PDA

View Full Version : ইন্সটাফরেক্স ডেবিট বেনেকার্ড



SumonIslam
2017-12-11, 02:54 PM
https://www.facebook.com/instaforex.bangladesh/photos/a.124453561058566.1073741828.124393244397931/605984766238774/?type=3
ইন্সটাফরেক্স তার গ্রাহকদের জন্য ডেবিট বেনেকার্ড প্রদান করে, যা ব্যবহার করার মাধ্যমে পৃথিবীর যে কোন প্রান্তে মাস্টার-কার্ড সমর্থনকারী এটিএম বুথ থেকে অর্থ উত্তোলন করতে পারবেন। সেইসাথে, এই কার্ডের মাধ্যমে অনলাইনে কেনাকাটা করার পাশাপাশি আরো অনেকগুলো সুবিধা পাবেন।
ইন্সটাফরেক্স বেনেকার্ডের সুবিধাসমূহ:
≫ কার্ডের সত্ত্বাধিকারীর নামে নিবন্ধন করা এক বা একাধিক ট্রেডিং অ্যাকাউন্ট থেকে অর্থ উত্তোলন করতে এই কার্ড ব্যবহার করা যাবে;
≫ কোন কমিশন ছাড়াই ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করা যাবে;
≫ ইন্টারনেটের মাধ্যমে কার্ডের ব্যালেন্স দেখা যাবে এবং অর্থ জমা করা যাবে;
≫ ২০০ টির বেশি দেশে এই কার্ড ব্যবহার করা যাবে;
≫ মার্কিন ডলার অথবা ইউরো কার্ডের জন্য আবেদন করা যাবে;
≫ ইন্সটাফরেক্স বেনেকার্ড সাধারণ ব্যাংক কার্ডের মত যার মাধ্যমে বিভিন্ন পণ্য এবং সেবার মূল্য পরিশোধ করা যায়।;
≫ যে কোন পরিমাণ অর্থ জমা রাখা যাবে; এটিএম এর মাধ্যমে অর্থ উত্তোলন এবং পরিশোধের সর্বোচ্চ পরিমাণ ৩০০০ মার্কিন ডলার(ইউরো;৩০০০);
≫ ইউরোপিয়ান ব্যাংক ইন্সটাফরেক্স বেনেকার্ড প্রদানের সময় নিশ্চয়তা প্রদান করেছে যে এই কার্ডের মাধ্যমে সম্পন্ন সকল লেনদেন অত্যন্ত গোপনীয় থাকবে;
আপনি ইন্সটাফরেক্স অফিসিয়াল ওয়েবসাইটের ক্লায়েন্ট ক্যাবিনেটে এখনি বেনেকার্ডের জন্য অর্ডার করতে পারেন। কটা কার্ড অর্ডার করতে, একজন ইন্সটাফরেক্স গ্রাহকের সদস্য ফি প্রদান করতে হয় যা কার্ড গ্রহণের সময় পরিশোধ করতে হয়। এই খরচের পরিমাণ ৩৫ মার্কিন ডলার অথবা ২৯ ইউরো। এই সদস্য ফি অনেকভাবে প্রদান করা যায় (ব্যাংক ওয়্যার, পেপ্যাল)। দয়াকরে মনে রাখবেন যে যাচাইকরণ শেষে ব্যাংকের মাধ্যমে অর্থ হস্তান্তর করা যাবে।
ইন্সটাফরেক্স ডেবিট কার্ড অর্ডার করতে ভিজিট করুন: ​https://goo.gl/LwYqQF

maziz6989
2018-02-22, 06:53 AM
বেশ প্রয়োজনীয় থ্রেড - কিন্তু প্রশ্ন হল আমাদের দেশে কি এই জিনিস ব্যবহার করা যাবে। লাইভ চ্যাটে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করতে হবে। দেখি তারা কি বলে। তবে ফি টা একটু বেশিই মনে হল। কারণ ৩৫ ডলার আমাদের দেশের প্রেক্ষাপটে অনেক টাকা।

FXBD
2018-03-05, 06:50 PM
বেশ প্রয়োজনীয় থ্রেড - কিন্তু প্রশ্ন হল আমাদের দেশে কি এই জিনিস ব্যবহার করা যাবে। লাইভ চ্যাটে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করতে হবে। দেখি তারা কি বলে। তবে ফি টা একটু বেশিই মনে হল। কারণ ৩৫ ডলার আমাদের দেশের প্রেক্ষাপটে অনেক টাকা।
বেশিরভাগ কার্ড প্রদানকারী (মাস্টারেকার্ড বা ভিসা) ৪০ থেকে ৫০ ডলার চার্জ কাটে আর আপনি বলছে এটা বেশি। যদি আপনি একই সুবিধায় ইন্সটাফরেক্স এর ডেবিট বেনেকার্ড ব্যবহার করার মাধ্যমে পৃথিবীর যে কোন প্রান্তে মাস্টার-কার্ড সমর্থনকারী এটিএম বুথ থেকে অর্থ উত্তোলন করতে পারবেন। সেইসাথে, এই কার্ডের মাধ্যমে অনলাইনে কেনাকাটা করার পাশাপাশি আরো অনেকগুলো সুবিধা পাবেন। ইন্সটাফরেক্স বেনেকার্ড সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিজিট করুনঃ https://goo.gl/9mzede