PDA

View Full Version : মুভিং এভারেজ



hasan019
2017-10-16, 11:28 AM
আমি ক্রস মুভিং এভারেজ দিয়ে ট্রেড করি। মানে অনেক গুলা মুভিং এভারেজ নেই। ২০ ৪০ আর ১০০ । ২০ আর ৪০ যখন ১০০ কে ক্রস করে উপরে যায় তখন বাই নেই। আবার জখন ২০ তা ৪০ কে ক্রস করে নিচে নামে আমি ট্রেড তা ক্লোজ করে দেই। আর এর বিপরিত আমি সেল নেই।

জাই হোক খুব বেশি ট্রেড পাই না যদিও লাভ হয়। সেতাই মেইন।

Mamun13
2017-10-21, 06:40 PM
মুভিং এভারেজ একটি ইনডিকেটর যা দিয়ে ট্রেডিং চার্টে টেকনিক্যাল এনালাইসিসের সময় একটু ব্যাবহার করে এন্ট্রী লেভেলগুলো কনফার্ম হওয়া যেতে পারে মাত্র৷কিন্তু কখোনোই এই ক্রসওভার m/a স্ট্রাটেজীগুলোর উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে ট্রেড করা মোটেই উচিৎ হবেনা৷এই সব ইনডিকেটর প্রায়ই ভূল সিগনাল দেয়,আমাদের চোখ ও মগজকে সঠিক ও পরিষ্কার ভাবে এনালাইসিস করতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে৷তাই সঠিক ভাবে ও নিয়মিত প্রফিটেবল ট্রেড করার জন্য 'ইনডিকেটর বিহীন' পরিষ্কার ঝকঁঝঁকা ট্রেডিং চার্টের কোনোও বিকল্প নাই,মনে রাখবেন সবাই৷