PDA

View Full Version : নিউজিল্যান্ড এর ডলার সম্পর্কিত নিউজ এবং প্রেডিকশন



Nishpap Papi
2017-09-20, 09:47 PM
২৩ সেপ্টেম্বর নিউজিল্যান্ড এর জেনারেল ইলেকশন, মার্কেটে এর প্রভাব কেমন পর্বে বলে মনে করেন আপনারা? আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন এবং ব্রেক্সিট নির্বাচন কিন্তু এইসব কারেন্সী তে ধস নেমেছিল

01797733223
2017-09-21, 09:33 AM
এই নির্বচনকে কেন্দ্র করে নিজজিল্যান্ড এর মূদ্রার মূল্য অনেক কমে যেতে পারে । নিউজিল্যান্ড এর বিশিষ্ট অর্থনীতিবিদ জোনাথান কহ্ বলেছেন, আমরা আশা করছি এনজেডডি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে যেহেতু এনজেডডি প্রথম শাসক জোটের অংশ হিসাবে দেখা গিয়েছিলো । এবং এটি নিউ জিল্যান্ড ডলারের জন্য আরও নেতিবাচক সম্ভাবনাকে ভঙ্গ করে । তাই নিজজিল্যাল্যান্ড পেয়ার গুলোতে ট্রেড না করাই ভালো ।

Tofazzal Mia
2019-11-12, 03:23 PM
চলতি সপ্তাহে নিউজিল্যান্ড ডলারের মেজর নিউজগুলো হচ্ছে ::• ১২ই নভেম্বর সকাল ০৮টাতে প্রান্তিক ইনফ্লাশন রিলেটেড নিউজ রিপোর্ট ।
• ১৩ই নভেম্বর সকাল ০৭টাতে রিজার্ভ ব্যাংক অফ নিউজিল্যান্ডের রেট ডিসিশন, মনিটারি পলিসি ,রেট স্টেটমেন্ট এবং এর একটু পরেই সকাল ০৮টাতে প্রেস কনফারেন্স আছে।চলতি সপ্তাহটা নিউজিল্যান্ড ডলারের জন্য খুবই গুরুত্বপূর্ণ । আগামীকাল অর্থাৎ ১২ই নভেম্বর নিউজিল্যান্ড ডলারের ইনফ্ল্যাশন ফোরকাস্ট এবং পরশু ১৩ই নভেম্বর রেট ডিসিশন, মনিটারি পলিসি এবং প্রেস কনফারেন্স আছে। অর্থনৈতিকভাবে চাপে থাকার কারনে এবং মুদ্রাস্ফীতি বাড়ানোর লক্ষ্যে চলতি বছরে রিজার্ভ ব্যাংক অফ নিউজিল্যান্ড ২বারে টোটাল ৭৫ বিপি রেট কাট করে ( মে মাসে ২৫ বিপি এবং আগস্টে একবারে ৫০ বিপি), কিন্তু তার পরেও নিউজিল্যান্ড ডলারের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা হচ্ছে না, যার ফলে নিউজিল্যান্ড ডলার টানা পড়তির দিকে আছে।গত সপ্তাহের লেবার মার্কেট নিউজ রিপোর্ট বেশ খারাপ এসেছিলো। Employment Change q/q রিপোর্ট এসেছে ০.২% , যাকিনা গতবারের ০.৬% থেকে বেশ খানিকটা কম। বেকারত্বের হার বেড়ে হয়েছে ৪.২%, যা কিনা ৩.৯% থেকে বেশি এবং সহনীয় পর্যায় ৩.৭% থেকেও অনেকটা বেশি। যদিও গত মাসের সিপিআই রিপোর্ট কিছুটা বেড়ে ০.৭% হয়েছিলো , কিন্তু এটা যথেষ্ট কম।নিউজিল্যান্ডে বর্তমান লেবার মার্কেটের অবস্থা বেশ খারাপ , সাথে বেকারত্বের হারও বেড়েছে এবং মুদ্রাস্ফীতিও যথেষ্ট কম। এই অবস্থায় অর্থনৈতিক অবস্থান চাঙ্গা রাখতে গেলে ব্যাংক রেট বাড়ানো বা পূর্বের রেট ধরে রাখাটা বেশ বিপদজনক। যেহেতু রিজার্ভ ব্যাংক অফ নিউজিল্যান্ড এবারও রেট কমাবে বলে ফোরকাস্ট করেছে , পাশাপাশি মার্কেট কন্ডিশন ও রেট কমানোর অনুকুলে তাই আশা করা যাচ্ছে যদি আগামীকালকের ইনফ্ল্যাশন ফোরকাস্ট এ রিপোর্ট কম আসে তবে এবারের রেট ডিসিশনে রিজার্ভ ব্যাংক অফ নিউজিল্যান্ড ব্যাংক রেট কমাবে। তবে মনিটারি পলিসিটা এখানে প্রধান হয়ে দাঁড়াবে। যদি রেট কমিয়ে হকিশ স্টেটমেন্ট দেয় তবে নিউজিল্যান্ড ডলার ঐদিন দূর্বল থাকলেও খুব দ্রুতই সেখান থেকে রিকভার করে পজেটিভ হবে। অপরপক্ষে , যদি রেট কমিয়ে অথবা না কমিয়ে ও ডভিশ টোনে কথা বলে তবে নিউজিল্যান্ড ডলার আরো ডাউন হবে।যেহেতু রেট ডিসিশনের পরে প্রেস কনফারেন্স আছে তাই রেট ডিসিশনের নিউজের সময়ে এবং প্রেস কনফারেন্স চলাকালীন সময়ে মার্কেট দৈত আচরন করতে পারে। তাই রেট ডিসিশন, মনিটারি পলিসি এবং প্রেস কনফারেন্সে আলোচিত মেইন পয়েন্টগুলো ভালোমত খেয়াল করা উচিৎ।

