PDA

View Full Version : ফরেক্স মার্কেট এ আপনে কার মাধ্যমে আসছেন



Foyazur
2017-11-22, 11:12 PM
আমার অনলাইনে কাজ করার অনেক শখ ছিল তাই আমার বন্ধুকে বলেছিলাম পরে আমার বন্ধু আমাকে এই ফরেক্স মার্কেট এর কথা বলে এবং পরে ওর মাধ্যমে ফরেক্স মার্কেট এ আশা আপনাদের মতামত আশা করছি?

01797733223
2017-11-23, 12:19 PM
আসলে আমি অনেক দিন যাবৎ ফ্রিল্যানসিং ও আউটর্সোসিং এরকম বিভিন্ন কাজ করতাম । কিন্তু সবসময় ভাবতাম যে এগুলো দিয়ে হচ্ছে না বা পোষাচ্ছেনা । এমতাবস্তায় হটাৎ চোখে পড়ল ফরেক্সের এ্যাড বিভিন্ন সাইডের মধ্যে ঠিক তখন থেকেই বিভিন্ন রকম ঘাটাঘাটির মাধ্যমে, বিভিন্ন রকম তথ্য সংগ্রহের মাধ্যমে এই ব্যবসার উপর একটা আত্নবিস্বাসের জন্ম নেয় এবং সেই থেকে ফরেক্সে আসা ।

maziz6989
2018-03-25, 11:40 PM
এখানে আপনি কার মাধ্যমে এসেছেন বা কেন এসেছেন এসব থেকে বড় প্রশ্ন হল আপনি কতটুকু প্রফিটেবল? আমার নিজের কাথাই বলি - আমি এখনও আল্টিমেট লুজার এর খাতায় ই আছি। এখনও কোন সূর্যের কিরণ রশ্মি চোখে পড়ে নি বা পড়ছে না। হয়ত বা কোন না কোন দিন আমিও হব প্রফিটেবল তখন হয়ত বা এনার্জি থাকবে না সবাইকে পোস্ট করে দেখানোর।

hasem79
2018-03-26, 12:04 AM
আমিও আমার এক সিনিয়র বড় ভাইয়ের মাধ্যমে এই মার্কেট এ এসেছিলাম। আমি আজও ঠিক ভাবে এই মার্কেট টাকে বুঝতে পারলাম না। এখানে আসলাম সময় দিলাম কিন্তু সত্যি সত্যি কাজের কাজ কিছুই হল বলে মনে হয় না। আমি মনে করছি এখান থেকে আসলেই কি ইনকাম করা যায়?

Mamun13
2018-03-26, 07:27 PM
ফরেক্স মার্কেটে আমি ট্রেড করার উদ্দেশ্যে প্রকৃতপক্ষে কারোর হাত ধরেই আসিনি৷গত চার বছর আগে হঠাৎ করে একটি কম্পিউটার ম্যাগাজিন বই এ ফরেক্স মার্কেটের ব্যবসার সম্পর্কে কয়েকটি লাইন পড়েছিলাম৷চট্টগ্রামের ফরেক্স ট্রেডার রিপন ভাই ইন্সটাফরেক্স এ কিভাবে ট্রেড করতে হয় তার কিছু বিষয় ধারাবাহিক পর্ব আকারে লিখেছিলেন৷এ থেকে কিছুটা অনুপ্রাণিত হয়েছিলাম৷এরপর কুমিল্লার ফরেক্স ট্রেডার নাজমুল ভাইয়ের পিসিতে শুধু mt4 সফটওয়ারটি একবার দেখেছিলাম৷এর কিছুদিন পর আরেকজন বড় ভাইয়ের জোড় তাগিদের ফলে আরেকটু আগ্রহী হয়েছিলাম৷ এভাবে একটু একটু করে সিদ্ধান্ত নিয়েছিলাম এই মার্কেটে দেখবো কিভাবে ব্যবসা করা যায়৷এরও ঠিক এক বছর পর ইনস্টাফরেক্সে একটি লাইভ একাউন্ট খুলে হঠাৎ করেই ট্রেড শুরু করে দেই৷সময়টা ছিল 2013 সালের সেপ্টেম্বর এর 13 তারিখ,আর এখন চার বছর পার করেছি৷

