PDA

View Full Version : ফরেক্স এ কতটুকু সময় দেওয়া উচিৎ



Foyazur
2017-11-16, 01:15 PM
আমার মতে,ফরেক্স মার্কেট এ যতবেশি সময় দেওয়া যায় ততবেশি ফরেক্স বিষয় অবিজ্ঞতা অর্জন করা যায় আর এই অবিজ্ঞতা এবং দক্ষতার মাধমে ট্রেড করতে পারলে অনেক টাকা আয় করা সম্ভব আপনাদের অভিমত কি?

Mahidul84
2017-11-16, 05:31 PM
হ্যা আমি আপনার মতে এক মত পোষণ করি কারণ আমি মনে করি কোন ট্রেডার যদি প্রথম অবস্থায় ফরেক্স মার্কেটে একটু বেশি বা মিনিমাম ৫/৬ ঘন্টা সময় দেয় তাহলে সে খুব তাড়াতাড়ি ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারবে। এছাড়া বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ও টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং সেন্টিমেন্টাল বিষয়গুলো সম্পর্কে আপনাকে দক্ষ হয়ে উঠতে হবে। তবে আপনাকে পাশাপাশি নিয়মিত ডেমো অনুশীলন করতে হবে।

shamim0976
2017-11-16, 07:06 PM
আমিতো ইদানিং বেশ সময় দিচ্ছি ফরেক্স এ। নেশার মতো হয়ে গেছে। ডেমোতো প্যাকটিস করছি, ফোরাম এর পোষ্টিং বোনাস দিয়ে প্যাকটিস করছি। ২/৩ ফোরামে নিয়মিত পোষ্ট পড়ছি এবং এখানে পোষ্ট দিচ্ছি। সময় বেশ কেটে যাচ্ছে। আশা করি আগামী ০৬ মাসের মধ্যে অনেক কিছু শিখতে পারবো।

01797733223
2017-11-16, 08:09 PM
এই ব্যবসাটা সম্পূর্ণ নির্ভর করে সময়ের উপর । আপনি মার্কেটকে সময় দেন, মার্কেট আপনাকে টাকা দেবে সাথে সম্মানও পাবেন সর্বক্ষেত্রে । কারন আমরা কিন্তু সবাই এখানে টাকা উপার্জনের জন্যই এসেছি । সুতরাং এই ব্যবসার প্রতি আমাদের শ্রদ্ধা, ভালবাসা, আন্তরীকতা, আকর্ষণ না থাকে, এবং আমরা যদি সময় দিতে না পারি তাহলে কিছুই হবেনা । সেজন্য বলব ফরেক্স মার্কেটে আমাদের প্রচুর সময় দেওয়া উচিৎ ।

iloveyou
2018-03-03, 12:33 PM
ভাই ফরেক্স মার্কেট থেকে ভাল কিছু পেতে চাইলে, আপনাকে প্রচুর সময় নিয়ে এখানে কাজ করতে হবে। কারন পরিশ্রম ব্যতিত এই মার্কেটে আপনাকে আরও অনেক কিছুই ঢালতে হবে, কাজেই যতটুক সাধ্যে কূলায় আপনি ঠিক ততটুকুই সময় এখানে দিবেন, তবে এক্সট্রা কোন চাপ নিবেন না, এখানে ভাল প্রফিট করতে চাইলে আপনাকে চিন্তামুক্ত এবং ফ্রেস মন নিয়ে মার্কেট এ্যানালাইসিস করতে হবে।

Gforp
2018-03-03, 05:44 PM
আমি ঠিক জানিনা forex একই পরিমাণ সময় দেয়া উচিত তবে আমি 24 ঘন্টা-ই পড়েছে বইসা থাকি রান্নাবান্না আমার বউ করে আর আমি ফরেক্সে ট্রেড করি ফরেক্স এ ট্রেড করার ক্ষেত্রে আমি কোন সময়কে ঠিক কিভাবে নির্ধারণ করি না

Gforp
2018-03-03, 05:47 PM
ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে সকালে দুপুরে এবং রাতে খাওয়ার আগে এবং পরে ঠিক ডাক্তারের যেভাবে পরামর্শ দিবেন ঠিক সেইভাবে নিয়মকানুন মেনে শুনে ডেমো অ্যাকাউন্ট করতে হবে কারণ ট্রেডিং এর জন্য আপনাকে এই প্রস্তাব সুবিধা দিচ্ছে যে বোনাস সুবিধাগুলো নিয়ে আপনি ধীরে ধীরে ট্রেনিং শিখতে পারেন এবং সেখান থেকে আপনি অর্থ উপার্যন করতে পারেন

Gforp
2018-03-03, 05:48 PM
ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে আপনাকে নিজের সম্পর্কে ভাল হত জানতে হবে এবং আপনার psychology অনেক ভালো থাকতে হবে আপনি mathematical analysis খুব ভালোভাবে জানতে হবে এবং international market সম্পর্কে ভালোভাবে জানতে হবে এসব কিছু জানা থাকলে আপনি সোমাকে ম্যানেজ করতে পারবেন সেজদার জন্য মানি ম্যানেজমেন্ট খুব ইমপরটেন time management অবশ্যই* জরুরী

Gforp
2018-03-03, 05:53 PM
ফরেক্স এর ডেমো ট্রেডিংয়ের জন্য সময় দেয়া উচিত মাত্র এক থেকে তিন মাস থেকে তিন মাস ডেমো ট্রেডিং করলেই আপনি রিয়েল একাউন্টে ট্রেডিং করার যোগ্যতা পাবেন যদি না আপনি ভাল করে পড়ে সম্পর্কে আইডিয়া নানান

Gforp
2018-03-03, 05:57 PM
ফরেক্স মার্কেটে ট্রেডিং এর জন্য আপনাকে ডেমো ট্রেডিং করতে হবে আর্মি ট্রেনিং করার জন্য আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে যে আপনি যেন ভালো করে শিখতে পারবেন কারণ এই শিক্ষানীতির সময় হচ্ছে মাত্র এক থেকে তিন মাস

Mamun13
2018-03-03, 11:50 PM
ফরেক্স মার্কেটে পেশাদার trader রূপে প্রতিষ্ঠিত হতে চাইলে অবশ্যই দীর্ঘদিন যাবৎ লেখাপড়া করতে হবে,trading কলাকৌশলগুলো শিখতে হবে, জানতে হবে,বুঝতে হবে এবং সেগুলো ধীরে ধীরে প্রয়োগ করে করে নিশ্চিত হতে হবে৷নিজের অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করার জন্য ডেমো ট্রেডিং করতে হবে দীর্ঘদিন৷এরপর রিয়েল ট্রেডে আসবেন এবং ধীরে ধীরে ট্রেড করবেন এভাবে কয়েক বছর লেগে যেতে পারে৷তাই প্রতিদিন দু-তিন ঘণ্টা করে লেখাপড়া করুন এবং নিয়মিত demo প্র্যাকটিস করুন৷একসময় ঠিকই প্রতিষ্ঠিত হতে পারবেন৷

