PDA

View Full Version : কিভাবে ফরেক্স সম্পর্কে জানতে পেরেছেন ?



01797733223
2017-11-04, 06:22 PM
আমি একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার ছিলাম । এবং ফ্রিল্যান্সিং করতাম । এরই মধ্যে বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করার সময় ফরেক্স এর মার্কেটিং দেখতাম । প্রথম অবস্থায় গুরুত্ব না দিলেও একদিন হঠাৎ* কৌতুহল বশতঃ ফরেক্স সম্পর্কে জানতে চেষ্টা করলাম । এবং এর বেসিক গঠন প্রকৃয়া জানার পর থেকে আজ অবধি ফরেক্স মার্কেট এর সাথে জড়িত । এখন ফরেক্স আমার একমাত্র আয়ের উৎ*স । আমি আর অন্য কোনো পেশা গ্রহন করতে চাই না । কেউ আমাকে ১ লক্ষ টাকা মুল্যের চাকুরী অফার করলেও আমি তা করতে ইচ্ছুক না ।

uzzal05
2017-11-13, 11:10 AM
ফরেক্স সম্পর্কে আমি ও কিছু জানতাম না। আমার বন্ধু আমাকে এই বিষয় তথ্য দেয়। আসলে আমার ও অনলাইন এ আয় করার অনেক ইচ্ছা। সেই সাথে পেয়ে গেলান ফরেক্স। আমি মন প্রান দিয়ে ফরেক্স স্টাডি শুরু করে দেই। প্রথমে আমি forexbd.com থেকে ফরেক্স শিখি।

Maria50
2017-11-13, 12:58 PM
আমি ফরেক্স সম্পর্কে কিছু জানতাম না ,আমি ফরেক্স সম্পর্কে আমার এক বড় ভাইয়ের কাছ থেকে জানতে পারছি। সে আমাকে ফরেক্স সম্পর্কে বিস্তারিত জ্ঞান দান করছে। ফরেক্স এ কাজ করতে আমার ভালো লাগে। তারপর আমি বিভিন্ন ওয়েব সাইট থেকে ফরেক্স সম্পর্কে জানতে পারি ।

expkhaled
2017-11-13, 02:29 PM
আমিও ছোট খাট অনলাইনের কাজ করতাম প্রথম প্রথম ফরেক্স এর ব্যপারে শুনেছি কিন্ত কখনও আগ্রহ বোধ করিনি কারণ চিন্তা করতাম অনেক টাকা ইনভেষ্ট করে এ ব্যবসা করতে হয়। কিন্ত ফরেক্স এর ব্যপারে যখন স্টাডি করা শুরু করলাম এবং জানতে পারলাম যে অল্প টাকা ইনভেষ্ট করেও করা যায় তখন থেকে ফরেক্স এর পেছনে লেগেছি এখন আমার সব সময় কাজ করতে ভাল লাগে ফরেক্স এ। চেষ্টা করছি যে কিছু আয় করার। আমার ফরেক্স শেখার একমাত্র রির্সোস ইন্টারনেট।

riponinsta
2017-11-13, 03:12 PM
আমি আগে অনেক বল্গ পরতাম তখন একজন ইন্সটাফরেক্স নিয়ে পোস্ট করে সেই পোস্ট পরে আমি ফরেক্স সম্পর্কে জানতে পারি তখন থেকেই আমি ফরেক্স মার্কেট এর সাথে আছি এখন আমি ফরেক্স মার্কেট এ নিয়মিত লাভ ও করতে পারি তাই আপনি যদি ফরেক্স মার্কেট এর সাথে লেগে থাকতে পারেন তাহলে আপনি একজন সফল ট্রেডার হতে পারবেন ফরেক্স মার্কেট এ

