Log in

View Full Version : ৮০-৯০% সাক্সেস রেট প্রাইচ একশন সিস্টেম এ ট্



uzzal05
2017-09-20, 08:46 PM
আমরা অনেক ট্রেডার আছি যারা সারাদিন শুধু ইন্ডিকেটর পেছনে ছুটাছুটি করি। আর খুজি ভালো ইন্ডিকেটর কোনটা। কোণ ইন্ডিকেটর দিয়ে ট্রেড করলে আমার লস হবে না। সারাদিন এদিক সেদিক বিভিন্ন সাইট এ বিভিন্ন ধরনের এনলাইসিস আর বিভিন্ন এনালিস্টদের বিভিন্ন মত। নিজের ট্রেড নিতে সিন্ধান্তহীনতায় ভুগি। বাই দিব না সেল দিব। এখানে বলে সেল ওখানে স্ট্রং বাই। এই ঝামেল থেকে ৮০-৯০% ট্রেড এ সফলতা পাওয়া সম্ভব শুধু ক্যান্ডল চার্ট দেখে। মার্কেট এ কোন ইন্ডিকেটর ছারাই আপনি এই পদ্ধতি অবলম্বন করে মাসে ৫০০-১০০০ পিপ্স প্রফিট করতে পারেন। নিচে প্রাইচ একশন সিগ্নাল একটি চার্ট দেওয়া হলো। এন্ট্রি, স্টপ লস সহ।
4199

(যদি পোস্টটি উপকৃত মনে করেন তাহলে থ্যাঙ্ক এবং লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না)

Mamun13
2017-09-20, 09:01 PM
ইনডিকেটর বেইজড ট্রেডিং চার্টে আপনি কখোনোই স্হির হয়ে সঠিক ভাবে এনালাইসিস করতে পারবেন না৷একমাত্র প্রাইস একশান স্ট্র্যাটেজী-ই হলো নির্ভরযোগ্য,নিয়মিত প্রফিটের জন্য বাস্তব সম্মত কার্যকরী ট্রেডিং সিস্টেম৷বিশ্বের সকল অভিজ্ঞ-দক্ষ ট্রেডারগণ এই প্রাইস একশান স্ট্র্যাটেজী দিয়ে ট্রেড করে থাকেন৷

Nishpap Papi
2017-09-20, 10:06 PM
ক্যাডলস্টিক বোঝতে পারলে ট্রেড করা যে কতটা সহজ র নিরাপদ যারা করে শুধু তারাই বোজতে পারে

01797733223
2017-09-21, 09:19 AM
কোনো ট্রেডিং সিস্টেম আপনাকে ১০০% প্রফিট দিতে পারবেনা । আপনি পিন বার দিয়ে ট্রেড করেন মাসিক ৫০০-১০০০ পিপস নেন । কিন্তু পিন বারও সকল সময় সঠিক নির্দেশনা দিতে পারে না । এমন কোনো ট্রেডিং সিস্টেম আজ পর্যন্ত তৈরী হয় নি যা আপনাকে নিশ্চিত ১০০% প্রফিট দিতে পারে । আগামী ক্যান্ডেলটি বুলিশ হবে নাকি বেয়ারিশ হবে , মার্কেট নিজেই জানে না । আমরা শুধু ধারনা করি মাত্র । এবং এই ধারনা আপনাকে ১০ টি ট্রেডের মধ্যে ৫-৬ টিতে লাভ দিবে , এর বেশি কখনই সম্ভব না । আপনি যদি কোনো অ্যানালাইসিস ছাড়াই উদ্দেশ্যহীন ভাবে ট্রেড করেন তাহলেও আপনি সফল হতে পারবেন যদি আপনার মানি ম্যানেজমেন্ট সঠিক হয় । তাহলে মূল কথা মানি ম্যানেজমেন্ট ।