Grimm
2019-12-01, 08:13 PM
আমার মতে যার অফুরন্ত সময় আছে সে যেন এই মার্কেটে বেশি সময় দেয়। কারণ বেশি সময় দিলে এই মার্কেট হতে অনেক কিছু শিখতে পারবে যা ট্রেডিং হতে সফলভাবে মুনাফা উপার্জন করতে অনেক সাহায্য করে থাকবে। তবে যে ব্যক্তি বেশি সময় দিতে পারে না সে যেন কোন কিছু না শিখেই এই ব্যবসায় বিনিয়োগ যেন না করে। কারণ এই ব্যবসা এতটা সহজ নয়। আপনি যদি এখানে আপনার সময় বিনিয়োগ করেন তাহলে সেটা আপনাকে সফলতার দারপ্রান্তে নিতে অনেক সাহায্য করে থাকবে।

MINARULRFL100
2019-12-01, 10:53 PM
যেকোনো ব্যাবসায় সময়ের মূল্য অপরিসীম।কখনো কোন মানুষ সময় না দিয়ে কখনো কোন সফলতা পাবেনা।আর ফরেক্স ট্রেডিং মার্কেট হলো তেমনি যদি আমি সময় না দিতে পারি তাহলে সফলতা আসবেনা।তাই ফিরেক্স ট্রেডিং মার্কেট এ কাজ করতে হলে অবশ্যই তাকে সময় শ্রম মেধা দিয়ে কাজ করতে হবে তাহলে আপনি ফরেক্স ট্রেডিং মার্কেট থেকে নিজেকে আর্থিক উন্নয়ন সাধন করতে পারনবেন।

PK_SHIKDER
2019-12-01, 11:11 PM
ফরেক্স মার্কেটে আপনি কতটুকু সময় দিতে পারবেন সেটা নির্ভর করে একান্তই আপনার সসয়ের উপর । যে সকল ব্যক্তিরা বেকার সময় ব্যয় করে তারা চাইলে তাদের বেকার সময়টা ফরেক্স মার্কেটে কাটাতে পারে । আবার যে সকল ব্যক্তিরা চাক,, ব্যবসা,, লেখাপড়া করে থাকে তারা তাদের সকল প্রকার কাজের শেষে এই ফরেক্স মার্কেটে কাজ করতে পারে । এই ফরেক্স মার্কেটে কোনো নির্দিষ্ট সময় বেধে দেওয়া নাই । তাই ফরেক্স মার্কেটে কে কতো সময় ব্যয় করবে সেটা নির্ভর করবে একান্তই তার সময়ের উপর ।

ARD1
2019-12-02, 06:02 PM
এটা আমার কাছে খুব আজব প্রশ্ন? আপনি কেন ভেবেছিলেন যে ফরেক্স ট্রেডিং একটি জাল ব্যবসা হতে পারে? কেউ আপনাকে বা অন্য কোনও কারণে প্রতারণা করেছে? এটি সম্পূর্ণ স্বাভাবিক ব্যবসা এবং সংস্থাগুলি, দালাল এবং ব্যবসায়ীদের মধ্যে মুদ্রা বিনিময় সম্পর্কে কোনও মিথ্যা নেই। এটি দীর্ঘ সময় ধরে এটি ছিল এবং ভবিষ্যতে এটি সম্ভবত দীর্ঘ সময় হবে। হ্যাঁ, এটি একটি কঠিন ব্যবসা, তবে এটি সম্পর্কে কোনও মিথ্যা নেই। আমি জানি না কেন আপনি সন্দেহ করছেন?

KaziBayzid162
2019-12-02, 06:09 PM
যেহেতু ফরেক্স স্বাধীন ব্যবসা তাই ফরেক্স মার্কেটে আপনি কি পরিমাণ সময় দিবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার।তবে একথা সত্য যে ফরেক্স মার্কেটে আপনি যে পরিমাণ সময় দিবেন ফরেক্স সম্পর্কে আপনার দক্ষতা ও অভিজ্ঞতার পরিমাণ ততটাই বৃদ্ধি পেতে থাকবে।আর ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জনের মাধ্যমে আপনি যতটা নিজেকে অভিজ্ঞ দক্ষ করে তুলতে পারবেন ফরেক্স থেকে আপনার সফলতার পরিমাণটা ততটাই বেশি হবে। তাই আমার মতে নিয়মিত কমপক্ষে দুই থেকে চার ঘণ্টা সময় দেওয়া উচিত। এতে আপনি যেমন ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন তেমনি আপনার প্রফিট করার পরিমাণ বেশি হবে। তাছাড়া আপনি যদি ফ্রি থাকেন অর্থাৎ কোন চাকরি বা ব্যবসার সাথে সংযুক্ত না থাকেন তাহলে আপনি এর থেকে বেশি সময় দেওয়া ফরেক্স মার্কেটে কাজ করতে পারেন।

KAZIMAJHARULISLAM
2019-12-02, 06:25 PM
আমার মতে যখন একজন ট্রেডার সর্বপ্রথম ফরেক্স মার্কেটের ট্রেডিং শুরু করে তখন তাকে কমপক্ষে 4 থেকে 6 ঘন্টা সময় দেয়া উচিত। কারণ প্রথমেই যে কোন কিছুর ভিত্তিপ্রস্থর গড়ে নেয়ার প্রয়োজন হয় । তেমনি যখন একজন ট্রেডার প্রথম অবস্থায় ফরেক্স মার্কেটে অনেক বেশি সময় দিয়ে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারবে।তাহলে সে পরবর্তীতে নিয়মিত অল্প সময় দিয়ে ফরেক্স মার্কেটে একটিভ থেকেও খুব ভাল প্রফিট করতে পারবে। তবে তাকে নিয়মিত প্রফিট করতে হলে ফরেক্স মার্কেটে প্রতিদিন তাকে কমপক্ষে এক থেকে দুই ঘন্টা সময় দিতে হবে। এবং আমি আশা করি যদি কোন ট্রেডার ফরেক্স মার্কেট নিয়মিত দুই ঘন্টা সময় প্রদান করে ফরেক্স মার্কেটের ট্রেডিং করে তাহলে ফরেক্স থেকে সে খুব ভাল প্রফিট করতে পারবে।

