View Full Version : শুধুমাত্র আপনি আপনার আচরণ নিয়ন্ত্রণ করত
01797733223
2017-12-13, 09:19 AM
আপনার আচরণ নিয়ন্ত্রনের চাবি আপনার কাছে। আপনি একজন মানুষ , আপনার সকল কিছুই প্রত্যেকটি অঙ্গ আপনি নিয়ন্ত্রন করেন । কিন্তু আপনাকে আপনার মনকেও নিয়ন্ত্রন করতে জানতে হবে। যদি মন আপনাকে নিয়ন্ত্রন করে , তাহলে বড় লসের সম্মুখিন হওয়ার জন্য প্রস্তুতি নিতে পারেন । ফরেক্স হলো ডিসিপ্লিন । যার মনে নিয়মানুবর্তীতা নেই , সে যতো ভালো ট্রেড করুক না কেন , কখনই সফল হতে পারবে না । আর এর জন্য আপনাকে চেষ্টা করতে হবে। পাশাপাশি অনুশীলনের দিকেও নজর দিতে হবে।
Mamun13
2018-06-18, 07:38 PM
আমাদের মনকে নিয়ন্ত্রণ করা অবশ্যই খুবই কঠিন৷ফরেক্স মার্কেটে প্রতিষ্ঠিত হতে হলে অবশ্যই আমাদের আবেগকে-মনকে নিয়ন্ত্রণ করতে হবে,প্রচন্ড ধৈর্যশীল হতে হবে, অত্যন্ত ত্যাগী মন-মানসিকতার হতে হবে৷যেহেতু ফরেক্স মার্কেটে সারা বিশ্বব্যাপী ব্যবসা হয়ে থাকে তাই এখানে টিকে থাকা এবং নিয়মিত আয় রোজগার করা কখোনোই সহজ বিষয় নয়৷তাই আমাদেরকে অবশ্যই ডিসিপ্লিনড হতে হবে৷আমরা সবাই জানি যে কোনোও কাজে সফলতা পেতে হলে আমাদেরকে নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হয়৷আর যখনই আমরা নিয়ম-শৃঙ্খলা মেনে চলবো তখনই আমাদের নিজেদের মনকে-আবেগকে নিয়ন্ত্রণ করা সহজ হয়ে যাবে৷
shohedullaearn
2023-07-27, 10:43 PM
সব সময় আমাদের আচরণ রাখার প্রয়োজন। যাতে করে অন্য কেউ আমাদের কথায় কষ্ট না পায়। ফরেক্স আমাদের সকলের উচিত অন্য জনের কথা মাথায় রেখে শালীনও সুন্দরভাবে গুছিয়ে লিখা।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.