Log in

View Full Version : একজন ভালো ট্রেডার কি জন্মগত ভাবেই ভালো ট্ø



01797733223
2017-11-05, 11:15 PM
অনেক ট্রেডার আছে যারা নতুন অবস্থায় অনেক ভালো প্রফিট করে । আবার অনেকে আছে যারা দীর্ঘদিন ট্রেড করেও ভালো উপার্জন করতে পারে না । তাহলে কি ভালো ট্রেডাররা সৃষ্টিকর্তা প্রদত্ত ? আমার দৃষ্টিকোণ থেকে "না" । কারন আপনি যতোই ভালো ট্রেডার হন না কেন, আপনাকে শিখতে হবেই । আর প্রাকটিস এর বিকল্প কোনো পন্থা নেই । তাই লস করে ভাগ্যকে দোষ না দিয়ে , গবেষনা করে দেখুন যে কেন আপনার ট্রেডটি লস হলো , আপনার ভুল কি ছিলো ?

Mahidul84
2017-11-06, 07:15 PM
একথাটি আমি পুরোপুরি মানতে রাজি না কেননা পৃথিবীতে কেউ কোন অভিজ্ঞতা নিয়ে জন্মগ্রহণ করে না বরং অভিজ্ঞতা অর্জন করে নিতে হয়। তাই আমি মনে করি যারা ফরেক্স মার্কেটে ভাল ও পেশাদার ট্রেডার তারা প্রথম অবস্থায় ঠিক আমাদের মতই ছিল। তাদের অভিজ্ঞতা ও দক্ষতাকে ধীরে ধীরে কাজে লাগিয়ে এখন তারা ভাল উপার্জন করতে পারে। তাই আমার বিশ্বাস আপনি যত বেশি ফরেক্স মার্কেটে সময় এবং কৌশল সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞ হয়ে উঠতে পারবেন ততই এখান থেকে ভাল প্রফিট অর্জন করতে পারবেন। এখান থেকে ভাল প্রফিট অর্জন করতে হলে আপনাকে জন্মগতভাবে ট্রেডার হতে হবে না। আপনাকে ট্রেডার হিসেবে গড়ে তুলতে হবে আপনার অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে।

shamim0976
2017-11-06, 11:57 PM
ভাগ্য হয়ত কাউকে কাউকে খুব বেশি সহায়তা করে তাই কেউ কেউ হয়ত নতুন অবস্থায় লাভ করতে পারে কিন্ত দক্ষতা ছাড়া এই লাভের ধারাবাহিকতা অবশ্যই থাকবে না।
ফরেক্স শিখতে হবে শ্রম দিয়ে, মেধা দিয়ে, অধ্যবশায় দিয়ে.. কোন শট-কাট পথ নাই...

Sajib044
2017-11-07, 12:07 AM
কোনো মানুষই জন্মগতভাবে কোনোকিছু শিখে আসে না । অভ্যাস ও পরিশ্রমের দ্বারা তা অর্জন করে নেয়। তেমনি একজন ভালো ট্রেডার জন্মগতভাবে কোনো কিছু নিয়ে আনে না । পরিশ্রম করলে আপনি ও একজন ভারো ট্রেডার হতে পারবেন।

shamim0976
2017-11-07, 07:54 AM
ভাই, তবে সব কিছুর উদ্ধে একটা কথা থাকে... মেধা বলে একটা কথা আছে যাকে একেবারে ইগনোর করা যায় না...
জন্মগত ভাবে মানুষ অনেক কিছু পায়... যেমন চেহারা, সৌন্দর্য ইত্যাদি..
মেধার সাথে পারিবারিক জীণ বা বংশগতির সম্পর্ক থাকা স্বাভাবিক..
কিন্ত মেধার বিকাশ অবশ্যই চর্চার সাথে সম্পর্কযুক্ত

expkhaled
2017-11-07, 01:59 PM
জন্মগত ভাবে কেউ কখনও ট্রেডার নন, তবে মেধার একটা ব্যপার থাকে যেটা অনেকের একটু তারাতারি কাজ করে। আবার কারওটা একটু দেরিতে। ফরেক্স একটি জটিল এবং অত্যান্ত রিস্কি ব্যবসা। এখানে মেধা যতটুকু কাজ করাতে তার চেয়ে বেশী প্রয়োজন প্র্যাকটিস এর প্র্যাকটিস করলে যে, কোন কঠিন বিষয়ও সহজ হয়ে যায়। সুতরাং ফরেক্স আয়ত্ব করতে মেধার সাথে সাথে প্ররিশ্রম, একাগ্রচিত্ততা,ধৈর্য্যর প্রয়োজন। যে টা অনেকের মাঝে থাকে না। তারা ভাগ্যকে দোষারোপ করে।

Mahidul84
2017-11-07, 06:31 PM
জন্মগতভাবে কেউ কোন কাজ শিখে আসে না, কাজ শিখতে হলে নিজের দক্ষতা অভিজ্ঞতা ও কাজের প্রতি প্রচেষ্ঠা থাকতে হবে। এমনকি আপনাকে উক্ত কাজের উপর কঠোর উদ্যমী হয়ে কাজ করার প্রবণতা থাকতে হবে। কঠোর পরিশ্রমী হতে হবে জানার আগ্রহ থাকতে হবে। যদি আপনি ক্রমাগত ফরেক্স মার্কেট সম্পর্কে জানার চেষ্টা করুন এমনকি কিভাবে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হয় আর ট্রেডিং কৌশলগুলো কিভাবে পরিচালনা করা হয়। আর সেবিষয়গুলো আপনি সঠিকভাবে বুঝতে পারেন তাহলে আপনি অবশ্যই ফরেক্স মার্কেটৈ একজন ভাল ট্রেডার বা পেশাদার ট্রেডার হিসেবে পরিচিতি লাভ করতে পারবেন। এমনকি আপনি এই মার্কেট থেকে ভাল প্রফিটও অর্জন করতে পারবেন।

Sajib044
2017-11-08, 08:26 AM
মানুষ তার দক্ষতা বা জ্ঞান জন্মের সময়ই নিয়ে আসে না। ধীরে ধীরে সে তা অর্জন করে নেয়। তেমনি একজন ভালো ট্রেডার জন্মগতভাবেই ভালো নয়। সে ধীরে ধীরে এই ফরেক্স ট্রেড সম্পর্কে জ্ঞান লাভ করেছে এবং এই বিষয়ে দক্ষ হয়ে উঠেছে।

Mahidul84
2017-11-08, 06:32 PM
দক্ষতা নিয়ে কেউ কোন দিন পৃথিবীতে জন্মগ্রহণ করে না বরং জন্মের পর থেকে তার দক্ষতা অভিজ্ঞতা অর্জন করতে হয়। যে ব্যক্তি ধীরে ধীরে নিজের উপর আত্মবিশ্বাস তৈরি করতে পারেন সে একসময় অবশ্যই তার দক্ষতা খাটিয়ে যে কোন অসাধ্য কাজকে সফল করতে পারবে। এবং এভাবেই সে একসময় ধীরে ধীরে অভিজ্ঞতা প্রয়োগ করে ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জনে সক্ষম হয়ে উঠতে পারবেন এটা আমার বিশ্বাস।

uzzal05
2017-11-11, 10:08 AM
আসলে আমি ও প্রথমে না জেনে ভাল প্রফিট করেছি। কিন্তু যতই দিন যাচ্ছে তত বেশি শিখচ্ছি ঠিকই কিন্তু একাউন্ট এ ব্যালেন্স বাড়চ্ছে না। ফরেক্স এ যত বেশি সময় দিব ঠিক তত জ্ঞান অর্জন হইবে। প্রথমে অবসথায় না জেনে বুঝে অনেক লাভ ও করেছি। কিন্তু এই লাভ প্রকৃত লাভ না। কারন আমি সেটা বুঝে লাভ করতে পারি নি।