IFXmehedi
2019-12-02, 11:51 PM
ভাই আমি মনে করি ফরেক্স মার্কেটে কতটুকু সময় দেয়া উচিত সেটা আপনার প্রয়োজন এর উপর নির্ভরশীল । কারণ আপনি যদি ফরেক্স মার্কেট থেকে একটা ভালো পরিমাণ অর্থ আয় করতে চান তাহলে আপনাকে প্রতিদিন প্রচুর টাইম দিতে হবে আর আপনি যদি মোটামুটি একটা অর্থ আয় করতে চান সেক্ষেত্রে আপনার অফ টাইম এ মার্কেট নিয়ে আনাল্যসিস করতে পারেন । তবে আমি মনে করি প্রথমে একটু বেশি টাইম দিয়ে হলেও আগে ফরেক্স ট্রেডিং টা শিখে নিয়েন ।

Hredy
2019-12-03, 09:47 AM
এই ব্যবসাটা সম্পূর্ণ নির্ভর করে সময়ের উপর । আপনি মার্কেটকে সময় দেন, মার্কেট আপনাকে টাকা দেবে সাথে সম্মানও পাবেন সর্বক্ষেত্রে । কারন আমরা কিন্তু সবাই এখানে টাকা উপার্জনের জন্যই এসেছি । সুতরাং এই ব্যবসার প্রতি আমাদের শ্রদ্ধা, ভালবাসা, আন্তরীকতা, আকর্ষণ না থাকে, এবং আমরা যদি সময় দিতে না পারি তাহলে কিছুই হবেনা । সেজন্য বলব ফরেক্স মার্কেটে আমাদের প্রচুর সময় দেওয়া উচিৎ ।

uzzal05
2019-12-27, 08:19 AM
প্রথম অবস্থায় ফরেক্স মার্কেট এ বেশি সময় দেওয়া উচিত। তবে যখন ট্রেডাররা অভিজ্ঞ হয়ে যায় তখন তারা কম সময় দিয়েও ভালো প্রফিট করতে পারে। আবার দীর্ঘদিন মার্কেট এ থাকলে মার্কেট সম্পর্কে ধারনা হয়ে যায়। আর মার্কেট সম্পর্কে ধারনা হলে মার্কেট থেকে সহজেই প্রফিট করা যায়।

sss426
2019-12-27, 11:27 AM
হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জন করতে হলে এই মার্কেট কে অনেক বেশি সময় দিতে হবে আমাদের মধ্যে অনেকেই আছে বিশেষ করে নতুনরা ফরেক্স মার্কেটে এসেই তাড়াহুড়া করা শুরু করে এবং তারা একটি হোলি বিল সিস্টেম বের করতে চাই যার মাধ্যমে আনলিমিটেড প্রফিট করতে পারবে কিন্তু ফরেক্স মার্কেটে এমন কোন সিস্টেম নাই যা আপনাকে 100% সফলতা প্রদান করবে তাই আসুন আমরা সত্যটাকে জানার চেষ্টা করি ভালো থাকবেন

SHARIFfx
2019-12-27, 11:30 AM
আসলে আমার মতে আপনাকে ডিমো ট্রেডিং এ অন্তত ১ বছর সময় দিয়ে দক্ষ বাবে টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টল এনালাইসিস আর সেন্টিমেন্টাল এনালাইসিস শিখা উচিত। এর পরে রিয়েল ট্রেডিং এ এসে আর তেমন সময় দিতে হবে না। মারকেট এনালাইসিস করে টিপি আর স্টোপ লস বাবহার করে সহজে ভালো আয় করা যাবে রিস্ক ফ্রিতে।

rakib.r
2020-01-18, 11:04 PM
আমি জানি না ফরেক্সে কতটুকু সময় দেওয়া উচিৎ। আমি প্রতিদিন ৩/৫ ঘন্টা সময় দেই সর্বোচ্চ। আমি আমার সব কিছুর পাশাপাশি ফরেক্স + ফোরামে সময় দিয়ে থাকি। আমি এখন ডেমো ট্রেড করতেছি। আমি সলে এখন এনালাইজ টা শিখতে চাচ্ছি কিন্তু একা একা ঠিক বুঝে উঠতে পারছি না যে কোথা থেকে শুরু করা উচিৎ। এটা নিয়ে একটু দোটানায় ও ভুগছি

Emarif1992
2020-01-19, 12:00 AM
ফরেক্স এ বেশি সময় না দিয়ে কম সময়, কিন্তু সটিকভাবে দেওয়া উচিৎ। তাহলেই ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করা সম্ভব আর ভাল একটা কিছু করা যেতে পারে এই ফরেক্স মার্কেট থেকে। ফরেক্স মার্কেটে বেশি সময় দিয়েও যদি সঠিক বিষয় অর্জন করতে ব্যর্থ হয়, তাহলে কোনই লাভ নেই। তাই ফরেক্স এ কম সময় দিয়ে সঠিক জ্ঞান অর্জন করাই বেটার।

MdRubelShaikh
2020-01-20, 06:58 AM
ফরেক্স ট্রেডিং ব্যবসা একটি অন- লাইন ব্যবসা।ফরেক্স মারর্কেট ২৪ ঘন্টা খুলা থাকে।তাই আপনি চাইলে এখানে সময় কতটুকু দিবেন এটা আপনার উপর নির্ভর করছে।আমি যেমন ফরেক্স ব্যবসায় দিনে ২-৩ ঘন্টা সময় দিয়ে থাকি।তবে আপনাকে নির্ধারন করতে হবে ডে আপনি কত সময় দিলে আপনার সব কাজ ঠিক থাকবে এবং ফরেক্স ও আপনি ঠিক মত বুঝতে পারবেন।

Romjan1989
2020-01-20, 09:05 AM
ফরেক্স ট্রেডিং ব্যবসা এমন একটি স্বাধীন ব্যবসা যেখানে বুঝে শুনে সময় দিতে পারলে এখান থেকে প্রচুর পরিমাণ ইনকাম করার সুযোগ আছে। তবে ফরেক্স ট্রেডিং এ কাজ করতে গেলে একটি বিষয় মাথায় রেখে কাজ করতে হবে সে টা হল ফরেক্স ট্রেডিং ব্যবসা সম্পর্কে প্রচুর পরিমাণ ধারণা থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে । যদি ফরেক্স ট্রেডিং ব্যবসা সম্পর্কে প্রচুর পরিমাণ অভিজ্ঞতা থাকে তাহলে অল্প সময় ব্যায় করে অনেক টাকা ইনকাম করা সম্ভব।