Rakib Hashan
2019-11-13, 02:18 PM
নিউজিল্যান্ড ডলারের ক্যাশ রেট ডিসিশন: আজ ১৩ই নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় রিজার্ভ ব্যাংক অফ নিউজিল্যান্ড এর অফিসিয়াল ব্যাংক রেট ডিসিশন, মনিটারি পলিসি মিটিং এবং সকাল ৮টায় প্রেস কনফারেন্স ছিলো। গত আগস্টে এক প্রকার ইতিহাস সৃষ্টি করে রিজার্ভ ব্যাংক অফ নিউজিল্যান্ড একবারে ২৫বিপি রেট কাট করেছিলো। এবারের মনিটারি পলিসি মিটিং এ ২৫বিপি রেট কমানোর কথা থাকলেও শেষ মুহূর্তে তারা পূর্বের রেট ১.০০% ই বহাল রাখে। নিউজিল্যান্ডের বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং গতকালের ইনফ্ল্যাশন ফোরকাস্ট আগের তুলনায় কম আসায় সবাই ধরেই নিয়েছিলো রিজার্ভ ব্যাংক আবারো মিনামাম ২৫ রেট কাটের পথেই হাটছে, মার্কেট ও রেট কাটের মুডেই প্রাইজড ইন হয়ে ছিলো। কিন্তু শেষ মুহূর্তে অনাকাংখিত ভাবে রিজার্ভ ব্যাংক রেট কাটের ডিসিশন থেকে সরে এসে আগের রেট বহাল রাখাই মেজর সকল কারেন্সিগুলোর বিপরীতে ৭০ - ১৫০ পিপস এবং ক্রস পেয়ারগুলোতে আরো বেশি পজেটিভ মুভ করেছে।
9297
আসুন দেখে আসি অফিসিয়াল ব্যাংক রেট অপরিবর্তিত রাখার পিছনে রিজার্ভ ব্যাংক অফ নিউজিল্যান্ড তাদের স্টেটমেন্টে কি কি যুক্তি দাড় করিয়েছে:
১. কর্মসংস্থানের অবস্থা সর্বোচ্চ ভালো অবস্থানে আছে এবং মুদ্রাস্ফীতিও কাংখিত পর্যায়েই আছে।
২. চলমান অর্থনৈতিক ক্রমবর্ধমান অবস্থা বর্তমান মনিটারি পলিসির জন্য মোটেও হুমকিস্বরুপ না এবং এই স্টিমুলেটরি মনিটারি পলিসি পরিবর্তনের ও প্রয়োজন নেই।
৩. আশা করা যাচ্ছে চলমান অর্থনৈতিক অগ্রগতি বছরের বাকি সময়টাতেও চলমান থাকবে।
৪. আমরা প্রয়োজনীয়তা অনুযায়ী কাজ করতে প্রস্তুত আছি।
৫. চলমান অর্থনৈতিক অগ্রগতি আমরা নিয়মিতভাবে পর্যবেক্ষণে রাখবো।
মনিটারি পলিসি মিটিং এ কি কি বিষয়ে আলোচনা হয়েছে তা জেনে আসি:
১. গত আগস্টের পর থেকে অর্থনৈতিক অগ্রগতি তাদের পূর্ববর্তী মনিটারি পলিসি অনুযায়ী হয়েছে, এব্যাপারে কমিটির সবাই একমত পোষণ করেছেন।
২. স্বল্পমেয়াদে সৃষ্টি হওয়া অর্থনৈতিক ঝুকিগুলো কমে আসার ব্যাপারটি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