Mamun13
2017-11-18, 09:38 PM
আমার সর্বোপ্রথম একাউন্টে ব্যালেন্স ছিলো ১০ ডলার আর কোনোও কিচ্ছু না বুঝেই শুধুমাত্র পরীক্ষা মূলক একটা এন্ট্রী করেছিলাম আর তাকিয়ে দেখছিলাম কী হয় ? ৫/৭ মিনিট পরে হঠাৎ করেই একলাফে ৪০ ডলার ইকুইটি হয়েছিলো অর্থাৎ ৩০ ডলারই প্রফিট !!! অথচ আমি তখন বোকা হয়ে বসেছিলাম আর ভাবছিলাম কীভাবে এটা সম্ভব ? এই ভাবে অসংখ্যবার উল্টাপাল্টা ট্রেডে লাভ ও লস করতে করতে শিখেছি৷ফরেক্স মার্কেটে প্রতিষ্ঠিত হতে চাইলে দীর্ঘদিন ব্যাপী ট্রেডিং কৌশলগুলো ডেমো প্র্যাকটিস করে করে আয়ত্ব করতে হবে, অভিজ্ঞতা অর্জন করে নিতে হবে৷এর কোনোও বিকল্প নাই৷

alamsat
2018-12-06, 12:20 PM
ফরেক্স এ নিয়মিত লাভ করতে হলে অবশ্যয় আপনাকে ফরেক্স সম্পর্কে পূর্ণ জ্ঞান অর্জন করতে হবে যদি কেউ প্রাথমিক অবস্থায় ভাল লাভ করতে পারে তার মানে এই নয় যে সে নিয়মিত লাভ করতে পারবে। পরবর্তীতে দেখা যায় সে লাভের চেয়ে লস করছে তার নিয়মিত ফরেক্স এ ট্রেড করতে হলে অবশ্যয় আপনাকে ফরেক্স এ পূর্ণ জ্ঞান অর্জন করে নিজের একটি স্ট্যাটেজি তৈরি করে সেমতে ট্রেড করতে হবে। তাহলে আপনি নিয়মিত প্রফিট ধরে রাখতে পারবেন।

jakaria991
2018-12-08, 12:59 AM
আসসালামুয়ালাইকুম, কোন ট্রেডাররা সৃষ্টিকর্তা প্রদত্ত না । দক্ষতা নিয়ে কেউ কোন দিন পৃথিবীতে জন্মগ্রহণ করে না বরং জন্মের পর থেকে তার দক্ষতা অভিজ্ঞতা অর্জন করতে হয়। অনেক ট্রেডার আছে যারা নতুন অবস্থায় অনেক ভালো প্রফিট করে । আবার অনেকে আছে যারা দীর্ঘদিন ট্রেড করেও ভালো উপার্জন করতে পারে না । এর জন্য আপনাকে জ্ঞান অর্জন করতে হইবে । যদি আপনি ক্রমাগত ফরেক্স মার্কেট সম্পর্কে জানার চেষ্টা করুন এমনকি কিভাবে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হয় আর ট্রেডিং কৌশলগুলো কিভাবে পরিচালনা করা হয়। আর সেবিষয়গুলো আপনি সঠিকভাবে বুঝতে পারেন তাহলে আপনি অবশ্যই ফরেক্স মার্কেটৈ একজন ভাল ট্রেডার বা পেশাদার ট্রেডার হিসেবে পরিচিতি লাভ করতে পারবেন। এমনকি আপনি এই মার্কেট থেকে ভাল প্রফিটও অর্জন করতে পারবেন।

SHARIFfx
2018-12-08, 08:50 AM
আমার মতে না। কারন জন্ম হবার পরে কি আপনি শিক্ষিত? তাই ফরেক্স শিক্ষা নেওয়ার প্রয়োজন। আপনাকে ভালো ট্রেডার হতে হলে প্রথমে ডিমো ট্রেড শিখতে হবে। পরে নেট থেকে বিবিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করতে হবে। দক্ষ ফরেক্স শিক্ষক থেকে ফরেক্স ট্রেড শিখে ফরেক্স করতে হবে।

md mehedi hasan
2018-12-08, 12:07 PM
ফরেক্স মার্কেটে একজন বিগেনার ট্রেডার ফরেক্স সমন্ধে অনাভিজ্ঞ হয়েও আন্দাজে ট্রেড এন্ট্রি নিয়ে হয়তোবা প্রচুর লাভ করতে পারে।তাই বলে ফরেক্স মার্কেটে একজন ট্রেডারকে জন্মগত ভাবে ট্রেডারের সিকৃতি দেওয়া যাবেনা।কারন সে না বুঝে প্রফিট করতে পারে কিন্তু সেই প্রফিট বেশিদিন ধরে রাখতে পারবে না। ফরেক্স মার্কেটে একজন প্রফেশনাল ট্রোডার হতে গেলে কমপক্ষে ৫ বছর সময় দিতে হবে।তাই বনা যেতে পারে একজন ট্রেডার জন্মগত ভাবে কখনো ট্রেডার হতে পারে না।ফরেক্স মার্কেটে একজন প্রফেশনাল ট্রোডার হতে গেলে আপনাকে প্রচুর পড়াশুনা ও প্রাক্টিস করতে হবে।

Grimm
2019-02-10, 08:28 PM
কেউ কখনই জন্মগতভাবে ভাল ট্রেডার বা ভাল অন্য কোন কিছু হয়ে জন্মগ্রহণ করে না। বড় হওয়ার সাথে সাথে তাকে সেটা অর্জন করে নিতে হয়। আর তার জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়। আপনি যদি এই ব্যবসায় ভাল করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই মার্কেটে অনেক পরিশ্রম করতে হবে। কারণ পরিশ্রম ছাড়া আপনি কখনই এই মার্কেটে সফল ট্রেডার হতে পারবেন না। আর সেটার জন্য আপনাকে কিন্তু অনেক সময় ব্যয় করতে হবে। অর্থ্যাৎ আপনি যদি চান অল্প সময়ের মধ্যে সফল হতে তাহলে কিন্তু সেটা কখনই সম্ভব নয়।

TanjirKhandokar1994
2019-02-14, 06:50 AM
আমি প্রথমেই বলবো যে কোন মানুষই কোন কাজে প্রথমেই সফল হতে পারেনা। সে কাজটা যতোটা সহজ হোক বা কঠিন হোক সেটা সে আস্তে আস্তে আয়ত্ত করে। ধীরে ধীরে সে তা অর্জন করে নেয়।তবে অনেক সময় দেখাযায় কেউ কাজটা আগে পারে আর কেউবা একটু পরে এটাই পার্থক্য। তাই আমি মনে করি একজন ভালো ট্রেডার জন্মগতভাবেই ভালো নয়। সে ধীরে ধীরে এই ফরেক্স ট্রেড সম্পর্কে জ্ঞান লাভ করেছে এবং এই বিষয়ে দক্ষ হয়ে উঠেছে।ধন্যবাদ

fxjaman
2019-02-14, 05:33 PM
না ভাই জন্মগতভাবে কেউ কখনোও ভালো ট্রেডার হয়ে জন্ম নেননা। কারন প্রতিটি সফলতার পেছনে রয়েছে মানুষের অক্লান্ত পরিশ্রম ও তাঁর ধৈর্য্যের বহিঃপ্রকাশ। তাই প্রকৃতভাবে যদি কেউ ভাল ট্রেডার হতে চান তাকে অবশ্যই কঠোর পরিশ্রমের মাধ্যমে দক্ষতা, জ্ঞান ও অভিজ্ঞতাসম্পূর্ণ ব্যক্তি হতে হবে।

Fxhuman
2020-04-06, 03:07 AM
মানুষ তার দক্ষতা বা জ্ঞান জন্মের সময়ই নিয়ে আসে না। ধীরে ধীরে সে তা অর্জন করে নেয়। তেমনি একজন ভালো ট্রেডার জন্মগতভাবেই ভালো নয়। সে ধীরে ধীরে এই ফরেক্স ট্রেড সম্পর্কে জ্ঞান লাভ করেছে এবং এই বিষয়ে দক্ষ হয়ে উঠেছে।

DIGITALBABU2020
2020-04-06, 09:08 AM
ভালো ট্রেডাররা জন্মগতভাবেই ভালো এটা ভুল ধারণা। জন্মের পর একজন মানুষ অবুজ শিশু থাকে। এরপর তিলেতিলে বড় হয়*। এরপর শিক্ষা গ্রহণ করে তারপর শিক্ষিত হয়। যদি সে শিক্ষা গ্রহণ না করে তাহলে সে অশিক্ষিতই থেকে যাবে। ফরেক্স এর ক্ষেত্রেও ব্যাপারটা একই। আপনি নিজেকে তখনই দক্ষ হিসেবে গড়ে তুলতে পারবেন যদি আপনার মধ্যে সঠিক দক্ষতা থাকে। দক্ষতা অর্জনের জন্য তাই অবশ্যই আপনাকে উপযুক্ত প্রশিক্ষণ নিতে হবে এবং ট্রেড প্র্যাকটিস করার জন্য দীর্ঘদিন ধরে ডেমো ট্রেডিং করতে হবে। এভাবে আপনি একদিন অবশ্যই দক্ষ ট্রেডার এ পরিণত হবেন।

XXXTentacion
2020-04-06, 12:52 PM
তত বেশি লাভ আপনি এ থেকে পাবেন। এখান থেকে ভাল লাভের জন্য আপনাকে জন্মগত ব্যবসায়ী হতে হবে না। ব্যবসায়ী হিসাবে আপনাকে নিজের অভিজ্ঞতা এবং দক্ষতা তৈরি করতে হবে। জন্মগতভাবে, কেউ ব্যবসায়ী নয়, এমন প্রতিভা রয়েছে যা অনেকের জন্য খুব দ্রুত কাজ করে। কারও একটু দেরি হয়েছে। ফরেক্স একটি জটিল এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্যবসা। এখানে অনুশীলনের কাজ করার জন্য প্রয়োজনীয় প্রতিভার চেয়ে আরও বেশি কঠিন কাজগুলি অনুশীলন করা সহজ হয়ে যায়। ফরেক্সে দক্ষতা অর্জনের জন্য আপনার ধৈর্য, ​​ঘনত্ব, ধৈর্য পাশাপাশি প্রতিভা প্রয়োজন। তা অনেকের মাঝে নেই। তারা ভাগ্যকে দোষ দেয়।

