PDA

View Full Version : ফরেক্স ট্রেডিং নিউজ



md nadim mahmud tushar
2017-09-30, 10:45 PM
ফরেক্সে প্রায় প্রতিদিনই গুরুত্বপূর্ণ কিছু নিউজ রিলিজ হয়। আপকামিং নিউজ গুলো বিভিন্ন ব্রোকারের Economic Calender সেকশনে পাওয়া যায়। নিউজ রিলিজ হওয়ার পূর্বে বিভিন্ন প্রতিষ্টান সার্ভে করে কোন নিউজ কিরকম আসতে পারে তার একটা পূর্বাভাষ ভ্যালু (forecast) তৈরি করে। এসব প্রতিষ্টানে bloomberg, cnbc এর মত বড় বড় বিজনেজ নিউজ এজেন্সী থাকে। এই forecast ভ্যালুর চেয়ে actual খারাপ আসা মানে ঐ দেশের ইকোনমি খারাপ করছে , আর ঐ ভ্যালু থেকে ভাল করা মানে ঐ দেশের ইকোনমি ভাল করছে। নিউজ আসার সাথে সাথে প্রাইসের প্রচুর উঠানামা করবে। ফান্ডামেন্টাল থিওরী অনুযায়ী কোন দেশের ইকোনমি ভাল করছে এই খবর আসলে সাথে সাথে ঐ দেশের মুদ্রা বাড়তে থাকবে আবার ঐ দেশের ইকোনমি খারাপ করছে খবর আসলে উল্টা ঘটবে।

যারা স্কালপিং করেন তাদের জন্য নিউজ ট্রেডিং আশীর্বাদস্বরুপ কারণ নিউজ রিলিজ হওয়ার ৫-১০ মিনিটেই ৩০-৫০ পিপস মুভ হতে পারে। সেটা নির্ভর করে কতটুকু গুরুত্বপূর্ণ নিউজ সেটার উপরে।

attachment file এ দেখুন কোন দেশের কোন কোন নিউজে কত পিপ মুভমেন্ট হতে পারে এবং কত টুকু চেঞ্জে নিউজ ফিগার আসলে সেটা ট্রেড করা যায়।

Mamun13
2017-10-21, 06:03 PM
ফরেক্স মার্কেটে ফান্ডামেন্টাল এনালাইসিসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো এই নিউজ ইমপেক্ট৷সাধারণত নতুন ট্রেডারগণ এই নিউজ আওয়ারে না জেনে না বুঝেই ট্রেড করে আর লস গুনতে থাকে এবং অনেকের তো পুরো ব্যালেন্সই শুন্য হয়ে যায়৷নিউজ আওয়ারে শুধুমাত্র অভিজ্ঞ ট্রেডারগণই ট্রেড করেন এবং প্রচুর প্রফিট তুলে নেন৷মাসের প্রথম সপ্তাহেই বড় বড় নিউজগুলো প্রকাশিত হয়ে থাকে৷এই সব নিউজ দেখবেন forexfactory.com,investing.com...ইত্যাদি বিভিন্ন নিউজ সাইট থেকে৷