PDA

View Full Version : ইন্সটাফরেক্স এর একাউন্ট ভ্যারিফাই এর নিয়ম



rahman513
2014-05-15, 01:09 PM
বন্ধুরা দয়া করে বলবেন কি কিভাবে বাংলাদেশ হতে ইন্সটাফরেক্স এর একাউন্ট ভ্যারিফাই করা যায়। একাউন্ট ভ্যারিফাই করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন হয়। আমি আমার বাংলাদেশী জাতীয়পত্রের স্কানীং কপি আপলোড করার পরেও আমার একাউন্ট ভ্যারিফাই হচ্ছে না। দয়া করে আমাকে কেউ সাহায্য করবেন কি?:d

mishuamld
2014-05-26, 09:44 AM
কাউন্ট ভ্যারিফাই করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন হয়। আমি আমার বাংলাদেশী জাতীয়পত্রের স্কানীং কপি আপলোড করার পরেও আমার একাউন্ট ভ্যারিফাই হচ্ছে না। দয়া করে আমাকে কেউ সাহায্য করবেন কি?

shezankhan
2014-05-31, 12:47 AM
ইনিস্থা ফরেক্স এর এখাউন্ড ভেরিফিকেশন একটু অন্যরকম কেননা এই খানে আপনার যেই আইডি কার্ড আছে সেইটি ধরে আপনাকে ছবি তুলে তার পর ভেরিফিকেশনে দেওয়া লগবে তহলে আপনি সহজেই ভেরিফিকেশন করতে পারবেন । তা ছাড়া আপনি যদি এমনি শুধু আাইডি কার্ড দেল তাহলে আপনার একাউন্ট ভেরিফিকেশন হবে না তাই আপনি আচে আপনার আইডি কার্ড দিয়ে হাতে নিয়ে তারপর ছবি তুলন তারপর ভেরিফিকেশনে দেন। আমি নতুন তাই আমি এইটুকোই বেললাম কারন আমি এই ভাবেই ভেরিফিকেশন করেছি।

NaimurRahman
2014-06-27, 06:54 PM
আমি জানি যে, ইনেস্তাফরেক্স এ একাউন্ত ভেরিফাই করার জন্য পাসপোর্ট বা ড্রাইবিং লাইসেন্স এর স্ক্যান কপির প্রয়োজন পরে। আর কথা হচ্ছে যে, যেসকল আইডি কার্ডে ইংলিশ এ তথ্য দেয়া থাকে এরকম কার্ড হতে হবে। আর হাতে ছবি তুলতে হবে কিনা আমার জানা নেই। বর্তমানে জাতীয় পরিচয় পত্র ও ইংলিশ ভার্সনে দিয়ে থাকে। এ জন্য ভিন্ন ভাবে উপজেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে।

anish113
2014-07-07, 10:45 PM
ইনেস্তাফরেক্স এ একাউন্ত ভেরিফাই করার জন্য আপনার যে জাতীয় পরিচয় পত্র আছে সেটি হাতে ধরে এমন ভাবে ছবি তুলুন যে আপনার ছবি এবং জাতীয় পরিচয় পত্র এক সঙ্গে দেখা যায় এবং তা আপলোড করুন অথবা মেইল করুন ইনেস্তাফরেক্স এ। আসা করি আপনার অ্যাকাউন্ট ভেরিফ্যই হয়ে যাবে।

InstaForex Sushantay
2014-07-10, 01:42 PM
বন্ধুরা দয়া করে বলবেন কি কিভাবে বাংলাদেশ হতে ইন্সটাফরেক্স এর একাউন্ট ভ্যারিফাই করা যায়। একাউন্ট ভ্যারিফাই করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন হয়। আমি আমার বাংলাদেশী জাতীয়পত্রের স্কানীং কপি আপলোড করার পরেও আমার একাউন্ট ভ্যারিফাই হচ্ছে না। দয়া করে আমাকে কেউ সাহায্য করবেন কি?:d

প্রিয় ট্রেডারগণ,
অনেক ট্রেডার ইন্সস্টাফরেক্স কোম্পানির অ্যাকাউন্ট ভেরিফিকেশন সমস্যায় পড়েন। তাই তাদের অ্যাকাউন্ট সঠিক তথ্য ও অ্যাকাউন্টটি নির্ভুলভাবে ভেরিফিকেশন করার জন্যই আমার এই পোস্টটি।
ভেরিফিকেশন বা মূল্যায়ন মানে হল গ্রাহক চিহ্নিতকরণ বা খোঁজ নেওয়া। এটা আপনার পাসওয়ার্ড অথবা অন্যান্য গোপনীয় তথ্যসহ ট্রেডিং অ্যাকাউন্টকে নিরাপত্তা দিয়ে থাকে।
তাই সর্বপ্রথমেই অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা জরুরী। ইন্সটাফরেক্স ট্রেডিং অ্যাকাউন্ট চুক্তির কিছু শর্ত ও বিশেষ অফারের জন্যও অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা জরুরী।
অ্যাকাউন্ট ভেরিফিকেশন এর জন্য প্রয়োজনী শর্ত বা ডকুমেন্ট ভেরিফিকেশন প্রত্যাখ্যানের ঝুঁকি হ্রাস করার জন্য নিয়মগুলো আর একবার দেখে নিন।
০১- স্ক্যান কপি স্পষ্ট এবং রঙিন হতে হবে.
০২- স্ক্যান অনুলিপিটি কোণার কিংবা পরবর্তী সীমানা পর্যন্ত দুই পাতা ছড়িয়ে (গুলি) থাকা আবশ্যক আবশ্যক ।
- পরিচয় পত্রের উভয় পাশের স্ক্যান থাকা আবশ্যক.
- গ্রাহকের নিজ দেশের নিয়ম অনুযায়ী , পাসপোর্ট এ প্রদত্ত বয়স, মেয়াদ শেষ হওয়ার তারিখ অথবা পুরাতন ছবি জায়গায় নতুন ছবির পরিবর্তন ইত্যাদি যদি নবায়ন করা হয় , তাহলে ঐ পৃষ্ঠার অনুলিপিও অন্তর্ভুক্ত করা আবশ্যক।
- পাসপোর্টে গ্রাহকের নাম দুটি ভাষায় , কিন্তু এই তথ্য বিভিন্ন পেজ যদি থাকে, দুটিরই স্ক্যান কপি থাকতেই হবে।
০৩- যদি কোন সুস্পষ্ট তথ্য মুছিয়া বা ঘষিয়া তুলিয়া ফেলা না হয়, মুছিয়া ফেলে সংযোজন করা না হয়, তাহলে বা অন্যান্য অননুমোদিত পরিবর্তন বা সম্পাদনা অনুমতি দেওয়া হয়।
০৪- ছবির উচ্চ মানের হতে হবে।
০৫- ট্রেডিং অ্যাকাউন্টের নাম ও ডকুমেন্টে বা নথিতে যে নাম তা অভিন্ন হতে হবে।
০৬- ট্রেডিং অ্যাকাউন্টের নির্দিষ্ট ঠিকানা ও ডকুমেন্টে বা নথিতে যে নাম তা অভিন্ন হতে হবে।
০৭- ডকুমেন্ট বা নথিপত্র বৈধ হতে হবে।
০৮- একই ডকুমেন্ট বা নথিপত্র দুটি স্তর এ ভেরিফিকেশন বা যাচাইয়ের জন্য পাঠানো যাবে না।

ভেরিফিকেশন বা মূল্যায়ন এর জন্য দুইটি যাচাই স্তর বা লেভেল আছে। আপনি প্রথম এবং দ্বিতীয় স্তর বা লেভেল এর জন্য নথি আপলোড করতে নিচে ফর্ম দেখতে পাবেন। আপনি প্রথম স্তর পার করার পর, দ্বিতীয় যাচাই স্তরের এক্সেস পাবেন।
আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশনের যাবতীয় তথ্যের জন্য দয়া করে এই পাতাটিতে (https://secure.instaforex.com/client/index.php/Client_verification) প্রবেশ করে দেখে নিন।
সবকিছু দেখার পর ইন্তাসটাফরেক্রস এর ক্লাইন্ট ক্যাবিনেট থেকে ভেরিফিকেশন জন্য অনুরোধ করুন এবং এর সাথে ব্যক্তিগত পরিচয়পত্র এবং অন্যান্য প্রমানপত্রের স্ক্যানকৃত অনুলিপি প্রেরন করুন।
আপলোডের ৭২ ঘন্টার মধ্যে এই নথি চেক করার পর আপনার ট্রেডিং অ্যাকাউন্টকে ভেরিফিকেশন আপগ্রেড করা হবে। যদি অ্যাকাউন্ট ভেরিফিকেশন জন্য অতিরিক্ত ডকুমেন্ট প্রয়োজন আছে হলে তা মেইলে জানানো হবে।

nelson
2014-07-10, 02:46 PM
ইন্সটা ফরেক্স এ অ্যাকাউন্ট ভেয়ারিফাই করতে চাইলে কিছু ডকুমেন্ট লাগবে। প্রথমে আপনার ভোটের আইডি কার্ড টি আপনার হাতে নিয়া ছবি তুলবেন যাতে ঐ ছবিতে আপনার হাত, চেহারা, ও ভোটের আইডি কার্ডটি দেখা যায় । তার পর এই ছবি টা স্কেন করে আপলোড করবেন আশা করি আপনার অ্যাকাউন্ট টি ভেয়ারিফাই হবে । বুজার জন্য একটা ছবি দিলাম দেখলে ভালো হবে ।184

Forex.Hunter
2014-07-23, 10:48 AM
ইন্সটাফরেক্স এ অ্যাকাউন্ট ভেরিফাই করতে হলে আপনি আপনার জাতিয়ও পরিচয় পত্র এবং জাতিয় পরিচয় আপনার হাতে নিয়ে একতা ছবি তুলে আপনি জমা দিতে হবে এবং আপনার জাতিয় প্ত্র স্ক্যান করে এবং আপনার হাতে তোলা ছবি টি স্কেন করে upload করে ইন্সটাফরেক্স এর অফিস এ জমা দিতে হবে। এবং second level verify এর জন্য আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট এর একটি ব্যাংক statement নিয়ে স্ক্যান করে upload করে দিতে হবে।

Msjmoni
2014-10-14, 10:22 AM
আপনার একাউন্ট ভেরিফাই করতে প্রথম ধাপে আপনাকে জাতীয় পরিচয় পত্রের স্ক্যান কপি আপলোড করতে হবে এরপর অপেক্ষা করতে হবে প্রথম স্টেপ কমপ্লিট হবার জন্য। কমপ্লিট হলে দ্বিতীয় পর্বে আপনাকে অবস্থান নিশ্চিত করার জন্য পরিশোধিত কারেন্ট বিল বা ব্যাংক স্টেটমেন্টের স্ক্যান কপি আপলোড করতে হবে। ধন্যবাদ।

Sacrifice
2015-03-23, 01:33 PM
আপনার একাউন্ট ভেরিফাই না হওয়ার সম্ভাব্য কারণ হল, একাউন্ট খোলার সময় আপনি আপনার যে ঠিকানা দিয়েছেন তা হয়তো আপনার জাতীয় পরিচয় পত্রের ঠিকানার সাথে মিল নেই। এক্ষেত্রে আপনি ব্রোকারের সাপোর্ট নিতে পারেন সাথে সঠিক ঠিকানাও আপডেট করতে পারেন। আরেকটি বিষয় হল : এখানে আপনাকে দুই স্তরের ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। জাতীয় পরিচয় পত্র দিয়ে আপনি এক স্তরের ভেরিফিকেশন করতে পারবেন। পরবর্তী ধাপ পূর্ণ করার জন্য পাসপোর্ট অথবা বিদ্যুৎ বিলের কপি কিংবা ব্যাংক স্টেটমেন্ট ব্যবহার করতে পারেন।

nizam
2015-03-23, 02:48 PM
আপনি খুব সহজে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারেন। সাধারনত সকল প্রকার ডকুমেন্ট জমা দেয়ার পর ৭২ ঘণ্টার মধ্যে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হবে। অ্যাকাউন্ট ভেরিফাই এর জন্য আপনাকে প্রথম ধাপে আপনার কিবা যার নামে অ্যাকাউন্ট করেছেন উনার জাতিও পরিচয় পত্র সহ উনার ছবি এবং জাতিও পরিচয় পত্রের উভয় পাট স্ক্যান করে কিবা ভালো মানের ছবি তুলে আপলোড করতে হবে। আর ২য় ভেরিফাই স্টেপ এ আপনাকে সিল সহ যেকোনো বিল আপলোড করতে হবে। তবে আপনার পাসপোর্ট যদি থাকে তবে আরও ভালো হবে।

A Momin Chowdhury262
2015-03-23, 02:52 PM
আমার জানা মতে ইন্সট্রা ফরেক্সে একাউন্ট খুলতে হলে আপনার ভোটার আইডি কার্ড লাগবে । সেই সাথে ভোটার আইডি কার্ড হাতে নিয়ে একটি ছবি তুলতে হবে । আপনার পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স লাগবে । আপনার ব্যাংক একাউন্ট এড করতে হবে । সাথে ব্যাংক স্টেটমেন্ট লাগবে । এই সব কিছু থাকলে আপনি একাউন্ট ভেরিফাই করতে পারবেন ।

monorom
2015-03-23, 03:04 PM
ইন্সতা ফরেক্স এ দুই ধাপে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হই । প্রথম ভাবে আপনার জাতিয় পরিচয় পত্রের স্ক্যান কপি আপলোড করতে হবে । জাতিয় পরিচয় পত্র না থাকলে পাস পোর্ট এর স্ক্যান কপি আপলোড করতে হবে । এবং তার সাথে নিজের হাতে জাতিয় পরিচয় পত্র নিয়ে ছবি তুলে তা আপলোড করতে হবে । এবং দ্বিতীয় ধাপে ব্যাংক স্টেটমেন্ট , কারেন্ট বিল , টেলিফোন বিল , গ্যাস বিল , পানির বিল আগুলোর যেকোনো একটি স্ক্যান কপি আপলোড করতে হবে । এই স্ক্যান কপি গুলো স্পষ্ট হতে হবে । সঠিক ভাবে সাবমিট হয়ে গেলে কিছু খনের মধ্যে অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে ।