Mahidul84
2020-04-06, 12:52 PM
ভাই পৃথিবীতে কেউ কোন দিন জন্মগত ভাবেই দক্ষ হয়ে আসে না বরং সে দক্ষ হয় তার কর্ম ও জ্ঞান দ্বারা। যদি আপনি আপনার জ্ঞান অভিজ্ঞতা সঠিকভাবে প্রয়োগে সক্ষম হতে পারেন তাহলে অবশ্যই ভবিষ্যতে আপনি সফলভাবে এগোতে পারবেন। আর যদি আপনার কোন অভিজ্ঞতা না প্রয়োগ করে সে কাজে সফল হতে চান তাহলে সে কাজে আপনি কখনই সফল হতে পারবেন না বরং লস করে সেখান থেকে চলে যেতে বাধ্য হবেন। এজন্য আপনি যদি কোন কাজে ভাল সফল হতে চান তাহলে আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। এছাড়াও ধৈর্য্য ও সঠিক মন মানসিকতা নিয়ে সে কাজে এগোতে হবে। তাহলে অবশ্যই আপনি উক্ত কাজে সফল হতে পারবেন এর আগে নয়।

Habibur shaikh
2020-04-06, 12:54 PM
প্রকৃত অর্থে ফরেক্স বাজারে একজন সফল ট্রেডার হওয়ার জন্য পরিশ্রমী হওয়ার বিশেষ প্রয়োজন রয়েছে। এবং সেইসাথে দক্ষতার বিশেষ প্রয়োজন। পরিশ্রম ও দক্ষতা থাকলে ফরেক্স বাজার থেকে খুব সহজেই লাভবান হওয়া যায়.... ধন্যবাদ।

rakib.r
2020-04-06, 01:39 PM
জন্মগত ভাবেই যেমন কেও হাটা শিখে আসে না তেমনি জন্মগত ভাবেই কেও কোন একটা জিনিসে বিশেষ জ্ঞ্যান বুদ্ধি নিয়ে আসে না। হাটা টা যেমন ছোট থেকেই হোঁচট খেয়ে ব্যাথা পেয়ে পেয়ে শিখতে হয় তেমনি ট্রেডিং এর ব্যাপার টাও সেইম। এটা আমাদের শিখে নিতে হয় সময়ের সাথে সাথে। এটা কেও আগে থেকে শিখে আসে না। এখন কথা হচ্ছে কেও আগে শিখে কেও আবার অনেক দিন সময় দেওয়ার পরেও শিখতে পারে না। আপনাকে আসলে বুঝতে হবে যে ফরেক্স সবার জন্য না । সবার বুঝার ক্ষমতা এক না আবার সবার সাইকোলজি ও এক না

FREEDOM
2020-04-06, 06:17 PM
কোনো ট্রেডারই জন্মগডভাবে ভালো ট্রেডার হয়ে জন্মায় না সবাইকেই এই মার্কেটে ভালো করতে হলে শিখে আসতে হবে প্রথমেই। তবে হয়তো মেধাশক্তি বলে একটা কথা আছে অনেকে দ্রুত ভালোভাবে সবকিছু শিখে নিতে পারে আবার অনেকের অনেক বেশি সময় লেগে যায়। তবে যাই হোক ধৈর্য ধরে ভালো করে শিখতে না পারলে ফরেক্সে ভালো করা সম্বভ হবে না।

HASIBURRAHMAN
2020-04-11, 11:50 AM
অনেক ট্রেডার আছে যারা নতুন অবস্থায় অনেক ভালো প্রফিট করে । আবার অনেকে আছে যারা দীর্ঘদিন ট্রেড করেও ভালো উপার্জন করতে পারে না । তাহলে কি ভালো ট্রেডাররা সৃষ্টিকর্তা প্রদত্ত ? আমার দৃষ্টিকোণ থেকে "না" । কারন আপনি যতোই ভালো ট্রেডার হন না কেন, আপনাকে শিখতে হবেই । আর প্রাকটিস এর বিকল্প কোনো পন্থা নেই । তাই লস করে ভাগ্যকে দোষ না দিয়ে , গবেষনা করে দেখুন যে কেন আপনার ট্রেডটি লস হলো , আপনার ভুল কি ছিলো ?

ভালো ট্রেডার হওয়ার জন্য অবশ্যই প্রশিক্ষণের বিকল্প নেই। তবে জন্মগতভাবেই কিছু মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই সফল হয়ে থাকেন। অর্থাৎ সফলতার জন্য যেসব গুণ দরকার জন্মগতভাবে অনেকের মধ্যে সেই গুন গুলো পরিলক্ষিত হয়। সফলতার জন্য অবশ্যই পারিপার্শ্বিক অবস্থার উপর দৃষ্টি রাখা উচিত। যেটা সবাই পারেনা। যদি না তার ভেতর ক্রিয়েটিভিটি না থাকে। সর্বোপরি ভাগ্য আমাদেরকে সব সময় সঙ্গ দেয় না

Md.Moniruzzaman
2020-04-11, 11:58 AM
জন্মগত ভাবে কেউই কোন মহৎ গুণ নিয়ে জন্মায় না।তাকে এই খুনগুলো অর্জন করে নিতে হয়।সে তার পরিবার, সমাজ, রাষ্ট্রের কাছ থেকে এই শিক্ষাগুলো গ্রহণ করে।

smbiplob
2020-04-11, 12:21 PM
এটা কখনই সম্ভব নয় আর ভাই পৃথিবীতে কেউ কোন দিন জন্মগত ভাবেই দক্ষ হয়ে আসে না । কারণ একজন ট্রেডার দক্ষ হয় তার কর্ম , জ্ঞান আর পরিশ্রমের দ্বারা । আপনি যদি আপনার জ্ঞান অভিজ্ঞতা সঠিকভাবে প্রয়োগে করতে পারেন তাহলে আপনি ভবিষ্যতে অবশ্যই সফল হতে পারবেন। জ্ঞান আর অভিজ্ঞতা ছাড়া কারও পক্ষে সফল হওয়া সম্ভব নয় , তাই পরিশ্রম করুন শেখার জন্য সফল হতে পারবেন ।

Hredy
2020-04-25, 06:37 PM
কোনো মানুষই জন্মগতভাবে কোনোকিছু শিখে আসে না । অভ্যাস ও পরিশ্রমের দ্বারা তা অর্জন করে নেয়। তেমনি একজন ভালো ট্রেডার জন্মগতভাবে কোনো কিছু নিয়ে আনে না । পরিশ্রম করলে আপনি ও একজন ভারো ট্রেডার হতে পারবেন।

Runil
2020-04-25, 06:59 PM
দক্ষতা নিয়ে কেউ কোন দিন পৃথিবীতে জন্মগ্রহণ করে না বরং জন্মের পর থেকে তার দক্ষতা অভিজ্ঞতা অর্জন করতে হয়। যে ব্যক্তি ধীরে ধীরে নিজের উপর আত্মবিশ্বাস তৈরি করতে পারেন সে একসময় অবশ্যই তার দক্ষতা খাটিয়ে যে কোন অসাধ্য কাজকে সফল করতে পারবে। এবং এভাবেই সে একসময় ধীরে ধীরে অভিজ্ঞতা প্রয়োগ করে ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জনে সক্ষম হয়ে উঠতে পারবেন এটা আমার বিশ্বাস।

Mas26
2020-04-25, 07:48 PM
জন্মগত ভাবে কেউ কখনও ট্রেডার নন, তবে মেধার একটা ব্যপার থাকে যেটা অনেকের একটু তারাতারি কাজ করে। আবার কারওটা একটু দেরিতে। ফরেক্স একটি জটিল এবং অত্যান্ত রিস্কি ব্যবসা। এখানে মেধা যতটুকু কাজ করাতে তার চেয়ে বেশী প্রয়োজন প্র্যাকটিস এর প্র্যাকটিস করলে যে, কোন কঠিন বিষয়ও সহজ হয়ে যায়। সুতরাং ফরেক্স আয়ত্ব করতে মেধার সাথে সাথে প্ররিশ্রম, একাগ্রচিত্ততা,ধৈর য্যর প্রয়োজন। যে টা অনেকের মাঝে থাকে না। তারা ভাগ্যকে দোষারোপ করে।

sofiz
2020-04-25, 07:58 PM
ফরেক্স মার্কেটে একজন বিগেনার ট্রেডার ফরেক্স সমন্ধে অনাভিজ্ঞ হয়েও আন্দাজে ট্রেড এন্ট্রি নিয়ে হয়তোবা প্রচুর লাভ করতে পারে।তাই বলে ফরেক্স মার্কেটে একজন ট্রেডারকে জন্মগত ভাবে ট্রেডারের সিকৃতি দেওয়া যাবেনা।কারন সে না বুঝে প্রফিট করতে পারে কিন্তু সেই প্রফিট বেশিদিন ধরে রাখতে পারবে না। ফরেক্স মার্কেটে একজন প্রফেশনাল ট্রোডার হতে গেলে কমপক্ষে ৫ বছর সময় দিতে হবে।তাই বনা যেতে পারে একজন ট্রেডার জন্মগত ভাবে কখনো ট্রেডার হতে পারে না।ফরেক্স মার্কেটে একজন প্রফেশনাল ট্রোডার হতে গেলে আপনাকে প্রচুর পড়াশুনা ও প্রাক্টিস করতে হবে।