riponinsta
2018-03-27, 12:56 PM
ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে পারি বল্গ এর মাধ্যমে সেই খান এ কি করে অ্যাকাউন্ট করতে হয় কি করে ট্রেড করতে হয় জানতে পারি তারপর থেকে আমি ফরেক্স মার্কেট এ লেগে আছি সেই লেগে থাকার কারন এ এখন আমি ফরেক্স মার্কেট এ লাভ করতে পারি এখন ও ফরেক্স মার্কেট এ ট্রেড শিখছি মনে হচ্ছে এখন ও অনেক কিছু শিখার বাকি আছে

expkhaled
2018-03-27, 03:36 PM
আমি আগে অল্প অল্প অনলাইনে কাজ করতাম একবার ফরেক্স এর ব্যপারে জানতে পারি অনলাইন সার্চ করার মাধ্যমে। তারপর ডেমো ট্রেড করা শুরু করি প্রথমে, ইউটিউবে সার্চ করে বিভিন্ন ইন্ডিকেটর ব্যবহার করার চেষ্টা করি। তারপর আরও বেশী সার্চ করা শুরু করি জানার জন্য তারপর থেকে এখনও পর্যন্ত শিখছি । আমি মুলত: ডেমো ট্রেড করি সাথে একটি বোনাস রিয়েল একাউন্ট ও আছে। যাই হোক সর্বশেষে প্রাইজ একশন নিয়ে কাজ করার চেষ্টা করছি। প্রাইজ একশনটাই আমার কাছে ভাললাগে, কারন সরাসরি চার্ট রিড করতে পারলে আর অন্য কোন স্ট্রেটেজি লাগে না।

Grimm
2019-01-15, 03:33 PM
আমার একজন শ্রদ্ধেয় বড় ভাই আছেন। তিনি আমাকে এই ব্যবসা সম্পর্কে সর্বপ্রথম অবগত করেছেন। আমি উনার মাধ্যমেই এই ব্যবসায় পদার্পন করি। কিন্তু বর্তমানে আমি এই ব্যবসা একাই একাই করতাছি আর কোন সমস্যা হলে আমি ইন্টারনেট থেকে সাহায্য নিয়ে থাকি। কারণ ইন্টারনেটে সবকিছু আছে। তাই আপনার যদি কোন প্রকার সমস্যা হয় এই ব্যবসা করার সময় তাহলে আপনি ইন্টারনেট থেকে সকল ধরনের সাহায্য নিতে পারেন এতে আপনার উপকার হবে।

Mahidul84
2019-01-15, 05:29 PM
ফরেক্স মার্কেটে আমি আমার বড় ভাইয়ের মাধ্যমে এসেছি। আর তিনিই আমাকে সর্বপ্রথম ফরেক্স সম্পর্কে বিভিন্ন ধরনের জ্ঞান অভিজ্ঞতা দিয়েছেন। আর আমি উনার অনুপ্রেরণায় ফরেক্স ব্যবসা করার জন্য অনুপ্রাণিত হয়। বর্তমানে আমি বেশ ভাল পর্যায়েই অবস্থান করছি। আশা করি বাকী জীবনটা আমি যেন ফরেক্স ব্যবসা করে চলতে পারি।

TanjirKhandokar1994
2019-03-26, 08:45 AM
ফরেক্স মার্কেটে আমি আসছি আমার এক ভাইয়ের মাধ্যমে। সে প্রায় ৮ বছর যাবৎ ফরেক্স মার্কেটে কাজ করছে। এবং সে এখানে খুবই একজন দক্ষ ট্রেডার। তার ট্রেডিং আমার খুবই ভালো লাগে। তিনিই আমাকে এখানে আসার জন্য উদ্ভুদ্ধ করেছেন। তবে আমি এখানে কাজ করতে পেরে খুবই আনন্দিত। এখানে কাজ করে আমি প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করছি। যা আমি না করলে জানতে পারতাম না। তাই আমি তাকে কৃতজ্ঞতা জানাই।

Hafizfx
2019-03-26, 08:10 PM
আমি ফরেক্স ট্রেড শুরু করি একটি সোসাাল মাধ্যমে বিজ্ঞাপনের মাধ্যমে সেখানে দেখতে পেলাম নো ডিপোজিট বোনাস ৫০০ ডলার। তাই আর দেরি না করে ডলার নেওয়ার জন্য রেজিষ্ট্রেশন করে ফেললাম কিন্তু ডলার তো তুলতে পারছি না তাই আর ট্রেড কি জিনিস সেটাও বুঝতে পারছিলাম না। তারপর বিভিন্ন মাধ্যম থেকে জানতে জানতে তারপর ফরেক্স সম্পর্কে জানতে পারলাম এরপর থেকে ফরেক্স নিয়ে মোটামুটি সময় দিয়ে থাকি।