Kanok
2015-03-23, 04:24 PM
রিফিকেশন একটু অন্যরকম কেননা এই খানে আপনার যেই আইডি কার্ড আছে সেইটি ধরে আপনাকে ছবি তুলে তার পর ভেরিফিকেশনে দেওয়া লগবে তহলে আপনি সহজেই ভেরিফিকেশন করতে পারবেন । তা ছাড়া আপনি যদি এমনি শুধু আাইডি কার্ড দেল তাহলে আপনার একাউন্ট ভেরিফিকেশন হবে না তাই আপনি আচে আপনার আইডি কার্ড দিয়ে হাতে নিয়ে তারপর ছবি তুলন তারপর ভেরিফিকেশনে দেন।

amitbd
2015-03-23, 04:44 PM
সবার প্রথমে আপনাকে আগে 1 নাম্বার যে কাজটি করতে হবে তা হল আপনার আইডি কার্ড হাতে নিয়ে একটি সুন্দর ছবি তুলতে হবে যাতে করে আপনার আইডি কার্ড সহ আপনাকে আপনার ফেজ সহ ভাল করে দেখা যায় , এর পর আপনার আইডি কার্ডটি দুই পাশ বাল করে স্কন করুণ । এর পর নিয়ম অনুযায়ি আপলোড দিন প্রথমে স্কান করা অংশ তার পর ছবি টা । প্রথম ধাপ হয়ে গেলে বাকি টুকু নিজেই পারবেন ইন্সটাফরেক্স এর নিয়ম অনুযায়ী । আমার কাছে ইন্সটাফরেক্স এর কার্য অনেক ভাল লেগেছে ।

Shimanto754
2015-04-13, 12:22 PM
জাজাতীয় পরিচয়পত্র দিয়ে ইন্সটাফরেক্স ট্রেডিং অ্যাকাউন্টের প্রথম পর্যায় ভেরিফাই করতে হয়।বর্তমানে জাতীয় পরিচয়পত্রের সামনের পিঠ আর পিছনের পিঠ স্ক্যানিং করা ছাড়াও হাতে ধরে তোলা একটা ছবিও আপলোড করতে হয়।তাহলে হয়তো ভালোভাবে প্রথম পর্যায় ভেরিফাই সম্ভব হয়।

TselimRezaa
2015-04-13, 05:00 PM
ইন্সটা ফরেক্সের জন্য একাউন্ট ভ্যারিফাই খুবই গুরুত্বপূর্ন একটা বিষয়। একাউন্ট ভ্যারিফাই এর জন্য আপনাকে আপনার জাতীয় পরিচয় পত্রের ছবি স্ক্যান করতে হবে এবং জাতীয় পরিচয় পত্রের ছবি হাতে নিয়ে ছবি তুলতে হবে। পরে একাউন্ট ভ্যারিফাইয়ের জন্য এই দুইটা ছবি আপলোড করতে হবে। এর পর সেকেন্ড লেভেল ভ্যারিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে।

shimulmoni
2015-04-14, 10:53 AM
ভাই ইনস্টাফরেক্স ট্রেডিং একাউন্ট ভেরিফাই করার জন্য আপনার যা যা লাগবে তা হল আপনার জাতীয় আই ডি কার্ডের দুই পার্শের স্ক্যান কপি আই ডি কার্ড হাতে নিয়ে আপনার একটা ছবি ও কারেন্ট বিল বা ব্যাংক স্টেটমেন্টের স্ক্যানকপি এবং আপনাকে প্রথম ধাপে আপলোড করতে হবে আই ডি কার্ডের এপিট ওপিট এবং ছবি আর প্রথম ধাপ কমপ্লিট হলে ২য় ধাপে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট বা কারেন্ট বিলের স্ক্যানকপি। ধন্যবাদ।

saiful8780
2015-04-16, 04:04 PM
বন্ধুরা দয়া করে বলবেন কি কিভাবে বাংলাদেশ হতে ইন্সটাফরেক্স এর একাউন্ট ভ্যারিফাই করা যায়। একাউন্ট ভ্যারিফাই করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন হয়। আমি আমার বাংলাদেশী জাতীয়পত্রের স্কানীং কপি আপলোড করার পরেও আমার একাউন্ট ভ্যারিফাই হচ্ছে না। দয়া করে আমাকে কেউ সাহায্য করবেন কি?:d

ইনস্টাফরেক্স একাউন্ট ভেরিফাই করতে আপনাকে ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট এর কপি এবং ব্যাংক স্টেটমেন্টের কপি স্কান করে আপলোড করতে হবে। তবে এখানে উল্লেখ্য যে আপনার আইডি কার্ড আপনার হাতে নিয়ে ছবি তুলে আপলোড করতে হবে। তানা হলে একাউন্ট ভেরিফাই হবে না

pallabbd
2015-05-22, 12:33 AM
আপনি খুব সহজেই ইন্সতাফরেক্সের একাউন্ট ভেরিফাই করতে পারবেন। এতে করে আপনাকে একটি একাউন্ট খুলে সেখানে আপনার ভোটার আইডি কার্ড এর স্ক্যান কপি এবং ব্যাংক স্টেটমেন্ট এবং ভোটার আইডি কার্ড হাতে নিয়ে এক কপি ছবি দিয়ে। ধন্যবাদ

musa
2015-05-22, 01:10 AM
ইন্সতাফরেক্সে খুব সহজেই একাউন্ট ভেরিফাই করতে পারবেন। এতে করে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স লাগবে। তার সাথে একটি ব্যাংক স্টেটমেন্ট এবং আইডি কার্ড ধরে একটি ছবি। তাহলেই আপনি ইন্সতাফরেক্সের লাইভ একাউন্ট ভেরিফাই করতে পারবেন। ধন্যবাদ

roni11
2015-08-10, 08:21 PM
আমরা জদি ভেরিফ্য না করে টেরেদ করি তাহলে আমাদের আইদ আক সময় বান্দ হএ যাবে। আমাদেরকে অবসসই আকন্ত ভেরিফ্য করে তারপর টেরেদ শুরু করতে হবে।

Vimri
2015-08-10, 11:55 PM
ইনেস্টা ফরেক্সে আকাউন্ট ভেরিফাই করার জন্য বেশি সময়ের দরকার হয় না এতে করে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স লাগবে এর সাথে লাগবগে আপনার ব্যাংক আকাউন্ট এভাবেই আপনি ইন্সতাফরেক্সের লাইভ একাউন্ট ভেরিফাই করতে পারবেন

sunil
2015-08-11, 07:19 AM
জাবে।ফরেক্স একাউন্ট ভেরিফাই করা লাগে তাই ইন্সটা ফরেক্স একাউন্ট ভেরিফাই করতে গেলে লাগে নেশানাল আইডি কার্ড এর স্কান কপি এবং সাথে বাংক স্টেট্মেন্ট এর স্কান কপি লাগে এই দুটি জিনিস দিয়ে ইন্সটা ফরেক্স একাউন্ট ভেরিফাই করা যায়।

mamun93
2015-08-11, 08:53 AM
আপনার মত অনেকেই এই সমস্যায় জর্জরিত তাই সবার জ্ঞাতার্থে জানাতে চাই বাংলাদেশ থেকে ইন্সটা ফরেক্সের অ্যাকাউন্ট ভেরিফাই করতে হলে আপনাকে আপনার ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র হাতে ধরে তার পর ছবি তুলতে হবে এর পর ঐ ছবিটি আপনার কম্পিউটারে নিতে হবে এবং আপনার জাতীয় পরিচয় পত্রের পেছনের অংশ স্ক্যান করে তার একটি ডকুমেন্ট আপনার কম্পিউটারে নিতে হবে এর পর আপরি আপনার অ্যাকাউন্টের ফাস্ট ভেরিফিকেশন সম্পান্য করার জন্য ঐ ডকুমেন্ট দুটি সাবমিট করুন দেখবেন আপনার ফাস্ট লেভেল ভেরিফিকেশন সম্পান্য হয়ে গেছে।

Doom
2015-08-11, 08:57 AM
ইন্সতাফরেক্স এ আকাওন্ত ভেরিফ্য ছাড়া আমরা টেরেড করতে পারব কিন্তু টাকা ওয়িথদ্রাও করতে পারব না। আমাদের অবইসসই আকাওন্ত ভেরিফ্য করতে হবে। পাসপোর্ট এবং ব্যাংক স্তাতেমেন্ত হলে আকাওন্ত ভেরিফ্য করা যায়।

joni
2015-08-21, 05:09 PM
ফরেক্স করার যে একাউন্ট করতে হয় সেই একাউন্ট আভার ভেরিফাই করার একটি নিওম আছে জা ভেরিফাই করতে গেলে কিছু ডকুমেন্ট লাগে সেই ডকুমেন্ট গুল জগার করে ফরেক্স একাউন্টে আপ্লড দিলে একাউন্ট ভেরিফাই হয়ে যায়।

Nishat Tasnim
2015-08-22, 01:57 PM
ইন্সটা ফরেক্স এর লাইভ একাউন্ট ভেরিফাই এর জন্য প্রয়োজনীয় সকল ডকুমেন্ট আপলোড করলে ৭২ ঘন্টার মধ্য একাউন্ট ভেরিফাই হয়ে যাবে

MotinFX
2015-08-22, 02:08 PM
বাংলাদেশি এডমিনস্ট্রেটর কে ধন্যবাদ জনাই। একাউন্ট ভেরিফাই সম্পর্কে জনানোর জন্য। আমার আইডি ভেরিফাই করিনাই। কয়েক দিন মধ্যে করব।

sona
2015-08-24, 12:15 PM
ইন্সটা ফরেক্স একাউন্ট ভেরিফাই করার জন্য নিজের কিছু ডকুমেন্ট দিয়ে ভেরিফাই করা লাগে নিজের নেসানাল আইডি কার্ড দিয়ে এবং নিজের ব্যাংক স্টেট্মেন্ট দিয়ে আপ লোড দিয়ে একাউন্ট ৭২ ঘন্টার মধ্যে ভেরিফাই হয়ে যায়।

sumonyahoo24
2015-09-30, 06:56 PM
প্রথম ভাবে আপনার জাতিয় পরিচয় পত্রের স্ক্যান কপি আপলোড করতে হবে । জাতিয় পরিচয় পত্র না থাকলে পাস পোর্ট এর স্ক্যান কপি আপলোড করতে হবে । এবং তার সাথে নিজের হাতে জাতিয় পরিচয় পত্র নিয়ে ছবি তুলে তা আপলোড করতে হবে । এবং দ্বিতীয় ধাপে ব্যাংক স্টেটমেন্ট , কারেন্ট বিল , টেলিফোন বিল , গ্যাস বিল , পানির বিল আগুলোর যেকোনো একটি স্ক্যান কপি আপলোড করতে হবে । এখানে খুব সহজে অ্যাকাউন্ট ভারিফাই করা যাই।

muhim123
2015-09-30, 09:19 PM
ইনিস্থা ফরেক্স এর এখাউন্ড ভেরিফিকেশন একটু অন্যরকম কেননা এই খানে আপনার যেই আইডি কার্ড আছে সেইটি ধরে আপনাকে ছবি তুলে তার পর ভেরিফিকেশনে দেওয়া লগবে তহলে আপনি সহজেই ভেরিফিকেশন করতে পারবেন । আমার মতে আরেকটি বিষয় হল : এখানে আপনাকে দুই স্তরের ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। জাতীয় পরিচয় পত্র দিয়ে আপনি এক স্তরের ভেরিফিকেশন করতে পারবেন। পরবর্তী ধাপ পূর্ণ করার জন্য পাসপোর্ট অথবা বিদ্যুৎ বিলের কপি কিংবা ব্যাংক স্টেটমেন্ট ব্যবহার করতে পারেন।

Kawsar700
2015-10-03, 07:48 PM
ইন্সটা ফরেক্সে কি জন্ম নিবন্ধন আইডি কার্ডকে হাতে ধরে ছবি দিলে আমার একাউন্ট ভেরিফাই করবে কি???
দয়া করে মাডারেটররা আমাকে বলুন

AbuRaihan
2015-10-03, 08:50 PM
ইন্সটা ফরেক্স এ অ্যাকাউন্ট ভেয়ারিফাই করতে চাইলে কিছু ডকুমেন্ট লাগবে। প্রথমে আপনার ভোটের আইডি কার্ড টি আপনার হাতে নিয়া ছবি তুলবেন যাতে ঐ ছবিতে আপনার হাত, চেহারা, ও ভোটের আইডি কার্ডটি দেখা যায় । তার পর এই ছবি টা স্কেন করে আপলোড করবেন আশা করি আপনার অ্যাকাউন্ট টি ভেয়ারিফাই হবে । বুজার জন্য একটা ছবি দিলাম দেখলে ভালো হবে ।184

ছবিসহ উদাহরণের মাধ্যমে খুব সহজে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ । এভাবে প্রত্যকটা সমস্য সমাধানের ক্ষেত্রে আপনাদের সহযোগিতা এবং সমর্থন একান্তভাবে কাম্য ।
আপনার কাছে একটা প্রশ্ন ছিল আর তা হল আইডি কার্ড হাতে নিয়েই কি আমাকে ছবি তোলতে হবে নাকি এমিনিতে তুললে হবে ? দয়া করে জানালে আপনার প্রতি কৃতজ্ঞ থাকব ।

joynew
2015-10-04, 01:31 AM
একাউন্ট ভেরিফাই করার জন্য আপনার যে জাতীয় পরিচয় পত্র আছে সেটি হাতে ধরে এমন ভাবে ছবি তুলুন যে আপনার ছবি এবং জাতীয় পরিচয় পত্র এক সঙ্গে দেখা যায় এবং তা আপলোড করুন আবার দ্বিতীয় স্টেপের জন্য পাসপোর্ট লাগবে । আসা করি আপনার অ্যাকাউন্ট ভেরিফ্যই হয়ে যাবে।

