PDA

View Full Version : প্রফেশনাল ট্রেডার হতে কত বছর সময় লাগবে



md mehedi hasan
2017-11-21, 11:56 AM
ফরেক্স মার্কেটে প্রফেশনাল ট্রেডার হতে গেলে আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে ।অনেক কষ্ট করতে হবে এবং আপনাকে ফরেক্স মার্কেটে বিষয়ে প্রচুর পড়াশুনা করতে হবে ।ফরেক্স মার্কেটে প্রফেশনাল মান অর্জন করতে হলে আপনাকে পাপাঁচ বছর সময় দিতে হবে ।:bravo:

riponinsta
2017-11-21, 12:04 PM
ফরেক্স মার্কেট এ সফল হতে বিভিন্ন জন এর বিভিন্ন সময় লাগে যেমন কেও যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করা ভাল করে কম সময় এ শিখতে পারে তা হলে যে ৬ মাস এর মধ্য সফল হতে পারে আবার অনেকে আচ্ছে যারা ফরেক্স মার্কেট এ একটু ধীরে সিখে তাদের সফল হতে ১ বছর এর মত লাগে আবার অনেকে আছে যারা ফরেক্স মার্কেট এ ৩ বছর এ সফল হয় ফরেক্স মার্কেট এ

Foyazur
2017-11-21, 03:31 PM
ফরেক্স মার্কেট এ একজন প্রফেশনাল ট্রেডার হতে হলে অনেক পরিশ্রম করতে হবে এখানে চাইলে আপনে প্রফেশনাল ট্রেডার হতে পারবেন না অনেক অবিজ্ঞতা অর্জন করে ভালো মানের ট্রেডার হতে হয় কারন ফরেক্স মার্কেট এ একটু ভুলে অনেক লস ও হয়ে যেতে পারে তাই আগে ফরেক্স শিখুন দেখবেন ট্রেডিং করতে করতে আপনে নিজে ফরেক্স মার্কেট এ একজন প্রফেশনাল ট্রেডার হয়ে যাবেন।

Mahidul84
2017-11-21, 05:06 PM
আপনি যদি ফরেক্স মার্কেটে প্রফেশনাল ট্রেডার হতে চান তাহলে আপনাকে মিনিমাম ৪/৫ বছর ফরেক্স সম্পর্কে স্টাডি করতে হবে। এমনকি বিভিন্ন ধরনের মার্কেট এনালাইসিস সম্পর্কে অভিজ্ঞতা অর্জনে সক্ষম হতে হবে। এছাড়া ট্রেডিং কৌশল, টাইম ফ্রেম, ডেইলি চার্ট এবং প্রতিদিন মার্কেট পর্যবেক্ষণ করে ফরেক্স সম্পর্কে দক্ষতা অর্জন করতে হবে। পাশাপাশি আপনাকে ডেমো অনুশীলন চালিয়ে যেতে হবে। এভাবে দীর্ঘ কয়েক বছর মার্কেটে যদি আপনি টিকে থাকতে পারনে তাহলে আপনি অবশ্যই ফরেক্স মার্কেটে একজন পেশাদার ট্রেডারে পরিণত হতে পারবেন।

01797733223
2017-11-21, 06:23 PM
একজন ভাল মানের প্রফেশনাল ট্রেডার হতে আপনার নিম্নে চার বছর সময় লেগে যাবে । কারন এই ব্যবসা সম্পর্কে মোটামুটি ধারনা নিবেন একবছর, এরপর একটা বছর বিভিন্ন ইন্ডিকেটরের পেছনে ছোটাছুটি করবেন ট্রেডিংএ একিউরিসি আনার জন্য তখন আরেকটু অভিজ্ঞতা হবে । তৃতীয় বছরে আপনি আপনি আপনার নিজের একটা সিস্টেম তৈরি করবেন যেটা দিয়ে লসের পরিমাণটা কমতে থাকবে, আর এভাবেই চতুর্থ বৎসরে আপনার দক্ষতা অনেক বেড়ে যাবে এবং আপনি একজন প্রফেশনাল ট্রেডারে পরিণত হবেন ।

iloveyou
2018-03-18, 08:30 PM
ভাই এখানে যে কোন ট্রেডারকে ভাল-ভাবে প্রফেশনাল ট্রেডারে পরিণত হতে কমপক্ষে ৫ বছর সময় লাগবে। কেননা এই ব্যবসার বেসিক ধারণাটুকু নিয়ে মোটামুটি ভাবে ট্রেডিং এ লাভ-লস হিসাব করতে করতেই একজন ট্রেডারের দু বছর সময় কিভাবে পার হয়ে যাবে সে নিজেও বুঝতে পারবে না। এরপর আরও দুটো বছর তার বিভিন্ন সিস্টেমের পেছনে ছোটাছুটি করতে চলে যাবে এবং পরিশেষে ৫ম বৎ*সরে গিয়ে সে তার নিজের তৈরিকৃত একটা স্ট্রাটিজি নিয়ে সফলতার পথে পা রাখবেন।

