PDA

View Full Version : ৫০০ ডলার নো ডিপোজিট বোনাস সম্মপর্কে



uzzal05
2017-10-11, 12:40 AM
আমি ৫০০ ডলার নো ডিপোজিট বোনাস এই একাউন্ট ওপেন করেছি। এখন আমি ১০ ডলার প্রফিট করেছি। কিন্তু আমি সঠিক ভাবে বুঝতে পারচ্ছি না যে এখানে কত ডলার প্রফিট করলে উঠানো যাবে। ১০ ডলার প্রফিট করেছি কিন্তু ট্রেডিং একাউন্ট থেকে বোনাস স্টেটিক এ available for withdrawl e balance 00 দেখাচ্ছে। তাহলে এখানে ৫০০ ডলার থেকে কত বেশী প্রফিট করলে এখানে available for withdrawl ব্যালেন্স দেখাবে। যদি কেউ বিষয়টি জানেন তাহলে অব্যশই জানাবেন।
ধন্যবাদ।

Mamun13
2017-10-11, 07:50 AM
আপনি এখানে 50$ প্রফিট করার পর আপনার ওপেনিং সকল ট্রেড ব্রোকার ক্লোজ করে দিবে৷অর্থাৎ 500$ এর বিপরীতে 10% প্রফিট হলেই ট্রেড ক্লোজ হবে৷তখন ব্রোকার বলবে আপনি নিজের পকেট থেকে 50$ ডিপোজিট করুন৷যদি আপনি নিজে 50$ ডিপোজিট করেন তাহলে ঐ একাউন্টে আপনার পূর্বের 10% প্রফিট যা 50$ এবং আপনার নতুন ডিপোজিট 50$ ও আরও কিছু প্রদত্ব বোনাস 10$ যোগ করে মোট 110$ দিয়ে ট্রেড করার সুযোগ পাবেন এবং তখন প্রফিট হলে ঐ প্রফিট উইথড্রো দিতে পারবেন৷সাপোর্ট টীমের সাথে কথা বললেই জানতে পারবেন৷

uzzal05
2017-10-11, 09:29 AM
আপনি এখানে 50$ প্রফিট করার পর আপনার ওপেনিং সকল ট্রেড ব্রোকার ক্লোজ করে দিবে৷অর্থাৎ 500$ এর বিপরীতে 10% প্রফিট হলেই ট্রেড ক্লোজ হবে৷তখন ব্রোকার বলবে আপনি নিজের পকেট থেকে 50$ ডিপোজিট করুন৷যদি আপনি নিজে 50$ ডিপোজিট করেন তাহলে ঐ একাউন্টে আপনার পূর্বের 10% প্রফিট যা 50$ এবং আপনার নতুন ডিপোজিট 50$ ও আরও কিছু প্রদত্ব বোনাস 10$ যোগ করে মোট 110$ দিয়ে ট্রেড করার সুযোগ পাবেন এবং তখন প্রফিট হলে ঐ প্রফিট উইথড্রো দিতে পারবেন৷সাপোর্ট টীমের সাথে কথা বললেই জানতে পারবেন৷
তাহলে আগের ৫০০ ডলার কি একাউন্ট এ থাকবে না? আর প্রফিট তুলতে কি পরিমান % কাটতে পারে।

InstaForex Sushantay
2017-10-11, 09:50 AM
আমি ৫০০ ডলার নো ডিপোজিট বোনাস এই একাউন্ট ওপেন করেছি। এখন আমি ১০ ডলার প্রফিট করেছি। কিন্তু আমি সঠিক ভাবে বুঝতে পারচ্ছি না যে এখানে কত ডলার প্রফিট করলে উঠানো যাবে। ১০ ডলার প্রফিট করেছি কিন্তু ট্রেডিং একাউন্ট থেকে বোনাস স্টেটিক এ available for withdrawl e balance 00 দেখাচ্ছে। তাহলে এখানে ৫০০ ডলার থেকে কত বেশী প্রফিট করলে এখানে available for withdrawl ব্যালেন্স দেখাবে। যদি কেউ বিষয়টি জানেন তাহলে অব্যশই জানাবেন।
ধন্যবাদ।

প্রিয় ট্রেডার,
আপনি ১০ ডলার লাভ করেছেন, পুরো ১০ ডলার প্রফিট উত্তোলন করতে হলে আপনাকে প্রফিটের ৩গুন সমপরিমান লট ট্রেড করতে হবে। যেমন ১০ গুন ৩= ৩০ লট ট্রেড করতে হবে।
আর যদি ৫০০ ডলারের বোনাসের ১০% এর বেশি প্রফিট করেন তাহলে পুরো বোনাস বাতিল হয়ে ১০% বোনাস মানে ৫০ ডলার অ্যাকাউন অবশিষ্ট আছে। এমতবস্থায় আপনি যদি আরো ৫০ ডলার ডিপোজিট করেন তাহলে অতিরিক্ত ৩০% বা ৫৫% ডিপোজিট বোনাস পাবেন। সেক্ষত্রে আপনার ব্যালেন্স হবে ৫০+১০+৫০+১৫/২৭.৫= ১২৫ অথবা ১৩৭। তখন আপনার প্রফিটের কিছু অংশ এবং ডিপোজিটের পুরো টাকা উত্তোলন করতে পারবেন কিন্তু বোনাস উত্তোলন করতে পারবেন না। টাকা উত্তোলন এর জন্য আপনার অ্যাকাউন্টটি অবশ্যই ২য় লেভেল পর্যন্ত অ্যাকাউন্ট ভেরিফিকেশন থাকতে হবে। ধন্যবাদ

Hasinapx
2020-05-27, 12:33 PM
যে সব এ্যাকাউন্ট ফোরামের সাথে এ্যাডজাস্ট সেগুলোতে কি ৫০০ডলার বোনাস দেয়া হয়না ? সব সুবিধাই ভাল তবে ইনস্টাফরেক্সে বেরিফাই করতে না পারলে উইথড্রো করা যাবে না তা যতই প্রফিটই হোক না কেন । কোন ভাই জানলে শেয়ার করলে ভাল হত।

Mas26
2020-05-27, 12:44 PM
যে সব এ্যাকাউন্ট ফোরামের সাথে এ্যাডজাস্ট সেগুলোতে কি ৫০০ডলার বোনাস দেয়া হয়না ? সব সুবিধাই ভাল তবে ইনস্টাফরেক্সে বেরিফাই করতে না পারলে উইথড্রো করা যাবে না তা যতই প্রফিটই হোক না কেন । কোন ভাই জানলে শেয়ার করলে ভাল হত।