M M RABIUL ISLAM
2015-10-26, 07:27 PM
অ্যাকাউন্ট ভেরিফাই এর জন্য আপনাকে প্রথম ধাপে আপনার কিবা যার নামে অ্যাকাউন্ট করেছেন উনার জাতিও পরিচয় পত্র সহ উনার ছবি এবং জাতিও পরিচয় পত্রের উভয় পাট স্ক্যান করে কিবা ভালো মানের ছবি তুলে আপলোড করতে হবে। আর ২য় ভেরিফাই স্টেপ এ আপনাকে সিল সহ যেকোনো বিল আপলোড করতে হবে। তবে আপনার পাসপোর্ট যদি থাকে তবে আরও ভালো হবে। সকল প্রকার ডকুমেন্ট জমা দেয়ার পর ৭২ ঘণ্টার মধ্যে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হবে।

mlbasumata
2015-10-26, 07:37 PM
ইন্সটা ফরেক্সের একাউন্ট ভেরিফিকেশন দুটি পর্যায়ে সম্পন্ন হয়:
১। প্রথম পর্যায়- আইডি ভেরিফিকেশন: জাতীয় পরিচয়পত্র, আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টের যেকোন একটির পরিস্কার স্ক্যান কপি।
২। দ্বিতীয় পর্যায়- রেসিডেন্স ভেরিফিকেশন: ব্যাঙ্ক একাউন্ট স্ট্যাটমেন্ট বা ইউটিলিটি বিলের যেকোন একটির পরিস্কার স্ক্যান কপি।

hasan019
2015-10-26, 07:49 PM
আপনি কন্টাক্ত সাপোর্ট এ হেল্প নেন। অরা বলে দিবে কোথায় প্রবলেম আছে। আপনার ভেরিফিকেশন এর ২ টা লেভেল আছে। ১ম লেভেলে আপনি ভোটার আইডি পাসপোর্ট বা ড্রাইবিং লাইসেন্স আপলোড দেন। তারপর লেভেল ২ তে আপনি ব্যাংক স্টেটমেন্ট দেন। সবগুলো জেনো রঙ্গিন হয় আর বোঝা যায়।

basaki
2016-01-23, 09:24 AM
ইন্সটা ফরেক্স এ আপনার একাউন্ট ভেরিফাই করতে চাইলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে তা হল আপনাকে আপনার জাতিয় পরিচয় পত্র সংগ্রহ করতে হবে আর আপনার ব্যাংক একাঊণ্টেড় স্টেটমেন্ট লাগবে। তারপর আপনি প্রথম লেবেল ভেরিফাই করার পর দ্বিতীয় লেভেল ভেরিফাই করলেই হয়ে যাবে বলে আমি মনে করি।

Md Akter Hossain
2016-01-23, 12:11 PM
ইন্সটা ফরেক্সে আপনার একাউন্ট ভেরিফাই করতে হবে দুই ধাপে । ১ম ধাপে আপনার এনআইডি বা পাসপোর্প বা ডাইবিং লাইসেন্স এর কপি আপলোড করতে হবে । এবং ২য় ধাপে আপনার ব্যাংক স্টেটমেন্টের কপি বা গ্যাস বিলের কপি আপলোড করতে হবে । তবে শর্ত হলো কোনো অবস্থতেই ব্যাংক স্টেটমেন্টের কপি বা গ্যাস বিলের কপি ৩ মাসের বেশি পুরানো হওয়া যাবে না ।

Sahed
2016-01-23, 03:31 PM
ইন্সটা ফরেক্সে একাউন্ট ভেরিফাই করার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে তা হল *আপনার জাতীয় পরিচয় পত্রের অথবা পাসপোর্টের স্কেন কপি এবং জাতীয় পরিচয় পত্র হাতে নিয়ে ফেইস এবং পরিচয় পত্রের ক্লিয়ার একটি ছবি আপলোড করতে হবে । ২য় ধাপে *আপনাকে আপনার ব্যাংক Statement এর স্কেন কপি আপলোড করতে হবে। উল্লেখ্য যে আপনার জাতীয় পরিচয় পত্রের নাম এবং ঠিকানা, ব্যাংক Statement এর নাম এবং ঠিকানার সাথে মিল থাকতে হবে । ধন্যবাদ ।

raju0000
2016-01-30, 11:14 PM
ইনস্টা ফরেক্স এর একাউন্ট ভারিফায় অনেক কঠিন করা হয়েছে যাতে তারা ত্রাদের কে তার একাউন্ট সম্পর্কে শতভাগ নিরাপত্তা প্রদান করতে পারে.এইখানে ভারিফাই করার জন্য দরকার-
১)id কার্ড(যা সঠিকভাবে নিশ্চয়নের জন্য আপনাকে id কার্ড হাতে নিয়েও চনী টুতে হতে পারে.)
২)পাসপোর্ট
৩)ব্যাঙ্ক স্টেটমেন্ট
৪)ইউটিলিটি বিল

এইগুলোর হাই কোয়ালিটি স্কান্নেদ ফাইল গ্রহণ করা হয়.

Marufa
2016-02-02, 07:26 PM
কেন একাউন্ট ভেরিফাই করা যাবে না । সবাই একাউন্ট ভেরিভাই করেই ট্রেড করছে । একাউন্ট ভেরিফাই করা খুব কঠিন কোন বিষয় না । একাউন্ট ভেরিভাই করার জন্য আপনার ন্যাশনাল আইডি কার্ড এবং ব্যাংক এস্টেটমেন্ট থাকলেই যথেষ্ট আর কিছু প্রয়োজন হবে না । একবার ভেরিফাই করলেই যথেষ্ট ।

Moon
2016-05-28, 02:37 PM
একাউন্ট ভেরিপােই একটি অত্যন্ত গুরুত্বপূর্ন স্তর । আর আমি এখনো একজন নতুন ট্রেডার বিধায় নিজের একাউন্টটি ভেরিপাই করনি যার দরুণ আমি এখনো বাস্তবিক ভেরিপাই অভিজ্ঞতা অর্জন করতে পারি নি । তবে স্টাডি করে যতটুুকু জেনেছি যে ভেরিপাই এর জণ্য অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস প্রয়োজন যা তাদেরকে দুই স্তরে প্রদান করে নিজের একাউন্ট ভেরিপাইয়েড করে নিতে হবে ।

Mrs.SaoudiaIslam111989
2016-05-29, 02:11 AM
ইন্সটা ফরেক্সের ট্রেডিং অ্যাকাউন্ট ভেরিফাই করা খুবই সহজ আপনাকে প্রথমে আপনার জাতীয় পরিচয়পত্র কার্ডের ছবি সম্বলিত অংশটুকুকে নিজের হাতে ধরে ছবি তুলে নিতে হবে এর পর পরিচয়পত্রের পেছনের অংশ ভাল করে স্ক্যান করিয়ে নিতে হবে আর ঐ দুইটি ছবি প্রথম লেভেল ভেরিফিকেশনের জন্য সাবমিট করতে হবে প্রথম লেভেল ভেরিফিকেশন সম্পান্য হলে এর পর দ্বিতীয় লেভেল ভেরিফিকেশন করার জন্য বিদ্যুত বিলের কপি টেলিফোন বিলের কপি অথবা ব্যাংক স্টেটমেন্টের কপি স্ক্যান করে তা সাবমিট করতে হবে এভাবে আপনি আপনার ট্রেডিং অ্যাকাউন্টটি চূড়ান্ত পর্যায় প্রর্যন্ত ভেরিফিকেশন করিয়ে নিতে পারবেন।তবে অবশ্যই ডকুমেন্টগুলো একই বেক্তির হতে হবে।

uzzal05
2016-05-29, 06:03 AM
বর্ত্অমানে প্রায় সব ব্রোকার এ ভেরিফাই বাধ্যতামুলক। কারন এটি আপনার পরিচয় বহন করে ব্রোকারে এর কাছে। ইন্সটা ফরেক্স ও ভেরিফাউ বাধ্যতামুলক। আপনি ভেরিফাই আপনি জাতীয় পরিচয় দারা করতে পারে। আপনি হাই লেভেল ভেরিফাই আপনার ব্যংক স্টেটমেন্ট দারা করতে পারেন।

Realifat
2016-05-29, 07:11 AM
বাংলাদেশ থেকে ইন্সটাফরেক্সের অ্যাকাউন্টের ভেরিফাই সম্পন্ন করতে হলে আপনার দুধরনের ডকুমেন্ট প্রয়োজন হবে।প্রথম স্তরে বাংলাদেশী ন্যাশনাল আইডির সামনের এবং পেছনের স্ক্যানিং সহ আইডি কার্ড হাতে নেওয়া সেলফির প্রয়োজন হবে। আর দ্বিতীয় স্তরে আড্রেস ভেরিফিকেশন ডকুমেন্ট হিসেবে যেকোন বিলের স্ক্যান কপি প্রয়োজন হবে।

aida
2016-11-26, 02:31 AM
ইনেস্টা ফরেক্সে আকাউন্ট ভেরিফাই করার জন্য বেশি সময়ের দরকার হয় না এতে করে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স লাগবে এর সাথে লাগবগে আপনার ব্যাংক আকাউন্ট এভাবেই আপনি ইন্সতাফরেক্সের লাইভ একাউন্ট ভেরিফাই করতে পারবেন

cool razu
2016-11-26, 03:27 AM
আমার মনে হয় আপনার একাউন্ট ভেরিফাই না হওয়ার সম্ভাব্য কারণ হল, একাউন্ট খোলার সময় আপনি আপনার যে ঠিকানা দিয়েছেন তা হয়তো আপনার জাতীয় পরিচয় পত্রের ঠিকানার সাথে মিল নেই। এক্ষেত্রে আপনি ব্রোকারের সাপোর্ট নিতে পারেন সাথে সঠিক ঠিকানাও আপডেট করতে পারেন। আরেকটি বিষয় হল : এখানে আপনাকে দুই স্তরের ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। জাতীয় পরিচয় পত্র দিয়ে আপনি এক স্তরের ভেরিফিকেশন করতে পারবেন। পরবর্তী ধাপ পূর্ণ করার জন্য পাসপোর্ট অথবা বিদ্যুৎ বিলের কপি কিংবা ব্যাংক স্টেটমেন্ট ব্যবহার করতে পারেন।

uzzal05
2016-11-26, 10:32 AM
বর্তমানে ইন্সটা ফরেক্স একাউন্ট ভেরিফাই নিয়ে অনেক ঝামেলা করছে। তারা সহজেই ভেরিফাই করছে না। এজন্য প্রথমে আপনাকে আপনার জাতীয় পরিচয় পত্রের স্কান কপি একাউন্ট এ আপ্লোড করতে হবে। তারপর তারা দেখবে যদি ভেরিফাই যোগ্য হয় তাহলে ভেরিফাই করবে। আর আপনি হাতে আইডী কার্ড নিয়ে একটা ছবি তুলে দিবেন যদি ভেরিফাই না করে।

InstaForex Sushantay
2016-12-28, 07:07 PM
বর্তমানে ইন্সটা ফরেক্স একাউন্ট ভেরিফাই নিয়ে অনেক ঝামেলা করছে। তারা সহজেই ভেরিফাই করছে না। এজন্য প্রথমে আপনাকে আপনার জাতীয় পরিচয় পত্রের স্কান কপি একাউন্ট এ আপ্লোড করতে হবে। তারপর তারা দেখবে যদি ভেরিফাই যোগ্য হয় তাহলে ভেরিফাই করবে। আর আপনি হাতে আইডী কার্ড নিয়ে একটা ছবি তুলে দিবেন যদি ভেরিফাই না করে।

সুহৃদ,
ভেরিফাই নিয়ে আপনাকে সহযোগীতার জন্য অনুগ্রহ করে আপনার ট্রেডিং অ্যকাউন্ট নম্বরটি প্রদান করুন। এবং আপনি ঠিক কি সমস্যায় মুখোমুখি বা কি error মেসেজ পেয়েছেন তা অনুগ্রহ করে জানাবেন ধন্যবাদ

ONLINE IT
2016-12-28, 07:36 PM
ইনেষ্টা ফরেক্স এ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য শুধু স্ক্যান কপিই দিলে হবে না। আপনার হাতে রেখে ছবি তুলে তা আপলোড করে দিতে হবে। এবং সাথে আইডি কার্ড এর ব্যাক পার্ট স্ব্যান করে দিতে হবে। তাহলে আপনার এ্যাকাউন্ট এর প্রথম লেভেল ভেরিফাই হয়ে যাবে। আর দ্বিতীয় লেভেল ভেরিফাইিএর জন্য আপনাকে পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স িএর স্ক্যান কপি অথবা আপনার ব্যাংক এষ্টেটমেন্ট আপলোড করে দিতে হবে।

pkboy
2016-12-28, 08:07 PM
আমার জানামতে ইন্সটাফরেক্স এ অ্যাকাউন্ট ভেরিফাই করতে হলে আপনি আপনার জাতিয়ও পরিচয় পত্র এবং জাতিয় পরিচয় আপনার হাতে নিয়ে একতা ছবি তুলে আপনি জমা দিতে হবে এবং আপনার জাতিয় প্ত্র স্ক্যান করে এবং আপনার হাতে তোলা ছবি টি স্কেন করে upload করে ইন্সটাফরেক্স এর অফিস এ জমা দিতে হবে। এবং second level verify এর জন্য আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট এর একটি ব্যাংক statement নিয়ে স্ক্যান করে upload করে দিতে হবে।

JOY33665577
2016-12-28, 08:28 PM
ফরেক্স মার্কেটেে আমি প্রায় ৩-৪ বছর যাবত কাজ করতেছি। ফরেক্স ট্রেডিং শুরুর প্রথম দিকে আমি অনেক হতাশ ছিলাম কারন আমি অনেক লস করে ফেলেছিলাম। তখন আমি ফরেক্স মার্কেটে ট্রেড করার নিয়ম ভালোমত না জেনে ট্রেড করি আর তাই লস করি। যখন বুঝলাম ফরেক্স ট্রেডিং না জেনে করলে কখনই সফল হতে পারবোনা তখন থেকেই ফরেক্স সম্পর্কে পড়াশুনা শুরু করি। বর্তমানে ফরেক্স মার্কেট থেকে ভাল আয় করি এবং এটা আমার জন্য আর্শীবাদ স্বরূপ।

MADADEE
2016-12-28, 09:03 PM
যে কোন কাজ কন্টিনিউ করলে সফলতা আসবেই। যদি আমরা অতীত থেকে শিক্ষা নিতে পারি। এ জনা ডেমোতে অভ্যাসের বিকল্প নেই। নিয়মিত অভ্যাস আপনাকে সফল ব্যবসায়ী করে তুলবে।

yasir
2017-03-26, 10:17 AM
আমার কাছে খুন সহজ বলেই মনে হয় এই কাজটা।আপনি খুব সহজেই ইন্সতাফরেক্সের একাউন্ট ভেরিফাই করতে পারবেন। এতে করে আপনাকে একটি একাউন্ট খুলে সেখানে আপনার ভোটার আইডি কার্ড এর স্ক্যান কপি এবং ব্যাংক স্টেটমেন্ট এবং ভোটার আইডি কার্ড হাতে নিয়ে এক কপি ছবি দিয়ে।

asaa
2017-03-26, 10:41 AM
আমার জানামতে ইন্সটাফরেক্স এ অ্যাকাউন্ট ভেরিফাই করতে হলে আপনি আপনার জাতিয়ও পরিচয় পত্র এবং জাতিয় পরিচয় আপনার হাতে নিয়ে একতা ছবি তুলে আপনি জমা দিতে হবে এবং আপনার জাতিয় প্ত্র স্ক্যান করে এবং আপনার হাতে তোলা ছবি টি স্কেন করে upload করে ইন্সটাফরেক্স এর অফিস এ জমা দিতে হবে। এবং second level verify এর জন্য আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট এর একটি ব্যাংক statement নিয়ে স্ক্যান করে upload করে দিতে হবে।

uzzal05
2017-05-30, 01:13 PM
ইন্সটাফরেক্স এখন খুব দ্রুত একাউন্ট ভেরিফাই করে। আগে অনেক সময় নিত। কিন্তু এখন আপনি আপনার ডকুম্নেট আপ্লোডদেয়ার সাথে ইন্সটাফরেক্স কর্তৃপক্ষ যাচাই করেন। এবং আপনার একাউন্ট ভেরিফাই করবে। আর যদি আপনার ডকুমেন্ট গুলো উপযুক্ত মানের না হয় তাহলে আপনাকে পুনরায় আপ্লোড করার জন্য বলবে।