uzzal05
2017-09-21, 10:26 AM
কোনো ট্রেডিং সিস্টেম আপনাকে ১০০% প্রফিট দিতে পারবেনা । আপনি পিন বার দিয়ে ট্রেড করেন মাসিক ৫০০-১০০০ পিপস নেন । কিন্তু পিন বারও সকল সময় সঠিক নির্দেশনা দিতে পারে না । এমন কোনো ট্রেডিং সিস্টেম আজ পর্যন্ত তৈরী হয় নি যা আপনাকে নিশ্চিত ১০০% প্রফিট দিতে পারে । আগামী ক্যান্ডেলটি বুলিশ হবে নাকি বেয়ারিশ হবে , মার্কেট নিজেই জানে না । আমরা শুধু ধারনা করি মাত্র । এবং এই ধারনা আপনাকে ১০ টি ট্রেডের মধ্যে ৫-৬ টিতে লাভ দিবে , এর বেশি কখনই সম্ভব না । আপনি যদি কোনো অ্যানালাইসিস ছাড়াই উদ্দেশ্যহীন ভাবে ট্রেড করেন তাহলেও আপনি সফল হতে পারবেন যদি আপনার মানি ম্যানেজমেন্ট সঠিক হয় । তাহলে মূল কথা মানি ম্যানেজমেন্ট ।
ফরেক্স মার্কেট এ প্রাইচ আমরা শুধু অনুমান করতে পারি। এখানে ১০০% নিশ্চিত বলে কিছু নেই। কিন্তু তারপর ও আমাদের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল মিলিয়ে ট্রেড দিতে হবে। আর ট্রেড এ কম রিস্ক নিতে হবে। রেড যদি না করি তাহলে আর পিপ মেক হচ্ছে না। সুতরাং কম রিস্ক নিয়ে ট্রেড করে যেতে হবে।

FREEDOM
2020-06-21, 05:52 PM
ফরেক্স মার্কেটে এরকম হাজারো ট্রেডার রয়েছে যারা শুধু ইন্ডিকেটরের উপর নির্ভর করেই ট্রেড করতে যেটা মুলত লাভের মুখ দেখাতে পারে না সবসময়। তবে আপনি যদি ভালো প্রাইস একসন বুজতে পারেন অর্থ্যাত ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো ভালো বুজতে পারেন তাহলে ইন্ডিকেটর ছারাও ভালো ট্রেড করা সম্ভব। তবে ইন্ডিকেটরও অনেক সৃয় ভালো কাজে দেয় কারন ট্রেড করার জন্য আপনি যতবেশি কনফার্মেশন পাবেন ট্রেড করাটা আপনার জন্য ততোটা কনফিডেন্ট হবে। ট্রেড করার সময় যদি ইন্ডিকেটর ও প্রাইস একসন সেম ডিরেকশন দেয় সেক্ষেত্রে ট্রেড করাটা অনেক কনফিডেন্টলি করা যায় বলেই আমি মনে করি।

konok
2020-06-21, 07:07 PM
ইনডিকেটর বেইজড ট্রেডিং চার্টে আপনি কখোনোই স্হির হয়ে সঠিক ভাবে এনালাইসিস করতে পারবেন না৷একমাত্র প্রাইস একশান স্ট্র্যাটেজী-ই হলো নির্ভরযোগ্য,নিয়মি প্রফিটের জন্য বাস্তব সম্মত কার্যকরী ট্রেডিং সিস্টেম৷বিশ্বের সকল অভিজ্ঞ-দক্ষ ট্রেডারগণ এই প্রাইস একশান স্ট্র্যাটেজী দিয়ে ট্রেড করে থাকেন৷ আপনাকে ১০ টি ট্রেডের মধ্যে ৫-৬ টিতে লাভ দিবে , এর বেশি কখনই সম্ভব না । আপনি যদি কোনো অ্যানালাইসিস ছাড়াই উদ্দেশ্যহীন ভাবে ট্রেড করেন তাহলেও আপনি সফল হতে পারবেন যদি আপনার মানি ম্যানেজমেন্ট সঠিক হয় । তাহলে মূল কথা মানি ম্যানেজমেন্ট ।

Md.shohag
2020-06-21, 07:36 PM
ইনডিকেটর বেইজড ট্রেডিং চার্টে আপনি কখোনোই স্হির হয়ে সঠিক ভাবে এনালাইসিস করতে পারবেন না৷একমাত্র প্রাইস একশান স্ট্র্যাটেজী-ই হলো নির্ভরযোগ্য,নিয়মি �� প্রফিটের জন্য বাস্তব সম্মত কার্যকরী ট্রেডিং সিস্টেম৷বিশ্বের সকল অভিজ্ঞ-দক্ষ ট্রেডারগণ এই প্রাইস একশান স্ট্র্যাটেজী দিয়ে ট্রেড করে থাকেন৷ আপনাকে ১০ টি ট্রেডের মধ্যে ৫-৬ টিতে লাভ দিবে , এর বেশি কখনই সম্ভব না । আপনি যদি কোনো অ্যানালাইসিস ছাড়াই উদ্দেশ্যহীন ভাবে ট্রেড করেন তাহলেও আপনি সফল হতে পারবেন যদি আপনার মানি ম্যানেজমেন্ট সঠিক হয় । তাহলে মূল কথা মানি ম্যানেজমেন্ট ।