PDA

View Full Version : ট্রেডিং এ ৪০ টি নেতৃস্থানীয় কোম্পানি সি.



InstaForex Sushantay
2014-05-07, 05:32 PM
প্রিয় ট্রেডারগণ,
ইন্সটাফরেক্স ট্রেডিং এ নেতৃস্থানীয় কোম্পানির সি.এফ.ডি ইন্সস্ট্রুমেন্ট তালিকায় যুক্ত হয়েছে।এই তালিকায় বিশ্বের সবচেয়ে বড় স্টক এক্সচেঞ্জ, আমেরিকার অফ -এক্সচেঞ্জ মার্কেট NASDAQ এবং নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ (NYSE) এর ৪০ টি নতুন কোম্পানির সি.এফ.ডি (https://www.instaforex.com/specifications.php) শেয়ারের তালিকায় যুক্ত করা হয়েছে।
ঐ কোম্পানিগুলোর মধ্যে চায়না মোবাইল, ফেসবুক, ফিডেক্স, গোল্ডম্যান শ্যাস, মাস্টারকার্ড, মরগ্যান স্ট্যানলি, নাইকি, স্টারবক্স, টিসলা মোটর, টুইটার, ভিসা, ইয়াহু, এবং অন্যান্য নেতৃস্থানীয় কর্পোরেশন এর শেয়ার আছে যা সহজেই এখন ইন্সটাফরেক্স গ্রাহকরা ট্রেডিং করতে পারবে। বিস্তারিত তালিকা দেখুন এই লিংকে (https://www.instaforex.com/company_news/5560.html)।
সর্বশেষ ফরেক্স পরিসেবা ও পণ্যের উন্নয়ন ও বাস্তবায়নে ইন্সটাফরেক্স নিয়মিত কাজ করে ।

cash4ubd
2014-05-19, 06:00 PM
আপনাকে অসংখ্য ধন্যবাদ , আপনার এই গুরুত্বপুর্ন পোষ্টের জন্য,

maziz6989
2015-07-31, 10:31 PM
এই বিষয়টা আজই প্রথম আমার চোখে পড়ল। আমি অবশ্যই এগুলো দেখব। তবে যারা এগুলো ট্রেড করবেন তাদের প্রতি একটা অনুরোধ থাকবে যে আপনাদের অভিজ্ঞতা আমাদের সবার সাথে শেয়ার করবেন যাতে আমরা একটা আইডিয়া পেতে পারি। নোটিফাই করার জন্য ধন্যবাদ।

fxover
2015-09-15, 08:07 AM
আমি এ ব্যাপারে তেমন কিছু জানি না । আপনারা জানেন তারা নিজ নিজ অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন । আমি এ ব্যাপারে আগ্রহী না তাই হয়ত জানা হয় নি । তবে আশা করি এটি আমাদের ট্রেডিং কে আরও অনেক বিস্তৃত করবে ।

Marufa
2015-09-15, 09:18 AM
ধন্যবাদ ইন্সটাফরেক্সকে । নতুন নতুন গ্রাহক সুবিধার ক্ষেত্রে ইনস্টাফরেক্স বিশ্বের এক নম্বর ব্রোকার । নিত্যনতুন বিভিন্ন সুবিধা প্রতিনয়তই ইন্সটাফরেক্সে এর গ্রাহকরা উপভোগ করছেন । বাংলাদেশ তথা এশিয়ামহাদেশের জন্য ইনস্টাফরেক্স আর্শীবাদসরূপ ।

AbuRaihan
2015-10-12, 12:24 AM
থ্রেড ওপেন কারীকে বলব আপনার এই ধরনের ভিন্নধর্মী পোস্টের জন্য আমরা কৃতজ্ঞ । আপনার থ্রেডের বিষয়বস্ত সম্পর্কে আমি আগে কখনো বিশেষ কিছু জানতাম না । নতুন কিছু যখন আমরা জানি তখন সেই বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান বাড়ে যা আমাদেরকে ট্রেডিং এর ক্ষেত্রে সাহায্য করে । ইন্সটাফরেক্স হল এশিয়ার সবচেয়ে বড় এবং সেরা ব্রোকার । তাই তারা সবসময় গ্রাহক সেবা নিশ্চিত এবং যুগপযোগি করার লক্ষ্যই কাজ করছে ।

MotinFX
2015-10-14, 04:13 PM
ট্রেডিংয়ে নতুন কিছু যোগ করার জন্য 'ইনস্টা ফরেক্সে' ধন্যবাদ। এই বিষয়ে আজকে জানতে পারলাম। তবে যারা এইগুলো ট্রেড করা সম্পর্কে জানেন তা হলে আমাদের মত নতুনদের জানার জন্য সুযোগ করে দিবেন।