Jusifa
2017-06-07, 05:51 PM
আমরা জানি ইন্সটাফরেক্স এ অ্যাকাউন্ট ভেরিফাই করতে হলে আপনি আপনার জাতিয়ও পরিচয় পত্র এবং জাতিয় পরিচয় আপনার হাতে নিয়ে একতা ছবি তুলে আপনি জমা দিতে হবে এবং আপনার জাতিয় প্ত্র স্ক্যান করে এবং আপনার হাতে তোলা ছবি টি স্কেন করে upload করে ইন্সটাফরেক্স এর অফিস এ জমা দিতে হবে। এবং second level verify এর জন্য আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট এর একটি ব্যাংক statement নিয়ে স্ক্যান করে upload করে দিতে হবে।

uzzal05
2017-06-09, 08:31 AM
যে কোন ব্রোকার এ ভেরিফাই করা জরূরী। ভেরিফাই ছাড়া ট্রেড করা যেতে পারে। কিন্তু প্রফিট উত্তোলন করার জন্য আমাদের অব্যশোই ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই ছাড়া ট্রেড ঝুকিপূর্ন/ যে কোম সময় ব্রোকার আপনার ডলার আটিকিয়ে দিতে পারে।

Mamun13
2017-06-09, 08:54 AM
একাউন্ট ভেরিফাই করা তো কঠিন কিছুই নয়৷আপনি সাপোর্ট টীম বা ভেরিফিকেশন টীমের সাথে কথা বলুন৷তারাই আপনাকে সঠিক পরামর্শ দিবেন৷আমরা সবাই আমাদের n.i.d কার্ড ও কোনো বিলের স্ক্যান কপি দিয়েই একাউন্ট ভেরিফাই করি৷কোনো সমস্যা হলে তারাই আমাদের মেইল দিয়ে জানায় কী করতে হবে৷

Md_MhorroM
2018-11-16, 04:10 PM
বাংলাদেশ থেকে ইন্সটা ফরেক্সের অ্যাকাউন্ট ভেরিফাই করতে হলে আপনাকে আপনার ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র হাতে ধরে তার পর ছবি তুলতে হবে এর পর ঐ ছবিটি আপনার কম্পিউটারে নিতে হবে এবং আপনার জাতীয় পরিচয় পত্রের পেছনের অংশ স্ক্যান করে তার একটি ডকুমেন্ট আপনার কম্পিউটারে নিতে হবে এর পর আপরি আপনার অ্যাকাউন্টের ফাস্ট ভেরিফিকেশন সম্পন্ন করার জন্য ঐ ডকুমেন্ট দুটি সাবমিট করুন দেখবেন আপনার ফাস্ট লেভেল ভেরিফিকেশন সম্পন্ন হয়ে গেছে।

sumon918
2018-11-16, 04:25 PM
ইনস্টাফরেক্স অ্যাকাউন্ট ভেরিফিকেশন এর জন্য আপনার নিজের জাতীয় পরিচয় পত্র হাতে নিয়ে নিজের মুখমণ্ডল সমেত একটা ছবি তুলে ভেরিফিকেশন এ দিতে হবে তাহলে নিবে এবং ভেরিফিকেশন কমপ্লিট হবে।

Mahidul84
2018-11-16, 05:55 PM
ইন্সটাফরেক্স এর এ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য খুব একটা বেশি কাগজপত্র লাগে না। ভেরিফাই করার জন্য শুধুমাত্র আপনার জাতীয় পরিচয় পত্র, বিদ্যুৎ বিল, ব্যাংক স্ট্যাট্টেট ম্যান ইত্যাদি যে কোন একটি হলেই চলবে। এছাড়াও আপনার ফ্রেস ভেরিফিকেশন লাগবে। এই কয়েকটি ছাড়া আর কিছুই লাগে না। তবে অনেক সময় এ্যাকাউন্ট ভেরিফাই নিতে সমস্যা করে থাকে। তখন আপনি ইচ্ছা করলে লাইভ চ্যার্টিং এর মাধ্যমে কথা বলে আপনার এ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে পারবেন।

Mamun13
2018-11-16, 09:05 PM
শুধু আমাদের বাংলাদেশ থেকে কেন বিশ্বের যে কোন দেশ থেকে আপনি ইনস্টা ফরেক্স ব্রোকারের ট্রেডিং অ্যাকাউন্টগুলোর ভেরিফাইড করে নিতে পারবেন৷ ভেরিফাইড করতে তেমন কোনো ঝামেলা পোহাতে হয় না৷বর্তমানে আমাদের দেশে স্মার্ট কার্ড চালু হয়েছে৷আপনারা আপনাদের স্মার্ট কার্ডের উভয় দিক স্ক্যান করে আপলোড করতে পারেন৷এতে সহজেই আপনার ফাস্ট লেভেল ভেরিফাইড হয়ে যাবে৷ দ্বিতীয় লেভেল ভেরিফিকেশনের জন্য আপনি আপনার বাসার বিদ্যুৎ বিলের স্ক্যান কপি অথবা পানি/ গ্যাস বিলের স্ক্যান কপি অথবা ফোন বিলের স্ক্যান কপি অথবা ড্রাইভিং লাইসেন্স থাকলে তার স্ক্যান কপি অথবা পাসপোর্ট থাকলে পাসপোর্ট এর স্ক্যান কপি আপলোড করতে পারেন৷তবে সবচেয়ে ভালো হয় আপনি আপনার ব্যাংক একাউন্টের স্টেটমেন্টের স্ক্যান কপি যদি আপলোড করতে পারেন৷তবে সবাই মনে রাখবেন এই স্ক্যান কপি গুলো অবশ্যই যেন পরিষ্কার ঝঁকঝঁকআ দেখতে পাওয়া যায়৷আশা করি ভেরিফাইড নিয়ে কোন ঝামেলা পোহাতে হবে না৷

Mdsofizuddin
2018-11-22, 01:58 PM
ইন্সটা ফরেক্স একাউন্ট ভেরিফাই করার জন্য নিজের কিছু ডকুমেন্ট দিয়ে ভেরিফাই করা লাগে নিজের নেসানাল আইডি কার্ড দিয়ে এবং নিজের ব্যাংক স্টেট্মেন্ট দিয়ে আপ লোড দিয়ে একাউন্ট ৭২ ঘন্টার মধ্যে ভেরিফাই হয়ে যায়।

sr ritu
2018-11-22, 02:06 PM
আপনি খুব সহজেই ইন্সতাফরেক্সের একাউন্ট ভেরিফাই করতে পারবেন। এতে করে আপনাকে একটি একাউন্ট খুলে সেখানে আপনার ভোটার আইডি কার্ড এর স্ক্যান কপি এবং ব্যাংক স্টেটমেন্ট এবং ভোটার আইডি কার্ড হাতে নিয়ে এক কপি ছবি দিয়ে।

marjahan
2018-12-22, 01:47 PM
ইন্সতাফরেক্সে খুব সহজেই একাউন্ট ভেরিফাই করতে পারবেন। এতে করে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স লাগবে। তার সাথে একটি ব্যাংক স্টেটমেন্ট এবং আইডি কার্ড ধরে একটি ছবি। তাহলেই আপনি ইন্সতাফরেক্সের লাইভ একাউন্ট ভেরিফাই করতে পারবেন। ধন্যবাদ

fxjaman
2018-12-22, 02:35 PM
ভাই একাউন্ট ভেরিফাইয়ের জন্য আপনাকে প্রথমত আইডি কার্ডের দু-পাশের ছবি তুলে, ইন্সটাফরেক্সের ক্লায়েন্ট ক্যাবিনেটে ঢুকে ছবিগুলোর সাইজ অবশ্যই আগে ছোট করে নিয়ে তারপর সেগুলো আপলোর্ড করতে হবে। এরপর ৭২ ঘন্টা পর দ্বিতীয় লেভেল ভেরিফাইয়ের জন্য আপনাকে ব্যাংক স্টেটমেন্ট অথবা বিদ্যুৎ* বিল অথবা পানির বিল এর যে কোন একটা কপি আপনাকে আপলোর্ড করতে হবে।

Rider
2018-12-23, 12:09 AM
ফরেক্স একাউন্ট ভেরিফাই করা লাগে তাই ইন্সটা ফরেক্স একাউন্ট ভেরিফাই করতে গেলে লাগে নেশানাল আইডি কার্ড এর স্কান কপি এবং সাথে বাংক স্টেট্মেন্ট এর স্কান কপি লাগে এই দুটি জিনিস দিয়ে ইন্সটা ফরেক্স একাউন্ট ভেরিফাই করা যায়।

kohit
2018-12-23, 01:24 PM
ইন্সটাফরেক্সের ভেরিফিকেশন হল ২টি লেভেল। প্রথম লেভেলে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স এর যেকোন একটি ডকুমেন্ট করে ১ম লেভেল ভেরিফাই করতে হবে। আর দ্বিতীয় লেভেল হল আড্রাস ভেরিফিকেশন একটি বিষয় মাথায় রাখবেন দ্বিতীয় লেভেল ভেরিফিকেশনের জন্য যে ডকুমেন্ট নেওয়া হয় তা হল অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য। অর্থাৎ ট্রেডিং অ্যাকাউন্টে নাম এবং ঠিকানার সাথে দ্বিতীয় লেভেল ভেরিফিকেশনের জন্য যে ডকুমেন্ট সাবমিট করবেন তার তার নাম ঠিকানা হুবুহু মিল থাকতে হবে। দ্বিতীয় লেভেল ভেরিফিকেশনের জন্য যে ডকুমেন্ট সাবমিট করতে হবে সেগুলো হল আপনার ট্রেডিং অ্যাকাউন্টে উল্লেখিত ঠিকানা অনুযায়ী, ব্যাংক স্টামেন্ট অথাবা গ্যাস বিলের কপি অথবা বিদ্যুৎ বিলের কপি অথবা পাসপোর্ট এর কপি। তবে স্ক্যান করা ডকুমেন্টগুলো অবশ্যই রঙ্গিন হতে হবে।

TanjirKhandokar1994
2019-03-15, 10:46 PM
ইনস্টা ফরেক্স এ অ্যাকাউন্ট ভেরিফাই একটু ভিন্ন ধরনের। এখানে আপনাকে একাউন্ট ভেরিফাই করতে চাইলে কিছু ডকুমেন্ট লাগবে। যেমন প্রথমেই আপনার ভোটার আইডি কার্ড টি আপনার হাতে নিয়া ছবি তুলতে হবে যাতে ঐ ছবিতে আপনার হাত, চেহারা, ও ভোটার আইডি নাম্বার দেখা যায় । এর পর ওটা আপলোড করতে হবে। এর পর দ্বিতীয় ভেরিফাই করতে আপনার ব্যংক স্টেটমেন্ট বা বিদ্যুৎ বিলের কাগজ দিয়ে দ্বিতীয় স্টেপ ভেরিফাই করতে হবে। আর এভাবেই ইনস্টা ফরেক্সে এ একাউন্ট ভেরিফাই করা হয়। ধন্যবাদ

SAGOR_HALDER944
2019-03-16, 12:45 AM
ইন্সটাফরেক্সের সব থেকে গুরুত্বপুর্ন কাজটি হল একাউন্ট ভেরিফিকেশন। আপনি যদি অনেক ভাল ট্রেডারও হন, অনেক ডলার ডিপোজিট করেন ও অনেক ভাল প্রফিট লাভ করেন কিন্তু যদি আপনার একাউন্ট ভেরিফাইড না করা থাকে তাহলে আপনার সব কিছুই বৃথা হয়ে যাবে। কারন একাউন্ট ভেরিফাইড না হলে আপনি যত টাকাই লাভ করেন না কেন ঐ টাকা তুলতে পারবে না,মানে হল উইথড্র দিতে পারবেন না। তাই আগে একাউন্ট ভেরিফাই করে তারপর রিয়েল একাউন্টে ট্রেডিং করা উচিত। আর একাউন্ট ভেরিফিকেশনে আপনার জাতীয় পরিচয় পত্র এবং ব্যাংক স্টেট্মেন্ট লাগে। প্রথম লেভেলে জাতীয় পরিচয় পত্র এবং দ্বিতীয় লেভেলে ব্যাংক স্টেটমেন্টের কাগজ লাগে।

fardin
2019-03-27, 11:22 PM
আপনার একাউন্ট ভেরিফাই না হওয়ার সম্ভাব্য কারণ হল, একাউন্ট খোলার সময় আপনি আপনার যে ঠিকানা দিয়েছেন তা হয়তো আপনার জাতীয় পরিচয় পত্রের ঠিকানার সাথে মিল নেই। এক্ষেত্রে আপনি ব্রোকারের সাপোর্ট নিতে পারেন সাথে সঠিক ঠিকানাও আপডেট করতে পারেন। আরেকটি বিষয় হল : এখানে আপনাকে দুই স্তরের ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। জাতীয় পরিচয় পত্র দিয়ে আপনি এক স্তরের ভেরিফিকেশন করতে পারবেন। পরবর্তী ধাপ পূর্ণ করার জন্য পাসপোর্ট অথবা বিদ্যুৎ বিলের কপি কিংবা ব্যাংক স্টেটমেন্ট ব্যবহার করতে পারেন।