Leee
2020-01-20, 01:32 PM
আমিতো ইদানিং বেশ সময় দিচ্ছি ফরেক্স এ। নেশার মতো হয়ে গেছে। ডেমোতো প্যাকটিস করছি, ফোরাম এর পোষ্টিং বোনাস দিয়ে প্যাকটিস করছি। ২/৩ ফোরামে নিয়মিত পোষ্ট পড়ছি এবং এখানে পোষ্ট দিচ্ছি। সময় বেশ কেটে যাচ্ছে। আশা করি আগামী ০৬ মাসের মধ্যে অনেক কিছু শিখতে পারবো।

mdmoshin1988
2020-01-20, 10:22 PM
ফরেক্স এর ডেমো ট্রেডিংয়ের জন্য সময় দেয়া উচিত মাত্র এক থেকে তিন মাস থেকে তিন মাস ডেমো ট্রেডিং করলেই আপনি রিয়েল একাউন্টে ট্রেডিং করার যোগ্যতা পাবেন যদি না আপনি ভাল করে পড়ে সম্পর্কে আইডিয়া জানান। আপনাকে নিজের সম্পর্কে ভাল হত জানতে হবে এবং আপনার psychology অনেক ভালো থাকতে হবে আপনি mathematical analysis খুব ভালোভাবে জানতে হবে এবং international market সম্পর্কে ভালোভাবে জানতে হবে এসব কিছু জানা থাকলে আপনি সোমাকে ম্যানেজ করতে পারবেন।

Goearn.info
2020-01-20, 10:37 PM
ফরেক্স এর জন্য কোন সময় বাধা নেই আপনি যে কোন সময় ফরেক্সে কাজ করতে পারেন এবং খুব সহযেই ফরেক্সে কাজ করতে হলে আপনাকে প্রথমে শিখতে হবে। শিখাই আপনার সময় বের করবে।

amreta
2020-01-21, 02:06 PM
গত কয়েক সপ্তাহ ধরে আমরা gbpusd জুটিতে নিয়মিত পতন দেখেছি। প্রযুক্তিগত এবং মৌলিক কারণে দাম খুব বেশি কমেছে। এখন দামটি বর্তমান স্তরের থেকে উপরে উঠবে কিনা তা আকর্ষণীয় হবে। আমি উপরের স্তরের রূপরেখা নিয়েছি এবং বাজারের অবস্থা অনুযায়ী বাণিজ্য করব। আজ আমি কোনও অর্ডার খুলতে যাচ্ছি না কারণ আমি ট্রেন্ডটিতে কোনও স্পষ্টতা পাচ্ছি না। দামটি বর্তমান স্তর থেকে বিপরীত হলে বাণিজ্য করা ভাল। কারণ ইতোমধ্যে দাম অনেক কমেছে। এখন আমাদের আরও ধৈর্যশীল হতে হবে এবং দামের জন্য কিছু ভাল ট্রেন্ডের চলাচল করতে অপেক্ষা করতে হবে।

saraa
2020-02-27, 02:45 PM
আরও ভাল ফরেক্স ব্যবসায়ী হতে অবশ্যই কিছু পদক্ষেপ নিতে হবে। আমি এখন পর্যন্ত যে পদক্ষেপ নিয়েছি তা সত্যই সহায়তা করে চলেছে: আমি যে ধরণের ব্যবসায়ী তা জানার পদক্ষেপ, একটি সফল ব্যবসায়ের কৌশল তৈরির পদক্ষেপ এবং অর্থ পরিচালনার অনুশীলনের পদক্ষেপ। ধারাবাহিক অধ্যয়নের মাধ্যমে আমি এই পদক্ষেপগুলি নিতে সক্ষম হয়েছি।

Kane
2020-02-27, 03:26 PM
ফরেক্স মার্কেট এ কতটুকু সময় দেওয়া লাগবে এর কোন ধরাবাঁধা নিয়ম নেই। যে যতটুকু সময় দিয়ে পারে তবে আমার মতে যত বেশি সময় দেওয়া যায় ফরেক্স মার্কেট এ ততই ভালো। এর ফলে দ্রুত অভিজ্ঞতা বাড়ার পাশাপাশি শিক্ষা ও গ্রহন করা সম্ভব হবে।

jimislam
2020-09-25, 11:26 AM
ফরেক্স ট্রেডিং ব্যবসা এমন একটি স্বাধীন ব্যবসা যেখানে বুঝে শুনে সময় দিতে পারলে এখান থেকে প্রচুর পরিমাণ ইনকাম করার সুযোগ আছে। তবে ফরেক্স ট্রেডিং এ কাজ করতে গেলে একটি বিষয় মাথায় রেখে কাজ করতে হবে, একটি সফল ব্যবসায়ের কৌশল তৈরির পদক্ষেপ এবং অর্থ পরিচালনার অনুশীলনের পদক্ষেপ। ধারাবাহিক অধ্যয়নের মাধ্যমে আমি এই পদক্ষেপগুলি নিতে সক্ষম হয়েছি।

FREEDOM
2020-10-25, 10:27 PM
বেশি সময় দিলে এই মার্কেট হতে অনেক কিছু শিখতে পারবে যা ট্রেডিং হতে সফলভাবে মুনাফা উপার্জন করতে অনেক সাহায্য করে থাকবে। তবে যে ব্যক্তি বেশি সময় দিতে পারে না সে যেন কোন কিছু না শিখেই এই ব্যবসায় বিনিয়োগ যেন না করে। কারণ এই ব্যবসা এতটা সহজ নয়। আপনি যদি এখানে আপনার সময় বিনিয়োগ করেন তাহলে সেটা আপনাকে সফলতার দারপ্রান্তে নিতে অনেক সাহায্য করে থাকবে।

samun
2020-10-25, 10:52 PM
আমি অন্য কজের পাশপাশি ফরেক্স করে থাকি। আমি প্রতিদিন 3-4 ঘন্টা ফরেক্সে সময় দেওয়ার চেষ্টা করি। তাছাড়া এনলাইসিস করতে একটু সময় লাগে। নতুন ট্রেডারদের ক্ষেত্রে আমি মনে করি কোন ট্রেডার যদি প্রথম অবস্থায় ফরেক্স মার্কেটে একটু বেশি বা মিনিমাম ৫/৬ ঘন্টা সময় দেয় তাহলে সে খুব তাড়াতাড়ি ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারবে। এছাড়া বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ও টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং সেন্টিমেন্টাল বিষয়গুলো সম্পর্কে অবশ্যই দক্ষ হয়ে উঠতে হবে। তবে এর জন্য পাশাপাশি নিয়মিত ডেমো অনুশীলন করতে হবে।