Kane
2020-04-25, 08:32 PM
জন্মগত ভাবে কেউ কখনও ট্রেডার নন, তবে মেধার একটা ব্যপার থাকে যেটা অনেকের একটু তারাতারি কাজ করে। আবার কারওটা একটু দেরিতে। ফরেক্স একটি জটিল এবং অত্যান্ত রিস্কি ব্যবসা। এখানে মেধা যতটুকু কাজ করাতে তার চেয়ে বেশী প্রয়োজন প্র্যাকটিস এর প্র্যাকটিস করলে যে, কোন কঠিন বিষয়ও সহজ হয়ে যায়। সুতরাং ফরেক্স আয়ত্ব করতে মেধার সাথে সাথে প্ররিশ্রম, একাগ্রচিত্ততা,ধৈর য্যর প্রয়োজন। যে টা অনেকের মাঝে থাকে না। তারা ভাগ্যকে দোষারোপ করে।

Sarder
2020-04-25, 08:46 PM
জন্মগত ভাবে কেউ শিখে আছে না । একজন ভাল ট্রেডার অনেক লাভ ক্ষতি করে ভাল ট্রেডার হয়েছে । সে ফরেক্স এ কাজ করে অনেক অভিজ্ঞতা অর্জন করেছে । কোন জিনিস নিয়ে এক টানা কাজ করলে অবশ্যই এসময় সে কাজ টা আগে চাইতে অনেক ভাল হবে । ধীরে ধীরে অভিজ্ঞতা প্রয়োগ করে ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জনে সক্ষম হয়া যায়

Rokibul7
2020-04-25, 09:34 PM
ফরেক্স মার্কেটে একজন দক্ষ এবং সাফল্য ট্রেডার হতে তাকে অনেক কষ্ট এবং ত্যাগ লস লস এগুলো সম্মুখীন হতে হয় আর এসবের জন্য অবশ্যই ফরেক্স মার্কেটে প্রচুর সময় দিতে হবে এবং ফরেক্স মার্কেটে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে হবে দক্ষ ট্রেডার হতে হলে ফরেক্স মার্কেটে যেসব রুলস আছে সেগুলো ফলো করতে হবে মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে এসবই একজন দক্ষ ট্রেডার এর গুণাবলী

IslamMdMerajul
2020-04-25, 09:49 PM
জন্মগত ভাবেই আমরা কোন কিছু শিখে বা বুঝে আসি না। তেমনি ফরেক্স মার্কেটের কাজ কেউ জন্মগতভাবে এই প্রশিক্ষণ নিয়ে আসেনি। এখন মানুষ অনলাইনের মাধ্যমে আর্থিক ভাবে স্বাবলম্বী হওয়ার জন্য নানা ধরনের কাজ করে থাকে। তার ভিতরে ফরেক্স একটি ওয়ার্ল্ডওয়াইড ব্যবসায়ীক প্রতিষ্ঠান। যেখানে অল্প সময় ব্যয় করে অনেক প্রফিট ইনকাম করা সম্ভব হয়। যার ফলে মানুষ আর্থিকভাবে লাভবান হচ্ছে। কোন কাজ করতে গেলে শেখার প্রয়োজন আছে। তেমনি ফরেক্স শিখতে হবে জানতে হবে বুঝতে হবে। তাহলে হয়তোবা একসময় সফল ট্রেডার হওয়া সম্ভব হয়।

Dibakar Biswas
2020-04-25, 10:03 PM
ফরেক্সে অনেকে নতুন অবস্থায়ই প্রফিট করে আবার অনেকে দীর্ঘদিন ট্রেড করেও প্রফিট করতে পারে ন। যে পারে তার ভাগ্য ও জ্ঞান দুটোই ভালে আর যে পারে না তার কপাল মন্দ। প্রফিট করার জন্য নতুন আর পুরাতনের বিষয় যুক্ত করে লাভ নেই। যে ভালো করে এনালাইসিস করতে পারে সে আজ না হোক কাল প্রফিট করবেই। তাই আগে ভালো করে জানতে হবে তারপরে ট্রেড করতে হবে।

Suriya Sultana Hira
2020-04-25, 10:31 PM
জন্মগত ভাবে কেউ কোনো প্রকার শিক্ষা নিয়ে পৃথিবীতে আসে না । সবাই ধীরে ধীরে বড়ো হওয়ার মধ্যে ভালো শিক্ষা বা অভিজ্ঞতা অর্জন করে থাকে । তাই ফরেক্স মার্কেটে ও কেউ নতুন অবস্থাতে ভালো অভিজ্ঞতা নিয়ে আসে না,,, ধীরে ধীরে তাকে ফরেক্স মার্কেটের সকল প্রকার কৌশল অবলম্বন করতে হয় । আর এসব কৌশল অবলম্বন করার একমাত্র পন্থা হলো ডেমো ট্রেডিং প্রাকটিস এবং বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে ভিডিও দেখে ভালো অভিজ্ঞতা অর্জন করা,,,,,, ধন্যবাদ ।

Lubna1212
2020-05-28, 10:32 PM
আমি এই সত্যের আলোকে একেবারেই একমত হই না যে গ্রহটির কেউই কোনও অভিজ্ঞতা নিয়ে বিশ্বে আনা হয় নি তবে বোঝার দরকার নেই। সুতরাং আমি মনে করি যে ব্যক্তিরা ফরেক্স শোকেসে গ্রহণযোগ্য এবং দক্ষ ব্যবসায়ীগণ কোনও ক্ষেত্রে আমাদের মতোই ছিলেন। তারা এখন তাদের অভিজ্ঞতা এবং দক্ষতা প্রয়োগ করে কিছুটা হলেও উন্নত করতে সক্ষম হবে। সুতরাং আমি আপনাকে গ্রহণ করি ফরেক্স শোকেসে আপনি যত বেশি সময় এবং কৌশলতে সক্ষম হয়ে উঠবেন, তত বেশি সুবিধা আপনি এ থেকে তৈরি করার বিকল্প পাবেন। এখান থেকে শালীন সুবিধার্থে আপনার কল্পনা করার কোনও ব্যবসায়ী হওয়ার দরকার নেই। আপনার অভিজ্ঞতা এবং দক্ষতার সাথে আপনাকে বণিক হিসাবে কাজ করতে হবে।

zakia
2020-06-01, 09:02 PM
ভাই পৃথিবীতে কেউ কোন দিন জন্মগত ভাবেই দক্ষ হয়ে আসে না বরং সে দক্ষ হয় তার কর্ম ও জ্ঞান দ্বারা। যদি আপনি আপনার জ্ঞান অভিজ্ঞতা সঠিকভাবে প্রয়োগে সক্ষম হতে পারেন তাহলে অবশ্যই ভবিষ্যতে আপনি সফলভাবে এগোতে পারবেন। আর যদি আপনার কোন অভিজ্ঞতা না প্রয়োগ করে সে কাজে সফল হতে চান তাহলে সে কাজে আপনি কখনই সফল হতে পারবেন না বরং লস করে সেখান থেকে চলে যেতে বাধ্য হবেন। এজন্য আপনি যদি কোন কাজে ভাল সফল হতে চান তাহলে আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। ফরেক্স মার্কেটে একজন প্রফেশনাল ট্রোডার হতে গেলে কমপক্ষে ৫ বছর সময় দিতে হবে।তাই বলা যেতে পারে একজন ট্রেডার জন্মগত ভাবে কখনো ট্রেডার হতে পারে না।ফরেক্স মার্কেটে একজন প্রফেশনাল ট্রোডার হতে গেলে আপনাকে প্রচুর পড়াশুনা ও প্রাক্টিস করতে হবে।

Shohedulla2
2020-06-03, 09:55 AM
একজন ভাল ট্রেডার কখনো জন্মগতভাবে ভালো ট্রেডিং করতে পারে না কারণ ভুল করে শেখার জায়গা যার জন্য ডেমো ট্রেডিং দেয়া হয়েছে এখানে ভুল করে শিখবেন। এবং ভুল করে করে একসময় সফল এবং বড় ট্রেডার হতে পারবেন।

IFXmehedi
2020-06-03, 10:53 AM
অনেক ট্রেডার আছে যারা নতুন অবস্থায় অনেক ভালো প্রফিট করে । আবার অনেকে আছে যারা দীর্ঘদিন ট্রেড করেও ভালো উপার্জন করতে পারে না । তাহলে কি ভালো ট্রেডাররা সৃষ্টিকর্তা প্রদত্ত ? আমার দৃষ্টিকোণ থেকে "না" । কারন আপনি যতোই ভালো ট্রেডার হন না কেন, আপনাকে শিখতে হবেই । আর প্রাকটিস এর বিকল্প কোনো পন্থা নেই । তাই লস করে ভাগ্যকে দোষ না দিয়ে , গবেষনা করে দেখুন যে কেন আপনার ট্রেডটি লস হলো , আপনার ভুল কি ছিলো ?

