PDA

View Full Version : সাপোর্ট রেজিস্ট্যান্স আকা



uzzal05
2017-09-28, 06:59 AM
সাপোর্ট রেজিজট্যান্স আকার জন্য প্রথমে হাইয়ার টাইম্ফ্রেম গুলো অনুসরন করা উচিত। তাই সর্বপ্রথম আমি মান্থলি চার্ট এ এনালাইসিস করে থাকি। তারপর আমি উইক্লি এবং ডেইলী চার্ট দেখি। এই টাইম গুলো এনালাইসিস এর পর আমি এন্ট্রুই লেভেল খুজার জন্য ডেইলী এবং h4 এর ক্যান্ডল গুলোর দিকে নজর দেই। কারন আমার ডেইলী তে অনেক সময় সিগ্নাল নাও পাওয়া যেতে পারে। সেজন্য আমি এইচ ফোর চার্ট এ ট্রেড সেটাপ খুজে থাকি।

Mamun13
2017-09-28, 08:00 AM
ফরেক্স মার্কেটে নিয়মিত সফল ট্রেড করতে হলে অত্যন্ত গুরুত্বপূর্ণ টেকনিক্যাল এনালাইসিসের গুরুত্বপূর্ণ বিষয় বস্তু হচ্ছে এই সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলো চিহ্নিত করা৷এই সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলো চিহ্নিত করতে হরাইজেন্টাল লাইন দিয়ে এঁকে এঁকে মার্ক করে রাখতে হয়৷ছোট টাইম ফ্রেমগুলো সর্বদা বড় টাইম ফ্রেমগুলোকে ফলো করে চলে বিধায় বড় টাইম ফ্রেম-পর্যায়ক্রমে mn চার্ট দেখে,w1 চার্ট দেখে এবং d1চার্টে খুঁজে খুঁজে এই সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলো চিহ্নিত করতে হয়৷অভিজ্ঞ ট্রেডারগণ সকলেই এই সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলো দেখেই মার্কেটে ট্রেড করে থাকেন৷

KF84
2020-07-21, 01:10 PM
সাপোর্ট রেজিজট্যান্স আকার জন্য প্রথমে হাইয়ার টাইম্ফ্রেম গুলো অনুসরন করা উচিত। তাই সর্বপ্রথম আমি মান্থলি চার্ট এ এনালাইসিস করে থাকি। তারপর আমি উইক্লি এবং ডেইলী চার্ট দেখি। এই টাইম গুলো এনালাইসিস এর পর আমি এন্ট্রুই লেভেল খুজার জন্য ডেইলী এবং h4 এর ক্যান্ডল গুলোর দিকে নজর দেই। কারন আমার ডেইলী তে অনেক সময় সিগ্নাল নাও পাওয়া যেতে পারে। সেজন্য আমি এইচ ফোর চার্ট এ ট্রেড সেটাপ খুজে থাকি।
সত্যি কথা বলতে সাপোর্ট রেজিস্টেন্স প্রয়োগ করে ট্রেড করছি প্রায় ৪ মাস হতে চলল কিন্তু আমি বিষয়ে খুব একটা শেখার চেষ্টা করিনি বা কোন আর্টিকেল পড়ি নি । তবে আমার অভিজ্ঞতা আর কিছু সাধারন জ্ঞ্যন নিয়ে আমি এই সময়ে ট্রেড করে ভাল সাফল্য পেয়েছি । আমি শুধু লং টার্ম বা শর্ট টার্ম এর উপর ভিত্তি করে আগে যে ধরনের টাইম ফ্রেম ব্যবহার করতাম এখনো তাই করি । শুধু হরিজন্টাল লাইন নিয়ে নিজের অভিজ্ঞতা থেকে ড্র করে থাকি ।