Mamun13
2018-03-20, 08:58 PM
ফরেক্স মার্কেটে পেশাদার ট্রেডার রূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে অবশ্যই নিয়মিত দীর্ঘ সময় ব্যয় করতে হবে৷এর কোন বিকল্প নাই৷এই মার্কেটে ট্রেড করতে হলে শটকার্ট কোন রাস্তা নাই৷এখানে পর্যাপ্ত সময় দিতে হবে কারণ ফরেক্স মার্কেটের খুঁটিনাটিসহ ট্রেডিং কৌশল গুলো বিভিন্ন সোর্স থেকে খুঁজে খুঁজে বের করা এবং সেগুলো নিয়মিত স্টাডি করা৷এরপর সেগুলিকে ডেমো ট্রেডে দীর্ঘদিন যাবৎ নিয়মিত প্র্যাকটিস করে করে বেসিক ধারণা নিতে অনেক সময়ের প্রয়োজন হয়৷বিভিন্নভাবে analysis করার বিভিন্ন systemগুলি আয়ত্ত করতে করতে আরো অনেক সময়ের প্রয়োজন হয় এবং এরপর একটি কার্যকরী,বাস্তবসম্মত, সঠিক,নিজের মন মত এবং নিয়মিত প্রফিটেবল trading strategy তৈরি করতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়৷এভাবেই আমাদের কমপক্ষে পাঁচ বছর সময় লেগে যায়৷তবে অনেক সময় অনেকের ধৈর্য্য,শেখার আগ্রহ,নিয়মিত সময় প্রদান,মেধা-মননশীলতা ইত্যাদির কারণে সময় কম/বেশি লাগতেও পারে৷

Sakib42
2021-09-19, 10:57 PM
নির্দিষ্টভাবে বলা মুশকিল যে একজন প্রফেশনাল ট্রেডার হিসেবে নিজেকে গড়ে তুলতে কতদিন সময় লাগতে পারে। আসলে ব্যাপারটা নির্ভর করে অনেকটা নিজের মেধা অর্জনের সামর্থ্য এর উপর। আপনাকে অনেক অনেক বেশি পরিশ্রমই হতে হবে এবং একটি লক্ষ্য নির্ধারণ করে সেই লক্ষ্য অনুযায়ী প্রতিনিয়ত সামনের দিকে এগিয়ে যেতে হবে যদি আপনি একজন প্রফেশনাল ট্রেডার এ পরিণত হতে চান। এখানে পর্যাপ্ত সময় দিতে হবে কারণ ফরেক্স মার্কেটের খুঁটিনাটিসহ ট্রেডিং কৌশল গুলো বিভিন্ন সোর্স থেকে খুঁজে খুঁজে বের করা এবং সেগুলো নিয়মিত স্টাডি করতে হবে। সকল ভুল গুলো বারবার যেন রিপিট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে নিজের দুর্বল দিকগুলো যাচাই-বাছাই করে কিভাবে সফল হওয়া যায় কিভাবে নিজের আবেগকে কন্ট্রোল করে লোভ কে নিয়ন্ত্রণ করে টিকে থাকা যায় সেদিকে খেয়াল রাখতে হয়। আপনি যখন আস্তে আস্তে সকল অভিজ্ঞতা অর্জন করতে পারবেন তখন এই অভিজ্ঞতা নিয়ে একদিন আপনি প্রফেশনাল ট্রেডার এ পরিণত হবেন।

Starship
2021-09-20, 08:22 AM
একজন সফল এবং প্রফেশনাল ট্রেডার হওয়ার পেছনে কত সময় লাগতে পারে সেটা বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে তবে নিশ্চিত করে বলা যায় না যে এটা কত বছর লাগতে পারে। তার মধ্যে অন্যতম হলো আপনার ধৈর্যের এবং অনুশীলন করার ক্ষমতার উপর নির্ভর করবে। ফরেক্সে যে যত বেশি ধৈর্যের সাথে জ্ঞান লাভ করতে পারে এবং তা অনুশীলন করতে পারে তারাই অল্প সময়ে পড়েছে সফল হতে পারেন। আমার জানা মতে একজন সফল এবং অভিজ্ঞ ট্রেডার হতে গেলে ন্যূনতম চার থেকে পাঁচ বছর সময় লেগে যায় আবার অনেকের তার চেয়ে কম সময় লাগে। আমিও একজন প্রফেশনাল ট্রেডার হতে চাই তার জন্য সঠিক ভাবে অনুশীলন এবং জ্ঞান লাভের মাধ্যমে অগ্রসর হচ্ছি।