RASELRANA562917
2019-03-28, 01:08 AM
ইন্সটাফরেক্স এর সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হল একাউন্ট ভেরিফিকেশন।আপনি একাউন্ট ভেরিফিকেশন না করলে যতই ট্রেডিং করেন আর যত ভাল প্রফিট করেন সেটা উঠাতে পারবেন না।আপনার একাউন্ট ভেরিফিকেশন করতে হলে আপনার ভোটার আইডি কার্ড হাতে নিয়ে এক কপি ছবি,ভোটার আইডি কার্ড এর স্ক্যান কপি এবং ব্যাংক স্টেটমেন্ট লাগবে।আর এভাবেই ইন্সটাফরেক্স এর একাউন্ট ভেরিফাই করতে পারবেন।

bdunity11
2019-03-28, 07:52 AM
এখানে আপনাকে দুই স্তরের ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। জাতীয় পরিচয় পত্র দিয়ে আপনি এক স্তরের ভেরিফিকেশন করতে পারবেন। পরবর্তী ধাপ পূর্ণ করার জন্য পাসপোর্ট অথবা বিদ্যুৎ বিলের কপি কিংবা ব্যাংক স্টেটমেন্ট ব্যবহার করতে পারেন । ব্যাংক স্টামেন্ট অথাবা গ্যাস বিলের কপি অথবা বিদ্যুৎ বিলের কপি অথবা পাসপোর্ট এর কপি। তবে স্ক্যান করা ডকুমেন্টগুলো অবশ্যই রঙ্গিন হতে হবে

Rajib_Biswas
2019-10-19, 11:21 PM
ইন্সটাফরেক্সের ট্রেডিং অ্যাকাউন্ট মোট তিনবার ভেরিফিকেশন করতে হয়। এগুলোকে ফাস্ট লেভেল ভেরিফিকেশন, সেকেন্ড লেভেল ভেরিফিকেশন এবং টপ লেভেল বা থার্ড লেভেল ভেরিফিকেশন বলে। ফাস্ট লেভেল ভেরিফিকেশনে যার নামে ট্রেডিং একাউন্ট খোলা হয়েছে তার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের উভয় পাশের স্ক্যান কপি এবং হাতে ধরে নিজের ফটো সহ ছবি আপলোড করতে হয়। যদি প্রথম লেভেল ভেরিফিকেশন সম্পন্ন হয় তাহলে দ্বিতীয় লেভেল ভেরিফিকেশনের জন্য ডকুমেন্টস আপলোড করতে হয়। দ্বিতীয় লেভেল ভেরিফিকেশনে, প্রথম লেভেল যে ডকুমেন্ট দিয়ে ভেরিফিকেশন করেছেন ওই ডকুমেন্ট ব্যতীত বাকি দুই ডকুমেন্ট অথবা ব্যাংক স্টেটমেন্ট, ইউটিলিটি বিল বা ইনকাম ট্যাক্স এর টিআইএন কার্ড দিয়েও ভেরিফিকেশন করতে পারবেন।যদি দ্বিতীয় লেভেল ভেরিফিকেশন সম্পন্ন হয় তাহলে তৃতীয় লেভেল বা টপ লেভেল ভেরিফিকেশন এর জন্য প্রথম লেভেল যে ডকুমেন্ট দিয়ে ভেরিফিকেশন করেছেন সেই ডকুমেন্টটি আপলোড করতে হবে। মনে রাখতে হবে ট্রেডিং একাউন্ট ভেরিফিকেশন করা না হলে ট্রেডিং করা যাবে কিন্তু ট্রেডিং থেকে প্রাপ্ত প্রফিট উত্তোলন করা যাবে না। তাই প্রফিট উত্তোলন করতে হলে অবশ্যই আমাদেরকে ট্রেডিং একাউন্ট ভেরিফিকেশন করতে হবে।

souravkumarhazra6763
2019-10-20, 08:41 PM
ইন্সটা ফরেক্স এ আপনি একাউন্ট ভেরিফাই ছাড়াও ট্রেড করতে পারবেন,কিন্তু আপনার প্রফিট উইথদ্র করতে হলে একাউন্ট ভেরিফাই করতে হয়,অন্ত্যত আপনাকে ২ টা লেভেল ভেরিফাই করতে হবে,১ম লেভেল ভেরিফাই এর জন্য ভোটাই আইডি এর সামনের এবং পিছনের পার্ট এবং ২য় লেভেল এর জন্য ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ভেরিফাই করতে হয়।

KAZIMAJHARULISLAM
2019-10-21, 12:27 PM
ইন্সটাফরেক্সে ব্যবসা করার জন্য অ্যাকাউন্ট ভেরিফাই করা খুবই গুরুত্বপূর্ণ, আর এটি আপনাকে দুটি ধাপে সম্পন্ন করতে হবে,প্রথম ধাপে ভেরিফাই কমপ্লিট করার জন্য আপনি আপনার ভোটার আইডি কার্ডের স্ক্যান কপি অথবা পাসপোর্ট এর স্ক্যান কপি ব্যবহার করতে পারেন,যদি ভোটার আইডি কার্ড দিয়ে স্ক্যান করতে চান তাহলে ভোটার আইডি কার্ডটা হাতে ধরে আপনার চেহারা সম্বলিত একটি ছবি, ভোটার আইডি কার্ডের ফ্রন্ট সাইটের স্ক্যান কপি এবং ব্যবসায়ীদের স্ক্যান কপি আপলোড করতে হবে,তবে খেয়াল করতে হবে যে তিনটি ছবির টোটাল সাইজ এর পরিমাণ যেন 3 মেগাবাইটের থেকে বেশি না হয় ,আশা করি এই তিনটি ছবি সঠিকভাবে আপলোড করতে পারলে আপনার ফার্স্ট লেভেল ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে,এবং দ্বিতীয় ধাপে ভেরিফিকেশন কমপ্লিট করার জন্য আপনার ড্রাইভিং লাইসেন্স, বিদ্যুৎ বিল অথবা ব্যাংক স্টেটমেন্টের স্ক্যান কপি আপলোড করতে পারেন।

KaziBayzid162
2019-10-21, 08:11 PM
ইন্সটাফরেক্স এর নিয়ম অনুসারে একাউন্ট ভেরিফিকেশন আপনাকে দুটি ধাপে সম্পন্ন করতে হবে,যার প্রথম ধাপে ভেরিফিকেশনে সম্পন্ন করার জন্য আপনি আপনার জাতীয় পরিচয় পত্র বা পাসপোর্ট ব্যবহার করতে পারেন, সে ক্ষেত্রে আপনি যেটা দিয়ে ভেরিফিকেশন করবেন সেটা হাতে নিয়ে তোলা একটা ছবি যেটা অবশ্যই পরিষ্কার এবং বোধগম্য হতে হবে, এবং সেটা যদি ন্যাশনাল আইডি কার্ড হয় তাহলে তার সামনের দিকের স্ক্যান কপি এবং পিছনের দিকের স্ক্যান কপি আপডেট করতে হবে, এগুলো যদি আপনার আইডি ওপেন করার সময় যে ঠিকানা দিয়েছিলেন তার সঙ্গে মিলে যায় তাহলে ফাস্ট লেভেল বা প্রথম ধাপের ভেরিফিকেশন সম্পন্ন হয়ে যাবে। এবং দ্বিতীয় ধাপের ভেরিফিকেশন সম্পূর্ণ করার জন্য আপনি ব্যাংক স্টেটমেন্ট,ড্রাইভ ং লাইসেন্স অথবা আপনার নামে কোন বিদ্যুৎ বিল বা গ্যাস বিল থাকলে তার স্ক্যান কপি আপলোড করতে পারেন। আশা করি এটা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে অবশ্যই আপনার একাউন্ট ভেরিফিকেশন সম্পন্ন হয়ে যাবে।

Hredy
2019-10-21, 08:52 PM
ফরেক্স মার্কেটে একাউন্ট ভেরিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। কারণ একাউন্ট ভেরিফাই ছাড়া প্রফিট উইথড্র করা যায় না। তাই সবার উচিত মাসের শুরুতে একাউন্ট ভেরিফাই করে নেওয়া। ইন্সটাফরেক্স একাউন্ট ভেরিফিকেশন মূলত দুটি ধাপে সম্পন্ন করতে হয়। প্রথম ধাপে ন্যাশনাল আইডি বা পাসপোর্ট এর যেকোন একটির ডকুমেন্ট দ্বারা প্রথম ধাপ শেষ করতে হয়। দ্বিতীয় ধাপে ঠিকানা ভেরিফাই এর জন্য ব্যাংক স্টেটমেন্ট, অথবা বিদ্যুৎ বিলের কাগজ স্ক্যান করে সাবমিট করতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে একাউন্টের ঠিকানা এবং ডকুমেন্ট এর ঠিকানা যেনো হুবহু একই হয়। তবে স্ক্যান করা ডকুমেন্টগুলো অবশ্যই রঙ্গিন হতে হবে।

Leee
2019-10-21, 09:55 PM
ফরেক্স মার্কেট থেকে প্রফিট উইথড্র করার জন্য অবশ্যই একাউন্ট ভেরিফাই করতে হবে নতুবা প্রফিট উইথড্র করা যায় না। ইন্সটাফরেক্স একাউন্ট ভেরিফাই করতে প্রয়োজন ন্যাশনাল আইডি অথবা পাসপোর্ট এর ডকুমেন্টস। যা পরিচয় এবং জাতীয়তা কনফার্ম করবে। এরপর প্রয়োজন ঠিকানা ভেরিফাই এর জন্য ব্যাংক স্টেটমেন্ট অথবা গ্যাস, পানির বিলের স্ক্যান করা কপি। একাউন্টের নাম, ঠিকানার সাথে স্ক্যান কপির হুবহু মিল থাকতে হবে।

reser
2019-10-27, 07:57 PM
ইন্সটা ফরেক্সের ট্রেডিং অ্যাকাউন্ট ভেরিফাই করা খুবই সহজ আপনাকে প্রথমে আপনার জাতীয় পরিচয়পত্র কার্ডের ছবি সম্বলিত অংশটুকুকে নিজের হাতে ধরে ছবি তুলে নিতে হবে এর পর পরিচয়পত্রের পেছনের অংশ ভাল করে স্ক্যান করিয়ে নিতে হবে আর ঐ দুইটি ছবি প্রথম লেভেল ভেরিফিকেশনের জন্য সাবমিট করতে হবে প্রথম লেভেল ভেরিফিকেশন সম্পান্য হলে এর পর দ্বিতীয় লেভেল ভেরিফিকেশন করার জন্য বিদ্যুত বিলের কপি টেলিফোন বিলের কপি অথবা ব্যাংক স্টেটমেন্টের কপি স্ক্যান করে তা সাবমিট করতে হবে এভাবে আপনি আপনার ট্রেডিং অ্যাকাউন্টটি চূড়ান্ত পর্যায় প্রর্যন্ত ভেরিফিকেশন করিয়ে নিতে পারবেন।তবে অবশ্যই ডকুমেন্টগুলো একই বেক্তির হতে হবে।

SOMARANITHAKUR1995
2019-10-27, 08:27 PM
আপনার ইন্সটাফরেক্স একাউন্ট ফাস্ট লেভেল ভেরিফিকেশন এর জন্য প্রথমে আপনাকে হাতে ন্যাশনাল আইডি কার্ড ধারণ করে একটা ছবি তুলতে হবে। আপনার ছবি ও ন্যাশনাল আইডি কার্ডের লেখাগুলো যাতে স্পষ্ট বোঝা যায় সেভাবে ছবি তুলতে হবে হবে। এই ছবি আপনাকে ইন্সটাফরেক্স একাউন্ট এর ফার্স্ট লেভেল ভেরিফিকেশন অপশনে আপলোড করতে হবে। এরপর আপনার ব্যাংক স্টেটমেন্ট, পানির বিল, গ্যাস বিল অথবা বিদ্যুৎ বিল এর যেকোনো একটার স্ক্যান কঁপি আপনার সেকেন্ড লেভেল ভেরিফিকেশন অপশনে আপলোড করে দিতে হবে। তবে অবশ্যই এ ডকুমেন্ট এর ঠিকানা আপনার ইন্সটাফরেক্স একাউন্ট এর ঠিকানার সাথে মিল থাকতে হবে। মূলত আপনার ঠিকানা যাচাই এর জন্য সেকেন্ড লেভেল ভেরিফিকেশন করতে হয়। এই শর্তগুলো ১০০ পার্সেন্ট মেনে উক্ত ডকুমেন্টগুলো নির্ধারিত স্থানে যদি আপলোড করেন তাহলে আশা করি আপনার একাউন্ট ভেরিফিকেশন সফল হবে হবে

PK_SHIKDER
2019-10-27, 09:07 PM
ইন্সতাফরেক্স এ অ্যাকাউন্ট ভেরিফাই অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারন একাউন্ট ভেরিফাই না করলে আপনার মূল উদ্দেশ্য সফল হবে না অর্থাৎ অর্জনকৃত মুনাফা আপনি উত্তোলন করতে পারবেন না। অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য তিনটি লেভেল আছে সে ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় লেবেল বাধ্যতামূলক ভেরিফাই করতে হবে। প্রথম লেভেলে আপনার ভোটার আইডি কার্ড অর্থাৎ ন্যাশনাল আইডি দিয়ে এবং ভিডিওটা ব্যাংকের স্টেটমেন্ট অথবা ড্রাইভিং লাইসেন্স বিদ্যুৎ বিল ইত্যাদি দিয়ে করা সম্ভব।

