PDA

View Full Version : কি ভাবে আপনি ফরেক্স মার্কেট এ বেশি লাভ করব



riponinsta
2017-09-30, 10:16 AM
আপনাকে এমন একটা ট্রেডিং সিস্টেম খুজে বের করতে হবে যেই ট্রেডিং সিস্টেম এ আপনি অনেক কম রিস্ক এ বেশি লাভ করতে পারবেন । মানে আপনি একটা ট্রেড এ স্টপ লস যদি ১ ডলার হয় তা হলে আপনার টিপি হবে ৫ ডলার । আপনি যদি এমন সিস্টেম এ ট্রেড করতে পারেন তা হলে আপনি ফরেক্স মার্কেট এ টিকে থাকতে পারবেন আর খুব তারাতারি সফল ট্রেডার হতে পারবেন ।

Mahidul84
2017-10-07, 06:41 PM
আমি মনে করি ফরেক্স মার্কেট থেকে আপনি যদি ভাল মুনাফা অর্জন করতে চান তাহলে আপনাকে অবশ্যই ফরেক্স সম্পর্কে আগে ধারণা অর্জন করতে হবে। শুধু ধারণা অর্জন করলেই চলবে না পাশাপাশি আপনাকে ফরেক্স নিয়ে গবেষণা এমনকি বিভিন্ন ধরনের কৌশল, ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এব সেন্টিমেন্টাল এনালাইসিস গুলোর সম্পর্কে আলোকপাত করতে হবে। এছাড়াও বিভিন্ন ধরনের নিউজ সম্পর্কেও আপনাকে অধিক বেশি জ্ঞান অর্জন করতে হবে। তাছাড়া আপনি প্রয়োজন অনুযায়ী একজন দক্ষ ট্রেডারের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। আর উক্ত বিষয়গুলো হতে জ্ঞান অর্জনের মাধ্যমেই আপনি ফরেক্স মার্কেট থেকে ভাল মুনাফা অর্জন করতে পারবেন বলে আমি মনে করি। ধন্যবাদ

01797733223
2018-01-29, 09:22 PM
এখানে মনে করেন আপনি যদি আপনার নিজস্ব একটা স্ট্রাটিজি বানিয়ে কাজ করতে পারেন, তাহলে এখান থেকে আপনি অনেক বেশি পরিমাণে লাভবান হতে পারবেন। সেজন্য আপনাকে অবশ্যই নিজস্ব একটি সিস্টেম আগে বানিয়ে বা তৈরী করে নিতে হবে। সুতরাং আশা করা যায় যে এভাবেই ধীরে ধীরে সামনে গিয়ে আপনি এই মার্কেট থেকে বেশি লাভ করতে পারবেন বলে আমি আশা করছি।

Grimm
2018-01-29, 09:52 PM
আপনার যদি ভাল জ্ঞান ও অভিজ্ঞতা আর তার পাশাপাশি বেশি মূলধন না থাকে তাহলে আপনি কখনই ফরেক্স ব্যবসা হতে অধিক মুনাফা উপার্জন করতে পারবেন না। কিন্তু আমার দেখা মতে অনেক ট্রেডার রয়েছেন যারা এগুলো ছাড়াই এই বাজার থেকে বেশি মুনাফা উপার্জন করতে যান কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই তারা ঝরে পড়েন। আপনি যদি তাদের মত না হতে চান তাহলে আগে আপনি জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করুন তারপর বেশি করে বিনিয়োগ করে চেষ্টা করুন, আশা করি তখন আপনি অধিক মুনাফা উপার্জন করতে পারবেন।

Mamun13
2018-04-01, 05:59 PM
আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী risk reward ratio 1:2 বা 1:3 নেওয়া ভালো হয়৷তবে আমি আমার গত চার বছরের নিয়মিত বাস্তব অভিজ্ঞতার আলোকে দেখেছি যে আমাদের ট্রেডিং চার্টগুলোতে যেহেতু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল অনুসারে ট্রেড করতে হয় তাই ওই সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল গুলোই প্রকৃতপক্ষে risk reward ratio সেট করার জন্য সঠিক নির্দেশনা দিয়ে থাকে অর্থাৎ এই সব সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলিই আপনাকে বলে দিবে আপনি কতটুকু risk reward ratio সেট করতে পারবেন৷অতএব আপনি কখনোই আপনার মনগড়া risk reward ratio নিতে পারবেন না অর্থাৎ 1 ডলার স্টপ লস এবং 5 ডলার টেক প্রফিট বা risk reward ratio 1:5 সেট করতে পারবেন না৷আপনি/আমি/সবাই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল অনুযায়ী এই risk reward ratio সেট করতে বাধ্য৷

expkhaled
2018-04-01, 06:21 PM
১:৫ রেশিও যদি ট্রেড না পাওয়া তাহলে কি ট্রেড করবো না। আমার মনে হয় ধারনাটা ভূল আমাদের আসলে এক এক সময় এক এক রকম রেশিও নিয়ে কাজ করতে হয়। তবে ১:২ এর নীচে কখনও রেশিও নেওয়া যাবে না। ১:৩ হলো স্ট্যান্ডার্ড রেশিও। এই রকম হওয়ার কারন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এর দুরুত্ব। আমাদের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স দেখেই আমাদের রিস্ক টু রিওয়ার্ড রেশিও ঠিক করতে হবে। তানা হলে মার্কেট লাভ করে আবার ঘুরে লসের দিকে চলে যাবে।