FRK75
2020-10-25, 11:31 PM
ফরেক্স মার্কেট থেকে ভাল কিছু পেতে চাইলে, আপনাকে প্রচুর সময় নিয়ে এখানে কাজ করতে হবে। কারন পরিশ্রম ব্যতিত এই মার্কেটে আপনাকে আরও অনেক কিছুই ঢালতে হবে, কাজেই যতটুক সাধ্যে কূলায় আপনি ঠিক ততটুকুই সময় এখানে দিবেন, তবে এক্সট্রা কোন চাপ নিবেন না, এখানে ভাল প্রফিট করতে চাইলে আপনাকে চিন্তামুক্ত এবং ফ্রেস মন নিয়ে মার্কেট এ্যানালাইসিস করতে হবে।

Sid
2020-10-27, 11:03 AM
হ্যা আমি আপনার মতে এক মত পোষণ করি কারণ
আমি মনে করি কোন ট্রেডার যদি প্রথম অবস্থায়
ফরেক্স মার্কেটে একটু বেশি বা মিনিমাম ৫/৬
ঘন্টা সময় দেয় তাহলে সে খুব তাড়াতাড়ি ফরেক্স
মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারবে।
এছাড়া বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ও টেকনিক্যাল,
ফান্ডামেন্টাল এবং সেন্টিমেন্টাল বিষয়গুলো
সম্পর্কে আপনাকে দক্ষ হয়ে উঠতে হবে। তবে
আপনাকে পাশাপাশি নিয়মিত ডেমো অনুশীলন
করতে হবে।

Sid
2020-10-27, 11:14 AM
আমি আপনার মতে এক মত পোষণ করি কারণ
আমি মনে করি কোন ট্রেডার যদি প্রথম অবস্থায়
ফরেক্স মার্কেটে একটু বেশি বা মিনিমাম ৫/৬
ঘন্টা সময় দেয় তাহলে সে খুব তাড়াতাড়ি ফরেক্স
মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারবে।
এছাড়া বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ও টেকনিক্যাল,
ফান্ডামেন্টাল এবং সেন্টিমেন্টাল বিষয়গুলো
সম্পর্কে আপনাকে দক্ষ হয়ে উঠতে হবে। তবে
আপনাকে পাশাপাশি নিয়মিত ডেমো অনুশীলন
করতে হবে।

sss21
2020-11-19, 07:45 PM
ফরেক্স ট্রেডিং ব্যবসা একটি অন- লাইন ব্যবসা।ফরেক্স মারর্কেট ২৪ ঘন্টা খুলা থাকে।তাই আপনি চাইলে এখানে সময় কতটুকু দিবেন এটা আপনার উপর নির্ভর করছে।আমি যেমন ফরেক্স ব্যবসায় দিনে ২-৩ ঘন্টা সময় দিয়ে থাকি।তবে আপনাকে নির্ধারন করতে হবে ডে আপনি কত সময় দিলে আপনার সব কাজ ঠিক থাকবে এবং ফরেক্স ও আপনি ঠিক মত বুঝতে পারবেন।

Starship
2021-02-13, 07:21 PM
ফরেক্সে যে যত সময় দিবে সে তত জ্ঞান অর্জন করতে পারবেন। তাই এক্ষেত্রে সময় দেওয়ার নিদিষ্ট কোন সময় নেই। আমি চেষ্টা করি পর্যাপ্ত সময় দিতে এতে করে লাভ আমারই। আমি দিনে এভারেজ ছয় থেকে আট ঘন্টা সময় দিয়ে থাকি। ফরেক্সে সময় দিতে ভালো লাগে। আমি অন্যান্য সোশাল মিডিয়াতে সময় দিলে আমার লাভ বা ফলাফল জিরো। তাই আমি ফরেক্স ফোরামে সময় দেয় এখানে থেকে আমি ভালবান হয়। আপনারাও এখানে সময় দিতে পারেন। লাভ আপনারই হবে।

EmonFX
2021-02-13, 08:48 PM
আমার মতে,ফরেক্স মার্কেট এ যতবেশি সময় দেওয়া যায় ততবেশি ফরেক্স বিষয় অবিজ্ঞতা অর্জন করা যায় আর এই অবিজ্ঞতা এবং দক্ষতার মাধমে ট্রেড করতে পারলে অনেক টাকা আয় করা সম্ভব আপনাদের অভিমত কি?

ফরেক্স মার্কেটে কে কতটুকু সময় দিবে সেটা নির্ভর করে প্রত্যেকের সময় ও সুযোগের উপর। তবে ফরেক্স মার্কেটে যে যত বেশি সময় দিবে সে ততোবেশি ফরেক্স ট্রেডিং সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞ হবে এবং সফলতার পথে সে ততো বেশি এগিয়ে থাকবে। যে দৈনিক দুই ঘণ্টা সময় দেয় সে কখনো দৈনিক যে 8 থেকে 10 ঘণ্টা সময় দেয় তার সমকক্ষ হতে পারবে না। অধিক সময় দেয়া ট্রেডার অবশ্যই কম সময় দেয়া ট্রেডারের থেকে অভিজ্ঞতায় অনেকগুণ এগিয়ে থাকবে। আমি ফরেক্স মার্কেটে দৈনিক সাধারণত চার থেকে ছয় ঘণ্টা সময় দিয়ে থাকি। এই সময়ের মধ্যে আমি ফরেক্স ফোরামে পোস্ট, ফরেক্স ট্রেডিং, মার্কেট এনালাইসিস এবং বিভিন্ন ধরনের ট্রেডিং স্ট্রাটেজি তৈরি করতে চেষ্টা করি। আমি অন্যান্য কাজে ব্যস্ত থাকার কারণে সময় স্বল্পতার জন্য মার্কেটে বেশি সময় দিতে পারছি না। তবে আমি সবসময় চেষ্টা করি অন্যান্য কাজের পাশাপাশি মার্কেটে বেশি বেশি সময় দেয়ার।
আজ ফরেক্স মার্কেটে যারা সফল ট্রেডার তাদের সফলতার মূলে রয়েছে ফরেক্সে অধিক সময় ব্যয় করা এবং কঠোর পরিশ্রম করা। মার্কেটে বেশি বেশি সময় দেয়া এবং কঠোর পরিশ্রম একজন ট্রেডারকে সফলতার ক্ষেত্রে অনেকদূর এগিয়ে রাখতে পারে।