ভাই জন্মগতভাবে কেউ কখনো ভালো ট্রেডার হয়ে জন্মায় না । ভালো ট্রেডার হতে হলে আপনাকে অবশ্যই পরিশ্রম এবং ধৈর্য ধারণ করতে হবে। আসলে পরিশ্রমের পাশাপাশি যদি আপনার ধৈর্য্য না থাকে তাহলে কিন্তু ফরেক্স মার্কেটে সফল হতে পারবেন না।তাই ভালো ট্রেডার হতে হলে আপনাকে প্রচুর পরিমাণে অনুশীলন করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এবং যে বিষয়গুলো শিখবেন সেগুলো ডেমো অ্যাকাউন্টে সঠিকভাবে কাজে লাগাতে হবে তাহলেই আপনি ধীরে ধীরে ফরেক্স ট্রেডিং সম্পর্কে আপনার জ্ঞান কে বৃদ্ধি করতে পারবেন।আর যখন আপনি ভালভাবে মার্কেট অ্যানালাইসিস করতে পারবেন তখনই আপনি একজন ভাল ট্রেডার হয়ে যাবেন।

KF84
2020-06-22, 04:21 AM
ফরেক্স একটি জটিল এবং অত্যান্ত রিস্কি ব্যবসা । এখানে মেধা যতটুকু কাজ করাতে তার চেয়ে বেশী প্রয়োজন প্র্যাকটিস এর প্র্যাকটিস করলে যে, কোন কঠিন বিষয়ও সহজ হয়ে যায় । সুতরাং ফরেক্স আয়ত্ব করতে মেধার সাথে সাথে প্ররিশ্রম, একাগ্রচিত্ততা, নিমানুবরতিতা আর ধৈর্যের বেশি প্রয়োজন । যে টা অনেকের মাঝে থাকে না । ফলে তারা ভাগ্যকে দোষারোপ করে আবার কেউ ফরেক্সকে দোষারোপ করে ।

konok
2020-06-22, 04:45 AM
একথাটি আমি পুরোপুরি মানতে রাজি না। পৃথিবীতে কেউ কোন অভিজ্ঞতা নিয়ে জন্মগ্রহণ করে না বরং অভিজ্ঞতা অর্জন করে নিতে হয়। তাই আমি মনে করি যারা ফরেক্স মার্কেটে ভাল ও পেশাদার ট্রেডার তারা প্রথম অবস্থায় ঠিক আমাদের মতই ছিল। তাদের অভিজ্ঞতা ও দক্ষতাকে ধীরে ধীরে কাজে লাগিয়ে এখন তারা ভাল উপার্জন করতে পারে। ফরেক্স মার্কেটে সময় এবং কৌশল সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞ হয়ে উঠতে পারবেন ততই এখান থেকে ভাল প্রফিট অর্জন করতে পারবেন। ফরেক্স আয়ত্ব করতে মেধার সাথে সাথে প্ররিশ্রম, একাগ্রচিত্ততা,ধৈর য্যর প্রয়োজন।

Sakib42
2020-06-24, 01:40 AM
অনেক ট্রেডার আছে যারা নতুন অবস্থায় অনেক ভালো প্রফিট করে । আবার অনেকে আছে যারা দীর্ঘদিন ট্রেড করেও ভালো উপার্জন করতে পারে না । তাহলে কি ভালো ট্রেডাররা সৃষ্টিকর্তা প্রদত্ত ? আমার দৃষ্টিকোণ থেকে "না" । কারন আপনি যতোই ভালো ট্রেডার হন না কেন, আপনাকে শিখতে হবেই । আর প্রাকটিস এর বিকল্প কোনো পন্থা নেই । তাই লস করে ভাগ্যকে দোষ না দিয়ে , গবেষনা করে দেখুন যে কেন আপনার ট্রেডটি লস হলো , আপনার ভুল কি ছিলো ?

আপনার মন্তব্য এর সাথে এক মত হতে পারলাম না, পৃথিবীতে কেও e জন্ম গত ভাবে প্রতিভা নিয়ে জন্মায় না সবাইকে যার পরিশ্রম দিয়ে তার ভাগ্য কে বদলাতে হয় দুই একজন ইউনিক থাকে।
প্রথম ট্রেড যারা প্রফিট করে তারা ভালো মত এক্সপেরিয়েন্স ট্রেডার দের ফলো করে ট্রেড করে কিংবা তারা মনের মত ট্রেড করে যেইটা তাদের ভাগ্য এর সাথে মিলে যায়,অন্যদিকে যারা অভিজ্ঞ ট্রেডার তাদের লস খাবার কারণ হলো তারা ভালো মত মার্কেট অ্যানালাইসিস না করে উল্টা পাল্টা ট্রেড করে তাই তাদের ব্যালান্স শূন্য হয়ে যায়।

muslima
2020-07-11, 03:04 AM
ফরেক্স মার্কেটে একজন ট্রেডারকে জন্মগত ভাবে ট্রেডারের সিকৃতি দেওয়া যাবেনা।কারন সে না বুঝে প্রফিট করতে পারে কিন্তু সেই প্রফিট বেশিদিন ধরে রাখতে পারবে না। ফরেক্স মার্কেটে একজন প্রফেশনাল ট্রোডার হতে গেলে কমপক্ষে ৫ বছর সময় দিতে হবে। আপনি যদি কোন কাজে ভাল সফল হতে চান তাহলে আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। এছাড়াও ধৈর্য্য ও সঠিক মন মানসিকতা নিয়ে সে কাজে এগোতে হবে। তাহলে অবশ্যই আপনি উক্ত কাজে সফল হতে পারবেন এর আগে নয়।

uzzal05
2020-07-11, 05:07 AM
ফরেক্স ট্রেড করলে ইমোশনাল হওয়া যাবে না। কারন এখানে ইমোশনাল হলে কখনোই প্রফিট করা যাবে না। ফরেক্স হচ্ছে সাইকোলজিক্যাল বিষয়। সব সময় মার্কেট এ ট্রেড দেওয়া যাবে না। মার্কেট এ একটি ট্রেড নেওয়ার জন্য আমাদের ধৈর্য্য ধরে থাকতে হবে।

Mahmud1984fx
2020-07-11, 06:49 AM
আল্লাহ তায়ালা মহাগ্রন্থ আল কুরআনে বলেছেন- ”আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না,যতক্ষণ না সেই জাতি নিজেই নিজের ভাগ্য পরিবর্তন করে” । যে কোন পরিবর্তনের জন্য প্রথমে মানুষকেই উদ্যেগ নিতে হবে। মানুষ তার ভূল পদক্ষেপ বা সঠিক কাজের কারণেই দুর্ভাগ্য ও সৌভাগ্যের পথ প্রশস্ত করে। তাকদীর বা ভাগ্য হলো এমন একটি বিষয় যা আল্লাহর সামগ্রিক ইচ্ছা এবং মানুষের সীমাবদ্ধ ইচ্ছার দ্বারা পরিবর্তনশীল। সুতরাং আমরা ফরেক্স সম্পর্কে যত বেশী জানব এবং চেষ্টা করব ততই ভাল কিছু করতে পারব। ধন্যবাদ।

MdRubelShaikh
2020-07-11, 08:37 AM
জন্মগতভাবে কোন ট্রেডার ভালো হতে পারেনা।তবে প্রথম থেকে আমাদেরকে ফরেক্স ব্যবসা ভালো করে শিখতে হবে।আমরা প্রথমে কিছু প্রফিট জরতে পারলেই মনে করি আমি সবকিছুু শিখেগেছি আসলে লাভ করলেই হবেনা।আপনাকে ফরেক্স ব্যবসা শিখতে হবে।

Hredy
2020-07-11, 10:19 AM
জন্মগত ভাবে কেউ কখনও ট্রেডার নন, তবে মেধার একটা ব্যপার থাকে যেটা অনেকের একটু তারাতারি কাজ করে। আবার কারওটা একটু দেরিতে। ফরেক্স একটি জটিল এবং অত্যান্ত রিস্কি ব্যবসা। এখানে মেধা যতটুকু কাজ করাতে তার চেয়ে বেশী প্রয়োজন প্র্যাকটিস এর প্র্যাকটিস করলে যে, কোন কঠিন বিষয়ও সহজ হয়ে যায়। সুতরাং ফরেক্স আয়ত্ব করতে মেধার সাথে সাথে প্ররিশ্রম, একাগ্রচিত্ততা,ধৈর য্যর প্রয়োজন। যে টা অনেকের মাঝে থাকে না। তারা ভাগ্যকে দোষারোপ করে।