Mahidul84
2017-11-13, 05:45 PM
আমি প্রথমত ফরেক্স সম্পর্কে জানতে পারি আমার এক বড় ভাইয়ের কাছ থেকে এবং তার কাছ থেকেই আমি ফরেক্স মার্কেট সম্পর্কে মোটামুটি প্রায় সব ধরনের তথ্য ও নিউজ এর সাইট সম্পর্কে জ্ঞান অর্জন করি। এবং তার পরামর্শ অনুযায়ী আমি একটা ডেমো অনুশীলন করি এবং সেখানে আমি নিয়মিত ট্রেড করি ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য। এভাবে আমি দীর্ঘ কয়েক মাস ডেমো অনুশীন করি এবং তারপর আবার আমি আমার বড় ভাইয়ের কাছে গিয়ে ফরেক্স মার্কেটে রিয়েল এ্যাকাউন্ট খুলি টাকা ডিপোজিট করার জন্য। এভাবে আমি দীর্ঘ ১ বছর চলার পর ট্রেডিং কৌশলগুলো তার কাছ থেকে শিখে এখান আমি নিজের আমার ট্রেডিং কৌশল পরিচালনা করতে পারি এবং আমি বেশ ভাল সফলতা অর্জন করতে পারছি।

iloveyou
2018-02-25, 09:41 PM
ভাই আমি আমার এক পরিচিত প্রতিবেশি ভাই এক নিকট হতে এই ব্যবসা সম্পর্কে জানতে পারি। তিনি ফ্রিল্যান্সিং করতেন আর আমি পি,টি,সি সাইডে কাজ করতাম। তো রাস্তায় দেখা হলে চায়ের দোকানে বসে আড্ডা দিতে দিতে বিভিন্ন কথাবাত্রায় আমাদের মধ্যে একটা আন্তরিকতার সৃষ্টি হয়, সেই সুরেই ফরেক্সে আসা আরকি।

Grimm
2018-02-25, 10:53 PM
আমি প্রাথমিকভাবে এই ব্যবসা সম্পর্কে জানতে পেরেছি আমার এক বড় ভাই এর মাধ্যমে। তারপর আমি এই ব্যবসা সম্পর্কে তথ্য যোগাড় করার জন্য ইন্টারনেট অনুসন্ধান করতে লাগলাম আর এর প্রেক্ষিতে আমি ইন্সটাফরেক্স এর নামও পেয়ে গেলাম, তারপর আমি এই ব্রোকারে কিছু ডলার বিনিয়োগ করলাম কিন্তু বেশিদিন আমি তা ব্যবহার করতে পারি নাই। কারণ আমি তা সম্পূর্ণ লস করে দিলাম। তারপর আমি এই ব্যবসা সম্পর্কে আরো জ্ঞান বৃদ্ধির জন্য বিভিন্ন ফোরামে ঘুরতে লাগলাম আর এভাবেই আমি এই ব্যবসা সম্পর্কে জানতে পেরেছি।

Mamun13
2018-03-03, 10:41 PM
আমি ফরেক্স মার্কেট সম্পর্কে তথ্য জানতে পেরেছিলাম একটি কম্পিউটার ম্যাগাজিন থেকে৷ চট্টগ্রামের রিপন ভাইয়ের ধারাবাহিক ফরেক্স ট্রেডিং নামক একটি ছোট্ট পর্ব৷সেখানে লেখা ছিল কিভাবে ফরেক্সে ট্রেড করবেন? সেই লেখা থেকে কিছুটা অনুপ্রাণিত হয়েছিলাম তার বেশ কিছুদিন পর কুমিল্লার নাজমুল ভাই কম্পিউটারে forex ট্রেড করছিল সেটা একটু দেখেছিলাম৷ এরপর এক বড় ভাই ফরেক্স ট্রেড করতে পরামর্শ দিয়েছিলেন৷অথচ তখন আমি কোন প্রকার গুরুত্ব দেই নাই৷তারপর অনেকদিন পরে হঠাৎ করেই ইচ্ছে করলো দেখি ফরেক্স মার্কেটে ভালোভাবে সময় কাটানো যায় কিনা এভাবেই ফরেক্স মার্কেটে চলে আসা৷