FREEDOM
2020-07-21, 01:40 PM
ফরেক্স মার্কেটে আমাদের মত বেশিরভাগ সাধারন ট্রেডাররাই সাপোর্ট রেজিস্টান্স দেখে ট্রেড করে থাকে এজন্য ভালো করে সাপোর্ট রেজিস্টান্স ড্র করা উচিত। আমিও সাধারনত সুইং ট্রেড করতে পছন্দ করি এজন্য চার ঘন্টার টাইমফ্রেম ও এক দিনের টাইমফ্রেমে সাপোর্ট রেজিস্টান্স নির্ধারন করে ট্রেড করে থাকি।

Rokibul7
2020-07-21, 03:00 PM
টেকনিক্যাল এনালাইসিস এর মধ্যে সাপোট রেসিস্টেন্স লেভেলে গুলো চিন্হিত করা এবং প্রাইজ এ্যাকশন বের করা জরুর। এই স্ট্রটেজিটাই ফরেক্স টেডিং সব চাইতে ভাল কাজ করে।প্রইজ সব সময়ই সাপোর্ট রেসিস্টেন্স এর মাধ্যমে পবিরতন হয়।তাই এই সাপোট রেসিস্টেন্স বিষয় আটিকেল পড়ে ভাল মতে বুঝে নেওয়া উচিৎ।এটাই টেড এর বেষ্ট স্ট্রটেজি আমি মনে করি।

Rokibul7
2020-07-21, 03:02 PM
কিন্তু আমরা এই লেভেল চিন্হিত না করেই মাঝে মাঝে ফ্রি টেলিগ্রাম গ্রুপের সিগনালে টেড করি।প্রফওট হলেও কিছু শিখতে পারি না।তাই টেড ওপেন করার আগে এই লেভেল গুলো ভাল করে দেখে নিতে হবে।

Devdas
2020-07-21, 03:12 PM
ফরেক্স এ সাপোর্ট ও রেজিস্ট্যান্স অনেকেউ ব্যবহার করে ফরেক্স থেকে সাফলতা অর্জন করেন। তবে সাপোর্ট ও রেজিস্ট্যান্স আকাটা হল বড় বিষয়। আপনি যদি ফরেক্স এ সাপোর্ট ও রেজিস্ট্যান্স ভাল করে ড্র করে আকতে পারেন এবং সঠিক টার্গেট করে ট্রেড করতে পারেন তাহলে আপনি ভাল সাফলতা অর্জন করতে পারেন। আমি H1, H4, Daily এই চার্ট গুলো অনুসরন করে ফরেক্স এ ট্রেড করি। এছাড়া সাপোর্ট ও রেজিস্ট্যান্স এ সামান্তরাল, A ও V আকারে সাপোর্ট ও রেজিস্ট্যান্স একে সঠিক লাইন দেখে ট্রেড করি এতে আমার অনেকটা সাফলতা অর্জন করে থাকি। ধন্যবাদ।

rakib.r
2020-07-21, 09:39 PM
আপনি সঠিক কথা বলেছেন, সব সময় আমাদের হায়ার টাইম ফ্রেম ইউজ করে সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে নেয়া উচিৎ। কারন ছোট টাইম ফ্রেম সব সময় ই বড় টাইম ফ্রেম কে রেস্পেক্ট দিয়ে মুভ করে থাকে। যেটি একচুয়েলি সাপোর্ট বা রেজিস্ট্যান্স হবে সেটি মুটামুটি সব গুলো টাইম ফ্রেমের সাথেই মিলে যাবে সেই সাথে ফিবোনাচ্চি লেভেলের সাথেও একদম মিলে যাবে। তখন বুঝে নিতে হবে যে আপনি সঠিক একটি এনালাইজ করতে পেরেছেন, এখন শুধু অপেক্ষা করতে হবে কনফার্ম হবার জন্য যে আপনি ট্রেড টি কোন দিকে নিবেন। মনে রাখবেন ট্রেড নেয়ার সময় কোন ভাবেই তাড়াহুড়ো করা যাবে না, তাড়াহুড়ো করলেই ভুল হয়ে যাবার সম্ভবনা থেকে যাবে