Fxhuman
2019-10-27, 09:37 PM
আপনার একাউন্ট ভেরিফাই করতে প্রথম ধাপে আপনাকে জাতীয় পরিচয় পত্রের স্ক্যান কপি আপলোড করতে হবে এরপর অপেক্ষা করতে হবে প্রথম স্টেপ কমপ্লিট হবার জন্য। কমপ্লিট হলে দ্বিতীয় পর্বে আপনাকে অবস্থান নিশ্চিত করার জন্য পরিশোধিত কারেন্ট বিল বা ব্যাংক স্টেটমেন্টের স্ক্যান কপি আপলোড করতে হবে।

sofiz
2019-10-28, 12:34 AM
ইন্সটাফরেক্সের একাউন্ট সাধারনত তিনটি লেভেলে সম্পন্ন হয়ে থাকে তবে দুটি লেভেল কমপ্লিট হলেই হাই লেভেল ভেরিফাইড হয়ে যায় তখন সকল উইড্রয়াল খুব অল্প সময়েই সম্পন্ন হয়ে যায়। আর এই দুটি লেভেলের প্রথম ধাপে আপনার আইডি কার্ডের স্ক্যান কপি লাগবে যার নিয়মাবলী আপলোড দেয়ার উপরেই লেখা থাকে কিভাবে দিতে হবে। আর দ্বিতীয় ধাপে আপনাকে কোনো একটি ইলেকটিক বিল অথবা ব্যাংকের স্ক্যান কপি দিলেই হবে তবে এক্ষেত্রে ডকুমেন্টের মেয়াদ তিন মাসের পুরনো হলে হবে না।

badboy
2019-10-28, 12:57 AM
বর্তমানে প্রায় সব ব্রোকার এ ভেরিফাই বাধ্যতামুলক। কারন এটি আপনার পরিচয় বহন করে ব্রোকারে এর কাছে। ইন্সটা ফরেক্স ও ভেরিফাউ বাধ্যতামুলক। আপনি ভেরিফাই আপনি জাতীয় পরিচয় দারা করতে পারে। আপনি হাই লেভেল ভেরিফাই আপনার ব্যংক স্টেটমেন্ট দারা করতে পারেন।

abilkis7
2019-10-28, 07:39 AM
ইন্সটাফরেক্স এ অ্যাকাউন্ট ভেরিফাই করতে হলে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট আপনার হাতে নিয়ে একতা ছবি তুলে আপনি জমা দিতে হবে। আপনার জাতীয় পরিচয়পত্র স্ক্যান করে এবং আপনার হাতে তোলা ছবি টি স্ক্যান করে আপলোড করে ইন্সটাফরেক্স এর অফিস এ জমা দিতে হবে। আর দ্বিতীয় লেভেল ভেরিফাইরের জন্য আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট এর একটি ব্যাংক statement নিয়ে স্ক্যান করে আপলোড করে দিতে হবে।

riadfx
2019-10-28, 12:25 PM
যেকোন ব্রোকারেই ভেরিফাই করার প্রয়োজন রয়েছে। ভেরিফাই ছারা অনেক কাজই সম্পন্ন হয় না। আর ইনস্টাফরেক্সে ভেরিফাই আমার কাছে খুবই সহজ একটি প্রসিডিওর বলে মনে হয় এখানে আইডি কার্ডের দুপাশের স্ক্যান কপি এবং উইথ হ্যান্ড উভয় পাশের ছবি আপলোড দিতে হয় প্রথম লেভেলে। দ্বীতীয় লেভেলে একটি ব্যাংক স্ক্যান কপি দিলেই হয়ে যাবে।

ARD
2019-11-09, 06:33 PM
সিস্টেমেট্যাক, আমি মনে করি না যে আপনার পোস্টের পাশে একটি সবুজ তীর উপস্থিত হবে যা ইঙ্গিত করে যে আপনি ইতিমধ্যে থ্রেডটিতে একটি মন্তব্য পোস্ট করেছেন, এর অর্থ এই যে আপনি থ্রেডে অন্য মন্তব্য পোস্ট করতে হবে না। যদি এটির প্রয়োজন হয় এবং অনুষ্ঠানটি এটির সতর্ক করে, তবে আপনি পূর্বে এটি করে থাকলেও আপনি আবার কোনও থ্রেডে গুণমানের মন্তব্য পোস্ট করতে পারেন।

martin
2019-11-24, 04:09 PM
একাউন্ট ভেরিফাই করার জন্য আপনার যে জাতীয় পরিচয় পত্র আছে সেটি হাতে ধরে এমন ভাবে ছবি তুলুন যে আপনার ছবি এবং জাতীয় পরিচয় পত্র এক সঙ্গে দেখা যায় এবং তা আপলোড করুন আবার দ্বিতীয় স্টেপের জন্য পাসপোর্ট লাগবে । আসা করি আপনার অ্যাকাউন্ট ভেরিফ্যই হয়ে যাবে।

ARD1
2019-11-24, 04:34 PM
আপনাকে ফরেক্স সম্পর্কে সমস্ত কিছু শিখতে হবে, আপনাকে ফরেক্স বা বাণিজ্য সম্পর্কে সমস্ত কিছু জানতে হবে এবং আপনার ডেমো অ্যাকাউন্টে দীর্ঘ সময় ট্রেড করা উচিত এবং আপনার ফরেক্স সম্পর্কে সঠিকভাবে সমস্ত কিছু শিখতে হবে তবে আপনি আপনার বাণিজ্যের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন। আমরা এই বাজারে ভাল লাভের একমাত্র উপায় হ'ল এখানে ভাল শিখার মাধ্যমে, এখানে সঠিক জ্ঞানের সাহায্যে আমরা খুব সহজেই খুব ভাল বাণিজ্য করতে সক্ষম হতে পারি এবং খুব ভালভাবে উপার্জন করতে সক্ষম হতে পারি, ব্যবসায়ীদের হিসাবে আমাদের আরও জ্ঞান আমাদের এখানে আরও চাবিকাঠি এই বাজারে ব্যবসায়ীদের হিসাবে আমরা এখানে আরও বেশি ভাল পাই, তাই ব্যবসায়ী হিসাবে আমাদের কাছে জ্ঞান এখানে মূল key ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে যখন লাভ করার কথা আসে তখন অবশ্যই আমাদের ডেমো ট্রেডিং অ্যাকাউন্টে অনুশীলনের মাধ্যমে পর্যাপ্ত ট্রেডিং দক্ষতা এবং প্রচুর অভিজ্ঞতা তৈরি করতে হবে! কোন জ্ঞান নেই, অর্থোপার্জন নেই, এটি এত সহজ!

samirarman
2019-11-24, 09:25 PM
আমি মনে করি যে, ফরেক্স একাউন্ট ভেরিফাই করা লাগে তাই ইন্সটা ফরেক্স একাউন্ট ভেরিফাই করতে গেলে লাগে নেশানাল আইডি কার্ড এর স্কান কপি এবং সাথে বাংক স্টেট্মেন্ট এর স্কান কপি লাগে এই দুটি জিনিস দিয়ে ইন্সটা ফরেক্স একাউন্ট ভেরিফাই করা যায়।

Rion
2019-11-26, 11:08 AM
ইনেস্টা ফরেক্সে আকাউন্ট ভেরিফাই করার জন্য বেশি সময়ের দরকার হয় না এতে করে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স লাগবে এর সাথে লাগবগে আপনার ব্যাংক আকাউন্ট এভাবেই আপনি ইন্সতাফরেক্সের লাইভ একাউন্ট ভেরিফাই করতে পারবেন

KGF
2019-11-26, 11:22 AM
জাতীয় পরিচয়পত্র দিয়ে ইন্সটাফরেক্স ট্রেডিং অ্যাকাউন্টের প্রথম পর্যায় ভেরিফাই করতে হয়।বর্তমানে জাতীয় পরিচয়পত্রের সামনের পিঠ আর পিছনের পিঠ স্ক্যানিং করা ছাড়াও হাতে ধরে তোলা একটা ছবিও আপলোড করতে হয়।তাহলে হয়তো ভালোভাবে প্রথম পর্যায় ভেরিফাই সম্ভব হয়।

KANIZFATEMA1997
2019-11-26, 05:13 PM
ভ্যারিফাই ছাড়া আপনি ফরেক্স মাকের্টে ইনভেস্ট করতে পারলেও ট্রেড করে প্রফিট লাভ করলে তা তুলতে পারবেন না।তাই আগে ইনভেস্ট করার আগে একাউন্ট ভ্যারিফাই করা খুবই গুরুত্ব পূর্ণ। আর ভ্যারিফাই করতে আপনার জাতীয়পরিচয় পএ প্রয়োজন প্রথমে।তারপর ব্যাংক স্টেটমেন্ট লাগবে তারপর আপনার একাউন্ট ভ্যারিফাই হবে।

uzzal05
2019-12-29, 07:00 AM
যে কোন ব্রোকার এর ভেরিফাই এর জন্য কিছু ডকুমেন্ট লাগবে। আর ডকুমেন্ট না থাকলে কখনোই ভেরিফাই করা যাবে না। সঠিক ডকুমেন্ট না দিলে কোনদিনও একাউন্ট ভেরিফাই করা যাবে না। কারন ব্রোকারদের নিয়ম হচ্ছে একজন সঠিক ব্যাক্তি যাতে সুস্থভাবে বিনিয়োগ করে ট্রেড করেন।

IFXmehedi
2019-12-29, 01:52 PM
যেহুতু ফরেক্স মার্কেটে আমাদের অর্থ বিনিয়োগ করে ট্রেড করতে হয় সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের ট্রেডিং অ্যাকাউন্ট সম্পূর্ণ ভেরিফাই করে তারপর ট্রেড করা উচিত । ইন্সতাফরেক্সের অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট প্রয়োজন । সেগুলো হল ঃ ১ম লেভেলের জন্য জাতীয় পরিচয়পত্র / পাসপোর্ট / ড্রাইভিং লাইসেঞ্চ । ২য় লেভেলের জন্য ব্যাংক স্টেটমেন্ট এবং ৩ লেভেলের জন্য প্রথম লেভেলে ব্যবহৃত ডকুমেন্ট হাতে নিয়ে ছবি । এগুলো সাবমিট করলেই আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণ ভেরিফাই হয়ে যাবে ।

Fxxx
2020-03-10, 04:22 PM
কেন একাউন্ট ভেরিফাই করা যাবে না । সবাই একাউন্ট ভেরিভাই করেই ট্রেড করছে । একাউন্ট ভেরিফাই করা খুব কঠিন কোন বিষয় না । একাউন্ট ভেরিভাই করার জন্য আপনার ন্যাশনাল আইডি কার্ড এবং ব্যাংক এস্টেটমেন্ট থাকলেই যথেষ্ট আর কিছু প্রয়োজন হবে না । একবার ভেরিফাই করলেই যথেষ্ট ।

Mas26
2020-03-10, 04:25 PM
ইনিস্থা ফরেক্স এর এখাউন্ড ভেরিফিকেশন একটু অন্যরকম কেননা এই খানে আপনার যেই আইডি কার্ড আছে সেইটি ধরে আপনাকে ছবি তুলে তার পর ভেরিফিকেশনে দেওয়া লগবে তহলে আপনি সহজেই ভেরিফিকেশন করতে পারবেন । তা ছাড়া আপনি যদি এমনি শুধু আাইডি কার্ড দেল তাহলে আপনার একাউন্ট ভেরিফিকেশন হবে না তাই আপনি আচে আপনার আইডি কার্ড দিয়ে হাতে নিয়ে তারপর ছবি তুলন তারপর ভেরিফিকেশনে দেন। আমি নতুন তাই আমি এইটুকোই বেললাম কারন আমি এই ভাবেই ভেরিফিকেশন করেছি।

Rx100
2020-03-10, 04:27 PM
ইনস্টাফরেক্স খুব সহজেই একাউন্ট ভেরিফাই করতে পারবেন। এতে করে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স লাগবে। তার সাথে একটি ব্যাংক স্টেটমেন্ট এবং আইডি কার্ড ধরে একটি ছবি। তাহলেই আপনি ইন্সতাফরেক্সের লাইভ একাউন্ট ভেরিফাই করতে পারবেন।

Mas26
2020-03-10, 04:40 PM
ইনিস্থা ফরেক্স এর এখাউন্ড ভেরিফিকেশন একটু অন্যরকম কেননা এই খানে আপনার যেই আইডি কার্ড আছে সেইটি ধরে আপনাকে ছবি তুলে তার পর ভেরিফিকেশনে দেওয়া লগবে তহলে আপনি সহজেই ভেরিফিকেশন করতে পারবেন । তা ছাড়া আপনি যদি এমনি শুধু আাইডি কার্ড দেল তাহলে আপনার একাউন্ট ভেরিফিকেশন হবে না তাই আপনি আচে আপনার আইডি কার্ড দিয়ে হাতে নিয়ে তারপর ছবি তুলন তারপর ভেরিফিকেশনে দেন। আমি নতুন তাই আমি এইটুকোই বেললাম কারন আমি এই ভাবেই ভেরিফিকেশন করেছি।

Suriya Sultana Hira
2020-03-10, 05:45 PM
ইন্সটাফরেক্স একাউন্ট ভেরিফাই করার জন্য যে সকল ডকুমেন্টস গুলো প্রয়োজন হয় তা নিম্নে বর্নিত করা হলো :-

★ প্রথম স্তর ভেরিফাই করার জন্য যে ডকুমেন্টস প্রয়োজন ।
★ জাতীয় পরিচয় পত্র (ন্যাশনাল আইডি কার্ডের) ফ্রন্ট পার্ট বা সামনের দিক এর স্ক্যান কপি,,, অবশ্যই কালার কপি হতে হবে ।
★ জাতীয় পরিচয় পত্র (ন্যাশনাল আইডি কার্ডের) ব্যাক পার্ট বা পেছনের দিক এর স্ক্যান কপি,,,,অবশ্যই কালার কপি হতে হবে
★ আইডি কার্ডটি আপনার হাতে নিয়ে একটা ছবি তুলতে হবে এবং সেই ছবিটি অবশ্যই স্পষ্ট হতে হবে,, মানে আইডি কার্ড সহ আপনার ছবিটি স্পষ্ট হতে হবে ।

★ দ্বিতীয় ভেরিফাই করার জন্য যে ডকুমেন্টস প্রয়োজন ।
★ পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা ব্যাংক স্টেটমেন্ট অথবা বিদ্যুৎ বিল বা পানির বিলের স্ক্যান কপি,, অবশ্যই কালার কপি হতে হবে,,, ধন্যবাদ ।

TANJIRZOOM2020
2020-03-10, 07:27 PM
একাউন্ট ভেরিফাই এর জন্য তিনটি ধাপ রয়েছে। প্রথম ধাপে যার ভোটার আইডি কার্ড তার আইডি কার্ড টি ডান হাতে ধরে বুকের সামনে এনে ছবি তুলতে হবে। এই ছবিটি আপলোড করতে হবে এবং ভোটার আইডির ফ্রন্ট সাইড এবং ব্যাকসাইড দুটি আপলোড করতে হবে স্কান করে।দ্বিতীয় ধাপে ব্যাংক স্টেটমেন্টের কপিটি স্ক্যান করে আপলোড করতে হবে। তবে একটা ভেরিফাই না হলে অন্যটা করা যাবে না।

Sapna1212
2020-03-10, 08:45 PM
আমার প্রিয় বন্ধু, ইন্সটাফরেক্স শংসাপত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণএবং আমাদের তিনটি স্তরের যাচাই করা থাকলে আমরা তাদের সাথে কাজ করতে পারি। যদি এটি নিশ্চিত না হয় তবে আমরা অনুমান করতেও সক্ষম হব না

Hredy
2020-04-24, 06:16 AM
আমি জানি যে, ইনেস্তাফরেক্স এ একাউন্ত ভেরিফাই করার জন্য পাসপোর্ট বা ড্রাইবিং লাইসেন্স এর স্ক্যান কপির প্রয়োজন পরে। আর কথা হচ্ছে যে, যেসকল আইডি কার্ডে ইংলিশ এ তথ্য দেয়া থাকে এরকম কার্ড হতে হবে। আর হাতে ছবি তুলতে হবে কিনা আমার জানা নেই। বর্তমানে জাতীয় পরিচয় পত্র ও ইংলিশ ভার্সনে দিয়ে থাকে। এ জন্য ভিন্ন ভাবে উপজেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে।