Starship
2022-02-11, 08:54 PM
আমার জানা মতে, ফরেক্স সম্পর্কে ভালোভাবে গবেষণা করলে অথবা ফরেক্স এর যতগুলো নিয়ম-কানুন রয়েছে সেগুলো সম্পর্কে ডিসকাস করলে অবশ্যই ফরেক্স থেকে অতি দ্রুতই লাভবান হওয়া সম্ভব হয়। তাছাড়াও ফরেক্স এর কতগুলো বিষয় রয়েছে যেমন ফান্ডামেন্টাল, সেন্টিমেন্টাল, ও টেকনিকেল এনালাইসিস সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করলে অবশ্যই লাভবান হওয়া যায়। এমনকি শুধু যে দ্রুতই লাভবান হওয়া যাবে তা নয়। তাই ফরেক্স এর প্রতি অবশ্যই গুরুত্ব দিতে হবে তাহলেই লাভবান হওয়া যাবে।

samun
2022-04-27, 11:25 AM
ভাই যদি খুব সহজে কথাটা বলতে হয় তাহলে অবশ্যই আপনাকে জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা অর্জন করতে হয় তাহলে আপনি খুব সহজে লাভ করতে পারবেন এই জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা অর্জন করার জন্য মূলত একজন ট্রেডারের দীর্ঘ সময়ের প্রয়োজন হয় এবং পর্যাপ্ত পরিমাণ পরিশ্রমের প্রয়োজন হয় সকল বিষয়ের সমন্বয় যখন ফরেক্স মার্কেটে একজন ক্রিকেটার তাব ট্রেডিং ক্ষমতা তৈরি করতে পারে তখনি সে অল্পতেই লাভ করতে পারে এবং সফলতা অর্জন করতে পারে।

Hridoy6763
2022-04-27, 09:15 PM
ফরেক্স অনলাইন এর একটি পিওর বিজিনেস,ফরেক্স কে মানি মেকিং বিজিনেস ও বলা হয়ে থাকে,কিন্তু ফরেক্স বিজিনেস থেকে সবাই প্রফিট করতে পারবে ব্যাপার টা কিন্তু এমন নয়,সবাই এই বিজিনেস থেকে লাভ করতে পারে না,লস করে থাকে বেশিরভাগ ট্রেডার,কিন্তু সবাই লস করে বলে আপনি করবেন তা নয়,আপনি ও এই বিজিনেস থেকে লস এর বদলে আনলিমিটেড ডলার ইনকাম করতে পারবেন,কিন্তু এর জন্য আপনাকে ফরেক্স এর বেশিক টু এ্যাডভান্স লেভেল ভালো ভাবে শিখতে হবে আপনি যদি ভালো ট্রেড যানেন তাহলে আপনি এই খান দিয়ে অনেক টাকা ইনকাম করতে পারবেন,এই বিজিনেস থেকে প্রতেক দিন ৫০ ডলার ইনকাম করা কনো ব্যাপার না যদি আপনি একজন দক্ষ ট্রেডার হতে পারেন।

Mas26
2022-04-27, 09:16 PM
এখানে মনে করেন আপনি যদি আপনার নিজস্ব একটা স্ট্রাটিজি বানিয়ে কাজ করতে পারেন, তাহলে এখান থেকে আপনি অনেক বেশি পরিমাণে লাভবান হতে পারবেন।শুধু ধারণা অর্জন করলেই চলবে না পাশাপাশি আপনাকে ফরেক্স নিয়ে গবেষণা এমনকি বিভিন্ন ধরনের কৌশল, ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এব সেন্টিমেন্টাল এনালাইসিস গুলোর সম্পর্কে আলোকপাত করতে হবে। এছাড়াও বিভিন্ন ধরনের নিউজ সম্পর্কেও আপনাকে অধিক বেশি জ্ঞান অর্জন করতে হবে।সেজন্য আপনাকে অবশ্যই নিজস্ব একটি সিস্টেম আগে বানিয়ে বা তৈরী করে নিতে হবে।মূলত একজন ট্রেডারের দীর্ঘ সময়ের প্রয়োজন হয় এবং পর্যাপ্ত পরিমাণ পরিশ্রমের প্রয়োজন হয় সকল বিষয়ের সমন্বয় যখন ফরেক্স মার্কেটে একজন ক্রিকেটার তাব ট্রেডিং ক্ষমতা তৈরি করতে পারে তখনি সে অল্পতেই লাভ করতে পারে এবং সফলতা অর্জন করতে পারে।সুতরাং আশা করা যায় যে এভাবেই ধীরে ধীরে সামনে গিয়ে আপনি এই মার্কেট থেকে বেশি লাভ করতে পারবেন বলে আমি আশা করছি।