View Full Version : ফরেক্স শিখার জন্য কোন পন্থা অবলম্বন করা উõ
expkhaled
2017-10-06, 10:16 AM
:rules:আমি জানতে চাচ্ছি যে, প্রতিদিন কতটুুকু সময় ব্যয় করলে আমি ফরেক্স শিখতে পারবো। কত দিন লাগতে পারে ফরেক্স আয়ত্বে আনতে। বা ফরেক্স বুঝতে হলে কোন পন্থা অবলম্বন করা উচিত। আমরা কোন কোন ওয়েব ব্যবাহার করলে উপকৃত হব। ধন্যবাদ সবকে।
Parvejdu
2017-10-06, 11:13 AM
ফরেক্স অনেকেই না বুঝেই শুধু বাই/সেল বসিয়ে করে থাকে। ফলে তারা করে অন্যদের লাভের পরিমান দেখায় এবং তাদের কাছে ট্রেডিং নিতে বলে। তারা কিছু না জেনেই অদক্ষ ট্রেনারদের কাছে ট্রেডিং নিয়ে সারা জীবন লসের মধ্যে থাকে। তাই ফরেক্স শিখতে চাইলে প্রথমে ভাল একজন ট্রেনারের কাছে ট্রেনিং শিখতে হবে। এরপর আপনার কাজ হবে ফরেক্স সর্ম্পকৃত বিভিন্ন ওয়েবসাইট থেকে জ্ঞান অর্জন করা। ইউটিউব থেকে বিভিন্ন ভিডিও দেখে সেই অনুযায়ী অনুশীলন করা।
Mahidul84
2017-10-06, 06:49 PM
আমি মনে করি ফরেক্স শিখার জন্য প্রত্যেক ট্রেডারকে ডেমো পন্থা অবলম্বন করা উচিত। কেননা ডেমো ট্রেডিং এর মাধ্যমে আপনি ফরেক্স সম্পর্কে অনেক বেশি জ্ঞান অভিজ্ঞতা ও দক্ষতা লাভ করতে পারবেন। এছাড়াও ডেমোর মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের এনালাইসিস পরীক্ষাও করতে পারবেন। এবং পাশাপাশি আপনি বিভিন্ন ধরনের অনলাইন ভিত্তিক ফরেক্স শিক্ষার ওয়েবা সাইড আছে সেগুলো থেকেও ধারণা অর্জন করতে পারেন যেমন: ইউটিউব। তারপরও আপনি একজন ভাল ও দক্ষ প্রফেশনাল ট্রেডারের কাছ থেকে পরামর্শ নিতে পারেন ফরেক্স সম্পর্কে। তবে আমি মনে করি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ডেমো ট্রেডিং এর মাধ্যমে ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান, অভিজ্ঞতা, কৌশল, মানি ম্যনেজমেন্ট, ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল সাইটগুলো নিয়ে জানা যায়। আর এগুলোর মাধ্যমে ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান অর্জন করতে পারবেন।
Mamun13
2017-10-06, 07:36 PM
প্রথমে আমাদের ফোরামের সব লেখাগুলো ধীরে ধীরে পড়ে ফরেক্সের বেসিক খুটিঁনাটি বিষয়গুলো জেনে নিন৷তারপর ইন্সটা ফরেক্স আয়োজিত টিউটোরিয়াল লেসন থেকে শিখতে থাকবেন৷বিডিপিপস,বেবিপিপস,অন্যান্য ফোরাম থেকে স্টাডি করুন৷ফরেক্স ট্রেডিংয়ের উপর অনেক ই-বুক আছে সেগুলো পড়তে পারেন৷ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও টিউটোরিয়াল আছে সেগুলো স্টাডি করতে পারেন৷এভাবে নিয়মিত যা শিখবেন তারপর সেগুলো ধীরে ধীরে ডেমো ট্রেডিংএ দীর্ঘদিন যাবৎ প্র্যাকটিস করতে করতে এক সময় ঠিকই অভিজ্ঞতা অর্জন হয়ে যাবে৷তখন আপনি রিয়েল ট্রেড করার জন্য যোগ্য হয়ে যাবেন-নিশ্চিত৷
Mahidul84
2017-10-07, 06:16 PM
ফরেক্স শিখার জন্য আপনি ইচ্ছা করলে ফরেক্স ফোরাম এ লেখাগুলো ফলো করলে ধীরে ধীরে এর সম্পর্কে ধারণা অর্জন করতে পারবেন। এমনকি পাশাপাশি আপনি ডেমো ট্রেডিং এর মাধ্যমে ফরেক্স সম্পর্কে অনেক বেশি জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এছাড়াও আপনি অনলাইনের মাধ্যমে বিভিন্ন ওয়েব সাইট গুলো থেকে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন। আর ফরেক্স ট্রেডিং এর জন্য অনেক ই-বুক আছে সেগুলো হতে আপনি ট্রেডিং কৌশলগুলো জানতে পারবেন। তবে আমি সবচেয়ে যেটা শিকার মাধ্যম মনে করি সেটা হচ্ছে ডেমো ট্রেডিং এর মাধ্যমে আপনি ফরেক্স এর খুটিনাটি বিষয়গুলো খুব সহজেই ধারণা ও কৌশলগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন। আর উক্ত বিষয়গুলো হতে জ্ঞান অর্জনের পর আপনি রিয়েল ট্রেড শুরু করতে পারেন।
iloveyou
2018-09-27, 04:09 PM
ভাই লজ্জা দিচ্ছেন ? আপনি অনেক সিনিয়র একজন ট্রেডার, বরং আপনি আমাদেরকে পরামর্শ দেবেন কোনটা করলে ভাল হয়। এভাবেতো আর সংসার চলে না ভাই। আর কি বলবো বলেন সবাই এখানে আমরা নিজের সিস্টেমকে নিয়েই ব্যস্ত। তাই নতুন কোন পদ্ধতি পেলেই আমরা এটা নিয়ে এবং সেটা নিয়ে নিজেই নিজের মধ্যে তাল-গোল বানিয়ে ফেলি। তাই আমার মতে কোন পন্থা ছাড়াই ট্রেড করা বেশি উত্তম।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.