FATEMAKHATUN
2020-04-24, 06:20 AM
আমি আমার অ্যাকাউন্ট ভেরিফাই করতে চাই। কিন্তু কিভাবে ভেরিফাই করব বুঝতে পারছি না।

Hridoy6763
2020-04-24, 10:30 AM
ইন্সটা ফরেক্স এ আপনার ট্রেডিং একাউন্ট ভেরিফাই করা বাধ্যতামূলক,ইন্সট ফরেক্স ব্রোকার এশিয়ার নাম্বার ওয়ান ব্রোকার,ইন্সটা ফরেক্স এর একাউন্ট টি ৩ টা লেভেল এ ভেরিফাই করতে হয়,৩ টা লেভেল ভেরিফাই করা হলে আপনার একাউন্ট টি টপ লেভেল এর ভেরিফাই থাকে,ইন্সটা ফরেক্স এর একাউন্ট ভেরিফাই করার নিয়ম গুলো হলো,
১।আইডি কার্ড এর সামনে পিছনের ছবি তুলে আপলোড দেওয়া
২।ব্যাংক স্টেটমেন্ট আপলোড দেওয়া এবং
৩।ন্যাশনাল আইডি হাতে নিয়ে নিজের ফেস এর সাথে একটি সেলফি দেওয়া।

Fardin02
2020-04-24, 10:36 AM
ইনিস্থা ফরেক্স এর এখাউন্ড ভেরিফিকেশন একটু অন্যরকম কেননা এই খানে আপনার যেই আইডি কার্ড আছে সেইটি ধরে আপনাকে ছবি তুলে তার পর ভেরিফিকেশনে দেওয়া লগবে তহলে আপনি সহজেই ভেরিফিকেশন করতে পারবেন । আমার মতে আরেকটি বিষয় হল : এখানে আপনাকে দুই স্তরের ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। জাতীয় পরিচয় পত্র দিয়ে আপনি এক স্তরের ভেরিফিকেশন করতে পারবেন। পরবর্তী ধাপ পূর্ণ করার জন্য পাসপোর্ট অথবা বিদ্যুৎ বিলের কপি কিংবা ব্যাংক স্টেটমেন্ট ব্যবহার করতে পারেন।

Rion83
2020-04-24, 11:35 AM
একাউন্ট ভেরিপােই একটি অত্যন্ত গুরুত্বপূর্ন স্তর । আর আমি এখনো একজন নতুন ট্রেডার বিধায় নিজের একাউন্টটি ভেরিপাই করনি যার দরুণ আমি এখনো বাস্তবিক ভেরিপাই অভিজ্ঞতা অর্জন করতে পারি নি । তবে স্টাডি করে যতটুুকু জেনেছি যে ভেরিপাই এর জণ্য অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস প্রয়োজন যা তাদেরকে দুই স্তরে প্রদান করে নিজের একাউন্ট ভেরিপাইয়েড করে নিতে হবে ।

KF84
2020-04-24, 07:29 PM
অ্যাকাউন্ট ভেরিফাই করতে হলে আপনাকে আপনার ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র হাতে ধরে তার পর ছবি তুলতে হবে । এর পর ঐ ছবিটি আপনার কম্পিউটারে নিতে হবে এবং আপনার জাতীয় পরিচয় পত্রের পেছনের অংশ স্ক্যান করে তার একটি ডকুমেন্ট আপনার কম্পিউটারে নিতে হবে এবং আপনার অ্যাকাউন্টের ফাস্ট ভেরিফিকেশন সম্পন্ন করার জন্য ঐ ডকুমেন্ট দুটি সাবমিট করতে হবে ।

IslamMdMerajul
2020-04-24, 09:31 PM
ইন্সটাফরেক্সে ভেরিফাই করার জন্য। তিনটি স্টেপ ভেরিফাই করতে হয়। প্রথমে স্টেফে নিজের ভোটার আইডি কার্ডটি নিয়ে বুকের সামনে রেখে ছবি তুলতে হবে এবং সেটা আপলোড দিতে হবে। নেশনাল আইডি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের ছবি তুলে সেটি আপলোড দিতে হবে। দ্বিতীয় স্টেপে ব্যাংক স্টেটমেন্ট অথবা পাসপোর্ট অথবা বিদ্যুৎ বিলের কপি আপলোড দিতে হবে। তৃতীয় স্টিফেন নিজের প্লাস ভোটার আইডি দিয়ে যে ছবিটি তোলা হয়েছিল ওই ছবিটি আপলোড দিতে হবে।

sanjida
2020-04-24, 10:24 PM
আপনি যে ডকুমেন্ট টি আপ করেছিলেন সেটি দিয়েও আপনি ভেরিফাই করে নিতে পারবেন। যেহেতু আপনার সাবমিট করা ডকুমেন্ট টি তারা ডিনাই করে দিছে সেহেতু আপনি একটু খেয়াল করে দেখবেন যে নিচে কি লিখা আছে যে ঠিক কি কারন বসত আপনার একাউন্ট টি ভেরিফাই নিচ্ছে না। আর যদি সেখানে দেখে না বুঝেন তাহলে আপনি লাইভ চ্যাটে কোন কান্সটমার ম্যানেজারের সাথে কথা বলে নিতে পারেন

Lubna1212
2020-05-29, 10:57 PM
ইনিয়েস্তা ফরেক্সের রেকর্ড চেকটি কিছুটা অনন্য, যেহেতু আপনার এখানে থাকা আইডি কার্ডের একটি ছবি স্নাপ করতে হবে এবং তারপরে আপনাকে এটি নিশ্চিতকরণে সরবরাহ করতে হবে, সেই মুহুর্তে আপনি কোনও প্রসারিত ছাড়াই নিশ্চিতকরণটি করতে পারবেন। এ ছাড়াও, আপনি কেবল আইডি কার্ড দেওয়ার অফ সুযোগে, সেই সময়ে আপনার রেকর্ডটি যাচাই করা হবে না, সুতরাং আপনি নিজের আইডি কার্ডের সাথে ফটোটি স্নাপ করুন এবং পরে ছবিটি স্ন্যাপ করুন এবং তারপরে এটি নিশ্চিতকরণের জন্য অফার করুন । আমি নতুন তাই আমি এই লাইনটি যাচাই করেছিলাম বলেই এটি বলেছি।

HASIBURRAHMAN
2020-05-29, 11:11 PM
ফার্স্ট লেভেল ভেরিফাই করার জন্য ছবি এবং আইডি কার্ড প্রয়োজন। আর সেকেন্ড লেভেল ভেরিফাই করার জন্য ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন।

uzzal05
2020-05-30, 11:06 AM
একেক ব্রোকারে একেক নিয়ম ভেরিফাই করার জন্য। ইনস্টাফরেক্স এ প্রথমে আপনাকে আপনার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি দিতে হবে। এখানে আপনাকে দ্বিতীয় লেভেল পর্যন্ত ভেরিফাই করতে হবে। দ্বিতীয় লেভেল ভেরীফাৈই এর জন্য আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট আপলোড করতে হবে। তারপর আপনার একাউন্ট ভেরিফাই হবে।

Mahmud1984fx
2020-05-30, 11:21 AM
ইনস্টাফরেক্সে এ্যাকাউন্ট ভেরিফাই করা আমার কাছেও একটু জটিল মনে হয়। কারন অনেকদিন চেষ্টা করার পরে কয়েকদিন আগে প্রথম লেভেলে ভেরিফাই হয়েছে, এখন দ্বিতীয় লেভেলে ভেরিফিকেশনের কাজ চলছে।প্রথম লেভেলে নিজের আইডি কার্ডের সরাসরি ছবি তুলে ভেরিফাই হয়েছে। দ্বিতীয় লেভেলে ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হয় । সর্বশেষ আপডেট মিনিমাম ৩থেকে ৬মাসের স্টেটমেন্ট। এটা পাঠাতে পারলে আশা করি আমার এ্যাকাউন্টও ভেরিফাই হয়ে যাবে । ইনশা আল্লাহ।

Soh1952
2020-05-30, 11:23 AM
ইন্সটাফরেক্স এ অ্যাকাউন্ট ভেরিফাই করতে হলে আপনি আপনার জাতিয়ও পরিচয় পত্র এবং জাতিয় পরিচয় আপনার হাতে নিয়ে একতা ছবি তুলে আপনি জমা দিতে হবে এবং আপনার জাতিয় প্ত্র স্ক্যান করে এবং আপনার হাতে তোলা ছবি টি স্কেন করে upload করে ইন্সটাফরেক্স এর অফিস এ জমা দিতে হবে। এবং second level verify এর জন্য আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট এর একটি ব্যাংক statement নিয়ে স্ক্যান করে upload করে দিতে হবে।

DEARMUM100
2020-05-31, 12:18 PM
একাউন্ট ভেরিফাই করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।ইন্সটাফরেক্ একাউন্ট ভেরিফাই করার জন্য তিনটা লেভেল ভেরিফাই করতে হয়।প্রথম লেভেল ভেরিফাই করার জন্য প্রয়োজনীয় তথ্য হলো ন্যাশনাল আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স এর কম্পিউটার স্ক্যান কপি আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন ডকুমেন্ট। সেকেন্ড লেভেলে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ভেরিফাই করতে হয়।থার্ড লেভেলে হাতে ধরা ন্যাশনাল আইডি কার্ডেরর ছবি দিয়ে ভেরিফাই কমপিলিট করতে হবে।

Mas26
2020-05-31, 12:30 PM
ইনেস্তাফরেক্স এ একাউন্ত ভেরিফাই করার জন্য আপনার যে জাতীয় পরিচয় পত্র আছে সেটি হাতে ধরে এমন ভাবে ছবি তুলুন যে আপনার ছবি এবং জাতীয় পরিচয় পত্র এক সঙ্গে দেখা যায় এবং তা আপলোড করুন অথবা মেইল করুন ইনেস্তাফরেক্স এ। আসা করি আপনার অ্যাকাউন্ট ভেরিফ্যই হয়ে যাবে।

samun
2020-05-31, 12:42 PM
ইনস্টাফরেক্স খুব সহজেই একাউন্ট ভেরিফাই করতে পারবেন। এতে করে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স লাগবে। তার সাথে একটি ব্যাংক স্টেটমেন্ট এবং আইডি কার্ড ধরে একটি ছবি। তাহলেই আপনি ইন্সতাফরেক্সের লাইভ একাউন্ট ভেরিফাই করতে পারবেন। অথবা জাতীয় পরিচয় পত্র দিয়ে আপনি এক স্তরের ভেরিফিকেশন করতে পারবেন। পরবর্তী ধাপ পূর্ণ করার জন্য পাসপোর্ট অথবা বিদ্যুৎ বিলের কপি কিংবা ব্যাংক স্টেটমেন্ট ব্যবহার করতে পারেন।

HASIBURRAHMAN
2020-05-31, 01:43 PM
ফার্স্ট লেভেল এবং সেকেন্ড লেভেল ভেরিফাইয়ের জন্য আইডি কার্ড ছবি এবং ব্যাংক স্টেটমেন্টই যথেষ্ট।

zakia
2020-06-13, 03:06 PM
একাউন্ট ভেরিপােই একটি অত্যন্ত গুরুত্বপূর্ন স্তর । আর আমি এখনো একজন নতুন ট্রেডার বিধায় নিজের একাউন্টটি ভেরিপাই করনি যার দরুণ আমি এখনো বাস্তবিক ভেরিপাই অভিজ্ঞতা অর্জন করতে পারি নি । তবে স্টাডি করে যতটুুকু জেনেছি যে ভেরিপাই এর জণ্য অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস প্রয়োজন যা তাদেরকে দুই স্তরে প্রদান করে নিজের একাউন্ট ভেরিপাইয়েড করে নিতে হবে । এতে করে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স লাগবে। তার সাথে একটি ব্যাংক স্টেটমেন্ট এবং আইডি কার্ড ধরে একটি ছবি। তাহলেই আপনি ইন্সতাফরেক্সের লাইভ একাউন্ট ভেরিফাই করতে পারবেন।

konok
2020-06-29, 09:51 PM
ইনেস্তাফরেক্স এ একাউন্ত ভেরিফাই করার জন্য পাসপোর্ট বা ড্রাইবিং লাইসেন্স এর স্ক্যান কপির প্রয়োজন পরে। আর কথা হচ্ছে যে, যেসকল আইডি কার্ডে ইংলিশ এ তথ্য দেয়া থাকে এরকম কার্ড হতে হবে। আর হাতে ছবি তুলতে হবে কিনা আমার জানা নেই। বর্তমানে জাতীয় পরিচয় পত্র ও ইংলিশ ভার্সনে দিয়ে থাকে। এ জন্য ভিন্ন ভাবে উপজেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে।

Hredy
2020-06-29, 10:06 PM
আমি জানি যে, ইনেস্তাফরেক্স এ একাউন্ত ভেরিফাই করার জন্য পাসপোর্ট বা ড্রাইবিং লাইসেন্স এর স্ক্যান কপির প্রয়োজন পরে। আর কথা হচ্ছে যে, যেসকল আইডি কার্ডে ইংলিশ এ তথ্য দেয়া থাকে এরকম কার্ড হতে হবে। আর হাতে ছবি তুলতে হবে কিনা আমার জানা নেই। বর্তমানে জাতীয় পরিচয় পত্র ও ইংলিশ ভার্সনে দিয়ে থাকে। এ জন্য ভিন্ন ভাবে উপজেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে।

Devdas
2020-06-29, 10:16 PM
ইনস্টা ফরেক্স মার্কেট এ ভেরিফাই করার নিয়ম গুলো হল ১নং ফেরিভাই:- আপনার জাতীয় পরিচয় পত্র দুই পার্ট এর অংশ স্ক্যান করে ২ টি আপলোড অংশতে পাঠাতে হবে। তারপর আপনার জাতীয় পরিচয় পত্র একহাত এ রেখে আপনার মুখের ফেইস সেলফির মত ভাল করে ছবি তোলতে হবে। ২ নং ফেরিফাইতে আপনার ব্যাংক স্টেটমেন্ট, বিদ্যুৎ বিল ইত্যাদি দিয়ে ২ য় অংশে আপলোড করতে হবে। ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে আপনার একাউন্ট ফেরিফাই সফল হবে। ধন্যবাদ।