Hredy
2020-07-11, 10:19 AM
একথাটি আমি পুরোপুরি মানতে রাজি না। পৃথিবীতে কেউ কোন অভিজ্ঞতা নিয়ে জন্মগ্রহণ করে না বরং অভিজ্ঞতা অর্জন করে নিতে হয়। তাই আমি মনে করি যারা ফরেক্স মার্কেটে ভাল ও পেশাদার ট্রেডার তারা প্রথম অবস্থায় ঠিক আমাদের মতই ছিল। তাদের অভিজ্ঞতা ও দক্ষতাকে ধীরে ধীরে কাজে লাগিয়ে এখন তারা ভাল উপার্জন করতে পারে। ফরেক্স মার্কেটে সময় এবং কৌশল সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞ হয়ে উঠতে পারবেন ততই এখান থেকে ভাল প্রফিট অর্জন করতে পারবেন। ফরেক্স আয়ত্ব করতে মেধার সাথে সাথে প্ররিশ্রম, একাগ্রচিত্ততা,ধৈর ��য্যর প্রয়োজন।

milu
2020-08-25, 10:20 AM
তত বেশি লাভ আপনি এ থেকে পাবেন। এখান থেকে ভাল লাভের জন্য আপনাকে জন্মগত ব্যবসায়ী হতে হবে না। ব্যবসায়ী হিসাবে আপনাকে নিজের অভিজ্ঞতা এবং দক্ষতা তৈরি করতে হবে। জন্মগতভাবে, কেউ ব্যবসায়ী নয়, এমন প্রতিভা রয়েছে যা অনেকের জন্য খুব দ্রুত কাজ করে। এটা কেও আগে থেকে শিখে আসে না। এখন কথা হচ্ছে কেও আগে শিখে কেও আবার অনেক দিন সময় দেওয়ার পরেও শিখতে পারে না। আপনাকে আসলে বুঝতে হবে যে ফরেক্স সবার জন্য না । সবার বুঝার ক্ষমতা এক না আবার সবার সাইকোলজি ও এক না।

anikhasan
2020-08-25, 11:00 AM
কোন মানুষ জন্ম নিয়েই জ্ঞানী হয় না। জ্ঞানী হতে হলে তাকে অনেক পরিশ্রম করতে হবে। ফরেক্স মার্কেট ক্ষেত্রে ও তাই এখানে কাজ করতে হবে সময় দিতে হবে ভাল ট্রেডার্সএর কাছ পরামর্শ নিতে হবে। তাই জন্মগত ভাবে কেউ ভাল ট্রেডার্স হয় না। ভাল ট্রেডার্স হতে হলে পরিশ্রম করা প্রয়োজন।

forexmastersharif
2020-08-25, 11:12 AM
পরিশ্রম ও দক্ষতা থাকলে ফরেক্স মার্কেটে খুব সহজে লাভবান হওয়া যায়।একজন ভাল ট্রেডার হতে হলে ফরেক্স দুই থেকে তিন বছর নিয়মিত সময় দিতে হবে। অভিজ্ঞতা ছাড়া কেউ ভালো ট্রেডার হতে পারেনা। তাই জন্মগত ভাবে কেউ কিছুই শিখতে পারে না। তাই বলা যায় চেষ্টার মাধ্যমে সব কিছু করা সম্ভব।

Soh1952
2020-08-25, 11:13 AM
ট্রেডারই জন্মগডভাবে ভালো ট্রেডার হয়ে জন্মায় না সবাইকেই এই মার্কেটে ভালো করতে হলে শিখে আসতে হবে প্রথমেই। তবে হয়তো মেধাশক্তি বলে একটা কথা আছে অনেকে দ্রুত ভালোভাবে সবকিছু শিখে নিতে পারে আবার অনেকের অনেক বেশি সময় লেগে যায়। তেমনি একজন ভালো ট্রেডার জন্মগতভাবে কোনো কিছু নিয়ে আনে না । পরিশ্রম করলে আপনি ও একজন ভারো ট্রেডার হতে পারবেন।

jimislam
2020-08-25, 11:25 AM
ফরেক্স মার্কেটে একজন বিগেনার ট্রেডার ফরেক্স সমন্ধে অনাভিজ্ঞ হয়েও আন্দাজে ট্রেড এন্ট্রি নিয়ে হয়তোবা প্রচুর লাভ করতে পারে।তাই বলে ফরেক্স মার্কেটে একজন ট্রেডারকে জন্মগত ভাবে ট্রেডারের সিকৃতি দেওয়া যাবেনা। সুতরাং ফরেক্স আয়ত্ব করতে মেধার সাথে সাথে প্ররিশ্রম, একাগ্রচিত্ততা,ধৈর ��য্যর প্রয়োজন। যে টা অনেকের মাঝে থাকে না। তারা ভাগ্যকে দোষারোপ করে।

FRK75
2020-10-27, 10:01 AM
ফরেক্স মার্কেটে একজন ট্রেডারকে জন্মগত ভাবে ট্রেডারের সিকৃতি দেওয়া যাবেনা।কারন সে না বুঝে প্রফিট করতে পারে কিন্তু সেই প্রফিট বেশিদিন ধরে রাখতে পারবে না। ফরেক্স মার্কেটে একজন প্রফেশনাল ট্রোডার হতে গেলে কমপক্ষে ৫ বছর সময় দিতে হবে।তাই বনা যেতে পারে একজন ট্রেডার জন্মগত ভাবে কখনো ট্রেডার হতে পারে না।ফরেক্স মার্কেটে একজন প্রফেশনাল ট্রোডার হতে গেলে আপনাকে প্রচুর পড়াশুনা ও প্রাক্টিস করতে হবে।

samun
2020-10-27, 10:07 AM
জন্মের পর আমরা যা করি তা আমাদের কিছুই মনে থাকে না। জন্মের পরপরই কেউ যেমন কথা বলতে পারে না তেমনি জন্মগত ভাবে কেউ কোন একটা জিনিসে বিশেষ জ্ঞ্যান বুদ্ধি নিয়ে আসে না। হাটা টা যেমন ছোট থেকেই হোঁচট খেয়ে ব্যাথা পেয়ে পেয়ে শিখতে হয় তেমনি ট্রেডিং এর ব্যাপার টাও সেইম। এটা আমাদের শিখে নিতে হয় সময়ের সাথে সাথে। এটা কেও আগে থেকে শিখে আসে না। এখন কথা হচ্ছে কেও আগে শিখে কেও আবার অনেক দিন সময় দেওয়ার পরেও শিখতে পারে না। আপনাকে আসলে বুঝতে হবে যে ফরেক্স সবার জন্য না । সবার বুঝার ক্ষমতা এক না আবার সবার সাইকোলজি ও এক হয় না।

Sid
2020-10-27, 10:16 AM
অভিজ্ঞতা অর্জন করে নিতে হয়। তাই
আমি মনে করি যারা ফরেক্স মার্কেটে ভাল ও
পেশাদার ট্রেডার তারা প্রথম অবস্থায় ঠিক
আমাদের মতই ছিল। তাদের অভিজ্ঞতা ও দক্ষতাকে
ধীরে ধীরে কাজে লাগিয়ে এখন তারা ভাল
উপার্জন করতে পারে। তাই আমার বিশ্বাস আপনি
যত বেশি ফরেক্স মার্কেটে সময় এবং কৌশল
সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞ হয়ে উঠতে পারবেন ততই
এখান থেকে ভাল প্রফিট অর্জন করতে পারবেন।
এখান থেকে ভাল প্রফিট অর্জন করতে হলে
আপনাকে জন্মগতভাবে ট্রেডার হতে হবে না।
আপনাকে ট্রেডার হিসেবে গড়ে তুলতে হবে আপনার
অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে।

Sun
2020-11-12, 12:20 PM
মানুষ তার দক্ষতা বা জ্ঞান জন্মের সময়ই নিয়ে আসে না। ধীরে ধীরে সে তা অর্জন করে নেয়। তেমনি একজন ভালো ট্রেডার জন্মগতভাবেই ভালো নয়। সে ধীরে ধীরে এই ফরেক্স ট্রেড সম্পর্কে জ্ঞান লাভ করেছে এবং এই বিষয়ে দক্ষ হয়ে উঠেছে।

sss21
2020-11-21, 07:26 PM
প্রকৃত অর্থে ফরেক্স বাজারে একজন সফল ট্রেডার হওয়ার জন্য পরিশ্রমী হওয়ার বিশেষ প্রয়োজন রয়েছে। এবং সেইসাথে দক্ষতার বিশেষ প্রয়োজন। পরিশ্রম ও দক্ষতা থাকলে ফরেক্স বাজার থেকে খুব সহজেই লাভবান হওয়া যায়.... ধন্যবাদ।

ABDUSSALAM2020
2020-11-21, 10:31 PM
একজন ভালো ট্রেডার কি জন্মগত ভাবেই ভালো ট্ø
অনেক ট্রেডার আছে যারা নতুন অবস্থায় অনেক ভালো প্রফিট করে । আবার অনেকে আছে যারা দীর্ঘদিন ট্রেড করেও ভালো উপার্জন করতে পারে না । তাহলে কি ভালো ট্রেডাররা সৃষ্টিকর্তা প্রদত্ত ? আমার দৃষ্টিকোণ থেকে "না" । কারন আপনি যতোই ভালো ট্রেডার হন না কেন, আপনাকে শিখতে হবেই । আর প্রাকটিস এর বিকল্প কোনো পন্থা নেই । তাই লস করে ভাগ্যকে দোষ না দিয়ে , গবেষনা করে দেখুন যে কেন আপনার ট্রেডটি লস হলো , আপনার ভুল কি ছিলো ?সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

Tariq
2020-11-21, 10:37 PM
আমার মতে না। কারন জন্ম হবার পরে কি আপনি শিক্ষিত? তাই ফরেক্স শিক্ষা নেওয়ার প্রয়োজন। আপনাকে ভালো ট্রেডার হতে হলে প্রথমে ডিমো ট্রেড শিখতে হবে। পরে নেট থেকে বিবিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করতে হবে। দক্ষ ফরেক্স শিক্ষক থেকে ফরেক্স ট্রেড শিখে ফরেক্স করতে হবে।