Sakib42
2020-04-19, 12:15 AM
আমি একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার ছিলাম । এবং ফ্রিল্যান্সিং করতাম । এরই মধ্যে বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করার সময় ফরেক্স এর মার্কেটিং দেখতাম । প্রথম অবস্থায় গুরুত্ব না দিলেও একদিন হঠাৎ* কৌতুহল বশতঃ ফরেক্স সম্পর্কে জানতে চেষ্টা করলাম । এবং এর বেসিক গঠন প্রকৃয়া জানার পর থেকে আজ অবধি ফরেক্স মার্কেট এর সাথে জড়িত । এখন ফরেক্স আমার একমাত্র আয়ের উৎ*স । আমি আর অন্য কোনো পেশা গ্রহন করতে চাই না । কেউ আমাকে ১ লক্ষ টাকা মুল্যের চাকুরী অফার করলেও আমি তা করতে ইচ্ছুক না ।

আমার এক বড় ভাইএর মাধ্যমে উনি একজন অভিজ্ঞ ট্রেডার ইংরেজি ফোরামে তার প্রায় ১০ বছর ট্রেডিং করার অভিজ্ঞতা রয়েছে আমি তার কাজ থেকে জানতে পারি এবং উনি আমাকে সব কিছুর সম্পর্কে অনেক সাহায্য করেছেন

KaziBayzid162
2020-04-19, 01:50 AM
আমি পেশায় একজন চাকরিজীবী কিন্তু আমার ডিউটির পরেও বেশ কিছু অবসর সময় থাকে যেটাকে আমি অবহেলায় না কাটিয়ে চাকরির পাশাপাশি কিছু করার চিন্তা ভাবনা করছিলাম।কিন্তু কি করব সেটা ভেবে পাচ্ছিলাম না এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর আমারই একজন কলিগ কাম বড় ভাই এর কাছ থেকে ফরেক্স সম্পর্কে জানতে পারি এবং অধিক আগ্রহ নিয়ে তার কাছে যাই। অবশ্য সে আমার ধৈর্য পরীক্ষার জন্য দুই মাস পরে তার সঙ্গে এই ব্যাপারে কথা বলার জন্য অনুরোধ করে এবং আমি যথারীতি দুই মাস পরে তার সঙ্গে আবার এই বিষয়ে কথা বলি। আর ঠিক তখনই সে আমাকে এই বিষয়ে অবগত করে এবং অ্যাকাউন্ট ওপেন করে দেয়। সেখান থেকেই আমার ফরেক্স ট্রেডিং এর হাতে খড়ি আর এখন আমি আমার চাকরির পাশাপাশি অবসর সময়ের সদ্ব্যবহার করতে পারছি এবং ফরেক্স মার্কেটে ট্রেড করে মোটামুটি ভালো প্রফিট করতে পারছি। শুধু তাই নয় ভবিষ্যতে ইচ্ছা হচ্ছে আমি যদি ফরেক্স ট্রেডিং থেকে আয় করে আমি আমার আর্থিক চাহিদা পূরণ করতে পারি তাহলে অন্য সমস্ত পেশা বাদ দিয়ে ফরেক্সকে একমাত্র পেশা হিসেবে বেছে নেব।

Suriya Sultana Hira
2020-04-19, 06:49 AM
আমি এই ফরেক্স মার্কেটে একজন নতুন সদস্য । আমার এই ফরেক্স মার্কেটে আসার মাধ্যম হলো আমার বন্ধু । আমি আমার সেই বন্ধুর কাছ থেকে এই ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক কথা শুনেছি,,, প্রথম প্রথম আমি বিশ্বাস করতাম না যে অনলাইনের মাধ্যমে ও ভালো অর্থ আয় করা যায় । কিন্তু আমি যখন তাকে এই ফরেক্স মার্কেট থেকে টাকা উত্তলন করতে দেখলাম ঠিক তার পরপরই আমি এই ফরেক্স মার্কেটে আসার সিদ্ধান্ত নেই এবং চলে ও আসি । এভাবেই আমার এই ফরেক্স মার্কেটের সাথে যুক্ত হওয়া,,,,, ধন্যবাদ ।