Starship
2020-06-29, 10:26 PM
ইন্সটা ফরেক্স একাউন্ট ভেরিফাই করার জন্য যে সকল নিয়ম পরিলক্ষিত হয় তার মধ্যে আপনাকে আপনার দেশের বৈধ্য নাগরিক স্বরূপ জাতীয় পরিচয় পত্র বা স্মার্ট আই ডি কার্ডের স্ক্যান কপি যা অবশ্যই রঙ্গিন নিয়ম অনুসারে রিজুলেশন ভালো হতে হবে। এটি আপনারা পরিচয় যাচায়ের জন্য গ্রহন করা হয়। আপনার একাউন্টে দেওয়া ঠিকানা ও আই ডি কার্ডের ঠিকানা এক হতে হবে। পরবর্তী ধাপে আপনাকে ব্যাংক স্টেটমেন্টের স্ক্যান কপি এটাস্ট করতে হবে। বাকি প্রয়োজনীয় ডকুমেন্টস দাখিল করলেই ভেরিফাই হয়ে যাবে।

FREEDOM
2020-06-29, 10:42 PM
বন্ধুরা দয়া করে বলবেন কি কিভাবে বাংলাদেশ হতে ইন্সটাফরেক্স এর একাউন্ট ভ্যারিফাই করা যায়। একাউন্ট ভ্যারিফাই করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন হয়। আমি আমার বাংলাদেশী জাতীয়পত্রের স্কানীং কপি আপলোড করার পরেও আমার একাউন্ট ভ্যারিফাই হচ্ছে না। দয়া করে আমাকে কেউ সাহায্য করবেন কি?:d

ইনস্টফরেক্স একাউন্ট দুটি লেভেল সম্পন্ন করে ভেরিফাই করতে হয়। প্রথম লেভেলে আপনাকে আপনার এনআইডি কার্ডের উভয় পাশের স্ক্যান কপি এবং এনআইডি কার্ড হাতে নিয়ে উভয় পাশই নিজের মুখ বডি এবং এনআইডি কার্ড সব একসাথে দেখা যায় এভাবে ছবি তুলতে হবে এবং তা আপলোড করতে হবে। দ্বিতীয় লেভেলে আপনাকে আপনার ঠিকান সম্বলিত একটি ব্যাংক স্টেটমেন্ট বা বিদ্যুত বিল আপলোড করতে হবে।

muslima
2020-06-30, 12:36 AM
ফরেক্স ট্রেডিং শুরুর প্রথম দিকে আমি অনেক হতাশ ছিলাম কারন আমি অনেক লস করে ফেলেছিলাম। তখন আমি ফরেক্স মার্কেটে ট্রেড করার নিয়ম ভালোমত না জেনে ট্রেড করি আর তাই লস করি। যখন বুঝলাম ফরেক্স ট্রেডিং না জেনে করলে কখনই সফল হতে পারবোনা তখন থেকেই ফরেক্স সম্পর্কে পড়াশুনা শুরু করি। আপনি যদি অনেক ভাল ট্রেডারও হন, অনেক ডলার ডিপোজিট করেন ও অনেক ভাল প্রফিট লাভ করেন কিন্তু যদি আপনার একাউন্ট ভেরিফাইড না করা থাকে তাহলে আপনার সব কিছুই বৃথা হয়ে যাবে।

jimislam
2020-08-14, 07:07 PM
বাংলাদেশ থেকে ইন্সটা ফরেক্সের অ্যাকাউন্ট ভেরিফাই করতে হলে আপনাকে আপনার ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র হাতে ধরে তার পর ছবি তুলতে হবে এর পর ঐ ছবিটি আপনার কম্পিউটারে নিতে হবে, আপনার হাতে তোলা ছবি টি স্ক্যান করে আপলোড করে ইন্সটাফরেক্স এর অফিস এ জমা দিতে হবে। আর দ্বিতীয় লেভেল ভেরিফাইরের জন্য আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট এর একটি ব্যাংক statement নিয়ে স্ক্যান করে আপলোড করে দিতে হবে।

milu
2020-08-15, 10:50 AM
প্রথম ভাবে আপনার জাতিয় পরিচয় পত্রের স্ক্যান কপি আপলোড করতে হবে।জাতিয় পরিচয় পত্র না থাকলে পাস পোর্ট এর স্ক্যান কপি আপলোড করতে হবে।এবং তার সাথে নিজের হাতে জাতিয় পরিচয় পত্র নিয়ে ছবি তুলে তা আপলোড করতে হবে । এবং দ্বিতীয় ধাপে ব্যাংক স্টেটমেন্ট , কারেন্ট বিল , টেলিফোন বিল , গ্যাস বিল , পানির বিল আগুলোর যেকোনো একটি স্ক্যান কপি আপলোড করতে হবে।

FRK75
2020-10-28, 12:42 PM
একাউন্ট ভেরিফাই এর জন্য তিনটি ধাপ রয়েছে। প্রথম ধাপে যার ভোটার আইডি কার্ড তার আইডি কার্ড টি ডান হাতে ধরে বুকের সামনে এনে ছবি তুলতে হবে। এই ছবিটি আপলোড করতে হবে এবং ভোটার আইডির ফ্রন্ট সাইড এবং ব্যাকসাইড দুটি আপলোড করতে হবে স্কান করে।দ্বিতীয় ধাপে ব্যাংক স্টেটমেন্টের কপিটি স্ক্যান করে আপলোড করতে হবে। তবে একটা ভেরিফাই না হলে অন্যটা করা যাবে না।

Sid
2020-10-28, 01:08 PM
দেওয়া লগবে তহলে আপনি সহজেই
ভেরিফিকেশন করতে পারবেন । তা ছাড়া আপনি
যদি এমনি শুধু আাইডি কার্ড দেল তাহলে আপনার
একাউন্ট ভেরিফিকেশন হবে না তাই আপনি আচে
আপনার আইডি কার্ড দিয়ে হাতে নিয়ে তারপর ছবি
তুলন তারপর ভেরিফিকেশনে দেন। আমি নতুন তাই
আমি এইটুকোই বেললাম কারন আমি এই ভাবেই
ভেরিফিকেশন করেছি।

sss21
2020-11-20, 06:24 PM
ইন্সতাফরেক্সে খুব সহজেই একাউন্ট ভেরিফাই করতে পারবেন। এতে করে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স লাগবে। তার সাথে একটি ব্যাংক স্টেটমেন্ট এবং আইডি কার্ড ধরে একটি ছবি। তাহলেই আপনি ইন্সতাফরেক্সের লাইভ একাউন্ট ভেরিফাই করতে পারবেন। ধন্যবাদ

FRK75
2021-07-01, 06:21 PM
ইন্সটাফরেক্স এ অ্যাকাউন্ট ভেরিফাই করতে হলে আপনি আপনার জাতিয়ও পরিচয় পত্র এবং জাতিয় পরিচয় আপনার হাতে নিয়ে একতা ছবি তুলে আপনি জমা দিতে হবে এবং আপনার জাতিয় প্ত্র স্ক্যান করে এবং আপনার হাতে তোলা ছবি টি স্কেন করে upload করে ইন্সটাফরেক্স এর অফিস এ জমা দিতে হবে। এবং second level verify এর জন্য আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট এর একটি ব্যাংক statement নিয়ে স্ক্যান করে upload করে দিতে হবে।ভেরিফাই ছাড়া ট্রেড করা যেতে পারে। কিন্তু প্রফিট উত্তোলন করার জন্য আমাদের অব্যশোই ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই ছাড়া ট্রেড ঝুকিপূর্ন/ যে কোম সময় ব্রোকার আপনার ডলার আটিকিয়ে দিতে পারে।

EmonFX
2021-08-23, 11:25 AM
বন্ধুরা দয়া করে বলবেন কি কিভাবে বাংলাদেশ হতে ইন্সটাফরেক্স এর একাউন্ট ভ্যারিফাই করা যায়। একাউন্ট ভ্যারিফাই করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন হয়। আমি আমার বাংলাদেশী জাতীয়পত্রের স্কানীং কপি আপলোড করার পরেও আমার একাউন্ট ভ্যারিফাই হচ্ছে না। দয়া করে আমাকে কেউ সাহায্য করবেন কি?:d

ইন্সটাফরেক্সের একাউন্ট ভেরিফিকেশন অত্যন্ত সহজ এবং সুন্দর একটি পদ্ধতি। আপনি খুব সহজেই একাউন্ট ভেরিফাই করতে পারবেন যদি আপনার লিগাল ডকুমেন্ট থাকে। ফরেক্স একাউন্ট অপেনিং করার জন্য সর্বপ্রথম দরকার একটি নাম ও ঠিকানা, একটি ইমেইল এড্রেস, একটি ফোন নাম্বার। ভুল হলে প্রথমে এক পর্যায়ে একটি ট্রেডিং একাউন্ট ওপেন করা সম্ভব। পরবর্তীতে আপনার আইডেনটিটি নিশ্চিত করার এবং জন্য একাউন্ট ভেরিফিকেশন এর জন্য আপনাকে একটি ন্যাশনাল আইডি পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স দরকার। এরপরে আপনার এড্রেস প্রুফ বা রেসিডেন্সিয়াল এরিয়া প্রুফ করার জন্য অবশ্যই একটি ব্যাংকে স্টেটমেন্ট, বা ইউটিলিটি বিল, যেমন- গ্যাস বিল, পানি বিল, বিদ্যুৎ বিল অথবা একটি ফোন বিলের কপি দরকার হবে। এর যেকোনো একটি ডকুমেন্ট হলেই আপনি আপনার একাউন্ট ভেরিফাই করতে পারবেন। আপনার জাতীয় পরিচয় পত্রের স্ক্যান কপি আপলোড না হলে আপনি ভালো ক্যামেরা থেকে আপনার জাতীয় পরিচয় পত্রের ছবি তুলে দিতে পারেন, খেয়াল রাখতে হবে যেন উক্ত ডকুমেন্টের চারকোনা ক্লিয়ারলি দেখা যায়। তাহলেই আশা করি ভেরিফাই হয়ে যাবে।

Smd
2021-11-12, 09:17 PM
সবাই একাউন্ট ভেরিভাই করেই ট্রেড করছে । একাউন্ট ভেরিফাই করা খুব কঠিন কোন বিষয় না । একাউন্ট ভেরিভাই করার জন্য আপনার ন্যাশনাল আইডি কার্ড এবং ব্যাংক এস্টেটমেন্ট থাকলেই যথেষ্ট আর কিছু প্রয়োজন হবে না। কারন এটি আপনার পরিচয় বহন করে ব্রোকারে এর কাছে। ইন্সটা ফরেক্স ও ভেরিফাউ বাধ্যতামুলক। আপনি ভেরিফাই আপনি জাতীয় পরিচয় দারা করতে পারে।

samun
2022-07-30, 09:52 AM
ইন্সটাফরেক্সের ভেরিফিকেশন হল ২টি লেভেল। প্রথম লেভেলে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স এর যেকোন একটি ডকুমেন্ট করে ১ম লেভেল ভেরিফাই করতে হবে। আর দ্বিতীয় লেভেল হল আড্রাস ভেরিফিকেশন একটি বিষয় মাথায় রাখবেন দ্বিতীয় লেভেল ভেরিফিকেশনের জন্য যে ডকুমেন্ট নেওয়া হয় তা হল অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য। প্রথম ধাপে ভেরিফাই কমপ্লিট করার জন্য আপনি আপনার ভোটার আইডি কার্ডের স্ক্যান কপি অথবা পাসপোর্ট এর স্ক্যান কপি ব্যবহার করতে পারেন,যদি ভোটার আইডি কার্ড দিয়ে স্ক্যান করতে চান তাহলে ভোটার আইডি কার্ডটা হাতে ধরে আপনার চেহারা সম্বলিত একটি ছবি, ভোটার আইডি কার্ডের ফ্রন্ট সাইটের স্ক্যান কপি এবং ব্যবসায়ীদের স্ক্যান কপি আপলোড করতে হবে,তবে খেয়াল করতে হবে যে তিনটি ছবির টোটাল সাইজ এর পরিমাণ যেন 3 মেগাবাইটের থেকে বেশি না হয় ,আশা করি এই তিনটি ছবি সঠিকভাবে আপলোড করতে পারলে আপনার ফার্স্ট লেভেল ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে,এবং দ্বিতীয় ধাপে ভেরিফিকেশন কমপ্লিট করার জন্য আপনার ড্রাইভিং লাইসেন্স, বিদ্যুৎ বিল অথবা ব্যাংক স্টেটমেন্টের স্ক্যান কপি আপলোড করতে পারেন। আশা করি এটা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে অবশ্যই আপনার একাউন্ট ভেরিফিকেশন সম্পন্ন হয়ে যাবে।

FRK75
2023-04-21, 05:00 PM
জানামতে ইন্সটাফরেক্স এ অ্যাকাউন্ট ভেরিফাই করতে হলে আপনি আপনার জাতিয়ও পরিচয় পত্র এবং জাতিয় পরিচয় আপনার হাতে নিয়ে একতা ছবি তুলে আপনি জমা দিতে হবে এবং আপনার জাতিয় প্ত্র স্ক্যান করে এবং আপনার হাতে তোলা ছবি টি স্কেন করে upload করে ইন্সটাফরেক্স এর অফিস এ জমা দিতে হবে। এবং second level verify এর জন্য আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট এর একটি ব্যাংক statement নিয়ে স্ক্যান করে upload করে দিতে হবে।ইন্সটাফরেক্স এ অ্যাকাউন্ট ভেরিফাই করতে হলে আপনি আপনার জাতিয়ও পরিচয় পত্র এবং জাতিয় পরিচয় আপনার হাতে নিয়ে একতা ছবি তুলে আপনি জমা দিতে হবে এবং আপনার জাতিয় প্ত্র স্ক্যান করে এবং আপনার হাতে তোলা ছবি টি স্কেন করে upload করে ইন্সটাফরেক্স এর অফিস এ জমা দিতে হবে। এবং second level verify এর জন্য আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট এর একটি ব্যাংক statement নিয়ে স্ক্যান করে upload করে দিতে হবে।

Mas26
2023-10-29, 08:58 AM
ইন্সটাফরেক্স এ অ্যাকাউন্ট ভেয়ারিফাই করতে চাইলে কিছু ডকুমেন্ট লাগবে। প্রথমে আপনার ভোটের আইডি কার্ড টি আপনার হাতে নিয়া ছবি তুলবেন যাতে ঐ ছবিতে আপনার হাত, চেহারা, ও ভোটের আইডি কার্ডটি দেখা যায় তার পর এই ছবি টা স্কেন করে আপলোড করবেন আশা করি আপনার অ্যাকাউন্ট টি ভেয়ারিফাই হবে বুজার জন্য একটা ছবি দিলাম দেখলে ভালো হবে।