OLIYOURRAHMAN2021
2020-11-21, 11:03 PM
অবশ্যই না একজন ফরেক্স ট্রেডার কোনভাবে জন্মগতভাবে অভিজ্ঞ না। কারণ যে যত ফরেক্স সম্পর্কে ভালো ধারণা নিবে এবং ভালো স্টাডি করবে সে তত ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করবে। ফরেক্স মার্কেট এ রকম একটি মার্কেট যে মার্কেটে টিকে থাকতে হলে এবং আর্ন করতে হলে ফরেক্স সম্পর্কে খুঁটিনাটি বিষয়গুলো জানতে হয়। আর যার যত ফরেক্স মার্কেট সম্পর্কে আগ্রহ বেশি তার তত অভিজ্ঞতা থাকবে ফরেক্স মার্কেট সম্পর্কে এবং ফরেক্স মার্কেট নিয়ে কথা বলতে স্টাডি করতে।

Starship
2020-11-21, 11:15 PM
মানুষ জন্ম থেকেই কোন বিষয়ে এক্সপার্ট বা অভিজ্ঞ হয়ে আসেন না। তাকে তবে সে ধৈর্যের সঙ্গে দক্ষতার সাথে আয়ত্ত করে নিতে হয়। কোন ব্যক্তির সফলতা বা ব্যর্থতা তার কর্মের উপর নির্ভর করে। তার কোন বিষয় শেখার আগ্রহ বা অর্জন করো মনোবল থাকে তাহলে সে তবে সে সফলতা অর্জন করতে সক্ষম হবে। বিশেষ করে ফরেক্স এমন একটি বিষয় যেখানে অভিজ্ঞতা ও ধৈর্য ও অনুশীলন এর মাধ্যমে সফলতা অর্জন করা যায়। সফলতা অর্জন করতে হলে অবশ্যই ধৈর্য ধরে ও অনুশীলনের মাধ্যমে অর্জন করতে হবে।

FRK75
2021-06-27, 02:15 PM
একজন বিগেনার ট্রেডার ফরেক্স সমন্ধে অনাভিজ্ঞ হয়েও আন্দাজে ট্রেড এন্ট্রি নিয়ে হয়তোবা প্রচুর লাভ করতে পারে।তাই বলে ফরেক্স মার্কেটে একজন ট্রেডারকে জন্মগত ভাবে ট্রেডারের সিকৃতি দেওয়া যাবেনা।কারন সে না বুঝে প্রফিট করতে পারে কিন্তু সেই প্রফিট বেশিদিন ধরে রাখতে পারবে না। ফরেক্স মার্কেটে একজন প্রফেশনাল ট্রোডার হতে গেলে কমপক্ষে ৫ বছর সময় দিতে হবে।তাই বনা যেতে পারে একজন ট্রেডার জন্মগত ভাবে কখনো ট্রেডার হতে পারে না।ফরেক্স মার্কেটে একজন প্রফেশনাল ট্রোডার হতে গেলে আপনাকে প্রচুর পড়াশুনা ও প্রাক্টিস করতে হবে।

EmonFX
2021-06-27, 08:46 PM
অনেক ট্রেডার আছে যারা নতুন অবস্থায় অনেক ভালো প্রফিট করে । আবার অনেকে আছে যারা দীর্ঘদিন ট্রেড করেও ভালো উপার্জন করতে পারে না । তাহলে কি ভালো ট্রেডাররা সৃষ্টিকর্তা প্রদত্ত ? আমার দৃষ্টিকোণ থেকে "না" । কারন আপনি যতোই ভালো ট্রেডার হন না কেন, আপনাকে শিখতে হবেই । আর প্রাকটিস এর বিকল্প কোনো পন্থা নেই । তাই লস করে ভাগ্যকে দোষ না দিয়ে , গবেষনা করে দেখুন যে কেন আপনার ট্রেডটি লস হলো , আপনার ভুল কি ছিলো ?

এই মার্কেটে কেউ পুরোপুরি অভিজ্ঞ হয়েই ট্রেডিং শুরু করে না। মার্কেট এনালাইসিস ও ট্রেডিং এর মাধ্যমে ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জিত হয়। ফরেক্স ট্রেডিং দক্ষতা কোন ঐশ্বরিক বা জন্মগত ক্ষমতা নয়। এটা ধীরে ধীরে অর্জন করতে হয়।আপনি ফরেক্সকে যতখানি দিবেন তার কয়েক গুণ ফরেক্স আপনাকে ফেরত দিবে। ফরেক্স মার্কেট এ সময় দিলে বা পরিশ্রম করলে তার ফল কখনো বৃথা যায়নি। তার সব থেকে বড় উদাহরণ হল আজকের ফরেক্স মার্কেটে সফল ট্রেডাররা। যারা এখানে প্রচুর সময় দিয়েছেন এবং পরিশ্রম করেছেন তারা আজ ফরেক্স মার্কেটে দক্ষতা অর্জন করে সফল ট্রেডার এ পরিণত হয়েছেন এবং প্রচুর পরিমাণে উপার্জন করছেন। প্রত্যেক মানুষকেই জীবিকা নির্বাহের জন্য বা জীবিকা সন্ধানের জন্য কোন না কোন কর্ম করতেই হয়। ফরেক্স ট্রেডিংকে সেই কর্ম হিসেবে নিলে তা কখনো বৃথা যাবার নয়। জীবিকার পথ হিসেবে ফরেক্স ট্রেডিং একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। বর্তমান প্রেক্ষাপটে জীবিকা উপার্জনের জন্য কেউ যদি ফরেক্স ট্রেডিং কে বেছে নেয় তাহলে আমি বলব সেটা অবশ্যই ওয়াইজ ডিসিশন হবে।

Devdas
2021-07-06, 12:22 PM
না ভাই, একজন ভাল ট্রেডার জন্মগত ভাবেই ভাল হয় না। একজন ভাল ট্রেডার তখনই হয় যার অনেক পরিশ্রম ও ধৈর্য্য ধরে ফরেক্স অনেক সময় দিয়ে ফরেক্স এর জ্ঞান ও দক্ষতা অর্জন করে তারপর ফরেক্স এ ভাল হয়। চাইলে আপনি অনেক সময় নিয়ে ফরেক্স করুন এবং ফরেক্স এর সকল বিষয় গুলো জ্ঞান, দক্ষতা অর্জন করুন দেখবেন আপনি ফরেক্স এর ভাল প্রফিট ও সাফলতা অর্জন করতে পারবেন।

Mas26
2021-07-06, 05:48 PM
জন্মগত ভাবে কেউ কখনও ট্রেডার নন, তবে মেধার একটা ব্যপার থাকে যেটা অনেকের একটু তারাতারি কাজ করে।
আমি পুরোপুরি মানতে রাজি না কেননা পৃথিবীতে কেউ কোন অভিজ্ঞতা নিয়ে জন্মগ্রহণ করে না বরং অভিজ্ঞতা অর্জন করে নিতে হয়। তাই আমি মনে করি যারা ফরেক্স মার্কেটে ভাল ও পেশাদার ট্রেডার তারা প্রথম অবস্থায় ঠিক আমাদের মতই ছিল। তাদের অভিজ্ঞতা ও দক্ষতাকে ধীরে ধীরে কাজে লাগিয়ে এখন তারা ভাল উপার্জন করতে পারে
আবার কারওটা একটু দেরিতে। ফরেক্স একটি জটিল এবং অত্যান্ত রিস্কি ব্যবসা। এখানে মেধা যতটুকু কাজ করাতে তার চেয়ে বেশী প্রয়োজন প্র্যাকটিস এর প্র্যাকটিস করলে যে, কোন কঠিন বিষয়ও সহজ হয়ে যায়। সুতরাং ফরেক্স আয়ত্ব করতে মেধার সাথে প্ররিশ্রম,একাগ্রচ ত্ততা,ধৈর্য্যর প্রয়োজন। যে টা অনেকের মাঝে থাকে না। তারা ভাগ্যকে দোষারোপ করে।