Md.shohag
2021-02-13, 09:46 PM
আমি আপনার মতে এক মত পোষণ করি কারণ আমি মনে করি কোন ট্রেডার যদি প্রথম অবস্থায় ফরেক্স মার্কেটে একটু বেশি বা মিনিমাম ৫/৬ ঘন্টা সময় দেয় তাহলে সে খুব তাড়াতাড়ি ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারবে। এছাড়া বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ও টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং সেন্টিমেন্টাল বিষয়গুলো সম্পর্কে আপনাকে দক্ষ হয়ে উঠতে হবে। তবে আপনাকে পাশাপাশি নিয়মিত ডেমো অনুশীলন করতে হবে।

IFXmehedi
2021-02-15, 06:45 PM
আমার মতে,ফরেক্স মার্কেট এ যতবেশি সময় দেওয়া যায় ততবেশি ফরেক্স বিষয় অবিজ্ঞতা অর্জন করা যায় আর এই অবিজ্ঞতা এবং দক্ষতার মাধমে ট্রেড করতে পারলে অনেক টাকা আয় করা সম্ভব আপনাদের অভিমত কি?

ফরেক্সে ঠিক কতটুকু সময় দিতে হবে এটার কোনো নির্দিষ্ট তা নাই আর এজন্যই একজন মানুষ যেকোন সময়ে তার ইচ্ছা খুশিমতো কাজ করতে পারে । ট্রেডের কন্ডিশন অনুযায়ী একজন ট্রেডার কে বিবেচনা করতে হবে তার ঠিক কতটুকু সময় লাগতে পারে। তবে ফরেক্স এর পেছনে যত বেশি সময় দেয়া যাবে ততবেশি এ সম্পর্কে ধারণা ও জ্ঞান বৃদ্ধি পাবে এবং ট্রেড দেয়া সহজ হবে ।

FRK75
2021-05-06, 10:35 PM
আপনি মার্কেটকে সময় দেন, মার্কেট আপনাকে টাকা দেবে সাথে সম্মানও পাবেন সর্বক্ষেত্রে । কারন আমরা কিন্তু সবাই এখানে টাকা উপার্জনের জন্যই এসেছি । সুতরাং এই ব্যবসার প্রতি আমাদের শ্রদ্ধা, ভালবাসা, আন্তরীকতা, আকর্ষণ না থাকে, এবং আমরা যদি সময় দিতে না পারি তাহলে কিছুই হবেনা ।আর্মি ট্রেনিং করার জন্য আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে যে আপনি যেন ভালো করে শিখতে পারবেন কারণ এই শিক্ষানীতির সময় হচ্ছে মাত্র এক থেকে তিন মাস

Sakib42
2021-05-06, 11:55 PM
আমি আপনার সাথে একদম একমত পোষণ করছি। ফরেক্স মার্কেট এ যতবেশি সময় দেওয়া যায় ততবেশি ফরেক্স বিষয় অবিজ্ঞতা অর্জন করা যায়। যদি আমরা পর্যাপ্ত পরিমাণে সময় না দিতে পারি তাহলে আমরা ঠিক মত জানতে পারবো না অনেক কিছুই। এটি আমাদের জানার উপায় কে নষ্ট করে দিবে। যেহুতু আমরা ব্যবসা করবো তাই আমাদের উচিত মার্কেটে যথেষ্ট পরিমাণে সময় দিয়ে সকল কিছু জানা।ডেমো ট্রেডিং করলেই আপনি রিয়েল একাউন্টে ট্রেডিং করার যোগ্যতা পাবেন তাই বাড়তি ভাবে এই খানে সময় দিন।

KF84
2021-05-08, 02:33 PM
আমার মতে,ফরেক্স মার্কেট এ যতবেশি সময় দেওয়া যায় ততবেশি ফরেক্স বিষয় অবিজ্ঞতা অর্জন করা যায় আর এই অবিজ্ঞতা এবং দক্ষতার মাধমে ট্রেড করতে পারলে অনেক টাকা আয় করা সম্ভব আপনাদের অভিমত কি?
ফরেক্স এ আসলে কটটুকু সময় আপনি দিবেন এই বিষয়ে কোন বাধা ধরা নিয়ম নেই । আপনি যদি প্রতিদিন ৩০ মিনিট সময় দেন তাহলে মাসে হয় ১৫ ঘন্টা আর ১২ মাসে ১৮০ ঘণ্টা । তাহলে ভাবুন ৩০ মিনিট কম মনে হলেও তা বছর ঘুরে অনেক ব্যবধান তৈরি করে । এখানে সময় মুখ্য বিষয় নয়, আসল কথা হল আপনি প্রতিদিন এই রুটিন মেনে শিখছেন কিনা । যদি ধৈর্য ধরে নিয়মানুবর্তিতার সহিত সময় ব্যয় করেন ফরেক্স শেখার পেছনে আর সেই অর্জিত জ্ঞ্যন যদি সব সময় কাজে লাগান তাহলে আপনি ১ বছরেই ফরেক্স থেকে ইনকাম শুরু করতে পারবেন নিয়মিত ।

Smd
2021-08-30, 11:08 PM
আমি প্রতিদিন ৩/৫ ঘন্টা সময় দেই সর্বোচ্চ। আমি আমার সব কিছুর পাশাপাশি ফরেক্স + ফোরামে সময় দিয়ে থাকি। আমি এখন ডেমো ট্রেড করতেছি। আমি সলে এখন এনালাইজ টা শিখতে চাচ্ছি কিন্তু একা একা ঠিক বুঝে উঠতে পারছি। স্বাধীন ব্যবসা যেখানে বুঝে শুনে সময় দিতে পারলে এখান থেকে প্রচুর পরিমাণ ইনকাম করার সুযোগ আছে। তবে ফরেক্স ট্রেডিং এ কাজ করতে গেলে একটি বিষয় মাথায় রেখে কাজ করতে হবে সে টা হল ফরেক্স ট্রেডিং ব্যবসা সম্পর্কে প্রচুর পরিমাণ ধারণা থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে ।

Mas26
2021-08-31, 12:55 AM
আসলে ফরেক্স মার্কেট এ আপনি যতটুকু সময় দিতে পারবেন ততটুকুই দিবেন।কিন্তু আপনি যত বেশি সময় দিতে পারবেন ততটাই আপনার জন্য ভালো হবে। কারণ ফরেক্স সম্পর্কে আপনার অভিজ্ঞতা ততই বাড়বে কারণ ফরেক্স মার্কেটে অনেক কিছু শেখার আছে। এখান থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন যেটা আপনাকে ট্রেড করতে সহযোগিতা করবে। এবং ফরেক্স এর মাধ্যমে আপনি ভালো প্রফিট করতে পারবেন।আমিতো ইদানিং বেশ সময় দিচ্ছি ফরেক্স এ। নেশার মতো হয়ে গেছে। ডেমোতো প্যাকটিস করছি, ফোরাম এর পোষ্টিং বোনাস দিয়ে প্যাকটিস করছি।1/ 2ফোরামে নিয়মিত পোষ্ট পড়ছি এবং এখানে পোষ্ট দিচ্ছি। সময় বেশ কেটে যাচ্ছে। আশা করি আগামী 4 মাসের মধ্যে অনেক কিছু শিখতে পারবো।