৩. যদি অর্থনৈতিক অগ্রগতি থেমে যায় বা ঝুকিতে পড়ে তবে তা কাটানোর জন্য মনিটারি পলিসিতে পরিবর্তন আনার ব্যাপারে কমিটি সম্মত হয়েছে।
৪. অফিসিয়াল ক্যাশ রেট কমিয়ে ০.৭৫% না করে ১.০০% রাখার ব্যাপারে আয়-ব্যায় এবং অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে কমিটিতে অনেকটা বিতর্ক হয়েছে।
৫. বছরের আগের সময়ের রেট কমানোর বিষয়টা অর্থনীতিতে প্রভাব ফেলেছে এবং তা পুরোপুরি কার্যকর হতে আরো সময় লাগবে বলে কমিটির সবাই একমত পোষন করেছেন।
৬. নিউজিল্যান্ডের অর্থনৈতিক পরিবেশের সাথে মানানসই বিকল্প মনিটারি পলিসি নিয়ে ব্যাংকের কাজ করার বিষয়টা কমিটি উল্লেখ করেছে।
৭. ২০১৯ সালের দ্বিতীয়ার্ধেও দূর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত থাকবে বলে বিভিন্ন অর্থনৈতিক সমীক্ষায় উঠে এসেছে এব্যাপারটাও কমিটি বিশেষভাবে উল্লেখ করেছে।
৮. কাংখিত মুদ্রাস্ফীতি এবং কর্মসংস্থানের লক্ষ্য পূরনে প্রয়োজনীয় এবং সময়োপযোগী মনিটারি পলিসির প্রয়োজনীয়তার ব্যাপারে কমিটি সম্মত হয়েছে ।
রিজার্ভ ব্যাংক অফ নিউজিল্যান্ড তাদের অফিসিয়াল ক্যাশ রেট অপরিবর্তিত রেখেছে এবং চেষ্টা করেছে তুলনামূলকভাবে হকিশ টোনে কথা বলার। এজন্য মার্কেট ও যতটা রেট কাট মুডে প্রাইজড ইন হয়েছিলো সেটা পুরোটাই রিকভার করে ফেলেছে। যদিও মনিটারি পলিসিতে তারা বলেছে তাদের কর্মসংস্থানের অবস্থা এবং মুদ্রাস্ফীতি অনেক ভালো, কিন্তু গত সপ্তাহের লেবার মার্কেট নিউজে আমরা দেখেছিলাম নতুন কর্মসংস্থানের সংখ্যা কমেছিলো, পাশাপাশি বেকারত্বের হারও কমেছিলো। গত সিপি আই রিপোর্ট অল্প কিছুটা বাড়লেও ওভার অল ইনফ্ল্যাশন ফোরকাস্টের তুলনায় কম ১.৮% আসে যা কিনা ২.০০% থেকে বেশ খানিকটা কম। গত মাসে প্রকাশিত প্রান্তিক জিডিপি ফোরকাস্ট মত হলেও তা আগের তুলনায় কম। সর্বোপরি বর্তমানে নিউজিল্যান্ড ডলার বেশ অর্থনৈতিক চাপে আছে। এর মাঝে রেট না কমিয়ে হকিশ স্টেটমেন্ট দেবার পরেও রিজার্ভ ব্যাংক অফ নিউজিল্যান্ড কতক্ষণ পর্যন্ত ইনভেস্টরদের আগ্রহ ধরে রাখতে পারে সেটাই এখন দেখার বিষয়।