Smd
2021-09-30, 10:00 PM
ফরেক্স মার্কেটে একজন ট্রেডারকে জন্মগত ভাবে ট্রেডারের সিকৃতি দেওয়া যাবেনা।কারন সে না বুঝে প্রফিট করতে পারে কিন্তু সেই প্রফিট বেশিদিন ধরে রাখতে পারবে না। ফরেক্স মার্কেটে একজন প্রফেশনাল ট্রোডার হতে গেলে কমপক্ষে ৫ বছর সময় দিতে হবে।তাই বনা যেতে পারে একজন ট্রেডার জন্মগত ভাবে কখনো ট্রেডার হতে পারে না।সবাই ধীরে ধীরে বড়ো হওয়ার মধ্যে ভালো শিক্ষা বা অভিজ্ঞতা অর্জন করে থাকে । তাই ফরেক্স মার্কেটে ও কেউ নতুন অবস্থাতে ভালো অভিজ্ঞতা নিয়ে আসে না ধীরে ধীরে তাকে ফরেক্স মার্কেটের সকল প্রকার কৌশল অবলম্বন করতে হয় ।

samun
2021-11-21, 09:51 PM
ফরেক্স একটি জটিল এবং অত্যান্ত রিস্কি ব্যবসা । এখানে মেধা যতটুকু কাজ করাতে তার চেয়ে বেশী প্রয়োজন প্র্যাকটিস এর প্র্যাকটিস করলে যে, কোন কঠিন বিষয়ও সহজ হয়ে যায় । সুতরাং ফরেক্স আয়ত্ব করতে মেধার সাথে সাথে প্ররিশ্রম, একাগ্রচিত্ততা, নিমানুবরতিতা আর ধৈর্যের বেশি প্রয়োজন ।মানুষ তার ভূল পদক্ষেপ বা সঠিক কাজের কারণেই দুর্ভাগ্য ও সৌভাগ্যের পথ প্রশস্ত করে। তাকদীর বা ভাগ্য হলো এমন একটি বিষয় যা আল্লাহর সামগ্রিক ইচ্ছা এবং মানুষের সীমাবদ্ধ ইচ্ছার দ্বারা পরিবর্তনশীল। সুতরাং আমরা ফরেক্স সম্পর্কে যত বেশী জানব এবং চেষ্টা করব ততই ভাল কিছু করতে পারব।

sss21
2022-01-28, 04:04 PM
ফরেক্স মার্কেটে একজন বিগেনার ট্রেডার ফরেক্স সমন্ধে অনাভিজ্ঞ হয়েও আন্দাজে ট্রেড এন্ট্রি নিয়ে হয়তোবা প্রচুর লাভ করতে পারে।তাই বলে ফরেক্স মার্কেটে একজন ট্রেডারকে জন্মগত ভাবে ট্রেডারের সিকৃতি দেওয়া যাবেনা।কারন সে না বুঝে প্রফিট করতে পারে কিন্তু সেই প্রফিট বেশিদিন ধরে রাখতে পারবে না। ফরেক্স মার্কেটে একজন প্রফেশনাল ট্রোডার হতে গেলে কমপক্ষে ৫ বছর সময় দিতে হবে।তাই বনা যেতে পারে একজন ট্রেডার জন্মগত ভাবে কখনো ট্রেডার হতে পারে না।ফরেক্স মার্কেটে একজন প্রফেশনাল ট্রোডার হতে গেলে আপনাকে প্রচুর পড়াশুনা ও প্রাক্টিস করতে হবে।

samun
2022-02-26, 01:34 PM
ফরেক্স মার্কেটে একজন বিগেনার ট্রেডার ফরেক্স সমন্ধে অনাভিজ্ঞ হয়েও আন্দাজে ট্রেড এন্ট্রি নিয়ে হয়তোবা প্রচুর লাভ করতে পারে।তাই বলে ফরেক্স মার্কেটে একজন ট্রেডারকে জন্মগত ভাবে ট্রেডারের সিকৃতি দেওয়া যাবেনা।কারন সে না বুঝে প্রফিট করতে পারে কিন্তু সেই প্রফিট বেশিদিন ধরে রাখতে পারবে না। ফরেক্স মার্কেটে একজন প্রফেশনাল ট্রোডার হতে গেলে কমপক্ষে ৫ বছর সময় দিতে হবে।একজন ট্রেডার জন্মগত ভাবে কখনো ট্রেডার হতে পারে না।ফরেক্স মার্কেটে একজন প্রফেশনাল ট্রোডার হতে গেলে আপনাকে প্রচুর পড়াশুনা ও প্রাক্টিস করতে হবে।

FRK75
2022-11-01, 08:00 PM
ফরেক্স মার্কেটে একজন বিগেনার ট্রেডার ফরেক্স সমন্ধে অনাভিজ্ঞ হয়েও আন্দাজে ট্রেড এন্ট্রি নিয়ে হয়তোবা প্রচুর লাভ করতে পারে।তাই বলে ফরেক্স মার্কেটে একজন ট্রেডারকে জন্মগত ভাবে ট্রেডারের সিকৃতি দেওয়া যাবেনা।কারন সে না বুঝে প্রফিট করতে পারে কিন্তু সেই প্রফিট বেশিদিন ধরে রাখতে পারবে না। ফরেক্স মার্কেটে একজন প্রফেশনাল ট্রোডার হতে গেলে কমপক্ষে ৫ বছর সময় দিতে হবে।তাই বনা যেতে পারে একজন ট্রেডার জন্মগত ভাবে কখনো ট্রেডার হতে পারে না।ফরেক্স মার্কেটে একজন প্রফেশনাল ট্রোডার হতে গেলে আপনাকে প্রচুর পড়াশুনা ও প্রাক্টিস করতে হবে।যদি আপনি আপনার জ্ঞান অভিজ্ঞতা সঠিকভাবে প্রয়োগে সক্ষম হতে পারেন তাহলে অবশ্যই ভবিষ্যতে আপনি সফলভাবে এগোতে পারবেন। আর যদি আপনার কোন অভিজ্ঞতা না প্রয়োগ করে সে কাজে সফল হতে চান তাহলে সে কাজে আপনি কখনই সফল হতে পারবেন না বরং লস করে সেখান থেকে চলে যেতে বাধ্য হবেন। এজন্য আপনি যদি কোন কাজে ভাল সফল হতে চান তাহলে আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। ফরেক্স মার্কেটে একজন প্রফেশনাল ট্রোডার হতে গেলে কমপক্ষে ৫ বছর সময় দিতে হবে।তাই বলা যেতে পারে একজন ট্রেডার জন্মগত ভাবে কখনো ট্রেডার হতে পারে না।ফরেক্স মার্কেটে একজন প্রফেশনাল ট্রোডার হতে গেলে আপনাকে প্রচুর পড়াশুনা ও প্রাক্টিস করতে হবে।

FRK75
2023-11-10, 02:29 PM
জন্মগত ভাবে কেউ শিখে আছে না । একজন ভাল ট্রেডার অনেক লাভ ক্ষতি করে ভাল ট্রেডার হয়েছে । সে ফরেক্স এ কাজ করে অনেক অভিজ্ঞতা অর্জন করেছে । কোন জিনিস নিয়ে এক টানা কাজ করলে অবশ্যই এসময় সে কাজ টা আগে চাইতে অনেক ভাল হবে । ধীরে ধীরে অভিজ্ঞতা প্রয়োগ করে ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জনে সক্ষম হয়া যায়।পৃথিবীতে কেউ কোন দিন জন্মগত ভাবেই দক্ষ হয়ে আসে না বরং সে দক্ষ হয় তার কর্ম ও জ্ঞান দ্বারা। যদি আপনি আপনার জ্ঞান অভিজ্ঞতা সঠিকভাবে প্রয়োগে সক্ষম হতে পারেন তাহলে অবশ্যই ভবিষ্যতে আপনি সফলভাবে এগোতে পারবেন। আর যদি আপনার কোন অভিজ্ঞতা না প্রয়োগ করে সে কাজে সফল হতে চান তাহলে সে কাজে আপনি কখনই সফল হতে পারবেন না বরং লস করে সেখান থেকে চলে যেতে বাধ্য হবেন। এজন্য আপনি যদি কোন কাজে ভাল সফল হতে চান তাহলে আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। ফরেক্স মার্কেটে একজন প্রফেশনাল ট্রোডার হতে গেলে কমপক্ষে ৫ বছর সময় দিতে হবে।তাই বলা যেতে পারে একজন ট্রেডার জন্মগত ভাবে কখনো ট্রেডার হতে পারে না।ফরেক্স মার্কেটে একজন প্রফেশনাল ট্রোডার হতে গেলে আপনাকে প্রচুর পড়াশুনা ও প্রাক্টিস করতে হবে।

Bossking
2023-11-10, 06:53 PM
ফরেক্স মার্কেটে একজন বিগেনার ট্রেডার ফরেক্স সমন্ধে অনাভিজ্ঞ হয়েও আন্দাজে ট্রেড এন্ট্রি নিয়ে হয়তোবা প্রচুর লাভ করতে পারে।তাই বলে ফরেক্স মার্কেটে একজন ট্রেডারকে জন্মগত ভাবে ট্রেডারের সিকৃতি দেওয়া যাবেনা।কারন সে না বুঝে প্রফিট করতে পারে কিন্তু সেই প্রফিট বেশিদিন ধরে রাখতে পারবে না। ফরেক্স মার্কেটে একজন প্রফেশনাল ট্রোডার হতে গেলে কমপক্ষে ৫ বছর সময় দিতে হবে।তাই বনা যেতে পারে একজন ট্রেডার জন্মগত ভাবে কখনো ট্রেডার হতে পারে না।ফরেক্স মার্কেটে একজন প্রফেশনাল ট্রোডার হতে গেলে আপনাকে প্রচুর পড়াশুনা ও প্রাক্টিস করতে হবে।

Mas26
2023-11-11, 09:43 AM
কোনো মানুষই জন্মগতভাবে কোনোকিছু শিখে আসে না,অভ্যাস ও পরিশ্রমের দ্বারা তা অর্জন করে নেয়। তেমনি একজন ভালো ট্রেডার জন্মগতভাবে কোনো কিছু নিয়ে আনে না
পরিশ্রম করলে আপনি ও একজন ভারো ট্রেডার হতে পারবেন।