PDA

View Full Version : ট্রেডিং প্ল্যান কি এবং কেন?



Nishpap Papi
2017-09-21, 09:02 AM
ট্রেডিং প্ল্যান কি এবং কেন?
পরিকল্পনা হলো ভবিষ্যতে কি করবো তার একটা খসড়া বা নীল নকশা. ফরেক্সে ট্রেডিং প্ল্যান হলো নির্দিষ্ট পদ্ধতিগতভাবে মুদ্রার মূল্যায়ন, ঝুঁকির পরিমান নির্ধারণ এবং ট্রেড তা লং পজিশনে যাবে না শর্ট পজিশনে যাবে তা প্রণয়ন করা.
আমার ট্রেডিং প্ল্যান হলো -(যা আমি প্রত্যেকটা ট্রেডে অনুসরণ করি)
১. নির্দিষ্ট রিস্ক:রিওয়ার্ড অনুপাত অনুসরণ
২. সাপোর্ট-রেসিস্টেন্স এরিয়া ছাড়া ট্রেড না করা
৩. ক্যান্ডেলস্টিক চার্ট ব্যবহার করা
৪. কোনো ইনডিকেটর এর উপর নির্ভর না করা. মেটা ট্রেডার ইনস্টল করার পর আমার প্রথম কাজ হলো ইনডিকেটর গুলো ডিলেট করা
৫. নিৰ্দিষ্ট ৫/৬ টা ক্যান্ডল প্রিন্ট না হলে ট্রেড দেয়া থেকে বিরত থাকা যেমন- ক্যাঙ্গারু টেইল, হ্যাঙ্গিং ম্যান, হ্যামার, আঙুলফিং প্যাটার্ন এরকম কিছু নির্দিষ্ট ক্যান্ডল না পেলে ট্রেড দেইনা
৬. আর আমি সবসময় দীর্ঘ সময়ের জন্য ট্রেড দেই, আমি সাধারণত উইকলি চার্ট দেখে পুরো একসপ্তাহের জন্য ট্রেড দেই

আমার প্ল্যান তো পড়লেন এবার আপনাদের টা বলেন আমি সবার কাছ থেকে শিখতে চাই
আমার সবগুলো পোস্ট একসাথে পড়ার জন্য এখানে ক্লিক করুন (http://kimechanic.com/mgT)

01797733223
2017-09-21, 05:14 PM
এক এক জনের ট্রেডিং পদ্ধতি এক এক রকম । কারও ট্রেডিং পদ্ধতির সাথে কারও ট্রেডিং পদ্ধতি মিলবে না । এটা সম্পূর্ণ অসম্ভব । আমি শুধু মাত্র ৪টি বিষয় ট্রেডিং এর ক্ষেত্রে গুরুত্ব দেই যথাঃ প্রথমে ইন্ডিকেটর এর সিগন্যাল (মুভিং এভারেজ, স্টোক্যাস্টিক) দ্বিতীয়ত রিস্ক রিওয়ার্ড রেশিও (১:১.৫ বা ১:২) তৃতীয়ত মার্কেট এর ট্রেন্ড এবং চতুর্থত মার্কেট এর গতিবিধি ।

FREEDOM
2020-04-04, 04:46 PM
ধন্যবাদ আপনাকে কারন এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন। হ্যা আমিও মনে করি একজন ট্রেডারকে সফল হতে হলে একটি সঠিক প্ল্যান করে এগোতে হবে।শুধু ফরেক্স নয় সব কাজেরই একটা সঠিক প্ল্যান থাকা দরকার বলে আমি মনে করি। আমাদের ফরেক্সের প্ল্যানিং এমন হওয়া উচিত যেমন ট্রেড করার পুর্বে যত বেশি সময় পারা যায় মার্কেট এনালাইসিস এর পিছনে দেওয়া, নির্দিষ্ট লটে সবসময় ট্রেড করা, লস করলে ওভার ট্রেড না করে সেটা মেনে নেওয়া, সঠিক মানি ম্যানেজমেন্ট করা, নির্দিষ্ট স্টপলস ও টেক প্রফিট সেট করা। সর্বোপরি একটি ভালো প্ল্যানিং আপনাকে সফলতার দ্বারে নিয়ে যেতে পারবে বলে আমি মনে করি।

XXXTentacion
2020-04-10, 05:07 PM
প্রতিযোগিতা কর সাকতে হ্যায় বাই সাব জী আমি মনে করি এটি মাইলগুলি মেলার উপর নির্ভর করেছে re আপনি যদি পুরো প্রচুর জ্ঞান সংগ্রহ করতে পারতেন তবে আপনি আকর্ষণীয় বোধ করেন অন্যথায় আপনি উদ্বেগের অভিজ্ঞতা অর্জন করেন। সুতরাং যদি আপনাকে ফরেক্স বাণিজ্যিক উদ্যোগের মধ্যে সফল হওয়া প্রয়োজন, শুরুতে আপনাকে বাজারের অবস্থান সম্পর্কে বিশ্লেষণ এবং বিশ্লেষণ করতে হবে এবং বাজারটি ব্যবহারের চেষ্টা করতে হবে। বৈদেশিক

