PDA

View Full Version : কোন কারেন্সি পেয়ার ফরেক্স ট্রেডের জন্য ব&#



Parvejdu
2017-09-30, 11:56 PM
ফরেক্স ট্রেড করার জন্য কোন কারেন্সি সবচেয়ে বেশি ভাল? অথাৎ কোন কারেন্সি পেয়ারের উঠানামা সহজেই বোঝা যায়। কোন কারেন্সির মাধ্যমে ফরেক্স থেকে সহজেই বেশী লাভ করা যায়।

Grimm
2018-02-09, 11:33 PM
ফরেক্স বাজারের অাপনি যে কোন মুদ্রায় ট্রেড করতে পারেন। আমার মতে সবগুলো মুদ্রাই ট্রেডের জন্য ভাল। তবে এটা কিছুটা নির্ভর করে ট্রেডারের জ্ঞান এবং অভিজ্ঞতার উপর। আপনার যদি ভাল জ্ঞান ও অভিজ্ঞতা থাকে তাহলে আপনি যে কোন মুদ্রা ব্যবহার করে ভাল উপার্জন করতে পারবেন কিন্তু আপনার যদি জ্ঞান ও অভিজ্ঞতা কম থাকে তাহলে সবগুলো মুদ্রাই আপনার কাছে অনেক কঠিন মনে হবে। তাই আগে জ্ঞান ও অভিজ্ঞতা বাড়ান তারপর একটি মুদ্রা নির্বাচন করে ট্রেড শুরু করেন।

maziz6989
2018-02-10, 12:36 AM
ফরেক্স ট্রেড করার জন্য কোন কারেন্সি সবচেয়ে বেশি ভাল? অথাৎ কোন কারেন্সি পেয়ারের উঠানামা সহজেই বোঝা যায়। কোন কারেন্সির মাধ্যমে ফরেক্স থেকে সহজেই বেশী লাভ করা যায়।

আসলে এখানে ভাল ভাবে বুঝার জন্য আপনি নিজে যে পেয়ার সিলেক্ট করবেন তাই ভাল ভাবে বুঝবেন। সহজে বুজারমত কোন পেয়ার আমার জানামতে নেই। এখানে যে কোন পেয়ারের সাথে লেগে থাকলে বুজতে অসুবিধা হবার কথা নয়। ভাল ইনকাম করতে হলে ভাল মানের ট্রেডারও হতে হবে। ধন্যবাদ।

FREEDOM
2020-04-21, 02:22 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য মেজর কারেন্সী পেয়ারগুলোই বেস্ট বলে আমি মনে করি। আর স্পেসিফিক ভাবে যদি কোন নির্দিষ্ট পেয়ারের কথা জানতে চান তাহলে বলতে পারি জিবিপি-ইউএসডি ও ইউরো-ইউএসডি এই দুটি পেয়ার ট্রেড করার জন্য বেস্ট হতে পারে। আপনি যদি এই দুটি পেয়ারের উপর নিয়মিত পর্যবেক্ষণ ও এনালাইসিস করতে থাকেন তাহলে পেয়ার দুটি সম্পর্কে আপনার অনেক ভালো ধারনা ও জ্ঞান অর্জন হবে বলে আমি মনে করি।

Rokibul7
2020-05-02, 06:09 PM
আমার মতে মেজর পেয়ার গুলোতে টেড করে লাভবান হওয়া যায়।সবব পেয়ারেই লাভবান হওয়া যায়,তবে দক্ষতার প্রয়জন।তবে মেজর পেয়ার এর মধে eur/usd,gbp/usd ওেশার গুলোর একটা বৈশিষ্ট্য দেখা সেটা হলো এ মাকেট গুলো প্রায় সময় মাকেট নিদিষ্ট জায়গায় ফিরে আসে।সেটা দুমাস বা এক মাস বা তার বেশি হোক।ফিরে আসতে দেখা যায়।তবে যে পেয়ারেই টেড করেন না কেন এনালাইসিস জানা লাগবে