলে অবশ্যই আমরা আগে অভিজ্হতা অ র্জন করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।

nisho5533
2016-11-11, 09:07 PM
আমি ফরেক্স করি আমার মত করে তাই আমি মনে করি ফরেক্স করতে হলে কারও কোণ কথা না শুনে ফরেক্স নিজের মত করে ফরেক্স করা ভাল | আমি আমার মত করে ফরেক্স লাভ বা লস করে থাকি কিন্তু আমি যদি অন্ন কারও মত করে ফরেক্স করতে জাই তবে লস করি তখন নিজেকে বুঝ দিতে পারব না তাই ফরেক্স নিজের মত করে করা ভাল |

nbfx
2016-11-15, 05:59 PM
স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী এর চেয়ে বেশী দরকার নিজস্ব ট্রেডিং কৌশল আবিস্কার করা।প্রথমে অন্যের কৌশল ফলো করুন, বিভিন্ন ইনডিকেটর যাচাই বাছাই করুন । এ সবকিছুই ডেমোতে করা ভাল। সবকিছু থেকে নিজস্ব একটি কৌশল বের হযে আসবে। এটা অন্য কেউ আপনাকে বুঝাতে পারবে না। আপনার ভিতর থেকে যখন তাগিদ আসবে আপনি পারেন, আপনি ট্রেন্ড বুঝে ট্রেড করতে পারেন তখন স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী আপনার কাছে কোন বিষয় নয়।

nisho5533
2016-11-20, 07:58 PM
ফরেক্স সম্পরকে আপনারে প্রতিটি কথা আমার ভাল লাগছে আপনি অনেক মুল্যবান কথা বলেছে | ভাই আপনি যদি এমন ধরনের কথা আমাদের কাছে বার বার পোস্ট করেন তবে আমার মনে হয় ফরেক্স সম্পরকে যে জানে না সে অনেক কিছু জানতে পারবে তাই ভাই আওনাকে অনেক অনেক ধন্যবাদ |

riponinsta
2017-01-29, 02:44 PM
ফরেক্স মার্কেট এ টেড করতে হলে আপনার একটি ভাল টেড ইং সিস্টেম থাকা জরুরী কারন আপনার একটা ভাল টেড ইং সিস্টেম আপনাকে সারা বছর লাভ দিবে তাই আপনি ১ঃ২ এর বেশি একটা টেড ইং সিস্টেম নিয়ে টেড করতে পারলে আপনি অনেক বেশি লাভ করতে পারবেন আমাকে একজন বলছিল আমার টেড ইং সিস্টেম আমাকে খুব ভাল লাভ দেই না তারপর ও আমি সেই সিস্টেম দিয়ে ৫ বছর ধরে নিয়মিত লাভ করছি তাই এক সিস্টেম এ টেড করা অনেক ভাল

Mamun13
2017-11-11, 07:46 PM
ফরেক্স মার্কেটে দীর্ঘদিন ডেমো প্র্যাকটিস করে করে অভিজ্ঞতা অর্জন করতে হবে,এর কোনোও বিকল্প নাই৷যত স্টাডি করবেন ততই অভিজ্ঞতা বাড়বে৷আর যত অভিজ্ঞতা বাড়বে ততই ট্রেডে সফলতা আসবে৷তাই খুঁটিনাটি সব বিষয় ধীরে ধীরে দীর্ঘদিন সময় নিয়ে শিখতে হবে৷এখানে প্রচন্ড ধৈর্য্য ও লোভ নিয়ন্ত্রণ করে ট্রেড করতে হয়৷