PDA

View Full Version : লোভ নিয়ন্ত্রণে কারও কি কোন প্রকৃয়া আছে



01797733223
2017-12-13, 08:51 AM
লোভ হচ্ছে এমন একটি প্রত্যয় যা প্রত্যেক মানুষের প্রকৃতি। যা বিশেষ করে অর্থের সাথে সম্পর্কিত। কোনও জিনিসকে আমাদের জীবন থেকে উচ্ছেদ করা খুব কঠিন, কারন আমাদের অন্তর্স্বত্বা অনেক শক্তিশালি । আপনি কিছু সময়ের জন্য নিয়ন্ত্রন করতে পারেন কিন্তু সবসময় পারবেন না । লোভ নিয়ন্ত্রণে কেউ কি কোনো প্রকৃয়া অবলম্বন করেন ?

Mamun13
2018-06-18, 08:19 PM
লোভ আমাদের নিজেদের প্রত্যেকেরই একটি কঠিন রিপু এবং এই রিপুকে জয় করা অসম্ভব কঠিন সাধনা৷আমরা যখন ফরেক্স মার্কেটে ব্যবসা করতে আসি তখন আমাদের নিজেদের ভিতরে এই লোভী মন-মানসিকতার পরিচয় পরিষ্কারভাবে ফুটে ওঠে৷ফলে আমরা আমাদের অ্যাকাউন্টের ব্যালেন্সের তুলনায় অনেক বড় বড় ভলিওম নিয়ে ট্রেড করতে শুরু করি৷আর কিছু লাভ হলেই ওভারট্রেড করতে শুরু করে দেই৷এভাবে আমার আমাদের লোভের কারণেই একাউন্টের ব্যালেন্সগুলো প্রায়ই একদম শুন্য করে ফেলি৷তাই ফরেক্স মার্কেটে ব্যবসা করতে হলে অবশ্যই আমাদের নিজেদের লোভ নামের এই রিপুকে নিয়ন্ত্রণ করতে হবে৷লোভ নিয়ন্ত্রণ করার সবচেয়ে কার্যকরী পদ্ধতি হচ্ছে প্রতিদিন নিয়মিত কিছু সময়ের জন্য মেডিটেশন করা,শপথ করা,নিয়ম শৃঙ্খলা মেনে চলার অভ্যাস করা এবং ট্রেডিং কলা কৌশলগুলো খুব দৃঢ়ভাবে অনুসরণ করা৷

riponinsta
2018-06-26, 10:56 AM
আপনি ঠিক কথা বলছেন ফরেক্স মার্কেট এ সফল হতে লোভ হল অনেক বড় বাধা ফরেক্স মার্কেট এ এমন অনেক ট্রেডার দেখা যায় যারা লোভ করে অ্যাকাউন্ট জিরো করে ফেলে তাই বেশি লোভ করে বড় লট এ ট্রেড করা উচিত না এটা আসলে ট্রেড করতে লোভ করা কমে যায় আর আপনি যদি ঠিক মত ১ % ২ % রিস্ক নিয়ে ট্রেড করেন তাহলে দেখবেন ফরেক্স মার্কেট এ আপনার আর লাভ হবে না

expkhaled
2018-06-26, 11:09 AM
লোভ নিয়ন্ত্রন করার একটিই পদ্ধতি সিস্টেম এর বাইরে ট্রেড করা যাবে না। আর ঘন ঘন চার্ট দেখা যাবে না, বেশী সময় চার্টে দেওয়া যাবে না। রুটিন মাফিক চার্ট চেক করতে হবে। সব ট্রেড এ আপনি সফলতা পাবেন না এই বাস্তবতা আপনাকে উপলব্দি করতে হবে। আবার সব ট্রেড এ আপনি অংশ গ্রহন করতে পারবেন না। আপনাকে আপনার আয়ত্বের মধ্যে ট্রেড করতে হবে। আর এই সব নিয়ম যদি একবার আপনার ভেতরে গেথে নিতে পারেন তাহলে আপনি লোভকে সংবরন করতে পারবেন। অর্থাত আপনাকে বাস্তববাদী হতে হবে।

souravkumarhazra6763
2018-06-26, 11:23 AM
লোভ করা যে কনো ব্যবসা এর জন্য খারাপ,ফরেক্স ও একটি বিজিনেস,ফরেক্স এ লোভ করলে আপনি কখনো সফলতা পাবেন না,তাই অব্যশই লোভ নিয়ন্ত্রণ করতে হবে,মার্কেট এন্ট্রি মানি ম্যানেজমেন্ট অনুসারে নিতে হবে,বড় লট ইউজ করা যাবেনা,ঘন ঘন মার্কেট দেখা যাবেনা,স্টপ লস ব্যবহার করতে হবে,এই গুলো অনুসরণ করলে লোভ নিয়ন্ত্রণ সম্ভব।

rafiuqlislam
2018-06-26, 11:26 AM
প্রত্যেক মানুষের লোভ আছে যা তার বৈশিষ্ট ।এই লোভ থেকে বাচার কোন পথ নেই,মানুষ চায় অর্থ আর অর্থের জন্য মানুষ তার জীবন উৎসর্গ করতে দ্বীধাবোধ করেনা।তাই লোভ নিয়ন্ত্রনের কোন পথ আমার জানা নেই।

abdulguffer
2018-06-27, 03:04 AM
অধিক মুনাফা অর্জন এর লোভে পড়ে নতুন ট্রেডাররা একাউন্ট ব্যালান্স এর তুলনায় অনেক বড় লট এ ট্রেড ওপেন করে । ফলে তারা অনেক বড় ধরনের লস এর সম্মুখীন হয়, বড় লট এ ট্রেড ওপেন করায় মার্জিন অনেক কমে যায় এবং সামান্য কিছু পিপস লসে গেলে ব্যালান্স জিড়ো হয়ে ট্রেডটি অটো বন্ধ হয়ে যায় ।আর এই লোভ কে নিয়ন্ত্রণ করার সবচেয়ে ভালো উপায় হলো কম লিভারেজ ব্যবহার করা, ফলে ইচ্ছা করেও বড় লট এ ট্রেড ওপেন করা যাবে না ।

rafiuqlislam
2018-06-27, 10:00 AM
মানুষের যতগুলো মানবিক দুর্বলতা আছে লোভ তার মধ্যে অন্যতম।পরকালিন ভীতি মানুষের লোভ কিছুটা দমিয়ে রাখতে পারে।আপনি যদি চিন্তা করেন, যে কোন মুহুর্তে আমি দুনিয়া থেকে চলে যেতে পারি। দুনিয়ার এই ধন সম্পদ আমার কোন কাজে লাগবে? এটা নিয়ে একটু ভাবলে লোভ নিয়ন্ত্রনে আসতে পরে।