Momen
2015-10-16, 06:58 PM
আমি এই ধরনের পোস্ট আজকে প্রথম দেখলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ পোস্ট টি করার জন্যে। আমার অনেক অপকারে আসবে বিষয় গুলা।

abdulguffer
2016-03-21, 06:48 AM
ইন্সটাফরেক্স এএর নতুন এই আপডেট সম্পর্কে জানতে পেরে ভাল লাগছে। এখন আমরা আরো বেশি পরিমাণে ট্রেড করতে পারবো। ইন্সটাফরেক্স কে ধন্যবাদ।

basaki
2016-03-24, 06:51 PM
আসলে ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য আইটেমের কোন প্রকার শেষ নেই তাই আমি মনে করি আপিনি যদি ভাল করে ফরেক্স শিখে আপনি ফরেক্স ট্রেড করেন তবে আপনার লস কম হবে আর আওঅঅনি প্রতি নিয়ত লাভ করতে পারবেন আর আপনি ভাল ভাবে সাবলম্বি হতে পারবেন।

yasir arafat
2016-04-07, 12:31 AM
প্রিয় ট্রেডারগণ,
ইন্সটাফরেক্স ট্রেডিং এ নেতৃস্থানীয় কোম্পানির সি.এফ.ডি ইন্সস্ট্রুমেন্ট তালিকায় যুক্ত হয়েছে।এই তালিকায় বিশ্বের সবচেয়ে বড় স্টক এক্সচেঞ্জ, আমেরিকার অফ -এক্সচেঞ্জ মার্কেট NASDAQ এবং নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ (NYSE) এর ৪০ টি নতুন কোম্পানির সি.এফ.ডি (https://www.instaforex.com/specifications.php) শেয়ারের তালিকায় যুক্ত করা হয়েছে।
ঐ কোম্পানিগুলোর মধ্যে চায়না মোবাইল, ফেসবুক, ফিডেক্স, গোল্ডম্যান শ্যাস, মাস্টারকার্ড, মরগ্যান স্ট্যানলি, নাইকি, স্টারবক্স, টিসলা মোটর, টুইটার, ভিসা, ইয়াহু, এবং অন্যান্য নেতৃস্থানীয় কর্পোরেশন এর শেয়ার আছে যা সহজেই এখন ইন্সটাফরেক্স গ্রাহকরা ট্রেডিং করতে পারবে। বিস্তারিত তালিকা দেখুন এই লিংকে (https://www.instaforex.com/company_news/5560.html)।
সর্বশেষ ফরেক্স পরিসেবা ও পণ্যের উন্নয়ন ও বাস্তবায়নে ইন্সটাফরেক্স নিয়মিত কাজ করে ।
এই নতুন একটা আপডেট দেখে খুব ভাল লাগছে।আমি মনে করি এর ভবিষ্যত্ আরো অনেক ভাল হবে।আসলে সবাই চাই যে ভাল কিছু একটা হোক।ইন্সটাফরেক্সের এই অগ্রগতি আমাদের উন্নতিতে কিছুটা হলেও কাজে আসবে।আমরা দোআ করি সামনে উন্নতির পরিমাণটা যাতে আরো বিস্তৃতি লাভ করতে পারে।

dwipFX
2016-05-15, 11:13 AM
ফরেক্স মার্কেটে আমার কাছে ইনস্টা ফরেক্স এই জন্য ভাল লাগে তারা নতুন নতুন কিছু আমাদের জন্য আনার চেস্টা করে ফরেক্স মার্কেটে ট্রেড করে বিশ্বের বিভিন্ন বড় বড় কোম্পানি গুলোতে ট্রেড করতে পারছি। আর সে সুযোগ করে দিয়াছে ইনস্টা ফরেক্স কোম্পানি। তাই ইনস্টা ফরেক্স ব্রোকার কে অনেক ধন্যবাদ।

sharifulbaf
2016-05-17, 03:37 PM
ফরেক্স মার্কেটে আমরা যে কোম্পানি দেখি সেই কোম্পানিকে আমরা সিএফডি মার্কেট বলে থাকি,এই কোম্পানি গুলি ট্রেডিং করতে পারি আমরা ফরেক্স মার্কেটের সার্ভারের সাহায্যে,তাই এই মার্কেট অপেনিং হয় আমাদের দেশের সময় অনুসারে সন্ধ্যা ৭:৩০ মিনিট হতে রাত ৩ টা পর্যন্ত,তাই আমরা এই মার্কেটেও ট্রেডিং করতে পারি।

Md Masud
2017-05-25, 03:21 PM
নিত্য নতুন বিভিন্ন সুবিধা প্রতিনয়তই ইন্সটা ফরেক্সে এর গ্রাহকরা উপভোগ করছেন । ফরেক্স শিখে আপনি ফরেক্স ট্রেড করেন তবে আপনার লস কম হবে আর আপনি প্রতি নিয়ত লাভ করতে পারবেন আর আপনি ভাল ভাবে সাবলম্বি হতে পারবেন । যারা এইগুলো ট্রেড করা সম্পর্কে জানেন তা হলে আমাদের মত নতুনদের জানার জন্য সুযোগ করে দিবেন ।