Smd
2021-11-27, 09:23 PM
এই মার্কেট কে অনেক বেশি সময় দিতে হবে আমাদের মধ্যে অনেকেই আছে বিশেষ করে নতুনরা ফরেক্স মার্কেটে এসেই তাড়াহুড়া করা শুরু করে এবং তারা একটি হোলি বিল সিস্টেম বের করতে চাই যার মাধ্যমে আনলিমিটেড প্রফিট করতে পারবে কিন্তু ফরেক্স মার্কেটে এমন কোন সিস্টেম নাই। এখান থেকে প্রচুর পরিমাণ ইনকাম করার সুযোগ আছে। তবে ফরেক্স ট্রেডিং এ কাজ করতে গেলে একটি বিষয় মাথায় রেখে কাজ করতে হবে সে টা হল ফরেক্স ট্রেডিং ব্যবসা সম্পর্কে প্রচুর পরিমাণ ধারণা থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে । যদি ফরেক্স ট্রেডিং ব্যবসা সম্পর্কে প্রচুর পরিমাণ অভিজ্ঞতা থাকে।

Sakib42
2021-11-29, 11:04 PM
এটি সম্পূর্ণ নির্ভর করে আপনার কর্মের উপর। আপনি ফরেক্সকে কিভাবে নিচ্ছেন সেইদিকে কেন্দ্র করে নির্ভর করে কতটুকু সময় ফরেক্সে দেওয়া উচিত। এইখানে দুই শ্রেণীর মানুষ আছে যারা অবসর সময়কে কাজে লাগাছ এবং যারা কাজের ফাঁকে ফাঁকে কিছু অবসর সময় বের করে তারপর ফরেক্স করছে। আমি মনে করি দুই জনের কাছে সময় দেওয়ার ব্যাপারটি দুই রকম সুতরাং আপনার নিজের কর্মের সময় সূচির উপর নির্ভর করে আছে আপনি ফরেক্সে কতটুকু সময় অতিবাহিত করবেন। মোটামুটি ভাবে দুই থেকে চার ঘণ্টা সময় দিলে যথেষ্ট অর্থ উপার্জন করা সম্ভব বলে আমি মনে করি।

FRK75
2022-02-27, 12:25 PM
যার অফুরন্ত সময় আছে সে যেন এই মার্কেটে বেশি সময় দেয়। কারণ বেশি সময় দিলে এই মার্কেট হতে অনেক কিছু শিখতে পারবে যা ট্রেডিং হতে সফলভাবে মুনাফা উপার্জন করতে অনেক সাহায্য করে থাকবে। তবে যে ব্যক্তি বেশি সময় দিতে পারে না সে যেন কোন কিছু না শিখেই এই ব্যবসায় বিনিয়োগ যেন না করে। কারণ এই ব্যবসা এতটা সহজ নয়। আপনি যদি এখানে আপনার সময় বিনিয়োগ করেন তাহলে সেটা আপনাকে সফলতার দারপ্রান্তে নিতে অনেক সাহায্য করে থাকবে।

kntompafx
2022-02-27, 10:30 PM
ame apner shata akmon. but ame mone kore time dela hoba . time ta consistent deta hoba and akte strategy ar opor experience orjon korta hoba. Thanks.

IFXmehedi
2022-03-06, 12:39 AM
আমিতো ইদানিং বেশ সময় দিচ্ছি ফরেক্স এ। নেশার মতো হয়ে গেছে। ডেমোতো প্যাকটিস করছি, ফোরাম এর পোষ্টিং বোনাস দিয়ে প্যাকটিস করছি। ২/৩ ফোরামে নিয়মিত পোষ্ট পড়ছি এবং এখানে পোষ্ট দিচ্ছি। সময় বেশ কেটে যাচ্ছে। আশা করি আগামী ০৬ মাসের মধ্যে অনেক কিছু শিখতে পারবো।

আমি মনে করি এর কোন নির্দিষ্টতা নাই যে ফরেক্স মার্কেটে ঠিক কতটুকু সময় দিয়ে কাজ করতে হবে । এক্ষেত্রে আমি বলব এটা সম্পূর্ণরূপে নির্ভর করবে একজন ট্রেডারের উপর । যে যত তাড়াতাড়ি ফরেক্স মার্কেট সম্পর্কে যাবতীয় জ্ঞান আয়ত্ত করতে পারবে এবং নিজের দক্ষতা ও অভিজ্ঞতাকে বাড়াতে পারবে সে ফরেক্স এর কাজ খুব অল্প সময়ে করতে সক্ষম হবে । আর এক্ষেত্রে অনেক বেশি ডেমো অনুশীলন করতে হবে । তাই আমাদের উচিত কত সময় লাগবে সেটা না ভেবে কত তাড়াতাড়ি আমরা নিজেদেরকে ফরেক্স মার্কেট সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞ করে তুলতে পারব সেটা নিয়ে চিন্তাভাবনা করা ।

FRK75
2023-01-24, 07:27 PM
ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জন করতে হলে এই মার্কেট কে অনেক বেশি সময় দিতে হবে আমাদের মধ্যে অনেকেই আছে বিশেষ করে নতুনরা ফরেক্স মার্কেটে এসেই তাড়াহুড়া করা শুরু করে এবং তারা একটি হোলি বিল সিস্টেম বের করতে চাই যার মাধ্যমে আনলিমিটেড প্রফিট করতে পারবে কিন্তু ফরেক্স মার্কেটে এমন কোন সিস্টেম নাই যা আপনাকে 100% সফলতা প্রদান করবে তাই আসুন আমরা সত্যটাকে জানার চেষ্টা করি ভালো থাকবেন ফরেক্স এর ডেমো ট্রেডিংয়ের জন্য সময় দেয়া উচিত মাত্র এক থেকে তিন মাস থেকে তিন মাস ডেমো ট্রেডিং করলেই আপনি রিয়েল একাউন্টে ট্রেডিং করার যোগ্যতা পাবেন যদি না আপনি ভাল করে পড়ে সম্পর্কে আইডিয়া জানান। আপনাকে নিজের সম্পর্কে ভাল হত জানতে হবে এবং আপনার psychology অনেক ভালো থাকতে হবে আপনি mathematical analysis খুব ভালোভাবে জানতে হবে এবং international market সম্পর্কে ভালোভাবে জানতে হবে এসব কিছু জানা থাকলে আপনি সোমাকে ম্যানেজ করতে পারবেন।