K.K.BABY
2020-04-10, 09:50 PM
ট্রেডিং কৌশল হলো মার্কেটে আপনি কি ভাবে ব্যাবসা করলে আপনি ভালো আর্ন করতে পারবেন তার একটি প্লান অর্থাৎ একটা তালিকা তৈরী করে সেই অনুযায়ী মার্কেটে ট্রেড এন্ট্রি নেওয়া।
ট্রেডিং কৌশল সমূহঃঃ
১।ট্রেড করার আগে অবশ্যই মানিম্যানেজমেন্ট তৈরী করা।
২। নির্দিষ্ট পেয়ারে ট্রেড করার আগে অবশ্যই টেকনিক্যাল,ফান্ডা েন্টাল এবং সেন্টিমেন্টাল এনালাইসিস করা।
৩। ট্রেড করার সময় স্টপ লস এবং টেক প্রফিট সেট করা।
৪। লট বা ভলিউম নির্ধারণ করা।
৫। ডেইলি ট্রেড ডেইলি ক্লোজ করা।
এই গুলো যদি মেনে ট্রেড করা হয় তাহলে ফরেক্স মার্কেটের থেকে ভাল আর্ন করা সম্ভব হবে।তাই ট্রেড করার আগে অবশ্যই এই বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হবে।

IFXmehedi
2020-08-27, 12:14 AM
ট্রেডিং প্ল্যান কি এবং কেন?
পরিকল্পনা হলো ভবিষ্যতে কি করবো তার একটা খসড়া বা নীল নকশা. ফরেক্সে ট্রেডিং প্ল্যান হলো নির্দিষ্ট পদ্ধতিগতভাবে মুদ্রার মূল্যায়ন, ঝুঁকির পরিমান নির্ধারণ এবং ট্রেড তা লং পজিশনে যাবে না শর্ট পজিশনে যাবে তা প্রণয়ন করা.
আমার ট্রেডিং প্ল্যান হলো -(যা আমি প্রত্যেকটা ট্রেডে অনুসরণ করি)
১. নির্দিষ্ট রিস্ক:রিওয়ার্ড অনুপাত অনুসরণ
২. সাপোর্ট-রেসিস্টেন্স এরিয়া ছাড়া ট্রেড না করা
৩. ক্যান্ডেলস্টিক চার্ট ব্যবহার করা
৪. কোনো ইনডিকেটর এর উপর নির্ভর না করা. মেটা ট্রেডার ইনস্টল করার পর আমার প্রথম কাজ হলো ইনডিকেটর গুলো ডিলেট করা
৫. নিৰ্দিষ্ট ৫/৬ টা ক্যান্ডল প্রিন্ট না হলে ট্রেড দেয়া থেকে বিরত থাকা যেমন- ক্যাঙ্গারু টেইল, হ্যাঙ্গিং ম্যান, হ্যামার, আঙুলফিং প্যাটার্ন এরকম কিছু নির্দিষ্ট ক্যান্ডল না পেলে ট্রেড দেইনা
৬. আর আমি সবসময় দীর্ঘ সময়ের জন্য ট্রেড দেই, আমি সাধারণত উইকলি চার্ট দেখে পুরো একসপ্তাহের জন্য ট্রেড দেই

আমার প্ল্যান তো পড়লেন এবার আপনাদের টা বলেন আমি সবার কাছ থেকে শিখতে চাই
আমার সবগুলো পোস্ট একসাথে পড়ার জন্য এখানে ক্লিক করুন (http://kimechanic.com/mgT)

ভাই যে কোন কাজে সঠিকভাবে সম্পাদন করার জন্য একটা প্ল্যান করা প্রয়োজন । প্ল্যান ছাড়া আমরা কখনই কোন কাজে সফল হতে পারব না । আমরা যদি সঠিকভাবে প্ল্যান করে কোন কাজের জন্য অগ্রসর হয় তবে আমরা আশা করতে পারি সে কাজটি সফল হবে । আর সেজন্যই ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে আমরা যদি একটা সঠিক পরিকল্পনা করে সুন্দর একটা প্ল্যান করে সামনের দিকে আগাতে পারি তাহলে আমি মনে করি ফরেক্স মার্কেটে আমাদের সফলতা আসতে খুব বেশি সময় লাগবে না । আমাদের শুধুমাত্র পরিশ্রম করে প্লান টাকে পরিপূর্ণ করতে হবে ।

IFXmehedi
2020-08-29, 11:28 PM
এক এক জনের ট্রেডিং পদ্ধতি এক এক রকম । কারও ট্রেডিং পদ্ধতির সাথে কারও ট্রেডিং পদ্ধতি মিলবে না । এটা সম্পূর্ণ অসম্ভব । আমি শুধু মাত্র ৪টি বিষয় ট্রেডিং এর ক্ষেত্রে গুরুত্ব দেই যথাঃ প্রথমে ইন্ডিকেটর এর সিগন্যাল (মুভিং এভারেজ, স্টোক্যাস্টিক) দ্বিতীয়ত রিস্ক রিওয়ার্ড রেশিও (১:১.৫ বা ১:২) তৃতীয়ত মার্কেট এর ট্রেন্ড এবং চতুর্থত মার্কেট এর গতিবিধি ।

ভাই ট্রেডিং প্ল্যান হলো আপনি ফরেক্স মার্কেটে কি উদ্দেশ্যে ট্রেডিং করবেন এবং সে উদ্দেশ্য পূরণের জন্য কোন স্ট্র্যাটেজি ব্যবহার করবেন এগুলো সমন্বয় । যেমন ধরুন আপনি মাসে 300 ডলার আয় করার জন্য টার্গেট নিয়েছেন । তাহলে আপনি প্রতিদিন কয়টা পেয়ারে ট্রেড করবেন , কোন পেয়ারের ট্রেড করবেন কোন ট্রেডিং স্ট্রাটেজি তে ট্রেড করবেন এগুলো মিলিয়ে আসলে ট্রেডিং প্ল্যান তৈরি হয় । আসলে ভিন্ন ভিন্ন ট্রেডারের ট্রেডিং প্ল্যান ভিন্ন ভিন্ন ।