Smd
2023-01-25, 09:32 PM
এমন একটি স্বাধীন ব্যবসা যেখানে বুঝে শুনে সময় দিতে পারলে এখান থেকে প্রচুর পরিমাণ ইনকাম করার সুযোগ আছে। তবে ফরেক্স ট্রেডিং এ কাজ করতে গেলে একটি বিষয় মাথায় রেখে কাজ করতে হবে, একটি সফল ব্যবসায়ের কৌশল তৈরির পদক্ষেপ এবং অর্থ পরিচালনার অনুশীলনের পদক্ষেপ। তাই এক্ষেত্রে সময় দেওয়ার নিদিষ্ট কোন সময় নেই। আমি চেষ্টা করি পর্যাপ্ত সময় দিতে এতে করে লাভ আমারই। আমি দিনে এভারেজ ছয় থেকে আট ঘন্টা সময় দিয়ে থাকি। ফরেক্সে সময় দিতে ভালো লাগে। আমি অন্যান্য সোশাল মিডিয়াতে সময় দিলে আমার লাভ বা ফলাফল জিরো। তাই আমি ফরেক্স ফোরামে সময় দেয় এখানে থেকে আমি ভালবান হয়।

FRK75
2023-07-22, 08:21 PM
হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জন করতে হলে এই মার্কেট কে অনেক বেশি সময় দিতে হবে আমাদের মধ্যে অনেকেই আছে বিশেষ করে নতুনরা ফরেক্স মার্কেটে এসেই তাড়াহুড়া করা শুরু করে এবং তারা একটি হোলি বিল সিস্টেম বের করতে চাই যার মাধ্যমে আনলিমিটেড প্রফিট করতে পারবে কিন্তু ফরেক্স মার্কেটে এমন কোন সিস্টেম নাই যা আপনাকে 100% সফলতা প্রদান করবে তাই আসুন আমরা সত্যটাকে জানার চেষ্টা করি ভালো থাকবেন গত কয়েক সপ্তাহ ধরে আমরা gbpusd জুটিতে নিয়মিত পতন দেখেছি। প্রযুক্তিগত এবং মৌলিক কারণে দাম খুব বেশি কমেছে। এখন দামটি বর্তমান স্তরের থেকে উপরে উঠবে কিনা তা আকর্ষণীয় হবে। আমি উপরের স্তরের রূপরেখা নিয়েছি এবং বাজারের অবস্থা অনুযায়ী বাণিজ্য করব। আজ আমি কোনও অর্ডার খুলতে যাচ্ছি না কারণ আমি ট্রেন্ডটিতে কোনও স্পষ্টতা পাচ্ছি না। দামটি বর্তমান স্তর থেকে বিপরীত হলে বাণিজ্য করা ভাল। কারণ ইতোমধ্যে দাম অনেক কমেছে। এখন আমাদের আরও ধৈর্যশীল হতে হবে এবং দামের জন্য কিছু ভাল ট্রেন্ডের চলাচল করতে অপেক্ষা করতে হবে।

shohedullaearn
2023-07-24, 10:19 AM
ফরেক্সা কতটুকু সময় দেওয়া উচিত এটা কোন নির্ধারণ করার নাই আপনি যত টাইম দিতে পারবেন ততই ভালো কিন্তু আপনি যদি অল্প টাইম দিয়েও কাজ করেন তাও আপনার জন্য সুবিধা যেন কি হবে কারণ আপনি যদি এক্সট্রা টাইমে এটা করেন তাহলে আপনার এক্সট্রা একটা ইনকাম হিসেবে এটা গণনা হবে কিন্তু যদি ফুল টাইম করেন সেইভাবে বিনিয়োগ করে একত্রিত কিছু মুনাফা গুছিয়ে তারপরে আপনি এটাই প্রফেশনাল হিসেবে কাজ করতে পারে।

Luckyboy
2023-07-28, 05:41 PM
ফরেক্সে আপনি যতক্ষণ সময় দিবেন তত বেশি ভালো কাজ শিখতে পারবেন মনে করি আপনার প্রচুর পরিমাণে সময় দেওয়া উচিত সাথে সাথে আপনার সবকিছু প্র্যাকটিস করা উচিত।

sss21
2023-08-12, 01:15 PM
আসলে আমার মতে আপনাকে ডিমো ট্রেডিং এ অন্তত ১ বছর সময় দিয়ে দক্ষ বাবে টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টল এনালাইসিস আর সেন্টিমেন্টাল এনালাইসিস শিখা উচিত। এর পরে রিয়েল ট্রেডিং এ এসে আর তেমন সময় দিতে হবে না। মারকেট এনালাইসিস করে টিপি আর স্টোপ লস বাবহার করে সহজে ভালো আয় করা যাবে রিস্ক ফ্রিতে।

IFXmehedi
2023-08-13, 06:57 PM
আমিতো ইদানিং বেশ সময় দিচ্ছি ফরেক্স এ। নেশার মতো হয়ে গেছে। ডেমোতো প্যাকটিস করছি, ফোরাম এর পোষ্টিং বোনাস দিয়ে প্যাকটিস করছি। ২/৩ ফোরামে নিয়মিত পোষ্ট পড়ছি এবং এখানে পোষ্ট দিচ্ছি। সময় বেশ কেটে যাচ্ছে। আশা করি আগামী ০৬ মাসের মধ্যে অনেক কিছু শিখতে পারবো।

ভাই ফরেক্স মার্কেটে ট্রেড করতে খুব বেশি সময় দিতে হয় না । তবে আপনি যদি মার্কেট বুঝতে চান এবং সেই ট্রেডিং করার এবিলিটি অর্জন করতে চান , তাহলে আপনাকে প্রচুর সময় দিয়ে ফরেক্স ট্রেডিং প্রথমে আপনাকে শিখতে হবে । আপনি যখন ফরেক্স ট্রেডিং শিখতে পারবেন তারপরে ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করতে সময় লাগবে না এবং আপনার সেই থেকে আপনি অর্থ উপার্জন করতে পারবেন । তাই সর্বপ্রথম ফরেক্স ট্রেডিং সম্পর্কে জানতে হবে এবং অনুশীলন করতে হবে ।